নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

সারা বিশ্বের বিস্ময় !

১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:০৩

ভাবছি আরো বেশ কিছুদিন যদি বেঁচে থাকি তো বলতে পারবো দীর্ঘ দিন সিংহাসনে আসীন রানী এলিজাবেথ ২য় আমাদের সময়ের। সত্যি বলতে শৈশবে বুঝতে শিখে জেনেছি ইংল্যান্ড এর রানী এলিজাবেথ, এখন এত বছর বাদে ওনার চেয়ে বুড়ো হয়ে গেলাম অথচ উনি সামলে চলেছেন বৃটিশ সিংহাসন । ১৯২৬ সনে জন্ম এবং ১৯৫২ সনে সিংহাসনের জন্য মনোনীত । ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন দীর্ঘতম সিংহাসনে আসীন পরিচয় নিয়ে ।আর পাঁচ বছর বেঁচে থাকলে হবেন শতবর্ষী।



এরপর আসছি রানী এলিজাবেথের চেয়ে তিন বছরের ছোট সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর প্রসঙ্গে । ১৯২৯ সনে জন্ম (হেমা মঙ্গেশকর নাম রাখা হয়েছিল প্রথমে) এবং ১৯৪৩ সনে চলচিত্র এর জন্য গান গেয়েছেন; যদিও প্রথম চলচিত্র এর জন্য ১৯৪২ সনে গান গেয়েছেন যা কখনো প্রচারিত হবার সুযোগ পায় নি। ১৯৪৯ সনে ২০ বছর বয়সে গাওয়া "আয়েগা আনেওয়ালা...." এখনও ভালো লাগে বলে অনেকে শোনে। ৩৬টি ভাষায় গান গেয়েছেন প্রায় পঁচিশ হাজার। ৭৫ বছর বয়সে "ভীর জারা" চলচিত্রে গান গেয়েছেন যা এখনও জনপ্রিয় এবং আমার পছন্দের অন্যতম একটি গান। আর মাত্র আটটি বছর বেঁচে থাকলে শতবর্ষে পদার্পন করবেন! ১৯৮০ সনে যখন ছোট ছিলাম স্কুলে পড়বার সময় জেনেছিলাম কোন্ একদল বিজ্ঞানী লতা মঙ্গেশকর এর vocal cord এর জন্য অগ্রিম এক লক্ষ রুপি দিয়ে রেখেছিলেন, ওনার মৃত্যুর পর পরীক্ষা করবেন সেই ভাবনায়, কারন ওনাদের গবেষণায় বের করবার উদ্দেশ্যে ছিল কিভাবে তখনও (সেই ১৯৮০ সনে) ওনার কণ্ঠস্বর কিশোরী সুলভ। জানি না সেই সব বিজ্ঞানীদের কজন জীবিত আছেন! যদিও এত ছোট বেলায় এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব ছিল না , তবে বিশ্বাস করবার প্রেক্ষাপট ছিল বৈকি!



পৃথিবীতে কত আশ্চর্য বিষয় এবং বস্তুর নাম জানি তবে দেখা হয় নি। যেমন ব্যাবিলনের শূন্য উদ্যান যখন হোল এবং ছিল তখন দেখতে পারিনি উপস্থিত ছিলাম না বলে ! আফসোস নেই কোন । শূন্যতায় সাক্ষী কেন হবো যখন পূর্ণতার সমসাময়িক হতে পেরেছি!
বিশ্বের বিস্ময় এরা দুজন !

২০০৪ সনে "ভীর জারা" চলচিত্রে রূপ কুমার এবং লতার কণ্ঠে
https://youtu.be/nOZ3M1O0Wbg

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:০১

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। দারুন সব উপস্থাপনা। কৃতজ্ঞতা এরকম পোস্টের জন্য। আশাকরি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। শুভেচ্ছা নিরন্তর।

১৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৮

মেহবুবা বলেছেন: জবাবের চিহ্ন আপনার মন্তব্য এ খেয়াল পরে করেছি।
কত কি যে ভুল হয়!

২| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই তারা সারা বিশ্বের বিস্ময়। চমৎকার শেয়ার ।

১৭ ই জুলাই, ২০২১ রাত ১:১৭

মেহবুবা বলেছেন: সব সৃষ্টিকর্তার ইচ্ছা। সত্যি বিস্মিত হতে হয়!

৩| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৭

মনিরা সুলতানা বলেছেন: লতা মঙ্গেসকর আমার কাছে এক বিস্ময় !! সেদিন ও কোন এক অনুষ্ঠানে ফোন কলে এসছিলেন এখন ও এমন আদুরে কণ্ঠ।
ভালো লেগেছে পোষ্ট :)

১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৩

মেহবুবা বলেছেন: ওনার কণ্ঠস্বর যেমন মধুতে মাখা , শব্দ উচ্চারণ যাদুতে ভরা !

৪| ১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার উপস্থাপনা।

১৭ ই জুলাই, ২০২১ রাত ৮:১৭

মেহবুবা বলেছেন: দেখতে হবে না কোন্ কোন্ মানুষ সম্পর্কে উপস্থাপনা!
দেখবে এনারা ইতিহাসে কেমন উজ্জ্বল হয়ে থাকবেন !

৫| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৬

সোহানী বলেছেন: ভালো লাগলো এমন কিছু স্মরণে।

১৯ শে জুলাই, ২০২১ রাত ১২:২৭

মেহবুবা বলেছেন: আসলে এটার পরের একটা অধ্যায় মাথায় ঘুরছে; জানি না হবে কিনা লেখা।
তোমাদের দেখে ভাল লাগে , কেমন ব্লগের জন্য প্রযোজ্য পোষ্ট দাও দেখেছি।

ভাল থেকো ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৩

খায়রুল আহসান বলেছেন: "প্রায় শতবর্ষী" দু'জন অসাধারণ ব্যক্তিকে নিয়ে লেখা আপনার এ পোস্টটি ভালো লেগেছে।
"তেরে লিয়ে" গানটির লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ।
পোস্টে চতুর্থ ভাললাগা। + +

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৬

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
দুঃখিত এত দেরীতে জবাব দেবার জন্য।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৫

মেহবুবা বলেছেন: কেন যেন বিশ্বাস হতে চাইছে না সত্যি লতা মঙ্গেশকর বেঁচে নেই!
ভারতের নয় শুধু, পুরো বিশ্বে বিরল এমন সঙ্গীত ব্যক্তিত্ব যিনি এত দীর্ঘ দিন ধরে যথার্থ ভূমিকা রেখে গিয়েছেন!

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৮

মেহবুবা বলেছেন: কাকতালীয় বটে!৷
আজ সূর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর মারা গেলেন; এই পোষ্টে রাণী এলিজাবেথ এর কথাও লিখেছি --আজকের দিনে উনি ৭০ বছর পূর্ণ করলেন সম্রাজ্ঞী হিসেবে। ১৯৫২ সনে তিনি কেনিয়ার জঙ্গলে বেড়ানোর সময় পিতা ৬ষ্ঠ জর্জ মৃত্যুবরণ করলে তাকে সম্রাজ্ঞী ঘোষনা করা হয়।
উল্লেখ্য, বৃটিশ রাজত্বে দীর্ঘ মেয়াদের শাসক, দীর্ঘজীবি শাসক, দীর্ঘ মেয়াদের মহিলা শাসক হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন রাণী এলিজাবেথ।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো আপু। এ দুজনের একজন বিস্ময় আজ বিদায় নিলেন পৃথিবী থেকে। বুক ভরে কান্না জমে আসে।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৬

মেহবুবা বলেছেন: কান্না জমতে আর পারলো কই৷! সপ্তাহের মধ্যে তিন রত্নখনি সঙ্গীত জগতের বিদায় নিল।

১০| ০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫০

মিরোরডডল বলেছেন:



আর মাত্র আটটি বছর বেঁচে থাকলে শতবর্ষে পদার্পন করবেন!

কে জানতো এই পোষ্টের সাত মাস পর চলে যাবে !!!
এটাই জীবন, অনিশ্চিত পথচলা ।

লতার কণ্ঠে একটা প্রিয় বাংলা গান ।





০৮ ই মে, ২০২২ রাত ৯:৪৭

মেহবুবা বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।
ধন্যবাদ তোমাকে।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩২

মেহবুবা বলেছেন: চলে গেলেন ইতিহাস সৃষ্টি করে এলিজাবেথ ( ৮/৯/২০২২), মৃত্যুর ৪৮ ঘন্টা আগে ওনার সাথে সাক্ষাৎ করেছেন ওনার শাসনামলের ১৬ তম বৃটিশ প্রধানমন্ত্রী যিনি জন্মগ্রহণ করেছেন এলিজাবেথ সিংহাসনে বসবার পর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.