নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

কেয়া পাতায় নৌকা ভাসানোর দিনগুলো

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩



পিতল মাজা ঝকঝকে দুপুর গ্রামের এক বিয়ে বাড়ি , কলাগাছ কেটে বানানো বিয়ের গেট , বর যাত্রী আসবার সময় হয়েছে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কনের চাচা , রোদ এর তীব্রতায় দূরে দেখতে সমস্যা হচ্ছে চোখের উপর হাত দিয়ে চেষ্টা করছেন দেখতে কতদূর , পাশে পাঞ্জাবীর এক কোনা ছোট্ট হাত এর মুঠোয় চেপে পায়ের কাছে দাড়িয়ে আছে বাবা র সাথে একটি মেয়ে , তার সমস্ত মনোযোগ বাবার মুখে , কি করেন বাবা ...।



আমার শৈশব সবচাইতে প্রিয় স্মৃতি এটা , এই দৃশ্য ছাড়া ওই সময় এর আর কোন স্মৃতি নেই .



শৈশব এর সুরু টা ছিল পদ্মার পাড় লৌহজং এর হসপিটাল আবাসন এ , নিজস্ব সম্পদ এর মাঝে সিলভার এর একটা ছোট পানির কলস ছিল , পদ্মার জল আনতে যাবার আনুমতি ছিল না , পানি আনতে যেতাম টিউব ওয়েল এ , ভীষণ ভয় পেতাম পাশে ছিল ব্যাচেলর ডাঃ দের আবাস , পানি আনতে গেলেই মজা করে আমার কলসি কেড়ে নিত , আর আমিও ওদের কাউকে দেখলেই কলসি ফেলেই দে ছুট ।।



হসপিটাল এর নির্মাণ কাজ এর জন্য একপাশে কিছু লাল ইট স্তূপ করে রাখা ছিল, আশে পাশে কোথাও আমাকে খুজে না পেলে ,মা - সবার আগে ওখানে খুজতেন ,যথারীতি দেখা যেত কেউ দেখে ফেলার আগে, যতটা সম্ভব মুখে পুরে লাল ইট কড়মড় করে খাচ্ছি

একদিন সকালে ঘুম থেকে জেগে বিছানায় আপুদের কে পেলাম না এক ছুটে বাইরে এসে দেখি সবাই গল্প করছিল আমি যেতে আমাকে দেখিয়ে মা বললেন ওর ঘুমানোর বালিশ এর সমান , জিজ্ঞেস করলাম কি ? পাশের চাচী মজা করে বললেন, তুমি জানো না, তোমার জন্য এনেছে দেখে এসো , আমি দৌড়ে গেলাম যেয়ে দেখি লম্বায় আমার আব্বুর সমান একটা মাছ ধরে এনেছে জেলেরা , সেটার ডিম এর সাইজ আমার পিলো র সমান , সেই মাছ কলোনির সবাই মিলে ভাগ করে নিয়েছিল ।



পদ্মা পাড় থেকে আব্বা মানিকগঞ্জ ট্রান্সফার হলেন, আমাদের বাসা টা ছিল স্কুল এর খেলার মাঠ শেষ সীমানায় বড় ভাই বোন কে দেখতাম ক্লাস এর ঘণ্টা বাজলে এক দৌড়ে চলে যেত , আমাদের ছিল দুইটা তিতির মুরগী , একদিন রাতে শিয়াল একটাকে নিয়ে যায় অনেক কেঁদেছিলাম তিতির এর জন্য ।



মানিকগঞ্জ এর আমার জীবন অনেক অনেক সপ্নের কিছু ছবি আঁকা আছে , যা আমার ধূসর সময়গুলো কে রঙধনু তে বদলে দেয় :)



আমি আর আমার মেজো বোন ছিলাম পিঠা পিঠে বয়স এর ,সারাদিন দুইজন ঘুরে বেড়াতাম সাথে থাকতো আমার চাইতে অল্প ছোট পাসের বাসার একমাত্র ছেলে, আপুর স্কুল এর কোন এক বন্ধু তাকে বলেছে, ওর বাসায় না গেলে, চির জন্মের আড়ি , বন্ধু হারানো চলবে না, কোন দিকে বাসা সেটা জানে, কিন্তু কোথায় বাসা সেটা জানা নাই ;) তাই বলে তো থেমে থাকা চলবে না, সকালে খেলতে নেমে আমরা যাত্রা শুরু করলাম ...

হাঁটতে হাটতে অনেক দূর চলে গেলাম, বাসা খুজে না পেয়ে তিন জন বাড়ির পথ ধরলাম কিছুক্ষন চলার পর দেখলাম আমাদের সাথে ধীরে ধীরে একটা রিকশা চলছে ,আমাদের নাম শুনতে পেলাম, ভাল করে খেয়াল করে দেখি রিকশা তে ওই পিচ্চির মামা আর আমার ভাইয়া বসে আছেন , হারান বিজ্ঞপ্তি তে মাইকে আমাদের কে খোঁজা হচ্ছে :|

পরের দৃশ্য নাই বা বললাম :P



চুমকি আপু রা ছিলেন ৩ বোন এক ভাই ওদের বাসার ৪নং মেয়ে ছিলাম আমি,আপু র কাছেই আমার হাতে খরি হয়েছিল অ, আ, ক, খ এর , এই মমতাময়ী কে আমি একদিন অনেক কাঁদিয়েছিলাম , ১৬ এর কুচকাওয়াজ দেখাতে নিয়ে গিয়েছিলেন উনার পুতুল কে সাজিয়ে , আচল ধরা আমি , কোথায় দেখলাম গোলাপি রঙ এর চকলেট বিতরণ করছে সবাই কে ,এর পর পা এর সাথে পা মিলিয়ে চলে গিয়েছিলাম অন্য এক এলাকায় ।

আমার তিতির গুলো এখন আমাকে কর্কশ কণ্ঠে তাদের ভালবাসা প্রকাশ করে ,আমার গোলাপি ,লাল চিনির চকলেট গুলো মোহনীয় রঙ এর যাদুতে অচেনা কোথাও হারাবার ষড়যন্ত্র করতে ইশারা দেয় ।



আমার লাল ইট এর পুরনো বাসা আমাকে টানে , অনেক দিন আমি চোখ বুজে হারিয়ে যাই স্কুল এর খোলা সবুজ মাঠ এ ।



আমার আব্বা ছিলেন গান পাগল , কোন দিন সন্ধায় হয়ত আমাদের বাসায় সবাই বসে যেতেন , কিরন চন্দ্র রায় ছিলেন বয়সে বেশ কিছু ছোট আব্বা র চাইতে , আর উদাত্ত কণ্ঠের " মনে যারে চায় গান শুনতে শুনতে ঘুমিয়ে পরতাম .".. প্রান ভরে ঘুমাতাম, শক্তি সঞ্চয় এর করে নিতাম পরদিন সকাল জীবন যুদ্ধে র জন্য ।সমস্ত দিন খেলা, যুদ্ধের চাইতে কম তো নয় ;)



[sb]আহ শৈশব আমার আমার কেয়া পাতায় নৌকা ভাসানোর দিন গুলো [/sb]

মন্তব্য ১৪৪ টি রেটিং +২২/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

খেয়া ঘাট বলেছেন: পড়ে ভালো লাগলো।
স্মৃতির আয়না খুলে দিয়েছিলেন। দূর থেকে আয়নায় ফেলে আসা স্মৃতিগুলো দেখছিলাম। হঠাৎ করে মনে হলো-আয়না বন্ধ করে দিলেন।
আরো কিছু সময় ধরে রাখতে পারতেন।

শৈশবের সই সবরা এখন কেমন আছে?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

মনিরা সুলতানা বলেছেন: করিতে পারিনা কাজ সদা ভয় সদা লাজ অবস্থা ...

আয়না ভেঙ্গে ফেলতে চাই ।। :(
সই রা সব হারিয়ে গেছে
সময় নামক এক দানবের গর্ভে ।।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

নিবিড় এখন বলেছেন: লেখা টা অনেক ভালো হয়ছে। পুরনো দিনের কথা গুলো মনে পড়ে গেল।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

মনিরা সুলতানা বলেছেন: পুরনো দিন গুলোর কথা আপনিও লিখে ফেলুন না
সৃতি চারন এখন অনেক বড় বিলাসিতা

ধন্যবাদ ভাল থাকবেন :)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

বোকামন বলেছেন:










সম্মানিত লেখক,
ভালো লাগলো আপনার স্মৃতিচারণ......

আমার লাল ইট এর পুরনো বাসা আমাকে টানে , অনেক দিন আমি চোখ বুজে হারিয়ে যাই স্কুল এর খোলা সবুজ মাঠ এ


ভালো থাকুন সবসময় ......

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ সম্মানিত পাঠক
বড্ড জ্বালাচ্ছে আজকাল সৃতি গুলো , হয়ত বয়স বাড়ছে তাই ।


আপনার জন্য শুভকামনা :)

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমাকে পুরানো কিছু স্মৃতি মনে করিয়ে দিলেন। এখন যে আর অন্য কিছুই মাথায় আসবেনা।

আমি লেখার প্রশংসা করতে সাহস পাইনা ভাল লেখনির উপর।

পোস্টে হাজারো প্লাস।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের ধ্রুপদী লেখা গুলো আমাকে সমস্তজিবন পড়ুয়া করে রাখছে ।।

প্রশংসা যা করবেন সবটুকুই আপনাদের প্রাপ্য


শুভকামনা সবসময়

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

নষ্ট শয়তান বলেছেন: চুমকি চলেচে একা পথে সঙ্গী হতে দোষ কি তাতে?

হার মেনেচে দিনের আলো।

আপ্নে কি বুড়া মানূষ এই সব কল্পনা তো বূড়া রা করে। আমি তো মাত্র ২২ বচর বয়স।

আপা মাইন্ড খাইয়েন না আপানের বড় বুইন জাইন্নাই এট্টু দুশটামি করলাম।

আপ্নের লেখা ভালা পাই :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: আহারে লেখা ভাল পান , বলে সুন্দর একটা গান শুনিয়ে গেলেন
অনেক ধন্যবাদ ।। :)

হু রে ভাইয়া মনে হচ্ছে মনের বয়স ও বেড়ে যাচ্ছে

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

হাসছি আমার লেখাকে ধ্রুপদী বলার জন্য।

সাথে মাথা নত করে সন্মান জানাই আপনার এমন প্রশংসাকে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

মনিরা সুলতানা বলেছেন: :) :) :)

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

ইন্সিত বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটা।
মনে পড়ে গেল আমার সবচেয়ে প্রিয় শৈশবর সময়টুকুকে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

মনিরা সুলতানা বলেছেন: ভাল লেগেছে বলছেন ??
তাহলে তো সাহস করে পরের পর্ব লিখে ফেলতে হয় ;)



মনে যখন পরেই গেল , লিখে ফেলুন না আমরা আপনার লেখা পড়ে ঘুরে আসব আপনার শৈশব :)

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

স্মৃতিচারণে ভাললাগা।

লাল ইট দেখলে কি এখন খেতে ইচ্ছে করে??? ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
না রে ভাই আগে লাল ইট আমার দাঁত কে ভয় পেত ,আর এখন আমার দাঁত ভয় পায় লাল ইট কে :(



অনেক শুভেচ্ছা আপনার জন্য :)

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

আমিনুর রহমান বলেছেন: ভালো লেখেছে আপনার শৈশব +++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার ভাল লেগেছে দেখে আনন্দিত হয়েছি ..


অনেক শুভকামনা :)

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

মিষ্টি মেয়ে বলেছেন: ভালো লাগলো আপনার শৈশব। সাথে আগামী ভবিষ্যৎ এর জন্য শুভ কামনা থাকলো। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ মিষ্টি আপ্পি ...

আপনার জন্য আমার শুভকামনা :)

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪

জুন বলেছেন: অনেক ভালোলাগলো আপনার স্মৃতিচারন মনিরা সুলতানা। লৌহজং আর মানিকগন্জ দুটোই আমার অনেক পরিচিত এলাকা :)
+

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: বিক্রম্পুইরা হিসেবে লৌহজং আমার সত্তায় মিশে আছে ।।
মানিকগঞ্জ আমার স্বপ্নভরা শৈশব এর ঝাঁপি ।।


লিখেছিলেন কিছু ? আজকেই চেক করব আপনার ব্লগ আর না লিখে থাকলে আপনার অসম্ভব মোহনীয় সম্মোহনী ভাষায় লিখে ফেলুন না ।।
অপেক্ষায় রইলাম ... :)

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন:
নষ্টালজিক বানায়া দিলেন।:(

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: মুবিন ভাই ...
নস্টালজিক যখন হয়েই গেলেন ...
তো হয়ে যাক আপনার শৈশব এর দিনলিপি :)



অনেক শুভকামনা আপনার জন্য

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

জুন বলেছেন: Click This Link
এটা আমার প্রিয় মানিকগন্জের উপর লেখা মনিরা । খোজাখুজির কষ্টের হাত থেকে বাচিয়ে দিলুম :)
আর আমার মা এর দেশ মাওয়া আজ যেখানে ঘাট তার অদুরে পদ্মা গর্ভে। বিক্রমপুরের সব জায়গায় আমার আত্মীয়স্বজন আছে। আমার বাবা অর্থাৎ আমার দেশ দোহার :)
আপনি আমার দেশী মানুষ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: আহ দেশী শব্দটাই এত আপন ...

অনেক ধন্যবাদ আপনাকে আপুনি :)

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কি সুন্দর স্মৃতি রোমন্থন.......আহারে ছেলেবেলার দিনগুলি....

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আহা রে ছেলে বেলার বিন্দাসস দিনগুলি



শুভকামনা আপনার জন্য :)

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

স্পাইসিস্পাই001 বলেছেন: ""আহ শৈশব আমার আমার কেয়া পাতায় নৌকা ভাসানোর দিন গুলো ""

আপু অনেক ভাল লাগলো আপনার শৈশব স্মৃতি জেনে .....

উপস্থাপনা প্রশংসনীয় ... ++++

ধন্যবাদ ভাল থাকবেন....... শুভকামনা রইলো.....

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে সামায়ন যে ;)
রিধী কে আনতে কবে যাচ্ছেন ??


১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা আপু কি যে বলেন .... :!>

যাই হোক ভাল থাকবেন...... ধন্যবাদ মনে রাখার জন্য ....।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: কি যে বলেন , আমি রীতিমত ...।

থাক আর বললাম না :!>


অনেক শুভকামনা :)

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

লাবনী আক্তার বলেছেন: শৈশবের দিনগুলো মিস করি! আহা! সেই দিনগুলো কই? :( :(

হারানো কাহিনীটা আমার সাথে কিছুটা মিলেছে। সকাল বেলায় হাঁটতে যেয়ে নদীর ধারে বড়রা- ছোটরা (বন্ধুরা) মিলে এমন খেলায় মেতেছিলাম যে বাসায় ফেরার কথা ভুলে গিয়েছিলাম। মাইকে হারানো বিজ্ঞপ্তি দিবে ঠিক সে সময় বাসায় এসে দেখি কত মানুষ! মা কাঁদছিল। :P :P :P

কি মধুর না ছিল সে দিনগুলো!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ...
এক্কেবারে চিন্তামুক্ত দিন গুল ছিল
আসলেই কি না মধুর ।। :)


শুভকামনা ... :)

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

মামুন রশিদ বলেছেন: আহ শৈশব আমার আমার কেয়া পাতায় নৌকা ভাসানোর দিন গুলো ।


পাঠের মুগ্ধতায় হারিয়ে গেলাম কোথায় হারিয়ে যাওয়া সুন্দর সেই শৈশবের দিন গুলোতে ।


এইরকম স্মৃতিজাগানিয়া পোস্টে হাজারো ভালোলাগা +++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

মনিরা সুলতানা বলেছেন: মামুন ভাই।।
অনেক অনেক কৃতজ্ঞতা ,আপনি আসলেই একজন মুগ্ধ পাঠক
এটা আপনার মস্ত বড় গুন ।।

শুভকামনা ভাইয়া :)

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

অন্ধকার রাজপুত্র বলেছেন: শৈশবের দিনগুলো আজও মনে পড়ে, খারাপ লাগে

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলেছেন ,মন খারাপ লাগে
আবার না ভেবে ও পারা যায় না ...।

এক ধরনের কষ্ট কষ্ট সুখ :)

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

স্বপনবাজ বলেছেন: আহ শৈশব আমার আমার কেয়া পাতায় নৌকা ভাসানোর দিন গুলো +++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ ...
কেয়া পাতার নৌকাতে আমার শৈশব এর ঘুরে আসবার জন্য :)

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

তোমোদাচি বলেছেন: ভাল লাগল আপনার এলোমেলো ছোট বেলাটার গল্প।

আমি ও ভাবছি ছোটবেলাটা নিয়ে লিখব, কিন্তু ব্লগের যা অবস্থা!!! আগে সব শান্ত হোক!

আদৌ কি শান্ত হবে???

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

মনিরা সুলতানা বলেছেন: তোমোদাচি ভাইয়া , ব্লগ এর এই অবস্থা বলেই আমাদের এই ধরনের পোস্ট অনেক বেশি প্রয়োজন ।।
প্লিজ লিখে ফেলুন না...
সাধারণ ব্লগার রা লিখলেই শান্ত হবে

শুভকামনা অগ্রিম :)

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ডক্টর এক্স বলেছেন: স্মৃতিচারণের সুন্দর পোস্ট। ছেলেবেলা খুব মনে পড়ে। আবার বর্তমানটাও একদিন এই ছেলেবেলারই একটা অংশ হয়ে যাবে। ভাবলেই অবাক লাগে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

মনিরা সুলতানা বলেছেন: বর্তমান টা একদিন ছেলেবেলারই একটা অংশ হয়ে যাবে

তাই কি হবে ;) তোমার প্রেম বেলা, বা ট্র্যাকিং বেলা তাহলে কোথায় যাবে ?

এক্স অনেক ধন্যবাদ :)

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

শেরজা তপন বলেছেন: শৈশব কৈশর এর স্মৃতিচারন সবসময়ই বেশ ভাল লাগে-সারাটা জীবন মানুষ ফিরে পেতে চায় সেই মধুর ক্ষনগুলো! খুব ভাল লাগ-পরের পর্বের অপেক্ষায় রইলাম...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: মিশু ভাই থুক্কু শেরজা তপন ... ;)

আমার ব্লগ এ আপনাকে দেখে মি আনন্দিত :)

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

নেক্সাস বলেছেন: ছেলেবেলার গল্প পড়ে ভাল লাগলো। ফিরে যেতে ইচ্ছে হয় সেই ছেলেবেলায়।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫

মনিরা সুলতানা বলেছেন: চলেন আপনার লেখা ছেলে বেলার সাথে আমরাও ঘুরে আসি আপনার ছেলে বেলাতে ।


ধন্যবাদ আপনাকে :)

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

আব্দুর রহমান মিল্টন বলেছেন: ভালো লাগল...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আব্দুর রহমান মিল্টন

আমার ব্লগ এ আপনাকে স্বাগতম
অনেক শুভকামনা :)

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

না পারভীন বলেছেন: পিতল মাজা ঝকঝকে দুপুর এই কথাটাতেই কেমন ব্যকুল হয়ে গেছি ।

আপু ছুডু বেলায় আমার ও মাটি খাওয়ার অভ্যাস ছিল । এই কথা ভুলেই গেছিলাম । তোমার লেখা পড়ে মনে পড়ে গেল ।

খুব ভাল লেগেছে লেখা । অসাধারণ কাহিনী বিন্যাস ।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: নাপা মনি ...

তুমিও লিখে ফেল আমদের জন্য
অনেক শুভকামনা :)

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

শেরজা তপন বলেছেন: অবশেষে আপনিও?:(
আমাকে মিশু ভাই ভাবা বন্ধ না করলে 'আলকাশে'র ওইখানেই সমাপ্তি... :)

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: না না ভাইয়া শেশবার এর মত সিউর হলাম ...
আর থুক্কু তো বলেছি :P

আলকাশ বন্ধ করবেন না প্লিজ , মিশু ভাইকে অনেক ভাল পাই ।


২৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
সুন্দর স্মৃতি চারণ :)

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ...
অনেক অনেক শুভকামনা আপনার জন্য :)

২৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

বৈরাম খাঁ বলেছেন: যখন বর্ষার নতুন পানি আসে তখন মেঘলা আকাশে ঝড়ো হাওয়ায় আমড়া ভাসাইতাম কলমি পাতার নৌকা।সেই দিন গুলির কথা মনে করাই দিলেন :((

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মনিরা সুলতানা বলেছেন: খাঁ সাহেব ইচ্ছা কইরাই দিলাম ভাবলাম সবাই একসাথে উদাস হই ।


আমার ব্লগ এ স্বাগতম অনেক শুভকামনা :)


৩০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আমি শহুরে ছেলে এমন শৈশব আমার ভাগ্যে ছিলো না। তবে এর চাইতে কোন অংশে কমও ছিলো না !!

আর বন্ধুর বাসায় যাওয়ার সময় হারিয়ে যাওয়ার ঘটনাটা অনেক মজার !! :P

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মনিরা সুলতানা বলেছেন: আর একটু হইলে তো গেছিলাম ভাই , আপনি মজা পাইলেন :( সেদিন হারায়েয়া গেলে, আজকে এইটা লিখত কে বলেন :P



ব্লগ এ স্বাগতম ভাইয়া ...। :)

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪

ফারজানা শিরিন বলেছেন: ভালো লাগছে । ঃ )

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মনিরা সুলতানা বলেছেন: আপুনি অনেক ধন্যবাদ

আমার বাসায় আপনাকে স্বাগতম :)

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Age ekta notun shobdo shikhecilam,'kone dekha bikel', aj arekta,'Pitol maja dupur'.hahahaha....
Poste +++

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: কেন ভাই খারাপ কিছু :(

আপনেরে বিশ্বাস নাই ,আপ্নে আপনার দুলাভাই এর নিজের লুক , কেম্নে কেম্নে জানি খুচা মারিয়া কতা বলেন :P



+++ দিসেন একটা আমি আর + একটা বাড়ায়েয়া নিলাম ;)

৩৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৭

একজন আরমান বলেছেন:
সৃতিচারণ ভালো লাগলো আপু। :)

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ...।
শুভকামনা রইল :)

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩১

বোকামানুষ বলেছেন: আপু আপনি লাল ইট কেন খেতেন বাসায় খেতে দিতনা
আপনাকে ? :| :#)

ভাল লাগছে সৃতিচারণ :)

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: কাল ইট অনেক খুজেছি , পাই নাই তাই লাল ইট ই ছিল ভরসা :P
হু সত্যি বাসায় লাল এক্কেবারেই খেতে দিত না ;)



অনেক ভাল লাগলো আপনাদের ভাল লেগেছে যেনে
ধন্যবাদ :)

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

ড্রীমার বলেছেন: লাল ইট খেতেন বলেই কি এত সুন্দর করে লিখতে পারেন! আমার মাথায় কতদিন ধরে এ বিষয়টা ঘুরছে। কিন্তু আমি যে লাল ইট খায়নি তাই সুন্দর করে লিখতে পারিনা। :( দেখি এবার একটা শেষ ট্রাই মারব।
লেখাটা অফিসে থাকতে চোখে পড়েছিল।তখন প্রিয়তে রেখে দিয়েছিলাম পড়ে পড়ব বলে। সময়মত কমেন্ট করতে পারিনি বলে দু:খিত।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: :!> কি যে বলেন আপনি তো আমাকে লজ্জায় ফেলে দিলেন ।।

আপনার ব্লগ ঘুরে এসছি ,আপনি অনেক ভাল লিখেন আপনার
অলস সময় এর কাজ গুল ও ভাল লেগেছে ...
আশা করছি আপনার সৃতি চারন ও অসম্ভব ভাল হবে
আপনাকে আনুসরনে রাখলাম ... পড়ার জন্য অপেক্ষা করছি



ভাল থাকবেন :)

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

ড্রীমার বলেছেন: খাইছেরে.....আমার পিছু নিলেন(অনুসরণ) ! লজ্জায়ত আমি লাল, নীল, বেগুনী হয়ে গেছি ! :#> এইবারত তাইলে লিখতেই হবে। :|| :!> আপনার মতো ক্রিটিক পেলে লেখার উৎসাহ বেড়ে যাবে অনেকগুণ।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: :) :D B-) :#) B-))


তারাতারি লিখে ফেলেন :)

৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আমার গ্রামের বাড়ী ধামরাই..আপনি আমার কাছের এলাকার লোক....১৪+++

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৮

মনিরা সুলতানা বলেছেন: সেলিম আনোয়ার +++ গুলর জন্য ধন্যবাদ

জি আমরা তাহলে, প্রতিবেশী এলাকার । :)

৩৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

রাইসুল সাগর বলেছেন: চমৎকার লিখা। ভালো লাগলো। শুভকামনা জানিবেন সব সময়। স্মৃতি সরনিতে নিয়ে যাবার জন্য ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ রাইসুল সাগর ...
মন্তব্য গুল মন ভাল করে দেয় :)

আপনার জন্য শুভকামনা ...।।

৩৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

ডক্টর এক্স বলেছেন: হেহে, প্রেম বেলা ট্রেকিং বেলা শেষ বয়সে সবই মনে হয় ছোটবেলা মনে হবে। এজন্যই তো বুড়ো হতে এত ভয় লাগে।

ভালো থাকবেন আপু। এরকম সুন্দর সুন্দর পোস্ট চাই আরোও অনেক অনেক।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

মনিরা সুলতানা বলেছেন: আমার বুড়ো হতে অনেক বেশি ভাল লাগে :P তাতে করে কাউকে আপনি বলতে হয় না, আর সবাই কে ধমক দেয়া যায় B-))


অনেক ধন্যবাদ তোমাকে ,সুন্দর পোস্ট বলছ ? ????
আচ্ছা এটা আবার তোমার একনিষ্ঠ একজন পাঠক হারাবার ভয়ে বলছ নাতো ;)

অনেক ভাল থেকো :)

৪০| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:


লাল ইট ? তাইতো কই--- আপনার লিখা এক খান বাজারের লিস্টি একবার দুলাভাইএর হাতে দেখেছিলাম , যাতে লিখা -----------


চিনি- ১ কেজি।
চাপাতা- ২০০ গ্রাম ।
পেয়াজ - ১ কেজি ।
লাল ইট - ২ পিচ ।
নেট সিম এ ফ্লেক্সি - ৩৫০ টাকা ।

বি, দ্র- ইটের রঙ লাল না হলে , একটা তোমার মাথায় আরেকটা যে এই লিস্ট পড়বে তার মাথায় ভাঙ্গা হবে ।
:P :P :P

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

মনিরা সুলতানা বলেছেন: হুম ছবি ই কথা বলে, :P
আপনারা যে সঠিক রঙ নির্বাচনে ভুল করেছিলেন , তার সাক্ষ্য আজোও বহন করে বেড়াচ্ছেন ;)
আপনার দুলাভাই কে ছুড়ে দেয়া ইট উনার চান্দি তে আর আপনার টা কপালের ডান পাশে B-))

আহারে নাইলে কি আর মানুষ এম্নে এম্নে টাক হয় =p~ =p~ =p~ =p~ =p~

৪১| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

শোভন শামস বলেছেন: স্মৃতির আনন্দ বেদনার কথা ঝাপসা হওয়ার আগেই ক'জন ইবা পারে লিখতে

লিখে যাবেন
ভাল থাকুন

ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১০

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো ......
শুভকামনা আপনার জন্য :)

৪২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

সোহাগ সকাল বলেছেন: স্মৃতিকথা পড়তে আর লিখতে, আমার কাছে চরম লাগে।

অনেক ভালো লাগলো।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: :)

৪৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

s r jony বলেছেন: আহ শৈশব!!! আমার কেয়া পাতায় নৌকা ভাসানোর দিন গুলো

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

মনিরা সুলতানা বলেছেন: চলেন ঘুরে আসি আপনার শৈশব থেকে,...।
কবে লিখছেন ভাইয়া...।। ???

৪৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

মেহেরুন বলেছেন: অসাধারন লাগলো :)

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কন্যা ...।।
কেমন চলছে আপনার ঘরকন্না আমাদের কে উপডেট দিবেন



শুভকামনা আপনাদের জন্য :)

৪৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

সোহাগ সকাল বলেছেন: একটা ইমো দিয়াই রিপ্লাই শ্যাষ!

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

মনিরা সুলতানা বলেছেন: বড় মাফ দিয়েন, মাইন্ড কইরেন না কালকে, মুড টা হালকা একটু ডাউন ছিল :(
সকাল ভাইয়া.........।।
অনেক অনেক ধন্যবাদ , আমার ব্লগ এ স্বাগতম ... :)
লিখতে ভাল লাগে বলছেন ? তার মানে হয় আপনি আগেই লিখে ফেলেছেন, না হয় আমাদের জন্য লিখবেন ...
এক্ষুনি আপনার ব্লগ এ যাচ্ছি , আর যদি না লিখে থাকেন, তাহলে প্লিজ লিখে ফেলুন, অপেক্ষায় থাকলাম

আপনার জন্য শুভকামনা :)

৪৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

বাংলাদেশী দালাল বলেছেন:
আপনার ব্লগে আমার আসা হয়নি কেন বুঝলাম না।
অনেক লেখার ভিড়ে জীবন্ত অনেক লেখাই হারি যায়।

ভাল থাকুন শুভকামনায়।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: আমার বাসায় স্বাগতম ভাইয়া ......
মি আনন্দিত :)

৪৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

বাংলাদেশী দালাল বলেছেন:

আপনার বাসাটা অনেক সুন্দর সাজান গুছান।

আজ তাহলে আসি। অন্য দিন এসে চা খাব। ;)

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

মনিরা সুলতানা বলেছেন: াহাহাহা ............
আমার বাসায় আসবার জন্য একটা সময় নির্ধারণ করা আছে কিন্তু ...।। ;)

বাদ আসর বিফর মাগরিব B-))

৪৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯

বাংলাদেশী দালাল বলেছেন:

তাই নাকি? গেইটে লিখে রাখবে না।

কিন্তু বিষয় টা কি?

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: বিষয় আর কি , নো ডিনার নো লাঞ্চ এর ঝামেলা......


দাদা পুরো টা মিষ্টি খেয়ে যাবেন অবস্থা ;)

৪৯| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

বাংলাদেশী দালাল বলেছেন:
"ঘোটি" আপা ভাল আছেন?

ঠিক সময়ে আসছি না?

ডিনার, লাঞ্চ তো দিবেন না। এক কাপ চা দিয়েন।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: B-) ;) :P :P :P :P :#) B-)) :> :-B :-P :-P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

প‌্যাপিলন বলেছেন: আহ শৈশব
দারুন ছিল সেদিনগুলো, তার কতকটা বলে আর শেষ করা যাবে। বাবা মা স্কুলে ভর্তি করে দিয়েই খালাস। তারপর রোজ একা একা, প্রতিটি লাইটপোস্টকে একবার ছুয়ে ছুয়ে স্কুলে যাওয়া, স্কুল গেটে ১ টাকায় বিশাল গামলায় ভাসমান বরফখন্ড গলা কমলা রঙের পেপসি (দু'জনকে ইনভেস্ট করতে হতো :D )

অন্য কারো স্মৃতিচারণা পড়তে গেলে দুটি উইন্ডো খুলে যায়, একটায় লেখকের, আরেকটিতে নিজের, সেজন্য লেখককে একটি বাড়তি প্লাস দিতেই হয়
++ ;)

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মনিরা সুলতানা বলেছেন: অন্য কারো স্মৃতিচারণা পড়তে গেলে দুটি উইন্ডো খুলে যায়, একটায় লেখকের, আরেকটিতে নিজের, সেজন্য লেখককে একটি বাড়তি প্লাস দিতেই হয়
++


ভাই সেইম ব্যাপার এখন আপনার জন্য ও প্রযোজ্য ...
আপনাদের কমেন্ট গুল র লোভ এ এই পর্যন্ত এই সব আজেবাজে লেখা গুল সাহস করে পোস্ট করে ফেলি :!>

সত্যি কথা বলতে কি নিজের পোস্ট ২য় বার না পড়লেও আপনাদের কমেন্ট গুল যে ঘুরে ফিরে কতবার পড়ি মনে নাই । :)

৫১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

বাংলাদেশী দালাল বলেছেন:

প্রো-পিক এতবার বদলান চমকে যাই "এটা আবার কে?"

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা চমকানোর কিছু নাই ভাইয়া ...

প্রো- পিক আর ওয়াল আমার মুড এর সাথে সাথে বদলায় :#>
আপনি কেমন আছেন ?

৫২| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

বাংলাদেশী দালাল বলেছেন:

প্রশ্নটা যখন করেছিলেন তখন ভালই ছিলাম বোধহয়।
এখন ভাল থাকার কারণ খুজে পাচ্ছি না।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: :(

৫৩| ০২ রা মে, ২০১৩ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: যাই নয় ঘন্টা কামলা খেটে আসি।

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ওয়েল কাম ব্যাক ফ্রম কামলা খাটা ...।

কাল থেকে কামলা দিতে যাবার সময় বোভা কে সালাম করে যাবেন ...।

৫৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০

প্রত্যাবর্তন@ বলেছেন: আহ শৈশব !! লিখায় প্লাস ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলছেন ...
আহ শৈশব ...।

প্লাস এর জন্য ধন্যবাদ ভাইয়া ... :)

৫৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

না পারভীন বলেছেন: আচ্ছা , আব্বুর সমান বড় মাছ যার ডিমের সাইজ তোমার পিলোর সমান তার নামটা কি ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

মনিরা সুলতানা বলেছেন: পদ্মার কোন এক মাছ ছিল এতদিনে কি আর মনে থাকে, তবে এবার আমার মা কে জিজ্ঞেস করে দেখব ...।

তুমি কিরাম আছ ? তোমার বেষ্ট ফ্রেন্ড এভার কেমন আছে ? ;) B-) B-)) =p~

৫৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

দুঃখী__ বন্ধু বলেছেন: অনেক সুন্দর করে লিখা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার ভাল লেগেছে ...।
আমি ধন্য ...।

আমি ও আপনার লেখা অনেক পছন্দ করি :)

৫৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

ক্লান্ত তীর্থ বলেছেন: অনেক্কক্কক্কক্কক্কক্ক ভাল লেগেছে! :) ভাল লাগা রইলো!

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম ক্লান্ত তীর্থ ।।

বহু দিন পর কেউ এই লেখায় কমেন্ট করল , আপনার ভাল লেগেছে জানতে পেরে খুশি হলাম ...

শুভ কামনা আপনার জন্য :)

৫৮| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

মাইনূল হাসান রাফি বলেছেন: ভাল লাগল

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

মনিরা সুলতানা বলেছেন: পাঠে কৃতজ্ঞতা রাফি ...

লেখায় স্বাগতম শুভকামনা :)

৫৯| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর স্মৃতিচারণ। ভালোলাগা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত রুপকথা ।।
আপনার ভাল লেগেছে যেনে খুশি হলাম ।


শুভ কামনা :)

৬০| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভালোলাগলো আপুমনির স্মৃতিচারন ।

২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী :)

৬১| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার স্মৃতিচারণ করেছেন। খুবই ভাল লাগলো পড়ে। বিশেষ করে লাল ইট খাওয়া আর হারিয়ে যাবার ঘটনাটা।
আমার ছোট বোনও ছোটবেলায় মাটি খেত।
পোস্টে প্লাস। + +

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

মনিরা সুলতানা বলেছেন: আহসান ভাই কৃতজ্ঞতা !
আপনার মন্তব্য পেয়ে আমি নিজেও আর একবার পড়লাম ,ধন্যবাদ সে সুজোগ করে দেয়ার জন্য ।আপনার ভালোলাগার প্রকাশ ও আমাকে আনন্দিত করেছে ।
হাহাহা হিস্টিরি রিপিট ভাইয়া আমার মেয়ে ও ছোট বেলায় খেয়েছে :)
শুভ কামনা :)

৬২| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: এটিও পড়লাম আপু।
ভাল লেগেছে অনেক।

০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

মনিরা সুলতানা বলেছেন: মোস্তাফা সোহেল ধন্যবাদ !!!!!
আপনার আন্তরিকতা মন ছুঁয়ে গেলো ।

৬৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: স্মৃতিচারণ পড়লাম। শৈশবে হারিয়ে গেলাম।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই !!
নিজেকে হারিয়ে খোঁজা আনন্দময় হোক !!!

৬৪| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার অতীত পড়তে গিয়ে নিজেরও অনেক সৃতি মনে পড়ে গেল । এখন জীবনের প্যাটার্নটাই বদলে গেছে আগামিতে মনে হয় আরও অন্য রকম হয়ে যাবে , ভাল থাকুন ।

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭

মনিরা সুলতানা বলেছেন: জীবনের ধরন সত্যই পাল্টে গেছে অনেক আর সেইজন্যই সবার কাছে শৈশব বা ফেলে আসা দিনের স্মৃতি রোমন্থন এতটা মধুর।
আমাদের সন্তানরা যে জীবন ফেলে যাচ্ছে তার সন্তানদের কাছে অন্যজীবন হয়ে ধরা দেবে নিশ্চয়ই !!

ভালোথাকার শুভ কামনা আপনার জন্য !

৬৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৭

কালীদাস বলেছেন: এত চমৎকার পোস্টে আমার কমেন্ট নেই কেন? নিজেকে ধিক্কার X((
খুবই ঝরঝরে লেখা। নিজের ছোটবেলার কিছু জিনিষও মনে পড়ে গেল আপনার স্মৃতির টাচে। মানিকগণ্জে যাইনি কখনও, এখনও কি মফস্বলের ছোঁয়া আছে ওখানে?

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: বেশ আন্তরিক আপনার মন্তব্যগুলো ,লেখকের জন্য প্রেরণা দায়ক নিঃসন্দেহে !
স্মৃতিকাতরতা আসলেই ছোঁয়াচে ,আপনার স্মৃতিগুলো ও লিখুন আমাদের পড়তে ভালোলাগবে ।

মানিকগঞ্জ ছেড়ে এসছি স্কুল শুরুর আগে ,এরপর ২০০০ সাথে যখন জব করি একটা ট্রেনিং এ গিয়েছিলাম। তখন ও কিছুটা ছিলো মফঃস্বল ছোঁয়া _
এখন কেমন বলতে পারবো না একেবারেই ।

শুভ কামনা মহাকবি !


৬৬| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:০৩

রাকু হাসান বলেছেন: মিষ্টি শৈশব শ্রদ্ধেয় আপু !! :-B । আামর শৈশবকে মনে পড়ে গেল লেখাটি পড়ে .......আমি কিন্ত আবার অনেক আগের পোস্ট পড়ে আপনার শৈশব আবারও মনে করিয়ে দিলাম ;)

অনেক ভাল থাকুন মনিরা আপু

৩০ শে জুন, ২০১৮ রাত ২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম ঠিকতাই অত আগের লেখা শৈশবস্মৃতি ‘তে মন্তব্য করে আবার আমাকে আমার তিতির পাখির কথা লালইটের গল্প মনে করিয়ে দিলেন!! অনেক ধন্যবাদ হাসান!! জানেন তো এমন সব স্মৃতি সবসময়’ই আনন্দদায়ক!

আচ্ছা!! আপনার যখন নিজের স্মৃতির জানলা খুলেই গেলো , আপনিও লিখে ফেলেন আমাদের জন্য আপনার নৌকা ভাসানোর দিনগুলো।আমরা ঘুরে আসি আপনার সাথে আপনার শৈশব স্মৃতিতে।

অনেক অনেক ভালোথাকার শুভকামনা আপনার জন্য।

৬৭| ৩০ শে জুন, ২০১৮ রাত ৩:৪০

চঞ্চল হরিণী বলেছেন: রাকু হাসানের সুবাদে আমারও আপনার এই স্মৃতিচারণটি পড়ার সুযোগ হল। শৈশব শাশ্বত সুন্দর। আপনার লাল ইট খাওয়া পড়ে আমার ' নিঃসঙ্গতার একশ বছর ' বইয়ের রাবেয়া (নামটা একটু ভুলও হত পারে) চরিত্রের কথা মনে পড়লো। ভালো থাকুন, সুস্থ থাকুন আপা।

৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৪০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে শুভেচ্ছা রইলো হরিনী!
শৈশব শাশ্বত সুন্দর! কী যে সুন্দর করে বললেন!! সত্যি'ই তাই।
নিঃসঙ্গতার একশ বছর বছর বইটি আমার ও পড়া হয় নি।


আপনি ও অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন।

৬৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

অগ্নি সারথি বলেছেন: আপনার শৈশবে আমিও হারিয়ে গিয়েছিলাম আপা!

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩

মনিরা সুলতানা বলেছেন: যে কোন স্মৃতিকথা পড়তে গেলেই পাঠক স্মৃতি কাতর হন; আপনার হারিয়ে যাওয়া সেটার প্রমাণ।
ভালোলাগলো আপনার অনুভবের প্রকাশ।

শুভ কামনা অগ্নি।

৬৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
প্রথমেই লজ্জায় ক্ষমা প্রার্থী এই পোষ্টের সিরিজটা চোখে না পড়ার জন্য। আমি নিয়মিত পুরানো ভালো ভালো পোষ্ট গুলি খুঁজে খুঁজে পড়ি। কেন যে এটা চোখে পড়ল না, ধ্যাত? :( শাস্তি স্বরূপ একদম ১ম থেকে পড়া শুরু করলাম।

আপনার তো দেখি স্মরনশক্তি বেশ ভালো। কত কিছুই না মনে আছে। এত ভালো ভাবে মনে রাখলেন কিভাবে? এত ছোট বেলার কোন স্মৃতিই তো আমার মনে নেই। ধার করে তো আর লেখা যাবে না, সুতরাং :P

আপনার বাবা নিশ্চয় সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেজন্যই সারা জায়গায় ঘুর ঘুর করে বেরিয়েছেন! আমার বাবাও তাই। আমরা সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি।

চমৎকার লাগলো আপনার মেয়েবেলার স্মৃতি গুলি।
সাথেই আছি, বেশ ভালো ভাবে অবশ্যই। পরের পর্বে গেলাম.........
শুভ কামনা রইল

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

মনিরা সুলতানা বলেছেন: না না লজ্জা বা ক্ষমা চাইবার কিছু নেই ; সতী বলতে আমি নিজে ও অলস। সেই যে কবে কবে এক পোস্ট দিয়ে বসে থাকি তারপর আবার লিখতেই ভুলে যাই। আপনার আগ্রহ জেগেছে তাতেই আমার আনন্দ !
একজন শখের লিখিয়ের জন্য এ এক দারুণ প্রাপ্তি নিঃসন্দেহে ! পাঠক তার পুরানো লেখা খুঁজে পড়ে।

হুম পছন্দের কিছুর বেলায় ই কেবল স্মরণশক্তি ভালো; পড়ালেখায় মাথা ফাঁকা। মাঝে মাঝে তো আমার বড় বোন বলেই বসেন এসব নাকি আমি গল্প শুনে মনে রেখেছি; অথচ চলচ্চিত্রের মত এসব ই আমার চোখের সামনে ভাসে ভাবতে বসলে। ধার করে কিছু টা লেখা যায়, আর শুনে শুনে একদম খুঁটিনাটি তুলে আনা যায়। কিন্তু স্মৃতিতে না থাকলে সেই অনুভব ই আসে না।


জি আমার বাবা স্বাস্থ্য বিভাগে চাকরি করতেন। তবে সমস্ত দেশ ঘুরেছি নিজে চাকরি নিয়ে। আব্বা বৃহত্তর ঢাকার বাইড়ে পোস্টিং নেন নাই।


অনেক ধন্যবাদ আপনার মুগ্ধ পাঠ এবং দরদী মন্তব্যের জন্য!
আমার শুভ কামনা আপনার লেখার সাথে রইলো।

৭০| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৫

বলেছেন: মনে যারে চায় -- তারে কি ভুলিতে পারি লোকের ও কথায় রে ---


দারুণ করে লেখা আপুনি।

১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি !
সব সময় ভালো থাকার শুভ কামনা।

৭১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শৈশব এর যে কোন স্মৃতিচারনমূলক লেখা খুব ভালো লাগে। আপনার লেখার সারল্য এবং সংক্ষিপ্ত পরিসরে হুট করে শেষ হয়ে যাওয়া লেখাটাকে অন্যরকম মাত্রা দিয়েছে।

ভাললাগা রেখে গেলাম। ভাল থাকুন সবসময়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে !
বেশ অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আসলে শৈশব বা স্মৃতিচারণমূলক লেখা আমাদের সবাই কে স্মৃতিকাতর করে আমরা ও ফিরে যায় আমাদের সেইসব দিনে। তাই এ ধরনের লেখা সব সময় আলাদা।

ভালো থাকার শুভ কামনা আপনার জন্য।

৭২| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০

মিরোরডডল বলেছেন: আপু ইউ ওকে ? কোথায় আছো এখন ।

তোমার শৈশবটা খুব সুইট ছিল ! তিতির মুরগী কি আপু ?
হারানো বিজ্ঞপ্তির পর কি হয়েছিল বুঝে নিলাম :- )

ছোট ছোট অনেক কিছুই নিজের শৈশবের সাথে মিলে যায় ।
আমি আর আমার মেঝ বোন খুবই কাছাকাছি বয়সের ছিলাম ।
সেইম হেয়ার স্টাইল আর একই ড্রেস পরলে আমাদের অনেকেই যমজ মনে করতো ।
তোমার ইট খাবার মতো আমার ছোট বোন ফুল খেত । শুধু লুকিয়ে লিকুয়ে ফুল চুরি করে মুখে দিত ।
আমার বাবাও খুব গান ভালোবাসতো । কত মধুর স্মৃতি !

যেখানেই থাকো সেইফ থেকো ।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ এখন ও ঠিক আছি, আল্লাহ্‌' র ইচ্ছায়। আশা করছি তুমি ও সব মিলিয়ে ভালো আছো।

আমাদের শৈশব ছিল অনেকটাই বাঁধনহারা, আনন্দের !! তাই স্নিগ্ধতা মিষ্টতা সব কিছুই অন্যরকম আনন্দ বয়ে নিয়ে আসত।
এখন যে রোষ্ট খাও টার্কি, তাই আমাদের কাছে তিতির পাখি ছিল।

হাহাহা, হারানো বিজ্ঞপ্তির পর ...............

আহা শৈশব ! স্মৃতির আঙিনায় এক চিলতে রোদ্দুর !

তুমি অনেক অনেক ভালো থেকো, আনন্দে থেকো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.