![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার,নির্যাতন অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।With death we start the next phase of our cosmic journey. I will prepare fully for the next journey.আমি একজন মহাজাগতিক মুসাফির, কিছুদিন এখানে আছি
শ্বাসক্রিয়া জীবন সচল রাখে। যদিও ৯৫ ভাগ মানুষই সঠিক প্রক্রিয়ায় এর ব্যবহার জানেন না। এতে খাবার হজমে সমস্যা ও বিভিন্ন রোগব্যাধির সৃষ্টি হয়। সঠিক নিয়মে গভীর দম চর্চায় শরীর ও মনের ব্যায়াম হয়।
যাপিত জীবনে টেনশন বা মানসিক চাপ হয়। এর প্রভাব শুধু মনের উপরই নয়, শরীরে উপরেও পড়ে। ফলে একসময় শরীরের কোষগুলো প্রাণবন্ততা হারিয়ে ফেলে। নিজেকে চাঙ্গা রাখতে প্রাচীনকাল থেকেই গভীর দম চর্চার রীতি চলে আসছে।
গভীর দম চর্চা প্রাণায়াম বা প্রাণা নামেও পরিচিত। প্রাণা চর্চা করে দেহকে সহজেই সুস্থ ও প্রাণবন্ত করে তোলা যায়। সঠিক নিয়মে নিয়মিত চর্চা করলে দেহ থাকবে সতেজ, মন হবে প্রফুল্ল।
এ সম্পর্কে কোয়ান্টাম হার্টক্লাব ও কোয়ান্টাম ব্যায়ামের মেডিকেল কাউন্সিলর ডা. আতাউর রহমান বলেন, “দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুসে গভীর দম চর্চার প্রভাব পড়ে। দম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতি থেকে অক্সিজেন বা জীবনীশক্তি ফুসফুসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এ সময় ফুসফুসের প্রসারণ ঘটে, আর দম ছাড়তে ছাড়তে শরীর থেকে কার্বন-ডাই-অক্সাইড বেরিয়ে যায়। এভাবে ফুসফুসের প্রসারণ ও সংকোচন হয়।”
“প্রতিটি মানুষের শরীরে ফুসফুস এই কাজটি জন্ম থেকেই করে যাচ্ছে। এতে স্বাভাবিকভাবে জীবন চলে। শরীরে রক্তসঞ্চালন সবসময় ভালো রাখতে দরকার নিয়মিত সঠিকভাবে দম চর্চা।” বললেন ডা. আতাউর।
এ জন্য বুক ভরে দম নেওয়ার চর্চা করতে হবে। এতে পেট ও পাকস্থলির ব্যায়াম হয়। যখন গভীরভাবে দম চর্চা করা হয় তখন ফুসফুস ভালোভাবে কাজ করে। পেট ও পাকস্থলিতে রক্তচলাচল স্বাভাবিক হয়। খাবার হজমজনিত সমস্যাও দ্রুত কমে আসবে। এর থেকে পেতে পারেন সহজ স্বতঃস্ফূর্ততায় প্রাকৃতিক নিরাময়।
গভীর দম চর্চার উপকারিতা
* শরীর সহজেই রিলাক্সড হয়।
* হজমশক্তি বৃদ্ধি পায়।
* মানসিক চাপ ও টেনশন দূর হয়।
* শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গকে সুস্থ ও স্বাভাবিক রাখে।
* মেজাজ থাকে ফুরফুরে।
* রক্ত দূষণমুক্ত করে ও চলাচল স্বাভাবিক রাখে।
* ফুসফুসের জটিল ব্যাধির ঝুঁকি কমে।
* দেহের বাড়তি ওজন কমায়।
এছাড়া গভীর দম চর্চা ব্যথানাশক হিসেবে কাজ করে। অক্সিজেন হচ্ছে প্রাণশক্তির উৎস। যখন বুক ভরে দম নেওয়া হয় তখন প্রাণশক্তিতে দেহ প্রাণবন্ত হয়ে উঠে, এতে কোনো সন্দেহ নেই।
নিয়মিত গভীর দম চর্চায় মেধা হয় শাণিত। কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম হবে আরও সক্রিয়। খাবার হজম হবে স্বাভাবিক।
যেভাবে চর্চা করবেন
গভীর দম চর্চার সময় দম নেওয়া আর ছাড়ার দিকে পুরো মনোযোগ দিতে হয়। এটা করতে নাক দিয়ে গভীরভাবে দম নিয়ে ছাড়তে হয় মুখ দিয়ে। প্রতিটি দম নিতে সময় লাগবে ৩ থেকে ৪ সেকেন্ড। ছাড়তে সময় লাগবে কিছুটা বেশি।
দম চর্চার মাধ্যমে মাথা, কাঁধ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ‘রিল্যাক্স’ করে তোলা যায়। এটি চর্চা করতে পছন্দের আরামদায়ক কোনো জায়গায় বসুন। হাত দুটো রাখুন হাঁটুতে। ঘাঁড় ও মেরুদণ্ড থাকবে সোজা।
এবার নাক দিয়ে গভীরভাবে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। প্রতিবার দম ছাড়ার পর সেকেন্ড দু’এক অপেক্ষা করুন। আবার ধীরে ধীরে গভীরভাবে দম নিন।
দম নেওয়ার সময় ১ থেকে ৫ পর্যন্ত গণনা করুন। দম ছাড়ার সময় ১ থেকে ৭ পর্যন্ত গণনা করুন। এভাবে ১০ বার করলে হবে এক রাউন্ড। এতে ফুসফুসের মাধ্যমে প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তি সারাশরীরে ছড়িয়ে পড়বে।
নিয়মিত দম চর্চায় ক্লান্তি ও অবসাদমুক্ত হয়ে উপভোগ্য হয়ে উঠবে জীবন।
ঘুমের সমস্যা থাকলে বিছানায় শুয়েও একই নিয়মে দম চর্চার ব্যায়াম করতে পারেন। শরীর রিলাক্স হয়ে কখন যে আপনি ঘুমিয়ে পড়বেন, তা টেরই পাবেন না।
সুত্র
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
কসমিক- ট্রাভেলার বলেছেন:
ডরোথী সুমী আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
মেডিটেশন শৃঙ্খলমুক্তির পথ, নিয়মিত মেডিটেশন করুন, নিজের জীবন নিজে গড়ুন।
বিস্তারিত জানতে পারেন এখান থেকে
http://quantummethod.org.bd/
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
বাঁধলেই বাঁধন বলেছেন: ভালো লাগলো ... +
দম ভালো করে নিতে না পারলে মনমেজাজ খারাপ থাকে!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
কসমিক- ট্রাভেলার বলেছেন:
হুম, একদম ঠিক কথা বলেছেন।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পড়তে তো ভালোই লাগে বাট করার সময় বের করতে পারি না।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭
কসমিক- ট্রাভেলার বলেছেন:
সিষ্টেম তো খুব সহজ, না পারার তো কোনো কারণ দেখিনা ।
নিয়মিত সচেতনভাবে চেষ্টা করলে একসময় এটি অভ্যাসে পরিণত হবে।
শুভেচ্ছা সতত।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬
মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট । ট্রাই করবো ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
কসমিক- ট্রাভেলার বলেছেন:
কয়েকদিন সচেতনভাবে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
এহসান সাবির বলেছেন: +++
নতুন বছরের শুভেচ্ছা!
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯
কসমিক- ট্রাভেলার বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা সতত।
ভালো কাটুক জীবনের প্রতিটি দিন।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
অপ্রচলিত বলেছেন: দরকারি পোস্ট। ব্যাপারটি সম্পর্কে আগেই জানতাম, তবে নিয়মিত চর্চা করা হয়ে উঠে না।
ধন্যবাদ আপনাকে।
নিরন্তর শুভ কামনা থাকলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
কসমিক- ট্রাভেলার বলেছেন:
অপ্রচলিত !! নিকটা বেশ চমৎকার !!
আসলে জীবনে যা কিছু কল্যাণকর তা সাধারণভাবে প্রচলন বেশ কম ।
আপনাকেও শুভেচ্ছা সতত।
৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:০০
তৌফিক মাসুদ বলেছেন: লেখকে ধন্যবাদ। লেখায় শেখার অনেক কিছু আছে।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:৫৬
কসমিক- ট্রাভেলার বলেছেন:
ভাই, আমি লেখক নই প্রকাশকারী মাত্র।
৮| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: মেডিটেশন করেছি কয়েকদিন, কিন্তু একটানা করতে পারি না। আলসেমি আঁকড়ে ধরে।
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০০
কসমিক- ট্রাভেলার বলেছেন:
পারবেন পারবেন
চেষ্টা চালিয়ে যান
৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২
কসমিক- ট্রাভেলার বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা সতত।
ভালো কাটুক জীবনের প্রতিটি দিন।
১০| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭
ফাহিম ইসলাম বলেছেন: awasome post....
like
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২
কসমিক- ট্রাভেলার বলেছেন:
ধন্যবাদ আপনাকে সবগুলো পোষ্ট পড়ার জন্যে।
ভালো থাকুন সবসময়
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ। করার চেষ্টা করবো।