![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।
ফরমালিন আইন ২০১৪ কেবিনেটে উঠবে পাশ হওয়ার জন্য।
সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন যেন ফরমালিনের যে ১০ টি মিথ্যা নামে বা অন্যান্য কেমিকেলের ছদ্দনামে আমাদের বাংলাদেশের বাজারে প্রবেশ করছে তা থেকে দেশ ও দেশের মানুষ কে বাচাঁতে। শিল্পের ও অন্যান্য যথোপযুক্ত প্রয়োজন ছাড়া ফরমালিন আমাদানিতে কঠোর ব্যবস্থা গ্রহনে সরকারকে এগিয়ে আসতে হবে। খাদ্যে ফরমালিন ব্যাবহার কঠোর ভাবে প্রতিরোধ করতে হবে।
আইনটিতে ফরম্যালডিহাইড শব্দটি ব্যবহার না করার ফলে, সেটি অবাধে এদেশে আমদানি করা হচ্ছে। গত বছর (জানুয়ারী- ডিসেম্বার) ফরমালিন নামে আমদানি হয়েছে মাত্র ১১ টন, কিন্তু সংশোধিত ফরমালিন আইনে ফরমালিনের অন্য নামগুলি উল্লেখ না থাকার কারণে ফরম্যালডিহাইড (ফরমালিনের মুল নাম) বা প্যারা ফরম্যালডিহাইড নামে গত বছর আমদানি হয়েছে ১১৫০০ টন।
এই বছর ৬ মাসে ফরমালিন নামে আমদানি হয়েছে মাত্র ১৯ কেজি, অথচ মিথানাল/প্যারা ফরম্যালডিহাইড নামে আমদানি হয়েছে প্রায় ৫৫০০ টন। ১ কেজি ফরম্যালডিহাইড দিয়ে ২৫ লিটার ফরমালিন তৈরি করা হয়।
ফরমালিনের প্রচলিত অন্যান্য নামসমুহঃ-
১.formaldehyde
2. methanal
3. methylaldehyde
4. paraformaldehyde
5. polyoxymethylene
6. paraform
7. formagene
8. formol
9. morbicid
10. FORMALIN
ফরমালিন/ফরম্যালডিহাইড বাংলাদেশে ইতালি, তূর্কী, সোদিআরব, ওমান এবং কাতার থেকে আমাদানি করা হচ্ছে। চায়নার মত দেশেও ফরামালিন রপ্তানি এবং খাদ্যে এর ব্যাবহার সম্পূর্নভাবে অবৈধ।
২৯ শে জুন, ২০১৪ রাত ১০:০৯
লুবনা ইয়াসমিন বলেছেন: নেদারল্যান্ড বনাম মেক্সিকো খেলা দেখছেন নিশ্চয় !
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ২৯ শে জুন, ২০১৪ রাত ১০:১৫
ম েনা েন শ দাস বলেছেন: ফরমালিন চাই না
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২২
লুবনা ইয়াসমিন বলেছেন: না চাইলেই কি হবে ? ফরমালিন না থাকার জন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
৩| ২৯ শে জুন, ২০১৪ রাত ১০:২৯
শাহ আজিজ বলেছেন: কিন্তু এই প্রতিরোধ গড়বেন কিভাবে ? আমদানিকারক, কাস্টমস, ব্যাবহারকারি সবাই বড় বড় আশ্রয়ে থাকে । আইন শুধু গেজেটেই থাকবে প্রয়োগ হবেনা। তবে সবাইকে ধন্যবাদ ফল বিক্রেতাদের এক হাত দেখিয়ে দেয়ার জন্য , আমরা অনেকেই এই সময়টা ফল কিনিনি এবং খাইনি । আপনি ফরমালডিহাইড এর যাবতীয় প্রকরনের যে উল্লেখ করেছেন তা আমদানি নিষিদ্ধ করতে হবে । এর ফলে কিছু শিল্পে প্রভাব পড়বে , পড়ুক । এর সীমিত আমদানি ও ব্যাবহারে নজরদারি থাকলে কিছু কাজে দেবে । গোটা জনতাকে লেলিয়ে দিলে সব সাইজ হয়ে যাবে কিন্তু সরকার তা চাইবেনা । এই সংগঠিত জনতা সরকারের জন্য বড় হুমকি । দেখি কি আছে কপালে ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:৩৫
লুবনা ইয়াসমিন বলেছেন: যারা আরতে ফরমালিন মেশায় তারা তো ধরা ছোয়াঁর বাইরে। অনেক ক্ষুদ্র ব্যাবসাহিরা ক্ষতিগ্রস্তের স্বীকার হচ্ছে না জেনেই। নিম্নের লিংকের ভিডিওতে কিছু তথ্য পাবেন আশাকরি।
https://www.youtube.com/watch?v=PUJ36_vW63U
৪| ২৯ শে জুন, ২০১৪ রাত ১১:০৯
রাফছানজানি বলেছেন: ফরমালিন মুক্ত আমের জন্য যোগাযোগ করতে পারেন https://www.facebook.com/Greenmangohd নামের এই পাতায়।
৫| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:৫১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সময়োপযোগী একটা পোস্ট ...
গুরুত্ব পূর্ণ টপিক টা তুলে ধরবার জন্য সাধুবাদ ...
০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:১১
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ৩০ শে জুন, ২০১৪ রাত ৮:২২
আবু শাকিল বলেছেন: কেমিক্যাল আমদানিতে যাদের নাম নিবদ্ধিত আছে।তাদের কে কিছু নি্দশনা দেয়া যেতে পারে।এই যেমন-
-যারা কেমিক্যাল কিনবেন তাদের কে পরিচয় পত্র দিয়ে কেমিক্যাল কিনতে হবে।বিশেষ করে ফরমালিন,কার্বাইড আরো অনান্য।
-তারা কি কাজে ব্যাবহার করবেন
-কি পরিমাণ কাজে লাগে ঠিক তত টুকু বিক্রি করা।
-মানুষের ক্ষতির কারন হবে না,স্বাক্ষর দিয়ে কেমিক্যাল কিনতে হবে।
ইহা ব্যাক্তিগত মতামত।আদৌ দেশে সম্ভব কিনা জানা নাই।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:১০
লুবনা ইয়াসমিন বলেছেন: সময় উপযোগী সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৭| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে...
অভিনন্দন অগ্রীম...
৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৪
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সংবাদ দেবার জন্য। ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫৬
খাটাস বলেছেন: সুন্দর পোস্ট। ফরমালিন রোধে প্রচুর পোস্ট ও সচেতনতা দরকার।