নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজের সবাই ভাল থাকুক।

নারী ও শিশু আমার ভাল লাগার বিষয়। এদের নিয়ে কাজ করতে ভাললাগে। কিন্তু এখন আমার কর্মক্ষেত্র সকল জনগোষ্ঠীকে কেন্দ্র করে।

লুবনা ইয়াসমিন

আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।

লুবনা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

জরিমানা জিন্দাবাদ-একটি ফেইসবুক স্ট্যাটাস

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

কপাল আর কাকে বলে! নুতন ড্রাইভার। সারাদিন অফিস করে ৫ মিনিটের একটা কাজে ঢাকা কলেজের সামনে থেমেছিলাম।ট্রাফিক পুলিশ যেতে যেতে সবাইকে ১২শ টাকার স্লিপ ধরিয়ে দিচ্ছে। যাত্রার ঢংএ বলল "আপনাদের ডিজিটাল বাংলাদেশ ম্যাডাম"।
সময় ৪:৪৫ ৩রা ডিসেম্বর ২০১৪।


রাস্তায় ডিজিটাল পুলিশ এই শিরোনামে কালের কন্ঠে গতকাল একটি রিপোর্ট বেরিয়েছে। আমার পড়া থাকলে সুবিধা হতো। রাস্তায় গাড়ী থামিয়ে কিছু কেনা কাটা করার অভ্যাস আমার একেবারেই নাই। আর আমি এইসব নিয়ম কানুনের ব্যাপারে সাধারনত সচেষ্ট থাকি। কপালের ব্যাপারটা এইজন্য বলেছি যে... আমি গাড়ী থেকে নেমে ড্রাইভারকে বলেছি “পুশিশ রাস্তায় গাড়ি রাখার ব্যাপারে অনেক তৎপড়, সাবধানে সামনে এগিয়ে খালি জায়গায় গাড়ী রাখ আমি এখনি আসছি”। বলে আমি ভিতরে ঢুকেছি ২ মিনিট হয়নি আমাকে ফোন দিয়েছে “ ম্যাডাম পুলিশ কাগজ নিয়ে গ্যাছে “ আমি এক মিনিটের মধ্যে ফিরে এসেছি আর ডিঊটি রত পুলিশকে খুজেছি ২ মিনি্ট। পুরো ঘটনাটা ৫ মিনিটের মধ্যে শেষ হয়েছে। আমার ফেইস বুকে আমার কিছু পুলিশের বন্ধু আছে স্ট্যাটাসটা তাদেরকে উপলক্ষ করেই ছিল। রাস্তায় ডিজিটাল পুলিশ সরকার এবং জনগনকে সহায়তার জন্য থাকবে। কর্তব্যরত পুলিশ যেই দ্রত গতিতে কাজ সারছিল সেটা কখনোই কাম্য নয়।
সবাই যাতে সাবধান হয় এই ব্যপারে, সেটাই এই লেখাটির মুল উদ্দেশ্য ছিল। আমরা অনেকেই অফিসের কাজের চাপে দৈনিক পত্রিকা পড়ার সময় পাই না । দিনের শেষে যতটুকু সময় পাই তাতে দিনের আপ্টুডেট থেকে বঞ্ছিত হই। পড়ের দিন দেশ আর একটু এগিয়ে যায়।

জরিমানা জিন্দাবাদ। দেশ এগিয়ে যাক , বাংলাদেশের মানুষ নিয়ম কানুন মেনে কাজ করুক এটা সবারই কাম্য।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি পজেটিভ ভাবে ব্যাপারটিকে নিয়েছেন দেখে ভালোই লাগছে। অনেকেই আমরা এখনও এই জরিমানার ব্যাপারগুলোর সাথে অভস্ত্য হতে পারি নাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

লুবনা ইয়াসমিন বলেছেন: সরকার পরিচালনার জন্য প্রচুর টাকার দরকার। দেশের জনগন যদি ঠিকঠাক মতন ট্যাষ্ক দিত, কোষাগারে কিছু টাকা জমা পড়ত। পুশ করে এভাবে টাকা আদায় করতে হতো না। পুলিশ আমাদেরই সমাজের কারো না কারো ভাই ও বোন। আমার শিক্ষা জীবনে যতজন পুলিশ ভাইদের সাথে আমার পরিচয় হয়েছে যাদের আমি কাছ থেকে দেখেছি, আমি উপলব্ধি করেছি এত প্রতিকুলতার মাঝেও কি নিষ্টার সাথে তাঁরা কাজ করে যাচ্ছে। সব জায়গাতেই ভাল ও মন্দ মিলিয়েই মানুষ। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ দুর্নিতিতে বা অন্য কোন ষ্ট্যাটাস এ যেই যায়গায় থাকুন না কেন এত প্রতিকুলতার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: নিয়মের মধ্যে থাকতে পারাটা মন্দ নয় ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

লুবনা ইয়াসমিন বলেছেন: জরিমানা জিন্দাবাদ। কোন কথা বলার সুযোগ না দিয়ে জরিমানা করা একটি ভালো পদক্ষেপ নিঃসন্দেহে। আরো সচেতনতা দরকার। সরকারের পক্ষ থেকে টিভিতে একটু এই কার্যক্রম সম্পর্কে ঘোষনা দিলে খারাপ হতো না। ভরসা এই যে আমাদের গরীব জনগন এই আচরন পাওয়া থেকে মুক্ত। গাড়ী ওয়ালা ভাই ও বোনদের উপড় দিয়েই যাবে এই ব্যাপারগুলো। তবে ১২০০ টাকা দিতে গাড়ী ওয়ালা ভাই ও বোনদেরও কষ্ট হয় বৈকি !

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমি এটাকে স্বাগত জানাই, সকল উন্নত দেশে এমন ব্যবস্থা আছে,এটা থাকা জরুরী,না হয় মানুষের অভ্যাস সহজে বদলাবেনা, যদিও একটা গোষ্ঠি এটা নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

লুবনা ইয়াসমিন বলেছেন: আপনাকে তো আমি ভীষন খোঁজাখুজি করেছি। আমি এই বছর মে-জুন মাসের দিকে পিওর ফুড নিয়ে কাজ করছিলাম। আপনাকে পেলাম না কেন বলেন তো ! ব্লগে রীতি মতন বিজ্ঞপ্তি দিয়েছিলাম। আমি নিজে আইনের লোক, আইন মানতেই পছন্দ করি এবং আইনের ব্যাপারে জনগন কে সচেতন করতে চাই। অনিয়ম দেখলে একটু লেখা লেখি করি। আনিয়মটাও জনগনকে জানানোর চেষ্টা করি। ভাল থাকবেন ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাহাহহাহা ,

আমাকে একজন বলেছিলো যে, আপনাকে ব্লগে চিনতে আপনার লেখা একটা লাইন যথেষ্ট, হয়তো বানান ভুল নয়তো মন্তব্যের ঢং দিয়ে। আপনি কোনটা দিয়ে বুঝলেন কে জানে,
কি লাভ নতুন আইডি করে ,আগের আইডিতেই ফিরে যাবো ভাবছি ।

যাইহোক আমাকে খুজলেতো আমার ব্লগেই যেতে পারতেন । তারপর বলেন কেমন আছেন? হুম আপনার লেখা গুলো দেখলাম, এখন পড়বো বাকিটা,তারপর বলি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২২

লুবনা ইয়াসমিন বলেছেন: ভাই প্রকাশিত হউন। আপনাকে চিনতে সাহায্য করুন।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: কথায় আছেনা চোরের মনে পুলিশ পুলিশ,আমি ভেবেছিলাম আপনি আমাকে আগের নিক ধরে খুজেছিলেন কারণ আপনি আমার আগের নিকটা খুব ভালো ভাবেই জানেন চিনেন তাই। এখন আপনার পোস্ট পড়ে বুঝলাম যে আপনি আমার এই নিকের একটা মন্তব্যের রেফারেন্সের জন্য খুজেছেন।গত জুন মাসের পোস্ট দেখলাম,এখন কি আর লাগবে রেফারেন্সটা? জানাবেন। তবুও আমি সময় করে দেবো আপনাকে।

ভালো থাকবেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

লুবনা ইয়াসমিন বলেছেন: প্লিজ এই বার বলুন আগের নিক টা কি ? তা লে আমার বুঝতে সুবিধা হয়।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

ভোরের শিশির । বলেছেন: যাক । তাইরে পুলিশ কিছু কিছু ব্যাপারে তৎপর হচ্ছে । খুশি হলাম ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

লুবনা ইয়াসমিন বলেছেন: আপনাদেরকে তথ্যটুকু দিতে পেরে আমিও অনেক আনন্দিত।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

সুমন কর বলেছেন: জরিমানা জিন্দাবাদ। দেশ এগিয়ে যাক , বাংলাদেশের মানুষ নিয়ম কানুন মেনে কাজ করুক এটা সবারই কাম্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৬

লুবনা ইয়াসমিন বলেছেন: লেখটি কারো তথ্যগত উপকারে আসলে আমার প্রয়াসটি সার্থক হবে আশা করি।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১

আহসানের ব্লগ বলেছেন: ভাল কাজ ।
তবে পর্যাপ্ত ............
কী বলবো বুঝতে পারছিনা :/

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

লুবনা ইয়াসমিন বলেছেন: কবি মানুষ । এসব ঝুট ঝামেলা্য মন্তব্য না করাই শ্রেয়। ব্লগে প্রবেশের জন্য অনেক ধন্যবাদ।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

মহামহোপাধ্যায় বলেছেন: শুরুটা যেভাবেই হোক একটা চমৎকার গন্তব্য কামনা করছি। আমাদের সকলের শুভবুদ্ধির উদয় হোক। সবাই সচেতন হই। আর সচেতনরা আবার গা ঝাড়া দিয়ে উঠি।


আশা করি ভালো আছেন।



শুভকামনা রইল :)

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

লুবনা ইয়াসমিন বলেছেন: ইউক্যাশ । এখনো বুঝতে পারছি না টাকাটা কোথায় জমা দিব। আমি রাস্তা ঘাট খুব এক টা চিনি না। তার উপড় যে হারে কাটা কাটি চলছে। এক ঘন্টার রাস্তা ২ ঘন্টায়ও যাওয়া যায় না।
আশা করি আপনারা সবাই ভাল আছেন।
অনেক অনেক শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.