![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।
আপনার মূল্যবান মন্তব্য, সুপারিশ এবং অবদান দ্বারা বাংলাদেশের জনগন বিশেষভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।
সুধী,
চিকিৎসা একটি মহান পেশা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গনমাধ্যম এবং সামাজিক মাধ্যম গুলোতে চিকিৎসায় অবহেলা বিষয়টি গুরুত্বের সংগে আলোচিত হচ্ছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের বিভিন্ন চিকিৎসালয়ে ভুল চিকিৎসায় কিংবা চিকিৎসকের অবহেলার কারণে রোগীদের দুর্ভোগ বাড়ছে; এমনকি কোন কোন ক্ষেত্রে রোগীর মৃত্যুবরণের মত ঘটনাও ঘটছে। আবার অনেক সময় নিছক ভুল বোঝাবুঝির কারণে রোগীর আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী দ্বারা চিকিৎসক এবং নার্সরাও দুঃখজনক ভাবে নাজেহাল হবার বিষয়টিও কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। চিকিৎসায় অবহেলা রোগীর জন্য যেমন মারাত্নক পরিণতি ডেকে আনতে পারে ঠিক তেমনি ভাবে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের দায়িত্বরত ডাক্তার এবং নার্সসহ অন্যান্য কর্মীবৃন্দের অসন্তোস একটি পরিস্থিতিকে হুমকির সম্মুক্ষীন করতে পারে।| এ সমস্যা প্রতিকারের জন্য বাংলাদেশ দন্ডবিধিসহ কিছু বিচ্ছিন্ন আইন থাকলেও কোন পৃথক ও পুর্ণাঙ্গ আইন নেই। স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষে প্রয়োজনীয় গবেষণা, অন্যান্য রাষ্ট্রের অভিজ্ঞতা এবং চিকিৎসকসহ সকল স্তরের সচেতন মানুষের সঙ্গে মত বিনিময়ের ভিত্তেতে আইন কমিশন এবিষয়ে আইন প্রণয়নের লক্ষে সরকারের নিকট প্রয়োজনীয় সুপারিশ করার উদ্যোগ গ্রহন করেছে। এবিষয়ে আপনার সুদীর্ঘ পেশাগত জ্ঞান ও বিশেষায়িত অভিজ্ঞতা আইন কমিশনের গবেষণা কার্যকে আরও সমৃদ্ধ করবে। এমন একটি সংবেদনশীল বিষয়ে আপনার মূল্যবান অবদান দ্বারা বাংলাদেশের জনগন বিশেষভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।
নিন্মের প্রশ্নমালাগুলোকে আরো সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য কমিশনের এই উদ্যোগকে সহযোগিতা করবেন বলে কমিশন আন্তরিকভাবে আশা করে।
নামঃ................................পেশা...........................লিংগ...................... বয়স.............ঠিকানা.................. মোবাইল নং...................................
1. আপনার কাছে কি ধরনের রোগী আসে (সামাজিক ও অর্থনৈতিক বিবেচনার ভিত্তিতে)?
2. রোগীর সমস্যা দেখে বোঝা গেলেও রোগী যদি কিছু বলতে চায় তা শোনার সময় বা মানসিকতা একজন ডাক্তারের পক্ষে কি সব সময় দেওয়া সম্ভব?
3. আপনার দেশের বাড়ী কোথায়?
4. দেশের বাড়ী কি যাওয়া হয়?
5. আপনি আপনার গ্রামের লোকদের সেবা দেওয়ার ব্যাপারে কতখানি আগ্রহী?
6. আপনি আপনার গ্রামের লোকদের জন্য ডাক্তার হিসাবে কি কি করেছেন যা অবদান হিসাবে গন্য হবে ?
7. বিহেবিয়ারাল সাইন্স বিষয়টি কি ডাক্তারী শিক্ষার অন্তরভুক্ত হতে পারে বা এর প্রয়োজনীয়তা অনুভব করেন?
8. মেডিকেল এথিক্স শিক্ষার উপর পড়ানোর মতন ভাল ডাক্তার কি মেডিক্যাল কলেজ গুলোতে আছে?
9. মেডিকেল কলেজ গুলোতে কি ডাক্তারী অবহেলা বিষয়ে পড়ানো হয়?
10. একজন ডাক্তার একজন অসুস্থ রোগীর সাথে এবং তার পরিবারের অন্যান্য লোকদের সাথে কিভাবে ব্যাবহার করবেন এবিষয়ে কি কোনো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে কিনা?
11. রোগীর অধিকার কি কি?
12. জরুরী রোগীকে তাৎক্ষনিক কি কি সুবিধা দেওয়া হয়? একজন বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজনীয়তা কতটূকু জরুরী রোগীকে চিকিৎসার ব্যাপারে।
13. রেফারেল ব্যাবস্থা কি ব্যাবহার করা হয়? যেই বিষয়ের চিকিৎসক সেই বিষয়ের ডাক্তারের কাছে কি একজন রোগীকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়?
14. একজন রোগী বা তার পরিবারকে রোগের ব্যাপারে এবং কি ঔষধ কি রোগের জন্য সেবন করা প্রয়োজন তা কি জানানো হয়?
15. একজন বিশিষ্ট চিকিৎসক হিসাবে সমাজের প্রতি কি কোনো ধরনের দায়বদ্ধতা অনুভব করেন?
16. একজন চিকিৎসকের দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করা যাবে?
17. ডাক্তারদের সংগঠন বিএমডিসি এ ব্যাপারে কি করনীয়?
18. বাংলাদেশ ১৬ কোটি মানুষের দেশ ...।এই দেশটিকে সোস্যাল ল্যাবরেটরী বলা হয় এখানে একজন বিশেষজ্ঞ একজন রোগীকে দেখলেই বুঝতে পারেন রোগীর কি হয়েছে তারপড়রেও বিনা কারনে অনেক সময় বিভিন্ন রকমের টেষ্ট করতে দেওয়া হয় এ বিষয়টি আপনি কিভাবে দেখেন?
19. বিভিন্ন রকমের ঔষধ কোম্পানীর সাথে সংযোগের ফলে অহেতুক অনেক ঔষধ সেবনে একজন রোগীকে বাধ্য করা হয়। নয় কি?
20. একজন রোগী এমনিতেই অসুস্থ থাকে, তার ওপড় এই রকম অপ্রয়োজনীয় ঔষধ সেবন বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে কি?
21. সরকারী হাসপাতাল গুলোতে অনেক সময় দামী যন্ত্রপাতি নষ্ট হয়ে থাকে যার ফলে রোগীদের অনেক ভোগান্তী হয় এ ব্যাপারে কি করুনীয় বলে আপনার মনে হয়?
22. সরকারী নিয়ম নীতি এই ক্ষেত্রে কিভাবে নমনীয় করা যায় ?
23. হসপিটাল ম্যানাজমেণ্ট কি দক্ষ ব্যাক্তি দ্বারা পরিচালিত হয় আমাদের দেশে?
24. প্রাইভেট মেডিকেল কলেজ কিভাবে পরিচালিত হচ্ছে এবং কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে?
25. ডাক্তারদের আচার আচরন রোগী এবং রোগীর পরিবারের প্রতি নমনীয় হওয়া উচিত নয় কি?
26. একটি সরকারী বা বেসরকারী হসপিটাল ম্যানাজমেণ্ট উপযুক্ত মনিটরিং এবং দায়বদ্ধতা সৃষ্টির জন্য একটি সর্বজন গৃহীত সংস্থা বা কমিটির যা জেলা পর্যায়ে বিস্তৃত থাকবে এই রকম একটি প্রতিষ্টানের অধীনে থাকা উচিত বলে কি আপনি মনে করেন?
27. সাম্প্রতিক সময়ে হাসপাতাল গুলতে ভুল চিকিসার বা অবহেলার কারনে রোগীদের দুর্ভোগ বাড়ছে এমন কি রোগী মৃত্যুবরনের মতন ঘটনার স্বীকার হয়েছেন এই ক্ষেত্রে রোগীর পরিবার কি ধরনের প্রতিকার পেতে পারেন বলে আপনি মনে করেন?
28. অনেক সময় সেবাদান কারী প্রতিষ্টান, ডাক্তার কিংবা নার্স এর বিরুদ্ধে রোগীর আত্নীয় স্বজন বিরুপ আচরন করেন সেই ব্যাপারে কি করনীয়?
29. সরকারী হাসপাতালে রোগীর ভর্তীর ব্যাপারে গ্রামের সন্ত্রাসী যখন একজন সেবাদান কারী প্রতিষ্টান বা কোনো কর্তৃপক্ষের সাথে র্দুরব্যাবহার করে সেই ক্ষেত্রে একজন ডাক্তার বা কর্তৃপক্ষ কি ধরনের নিরাপত্তা পেতে পারে?
30. অনেক সময় হাসপাতালে পর্যাপ্ত ঔষধ থাকে না কিন্তু রোগী জানে সে বিনাপয়সায় সেবা পাবে তখন একজন ডাক্তারের কি করুনীয়?
31. ডাক্তারদের এবং সেবাদানকারী সদস্যদের সুরক্ষার জন্য কোনো আইন আছে কি?
32. চিকিৎসায় অবহেলা সংক্রান্ত বাংলাদেশের আইন সম্পর্কে আপনার কি ধারনা আছে?
33. ভারতে ভোক্তাস্বার্থ সংরক্ষন আইনে চিকিংসা সেবা অন্তরভুক্ত করা হয়েছে আমাদের দেশের ক্ষেত্রে কি তা প্রযোজ্য হবে নাকি নতুন স্পেশাল আইন করতে হবে ?
34. এখানে দুটি বিষয় ডাক্তার বা তার সহযোগী সদস্য দ্বারা অবহেলা সংগঠিত হয়েছে তাকে শাস্তির আওতায় আনা অথবা ক্ষতিপুরন প্রদান। একটি দেওয়ানী আইনের এবং অন্যটি ফৌজদারী আইনের অন্তরভুক্ত। এই ব্যাপারে আপনার মতামত কি?
35. আমরা যদি নতুন আইনের কথা ভাবি তাহলে কোন দিকে যাব? চিকিৎসায় অবহেলার কারনে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় সেই ক্ষেত্রে সংস্লিষ্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার ব্যাপারে আপনার অভিমত কি?
36. চিকিৎসায় অবহেলা কমানোর জন্য আপনার কোনো সুনির্দিষ্ট সুপারিশ আছে?
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনারা প্রশ্ন পাঠিয়ে সাহায্য করুন। কিভাবে একটি যুক্তি যুক্ত উপায়ে কার্যটি সম্পাদন করা যায় সেই ব্যাপারে আপনাদের সহযোগীতা কামনা করছি।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৮
বলাকাবিহঙ্গ বলেছেন: বাংলাদেশিরা বিশ্বের সর্বাপেক্ষা ঘৃন্যতম জাতি হিসেবে বিবেচিত হচ্ছে- প্রধান এবং অন্যতম কারনগুলোর ভেতর ডাক্তার পেটানো হচ্ছে ১ !!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনারা প্রশ্ন পাঠিয়ে সাহায্য করুন। কিভাবে একটি যুক্তি যুক্ত উপায়ে কার্যটি সম্পাদন করা যায় সেই ব্যাপারে আপনাদের সহযোগীতা কামনা করছি।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
শ্যাডো ডেভিল বলেছেন: প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে সব দোষ ডাক্তারদের । কোথাও তো দেখলাম না ডাক্তারদের নিরাপত্তা বিষয়ে কি করা উচিত-এ জাতীয় প্রশ্ন/মতামত দেয়ার ব্যবস্থা বা রোগীর/রোগীর সাথের যারা আছেন তাদের কেমন ব্যবহার করা উচিত ডাক্তারের সাথে জাতীয় মতামত ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনারা প্রশ্ন পাঠিয়ে সাহায্য করুন। কিভাবে একটি যুক্তি যুক্ত উপায়ে কার্যটি সম্পাদন করা যায় সেই ব্যাপারে আপনাদের সহযোগীতা কামনা করছি।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪১
জাফরুল মবীন বলেছেন: কোথায় পাঠাতে হবে তার অনলাইন লিংকটা দেওয়ার অনুরোধ রইলো।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনারা প্রশ্ন পাঠিয়ে সাহায্য করুন। কিভাবে একটি যুক্তি যুক্ত উপায়ে কার্যটি সম্পাদন করা যায় সেই ব্যাপারে আপনাদের সহযোগীতা কামনা করছি।
Click This Link relige.jpg
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২
লুবনা ইয়াসমিন বলেছেন: আমরা আইন কমিশনের পক্ষ থেকে চিকিৎসায় অবহেলা বিষয়ে কাজ করছি। আমরা এখন পর্যন্ত প্রায় ২০০জন সুশীল সমাজের সদস্যদের কাছ থেকে প্রশ্ন উত্তর সংগ্রহ করেছি। ডাটা এন্ট্রীর কাজ চলছে। এখন সরকারী এবং বেসরকারী হাসপাতালের কর্তপক্ষ, অধ্যাপক, ডাক্তার, নার্স এবং সংশ্লিষ্ট ব্যাক্তির প্রতি প্রশ্নমালা তৈরীতে আপনাদের সহযোগীতা আশা করছি যেটা আমাকে করতে বলা হয়েছে। ডাক্তারদের সুরক্ষা সহ সেবাদান কারী প্রতিষ্টানের নিরাপত্তার বিষয়টি সংযোজিত হয়েছে। আপনারা প্রশ্ন পাঠিয়ে সাহায্য করুন।
আমরা ভিক্টিমদের সাথে সরাসরি তথ্য সংগ্রহের জন্য ঢাকা ইউনির্ভারসিটির ইনষ্টিটিউট অব স্যোসল ওয়েল ফেয়ার এন্ড রির্সাচ এর কাছে কাজটি করে দেওয়ার অনুরোধ করেছি। খুব শীগ্রই কাজ শুরু হয়ে যাবে। বিভিন্ন জেলায় এবং উপজেলায় গিয়ে রিমোর্ট হাসপাতাল ভিজিটের ব্যাবস্থা করা হয়েছে পর্যাপ্ত তথ্য সংগ্রহের জন্য।
কিভাবে একটি যুক্তি যুক্ত উপায়ে কার্যটি সম্পাদন করা যায় সেই ব্যাপারে আপনাদের সহযোগীতা কামনা করছি। রোগীর স্বার্থ এবং ডাক্তারের স্বার্থ উভয়েই যেন আইনের মাধ্যমে রক্ষিত হয় সেই ব্যাপারে ল কমিশন সদা সর্তক থাকবে আশা করি।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
আহমেদ জী এস বলেছেন: লুবনা ইয়াসমিন ,
আইন কমিশন কে ধন্যবাদ ।
কিন্তু বিশাল এই প্রশ্নমালা পুরন করে কোথায় পাঠাবেন পাঠক ? তার আগে প্রশ্ন , পুরন করবেনই বা কোথায় ?