নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মন

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

আমার মন

অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami

আমার মন › বিস্তারিত পোস্টঃ

জানু, জানো এখন আমি কি করছি?

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

জানু, জানো এখন আমি কি করছি?

-কি করো গো!

-দুই পাশে গাছের সারি, নীলাকাশ ছোয়া বৃক্ষরাজি তার মাঝ দিয়ে বয়ে চলে সমান্তরাল রেললাইনে হাটছি। কল্পনায় তোমার হাতটি ধরে ভেসে যাচ্ছি স্বপ্নের দেশে।

-ওয়াও অনেক রোমান্টিক জায়গা তাই না জান?

-আচ্ছা যদি হারিয়ে যাই আমরা এই পথ ধরে...

-উ, তারপর?

-তারপর.. আহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ

-হ্যালো, এই, কি হয়েছে.... হ্যালো হ্যালো........হ্যালো...কথা বল না কেন হ্যালো!!!



আর হ্যালো হ্যালো করে লাভ নাই আপা, শেষ, রোমান্টিকতা ট্রেনের নিচে চাপা পড়ছে।





আপনারতো সাধারণ কমন সেন্সই নাই।

এই আপনার ভালোবাসার নমুনা?

প্রিয় মানুষটির প্রতি কোন মনোযোগ দিলেন না, তাকে বারণ করতেও ভুলে গেলেন ভয়াবহ এই পথ থেকে সরে যেতে? রেললাইনের মাঝ দিয়ে হাটছে একটা লোক যার সম্পুর্ণ মনোযোগ আপনার দিকে আর আপনিও তাকে কিছুই না বলে দিলেন তো লাশ বানিয়ে?

ভালোবাসার মানুষটির প্রতি মনোযোগ দিন,

এইসব বিষয়ে আশ্রয় নয়, তেলবাজি নয় সচেতন করুন।



এভাবে ট্রেনের নিচে চাপা পড়ে মরছে যারা বেশির ভাগই তরুন, হয় গান শুনতে শুনতে রেললাইনে চলছে, না হলে প্রেমিকার সাথে কথা বলতে বলতে হাটছে। একটু সচেতনতা , একটু মনোযোগ আপনাকে নতুনভাবে বাচঁতে সহায়তা করবে।

এই কারণেই বলে প্রেম বাড়িতে, রাস্তায় বা গাড়িতে নয়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

আহলান বলেছেন: হুমমম ... মনে হয় অসতর্কতাই এসব দূর্ঘটনার জন্য দায়ী ......

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

আমার মন বলেছেন: তাই ত বলছি, একটু মনোযোগ প্রয়োজন।

২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৬

সাকিব শাহরিয়ার বলেছেন: ভাল লাগছে।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১

আমার মন বলেছেন: :)

৩| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


এরকমটা ভাবিনি!!! :|| ধাক্কা খেলাম ভালোই!



আসলেই সবার সতর্ক থাকা উচিত!

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

আমার মন বলেছেন: সর্তকতায় বড় কথা।

৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৬

লিঙ্কনহুসাইন বলেছেন: :|| :|| :||

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

আমার মন বলেছেন: :-0 :-0 B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.