![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami
তারা আমাদের শেখায় গণতন্ত্র মানে ৫ বছর পর পর নতুন পোষাক পরে ভোটের লাইনে দাঁড়ানো।
তারা বলেন, না-ভোট মানে ভোট নষ্ট। তারা এই সাধারণ বিষয়টা বুঝতে পারেন না যে, ব্যালট পেপারের প্রতিটি মতামত- চিন্তা ও বিবেকের স্বাধীনতার প্রকাশ।
গত নির্বাচনে ভোট দেওয়ার পর অনেককে বলতে শুনতাম, ভোট দেয়া দরকার দিসি, এদের একটাকেও ভাল লাগে না, তাও দিসি।
কিন্তু যারা সচেতন ছিল তারা ঠিকই খুজে না-ভোটে সিল দিয়েছিল। যাদের সংখ্যাটা ফেলে দেয়ার মত নয়। তিন লাখ ৮২ হাজার ৪৩৭টি ‘না ভোট’ দেওয়া হয়েছিল। আরও উল্লেখ্য যে, ওই নির্বাচনে ৩৮টি দল অংশগ্রহণ করলেও মাত্র ছয়টি দল ‘না ভোটের’ শতাংশের বেশি ভোট পেয়েছিল। তার মানে এই যে, ‘না ভোট’ সপ্তম স্থানে ছিল।
রাজনৈতিক ক্রাইসিস, রাজনৈতিক দল গুলোর প্রতি মানুষের অনাস্থা বা আস্থা সংকট এবার এটিকে কোথায় নিতে পারত তা সচেতন মানুষ মাত্রই বুঝতে পারবেন। তার আগেই নির্বাচন কমিশন অগণতন্ত্রের চর্চা অব্যাহত রেখে একটি মৌলিক অধিকার হরণ করে বসে আছে।
রাজনৈতিক দল থেকে মনোনিত প্রার্থী পছন্দ না হলেও শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের অংশ হিসেবে সিল মারতে হবে কোন একজনকে। কিন্তু না-ভোট বা কাওকেই নয় বলে কোন অপশন রাখা হলে কতই না সহজ হয়ে যেত মত প্রকাশটা। এটির বন্ধ করা মৌলিক অধিকার হরণ, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্রের অন্যতম শর্ত।
যদি গণতান্ত্রিকভাবে সমাধান না করেন বা ফিরিয়ে না আনেন এই পদ্ধতি তাহলে কি হতে পারে জানেন?
গ্রামের অশিক্ষিত বা বৃদ্ধ মহিলারা ভোট দেয়ার বিষয়টা ঠিক বুঝে না, দেখা যায় ভোট দেয়ার সময় সব গুলো প্রতিকে সিল মেরে আসেন, ভাবেন সবাইকে সিল দিলে সবাইকে ভোট দেয়া হবে। কিন্তু গণণার সময় কাগজটি বাতিল ধরা হয়।
এখন মানুষ গণতন্ত্র, নিজের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। যদি আপনারা তার প্রয়োগের ব্যবস্থা না করেন তাহলে দেখা যাবে, পাবলিক এভাবে ব্যালট পেপার নষ্ট করে মজা পাচ্ছে আর হাসতে হাসতে ভোটাধিকার প্রয়োগ করেছে বলে বের হবে। সে মত জানিয়েছে।
যার ফলাফল বাতিল।
-না-ভোট ফেরত চাই।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৭
আমার মন বলেছেন: ভাই আপনার কোন আইডিয়া চুরি করলাম?
এইটাত আমার মনের আইডিয়া, আগে তো কেও প্রকাশ করছে বলে জানি না।
২| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৬
ওবায়েদুল আকবর বলেছেন: গতবার না ভোট দিছিলাম এইবার লীগ আর দল ছাড়া সব মার্কায় ছিল দিয়া বাইর হইয়া আসমু।
০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮
আমার মন বলেছেন: এইত গণতন্ত্রের মানস পুত্র। আমরাও মত জানাবাে, তবে নিজের পছন্দ মত।
৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৪
সাউন্ডবক্স বলেছেন: ওবায়েদুল আকবর বলেছেন: গতবার না ভোট দিছিলাম এইবার লীগ আর দল ছাড়া সব মার্কায় ছিল দিয়া বাইর হইয়া আসমু।
দারুন বুদ্ধি!!!
আমি ও এটাই করবো. আমাদের উচিত সবার সাথে এটি সেয়ার করা.।.।
০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
আমার মন বলেছেন: এতবড় একটা অগণতান্ত্রিক ঘটনা ঘটে গেল কেও একটা কথাও বললাে না। এটাই কষ্ট!
৪| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০
লিঙ্কনহুসাইন বলেছেন: না-ভোট অপশন কি বাতিল করা হয়েছে আমি তো জানতামনা । না-ভোট এইটা আমাদের গণতান্ত্রিক অধিকার । তাই না-ভোট ফেরত চাই ।
০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭
আমার মন বলেছেন: তাইলে বুঝেন অবস্থা! কাওকে জানানো পযর্ন্ত হয় নাইক্কা। লুকিয়ে লুকিয়ে জাম খেয়ে ফেলছে তারা।
৫| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩
প্যাপিলন বলেছেন: অর্ধেক অর্ধেক দিতে পারেন। অর্থাত দুই মার্কার মাঝখানে দিবেন যাতে দু'জনেই অর্ধেক করে পায়।
সুশাসন উন্নয়নের নামে যারা আমাদের সাথে ৫ বছর রঙ্গ তামাসা করে তাদের সাথে ১ দিন রঙ্গ তামাসা আমরা করতেই পারি
।
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮
আমার মন বলেছেন: এই্ আইডিয়াটাও মন্দ না।
আমাদের এই ক্ষমতাটা আছে, মনের মত প্রার্থী দিয়া আমাদের খুশি না করতে পারলে আমরাও তাদের খুশি করমু না! হিসাব ফাইনাল
৬| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬
আমিনুর রহমান বলেছেন:
"না" ভোট ফেরত চাই।
পোষ্টে +++
০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
আমার মন বলেছেন: চাই চাই
৭| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬
রিয়াদ হাকিম বলেছেন: না-ভোট ফেরত চাই, একই সাথে, সরকারের মেয়াদকাল ৫ বছর থেকে কমিয়ে ২.৫ (আড়াই) বছর করা চাই। বাংলাদেশের লোভী রাজনীতিবিদদের হাতে ৫ বছরের জন্য রাষ্ট্রের চাবিকাঠি তুলে দেওয়া নিরাপদ নয় – আমি মনে করি।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬
আমার মন বলেছেন: হে, করা যেতে পারে। ৫ বছর অনেক লম্বা সময়, কমানো যায়।
৮| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪
বিলাসী বলেছেন: সব জায়গায় গণতন্ত্রের কথা, আর ভোটের বেলায় অগণতান্ত্রীক সিদ্ধান্ত এটা মানা যায় না, আবার "না" ফিরিয়ে আনুন।
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬
আমার মন বলেছেন: আবার ফিরিয়ে দিন।
৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৩
অনির্বাণ তন্ময় বলেছেন:
আমার আইডিয়া চুরি করার কারনে আপনারে মাইনাচ দিলাম