![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যথা গুলো আর ব্যথা দেয় না, সুখ হয়ে মনের কোনে জমে থাকে শিশির বিন্দুর মত। জ্বালা গুলো আর যন্ত্রণা দেয় না, তাই পুষে রাখি । অনেক কেঁদেছি, আর না। কাঁদতে আমার আর ভালো লাগে না, তাই আমি মেঘ হয়ে আছড়ে পড়তে চাই তোমার উপরে। প্লাবিত হবে তোমার ভুবন। আর আমি জানি, তুমি ভাসাবে ভেলা নিশ্চয় তখন, পারবেনা থাকতে চুপ করে কিন্তু হয়তো তখন আমি আর হতে পারবনা তোমার সহযাত্রী! সুখ পাব এই ভেবে, আমার ধারায় ভেসে চলেছো তুমি তোমার খেয়ালি গন্তব্যে......। তবুও থাকবো প্রতিক্ষায়, আসবে তুমি এপারে কিংবা ওপারে।।
.
.
.
.
.
.
(চিরকুটঃ ১৮-০১-২০০৪/ ১২:১৩ রাত/এম.এ ইমরান )
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০
বেলা শেষে বলেছেন: মনের চিরকুট
fine, beautiful.