নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এ মল্লিক সোহাগ

নাই

এম এ মল্লিক সোহাগ › বিস্তারিত পোস্টঃ

পাবলিক বাস এবং ভদ্র আমজনতার চুলকানি

২৬ শে মার্চ, ২০১৫ রাত ৩:১৬

আমরা নিম্ন বিত্ত বা মধ্য বিত্ত সাধারণ মানুষ যারা তাদের জন্য পাবলিক বাস এবং রিকসা অপরিহার্য বাহন । প্রত্যেকদিন বাস অথবা রিকশায় আমাদের চড়তেই হয় । তাই আমি মনে করি একজন রিকশা চালক এবং বাস এর ড্রাইভার , হেলপার কন্ট্রাক্টর সবাই আমাদের পরিবার এর এই একজন ।



কারন টা তা হলে একটু পরিষ্কার করি , , ,

সকাল বেলা ঘুম থেকে উঠে আমাদের ঘর থেকে বের হতে হয়। অফিস , স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় ইত্যাদি যার যেখানে গন্তব্য সে সেখানে যায় । অফিস এ গেলে পাই কলিগ , স্কুল , কলেজ বা বিশ্ববিদ্যালয় গেলে পাই বন্ধু । কিন্তু পর্যায়ক্রমে সব কিছুর একটা পরিবর্তন হয় । যেটা হয় না সেটা , ওই যে বুড়ো রিকশা চালক চাচা বা বাস চালক বা হেলপার , এদের কে আমরা সারা জীবন এই কোন না কোন ভাবে পাই । যেমন পেয়েছিলাম , ছোট বেলায় স্কুল এ । একটু বড় হয়ে কলেজ এ তাঁর পর বিশ্ববিদ্যালয় । পড়া লেখা শেষ করে যখন এলাম অফিস এ পেলাম তাঁর পর ও । বুড়ো হয়ে গেলাম , চাকরী থেকে অবসর নিলাম ,বন্ধু অফিস কলিগ সবাই গেলো হারিয়ে কিন্তু হারালোনা সেই ছোটো বেলা থেকে যে বাহন দিয়ে স্কুল যেতাম সেই বাহন । এখন ও সেই বাহন দিয়েই চলতে হসছে এই অবসর জীবন । শুধু সেই বুড়ো চাচার যায়গায় এখন অন্য বুড়ো আর অন্য ড্রাইভার , হেলপার কন্ট্রাক্টর ।



বাস এ চরলে যেন কখন ও আমরা , ড্রাইভার , হেলপার কন্ট্রাক্টর দের মানুষ মনে করিনা । শুধু গালি গালাজ করি । ভাড়া ১২ টাকা চাইলে আমারা খেপে যাই , মূখে যাই আশে তাই বলি । ৮ টাকা ভাড়া দিতে পাড়লেই বাচি , সে জন্য কন্ট্রাক্টর কে মাড়তে হলে মাড়তেও পারি । তবে হ্যাঁ মাঝে মাঝে তাদের ব্যাবহার ও অনেক খারাপ পাই আমরা । কিন্তু আমাদের অবসথান এবং তাদের অবসথান টাও তো আমাদের একবার ভাবতে হবে । তারাতো আর আমাদের মত পড়া শুনা করেনি , তাই তাদের কে ব্যাবহার শিখানোর দায়ীততো টা কি আমদের মধ্যে পড়ে না ? কেন আমরা একটু সুবিধা পাওয়ার জন্য আমাদের ভালো যায়গা চুলকিয়ে অযথা চুলকানি বারাই !!!!!



রিকশা চালক দের ও প্রতি আমাদের রাগ খোপ এর যেন কোন কমতি নেই । কিন্তু কেন তা আমি বূঝীনা । ৬০ বছর এর বাবার বয়সের রিকশা চালক কে ও তুমি করে বলতে আমাদের একটুও মূখে বাধেনা...... ।

আমরা কি মানুষ হয়ে মানুষকে অন্ততপক্ষে এক জন মানুষ হিসেবে সনমান দিতে পারিনা ??



সোহাগ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৩:৫৫

আবু জাকারিয়া বলেছেন: এটা হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের বেশিরভাগ মানুষের অসামাজিক আচরন যার মাধ্যমে নিজের হিনমন্যতাকে প্রকাশ করে চলছে। এধরনের পাবলিক বড় হাস্যকর, তাদের কাজকর্মও অদ্ভুত, দশ টাকা দিয়ে বেঞ্চন সিগারেটের অর্ধেক খেয়ে ফেলে দিতে বাধেনা, কিন্তু একজন রিক্সাওয়ালা যে কিনা হালাল পথে টাকা রোজগার করে, এক দুইটাকা বেশি চেয়ে বসলে শুরু হয়ে যায় খারাপ ভাষায় গালাগালি এমন কি তর্ক করতে মারতে পর্যন্ত আসে, ছোট বড় মানেনা। এই হল আমাদের সমাজের অবস্থা। এরা বিবেকবুদ্ধিহীন শিক্ষিত। আপনার এই পোস্টের মাধ্যমে ওই সব কান্ডজ্ঞানহীনদের অযথা চুলকানী একটু হলেও যদি কমে!

২৬ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৪

এম এ মল্লিক সোহাগ বলেছেন: জাকারিয়া ভাই সুন্দর বলেছেন , দশ টাকা দিয়ে বেঞ্চন সিগারেটের অর্ধেক খেয়ে ফেলে দিতে আমাদের একটু ও বাধেনা । কিন্তু বাস এ বা রিকশায় ঊটলে নেজ্জো ভাড়া টা দিলে মনে করি ঠকে গেলাম । এই হসছে আমাদের শিক্ষিত সমাজ । কালকে বাস এ চড়ে উত্তরা থেকে ফার্ম গেট যাশ্ছীলাম এমন একটা ঘটনা চোখের সামনে দেখলাম মেনে নিতে অনেক কষ্ট হসছিল । তা থেকেই আজকের এই লেখা টা আমার । সবার পরিবর্তন কামনা করি ।ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.