![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহস্র প্রান, সহস্র মন। সবাই যখন মত্ত যার যার মত, আমি গুটি পায়ে হেঁটে মেখে চলেছি কৃষ্ণ প্রকৃতির বহমান হাওয়া। ধোঁয়া, শুধু ধোঁয়া, ল্যাম্প পোস্টের আলোতে দৃষ্টি তার সব ক্ষমতা হারিয়ে ফেলছে মাত্র কয়েক মিটার অতিক্রম করতে। ধোঁয়া-সাদৃশ্য চারপাশে মোড়ানো কুয়াশা-বন্দী অনেকের হৃদ-স্পন্দন হয়তো কমে আসছে, থামতে বসেছে খুনের প্রবাহ, যেন জমাট হবার খুব দেরি নেই। প্রকৃতির এমন রুপে, কেউ আবার ঘুমঘোরে সুখ নিচ্ছে প্রানভরে। হিম-শিতল এই নিশি কাউকে উপহার দিয়ে চলেছে বাহুডোরে বাঁধা উষ্ণ আলিঙ্গন সমেত নরম শরীর। আর আমার দেহের ভাঁজে জমে থাকা সারাদিনের কর্মক্লান্ত মাংসপিণ্ডের এই শরীরটাকে আমি বহন করছি ফুটপাথের পরে। আমি ক্ষুদ্র, নগণ্য, এক বহমান মূর্তি, বুঝতে পারিনা এই দেহের কোথায় রয়েছে প্রান, আর তার ভেতরে মন? শুধু এতটুকু বুঝতে পারছি যে মনের শরীরটা ভাল নেই, খুব... খুউব অসুস্থ। চিৎকার করছে, গড়াগড়ি দিচ্ছে। হয়তো এই বস্তুটা (মন) আমাকে নিশাচর করে সুখ খুঁজে-ফেরে। এখন অনেক প্রান, অনেক শরীর সুখ খুঁজে চলেছে প্রিয়তমার দেহের ভাঁজে অথবা উষ্ণবস্ত্রে মোড়ানো সজ্জিত পঙ্খিরাজ খাটে ঘুমের জগতে। আর আমি নিজেকে জিরিয়ে নিচ্ছি মৃদু আলোয় ফুটপাথে চলতে, চলতে। আনন্দিত, হারানো কিছু পাবার আশাতে। খুশি, কষ্টগুলো সুখ হয়ে আছড়ে পড়ছে মনের ভেতরে তাই। আমি জানি, আঁধার পেরুলে সকাল হবে, কুয়াশাও হয়তো চলে যাবে, ঠিক তখন বহুদুর হতে দেখতে পাবে আমি অপেক্ষা করছি তোমার....................................।।
০৪০২২০১৪
এম.এ. ইমরান
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০০
খেয়া ঘাট বলেছেন: আমি জানি, আঁধার পেরুলে সকাল হবে, কুয়াশাও হয়তো চলে যাবে, ঠিক তখন বহুদুর হতে দেখতে পাবে আমি অপেক্ষা করছি তোমার....................................।।