![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার,নির্যাতন অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।With death we start the next phase of our cosmic journey. I will prepare fully for the next journey.আমি একজন মহাজাগতিক মুসাফির, কিছুদিন এখানে আছি
মানুষ বদলে যাচ্ছে,হতাশা বিষন্নতা নেতিবাচকতার মতো আত্মঘাতী সব আবেগের শৃঙ্খল ভেঙে বিশ্বাস ও উদ্যমের শক্তিতে জেগে উঠছে চারপাশের লক্ষ মানুষ। ধ্যান ও ইতিবাচকতার পথ ধরে ব্যক্তিমানু্ষের এ পরিবর্তনই ক্রমশ ছড়িয়ে পড়ছে সমাজ ও দেশে । যার মদ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে আমাদের জাতিগত পরিবর্তনের শুভসম্ভাবনা।
ইতিহাস বলে আমরা ছিলাম ধ্যানী জ্ঞানী অভিযাত্রী ও শিল্পোন্নত এক সুখী সমৃদ্ধ জাতি। আমাদের নৈতিক সংস্কৃতিই ছিল এ উৎকর্ষের মূল প্রেরণা। আথিথেয়তায় উদার, সম্পদে প্রাচু্র্যবান এ জনপদে তাই বৈষয়িক স্বার্থে বারবার এসে ভিড় করেছে নানা জাতির মানুষ। একসময় এ সুযোগেই এই অঞ্চলে চেপে বসে কয়েকশ বছরের সাম্রাজ্যবাদী শোষণ।
আর এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় আমাদের উদারনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর গুরুত্বপূর্ণ অনুসঙ্গগুলো। আমাদের জীবন থেকে হারিয়ে যায় ধ্যান। নির্বাসন ঘটে মুক্ত জ্ঞানচর্চা, বিশ্বাস এবং জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গির। ফলে জাতি হিসাবে আমরা হয়ে পড়ি দরিদ্র হতাশ ও ঋণজর্জরিত। সর্বগ্রাসী নেতিবাচকতা আক্রান্ত করে এ জাতির কমবেশী প্রতিটি মানুষকেই। মানুষ হিসাবে এবয় জাতি হিসাবে আমরাও যে কিছু করতে পারি, এ বিশ্বাসটুকু পুরোপুরি হারিয়ে যায় আমাদের জীবন থেকে।
বিস্তারিত জানতে দেখুন
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
"ইতিহাস বলে আমরা ছিলাম ধ্যানী জ্ঞানী অভিযাত্রী ও শিল্পোন্নত এক সুখী সমৃদ্ধ জাতি। "
- তা'হলে, আগে আপনি ইতিহাস লিখতেন; এখন প্রাইমারী স্কুলে ভর্তি হয়েছেন, ভালো