নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মন

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

আমার মন

অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami

আমার মন › বিস্তারিত পোস্টঃ

আবুল-হুসনে আরা'র (ব্যর্থ) অমর প্রেমকথন

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:১০

ফেব্রুয়ারী মাস একটি নতুন সম্পর্কের শুরু থেকে শেষের মাস। পদ্মা পাড়ের এক ভালুবাসার মর্মান্তিক মৃত্যুর মাস।



পদ্মা পাড়ের জনৈক আবুল ফেব্রুয়ারী মাসের ৬ তারিখ পদ্মার ওইপাড়ের সুন্দরি মাইয়্যা হুসনে আরা'কে দেখে ফিদা হয়ে গেল, ৭ তারিখ একখান Rose ফুল হাতে নিয়ে মনের কথা বলার চেষ্টা করলো, কিন্তু পদ্মার ঠেউ দেখে ভয় পেয়ে সাহস করতে পারলো না। পরের দিন মানে ৮ তারিখ চোখ বন্ধ করে পদ্মা পাড়ি দিয়ে Propose করলো, 'হুসনে আরা, আই তোয়ারে ভালুবাসি'।



মেয়েটা আবুইল্লার সাহস দেখে পাগলী হয়ে আসল।



৯ তারিখ হুসনে আরা ও আবুল একসাথে Chocolate চাটলো পদ্মার বুকে। পরের দিন ডেটিং করতে গিয়ে আবুল হুসনে আরা'কে একখান গোলাপি রঙের Teddy বিয়ার উপহার মারলো। ১১ তারিখ তারা Promise করলো, 'তুমি আমার আমি তোমার'। ১২ তারিখ হঠাৎ করিয়া আবুল হুসনে আরা'কে একখান Kiss মারলো, হুসনে আরা লজ্জায় লাল হয়ে গেল, তার প্রতিক্রিয়ায় পদ্মায় ঝড় উঠল! ১৩ তারিখ ঝড় দেখে ভয় পেয়ে হুসনে আরা আবুলরে Hug করে বললো, কথা দাও আবুল, আমায় ছেড়ে যাবে না পদ্মার ওপারে, সেতু বন্ধন শক্ত করার প্রত্যয় ব্যক্ত করলো আবুল!





১৪ তারিখ Valentine দিবসে দুইজনে, পদ্মার বুকে 'চলে আমার নৌকা হাওয়ার বেগে উইড়া উইড়া' গাইতে গাইতে বাড়ি গেল।



১৫ তারিখ কি জানি কি হলো, হুসনে আরা 'তবে রে আবুইল্লা' বলেই ঠাস করে মারলো একখান Slap! পরেরদিন মানে ১৬ তারিখ আবুইল্লারে Kick মাইরা পদ্মার পানিতে ফেলে দিল হুসনারা। আবুল ঘটনা কিছুই বুঝতে পারলো না যে, সে কি এমন করলো!



আরেকজনের সাথে ভাব নেয়ার চেষ্টায় ১৭ তারিখ আবুল এক্স Perfume লাগিয়ে সখিনার কাছে গেল, কিন্তু সে আবুলকে পাত্তায় দিল না!



অন্যদিকে, আবুল খোঁজ নিয়ে জানতে পারলো, বিদেশ ফেরত আক্কাইচ্যা হুসনে আরা'র কাছে তার সম্পর্কে উল্টা পাল্টা কথা বলছে, তাই তাকে লাথি মাইরা খেদায়া দিসে। হুসনে আরা তাকে না বুঝে আক্কাইচ্যার কথা বিশ্বাস করলো এই দু:খে হুসনে আরা'কে দেখে নেয়ার চিন্তা করে ১৮ তারিখ তার সাথে Flirt করলো আবুল। ফলাফল, দুইজন পদ্মার দুইপাড়ে আজ।



কিন্তু ভালুবাসা অসহায় থাকলেও ভালবাসার শক্তি অসীম, তাই ১৯ তারিখ নিজেদের Confession করে আবার পদ্মার পাড়ে দাঁড়িয়ে সেতুবন্ধন করতে চাইলো। দুইপাড়ে দাড়িঁয়ে একজন আরেকজনকে Miss করতে লাগলো তারা, । কিন্তু হায় অভাগা ভালুবাসা, অনেক সম্ভাবনা ও আশা থাকা সত্বেও বিশ্বাস নষ্ট হওয়ায় ২১ তারিখ তাদের Break up হয়ে গেল। সমাপ্ত হল এক অমর প্রেম কাহিনির।



কি এমন কথা হুসনে আরা'কে আক্কাইচ্যা বলেছিল? যার কারণে এমন সেতুবন্ধন ধ্বংস হয়ে গেল তা কেও জানতে পারলো না।

পদ্মা মাঝখানে নিজের মত একা বয়ে চললো।



* বছররে ফেব্রুয়ারী মাসে ব্যতিক্রমী কিছু দিবস থাকে, ফেব্রুয়ারী মাসের কোন দিনে কোন দিবস তা ইংরেজিতে লেখা শব্দ গুলো দ্বারা বুঝানো হয়েছে।



আবুল-হুসনারা'র প্রেমকথন অলস মস্তিস্কের উর্বর ফসল ছাড়া কিছু নয়। কারও সাথে মিল খুজে পেলে তা কাক কোকিল তালিয়ো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

সপ্নাতুর আহসান বলেছেন: :) :) :) সেইরাম।

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

আমার মন বলেছেন: :)

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম ভালো হইছে ++++++++ ফিলাস দিতারছিনা :( নেট এ চাক্কা ঘুরতাছে তাই

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০৭

আমার মন বলেছেন: ব্যাপার না :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.