নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
মুঘল স্থাপত্য গুলো সব সময় ই আমার মন ভাল করে দেয়, খুব কাছা কাছি ছুয়ে এক ধরনের বিশালত্ব অনুভব করা যায় ।অসাধারন কারুকার্য মণ্ডিত নকশা ,সব সময় ই এর প্রতি আমার প্রধান আকর্ষণ ।
সম্রাট শাহজাহান কে পত্নী প্রেমী র সাথে সাথে একজন স্থাপত্য প্রেমী ও বলা চলে ...।
অমর কৃতি তাজমহল, লাল কেল্লা তেমনি আর একটি " দিল্লী জামা মসজিদ "
ভারতের বৃহত্তম ও সবচেয়ে বিখ্যাত দিল্লি জামা মসজিদ। ১৬৫০ সালে সম্রাট শাহজাহান নির্মিত এ মসজিদে একসঙ্গে ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
৮০ মিটার দৈর্ঘ্য, ২৭ মিটার প্রস্ত ও ৪১ মিটার উঁচু মিনারের মসজিদটি তৈরি করা হয় লাল ও সাদা বেলে পাথরে।
উত্তর গেট এ অবস্থিত সংরক্ষণাগার এ ,অনেক দুষ্প্রাপ্য ইসলামী সংগ্রহ রয়েছে , যার মাঝে অন্যতম হচ্ছে " হরিন এর চামড়ায় লিখিত কুরআন ।
দীর্ঘ ৬ বছর ধরে , নির্মিত এই মসজিদ টি , দিল্লি তে শাজাহানাবাদ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় । ৬ হাজার শ্রমিক এর উদয়াস্থ পরিশ্রম আর ১০ লাখ রুপী ব্যয়ে।
মিম্বার ব্যাতিত বাকি তিন দিকে বিশাল তিন প্রবেশ পথ রয়েছে এতে ।
মসজিদ এর চতুর পার্শে জুরে চার দিকে চারটি বিশাল আয়াত ক্ষেত্রের দৃষ্টিনন্দন চত্বর
এক জুম্মাবারে ঢাকা থেকে বেড়াতে আসা বন্ধু পরিবার সাথে জামা মসজিদ এ জুম্মা র নামাজ আদায় এর নিয়ত ছিল , কিন্তু পুরানো দিল্লি র জ্যাম এ নামাজ শেষ হবার পর পেরেছিলাম উপস্থিত হতে । মাঝে রয়েছে আজু করার বিশাল পানির ব্যবস্থা।
নিজেদের মত নামাজ আদায় করে নিলাম । এই যায়গায় ,প্রচণ্ড গরমে ও এখানে বেশ চমৎকার সুবাতাস ছিল ।
ঘুরাঘুরির পালায় ,সবসময় এর মত আমাকে নকশাগুলো আকর্ষণ করল।
শুক্রবার করে প্রধান মিনার এ ৩০ রুপি দর্শনীর বিনিময়ে চড়ার ব্যবস্থা রয়েছে
বাচ্চা পার্টি রেডি , আমিও ।কিন্তু শুরুতেই ধাক্কা এত সরু পথ যে এক আমিতেই দরজার কাজ হয়ে যায় সেখানে যারা নিচে নেমে আসছিলেন তাদের জন্য উপর থেকে লম্ফ ছাড়া গতি নেই ।
সুউচ্চ মিনার এর শিখর থেকে দিল্লি দেখার অনুভূতি এক্কেবারেই অন্য রকম ছিল ।
মসজিদ এর শহর এর আমার কাছে উপমহাদেশ এর বিখ্যাত মসজিদ শুধু মাত্র এই সুউচ্চ মিনার ভ্রমন এর কারনে ই স্মরণীয় হয়ে থাকবে
ছবি সাহায্য - গুগুল ।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:১৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন ...।
শুভকামনা রইল ...
২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপায় পোস্ট দিছে আর আমি সেই পোস্ট আমার শোকেসে না রাইখা পারি। এইটা কি হয় কখনো ?
লাইকের টর্নেডো দিলাম।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:১৮
মনিরা সুলতানা বলেছেন: আপা না হইলে কি করতি রে ভাই ?
স্বজন প্রীতি হইলো না তো আবার ?
লাইক এর টর্নেডো লাইক করলাম
৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:০৯
বোকামন বলেছেন:
আস সালামু আলাইকুম, বোন।
পোস্টে প্রথম ভালোলাগা জানালাম :-)
মুঘল স্থাপত্যশিল্প অনন্য অসাধারণ। যে পরিমান পরিশ্রম করা হয়েছে এগুলো নির্মানে, অসাধারণ হতেই হবে.....।
দিল্লির গালিবের হাভেলিতে যাওয়া হয়েছিলো কি ?
ভালো থাকুন সমসময়, পোস্টের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:২৩
মনিরা সুলতানা বলেছেন: অয়ালাইকুম আস-সালাম বোকামন ...
ভাললাগার জন্য ধন্যবাদ
সত্যি বলেছেন " যে পরিমান পরিশ্রম করা হয়েছে এগুলো নির্মানে, অসাধারণ হতেই হবে.....।
না তো এটা কোথায় , সংসার, ছেলেমেয়ের স্কুল, মেহমান ,আর ব্লগ সাম্লে আমার ঘোরা ঘুরি র ব্যাপ্তি অনেক কম , আশা রইল একবার যাবার ।
শুভকামনা জানবেন ভাইয়া ...
৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:১৩
খেয়া ঘাট বলেছেন: " হরিন এর চামড়ায় লিখিত কুরআন । -এটার কোনো ছবি নাই?
আমারও এসব স্থাপত্য দেখার খুব, খুঊঊঊঊব ইচ্ছে করে।
চমৎকার পোস্ট।
++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৫
মনিরা সুলতানা বলেছেন: আমাদের কে ও দেখতে দিল না, গুগুল মামু চষে ও কোন ছবি পেলাম না ...
খুব ইচ্ছা করে প্রেয়সী কে নিয়ে বেড়িয়ে পর , অহ তোমার প্রেয়সী কে তো এরা আবার ভিসা ও দিবে না
আসুবিধা নেই বড় আপুর ঠেলা গাড়ী তোমার জন্য রেডি
একগুচ্ছ ++++++ এ মোট কয়টা ++++++ থাকে আর সবার বেলায় কি গুচ্ছ একি নাকি ব্যক্তি আনুজায়ি প্রকার ভেদ আছে খুব জানতে ইচ্ছে করে ।
অনেক অনেক শুভকামনা তোমার জন্য ।
৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বজনপ্রীতি ফিতি বুঝিনা আপার পোস্ট ভালা লাগছে তাই শোকেসে নিছি। দিল্লি যাইতে পারিনা কিন্তু ঘরে বইসা দিল্লি দেখতাছি এইটাই হইল আসল কথা।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহা
ঘড়ে বসে দিল্লি দেখা এই প্রজেক্ট এর নাম
ভাল থাকিস
৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৪২
চুক্কা বাঙ্গী বলেছেন: চমৎকার লাগলো ছবি ব্লগ আপু। ঢাকা থেকে দিল্লি যাওয়ার ব্যাবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু লিখলে ভাল হয়। আমার দিল্লি ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে ৬ মাসের ভিসাও আছে কিন্তু কোন ইনফরমেশন জানা নাই দেখে যেতে সাহস পাচ্ছিনা। যাতায়াত এবং থাকার ব্যাবস্থা সম্পর্কে কোন তথ্য দিতে পারেন প্লিজ?
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২০
মনিরা সুলতানা বলেছেন: চুক্কা বাঙ্গী , আপনি এমন একজন কে এই বিষয়ে তথ্য দিতে বললেন , যে কিনা এই বিষয়ে আক্ষরিক অর্থেই কিছু জানে না
ঢাকা থেকে সরাসরি জেট এয়ার ওয়েজ বা এয়ার ইন্ডিয়া তে আসতে পারেন খরচ পরবে আসা -জাওয়া ২৪,০০০ থেকে ২২,০০০ রুপি এর মাঝে ।
কলকাতা হয়ে আসতে গেলে খরচ অনেক কম প্লেনে কলকাতা হয়ে, ট্রেন এ দিল্লি ,এখনার কার ট্রেন গুলোর মান অনেক ভাল , ভ্রমন করে আনন্দ পাবেন ।
আবার ঢাকা থেকে বাস বা ট্রেন এ কলকাতা হয়ে দিল্লি আসতে পারেন ।
থাকার ব্যাপার , এখানে পি।জি নামেএকটা ব্যাপার আছে (পেয়িং গেস্ট ) সেখানে দিন আনুজায়ি পে করবার নিয়ম , তাছারা পুরনো দিল্লি তে কারিমস এর আশে পাশে অনেক হোটেল আছে , হাসপাতাল গুলোর আশে পাশে কম খরচে থাকবার ভাল ব্যাবস্থা আছে ।
ব্লগে অনেকেই এই ব্যাপারে লিখেছেন আমি দেখি আপনাকে কিছু লিঙ্ক দিব খুজে ।
আমার লেখায় আপনাকে স্বাগতম , অনেক অনেক ধন্যবাদ
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯
মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া এই লেখাটা চেক করেন অনেক কিছু পাবেন ।
Click This Link
৭| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২১
না পারভীন বলেছেন: আহা ভাল লাগল ।ঝকঝকে প্রাণবন্ত উপস্থাপন । বাংলাদেশের বড় মসজিদ , যেমন ধর বাইতুল মোকাররম ভিতরে কেমন জানতে মনে চাইছে ।।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬
মনিরা সুলতানা বলেছেন: নার্গিস অনেক অনেক থ্যাঙ্কু ...।
দেখি গুগুল মামু র কাছে বায়তুল মোকারম নিয়ে কি তথ্য আছে , তোমাকে জানাবো ।
অনেক অনেক ভাল থাক
৮| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার হয়েছে আপা। অসাধারণ এক স্থাপত্যের সাথে চমৎকার বর্ণনাসহ পরিচয় করিয়ে জন্য অসংখ্য ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আমিনুর ...
স্থাপত্য গুলো আমাকে ও অনেক টানে
সেদিন পানিপথ দিয়ে যাচ্ছিলাম , মনে হল ইতিহাস বই এর উপর দিয়ে চলছি ।। হাহাহা
শুভকামনা রইল
৯| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮
প্যাপিলন বলেছেন: সুন্দর হইছে তবে মসজিদের ইতিহাসটা নিয়া আরেকটু কচকচানি শুনতে ইচ্ছে করে
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: শুরু তে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি , আমার লাস্ট পোস্ট এ আপনার করা মন্তব্য ,কোন এক ভুলে ডিলিট হয়ে গেছে
ইতিহাস আপনার প্রিয় বিষয় ।সেটা কচকচানি শুনতে চাওয়া তেই বুঝে গেছি
এখানে ও আছে আপনি জা খুঁজছিলেন সেটা তবে , মসজিদ বলে সাথে ওই টার ছবি আর দিলাম না
বুঝতে পারলাম এর জন্যই +++++++ পাওয়া থেকে বঞ্চিত হয়েছি ।
১০| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬
মামুন রশিদ বলেছেন: দিল্লী জামা মসজিদের বিস্তারিত ছবি দেখে ভালো লাগলো । বর্ণনাও সুন্দর হয়েছে ।
দিল্লী ভ্রমনে নিয়ে যাওয়ার জন্য আপুকে ধন্যবাদ ।
+++
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: মামুন ভাই পোস্ট পাঠে কৃতজ্ঞতা রইল
শুভকামনা আপনার জন্য
১১| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১
না পারভীন বলেছেন: মনিরা সুলতানা আপনাকে প্রতিউত্তর করেছেন: দিল্লী দর্শন -১
আজই নোটিফিকেশন সেন্টার চালু হল , আর আমি আমার প্রিয় মানুষের নোটিফিকেশন পেলাম
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৮
মনিরা সুলতানা বলেছেন: াহাহাহা ...
দেখলাম এটা নিয়ে পোস্ট ও চলে এসছে
আমি আমার প্রিয় লেখিকার কাছে শুনে এখন যাচ্ছি চেক করতে
১২| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ...।
শুভকামনা আপনার জন্য ।
১৩| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
নাছির84 বলেছেন: ভাল লেগেছে। লেখা ও ছবি।
তবে,কানে-মুখে বলি-আঁশ মেটেনি। কারণ,দাওয়াত করে এনে আধপেটা খাইয়েই বাড়ির পথ ধরিয়ে দিলেন !! আরও কিছু তথ্য,আরও কিছু কিংবদন্তি,জামে নয় 'জামা মসজিদ' নামকরনের ইতিবৃত্ত জানতে পারলে.....পেটটা ফুলে ঢোল হয়ে যেত ! হয়তো সময় কিংবা সুযোগ মেলেনি তাই...।
সে যাই হোক,'পড়ুয়া'র লেখা কম কিংবা বেশি..যে কোন পোষ্টেই খুশি !
ভাল থাকবেন।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭
মনিরা সুলতানা বলেছেন: বলেন কি আশা মেটেনি
বড় পোস্ট দিলে আবার কেউ কেউ চা নাস্তার ব্যাবস্থা রাখতে বলে যে , আপনি কানে মুখে বললেন, আর উনারা সরাসরি বলেছেন ,
আমিও অবশ্য দাওয়াত দিয়েই রেখেছি ...
" বাদ আসর বিফর মাগরিব " আমার বাসার দরজা সব সময় খোলা
পরবর্তী পোস্ট এ আপনার পেট ঢোল করার ব্যাবস্থা করা যায় কিনা দেখি ।
শুভকামনা আপনার জন্য
১৪| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
চুক্কা বাঙ্গী বলেছেন: তথ্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ভাই সব ধার করা তথ্য ,
উপকারে লাগ্লে আর ঘুরতে আসলে জানাতে ভুলবেন না
১৫| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
শেরজা তপন বলেছেন: ছবিগুলো অনিন্দ্যসুন্দর সাথে দারুন সাবলীল বর্ণনা। শুধু গরমের কথা শুনে মনটা খারাপ হল(গরম আমার ভীষন অপছন্দের- অনেক ভাল কিছু দেখা হয়নি শুধু গরম লাগবে বলে)
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭
মনিরা সুলতানা বলেছেন: পাঠে কৃতজ্ঞতা জানবেন ...
হাহাহা ভাল বলেছেন , এই জন্যই বুঝি ডীপ ফ্রিজ ( রাশিয়া ) বেছে নিয়েছিলেন থাকার জন্য ।
আমি আপনার লিঙ্ক দেয়া মে বি গুগুলে র লেখা গুল পড়েছি , আপনার এই কথায় মনে পরে গেল , সাতরে নদী পার হতে যেয়ে আপনার যে অবস্থা হয়েছিল , এবং কিভাবে পরিত্রাণ পেয়েছিলেন :#> ...
অনেক অনেক ভাল থাকুন ভাইয়া
১৬| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ছবি ব্লগে ভাল লাগা ।
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ...
আপনার জন্য শুভকামনা
১৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫২
খেয়া ঘাট বলেছেন: বাদ আসর বিফর মাগরিব " আমার বাসার দরজা সব সময় খোলা - চমৎকার রম্যরসাত্মক একটা লাইন। হাহাশে ।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২০
মনিরা সুলতানা বলেছেন: রোজার দিন বেশী হাসা ঠিক না ...
রোজা হাল্কা হয়ে যাবে ...।
কেমন আছ ?
১৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২১
রোমেন রুমি বলেছেন: কোনদিন যাওয়া হবে কিনা কে জানে !
পোস্টটা ভাল লাগল ।
বিশেষ করে ছবিগুলো ।
ভাল থাকুন
শুভ রাত্রি ।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: ইনশাআল্লাহ অবশ্যই আসবেন ...
আপনার ভাল লেগেছে যেনে ভাল লাগলো
ছবি গুগোল মামা র সাহায্য ও নিয়েছি ...
আমার লেখায় স্বাগতম
অনেক অনেক শুভকামনা রইল
শুভ রাত্রি
১৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২৩
প্রত্যাবর্তন@ বলেছেন: ছবিগুলো চমৎকার
২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২৯
মনিরা সুলতানা বলেছেন: পাঠে কৃতজ্ঞতা রইল
শুভকামনা
২০| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৮
সোহাগ সকাল বলেছেন: পোস্ট সরাসরি প্রিয়তে নিয়ে গেলাম!
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন সোহাগ ...
শুভকামনা আপনার জন্য
২১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২০
বাংলাদেশী দালাল বলেছেন: কিন্তু শুরুতেই ধাক্কা এত সরু পথ যে এক আমিতেই দরজার কাজ হয়ে যায় সেখানে যারা নিচে নেমে আসছিলেন তাদের জন্য উপর থেকে লম্ফ ছাড়া গতি নেই ।
হাসতেই আছি আমার দিদি এতততততো মোটু?????
এত্তোগুলা রোজা রাখার পরও প্রস্থ একটুও হ্রাস পায় নাই!
মাহে রমজান কেমন যাচ্ছে জানতে ব্লগে আসলাম আর দেখি "দিল্লী দর্শন" রিলোড হইছে
কেমন আছেন "দি ফ্যামিলি" সমেত????
ও, চমৎকার পোস্টটাতে প্লাস না দিলে কান্ডারী ভায়ের টর্নেডো আমার উপরে দিয়া যাইছে পারে। +++++++++++++++++++
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে মটু না হইলে দিদি হইলাম কেম্নে ?
বাংলাদেশী মা , দিদি সব একটু মটু না হইলে, মা মা লাগে না ।
এত্ত গুলা কেন সারাজীবন রোজায় ও আশা নাই যে হ্রাস পাবো
আলহামদুলিল্লাহ্ বিন্দাস আছি ...।
হাহাহা , অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ...
শুভকামনা আপনার ও আপনার পরিবার এর জন্য
২২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
জুন বলেছেন: ছবি দেখে খুব ভালোলাগলো মনিরা সুলতানা। আপনার চোখে দিল্লী জামা মসজিদ নিখুত ভাবে দেখে নিলাম ফের।
আনলাকি ১৩ নং প্লাসকে ১৪ করে দিয়ে গেলাম
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫
মনিরা সুলতানা বলেছেন: আহ জুন আপু ...
আপনার উপস্থিতি সব সময় ই অনুপ্রেরণা দায়ক , সত্যি এর আগে আপনি নিশ্চয় নিজে দেখেছেন ,এখন আমার চোখে দেখলেন
অনেক অনেক ধন্যবাদ আপুনি
শুভকামনা
২৩| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দিল্লী দেখলাম...
ধন্যবাদ
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৩
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগতম মইনুল ...
অনেক অনেক ধন্যবাদ ...
শুভকামনা আপনার জন্য
২৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০
প্রিয়ভাষিণী বলেছেন: গুগুল থেকে ছবি নিয়েও অসাধারণ বর্ণনায় প্রানবন্ত হয়ে উঠেছে আপনার পোস্টখানা।
মনে হচ্ছে আমি চলে গেছি নিজেই সেখানে।
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: ঋণ শোধ করতে এলেন ?
যেভাবেই হোক আপনাকে পেয়ে আমি আনন্দিত ...
অনেক অনেক ধন্যবাদ ,শুভকামনা
২৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর তথ্যবহুল পোষ্ট
ভাবলুম একবার ঘুরে আসি
ভাল থাকবেন
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু
আমার লেখায় স্বাগতম ...।
শুভকামনা আপনার জন্য
২৬| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৫
খেয়া ঘাট বলেছেন:
"ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ । প্রিয় সামহুয়ার ইন ব্লগের সকল ব্লগার ,পাঠক, ক্যাচাল বাজ ,এবং সেলেব্রেটি দের জন্য রইল ঈদ শুভেচ্ছা ~~ ঈদ মোবারক "
মডুদের বাদ দিছেন, ও সরি। মডুরাতো ঠিকই আছে। সেলেব্রেটিরাইতো মডু।
ঈদমোবারক।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৫
মনিরা সুলতানা বলেছেন:
২৭| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক আপু
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৪
মনিরা সুলতানা বলেছেন: আপ্নাকেও ঈদ মোবারক আপুনি
২৮| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৪
না পারভীন বলেছেন: ঈদের শুভেচ্ছা , তোমাকে সেই সাথে পরিবারের সবার জন্য ।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ...
মি খুশী হইছি
ঈদ মোবারক নাপা মনি
২৯| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৩
বাংলাদেশী দালাল বলেছেন: ঈদ মোবারক দিদি । ভালো থাকুন সবসময়। আপনি কি এখন দেশে?
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক দেশী ভাই ...
আপনার পরিবার এর জন্য শুভকামনা ...
দেশে ছিলাম আজকে আবার দেশ ছাড়লাম ।
দেরীতে উত্তর দেবার জন্য দুঃখিত ।
৩০| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঈদ মোবারক ।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫
মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক ভাইয়া ...।
মনে করার জন্য ধন্যবাদ , আপনার পরিবার এর জন্য অনেক অনেক শুভেচ্ছা
৩১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩
েবনিটগ বলেছেন:
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
মনিরা সুলতানা বলেছেন:
৩২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬
খেয়া ঘাট বলেছেন: ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ । প্রিয় সামহুয়ার ইন ব্লগের সকল ব্লগার ,পাঠক, ক্যাচাল বাজ ,এবং সেলেব্রেটি দের জন্য রইল ঈদ শুভেচ্ছা ~~ ঈদ মোবারক
এখানে কে ক্যাচাল বাজ আর কে আটাবাজ -এটা বুঝার সহজ উপায় কি?
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ক্যাচাল বাজ রা হচ্ছে সামু র মুল শক্তি, জত ক্যাচাল তত হিট
বাকি বুইজ্ঝা লন
৩৩| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫
আরজু পনি বলেছেন:
কয়েকদিন আগে ডকুমেন্টারীতে দেখলাম সম্রাট শাহজাহানের জীবন ও তাজমহল বানানোর বিভিন্ন কাহিনী ....
আপনার পোস্টটা ছবি সহ দারুণ বর্ণনা পড়ে ভালো লাগলো ।
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আরজুপনি ...।
আমার জন্য দোয়া করেন ,আলসেমি যেন কাটে তাহলে আরও কিছু পোস্ট দিতাম ...
শুভকামনা আপনার জন্য
৩৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice post
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৪
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগতম মাহমুদুর রহমান সুজন
অনেক ধন্যবাদ আপনাকে ...
শুভকামনা
৩৫| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৬
খেয়া ঘাট বলেছেন: চলে যায় বসন্তের দিন.............................
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: দিন যায় কথা থাকে ...। ...।।
৩৬| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এ বছর কাশ্মীর থেকে ফেরার পথে জুমার নামায আদায় করেছি এই জামে মসজিদে। যেই প্রচন্ড গরম ছিল না সেদিন !!
মিনারে ওঠা যায় জানতাম না, অবশ্য হাতে সময়ও ছিল না। পরে কখনো গেলে ঘুরে আসব ইনশাল্লাহ...
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
মনিরা সুলতানা বলেছেন: ইনশাল্লাহ অবশ্যই বিকেল ৫ টার আগে যাবেন...
আমার লেখায় স্বাগতম জহিরুল ইসলাম ভাইয়া ...
শুভকামনা আপনার জন্য
৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
সুরঞ্জনা বলেছেন: দারুন ছবি! আমার জামা মসজিদের ছবি সহ মোবাইলটা জামা মসজিদ চত্বরেই চুরি হয়ে যাওয়ায় অনেক স্মৃতি হারিয়ে ফেলেছি।
২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু
কিন্তু আপনি যত চমৎকার করে বর্ণনা করেছেন মন ছুয়ে গেছে
পুরনো দিল্লি গেলে এই ভয় টা থাকে ,শুনে আমার ও মন খারাপ লাগছে আমরা ও আপনার স্মৃতি র ভান্ডার থেকে বঞ্চিত হলাম ।
শুভ কামনা আপু
৩৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫
মহামহোপাধ্যায় বলেছেন: আমি ভাবছি ঘটনা কি আপুর নতুন কোন পোস্ট পাইনা বহুদিন !! সাম্প্রতিক মন্তব্য থেকে আপনার ব্লগে এসে এখন দেখি আমি আপনাকে অনুসরন করিনি
এই পোস্ট অনেক ভাল লাগল। বাকি গুলো সময় করে দেখার ইচ্ছে রইল।
ভাল থাকুন। শুভ কামনা
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা অনুসরন করে ও খুব বেশী ভাল কিছু র আশা নাই ভাই
আমি অনেক আলসে
পোস্ট ভাল লেগেছে যেনে ভাল লাগলো ভাইয়া মি হ্যাপ্পি
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা
৩৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২২
এস কাজী বলেছেন: আপনার এই পোস্টটি আমাকে নস্টালজিক করে দিল
০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা নস্টালজিক করলে ঘুমান ক্যা ... ??
কাজী সাহেব আমার লেখায় স্বাগতম আপনাকে
আপনার নস্টালজিয়ার কাহিনী লিখে ফেলেন ।।
অনেক অনেক ভাল থাকেন
৪০| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:১৭
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল দিল্লীর অতীত ম্মৃতিময় ছবিগুলি দেখে , সেই ২০০১ সালে শেষ দিল্লী গিয়েছিলাম । এখান থকে কিছু ছবি নিয়ে গেলাম এলবামে ।
আপনার লিখার উচ্চমান দেখে প্রতীয়মান যে বাংলা ভাষার উপর অাপনার প্রচুর দখল । একটি অন্য প্রসংগ নস্টালজিয়া সম্পর্কে আপনার সাথে আমার কিছু ভ্বনা শেয়ার করতে চাই । এখানে এই মন্তব্যের ঘরে আসার পথে একটি মন্তব্যে জনৈক পাঠক ব্যাবহৃত 'নস্টালজিয়া' শব্দটিতে চোখ একটু আটকে যায় । এখানে এটার প্রয়োগ যতার্থ হয়েছে তাতে কোন সন্দেহ নেই । বাংলা ভাষায় ব্যবহৃত কোন শব্দের সাথে ( সেটি দেশী বিদেশী যে শব্দই হোক না কেন ) নষ্ট বা নষ্টা জাতীয় কোন প্রত্যয় যুক্ত হলে তা মুলত: নিগেটিভ অর্থেই ধরা হয় এবং যারা শব্দটির সঠিক অর্থ জানেনা তারা একটু বিভ্রান্ত হয় । অথচ নস্টালজিয়া বলতে কত সুন্দর অর্থ বুঝায় :
a wistful desire to return in thought or in fact to a former time in one's life, to one's home or homeland, or to one's family and friends; a sentimental yearning for the happiness of a former place or time।
শব্দটির বিবিধ বহুমুখী অর্থ যথা স্মরণবেদনা, গৃহাকুলতা, স্মৃতিবেদনা, ঘরের জন্য মন কেমন করা, অতীত-আর্তি, হারানো দিন ফিরে পাবার আকাঙ্খা প্রভৃতি হতে পারে । শব্দটি বহুল ভাবে বাংলা সাহিত্যে ব্যবহৃত হতে দেখা যায় অথচ শব্দটির প্রয়োগ সেখানে যতার্থ বা প্রাসংগিক বলে মনে হয় না , শুধু একটি কঠিন শব্দকে টেনে আনা হয়েছে বলেই মনে হয় । তাই এর সঠিক একটি বাংলা প্রতিশব্দ থাকলে মনে হয় ভাল হত ।
তাই এর সঠিক বাংলা কোন প্রতি শব্দ জানা থাকলে জানালে বাধিত হব । হাতের কাছে বাংলা ডিকশনারী নেই , যেখানে এখন অাছি সেখানে পাওয়ার সম্ভাবনাও আপাতত: নেই তাই এ অনুরোধ করা ।
ভাল থাকুন, শুভকামনা থাকল ।
০৬ ই মে, ২০১৬ রাত ১২:১৮
মনিরা সুলতানা বলেছেন: মজার ব্যাপার হচ্ছে ঠিক গতকাল রাতেই বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে একটা লেখা দিতে হল ঢা বি র একটা হল এর স্মরণিকার জন্য
সেখানেই এই নস্টালজিয়া কথা টা চলে এসছে ,একটা লেখায় বার বার একই শব্দের ব্যবহার পাঠকের জন্য বেশ বিরক্তি কর সেখানে কি করলাম প্রথমে নস্টালজিয়া লিখে পরে বাংলা তে লিখলাম স্মৃতিকাতরতা ।
নাহ আমার ভাষায় খুব ভালো দখল নেই ভাইয়া ,প্রচুর বানান ভুল হয় এবং ঘুরে ফিরে একই শব্দের ব্যবহার দেখবেন আমার লেখায় ,আপনি আসলে আমাকে একটু বেশী ই স্মমান দিচ্ছেন ,কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ।
পরবর্তী মন্তব্যে " উড়ন চণ্ডী " আপনার প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন ,জি স্মৃতিকাতরতা ই নস্টালজিক এর বাংলা শব্দ ।
৪১| ০৫ ই মে, ২০১৬ রাত ৯:৫৩
***উড়নচণ্ডী*** বলেছেন: ইতিহাস আশ্রীত সাবলীল আর প্রান্জল ঝক-ঝকে ছবি ব্লগে দিল্লী জামা মসজিদ ঘুরে এলাম, কখনও যাওয়া হয়নি তাই এরপর যেদিন যাবো অবশ্যই আপনার ছবি ব্লগ দিল্লী দর্শন : ১ এর স্মৃতিকাতরতায় ভুগবো এটুকু নিশ্চিত।
ড: এম এ আলী হয়তো স্মৃতিকাতরতা শব্দটি খুজে ফিরছিলেন।
০৬ ই মে, ২০১৬ রাত ১২:৪০
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা চমৎকার বলেছেন স্মৃতিকাতরতায় ভুগবেন !!
কেউ আমাকে এভাবে বললে আমি উত্তর দেই " স্মৃতিকাতরতা মোবারক"
অবশ্যই যাবেন এবং নস্টালজিয়াতে ভুগবেন সেই শুভ কামনা
অনেক অনেক ভালো থাকুন আর আমদের জন্য লিখুন
ও হ্যাঁ ডঃ এম আলী পক্ষ থেকে ও আপনাকে ধন্যবাদ
৪২| ০৬ ই মে, ২০১৬ রাত ২:১৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও সেই সাথে কৃতজ্ঞতা । আপনাকে বেশী স্মমান দিতে পারলাম কৈ বরং যতটুকু প্রাপ্য তার কিছুই দিতে পারিনি , তবে দিনে দিনে বারবে তা যতই হবে আরো জনাশুনা আপনার লিখার সাথে । এত সুন্দর বাংলা প্রতিশব্ধ থাকার পরেও অামরা ইংরেজী 'নস্টালজিয়া শব্দটা কেন যে প্রয়োগ করি। আপনের পন্থাটিই উত্তম, প্রাথমিকভাবে একবার এটা প্রয়োগ করে পরে বাংলায় প্রয়োগ করা । এতে শব্দটির বহুল প্রচার পাবে এবং অচিরেই স্থায়ী আসন পেয়ে যাবে বাংলা সাহিত্যে । আপনার ঢাবি হলের স্মরণিকার লিখাটি প্রকাশের পর সম্ভব হলে সামুর পাতায় ঢেলে দিলে খুশী হব ,তা দেখতে পাব , ভাল লাগবে ঢাবি হল বাসিন্দা ছিলেম যে দীর্ঘদিন । ধন্যবাদ অামার পক্ষ থেকে উড়নচন্ডী মহোদয়কে ধন্যবাদটুকু প্রেরণের জন্য , আমার পক্ষ থেকে এখন উনার প্রতি রইল একরাশ শুভেচ্ছা ও শুভকামনা ।
আপনিও ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
০৬ ই মে, ২০১৬ দুপুর ১:২২
মনিরা সুলতানা বলেছেন: সব কিছুই জন্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
বাংলায় নস্টালজিয়া আর স্মৃতিকাতরতা দুই টাই বহুল পরিচিত শব্দ ।
ভালো থাকবেন
৪৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
খায়রুল আহসান বলেছেন: দিল্লী জামা মসজিদ এর সুন্দর ছবিগুলো দেখে এবং ভ্রমণকাহিনী পড়ে মুগ্ধ হ'লাম। পোস্টে ষোড়শ ভাল লাগা + +।
এতটা উপরে কি হেঁটেই উঠেছিলেন, নাকি সেখানে লিফট ছিল?
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!! আহসান ভাই !!!
আপনার সাথে আমি নিজেও এত বছর পর ঘুরে এলাম জামা মসজিদ দিল্লী আর সাথে আমার প্রিয় মুঘল স্থাপত্যঃ
ভাগ্যিস এই পোষ্ট এর ছবিগুলো ঠিক আছে ,আমার কয়েকটা পোষ্ট তো সামু গায়েব ই করে দিয়েছে ।
খুব বেশি উঁচুতে ছিলো না ,মনে হয় তৃতীয় বা চতুর্থ ।বাচ্চারা ও হেটেই উঠেছে; তবে সবচাইতে ভয়ানক যা ছিল তা হচ্ছে ঠিক সেদিন প্রথম আমি টের পেয়েছিলাম আমার কাস্টফোবিয়া আছে। অতখানি সরু সিড়ি দিয়ে সবাই উঠছে নামছে ,মনে হচ্ছিলো দেয়াল কাছে চলে এসছে । সবচাইতে টেনশন লাগছিল আমার বাচ্চাদের কে দেখবে এটা ভেবে ,বেশ বুক ভরে নিঃশ্বাস নিয়ে আর বাচ্চাদের কথা ভেবে ভেবে কোন মতে উঠানামা করেছিলাম ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর, চমৎকার ১টা পোস্ট ||