![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami
কোটা নিয়ে বিরাট ক্যাচাল চলছে, যেখানে আমি নিজেও কোটাহীন একজন। তবে বিসিএস দিতে কেমন লাগে এটা বুঝতে দিয়েছিলাম বিসিএস, এবং সাফল্যের সাথে কোটাধারীদের চেয়ে বেশি নম্বর পেয়েও অকৃতকার্য! ভাগ্যিস না পড়ে দিয়েছিলাম নইলে তো আরেকজন মেধাবির ক্যাডার হওয়া থেমে যেত আমার কারণে!
কোটা-কোটি নিয়ে কথা বলতে, শুনতে গিয়ে নতুন কিছু কোটা প্রথা চালুর প্রয়োজন মনে হল, যা আছে তার সাথে এই কোটা গুলোও যুক্ত করার দাবি আমার...
১. ব্যর্থ প্রেমিক কোটা:
প্রতিষ্ঠিত, সার্টিফাইড ব্যর্থ প্রেমিকদের জন্য কোটা চাই। দিতেই হবে। প্রেম করে ব্যর্থ হয়ে যাওয়াটা কম সফলতার বিষয় না, এর প্রতিক্রিয়া ব্যাপক। পড়াশোনা নষ্ট হয়, পরিবারে দুরত্ব বাড়ে, অনেকের জীবনটায় ধ্বংস হওয়ার পথে! তাই তাদের বাঁচাতে বিসিএস এ ব্যর্থ প্রেমিকদের জন্য কোটার ব্যবস্থা করা হোক।
২. দালাল দের কোটা'র আওতায় আনা হোক:
পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ও মেধাবী ব্যক্তি হলেন দালাল। তারা সবর্ত্র বিরাজমান, এমন কোন খাত নেই যেখানে তাদের উৎপাতের কথা বলা হয় না। তাদের পুর্নবাসন নয়, প্রয়োজন সুযোগ দেয়া। তাই বিসিএস এ দালালদের জন্য কোটার ব্যবস্থা করা হোক। তারাই প্রকৃত মেধাবী। এখনতো অনেকে বিসিএস ক্যাডার হয়ে দালালী করে সরকার বা ক্ষমতাশালী ব্যক্তিদের, কেউবা বাঁচার তাগিদে দালালি করে। তাদের বিসিএস এ বিশেষ সুযোগ দিয়ে স্বীকৃতি দেয়া হোক, আসল ও অভিজ্ঞ দালাল নিয়োগ দেয়া হোক।
৩. দুর্নীতিবাজ নেতাদের নাতি-পুতিদের কোটা দেয়া হোক:
বলা হয়ে থাকে যেখানে নাই দুর্নীতি সেখানে হয় না কোন উন্নতি। বাংলাদেশের জন্য এই কথা আরও বেশি সত্য হয়ে ফুটে উঠেছে। দুর্নীতিবাজরা চিন্হিত কিন্তু মুখে বলা যায় না, আঙুল দিয়ে দেখানোও যাবে না। তারাই আসল মেধাবী যারা দিনের পর দিন মানুষকে কাচ-কলা দেখিয়ে উন্নতির শিখড়ে, আমরা তাদের মূল্য দিবো না? এখনই তাদের নাতি-পুতি-দুতি দের কোটার আওতায় আনা হোক, হাজার হলেও তাদের শরীরে সেই দুর্নীতিবাজ নেতাদের রক্ত প্রবাহিত, নিশ্চয় এই রক্ত বেঈমানী করবে না! দুর্নীতির উন্নতিতে দেশ ভাসাবে সমৃদ্ধিতে।
৪. বাপ-মা মানেনা এমন ঘাড় তেরা ছাত্রদের, কোটার আওতায় আনা হোক:
ঘাড় তেরা, রগ কাঁটা, তোরে থোরাই করি কেয়ার', তাল গাছ আমার মার্কা খবিস টাইপের ছাত্রদের বাধ্যতামূলক বিসিএস এ অর্ন্তভূক্ত করা হোক। এরাই পারবে সব পরিবর্তন করে দিতে। এদের ঘাড় তেরা, কাওকে বেইল দেয়ার টাইম নাইক্কা। যা করবে ফটাফট, কিসের এলাকার নেতা আর কিসের প্রধানমন্ত্রী-যা কইছি কইছিই! এই মেধাবীদের কোটা দিয়ে বিসিএস এ ক্যাডার করা হোক। এরাই হবে প্রকৃত ক্যাডার যারা গুল্লি মেরে সব ঠান্ডা করে রাখবে, ফলাফল-দেশ হবে শান্তিময় মানুষ থাকবে সুখে।
এমন আরও মেধাবি, বসে আছে বঙ্গের চিপাই চাপায়, সময় হলে আরও বের হবে। আপাদত এদের ব্যবস্থা করা হোক।
বি:দ্র: এই লেখা অলস মস্তিস্কের কাক-কোকিলতালীয় আবিস্কার, কোথাও কোন দিকে অন্যকোন ভাবার সুযোগ লেখক আপনাকে দিবে না।
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
আমার মন বলেছেন: :/
২| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সরকারের দুর্নীতির কথা তুলে মুখে ফেনা তোলে আমাদের মধ্যবিত্ত সুশীল সমাজ। অথচ মধ্যবিত্ত এই সুশীলদের মানসিকতা আসলে ফকিরনির পুতদের মতোই। দরিদ্রদের মানসিকতা এদের থেকে হাজার গুণ উত্তম।
মধ্যবিত্তরাই বিসিএস কেরানী হয়ে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ নিতে মড়িয়া হয়ে উঠে। দরিদ্ররা নয়। মধ্যবিত্ত শিক্ষিতদের উচিত ছিল সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা। কিন্তু সার্টিফিকেট ধারী শিক্ষিত (মূলত অশিক্ষিত) চুদির ভাইরা সমাজ পরিবর্তন তো দূরের কথা, সমাজের সুবিধা নেওয়ার জন্য মড়িয়া হয়ে উঠেছে। আর যেসব মধ্যবিত্ত বিসিএসে আবেদন করেননি তাদের কেও এই আন্দোলনের পক্ষে এবং কেও বিপক্ষে অবস্থান নিয়েছেন। সব শালার মানসিকতা ফকিরনিরপুতদেরই মতো। সে জেনারেল কোটাই হোক আর অন্য কোটাই হোক। আমাদের মনে রাখতে হবে মধ্যবিত্ত এই আচুদা শ্রেণীই বিসিএস কেরানী হয়ে সমাজটাকে লাটে উঠিয়েছে। ফালতু যতসব।
মধ্যবিত্ত শ্রেণীর ফালতু মানসিকতা এবং তাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে আমি একটি গদ্য রচনা করেছি। যারা পড়েননি পড়ার আহবান জানাই
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৬
আমার মন বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৭
মাহবু১৫৪ বলেছেন:
দারুণ হয়েছে
ভাল লাগা
+++++
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬
আমার মন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭
লিঙ্কনহুসাইন বলেছেন: কোটা মোটা চাইনা আমারে ঢাকায় ৩ কাঠা জমি দিলেই হইবো ।