![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের চতুষ্কোণে, অলিতে-গলিতে ছড়িয়ে আছে স্বার্থান্বেষী/বিভ্রান্ত সৃষ্টিকারী কিছু(আবাল)কুলাঙ্গার। স্বাধীনতার চার দশক পেরিয়ে গেলেও মুক্তি মেলেনি আত্নার কিংবা চিন্তার। রাষ্ট্র তার নাগরিকদের অন্যতম মৌলিক আধিকার “শিক্ষা” ছড়াতে পারেনি সর্বত্র। স্বাভাবিকভাবেই দেশের অনেক মানুষ রয়ে গেছে অন্ধকারে আর এই সুযোগ কাজে লাগিয়ে চলেছে এই সব কুলাঙ্গার, বেজন্মার দল।
আজকে এই লিখার একটা উদ্দেশ্য আছে তা হলঃ
চায়ের দোকানে বসে চা খেতে শুনলাম/দেখলাম সবাই দিগ্বিদিক ফোন করতে ব্যাস্ত, বাজারে দেখলাম সবাই তাড়াহুড়ো করে দোকান বন্ধ করছে, বাসায় আসার পরে কয়েকটা ফোন পেলাম... সবকিছুর কারন আজ রাতে নাকি ভুমিকম্প হবে। হায়! দুর্ভাগা জাতি আমরা, আমাদের বোধশক্তি এতোই কম যে, একটা গুজব ছড়ালে সেটা সত্যি কি মিথ্যা সেটা বিচার করার ক্ষমতা পর্যন্ত নেই। আর থাকবেই বা কি করে গতকাল ও আজ ভুমিকম্প হওয়াতে এমনিতেই সবাই ভীত, উদ্বিগ্ন। তাই বলে...? যাক, সাধারন মানুষের ভয় থাকা স্বাভাবিক কিন্তু যারা এইসব গুজব ছড়াচ্ছে তারা সত্যিই অসাধারন। অসাধারন তাদের বুদ্ধি-প্রতিভা। তাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা সচেতন তারা তাদের বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী সবাইকে এই সব গুওবে কান না দিতে একটু সচেতন করে তুলুন, কারন ভুমিকম্পের পূর্বাভাস অননুমেয়, এটা মহান সৃষ্টিকর্তায় জানেন। সবাই পোস্টটি দ্রুত শেয়ার করুন যেন সবার রাতের ঘুমটা আরামদায়ক হয়। আর
হ্যাঁ, গুজব ছড়ায় এমন বাক্তিকে পেলে উত্তম-মধ্যম দিতে ভুল করবেন না, কেননা আর যেন “সাইদীকে” চাঁদে দেখতে পাওয়ার মত ঘটনা না ঘটে। প্রার্থনা করি আল্লাহর কাছে যেন আমরা সবাই বিপদমুক্ত থাকি। ভুমিকম্পে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার শান্তি কামনা করছি। সবাই ভাল থাকবেন, সাবধানে থাকবেন।
©somewhere in net ltd.