| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনিরা সুলতানা
সামু র বয় বৃদ্ধার ব্লগ
মাতৃভাষা প্রতিটি মানুষের কাছে ই মধুর । মাতৃভাষা মানুষের সত্তা ও অস্তিত্বের অপরিহার্য অবলম্বন ।
পৃথিবীতে মাতৃভাষা র সর্বপ্রথম জীবন উৎসর্গ করার দৃষ্টান্ত আমাদের ই রয়েছে বলেই ২১ শে ফেব্রুয়ারি বাঙালির জন্য এতোটা তাৎপর্যময় ।
একুশে ফেব্রুয়ারি আমাদের নতুন করে আত্মপরিচয় লাভ এর দিন বাংলা কে রাষ্ট্রভাষা করার দাবিতে সেদিন তরুণেরা প্রান দিয়েছিল।
সে-দাবির সাথে যুক্ত ছিল বাঙালিত্বের বোধ , গণতান্ত্রিক চেতনা , অসাম্প্রদায়িকতার আদর্শ । এই আদর্শের পথ ধরে ই স্বাধীনটা সংগ্রাম এবং সহস্র মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় একটা নতুন জাতি নতুন রাষ্ট্র - বাংলাদেশ
মহান ২১শে ফেব্রুয়ারি গুরুত্ব আরও বৃদ্ধি পেল ১৯৯৯ সাল এর ১৭ই নভেম্বর ইউনেস্কো র " আন্তর্জাতিক মাতৃভাষা দিবস " হিসেবে স্বীকৃতিতে ।এই স্বীকৃতি বাঙালি জাতি কে গোটা বিশ্বের কাছে নতুন করে আরেকবার পরিচয় করাল ।
এবং আমাদের ভাষা আন্দোলন এর রক্তাক্ত ইতিহাসে আন্তর্জাতিক মর্যাদা ভূষিত হল।
মাতৃভাষা মানুষের জন্মগত অধিকার । একটি ভাষাভাষী র উপর অন্য এক ভাষা চাপিয়ে দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা । এই বিরল ঘটনা ঘটেছিল এই উপমহাদেশ এর একটি জাতি , যারা রাজনৈতিক ভাবে পরাধীন কিন্তু সহস্র বছরের সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য নিয়ে যাদের গর্ব অপরিসীম , সেই বাঙালি জাতির উপর ।
ইতিহাস থেকে জানতে পারি , ১৯৪৭ সালে ভারত ও পাকিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র একমাস আগে ভারত এর আলিগর মুসলিম বিশ্ববিদ্যালয় তৎকালীন ভাইস- চ্যান্সেলর ডঃ জিয়া উদ্দিন আহমেদ প্রস্তাব করেন
" ভারত এ যেমন হিন্দি রাষ্ট্র ভাষা হতে চলছে, পাকিস্তানে ও তেমনি উর্দু রাষ্ট্র ভাষা হওয়া উচিত "
ডঃ জিয়া উদ্দিন আহমেদের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এর অধ্যাপক ডঃ মুহামদ শহীদুল্লাহ । তিনি বলেন " অধিকাংশ জনসংখ্যার ভাষা হিসেবে বাংলাই পাকিস্তান এর রাষ্ট্র ভাষা হওয়া উচিত , যদি দ্বিতীয় রাষ্ট্র ভাষা গ্রহন করার প্রয়োজন হয় , তখন উর্দু র কথা বিবেচনা করা যেতে পারে "
কোন প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষে সুস্পষ্ট ভাবে বাংলাভাষা কে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম উত্থাপন করে পাকিস্তান তমদ্দুন মজলিশ ।
১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের রাষ্ট্রভাষা বিতর্ক নিয়ে এই পুস্তিকাটি প্রকাশ করে তমদ্দুন মজলিস।
১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি করাচিতে গণ পরিষদের অধিবেশনে প্রস্তাব আসে সদস্যগণ পরিষদে শুধু উর্দু বা ইংরেজিতে কথা বলতে পারবেন। পূর্ববাংলার প্রতিনিধি ধিরেন্দ্রনাথ দত্ত প্রস্তাব করেন, পরিষদে বাংলা ভাষাকে ও স্থান দিতে হবে। কিন্তু শাসক দলের বাংলা ভাষার বিপক্ষে অবস্থান এর কারনে সেদিন বাংলার পক্ষে সংশোধনী টি অগ্রাহ্য হয়ে যায় । প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে সর্বস্তর এর বাঙালি । পাকিস্তানের গণপরিষদের মুদ্রা ও ডাকটিকেটে বাংলা ব্যবহার না করা, নৌ -বাহিনীর নিয়োগ পরীক্ষা থেকে বাংলা বাদ দেয়ার প্রতিবাদে এবং অবিলম্বে বাংলা কে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা ও পূর্ব পাকিস্তান এর সরকারী ভাষা ঘোষণা করার দাবিতে ১১ মার্চ সাধারণ ধর্মঘট ডাকা হয়। ভোর থেকেই ছাত্র-জনতার বিক্ষুদ্ধ স্লগানে মুখর হয়ে উঠে ঢাকার রাজপথ।
১১ মার্চ ধর্মঘট চলা কালে পুলিশ এর লাঠির আঘাতে আহত শওকত আলিকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমান ।
ঢাকার রেসকোর্স ময়দানের সমাবেশে বক্তৃতা রত পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ।এই সমাবেশে তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় এবং এই সমাবেশে তিনি ঘোষণা করেন "
Urdu,only Urdu shall be the state language of Pakistan "
পাকিস্তান এর প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ২৬ জানুয়ারি ১৯৫২ পল্টনের জনসভায় ৪ বছর পূর্বেকার জিন্নাহর ঘোষণার পুনরাবৃতি করলেন , কেবল উর্দু ই হবে পাকিস্তান এর রাষ্ট্রভাষা "
এভাবে স্তিমিত হয়ে যাওয়া ভাষা আন্দলনের পুনরায় জাগরন উঠে।
রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ ৪ ফেব্রুয়ারি কে প্রতিবাদ দিবস ঘোষণা করে
৪ ফেব্রুয়ারি র প্রতিবাদ দিবসে নবাবপুর রোডে শোভাযাত্রা
৪ ঠা ফেব্রুয়ারি প্রতিবাদ দিবসে ছাত্র-জনতার জনসভার একটা অংশ
৪ ঠা ফেব্রুয়ারি প্রতিবাদ দিবসে নবাবপুর রোড এ
৪ ঠা ফেব্রুয়ারি প্রতিবাদ দিবসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে
আজিমপুর থেকে আসা ইডেন কলেজ
২১ শে ফেব্রুয়ারি ১৯৫২ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাষা সংগ্রামী ছাত্র -ছাত্রীদের ১৪৪ ধারা ভাঙার প্রস্তুতি
মাতৃভাষা জন্য প্রথম শহিদ রফিক উদ্দিন আহমেদ এ ভাবেই কপালে গুলি খেয়ে পরে ছিলেন
হত্যা কাণ্ডের তাৎক্ষনিক প্রতিক্রিয়া য় এই পোস্টার আঁকেন শিল্পী মুর্তজা বশির
১৯৫২ সাল এর ২১ ফেব্রুয়ারি নির্মম হত্যা কান্ডের প্রতিবাদে ওই দিন রাতেই গ্রেফতারী পরোয়ানা নিয়ে চট্টগ্রাম এ বসে কবি মাহবুবুল আলম চৌধুরী ১৭ পৃষ্ঠার দীর্ঘ একুশের প্রথম কবিতা রচনা করেন । কবির হস্তাক্ষর
২১ শে ফেব্রুয়ারি তে শহীদের স্মরণে ২২ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এ কলা ভবন এর ছাদে কালো পতাকা উত্তেলন
ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় ছাত্রছাত্রী দের জমায়েত ।
২১শে ফেব্রুয়ারি শাহীদদের স্মরনে ঢাকা মেডিক্যাল কলেজ এর ছাত্র ছাত্রী রা যেখানে একুশের প্রথম শহীদ শাহাদাত বরন করেছিলেন সে স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়
১৯৫২ এর ৫ ই মার্চ কে প্রথমে শহিদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল , সেদিন আজিমপুর কবরস্থান এ আগত মানুষের ঢল
১৯৫৩ সালে প্রকাশিত হাসান হাফিজুর রাহমান সম্পাদিত ভাষা আন্দলন এর প্রথম সংকলন
ভাষা আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী কয়েকটি পত্রিকা
১৯৫৩ সালে২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি
গেন্ডারিয়া থেকে আগত একদল ছাত্রীর প্রভাতফেরীর সঙ্গীত
২১শে ফেব্রুয়ারি ১৯৫৩ ইডেন কলেজ এর ছাত্রী দের নিজস্ব শহীদ মিনার
পুরাতন কলা ভবন
১৯৫৪ সালে শহিদ দিবসে আতাউর রাহমান খান
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান , খালি পায়ে শোভা যাত্রায়
১৯৫৪ সাল এর ২১শে ফেব্রুয়ারি , আমানুল হক, ডঃ আলাউদ্দিন আল আজাদ , জহির রায়হান , মুর্তজা বশীর
১৯৫৪ সালে রচিত আব্দুল লতিফের জনপ্রিয় গান ।
১৯৫৪ সালে পূর্ব বাংলা সাহিত্য সম্মেলন হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রী রা সমাবেশ করে , ভাষা র দাবি তে
১৯৫৬ সালে আনুষ্ঠানিক ভাবে নির্মিত শহীদ মিনার , ভিত্তি প্রস্তর স্থাপন এ শহিদ বরকত এর মা , বোন ও ভগ্নিপতি
১৯৫৬ সালে পাকিস্তান এর প্রথম শাসনতন্ত্র গৃহীত হলে উর্দু ও বাংলা কে পাকিস্তান এর রাষ্ট্র ভাষা হিসেবে ঘোষণা করা হয় ।
ভাষা শহীদ আব্দুল জাব্বার
ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদ
ভাষা শহীদ কিশোর বরকত
ভাষা শহীদ আব্দুস সালাম
ভাষা শহীদ সফিউর রাহমান
এই সব পুণ্যবান দের রক্ত বৃথা যায় নি , উনাদের আত্মত্যাগ এ আমরা ফিরে পেয়েছি আমাদের , প্রানের ভাষা।। এবং পরবর্তী ধারায় স্বাধীনতা ।
আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি , আমি কি ভুলিতে পারি ...।
পোস্ট এর ইতিকথা
এই তথ্য গুল আমি আমার ছেলে মেয়ে কে ২১ শে ফেব্রুয়ারি ,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস , এবং আমাদের জাতিয় শোক দিবস সম্পর্কে ধারনা দেবার জন্য , সংগ্রহ করি । আমি বর্ণনা করার সময় দেখলাম গল্পের চাইতে , ছবি বেশি কার্যকর , তাই একটা পোস্ট দিয়ে ফেললাম ......।।ঃ
ছবি সংগ্রহ - গুগুল মামা ![]()
এবং
একুশ : ভাষা আন্দোলনের সচিত্র ইতিহাস (১৯৪৭-১৯৫৬) সি এম তারেক রেজা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
মনিরা সুলতানা বলেছেন: আপনি আপনার লেখার মত ...।।
অনেক বেশি সংবেদনশীল , কিভাবে কাউকে উৎসাহ দিতে হয় ,আপনার কমেন্ট পরলে শেখা যায় ।।
আপনাকে অ ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ![]()
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার পোস্ট।
পোস্ট প্রিয়তে এবং আপনি অনুসারিত।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
মনিরা সুলতানা বলেছেন: জাকারিয়া মুবিন
ভাইয়া লজ্জা পেলাম, আমি আনুসারিত বলে,
পোস্ট প্রিয় তে নেবার জন্য ধন্যবাদ ...... ![]()
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপু, আপনাকে সাধুবাদ। সব মায়েরাই এমন হোক। এমন না হোক; যাতে তাদের সন্তানেরা শুধু সাজগোজ করে বইমেলায় যায়, কিন্তু বাংলাদেশকে চেনে না।
চমতকার এই পোস্ট প্রিয়তে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ভাল বলছেন ...।।
না রে ভাই চাইলে ও সাজুগুজু করে বই মেলায় যেতে পারি না
আমি আমার সন্তান দের কে মনে প্রানে একজন বাংলাদেশী হিসেবে গড়ে তুলতে চাই , পৃথিবীর যে প্রান্তে ই থাকুক না কেন
ওরা যেন নিজের হৃদয় এ এক টুকরো বাংলাদেশ কে লালন ও ধারন করে সবসময়
অনেক ধন্যবাদ , শুভকামনা আপনার জন্য ![]()
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
আমিনুর রহমান বলেছেন: সুন্দর পোষ্ট +++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ![]()
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: চমৎকার পোস্ট........++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ......।। ![]()
৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
শের শায়রী বলেছেন: আপনার পোষ্ট টা পড়ার পর ভাবছি আমি কেন এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনা। জানি পারবও না। অসাধারন। এক টানে সব তুলে আনছেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
মনিরা সুলতানা বলেছেন: ওরে .........
একেই বলে ডাউন টু দা আর্থ
বিনয় আপনাদের কে মহৎ করছে
আপনারা পোস্ট দেখছেন তাতে আমি ধন্য ![]()
৭|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
আপনার এই লেখাটিতে চড়ে ১৯৫২ সালের সেই দিনগুলোতে ঘুরে আসলাম ।
শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলনকারী ভাই-বোনদের প্রতি
তাই আবারও বলতে ইচ্ছে করছে-
মোদের গরব মোদের আশা আ -মরি বাংলাভাষা
আপনাকে আন্তরিক ধন্যবাদ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
মনিরা সুলতানা বলেছেন: শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলনকারী ভাই-বোনদের প্রতি ।।
আপনাকে ও অনেক ধন্যবাদ ![]()
৮|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার তথ্য বহুল পোস্টে প্লাস । ++++++++++++++++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ...
আপনার পোস্ট এর ও জবাব নেই ![]()
৯|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১
কাবুলিওয়ালা বলেছেন: লেখিকা মনিদি-কে শুভ জন্মদিন। আর এত সুন্দর পোস্টের জন্য ++++++++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
মনিরা সুলতানা বলেছেন: কাবুলিওয়ালা ভাই ...।।
ভুলে মিনি র জায়গায় মনি লিখে ফেলেন নাই ত আবার ![]()
আপনার ++ এর জন্য ধন্যবাদ
শুভকামনা নিলাম ![]()
১০|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
আমিনুর রহমান বলেছেন: শুভ জন্মদিন ![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আমিনুর রহমান ......
অনেক ধন্যবাদ আপনাকে ![]()
পোস্ট কেমন হয়েছে বললেন না ?
১১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
এক মুসাফির বলেছেন: আপনি অনেক গুছানো মানুষ।অসাধাররন হয়েছে!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
মনিরা সুলতানা বলেছেন: এক মুসাফির ......।
অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য র জন্য ![]()
১২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
না পারভীন বলেছেন: মনিরা আপু , গুগল সার্চ করে এমন ছবি বের করতে পারতাম না । আপনার সন্তান রা ভাগ্যবান এমন মা পেয়েছে ।
আমরাও লাকী আপনাকে পেয়ে ।
অশেষ ধন্যবাদ । পোস্টে++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
মনিরা সুলতানা বলেছেন: আমি আপনাদের ভালবাসায় আভিভূত আপুনি ![]()
আপনার জন্য শুভকামনা
১৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
না পারভীন বলেছেন: শুভ জন্মদিন ,আল্লাহ কাছে প্রার্থনা যেন আপনকে সব সময় সুখে ও পূণ্যে রাখেন ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ......।
এই দোয়া যেন হয় সবসময় এর জন্য
আপনার প্রাথনা তে যেন সব সময় থাকি ।
১৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
রাফা বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী ,আমি কি ভুলিতে পারি।
এক কথায়,চমৎকার পোস্ট।
ধন্যবাদ
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ রাফা .........। ![]()
শুভকামনা আপনার জন্য
১৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
স্বদেশ হাসনাইন বলেছেন: পোস্ট ভাল লেগেছে
শুভ জন্মদিন আপনাকে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: স্বদেশ হাসনাইন ভাইয়া
পোস্ট ভাল লেগেছে জেনে অনেক খুশি ![]()
শুভেচ্ছা র জন্য ধন্যবাদ
১৬|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
খেয়া ঘাট বলেছেন: “উর্বর মাটিতে কেবল শস্যই জন্ম নেয়না, এ মাটির রসে তেজোদ্দীপ্ত হয় শতাব্দী জয়ী স্বর্ণসন্তানেরা”। --------দারুন, দারুন, দারুন
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ , কিন্তু আমি আপনার মত কবি নই ...
এটা ও ধার করা ![]()
১৭|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল আপু
এক কথায় অসাধারণ!!
+++++++++++++++++
ভাষার জন্য করেছে যাঁরা জীবন বলিদান
আমরা সর্বদা গাইব তাঁদের বীরত্বের গান।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রিয়তে নিলাম।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
মনিরা সুলতানা বলেছেন: আপনি আমার আনুসারিত ...
অনেক ধন্যবাদ
আমার ব্লগ এ স্বাগতম ![]()
১৮|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
মেহেরুন বলেছেন: Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
মনিরা সুলতানা বলেছেন: আপুনি হুদাই দিলেন ।।
আমি কবে পড়ছি , মন্তব্য ও করছি , তবে আগে বুঝি নাই কাহিনী । অনেক শুভকামনা আপনাদের জন্য ![]()
১৯|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ঐতিহাসিক চেতনা
তাদের রক্ত বৃথা কভু যাবেনা
তাদের শ্রদ্ধাঞ্জলি
বক্তাকে শুভকামনা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ![]()
২০|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
আরজু পনি বলেছেন:
দারুণ উপস্থাপনা ....ইতিহাস, বর্ণনা, ছবি মিলে অনেক ভালো লাগা রইল ম্যাডাম ।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
মি আনন্দিত ![]()
২১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
স্পাইসিস্পাই001 বলেছেন: সব মিলিয়ে প্লাস++++++
উপস্থাপনা প্রশংসনীয়...
ধন্যবাদ .. ভাল থাকবেন...
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্পাইসিস্পাই001
আপনার জন্য শুভকামনা ![]()
২২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
খেয়া ঘাট বলেছেন: পরবাস মানেই দুঃখ দুঃখ খেলা,
পরবাস মানেই আপন ছেড়ে একাকি পথ চলা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
মনিরা সুলতানা বলেছেন: হু সাথে থাকে কিছু সুখ সৃতি আর বুকের ভিতর এক টুকরো দেশ
ভাল থাকবেন ![]()
২৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
মেহেরুন বলেছেন: কেমন আছেন আপু??
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
মনিরা সুলতানা বলেছেন: আপ্নুনি আল্লাহ র রহমতে ভাল আছি । আপনাদের খবর বলেন
আনুষ্ঠানিকতা কবে ? এদিকে আসবেন নাকি ? বেড়াতে ? আসলে খবর দিয়েন ।
অনেক অনেক শুভকামনা ![]()
২৪|
০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:০১
আমিই মিসিরআলি বলেছেন: এরকম একটা পোষ্ট এত দেরিতে চোখে পড়ল
অনেক অনেক ধন্যবাদ আপনাকে +++++++
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: দেরি তে হলে ও দেখছেন এবং ভাল লেগেছে, তাতে আমি আনন্দিত ![]()
অনেক শুভকামনা
২৫|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:০০
বাংলার হাসান বলেছেন: অসাধারণ!!
+++++++++++++++++
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ![]()
২৬|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: sundor post suvo kamona thaklo
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ
২৭|
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
সেলিম আনোয়ার বলেছেন: tomakey ashtei hobey
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
মনিরা সুলতানা বলেছেন:
২৮|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
এম হুসাইন বলেছেন: কেমন আছেন আপু?
পোস্টে দ্বাদশতম ভাললাগা।
এক কথায় অসাধারণ একটি পোস্ট।
++++++++++++
প্রিয়তে নিলাম।
ভালো থাকবেন আপু।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।।
আমি ভাল আছি , আপনাকে অনেক দিন পর দেখে ভাললাগছে ![]()
২৯|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস পোষ্ট।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩২
মনিরা সুলতানা বলেছেন: সরকার ভাই
থাঙ্কু ![]()
৩০|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন । লিখাতো বটেই , ছবিও । ++++++++++++++++
চমৎকার এই পোস্ট এত দেরিতে নজরে আসায় নিজেকে নিজেই মাইনাস । ------------------------
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮
মনিরা সুলতানা বলেছেন: লম্বা বনবাস থেকে ফিরলেন তাহলে ? কেমন আছেন ভাইয়া ?
অনেক ধন্যবাদ
আর হা ছোট বেলায় শেখা সুত্র ভুলে গেছি
ইয়ে মানে + আর - এ কি যেন হয়
৩১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: পুরো ভাষা আন্দোলনের ইতিহাসটা একটা চিত্রনাট্যে রূপ দিয়েছেন আপনি
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: চেষ্টা করেছি ভাইয়া ।।
আরও অনেক গুল ছবি রয়ে গেছে , পোস্ট বড় হয়ে যাবে আপনারা বোর হয়ে যাবেন ভেবে নির্বাচিত গুল দিয়েছি ।
৩২|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কিছু দূর্লভ ছবি পোষ্টকে ভিন্নমাত্রা এনে দিয়েছে।
+++++++++++++
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ সোনালী ডানার চিল
আপনাকে আমার ব্লগ এ দেখে ভাল লাগছে ![]()
৩৩|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
প্যাপিলন বলেছেন: পোস্টটা খেয়াল করেছিলাম আগেই কিন্তু ঢোকা হয়নি। ভাষা আন্দোলন নিয়ে কালজয়ী পোস্টের মর্যাদা রাখে এটি। অসাধারণ কাজ করেছেন
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১
মনিরা সুলতানা বলেছেন: প্যাপিলন আপনার মূল্যায়ন এ আমি আভিভুত ...
অনেক ধন্যবাদ , ভাল থাকবেন ![]()
৩৪|
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মৃত্যুঞ্জয় বলেছেন: সুন্দর পোষ্ট
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মৃত্যুঞ্জয় ![]()
৩৫|
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫
আমিনুর রহমান বলেছেন:
৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
আমিনুর রহমান বলেছেন: সুন্দর পোষ্ট +++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
আমিনুর রহমান বলেছেন: শুভ জন্মদিন ![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
লেখক বলেছেন: আমিনুর রহমান ......
অনেক ধন্যবাদ আপনাকে ![]()
পোস্ট কেমন হয়েছে বললেন না ?
![]()
আপনার পোষ্ট অনেক চমৎকার ও গোছানো হয়েছে।
আগেরবার ভালো লাগা দিয়েছিলাম এইবার প্রিয়তে নিতে আসলাম ![]()
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া...![]()
সম্মানিত বোধ করছি
৩৬|
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
মেহেরুন বলেছেন: কিছু পোড়া দেহ ... কিছু জীবনের অর্থহীন সমাপ্তি
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মনিরা সুলতানা বলেছেন: ![]()
৩৭|
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন: চমৎকার পোস্ট আপুনি....++++++++++
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২
মনিরা সুলতানা বলেছেন: ওরে ছোট্ট মনি আপুনি ...।
আমার ব্লগ এ স্বাগতম ...
++++ এর জন্য থাঙ্কু ![]()
৩৮|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
না পারভীন বলেছেন: আপনার মুল্যবান পোস্ট , সংগ্রহে রাখতে হতই ।নিয়ে যাব বলেই আজ এলাম । কেমন আছেন আজ ।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
মনিরা সুলতানা বলেছেন: নাপা মনি ...।
বাকি চাহিয়া লজ্জা দিবেন না,মানে প্রশংসা করে লজ্জা দিয়েন না :!> ......।
অনেক ধন্যবাদ
আমি আপনারে ভাল পাই ![]()
৩৯|
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ পোস্ট
১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ...
শুভকামনা জানবেন ![]()
৪০|
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৭
খায়রুল আহসান বলেছেন: মনিরা, আপনি অসাধারণ এক কাজ করে গেছেন এই পোস্টের মাধ্যমে। অভিনন্দন!
নিজের সন্তানদের শেখাতে গিয়ে সযত্নে যে পোস্ট তৈরী করেছেন, তা সবার সন্তানদের জন্য উন্মুক্ত করে গেলেন- খুবই প্রশংসাযোগ্য আপনার এ উদারতা। আশাকরি যারা যারা এটাকে প্রিয়তে নিয়েছেন এবং লাইক দিয়েছেন, তারা তাদের সন্তানদের মাঝে এ ইতিহাসটুকু ছড়িয়ে দেবেন। আর যারা তা না করেও এ পোস্ট পড়ে নিজেদেরকে সমৃদ্ধ করেছেন, তারাও নিজেদের অর্জিত জ্ঞানটুকু সবার সাথে শেয়ার করবেন।
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪০
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আহসান ভাই !!!
ছবিগুলো একেবারেই দেখা যাচ্ছে না জা এই পোষ্ট এর আবেদন পুরোটাই নষ্ট করে দিয়েছে
আমি বেশ কয়েবার চেস্টা করেছি আপডেট করার ,অনেকখানি ধৈর্যের কাজ ।
আশা করছি খুব শীগগির ই পারব ![]()
৪১|
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: যা এই পোষ্ট এর আবেদন পুরোটাই নষ্ট করে দিয়েছে - সেটা বুঝতে পেরেছি এবং বুঝতে পেরে আফসোসও করেছি। তবে আপনার উদ্দেশ্য এবং বক্তব্য স্পষ্ট ও পরিষ্কার, সেটুকুর জন্যেই পোস্টে ভাললাগা।
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১০
মনিরা সুলতানা বলেছেন: আপনার সদয় মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ![]()
৪২|
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবি বাদেও পোস্টটা চমৎকার লেগেছে...
বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা.....
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আর্কিও !
অনেক সময় নিয়ে লেখা পোস্ট ছিল; দেখি এ ফেব্রুয়ারীতে যদি সময় পাই এডিটের।
হুম ...
বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৭
খেয়া ঘাট বলেছেন: এতো সুন্দর পোস্ট দিলেন।
সবকিছু চোখের সামনে যেন জীবন্ত হয়ে ওঠলো। অনেক অনেক ধন্যবাদ।