| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
সবাই বলে কুসংস্কার বাংগালীকে পেঁচিয়ে রেখেছে। কিন্তু জনাব ইহা সত্য নহে। কুসংস্কার সমগ্র বিশ্বব্যাপীই ছড়িয়ে আছে। ভ্রু কুঁচকে গেলো? আচ্ছা শুনুন তাহলে। আমার মা শ্রীলংকান। তামিল মুসলিম। উনাদের সমাজে এটা প্রচলিত যে সকালে কোনো মেয়ে চুলায় আগুন দিতে পারবে না। যদি দেয় তাহলে ওই মেয়ের/ওই পরিবারের সংসারে আগুন জ্বলবে
তাই সকালে সবার আগে চুলায় আগুন দিবে পরিবারের কোনো পুরুষ আর যে পুরুষ আগুন দিবে চুলায় তার আয়ু বৃদ্ধি পাবে
আমার মা এই কুসংস্কার কঠিন ভাবে মেনে চলে। যার ফলে গত ১৬বছর ধরে চুলায় সকালে আগুন দেওয়ার কাজটা হয় আমার ভাইকে আর নয়তো বাবাকে করতে হয়। যেদিন সকালে ওরা এটা করতে চায় না সেদিন সকালে নাস্তা নাই
২.
গত দুই বছরে আমার বাবা দুইবার ব্রেন স্ট্রোক করে। প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলো বাবা। আমি তখন মাত্র ৬ষ্ঠ শেমিস্টারে পড়ি। আমি এক রাতে গিয়ে মা'কে বললাম,"মা বাবার অবস্থা তো ভালো না। প্রচুর টাকা খরচ হচ্ছে। এর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির খরচ তো তুমি জানোই। আমি ভাবছি সেমিস্টার ড্রপ দিয়ে দিই।" মা গলার আওয়াজ সপ্তম আকাশে চড়িয়ে বললো,"এতো সাহস? এতো সাহস তোমার? তোমার বাবার একটু অসুখ কি হয়েছে আর তুমি নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছো?? আজকে বলেছো বলেছো আর যেনো কোনোদিন না শুনি। তোমার বাবার চিন্তা তোমার করা লাগবে না,সেটা আমার উপর ছেড়ে দাও। আর তোমার সেমিস্টার ফি যা লাগে তা আমি এবার দিয়ে দিবো। নেক্স সেমিস্টার থেকে ট্রাই করবা স্কলারশিপ এর/কোনো পার্ট টাইম জবের। কিন্তু পড়ালেখা ছাড়তে পারবা না।"
দুই দিন পর সকালে মা আমার হাতে ১৫হাজার টাকা দিলো সেমিস্টার ফি'র ফার্স্ট ইন্সটলমেন্ট দিতে। বিকালে বড় আপুর কাছে শুনলাম মা তার স্বর্ণ এর গয়না গুলো জুয়েলারি শপে রেখে বাবার চিকিৎসা আর আমার জন্য টাকা নিয়ে এসেছে
৩.
আমার মা মারা যায় যখন আমার বয়স চার। লিভার ক্যান্সারে মারা যান তিনি। আমার মায়ের পরিবারের মেয়েরা কোনো এক অজ্ঞাত কারণে বেশিদিন বাঁচে না। আমার মা যখন মারা যান তখন তার বয়স ৩৭বছর। কিছুদিন আগে আমার একমাত্র খালাও মারা গিয়েছেন। উনিও ক্যান্সারে,ব্লাড ক্যান্সারে মারা যান। উনার বয়স হয়েছিলো ৪০বছর।
মা মারা যাওয়ার ২বছর পর বাবা আবার বিয়ে করতে বাধ্য হন আমাদের ফ্যামিলির চাপে। বাবা তখন কুয়েতে ছিলেন,সেখানেই আমার এই শ্রীলংকান মায়ের সাথে পরিচয় আর বিয়ে। তারপর মা চলে আসলো বাংলাদেশে আর পিচ্চি আমি আর বাকি ভাই-বোনগুলোকে আপন করে নিলেন। এতোই আপন করে নিলেন যে নিজের কোনো সন্তানও আর নিলেন না। কেউ জিজ্ঞেস করলে বলতেন,"ফুটবল টীম বানাবো নাকি?"
আজ সকালে মা'কে একটা শাড়ি গিফট করলাম মা দিবস উপলক্ষে। মা এতো খুশি হয়েছে যে শাড়িটা সাথে সাথেই পড়ে ফেললো আর বললো, "এই লুপু আমার ছবি তুলে দাও তো।" ছবি তুলে দিলাম। আর মা এখন ব্যস্ত সেই ছবি ইমো,ভাইবার দিয়ে শ্রীলংকা,দুবাই,ফ্রান্স,তাসমানিয়া তে তার আত্নীয়স্বজনদের পাঠাতে এই লিখে যে "আমার মেয়ে দিয়েছে এটা মা দিবসে আমাকে"। মুখে সে কি হাসি!!
পশ্চিমাদের এইসব দিবস সংস্কৃতি খুব একটা খারাপ না ![]()
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৪৯
নাসরিন সুলতানা লোপা বলেছেন: ধন্যবাদ
২|
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:২১
আমি মিন্টু বলেছেন: বাহ! বাহ! দারুন!!! দারুন!!!
![]()
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৫০
নাসরিন সুলতানা লোপা বলেছেন: ধন্যবাদ
৩|
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:২৫
আহমেদ জী এস বলেছেন: নাসরিন সুলতানা লোপা ,
টাচি............................
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৫১
নাসরিন সুলতানা লোপা বলেছেন: তাই? সময় করে পড়ার জন্য ধন্যবাদ
৪|
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: সব সময় ভাল থাকুক আপনার শ্রীলংকান মা
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৫২
নাসরিন সুলতানা লোপা বলেছেন: হুম। দোয়া করবেন। ভালো থাকুন আপনিও। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৫|
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৫৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব ভাল লাগল আপনার মায়ের কথা জেনে, আরো ভাল লাগবে যদি সেই শাড়ী পড়া আপনার মায়ের একটা ছবি এই পোস্টে জুড়ে দেন! ![]()
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৫৯
নাসরিন সুলতানা লোপা বলেছেন: মা পছন্দ করে না সোস্যাল সাইটে ছবি দেওয়া। মানা করে। নাহলে দিতাম। সুন্দরই লাগছে তাকে...টাংগাইলের সুতি শাড়িতে ![]()
৬|
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:১৮
শরতের ছবি বলেছেন: সৎ মা হয়ে ও উনি কেমন আপনার মা হয়ে গেলেন ।আপনার মা কে আমার অশেষ শ্রদ্ধা জানাবেন ।
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:২৪
নাসরিন সুলতানা লোপা বলেছেন: খুব ছোটো থেকে আমাকে বড় করেছেন উনি। নিজের মা'কে আমি তেমন করে কাছেই পাইনি/মনে নেই। তাই এখন ইনিই আমার মা আর সত্যিই খুব ভালো মানুষ তিনি ![]()
ধন্যবাদ আপনাকে ![]()
৭|
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৩১
সোজোন বাদিয়া বলেছেন: খুউব ভাল লাগল। আপনার মা ভাল থাকুন, তাঁর সকল সন্তানেরা ভাল থাকুন।
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৫
নাসরিন সুলতানা লোপা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮|
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মা দিবসে দারুন এক মায়ের কাহিনী শোনালেন!
আপনি অনেক ভাগ্যবতী এমন মা পেয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানাবেন। আপনাকেও শুভেচ্ছা মায়ের প্রতি আপনারও অনেক ভালবাসা রেখেছেন বলে।
মা দিবসের শুভেচ্ছা।
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৭
নাসরিন সুলতানা লোপা বলেছেন: আসলেই আমি অনেক ভাগ্যবতী। ধন্যবাদ আপনাকে ![]()
৯|
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৬
মৌমতা দীপ্তি বলেছেন: nice post, to send file/data iphone to android follow this link hope you will enjoy Click This Link
১০|
০৮ ই মে, ২০১৬ দুপুর ১:০০
পুলহ বলেছেন: মা' দের যে কোন দেশ হয় না, কোন জাতি হয় না- সেটা আপনার লেখা পড়ে খুব ভালো উপলব্ধি করা যায়; তারা কেবলই মাতৃত্বের সংজ্ঞায় সংজ্ঞায়িত এক স্বর্গীয় সত্তা।
আপনি ভালো থাকুন, ভালো থাকুক আপনার মা।
....ভালো থাকুক পৃথিবীর সকল মা !
০৮ ই মে, ২০১৬ দুপুর ১:০৭
নাসরিন সুলতানা লোপা বলেছেন: সত্যিই তাই। ধন্যবাদ। ভালো থাকুন। ![]()
১১|
০৮ ই মে, ২০১৬ দুপুর ২:০২
ক্লাউড বলেছেন: মন ভালো করা পোস্ট। অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের পরিবারের জন্য। ![]()
০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:০৫
নাসরিন সুলতানা লোপা বলেছেন: ধন্যবাদ।
১২|
০৮ ই মে, ২০১৬ দুপুর ২:৪৯
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আপনার মায়ের ছবি দেখতে পারলে ভালো লাগতো ![]()
০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:০৭
নাসরিন সুলতানা লোপা বলেছেন: পরবর্তীতে কোনো এক পোস্টে চেষ্টা করবো তার ছবি দিতে যদি তিনি রাজি হন আর কি। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৩|
০৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৯
আরাফআহনাফ বলেছেন: মা মা মা।
সশ্রদ্ধ সালাম মাকে।
০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:০৭
নাসরিন সুলতানা লোপা বলেছেন: ধন্যবাদ।
১৪|
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: "এতো সাহস? এতো সাহস তোমার? তোমার বাবার একটু অসুখ কি হয়েছে আর তুমি নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছো?? আজকে বলেছো বলেছো আর যেনো কোনোদিন না শুনি। তোমার বাবার চিন্তা তোমার করা লাগবে না,সেটা আমার উপর ছেড়ে দাও। আর তোমার সেমিস্টার ফি যা লাগে তা আমি এবার দিয়ে দিবো। নেক্স সেমিস্টার থেকে ট্রাই করবা স্কলারশিপ এর/কোনো পার্ট টাইম জবের। কিন্তু পড়ালেখা ছাড়তে পারবা না।" কথাগুলো খুব ভাল্লাগলো ।
০৮ ই মে, ২০১৬ রাত ১১:১৬
নাসরিন সুলতানা লোপা বলেছেন: ধন্যবাদ। ![]()
১৫|
০৮ ই মে, ২০১৬ রাত ১১:০৮
মনিরা সুলতানা বলেছেন: আমার বেশ কিছু শ্রীলঙ্কান বন্ধু আছে একজন তামিল মুসলিম ,একজন বৌদ্ধ সে সব চাইতে ভাল বন্ধু এখন ও্ ক্যাথেলিক একজন আমার বাসায় কাযে সাহায্য করত ।সবাই অনেক বেশি ভালো উদার এবং সত্যি অনেক সব কিউট কুসংস্কার এ দারুনভাবে বিশ্বাসী।আমি দেখেছি এদের ১০০% শিক্ষা ,প্রফেশনালিজম এবং কু বলি সু বলি অথবা সংস্কারই বলি কোনটাই কোনটার সাথে সংঘর্ষ ঘটায় না ।
আপনার মা এর জন্য অনেক অনেক শুভ কামনা ![]()
০৮ ই মে, ২০১৬ রাত ১১:১৫
নাসরিন সুলতানা লোপা বলেছেন: অনেক সহজ সরল শ্রীলংকানরা। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬|
০৮ ই মে, ২০১৬ রাত ১১:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যতিক্রম লেখার জন্য ধন্যবাদ। আজকের বেশীর ভাগ লেখাই একই কথা বছরের পর বছর।
০৮ ই মে, ২০১৬ রাত ১১:১৭
নাসরিন সুলতানা লোপা বলেছেন: আপনাকেও ধন্যবাদ সময় করে লেখাটি পড়ার জন্য ![]()
১৭|
০৮ ই মে, ২০১৬ রাত ১১:৪৭
অবাকবিস্ময়২০০০ বলেছেন: wow
১৮|
০৯ ই মে, ২০১৬ রাত ১:৪৫
আব্দুল্লাহ শুভ বলেছেন:
এইসব মায়েরা ভাল থাকুক ![]()
০৯ ই মে, ২০১৬ সকাল ১১:০৭
নাসরিন সুলতানা লোপা বলেছেন: ধন্যবাদ।
১৯|
০৯ ই মে, ২০১৬ রাত ২:২২
রাফা বলেছেন: জাতি ,ধর্ম,বর্ণ যাই হোক মা -মা'ই ।মায়ের কোন তুলনা হয়না বিকল্পও নেই ।মায়েরাই পারে এত বড় ত্যাগ স্বিকার করতে।সত্যি আমি অভিভুত আপনার মায়ের কথা পড়ে।
ধন্যবাদ,আপনার ম'কে নিয়ে এমন সুন্দর করে লেখার জন্য।
০৯ ই মে, ২০১৬ সকাল ১১:০৮
নাসরিন সুলতানা লোপা বলেছেন: আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য। ভালো থাকবেন। ![]()
২০|
০৯ ই মে, ২০১৬ সকাল ৭:১২
রিপি বলেছেন: অনেক ভালো লেগেছে । সত্যি মা - মাই। আর এমন মা পাওয়া তো আসলেই ভাগ্যের ব্যাপার। অনেক শুভেচ্ছা আপনার মা আর আপনার জন্য।
০৯ ই মে, ২০১৬ সকাল ১১:০৯
নাসরিন সুলতানা লোপা বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। ![]()
২১|
০৯ ই মে, ২০১৬ সকাল ১১:২২
রোষানল বলেছেন: এই লুপু আমার ছবি তুলে দাও তো।
এই কথাটা কিন্তু ব্যাপক লাগলো
০৯ ই মে, ২০১৬ রাত ১০:৪৮
নাসরিন সুলতানা লোপা বলেছেন: আমার বাসায় আমার ডাকনাম লুপু/লুপাই ![]()
ধন্যবাদ মন্তব্যের জন্য ![]()
২২|
০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৫১
রুহুল গনি জ্যোতি বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আপনার এবং আপনার মায়ের জন্য শুভ কামনা।
০৯ ই মে, ২০১৬ রাত ১০:৪৯
নাসরিন সুলতানা লোপা বলেছেন: ধন্যবাদ ![]()
২৩|
০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৪
আলোরিকা বলেছেন: আপনার মা-ই মনে হয় সত্যিকারের মা হতে পেরেছেন - অনেক শুভকামনা মায়ের জন্য ![]()
০৯ ই মে, ২০১৬ রাত ১০:৫১
নাসরিন সুলতানা লোপা বলেছেন: সব মা-ই সত্যিকারের মা। আমি অন্তত তাই বিশ্বাস করি। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন ![]()
২৪|
১১ ই মে, ২০১৬ সকাল ১১:১৪
আলোরিকা বলেছেন: আমার দ্বিমত রয়েছে - যে মা নিজের ছেলে -মেয়েকে যক্ষের ধনের মত আগলে রাখে কিন্তু বাসার ছোট্ট সাহায্যকারী মানুষটির পান হতে চুন খসলেই গায়ে হাত তুলতে দ্বিধা বোধ করেনা / নিজের ছেলে-মেয়েকে ভাল ভাল পোশাক / খাবার দিয়ে তাকে দেয় ছেঁড়া কাপড় / পোড়া ভাত তাদের মাতৃত্ব নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে । আর অনেক মা ( সৎ ) -এর উল্লেখ নাই বা করলাম ! অনেকেই শুধু জন্মদাত্রী হয় প্রকৃত মা হতে পারে না । শুভকামনা । অনেক অনেক ভাল থাকুন ![]()
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ সকাল ১১:০৭
স্যার এডলফ হিটলার বলেছেন: দারুন!!!