![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে জুড়ে আলো-আঁধারের খেলা
হঠাৎ টিপ টিপ বরিষণ,
বারান্দায় বসে চাহি দু’নয়ন
বিচ্ছুরিত আলোকছটায় আঁতকে উঠে মন।
বজ্রের গোঙানি ফুঁড়ে চলে পাতাল দেশে,
শেকল পরা, অনউর্বর আত্নাটাও যেন বেরিয়ে আসে।
শ্রাবনের প্রেম, নিজেকে বাঁধা যায়না আজকাল
ভাললাগা ভালবাসা ,
যতই ভয় হয় ততোই সুখ পাই,
তোমাকে দেখার, ছোঁয়ার নেশা সর্বদা তাড়িয়ে বেড়ায়।
শ্রাবণ ছিল অপ্রিয়, এখন আমায় আপন করেছে,
ভাললাগার সব হারিয়ে, ভাল না লাগা সব রক্তে মিশেছে।
ওখানেও প্রায় বৃষ্টি নামে অবিরাম
ছুঁয়ে দেখ কি সুখ! মাটির কি ঘ্রান!
শ্রাবন ভালোবাসতে তুমি, তাই শ্রাবন হয়েছি।
আমার চোখেও বৃষ্টি নামে, তুমি ভিজবে তাই,
নাকি এটাও এখন তোমার অপ্রিয়?
০৯ জুলাই ২০১৪
রাতঃ ০২:৩০
©somewhere in net ltd.