![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami
নাম:
হিমু দল, ইংরেজিতে হিমু পার্টি।
মূলনীতি:
দলের জন্য হলুদ প্যাড তৈরি করা হবে। গঠনতন্ত্রে তিনটি মূলনীতি বা স্তম্ভ হবে যার ১ম স্তম্ভ সততা, ২য় স্তম্ভ সততা ও ৩য় স্তম্ভ সততা।
সদস্যদের যোগ্যতা ও সংগ্রহ পদ্ধতি :
১. অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
২. হিমুনীতিতে বিশ্বাস ও জ্ঞান থাকতে হবে।
৩. সৎ মানুষের খোজে আমাদের লোকজন ঘুরে বেড়াবো। জীবনে কখনো কোন অন্যায় করেনি এবং মিথ্যা কথা বলেন নি এমন লোকটে বানানো হবে প্রেসিডেন্ট।
৪. অসৎ রাজনীতিবিদদেরও দলে আনার নিয়ম থাকবে তবে, তারা প্রথমে যাবে বায়তুল মোকারমে। সেখানকার খতিব তওবা করাবেন। তারপর আসবেন শহীদ মিনারে সেখানে তাদের সততার পরিমান অনুযায়ী কানে ধরে উঠবস করতে হবে। তারপর সোনা রুপায় তাদের গোসল করিয়ে হলুদ পান্জাবি পরিয়ে দলে নেয়া হবে।
সদস্য বাতিল পদ্ধতি:
গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমতায় থাকা অবস্থায় কেউ যদি অন্যায় করে সেক্ষেত্রে জাহাজে করে তাকে নিঝুম দ্বীপে পাঠিয়ে দেয়া হবে। পাঠানোর আগে তার কপালে সিল লাগিয়ে দেয়া হবে। সিলে লেখা থাকবে ইংরেজিতে- Dishonest মানে অসৎ।
দেশের সেবায় সাংসদদের কর্ম পদ্ধতি:
সাংসদদের সাইকেল চালনায পারদর্শী হতে হবে। কারণ তারা সাইকেলে করে অঞ্চল ঘুরে বেড়াবে। সংসদ চলার সময় শুধু ঢাকায় আসবেন বাকি সময় থাকবেন নিজ নিজ অঞ্চলে। মন্ত্রীরা মন্ত্রীপাড়ায় থাকবেন না। তাদের চালা করে চৌকি পেতে দেয়া হবে হোটেলের মত। তারা সচিবালয়ে হেঁটে যাতায়াত করবেন।
কিছু ব্যতিক্রমী মন্ত্রণালয় খোলা হবে:
হাসি মন্ত্রণালয় (দেশের মানুষকে অনাবিল হাসিতে রাখতে), রাজনীতিবিদ সংশোধনাগার মন্ত্রণালয় (অন্য দলের বখে যাওয়া রাজনীতিবিদদের জন্য), ভিক্ষুক মন্ত্রণালয়, হিমু মন্ত্রণালয় (যা দেশের হিমুদের পুর্নবাসন ও হিমু চর্চা বেগবান করতে কাজ করবে)
দলের চাঁদা তোলার নিয়ম:
দলের প্রত্যেক সদস্য যেহেতু দলে প্রবেশের পর হিমু হয়ে যাবেন তাই তারা খালি পায়ে হাঁটবেন, পূর্ণিমার রাতে মিটিং করবেন, পরবেন শুধুমাত্র হলুদ পান্জাবি (শীতের দিনে হলুদ চাদর) খরচ নেই বললেই চলে। তাই চাঁদা তুলতে গিয়ে দল ভেঙে যাওয়ার ভয় নেই। তবে বিশেষ প্রয়োজনে চাঁদার জন্য সবাইকে সবার মাজেদা খালার কাছে যাওয়া যেতে পারে।
-হিমুর সৃষ্টা হুমায়ূন আহেমদ এর 'হিমু কাহিনি' অবলম্বনে এই রাজনৈতিক দল গঠিত হচ্ছে।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭
আমার মন বলেছেন: এইটা মুলনীতির বিষয় না। এটি হবে কার্যপদ্ধতির বিষয়। সবই হবে।
২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪
নিরব বাংলাদেশী বলেছেন: সবাই দেশ না দেশের পলিটিকস নিয়ে ভাবি? আমরা যে যেটা ভালো পারি সে সেটা না করে অন্যের কাজের উপর মাতবরি ফলাই। বাস এ উঠলে চৌকস বাস ড্রাইভার, জ্যাম এ থাকলে ট্রাফিক পুলিশ, গ্যলারিতে থাকলে বিশ্বসেরা ক্রিকেটার বা ফুটবলার বনে যাই। অন্যের কাজের মধ্যে বেকুবের মত নাক গলানো স্বভাব আমাদের ই সবচেয়ে বেশী। তাই জাতি হিসেবে একপা এগুলে দশ পা পিছাই।
Click This Link
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০০
আমার মন বলেছেন: তারপরেও ধৈর্য্য ধরে আমরা সব ভাল কিছুর জন্য অপেক্ষা করবও। স্বার্থপরদের দিন ফুরোবে আর আমরা জয়ী হব।
৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২১
আমি ব্লগার হইছি! বলেছেন: আশার বাণী শোনাবে কে
বলবে নেই আর হরতাল,
দেশ বিরোধী চক্রান্তের
ছিড়বে কে ভাই কঠিন জাল!
এমন জালে জড়ানো দেশ
দেখছিনাতো পরিত্রাণ,
শান্তি চেয়ে সকল নেতার
প্রতি জানাই আহবান।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০১
আমার মন বলেছেন: চমৎকার। আশায় আছি আমরা। বাণীর যর্থাথতা আমরাই প্রমাণ করব।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
মিত্রাক্ষর বলেছেন: মূলনীতি আরও একটা যোগ করুনঃ হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে ও হলুদ সাংবাদিকদের আইনের আওতায় আনতে হবে।