![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami
শিবির বা জামায়াত নিয়ে ছোট বেলায় ধারণা ছিল তারা মন্দ লোক। বলা হত তারা ব্রেইন ওয়াশড, আমি ভাবতাম তারা অল্প বুদ্ধির বা বোকা যার কারণে তাদের ব্রেনে জ্ঞান ঢুকানো হয়! হিরক রাজার দেশ ছবিটায় মগজ ধোলায় দেখে ছোটবেলায় ভাবতাম জামায়াত এর এমন যন্ত্র আছে হইত!
এক পরিচিত হুজুর ছিল এলাকায় যিনি হঠাৎ করে হুজুর বনে গিয়েছিলেন। যাকে সবাই ডাকত মাতবর নামে, কারণ তিনি নিজে যা বুঝেন তার বাইরে কারও কথা শুনতে চাইতেন না, তাল গাছ আমার স্টাইলের লোক। লোকে বলত তিনি শিবিরের পাবলিক, ব্রেন ওয়াশ!
তাহলে ব্রেন ওয়াশ লোক দেখতে এমন হয়? আচ্ছা ব্রেন ওয়াশ কিভাবে করে, কারা করে এটা জানার আগ্রহ ছিল। কিন্তু সুযোগ ছিল না, বড় হয়ে ধীরে ধীরে বুঝতে ও দেখতে পারলাম ব্রেন ওয়াশের মজিজা। ব্রেন ওয়াশ করা হয় তাদের যেন তারা শুধু কমান্ড শুনে এবং সময়মত কমান্ড দিতে পারে, অনেকটা সামরিক বাহিনির সাধারণ সৈন্যদের মত যারা শুধু কমান্ড শুনে থাকেন। তবে শিবিরের পদ্ধতি আরও কয়েক ধাপ এগিয়ে। ভাল-মন্দ নিজেরা বুঝতে যায় না, হাইকমান্ড বা নেতা যা বলছে তাই আইন, তাই জীবন, তাই মরণ। নিজের বাপ-মা তুচ্ছ নেতা জ্ঞান, নেতা ধ্যান নেতার তরে মর। যদিও তারা সমাজে শিক্ষিত, জ্ঞানী ও বিদ্যান সমাদ্রিত লোক কিন্তু মনুষ্যত্বে ধোলাই খাওয়া!
আমার ধারণা কম, আরও অনেক কিছু হতে পারে। মুক্তচিন্তা করতে বাঁধা, আল্লাহও নাম নিয়ে কুট করে মানুষ মেরে ফেলে আর সমাজে ভাল অভিনেতা। তাদের সাথে মতের অমিল হওয়া মানেই হয়ে গেলেন শত্রু, অমুসলিম আর আপনার উপর নেমে আসবে কাল ছায়া।
তবে আশার কথা, এরা মানব সম্প্রদায়ের লোক, এরা বাঙালি বা বাংলাদেশি, আপনার আমার খুবই নিকটে থাকে, আত্বীয়, বন্ধু। যাদের বিশ্বাস ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রাম পাকিস্থান বা তাদের দেশ ভাঙার জন্য কিছু দুষ্ট লোকের যুদ্ধ। তখনও জামায়াত ছিল, ব্রেনওয়াশ লোক ছিল, একটা হাই কমান্ড ছিল। যার কারণে হাইকমান্ডের নির্দেশে নিজের আত্বীয় ভাই, পরিচিত, ছোটকালের বন্ধুকেও হত্যা করা যায়েজ ছিল তাদের কাছে। হইত আমি ইতিহাস কম জানি তবে এতটুকু জানি তারা আমার ছোটকালের ধারণার মতই মন্দ লোক ছিলেন। প্রতিনিয়ত চলছে ব্রেন ওয়াশের নতুন ঘর তৈরি।
এতকাল পরেও মন্দ লোক হয়ে আছেন এবং আমার আপনার পরিচিতদের মাঝে ভর করে এগিয়ে চলছেন।
ততদিন চলবে যতদিন নিজের ব্রেনের মর্যাদা তারা না দিবেন। নিজেকে বিশ্বাস না করবেন।
ব্রেন ওয়াশ যেহেতু বললাম, এটাও বলি, বাংলাদেশের রাজনৈতিক দল গুলো কোন না কোন ভাবে চায় কিছু ব্রেন ওয়াশ লোক, যারা তাদের অপ্রকাশিত, অসমাদ্রিত কাজ গুলো সমাধান করবে। বিস্তারিত অন্য কোন পোস্টে বলব।
আছেন কোন বিজ্ঞানী. একটা মগজ ধোলায় যন্ত্র বানিয়ে দিবেন? এদেশে ব্রেনওয়াশ লোকের সংখ্যা বেড়ে গিয়েছে, তাল গাছটা আমার কেন হবে, সবাই কে নিয়ে তাল গাছের ছায়া, তাল ও তালের রস(রস না খেলে নাই) খাই চলুন।
যে যন্ত্রতে মন্ত্র থাকবে একটা,
'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
আমার মন বলেছেন: মমিসিং বাড়ি, থাকি ঢাকা।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
গোয়েন্দাপ্রধান বলেছেন: খালি ত শিবির নআ ছাত্রলিগ অ শিবিরের কমান্ডে চলে দেখেন না সোনার ছেলে রাবির মুকিম কে শিবির রের নির্দেশ ও সহায়তায় রগ কেটে দেইয়া হল ছাত্রলীগের কর্মীরা শিবিরের নির্দেশে বাসে সিট ডাইনিং এর খাবার নিয়ে হাউকাউ করে আবার সিলেটে নিজ কলেকের হল পুড়িয়ে দিয়ে আগুন তাপায় বুঝি না কেন এমন হয়
শিবিরের পোলাপান একটু ত্যাড়া টাইপ হলেও অন্তত আমরা ক্যাম্পাসে সাধারণ ছাত্র হিসেবে কখন অপমানিত বা বেয়াদবির মুখে ফেলেনি তাড়া। আর ছাত্রলিগের কুত্তা গুলা ত সিনিয়রদের বাসেসিট থেকে তুলে দেয়া ফাও খাওয়া নিয়ে সিনিয়র্ব্যাচের ডাইনিং ম্যানেজার এর রুমে দল্বেধে হামলা চালানো মদ গাজা নারি কেলেংকারী নাইবা বললাম। বাস্তব অভিজ্ঞতা বলে শিবির রগ কাটা হলেও জেনারেল রা অদের কাছ সাধারন্ত ভদ্র আচরণই পেয়েছি। আর যদি কুত্তা লিগ দলের সন্তাসীদের রগ কাটে সেটা ভালই
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২
আমার মন বলেছেন: বললাম, এটাও বলি, বাংলাদেশের রাজনৈতিক দল গুলো কোন না কোন ভাবে চায় কিছু ব্রেন ওয়াশ লোক, যারা তাদের অপ্রকাশিত, অসমাদ্রিত কাজ গুলো সমাধান করবে। এখানে এটা প্রযোজ্য।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
লিঙ্কনহুসাইন বলেছেন: ধর্ম গাধা রামছাগল, এদের জ্বালায় দেশ পাগল
নষ্ট করছে ক্ষেতের ফসল, সহ্য হয়না মাটির গায়
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
আমার মন বলেছেন: কথা ঠিক।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১
ইজীটক বলেছেন: আন্নে কই থাহুইন....।