নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

দিল্লী দর্শন

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৫১

বিশ্ববিদ্যালয় জীবনে বি এন সি সি থেকে ভারতে শিক্ষাসফরে খুব ইচ্ছে থাকা সত্ত্বেও অনির্বাচিত হবার কারনে যেতে পারি নাই :( দুঃখ যতটা শিক্ষাসফরে যেতে না পেরে হয়েছিল তার চাইতে বেশী হয়েছিল প্রিয়বন্ধুদের সাথে থাকতে পারলাম না বলে :(( ...

বন্ধুরা অনেক অনেক উপহার দারুন সব ছবি চমৎকার ভ্রমন অভিজ্ঞতা আর দুর্দান্ত সব গল্পকথা নিয়ে ফিরেছিল ।

এক রৌদ্র উজ্জ্বল অপরাহ্ণ তে বন্ধু মানিক এর বাসায় গিয়েছিলাম আমরা তিন জন হাজারো সব ছবির আর পোস্ট কার্ড এর ভিড়ে একটা স্থাপনা আমাকে ব্যাকারন ছাড়া অকারণ আকর্ষণ করে , জানতে চাইলাম এটা কোন যায়গা উত্তর " লোটাস টেম্পল "

সত্যি বিভিন্ন আঙ্গিকে আলোক উজ্জ্বল লোটাস টেম্পল শেষ পর্যন্ত সর্ব বিবেচনায় আমার কাছে সবচাইতে কাঙ্ক্ষিত ই রইল ।

ওদের সবার সংগ্রহ থেকে বাড়তি সব ছবি আমার ঝুলি তে দিতে বাধ্য হোল সবাই ;) মনের মাঝে এক আশা রইল " দেখিস একদিন আমিও " আমার ভাবনায় ছিল শুভ্র এক কমল সদৃশ ভবনে , মন্দির এর সেই চির চেনা দৃশ ,ফুল কাসার ঘন্টা সিঁদুর ফল প্রসাদ ...।।

প্রবাস জীবনে এসে দেখিস একদিন আমিও র অভিমান কবেই আমার মন থেকে প্রবাসী হয়েছে জানি না... এবারের ছেলে মেয়ের স্কুল ছুটি তে ভাব্লাম দিল্লী দর্শন করি ক্যাটালগ এ ছবি দেখে নিজেই অবাক ,একসময় এর আরাধ্য কে এতটা কাছে এভাবে ৫ বছর থেকে ফেলে রেখেছি :-* ...।

ড্রাইভার কে বললাম আজকে লোটাস টেম্পল চল , আমাকে পালটা জিজ্ঞেস করল মেম কোনা সা টেম্পল ? আমি নিজেই টাশকি , এইরাম এক জিনিসের জন্য বন্ধুদের কাছে হিটলার হয়েছিলাম , জোর করে বেশীর ভাগ ছবি আমিই নিয়েছিলাম :-/

কিছুটা বর্ণনা দেবার পর বলল ও ম্যাডাম ই তো বাহাই টেম্পল , কমল মন্দির " আরেক খটকা " বাহাই " ??????

যাই হোক ৪৫ মিনিট চলার পর দূর থেকেই দেখতে পেলাম শ্বেত শুভ্র ডানা মেলে দাড়িয়ে থাকা লোটাস ট্যাম্পল , কমল মান্দির বা বাহাই ট্যাম্পল ।









উইকি তে দেখলাম বাহাই একটা ধর্ম ,

বাহাই ধর্ম বা বাহাই বিশ্বাস হচ্ছে বাহাউল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একেশ্বরবাদী একটি ধর্ম বা বিশ্বাস। ঊনবিংশ শতাব্দীতে পারস্যে (বর্তমানে ইরান) এই ধর্মের উৎপত্তি। মূলত মানবজাতির আত্মিক ঐক্য হচ্ছে এই ধর্মের মূল ভিত্তি।[১] বিশ্বে বর্তমানে ২০০-এর বেশি দেশ ও অঞ্চলে এই ধর্মের আনুমানিক প্রায় ৬০ লক্ষ অনুসারী রয়েছে।



বাহাই বিশ্বাস অনুসারে ধর্মীয় ইতিহাস স্বর্গীয় দূতদের ধারাবাহিক আগমণের মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন হয়েছে। এইসব দূতদের প্রত্যেকে তাঁদের সময়কার মানুষদের সামর্থ্য ও সময় অনুসারে একটি ধর্ম প্রতিষ্ঠা করেছেন। এই সকল স্বর্গীয় দূতদের মাঝে আছেন ইব্রাহিম, গৌতম বুদ্ধ, যীশু, মুহাম্মাদ ও অন্যান্যরা। সেই সাথে খুব সাম্প্রতিককালে বাব ও বাহাউল্লাহ। বাহাই ধর্ম মতে এসকল দূতগণ প্রত্যেকেই তাঁদের পরবর্তী দূত আসার ব্যাপারে, ও তাঁদেরকে অনুসরণ করতে বলে গেছেন। এবং বাহাউল্লার জীবন ও শিক্ষার মাধ্যমে দূতগণের এই ধারা ও পূববর্তী ধর্মগ্রন্থগুলোর অঙ্গীকার সম্পূর্ণ হয়েছে। মানবতা সমষ্টিগত বিবর্তনের একটি প্রক্রিয়া হিসেবে ধরা হয়েছে, এবং বৈশ্বিক মাপকাঠিতে সার্বিকভাবে শান্তি, সুবিচার ও ঐক্য প্রতিষ্ঠাই হচ্ছে বর্তমান সময়ের প্রয়োজনীয়তা।[৪]

‘বাহাই’ শব্দটি একটি বিশেষণ হিসেবে বাহাই বিশ্বাস বা ধর্মকে নির্দেশ করতে বা বাহাউল্লার অনুসারীদের বোঝাতে ব্যবহৃত হয়। এটি উদ্ভূত হয়েছে আরবি বাহা’ থেকে, যার অর্থ ‘মহিমা’ বা ‘উজ্জলদীপ্তি’ধর্মটিকে নির্দেশ করতে পূর্বে বাহাইজম বা বাহাইবাদ পরিভাষাটি ব্যবহৃত হলেও বর্তমানে ধর্মটির সঠিক নাম বাহাই বিশ্বাস।



রাত এর আলোক কে কমল মন্দির , গুগুল মামা র অবদান ।







প্রতি দিন এখানে নাকি গড়ে ৮০০০থেকে ১০.০০০ দর্শনার্থী এখানে আসেন । আমার সাথের দর্শনার্থী রা



চমৎকার উদার প্রকৃতি যেন এই শুভ্র স্থাপনা টিকে আরও অপরূপ করেছে ।





মূল চত্বরে প্রবেশ এর সময় খালি পায়ে প্রবেশ করতে হয় ,চার পাশে ৪ দরজা রয়েছে প্রাথনা স্থলে প্রবেশ এর জন্য ।



আভ্যন্তরীণ কারুকার্য





আমি যখন কমল মন্দির এ সে দিন সাপ্তাহিক প্রাথনার দিন না থাকায় ,পুরু টা ফাকা ছিল । ভিতরে ছিল পিন পতন নীরবতা , ছবি তোলা নিষেধ ।।

কুরআন শরিফ , বাইবেল গীতা মোটামুটি সব ধর্মের ধর্মগ্রন্থ রাখা ছিল ।

দিল্লির গরম যে দেখেছে সে যেমন পস্তিত ,যে দেখে নাই সে আরও পস্তাবে , আমরা পস্তিত জনগণ ,সৌন্দর্য মোহিত বেশীক্ষণ থাকতে না পেরে , ফিরে চল ঘড়ের টানে । থুক্কু আপাতত গাড়ির দিকে ।



ফেরার সময় যারা আমার পায়ে ভালবাসার বেড়ী পরাচ্ছিল ।



বিদায়ী কিল্ক ।



মন্তব্য ১০৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মোহনীয় স্থাপত্যশৈলী, ছবিগুলো খুব সুন্দর এসেছে। নতুন একটা স্থান ও নতুন একটা ধর্ম সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৩ রাত ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তনিমা ।।
সত্যিই মোহনীয় ...

আপনার জন্য শুভকামনা :)

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আমিও এটাকে লোটাস টেম্পল নামেই জানতাম।
খুব সুন্দর :) ||

২১ শে জুন, ২০১৩ রাত ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: স্থানীয় ভাবে এরা বাহাই মান্দির বা কমল মন্দির নামে জানে
এটা লোটাস টেম্পল ...।


অনেক ধন্যবাদ শুভকামনা সহ ।। :)

৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:০৪

ঘাসফুল বলেছেন: বাহাই টেম্পল আমরাও দেখলাম এবং জানলাম... গুড পোষ্ট :)

২১ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: ভাল্লাগা নিক ঘাস ফুল ।।
মি আনন্দিত কিছু দেখাতে পেরে ...।

শুভেচ্ছা জানবেন ...। :)

৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভ্রমণ পোষ্ট বরাবরই ভালো লাগে তার সাথে বাহাই ধর্মের ব্যাপারে কিছু তথ্য পেয়ে আরো ভালো লাগল।


৩য় ভালোলাগা।

২১ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

মনিরা সুলতানা বলেছেন: কুনো ...
মনে হয় পেইন এ আছেন প্রাক্তন কে নিয়া ...
সাথে আছি চিন্তা কইরেন না ...
অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ।।

ভাল থাকবেন শুভকামনা :)

৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪

বৈরাম খাঁ বলেছেন: আপনার ভ্রমন পোষ্ট পরে এখন আমার ভ্রমন করতে ইচ্ছা করতেছে । নতুন একতি ধর্ম সম্পর্কে জানলাম।ধন্যবাদ :)

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: খাঁ সাহেব ভ্রমন তৃষ্ণা জাগানোর জন্য দুঃখিত , আর নতুন তথ্য দিয়ে আপনাকে সমৃদ্ধ করলাম , এই জন্য ধন্যবাদ নিলাম ।।

ইচ্ছা করছে বোচকা নিয়ে বেড়িয়ে পরুন ভাই ...।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য । :)

৬| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:৩৮

একজন আরমান বলেছেন:
আপনার পোস্ট পড়লেই আফসোস হয়। :(

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: এত কস্ট করি তো আপনাদের জন্য ...
সেখানে আপ্সুস করলে কিরাম লাগে X((


আফসোস কইরেন না ।।
দেখবেন একদিন আপনি ও " ... :P

৭| ২১ শে জুন, ২০১৩ ভোর ৬:২৮

খেয়া ঘাট বলেছেন: এই পোস্টে নাপার কোনো কমেন্ট নাই , আফসোস।

আমি যেহেতু প্রথমে কমেন্ট করতে পারিনাই। তাই কমেন্টানশনে আছি :(

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: সকল সুজুগ থাকা সত্ত্বেও প্রথম হইতে পার নাই ......

আমি এসে নাপা র কমেন্ট পেয়েছি সুতরাং এখানে আমার উত্তর প্রযোজ্য নহে ... ;)

৮| ২১ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: লেখায় ও ছবিতে ভাল লাগা। ভাল থাকবেন সবসময়।

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: সেলিম ভাই ...
অনেক ধন্যবাদ , আপ্নিও ভাল থাকবেন ...
শুভকামনা আপনার জন্য ।। :)

৯| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, আপনার এই পোস্টতো মূলত লোটাস দর্শন... :P :P

যাহোক, ছবিগুলো সুন্দর হয়েছে... :)

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: ঠিক ঠিক কমল দর্শন ...
কিন্তু এই নামে ভাবছি একটা সিজির দিব তাই আগে ভাগেই দিল্লী দর্শন লিখে দিলাম ... :#)


ছবি গুল আপনার ভাল লেগেছে , যেনে ভাল লাগ্ল :)

১০| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:২৪

না পারভীন বলেছেন: গাছের আফসোস~~~ দূর হয়ে যাক ,যাক ,যাক~~~
মসু মনি ,
জীবনেও ভ্রমন কাহিনী পড়িনা । কারণ যারা ভ্রমন কাহিনী লেখে তারা শুধু নিজেরা কেম্নে মজা করল তা লিখে , আর পাঠকরা আফসোসে মরে । কিন্তু তোমার ভ্রমনে তুমি আমাদের ও সাথে নাও । একই সাথে আমরাও সান্নিধ্য পাই তোমার , ওই রংগীন ফুলের সুরভী আমাদের ও কাছে টেনে নেয় ।
শুভ কামনা রইল । লেখায় প্লাস ।

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: নাপা মনি ...
ভাবছি যতক্ষণ তুমি হিংসিত না হবা ততক্ষণ এই ধরনের পোস্ট দিতেই থাকব ...
একদিন ধুর বলে রাগ করে , গাছ ধরনের কার সাথে ষড়যন্ত্র করে এখানে চলে আসবে , সেই আশায় আছি :P

++ শুভকামনা সব নিলাম :)

১১| ২১ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৯

বাংলাদেশী দালাল বলেছেন: "বন্ধুরা অনেক অনেক উপহার দারুন সব ছবি চমৎকার ভ্রমন অভিজ্ঞতা আর দুর্দান্ত সব গল্পকথা নিয়ে ফিরেছিল ।"

কেমন লাগছিল তখন? আমারও এমনই লাগতাছে। X(

যাউকগা, পোস্ট ভালো লাগছে কুশলে থাইকেন।+++++


২১ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা ...।
" দেখবেন একদিন আপনিও "

শুভকামনার জন্য ধন্যবাদ জানবেন কাজলা দিদি র পক্ষ থেকে ।।

আপনার রাজকুমার আর ভাবি র শুভকামনা ।। :)

১২| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৪

মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো । বাহাই মন্দির সম্পর্কে আগে কোন ধারনা ছিলো না, আপনার পোস্ট পড়ে জানলাম ।


++++++

২১ শে জুন, ২০১৩ দুপুর ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: আমার ও ছিল না মামুন ভাই ।। বাংলাদেশে ও নাকি আছে
বিভিন্ন দেশে ওদের ধর্ম সভা স্থল গুল সত্যি ই অনেক সুন্দর পোস্ট দিতে জেয়ে অনেক কিছু জানলাম ।।

প্লাস এর জন্য ধন্যবাদ ভাইয়া ।। :)

১৩| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:০৯

আরমিন বলেছেন: বাহ , দারুন! আমিও তো লোটাসই জানতাম! বাহাই সম্পর্কে তো কিছুই জানতাম না! দিল্লীতে গিয়েছি দুইবার, একবার ২০০৬, আরেকবার ২০১১।কিন্তু আফসুস, বাহাই মন্দির দেখা হল না! :(

২১ শে জুন, ২০১৩ দুপুর ১:১৮

মনিরা সুলতানা বলেছেন: সেরকম কিছু না আপুনি ছবি জা দিয়েছি ওই একটা ভবন ই ।। তবে ছবিতে দেখতে অনেক বেশী আকর্ষণীয় ...।

২০১১ তে আমি এখানে ছিলাম ,তবে ব্লগ এ ছিলাম না তাই দেখা হল না :(
অনেক অনেক শুভ কামনা ... :)

১৪| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪

বোকামানুষ বলেছেন: সুন্দর তো

বাহাই সম্পর্কে এই প্রথম শুনলাম

ইন্ডিয়া ট্যুরে গেলে দেখে আসতে হবে সেই সাথে আপুর বাসার দাওয়াত ফ্রি :) :P

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫

মনিরা সুলতানা বলেছেন: দাওয়াত তো আঁটো ... আপূ বাসা বলে কথা :)

দিল্লির জন্য যদি হাতে একদিন সময় থাকে ( শপিং বাদে ) তাহলে দেখতে পারেন ।
সময় কম থাকলে, হুমাউন টম্ব , পুরানা কেল্লা ,লাল কেল্লা , কুতুব মিনার , জামা মসজিদ , এগুল আগে শেষ করবেন ...।

অনেক অনেক শুভকামনা :)

১৫| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮

সোহাগ সকাল বলেছেন: বাহাই ধর্ম সম্পর্কে আগে কিছু জানা ছিলনা। নতুন একটা ধর্ম সম্পর্কে জানলাম। আর ছবিগুলো সুন্দর। জায়গাগুলো হয়তো আরও সুন্দর। অনেক ইচ্ছে আছে কোনো একদিন ইন্ডিয়ায় যাবার। আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদেরকে উপহার দেবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৯

মনিরা সুলতানা বলেছেন: আমিও পোস্ট লিখতে যেয়ে অনেক কিছু পড়লাম ।।

ভ্রমন পিপাসুদের অনেক ভাল লাগবে ...
সময় নিয়ে চলে আসুন ...।


অনেক ধন্যবাদ সোহাগ ...
আপ্নিও ভাল থাকবেন শুভেচ্ছা ... :)

১৬| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। বাহাই সম্পর্কে জানা হল। ঘোরাঘুরি চলতে থাকুক।

২১ শে জুন, ২০১৩ রাত ৯:০০

মনিরা সুলতানা বলেছেন: চলুক ঘুরাঘুরি ...
অনেক ধন্যবাদ হাসান মাহবুব ...। :)

১৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আপু তোর সাথে মনে হল দিল্লী ঘুরে এলাম।

চমৎকার পোস্ট বলার অপেক্ষা রাখেনা।

২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রে ভাই ...
ঘ্রানং অদ্ধনং ভোজনং এর মত ছবি দেখেই ঘোরাঘুরি ... :)

১৮| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:২৩

আমিভূত বলেছেন: ছবির জন্য প্লাস , আর ভ্রমন কাহিনী আমার সবসময়ই ভালো লাগে ।
তবে বাহাই বিশ্বাস সম্পর্কে আরও জানতে ইচ্ছে হচ্ছে ।

:)

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মনিরা সুলতানা বলেছেন: ভূত আপু নেট এ আমি বাহাই নিয়ে অনেক গুল লেখা পেয়েছি , এই পোস্ট দেয়ার সময় আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি উইকির , আরও পাবেন । খুজলে

Click This Link


অনেক অনেক ধন্যবাদ আপুনি কমেন্ট এর জন্য ।

১৯| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:০৬

নাছির84 বলেছেন: বাহারি পোষ্টে লোভ দেখাতে আপনি..........ওস্তাদ। লোটাস টেম্পল দেখার ইচ্ছাপোকাটা মাথায় ঢুকে গেল। ছবি ও জায়গাটির সবিস্তার বর্ণনা ভাল লেগেছে।+++++++++++++++++++

২২ শে জুন, ২০১৩ রাত ৮:৫৯

মনিরা সুলতানা বলেছেন: আজকে এক পাহাড়ে খাঁজ কাটা দুর্গ দেখে আসলাম ।। ;)
দেখি যত জলদি পারি পোস্ট দিয়ে ফেলব :P

২০| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৪

নুর ফ্য়জুর রেজা বলেছেন: এরকম আরও পোস্ট চাই আপু।+++++

২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৫

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের কপালে আছে এক আইলসা আপু , কি আর করা :(
এত এত ছবি জমা হয়ে আছে , আমি আসলেই পড়ুয়া , লিখতে গেলে জ্বর আসে ...
তবে ছোট ছোট ভাই বোন দের কথা ও শুনেতে হবে , দিব ইনশাআল্লাহ্‌ :)

অনেক অনেক শুভকামনা ।

২১| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: নতুন একটা ধর্ম সম্পর্কে জানলাম । চলতে থাকুক ঘোরাঘুরি। ভাল থাকুন।

২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:২৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাজিম ...।
চলছে ঘোরাঘুরি , ইটস সামার ভেকেশন টাইম ;)



আপনার জন্য শুভকামনা আপ্নিও অনেক ভাল থাকুন :)

২২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪

না পারভীন বলেছেন: খুব ঘুরাঘুরি হচ্ছে ??? এবার আর হিংসিত না হয়ে পারছিনা । মিচিউউউউউউউউউউউউউউউ .।।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৩

মনিরা সুলতানা বলেছেন:
বুঝতেই পারছ ;) আজ তিন দিন পর ব্লগ এ আসলাম ...
আমিও তোমাদের অনেক মিস করছি :)

২৩| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:১৫

প‌্যাপিলন বলেছেন: এখানে এটা আছে কিনা জানতে চাওয়া অভদ্রচিত :P .....বাহাই সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গেল....

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

মনিরা সুলতানা বলেছেন: :)

২৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৪০

সায়েদা সোহেলী বলেছেন: ভ্রমন কাহিনী দেখলে আমার X(( X(( /:) :(( :((


+

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: Kemon acchen appi ? Amio apnar cchobi DEKHE hingsito Hoyecchilam ;)

২৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:১০

মাহমুদ০০৭ বলেছেন: খাইছে ! জটিল ভাবে পোস্ট সাজাইছেন ।
যেমন লাগে আমরাও কমল মন্দিরে আছি ।
তাজমহল দেখেন নাই ?
দেখলে এইটা লইয়াও লেহেন ।
পোস্টে ++++++
বাহাই ধর্ম সম্পর্কে কিছুটা ধারনাও হইল ।
তাই আরও +++++++

২৮ শে জুন, ২০১৩ রাত ২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: Porichito khub common jaiga gulo onekei likhe tai ektu O porichit gulo Niye POST dei , +++ Er jonno dhonnobad . Shuvo Kamona apnar Jonno :)

২৬| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৭

জুন বলেছেন: আমি এত্তবার দিল্লী গেলাম কিন্ত এই লোটাস টেম্পল্টা দেখা হয়নি। মনে হয় আপনার মতই অবস্থা । একবার সিটি টুরে ছিল ভাবলাম এবার মিস নাই। কই কই জানি ঘুরে ট্যুরিষ্ট বাস এক রাস্তায় হঠাত ব্রেক কষলে গাইড বল্লো 'উও হ্যায় লোটাস টেম্পল, ফটো খিঁচো ফটো খিঁচো'।
আমরা জানালা দিয়ে উকি মেরে দেখলাম বেশ খানিক্টা দূরে ঘন গাছের মাথার উপর দিয়ে সাদা একটা চোখা মাথা দেখা যায় কি যায়না :P
বাকি পর্যটকদের চিল্লাচিল্লিতে তাদের কোন বিকার হলো বলে মনে হলোনা ।
যাক আপনার কল্যানে স্বচক্ষে দেখা হলো সেই লোটাস টেম্পল মনিরা সুলতানা :)

মনিরা সুলতানা ১৩ নং ভালোলাগা আমি কাউকে দিতে চাইনা তারপরও :(

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: Hahahaha apu apnar Valolaga peyei ami dhonno , Ta se joto Number i hok ... Onek Dhonnobad :)

২৭| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

রোহান খান বলেছেন: ভাল লাগা ..+++

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: খান সাহেব অনেক অনেক ধন্যবাদ ...।।
ভাল থাকবেন , আপনার জন্য শুভকামনা :)

২৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৯

খেয়া ঘাট বলেছেন: কতদিন দেখা হয়নি- কতদিন দেখা হয়নি-

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: দিন গুনলে ৭বা ৮ দিন ...।।
আর শূন্যতা তো গোনা যায় না ...।

২৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

বোকামন বলেছেন:






দিল্লী দর্শন !
হুমাউন টম্ব,লাল কেল্লা,কুতুব মিনার,চাঁদনী চক, গার্ডেন অব ফাইভ সেন্স বা মেট্রো ওয়াক পাশ কাটিয়ে লোটাস টেম্পলের কথা বললেন !! :-)
পোস্টে বাহাই ধর্মের কথাও উঠে আসলো ! বেশ !

লোটাস টেম্পল খুব বেশী আকর্ষণীয় হয়ে উঠে রাতে, হোয়াইট মার্বেল আর হালকা আলোকসজ্জার কারণে।
আপনার পোস্টের ছবিতেও তাই দেখছি। বাহাই “হাউস অফ ওরশিপ”-গুলোর মধ্যে লোটাস টেম্পল অধিক বিখ্যাত।

ভ্রমন বিষয়ক সুন্দর পোস্টে ভালোলাগা আগেই জানিয়ে ছিলাম, ব্যস্ততার কারণে পোস্টদাতাকে কৃতজ্ঞতা জানানো হয়নি।

সম্মানিত লেখক,
কৃতজ্ঞতা রইলো ...........।

আস সালামু আলাইকুম

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: সালাম ভাইয়া ...
পরিচিত যায়গা গুলো নিয়ে অনেক অনেক পোস্ট আছে, তাই আপাতত এটাই দিলাম :!>

কষ্ট করে পোস্ট পড়ে , এত চমৎকার মন্তব্য র জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা রইল ...


ভাল থাকবেন , ওয়ালাইকুম আস-সালাম

৩০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২৯

শোভন শামস বলেছেন: সুন্দর পোস্ট

ছবি গুলো ও সুন্দর

ধন্নবাদ+++++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ,অনেক দিন পর আপনাকে দেখলাম ।

শুভকামনা আপনার জন্য :)

৩১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২৯

শোভন শামস বলেছেন: সুন্দর পোস্ট

ছবি গুলো ও সুন্দর

ধন্যবাদ+++++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০

মনিরা সুলতানা বলেছেন: :)

৩২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩০

শোভন শামস বলেছেন: সুন্দর পোস্ট

ছবি গুলো ও সুন্দর

ধন্যবাদ+++++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:২১

মনিরা সুলতানা বলেছেন: ;)

৩৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

প্রত্যাবর্তন@ বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন প্রত্যাবর্তন@

লেখায় স্বাগতম , শুভকামনা আপনার জন্য :)

৩৪| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪২

না পারভীন বলেছেন: কোথায় ? দেখিনা কেন ? বেড়ান শেষ হল ? ( ইমো গুলো দেয়া যাচ্ছেনা কেন জানি , খেয়ার কাছে গিয়ে দেখে এস কি কি এমো হবে :)

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭

মনিরা সুলতানা বলেছেন: মজার কথা হচ্ছে আজকাল আরু ও ইমু ব্যবহার করছে । :)
ক্যামন আছ ?

৩৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৬

না পারভীন বলেছেন: আপু , এই কথা আপনাকে বলব ভেবেছিলাম , আপনার আর আমার মধ্যে মিল হল আমরা সামুর ইমুগুলোকে খুব ভালা পাই । আমার শুরু র সব পোস্টে ইমু আছে ।


আরু মিয়া কই যে চলে গেল । আছি , আলহামদুলিল্লাহ ভাল ।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০

মনিরা সুলতানা বলেছেন: শুভকামনা ...

৩৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহাই টেম্পলে, আমার ব্লগিয় ভ্রমন আনন্দ ময় হয়েছে । গাইড কে অভিনন্দন !

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫

মনিরা সুলতানা বলেছেন: লিটন ভাই ...
আপনার মত দর্শক পেয়ে আমিও ধন্য...
ক্যামন আছেন রমজানে ?
অনেক দিন আপনার লেখা পাই না ...


আপনাদের জন্য রমজান এর শুভকামনা :)

৩৭| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

লেখোয়াড় বলেছেন:
আপনার মতো আমিও যদি অনেক ঘুরতে পারতাম!

অনেক সুন্দর উপস্থাপনা। অনেক জানা হলো।
লিখুন এমন ভাল ভাল।

ভাল থাকুন সারাবেলা।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: লেখোয়াড় ...
আমার লেখায় স্বাগতম ...

খুব ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে ...
শুভকামনা রইল

আপনিও সুন্দর থাকুন আমাদের চমৎকার সব লেখা উপহার দিন ।

৩৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

না পারভীন বলেছেন: আমার আর আভার প্রশ্ন একটাই , খুব তো ঘুরাঘুরি হল আমাদের একা ফেলে , নতুন পোস্ট কই ?

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

মনিরা সুলতানা বলেছেন: লাইনে দাঁড়ান ... টিকিট কাটেন
ততক্ষণে পোস্ট রেডি ...

৩৯| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লেগেছে :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:০১

মনিরা সুলতানা বলেছেন: :) শুভ কামনা রৈল

৪০| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

প্রিয়ভাষিণী বলেছেন: বাহাই টেম্পল দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর ছবি গুলো।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়ভাষিণী ...।
আমার লেখায় স্বাগতম ...

শুভকামনা :)

৪১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:৫১

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু আপনার সাথে ঘুরে আসলাম , জানাও হল অনেক কিছু । ভাল লাগা রইল ।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: অদ্বিতীয়া ...
ক্যামন আছেন আপুনি ?
চলুক ঘোরাঘুরি ...


শুভকামনা আপনার জন্য :)

৪২| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩১

আরজু পনি বলেছেন:

:(

ভালো লাগা, বিষাদ মাখা রিনরিনে স্মৃতি !

অনেক ভালো লাগা রইল।

সাথে প্রিয়তে নিলাম।।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

মনিরা সুলতানা বলেছেন: ালোলাগার জন্য ধন্যবাদ

ঠিক এইখান টায় আমাদের দুজনের অনুভূতি গুল একই সমান্তরাল এ এসে মিশে গেছে ...

প্রিয়তে সাজানোর জন্য কৃতজ্ঞতা :)

৪৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

েবনিটগ বলেছেন: :)

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

মনিরা সুলতানা বলেছেন: :-B
ধন্যবাদ আপনার হাসি অনেক সুন্দর ।

৪৪| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮

তেরো বলেছেন: আমরা ট্যুরে যখন গিয়েছিলাম তখন লোটাস টেম্পলে গিয়েছিলাম যদিও তাও তখন সময় কম থাকার কারণে আর অনেক ভীড়ের জন্য দূর থেকে দেখি ঘুরে ফিরে চারপাশে এরপর ফিরে গেছিলাম। :|

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬

মনিরা সুলতানা বলেছেন: ভীড় ছিল নাকি , এত বড় যায়গায় ও ??

আসলে চারপাশ দেখা ছাড়া বিশেষ কিছু নাই ।

৪৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

সপন সআথই বলেছেন: ami india te thekeo ei jayga ta ghora holo na ekhono :/

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম সপন সআথই
ঘুরে আসুন ,ভাল লাগবে .........


শুভকামনা :)

৪৬| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫

বেলা শেষে বলেছেন: beautiful description....
good post.

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১২

মনিরা সুলতানা বলেছেন: বেলা শেষের মন্তব্য এ ভাললাগা ।।
শুভ কামনা :)

৪৭| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: ছোটবেলার একটা গল্প বলি আপা। আমি তখন ক্লাস ফাইভে। কাব স্কাউটে ছিলাম। গ্রুপ লীডার ছিলো ২-৩ বছরের বড় এক ভাবঅলা বড়ভাই (ওই বয়সেই)। আমি ভালো মার্চ করতে পারতামনা দেইখা বলছিলো, তুমি পুলিশ হইতে পারবানা।

এর ঠিক ১০ বছর পর এক বিএনসিসির প্রোগ্রামে গেছি। দেখি ওই বড় ভাই ভার্সিটি টিম নিয়া আসছে। সবার সামনে স্যার বলতেছিলো। ফাকে তালে এক চিপায় নিয়া আমি মনে করায় দিছিলাম। বলছিলাম, ভাই, আমার কিন্তু পুলিশ হওয়া টার্গেট ছিলনা। বিএনসিসির নাম শুনতেই কথাটা মনে পইড়া গেলো।

শিক্ষাটা হইলো, কাউরে টিটকারী দেয়া উচিত না, ওইটা একসময় চটকানা হিসেবে ফিরা আসতে পারে।

বেশ ভালো লিখছেন। অনেকদিন ইনডিয়া থাকা হইছে, তবু পড়তে গেলে ভালোই লাগে। বিশাল দেশ।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

মনিরা সুলতানা বলেছেন: ভাল বলছেন সত্যিই উচিত না মন ছোট হয়ে যায় ...।

লেখা ভাল বলেছেন মন ভাল হয়ে গেল :!>
নিশ্চয়ই পড়ালখার জন্য ছিলেন ?
তাহলে তো অন্নেক জায়গা দেখার কথা ইন্ডিয়া র ।
ঠীক বলেছেন তারপর ও পড়তে ভাল লাগে , এক তাজমহলে কতবার যে গেছি মনে নাই ,তারপর ও কেউ ছবি দিলে পোস্ট দিলে দেখে আসি ।

শুভ কামনা :)

৪৮| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন: না, সরকার একটু ঘুইরা আসতে পাঠাইছিল আরকি। একটু বেশিই ঘুরান দিয়া ফেলছিলাম। ২০-২২টা বড় শহরে রাত্রী যাপনের অভিজ্ঞতা হইছে। ছিলাম মেইনলি চেন্নাই আর দিল্লীতে। ৬ মাসের মত।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

মনিরা সুলতানা বলেছেন: তাই বলেন ...
আমার চেন্নাই যাওয়া হয় নাই :(

৪৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

এস কাজী বলেছেন: কতবার যে গিয়েছি ইয়াত্তা নেই। তবে খুবই মেসি অবস্তা। প্রচুর মানুষ। নামে যদিও টেম্পল। বাত মানুষ জায় ঘুরতে শুধু। লল

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা সত্যি বলছেন আসলে এর সৌন্দর্য দেখতেই সবাই যায় ...
আমি যে সময় গিয়েছিলাম একদমই ভিড় ছিল না ।

আপনি মনে হয় টুরিস্ট সিজনে গিয়েছিলেন তাই ।

ভাল থাকবেন :)

৫০| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

এস কাজী বলেছেন: দুপুরে ভাত খেয়ে হাত ধুয়ার জন্যতো আমি অখানেই যেতাম। হাহাহাহা। জোকস এপারট। আসলে বেশিরভাগ সময় বিকেল বেলা যাওয়া হত। তাই ভিড় থাকতো।

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

মনিরা সুলতানা বলেছেন: হুম আর কেন অই সময় যাইতেন তাও বুঝি ।।

৫১| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৬

ডঃ এম এ আলী বলেছেন: বাহাউল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাহাই ধর্মীয় বিশ্বাস এর বিষয়ে বিবরণ ভাল লেগেছে । বাহাই টেম্পল এর ছবিগুলি অপুর্ব লাগছে ।
শুভেচ্ছা রইল ।

২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা ডঃ এম এ আলী !
এত পুরনো পোষ্ট এ কেঊ মন্তব্য করছে দেখা ভালো লাগলো :)

৫২| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: লোটাস টেম্পল এ ২০০৪ এ গিয়েছিলাম। খুবই পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ, ভাল লেগেছে।
ট্যুরিষ্ট বাস এক রাস্তায় হঠাত ব্রেক কষলে গাইড বল্লো 'উও হ্যায় লোটাস টেম্পল, ফটো খিঁচো ফটো খিঁচো' - হা হা হা,জুন, যে ফটোগুলো খিঁচেছিলেন, সেগুলো কোথায় রেখে এসেছেন?
পোস্টের ছবিগুলো সুন্দর। + +

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আহসান ভাই !!
ভাগ্যিস এই পোষ্ট এর ছবি গুলো অক্ষত আছে ;
আমার ও বেশ ভালোলেগেছিল চমৎকার ব্যবস্থাপনা , আশে পাশের সবুজ মনোরম সঙ্গীত বেশ কেটেছিল সময় ।

শুভ কামনা ভাইয়া ।

৫৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

আখেনাটেন বলেছেন: চমৎকার। সেখানে বেশ ছিমছাপ পরিবেশ।

লোটাস টেম্পলে আমার তোলা ছবি। চমৎকার। সেখানে বেশ ছিমছাপ পরিবেশ।

লোটাস টেম্পলে আমার তোলা ছবি।

চমৎকার। সেখানে বেশ ছিমছাপ পরিবেশ।

লোটাস টেম্পলে আমার তোলা ছবি। চমৎকার। সেখানে বেশ ছিমছাপ পরিবেশ।

লোটাস টেম্পলে আমার তোলা ছবি।



টেম্পলের উঠার সিঁড়ি থেকে তোলা।
চমৎকার। সেখানে বেশ ছিমছাপ পরিবেশ।

লোটাস টেম্পলে আমার তোলা ছবি। চমৎকার। সেখানে বেশ ছিমছাপ পরিবেশ।

লোটাস টেম্পলে আমার তোলা ছবি।

চমৎকার। সেখানে বেশ ছিমছাপ পরিবেশ।

লোটাস টেম্পলে আমার তোলা ছবি। চমৎকার। সেখানে বেশ ছিমছাপ পরিবেশ।

লোটাস টেম্পলে আমার তোলা ছবি।



টেম্পলের উঠার সিঁড়ি থেকে তোলা।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আখেনাটেন
এত আগের একটা লেখ পড়ে ,মন্তব্য এবং চমৎকার ছবিতে পোষ্ট কে সমৃদ্ধ করার জন্য ।
পরিবেশ আমার ও ভালো লেগেছিল ;

আপনার ছবির হাত ও দারুন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.