নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
এই গল্প এই ভালোবেসে বন্ধুদের প্রিয় বই গুলি ছুয়ে দেয়া(ট্যাগ করা ) কাছের প্রিয় বন্ধুর আত্মার খুব কাছে যাওয়া ,নতুন কিছু সাহিত্য আস্বাদন , বেশ কিছু দিন আগে থেকে ...
সেই মুহূর্ত গুলিতে ব্যাক্তিগত জীবনের চলন্ত ট্রেন এর গতি সামলানোতে ব্যস্ত ভীষণ আমি ,আমার সেই অগোছালো বিবর্ণ পাতা ঝরার সময়ে ও পাগলাটে বন্ধু রা আমাকে ছুঁয়ে দিতে ভুলে যায়নি । এদের সবার পড়ার অভিজ্ঞতা ভান্ডার ,লেখার স্মৃতি জাগানিয়া সুর নিমেষে সবাই কে কাছে টেনে নেয় ,সহজিয়া ভালোলাগা র আবেশ সবাই কে ছুয়ে যায় । বন্ধুদের লেখার অনুরণন আমাকে স্পর্শ করে গেলো ।আমিও লিখতে বসে গেলাম নিজের পছন্দের ,সময় কে পাল্টে দেয়া বলি, মনের জানালা খুলে দেয়ার চাবি বলি ,আমার ভাল থাকার মন্ত্র বলি , সুখ পাঠ্য বই ই বলি , যে নামেই ডাকি তাদের নিয়ে ।
ভাবনার জগতের সুনসান দীঘিতে প্রথম ঢিল অবশ্যই বড়দের মুখের রুপকথা র গল্প , অনেক দিন সংগ্রহে রাখা এর পরের প্রথম প্রিয় বই এর নাম
* " চয়নিকা " ছোট বেলায় আমাদের পাঠ্য বই ছিল এর প্রতিটি লেখা ছিল মন ছোয়া , " # মাহমুদ মিয়া বেকার / তাই বলে কি স্বাদ নাই তার বিশ্ব ঘুড়ে দেখার /
# মেজাজ ছিল তিরিক্ষি তার / মাথায় ছিল চুলের বাহা
# ভাল্লাগেনা কিচ্ছু তার / করেই আছে মুখটি ভার / অনেক সাধের চেস্টা তে জানল সবাই শেষ টা তে / এর রোগ সারে পরলে পাতে চক বাজারের গোস্ত রুটি
সব চাইতে প্রিয় প্রিয় লেখাটার কথা লিখতে ভুলেই গেলাম এই চয়নিকা বই এর জা ছিল এক্কেবারে সেই সময়ের মনের কথা ।
** আম্মা বলেন পড় রে সোনা আব্বা বলেন মন দে
পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপা র গন্ধে ...
আমার কেবল ইচ্ছা করে পাখীর মত উড়তে
নানা রঙের ফুলের উপর ... ঘুড়তে ।
আহা শৈশব ফুলে ফুলে ঊরে বেড়ানোর দিন ।
** দ্বিতীয় বই না বলে লেখা বলা ভালো যা মনের আয়নায় আজ ও একই ভাবে প্রতিফলিত হয় সেটা হচ্ছে পল্লী কবি জসীম উদ্দিনের লেখা " নিমন্ত্রণ "
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
তুমি যদি যাও – দেখিবে সেখানে মটর লতার সনে,
সীম আর সীম – হাত বাড়াইলে মুঠি ভরে সেই খানে।
তুমি যদি যাও সে – সব কুড়ায়ে
নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে,
খাব আর যত গেঁয়ো – চাষীদের ডাকিয়া নিমন্ত্রণে,
হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে।
কাউরে দেব না ,তুমি যদি চাও
আচ্ছা না হয় দিয়ে দেব তাও
কি অসম্ভব মমতা মাখা কবিতা ,বড় আপা আমাদের সব ভাই বোনদের কে এই কবিতা শুনিয়েছিলেন ।
এখাণে প্রসঙ্গ ক্রমে একটি কথা উল্লেখ করি বড় তিন ভাই বোন থাকাতে ওদের প্রতি নতুন বছরের বাংলা বই এর সব গল্প পড়ে ফেলতাম , বাংলা ব্যাকারন এর রচনা নৌকা ভ্রমন , বট গাছের আত্ম কাহিনী ,এগুলি সব সব ...
হরলাল রায়ের ব্যাকারন বই এর অসমাপ্ত গল্পের সমাপ্তি করন পড়তাম তখন কিছুই বুঝতাম না অবশ্য ।
*** এর পরের বই নজরুলের শিশু সাহিত্য গুলো ।
এ এক অন্য জগত
# লিচু চোঁরর কানমলা
#কাঠ বিড়ালী র হৃদয় হীনতা
#সকাল বেলার পাখী হবার প্রেরনা
#সাত ভাই চম্পার দুঃখ ।
#এত বড় রঙ যাদু
** রবীন্দ্র নাথ কেও চিনেছিলাম পাশা পাশি বজ্রেশরের লুচি দোলানো আর ক্যাস্টর ওয়েল এ কিন্তু লোটর দলের স্কুল পালানো নজরুল যেভাবে শৈশবের হাঁসি কান্নায় মিশে আছে রবি বাবু ততটা পারেনি ।
বুদ্ধদেব বসুর সোকানুর সন্ধান ও পেয়েছি
#কোথায় চলেছ , এদিকে এস না দুটো কথা শোন দেখি
এই নাও এই চকচকে দুই নতুন রুপোর সিকি
সোকানুর কাছে আর আনি আছে তোমাকে দেব গো তাও
দয়া করে মাঝি মোরে সোকানুরে নৌকায় তুলে নাও ।
#পৈঁঠায় বসে গরম ভাত আর টাটকা ইলিশ ভাঁজা সোকানুরে তুই আকাশের রাণী আমি পদ্মার রাজা
আর একটা প্রিয় বই ছিল নাম ভুলে গেছি , কাঠের পুতুল বা অন্য কিছু হবে " গল্প টা এমন ছিল মিথ্যে বললে নাক লম্বা হয়ে যায় "।
**** আমার কৈশোরের কান্না মিশে আছে হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের কুৎসিত হাঁসের ছানার সাথে
***** আর ছোট জলকন্যার ভালোবাসার ঢেউয়ের ফেনায়
****** সেবা প্রকাশনীর রকিব হাসানের 'তিন গোয়েন্দার কিশোর পাশার কথা না বললে একটা অধ্যায় বাদ পরে যায় ।জিনিয়াস হবার সুপ্ত বাসনা তখন থেকেই জা আজো পূরণ হয় নি grin emoticon
বড় ভাই বোনেরা তখন ওয়েস্টার্ন সিরিজ , মাসুদ রানা তে নিমগ্ন
যথেষ্ট বিনয়ের সাথে শ্রদ্ধা সহ বলতে চাই ইহা আমার কাপের চা নহে
চেস্টা করেছি ,কিন্তু অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট ধরনের দুই একটা ছাড়া কোনটাই শেষ তক শেষ করে উঠতে পারি নাই ।
এর পর আসে আমার জীবনের সবচাইতে স্বর্গীয় সময় " আলোকিত মানুষ হবার কারিগরের সাথে পরিচয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে অংশ গ্রহন করে ।
বড্ড সুন্দর আর পাখীর পাখায় ভর করে উড়ে চলা দিন ছিল , প্রথম প্রথম সপ্তাহে একটা পেতাম এর পর দুইটা , পরের বছর থেকে সংগঠক হিসেবে যোগ দিয়ে তো লাইব্রেরী ই আমার ।
হাজারো বই এর ভিড়ে
******* ক্রীত দাসের হাঁসি - শওকত ওসমান
*******ঝিন্দের বন্দী - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের
******** পিতা পুত্র- ভেরা পানোভা Vera Federovna Panova.
******** মা- মাক্সিম গোর্কি
********* নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি - শঙ্কর
********** প্রাইড এন্ড প্রেজুডিস -
********* পথের পাঁচালী বিভুতি ভূষণ
********** দত্তা - শরত চন্দ্র
****** সোজন বাদিয়ার ঘাট - জসীম উদ্দিন
ততদিনে বন্ধুরা হুমায়ুন , ইমদাদুল হক মিলনে ডুবেছে কিছু আমিও পড়ে ফেলেছি কিন্তু ধাক্কা খাইনি
*********** আয়না ঘড় এবং
************ তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে আমাকে হুমায়ূন ভক্ত করে ।
************ জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুল
রবীন্দ্রনাথে আশ্রয় খুঁজি
************* সঞ্চয়িতা নিয়ে জীবনে প্রথম বই মেলায় মেজ বোনের কাছে থেকে জন্মদিনের উপহার পেয়ে
বিশ্ববিদ্যালয় জীবন পড়ুয়া আমি কে পূর্ণতা দেয়
সমরেশ , শীর্ষেন্দু মুখোপাধ্যায় , সুনীল, শরদিন্দু কত শত লেখকে ডুবি । অসংখ্য বই কত শত নামের লেখক
************** মানব জমিন -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
**************** পার্থিব -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
***************** পূর্ব পশ্চিম- সুনীল
********ছবির দেশে কবিতার দেশে - সুনীল
****************কড়ি দিয়ে কিনলাম - বিমল মিত্র
আবুল হাসান , হেলাল হাফিজ , রুদ্র , সুকান্ত , নিরমলেন্দু গুণ এদের কিছু নির্বাচিত কবিতার বই
আমার জীবনের গুরুত্ব পূর্ণ বাকে সত্য হয়ে ধরা দিয়েছে ।
**ঝিনুক নীরবে সহ
ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও,
ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও!
** গিয়ে থাকলে আমার গেছে কার তাতে কি
আমি না হয় ভালোবেসে ভুল করেছি ।
** ভালোবাসা যাকে খায় তার সব টুকু খায় ।
গুণ এর হুলিয়া কবিতার
" আমি যখন বাড়িতে পৌঁছুলুম তখন দুপুর "
এক অন্য জগতে নিয়ে যায় ।
******** আন্না করেনিনা -তলস্তয় পড়তে শুরু করি বিয়ের পর আন্নার ব্যক্তিত্ব আমাকে প্রতি পদে মুগ্ধ করে , আন্নার বিপর্যস্ত জীবনের করুন পরিণতি অনেকটাই আচ করতে পারছিলাম ।
বই শেষ করে ছেলে সেরিওঝার খুব দ্রুত নিজেকে সামলানোর চেষ্টার যে ভয়ংকর বর্ণনা তা আমাকে অনেক দিন তাড়া করছে আর ছোট্ট মেয়ে টার মা কে চিনবার আগেই মাতৃহারা হবার ভয়নক পরিনতির জন্য আবার আন্না কেই আমি দোষী করেছি ।
রয়ে গেল বাকী অনেক আসলেই থেকে যায় স্মৃতি নির্ভর লেখা প্রকাশের পর মনে হয় আরো কিছু লিখি
ভ্রমণ কাহিনী আমার সবসময় প্রিয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগিতায় পেয়েছিলাম পালামৌ রয়ে গেছে প্রিয় হয়ে ।
অনেক দিন হয় নতুন বই এর গন্ধ নেই না ই- বুক আর ব্লগের ভিড়ে বিছানায় শুয়ে পাশের জানালা পা তুলে দিয়ে সারাদিন বই পড়ার অখন্ড অবসরের স্মৃতি আমার অনেক গ্লানিময় দিনের এক পশলা বৃষ্টির আনন্দ ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় আরমিন ...
বই আত্মার সাথে জুড়ে আছে ।।
ই বুকে আয়েসি ভাব নেই
অনেক অনেক শুভ কামনা আপুনি
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ স্মৃতি চারণ। কত কথা মনে পড়ে গেলো।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম ময়ূরাক্ষী ...
সব শৈশব ই মধুর আপু ।।
অনেক অনেক ভাল থাকুন
শুভ কামনা
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
মহামহোপাধ্যায় বলেছেন: আচ্ছা এই তাহলে ঘটনা?? ছোটবেলায় ভাইয়া আপুকে বলতে শুনতামঃ
মাহমুদ মিয়া বেকার
তাই বলে কি সাধ নাই তার বিশ্ব ঘুরে দেখার
আসলে পরে চেকার
বলবে হেসে মাহমুদ মিয়া ট্রেন কি তোমার একার??
লিস্টের বেশ কিছু বই আমার পড়া নেই। সেগুলো পড়তে হবে। পোস্ট প্রিয়তে।
এই ভর সন্ধ্যায় এভাবে নস্টালজিক করে দেবার জন্য আপনাকে দুইটা মাইনাস দিলাম
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০
মনিরা সুলতানা বলেছেন: আহ ।।
ধন্যবাদ ধন্যবাদ
আপনার নামটা জানতে পারলে ভাল হত প্রত্যেকবার কপি পেস্ট করতে হয় এমন খটমটে ।
আসলে লিস্ট সেভাবে করতে গেলে তো পেজে কুলাবে না তাই যে বই গুলি আমি কখনোই আমার কাছা ছাড়া করতে চাই না তাদের নিয়ে লিখলাম ।
দুই দুইটা মাইনাসে প্লাস হয়ে গেলো
কাল সারাদিন আমি ছিলাম নস্টালজিক ,সাথে এক দুই জন পেলে মন্দ হয় না ।
শুভ কামনা
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার বইয়ের তালিকা এবং পছন্দ দেখে বলতেই হচ্ছে আপনি খুব ভালো মানের একজন পাঠক। নির্দিষ্ট কারো লেখায় নিমজ্জিত না থেকে বিভিন্ন লেখকের ভিন্ন ভিন্ন বিষয়বস্তুর উপর বই পড়েছেন। এটাই করা উচিৎ। কারণ তাতে জানার এবং বুঝার পরিধি অনেক বেড়ে যায়। জ্ঞানের ভাণ্ডার আরও বেশী সমৃদ্ধ হয়ে উঠে।
বই পড়লে আপনার বিষণ্ণতা কেটে যায়। পাঠক হিসাবে আপনাকে মূল্যায়নের জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে। অনেক ভালো লাগলো আপনার স্মৃতিচারণ। আপনার তালিকার অনেক বই আমার পড়া আছে। তবে সবগুলো নয়। নিরন্তর শুভ কামনা রইলো মনিরা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯
মনিরা সুলতানা বলেছেন: আমি পড়ার ব্যাপারে সর্বভুক শ্রেণীর ।
জানার বোঝার পরিধি বেড়েছে কিনা বলতে পারবো না , তবে একাকীত্ব কাকে বলে বুঝতে পারি না ...
অনেকেই কাজ খুজে পান না বোর হয়ে জান ,আমার কেবলই মনে হয় দিনে এত কম সময় কেন ...
পছন্দের বইগুলো কত কত যে পড়ি , মজার ব্যাপার প্রতিবারই কিছু নতুন ভাবে বুঝতে পারি ।
একটা ঘটনার কথা শেয়ার করি , জব করার সময় আমার একবার ট্যুরে যেতে হয়েছিলো লাল মনির হাট সাথে কোন বই ছিল না ,আশে পাশে কেনার মত দোকান ও নেই অফিসের মেয়েটার কাছে ও পড়ার মত কিছু নেই না পেপার না ম্যাগাজিন আমি তখন পাগল প্রায় পাশের বাসার এক মেয়ের আমার কাছে আসে ওকে ধরলাম
বলে আপু আমার ক্লাসের বই আছে ,আমার তাই সই ।
বলল আপনি পড়বেন না , কারন আমি মাদ্রাসায় পড়ি ।
আমি হো হো করে হেসে বললাম কোন আসুবিধা নাই কিছু পুন্য অর্জন করি নিয়ে আস ।
আপনার চমৎকার মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চমৎকার কিছু বইয়ের নাম পেলাম। বেশকিছু আনকমন আছে...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই কিছু আন কমন নাম নিলেন বলে ।।
আপনাদের লিস্ট গুলো পেলে আমি ও কিছু আন কমন বই এর নাম পেতাম ...
শুভ কামনা ভাইয়া
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার পাঠ্ করা সব বইয়ের ব্যাপারে জানা গেল । কয়েকটি না পড়া বই আছে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ সেলিম ভাই ।।
অনেক অনেক ভাল থাকুন
শুভ কামনা
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩
প্রবাসী পাঠক বলেছেন: আপনার লিস্টের অনেকগুলো বই পড়া হয় নি। পড়ে দেখতে হবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রবাসী
পাঠে এবং মন্তব্যে
অনেক অনেক ভাল থাকুন
শুভ কামনা
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: আমি পড়েছি নির্বিশেষে।। ছোটবেলায় কুয়াশা,বনহুর,বাহরাম ইত্যাদি।। একটু বড় হতেই মাসুদরানা থেকে সমরেশ,আশুতোষ,বিভুতি,শংকর,শীর্ষেন্দু,বিমলবাবু সহ অনেকের।। জানি না কতজন বাদ পড়েছেন।।
তবে শরৎবাবুর কথা না বললে বিরাট একটা অংশ অপূর্ন থেকে যাবে।। বিশেষ করে শ্রীকান্তের কথা না বললে।। অনেকের বইই পড়েছি বারবার,অনেকবার।। আর আজ? গত ২৩বছর ধরে শুধু পেপারই সম্বল।। বর্তমানে ইউটিউবের ছবি আর ব্লগের গল্পকারদের ছোটগল্প।।
লেখাটি পড়তে গিয়ে মুহুর্তের জন্য পিছে ফিরে গিয়েছিলাম।। ধন্যবাদ।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩০
মনিরা সুলতানা বলেছেন: আমি মাসুদ রানা কুয়াশা চেস্টা করেও ভাল লাগাতে পারি নাই
বনহুর বা বাহারামের কারও একজনের নায়িকার নাম ছিল মনিরা
একদম ই ভাল লাগত না যেনে , তাই পড়া ই হয় নি ।
তবে শ্রীকান্ত কে মনে হয় আমার আর একবার ভাল লাগানোর সুজোগ দেয়া উচিত ...
আমার ভাল লাগার বই ,মুভি এগুলি আমি বার বার পড়ি , পছন্দের অংশ ও ।
ভাল লাগলো আপনার পিছনে ফিরে যাওয়া , সুযোগ হলে ভাইয়া আপনার পছন্দের ১০ টা বই কে নিয়ে লিখে ফেলবেন আমরা কিছু নতুন বই এর নাম জানবো ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পাঠে এবং চমৎকার মন্তব্যে
শুভ কামনা
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৯
মহান অতন্দ্র বলেছেন: চমৎকার লেখা আপু । সোজা প্রিয়তে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩
মনিরা সুলতানা বলেছেন: ওরে তন্দ্রা মনি মন ভাল হয়ে গেলে জানতে পেরে যে আপনার এত ভাল লেগেছে ...
অনেক অনেক ধন্যবাদ
কৃতজ্ঞতা
শুভ কামনা নিরন্তর
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: সঞ্জীবের পালামৌ খুব ভাল লেগেছিল পড়ে। আপনার লেখাটাও ভাল লাগল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রোফেসর ।।
ভ্রমন কাহিনী আমার অনেক প্রিয়
সুনীলের ছবির দেশে কবিতার দেশে ও ভ্রমন কাহিনী
সামুতে চোখে পরলে মিস করি না ।
লেখা ভাল লেগেছে যেনে আমার অ ভালো লাগলো
শুভ কামনা
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার কথা রাখছি। লিস্ট লেখে ফেলা কঠিন
সাম্প্রতিক পড়ার তালিকা থেকে কয়েকটি উল্লেখ করছি-
এপার বাংলা ওপার বাংলা/ শংকর
বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস ৪৭-৭১/ সালাহউদ্দিন,মোনয়েম, নূরুল
বাংলাদেশের জন্ম/ রাও ফরমান আলি খান
নবাব সিরাজউদ্দৌলা ও বাংলার মসনদ/ ডঃ মোহাম্মদ ফজলুল হক
ঈশ্বরের ঘ্রাণ/ মোস্তফা মীর
কাফনে মোড়া অশ্রুবিন্দু/ হুমায়ুন আজাদ
মহাবিশ্ব/ হুমায়ুন আজাদ
অসম্পর্কের ঋণ/ খলিল মাহমুদ (সোনাবীজ; অথবা ধুলোবালিছাই)
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা মইনুল ভাই
এজ এক্সপেক্টেড আপনার লিস্ট অনেক হেভী ওয়েট ...
এপার বাংলা ওপার বাংলা ই শুধু কমন
বাকি লিস্ট এ রাখালাম ইনশা আল্লাহ পড়ে ফেলবো
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা সময় ছিল যখন বই পেলেই পড়তাম। বাছ বিচার করতাম না। ভাইয়ার ক্লাসের বাংলা বই এর গল্পগুলো ভাইয়ার আগেই শেষ করে ফেলতাম।
আমি পড়ার সময় লেখক নিয়ে ভাবি না। তাই প্রিয় অনেক বই এর লেখক যে কে তা ভুলেই গেছি। যেমন 'মিশুক' সুন্দরবনের উপর লেখা বইটা যে কতবার পড়েছি তার ইয়ত্তা নেই কিন্তু লেখকের নাম মনে নেই।
তবে 'মেমসাহেব' যতটা প্রভাবিত করেছিল আর কোন বই মনে হয় পারে নি।
হুমায়ূন স্যারের হ্মেত্রে অামি সর্বভুক। জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন গুলোই আমার পছন্দের।
তবে আপনার লিস্ট ঈর্ষা জাগানিয়া।
ভালো থাকবেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: সেটা আমার ও হয়েছে অনেক বই এর লেখকের নাম জানি না ।।
পাঠ্য বই বাংলা ইংলিশ হাতে পেয়েই আগে গল্প শেষ করতাম আমার বড় তিন ভাই বোন ছিল সুতরাং বুঝতেই পারছেন ......
মেম সাহেব পড়া হয়নি পছন্দের ১০ এর লিস্ট আমাদের দিয়ে ফেলুন না
হুমায়ুনের বই ২০০১ এর পর বের হওয়া গুলি পড়া হয়নি
অবশ্যই উনার লেখা অনেক ভাল লাগে ।।
জাফর ইকবালের পুরনো লেখা সব সব ই প্রিয় এবং সংগ্রহে আছে ।
আপনিও ভাল থাকুন
শুভ কামনা
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
বৃতি বলেছেন: অনেক ভাল লাগা স্মৃতিকথায়। পছন্দের অনেক বইয়ের কথা মনে করিয়ে দিলেন, মনিরাপু। চার নম্বর কমেন্টের রিপ্লাইও মজার লেগেছে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রিয় বৃতি
আপনার কিছু প্রিয় বই এর নাম ও আমাদের দিন না ...
হাহাহা তাহলে আর একটা ঘটনা বলি ।।
এবারের স্থান হাঠাজারী চট্টগ্রাম ...
ইলেক্ট্রিসিটি আছে , বাসা ও অনেক বড় কিন্তু নগদ ইনকাম সোর্স এক মাত্র এই মেয়ের চাকরী তাই সন্ধ্যের পর একটা লাইট জ্বলে , যেখানে ওর ছোট বোণ ভাই পড়তে বসে । এবারে বই নিতে ভুল হয়নি কিন্তু আলো ? বহু চিন্তা করে বুদ্ধি পেলাম ...
সাথে থাকা টর্চ জ্বেলে বই শেষ করে ঘুমাতে গেছি
শুভ কামনা
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০
জাফরুল মবীন বলেছেন: বিছানায় শুয়ে পাশের জানালা পা তুলে দিয়ে সারাদিন বই পড়া.... আপনার এই একটি বাক্য আমার জীবনের অনেক স্মৃতিকেই নাড়া দিয়ে গেল।
চমৎকার লিখেছেন বোন।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৩
মনিরা সুলতানা বলেছেন: হল লাইফের এটা অনেক কমন ঘটনা মনে হয় ।।
স্মৃতি রা ভাল থাকুক ...
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যর জন্য
শুভ কামনা
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
দীপংকর চন্দ বলেছেন: আর একটা প্রিয় বই ছিল নাম ভুলে গেছি , কাঠের পুতুল বা অন্য কিছু হবে " গল্প টা এমন ছিল মিথ্যে বললে নাক লম্বা হয়ে যায় "।
পিনোকিও কি?
অনেক অনেক ভালো লাগা জানবেন।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৫
মনিরা সুলতানা বলেছেন: না ভাইয়া পিনোকিও না
লেখায় আপনারা ভাললাগা পেয়ে খুশী হলাম
আপনিও অনেক অনেক ভাল থাকবেন
শুভ কামনা
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
কলমের কালি শেষ বলেছেন: স্মৃতির পাতার স্বর্ণযুগ থাকে স্বর্ণে মোড়ানো বাক্সে ।
সুন্দর স্মৃতিচারণ ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার বলেছেন স্মৃতির পাতার স্বর্ণযুগ থাকে স্বর্ণে মোড়ানো বাক্সে ।
অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভ জন্মদিন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৯
মনিরা সুলতানা বলেছেন: আহ ...
খুব ভাল লাগলো
ধন্যবাদ প্রোফেসর ...
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪০
সচেতনহ্যাপী বলেছেন: @ মনিরা এতবছর পর এই যান্ত্রিক জীবনে ভুলেই গিয়েছিলাম কোন একসময় যে বইপাগল ছিলাম।।
ভাললাগা ১০টি বই এর নাম জানাতে বলেছেন।। গত ২৩টা বছর বই বিহিন থাকার পর কি সেই চেষ্টা করা দুরাশা নয়?? পারলাম না তাই আমিও।। ক্ষমাপ্রার্থী অনুরোধে অপারগতার জন্য।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪
মনিরা সুলতানা বলেছেন: ইটস ওকে ভাইয়া ...
অনেক ধন্যবাদ আবার মন্তব্যে
জি সত্যিই দুরাশা এখন কিছু ব্লগারের নাম বা সামুর প্রিয় কিছু লেখার নাম আমরা বলতে পারব ...
শুভ কামনা ভাইয়া
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল।
ভালোলাগা আর ভালোবাসায় সাথে অসংখ্য বই নিয়ে আনন্দে ভরে উঠুক আপনার জীবন।
নিরন্তর শুভ কামনা।
হুম, লিস্টটা সময় করে দিয়ে দেব।।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫
মনিরা সুলতানা বলেছেন: জি রাজপুত্র ...
চমৎকার শুভ কামনার জন্য ধন্যবাদ
লিস্ট এর অপেক্ষায় রইলাম
শুভ কামনা
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০
আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভ জন্মদিন মনিরা সুলতানা। আপনার লেখাগুলো বড় মূল্যবান। আপনার জন্য সকল শুভকামনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি ময়ূরাক্ষী
আপনি নিজে ও অনেক মান সম্পন্ন লেখার অধিকারী
অনেক ভাল থাকবেন
শুভ কামনা
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ভালো লাগলো স্মৃতিচারণ! লিস্টের অনেক গুলোই আমার প্রিয় বই । আন্না করেনিনা , ওয়ার অ্যান্ড পিস বই দুটো পড়ার চেষ্টা কেন যেন শেষ পর্যন্ত পড়া হয় নি ! পালামৌ বইটা পড়ব বলে ভেবে রেখেছি , কিন্তু কিনতে যেয়ে খুঁজে পাইনি বলে সেটাও না পড়ার তালিকায় !
জন্মদিনের অনেক শুভকামনা জানবেন আপু ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২২
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক দিন পর তোমার দেখা পেলাম অদ্বিতীয়া ।।
আশা করি ভাল আছো ।।
হুম তা সত্যি আমি সাথে বাংলা অনুবাদ ও নিয়েছিলাম কিছু বোঝার জন্য কিছু মজা পাবার জন্য ...
অনেক অনেক ধন্যবাদ আপুনি
শুভ কামনা
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন আপু ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সবথেকে পছন্দের মনে করতে পারছি না। তবে জীবনেত ২৩ টা পৌষ মাস (সবাই বসন্ত বলে তাই নিজেকে এক্টু ভিন্ন প্রমানের প্রচেষ্টা) পার করার পর প্রিয় বই এর ভীরে পছন্দের ১০ হলঃ
রবি ঠাকুর
১। ঘরে বাইরে
২। পোস্টমাস্টার
৩। শেষের কবিতা
সমরেশ মজুমদার
১। আত্মপহ্ম
হুমায়ূন স্যার
১। বৃষ্টি বিলাস
২। দুই দুয়ারি
৩। হিমু সমগ্র (অতিমাত্রায় প্রিয়)
মেমসাহেব (এটি পছন্দের শীর্ষে)
মিশুক
জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন।
অনেক বই এর নামই ভুলে গেছি। আমার স্মৃতি শক্তি অনতিবিলম্বে নোবেল পাবে আশা করছি।
পাঠ্য বইয়ের হ্মেত্রে মজার বিষয় আমার সায়েন্স, কমার্স, আর্স সব গুলো পড়ার দুর্ভাগ্য হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫
মনিরা সুলতানা বলেছেন: মেম সাহেব দেখছি পড়ে ফেলেতেই হবে ...
মিশুক কার লেখা মনে আছে ?
আপনি তো অনেক জানেন তাহলে কেউ আটকাতে পারবে না
আমি একদম অংক পারি না নামেই ভয় পাই
২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
জুন বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মনিরা সুলতানা
আপনার বই এর যেই লিষ্ট দেখলাম তার সবই পড়া আর বেশ কিছু প্রিয় বই রয়েছে আমার তালিকায় তালিকায়। পিতাপুত্র পড়ে ছোট্ট সেরিওজার জন্য কেদেছিলাম তা এখনো মনে পড়ে। আপনার মত আমারও এত পড়ার নেশা ছিল বা এখনো আছে যে ক্লাশের বইগুলো হাতে পেয়েই পড়ে ফেলতাম। সাথে বড় ভাইয়ের উচু ক্লাশের বইগুলো আর গল্প উপন্যাস অনুবাদ যাই হোক এখনো গোগ্রাসে গিলে ফেলি ।
সুন্দর পোষ্টের জন্য একটি প্লাস বড্ড বেমানান
+
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু ...
আপনার লিস্ট আমি জানি অনেক সমৃদ্ধ , আপনার লেখার গভীরতা তার প্রমান ।।
+ এর জন্য এবং অসাধারন সুন্দর মন্তব্যর জন্য কৃতজ্ঞতা আপু
২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২১
এম এম করিম বলেছেন: আপনার পছন্দের তারিফ করতেই হয়।
কবিতা বাদ দিলে প্রায় সবই পড়েছি। কবিতা কেন জানি কখনই খুব বেশি পড়া হয়ে উঠেনি।
সবচেয়ে ভালো লাগল শুরুতেই চয়নিকা-র কথা পড়ে। চয়নিকা আমি পড়িনি, তবে নাম শুনেছি। ছোটবেলায় অনেক শোনা একটা নাম।
ভাল থাকবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪
মনিরা সুলতানা বলেছেন: আমার কবিতা প্রিয়তার শুরু অাবৃতি করে,, শুনে, আপনিও ইউর টিউব এ শুনে দেখতে পারেন, আশা করছি ভাল লাগবে।
ঠিক মনে নেই তবে আমাদের ব্যাচই মনে হয় চয়নিকা বই শেষ বারের মত পেয়েছে।
কেন জে এমন একটা বই উঠিয়ে নেয়া হল, বুঝে উঠতে পারি না।
অনেক অনেক ধন্যবাদ পাঠে ও মন্তব্যে।
ভাল থাকবেন শুভ কামনা
২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অপূর্ব কালেকশন। লিস্টে দত্তা আমার আমার সবচে প্রিয়। তারপরে পথের পাঁচালী , তিন গোয়েন্দা। প্রাইড এন্ড প্রেজুডিস কেমন জানি রূপকথার সত্যি হওয়া । ক্রীতদাসের হাসিও অন্যরকম প্রভাব ফেলা একটা বই। আন্না কারেনিনা শেষ করার পরের বিষন্নতার মুহূর্তগুলো এখনও ভুলিনি। মা 'টা কেন জানি তেমন ভালো লাগে নি।আপনার তালিকা দেখে এটাও বুঝলাম কত সমৃদ্ধ আমাদের সাহিত্য আর এখনও কতটা পথ পাড়ি দিতে হবে নিজেকে একজন পড়ুয়া হিসেবে দাবি করতে হলে।শুভেচ্ছা সতত।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
মনিরা সুলতানা বলেছেন: মা সত্যিই একটু বোরিং ...
আপু এই পোষ্ট টা ফেসবুকের জন্য করা , আমার বন্ধুরা ১০ ট বই এই লিস্ট দিয়েছিলো কয়েক মাস আগে , আমি বিজি ছিলাম তাই হয়ে উঠে নাই এই জন্য এখন দিলাম ,মাত্র দশ টা নাম দেয়া অনেক টাফ , তাই ভেবেছি যে বই গুলি আমাকে সত্যিই প্রভাবিত করেছে নিশ্চয়ই সেগুলি ই মনে থাকবে , সেই হিসাবে লেখা , প্রিয় প্রিয় অরো অনেক আছে ।
অনেক অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যে
শুভ কামনা
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০৬
বিপ্লব06 বলেছেন: আপনার লিস্টটা ঈর্ষা জাগানোর মত। নামগুলা বেশ পরিচিত কিন্তু অনেকগুলাই পড়া হয়নি।
তিন গোয়েন্দা যখন ভালো লাগছে তখন মাসুদ রানা হজম করতে পারেননি কেন ব্যাপারটা বুজলাম না।
ভালো লাগছে!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১
মনিরা সুলতানা বলেছেন: আমি নিজেও বুঝি নাই কেন??
তবে পার্থক্য তো আছেই কিছু দুইটা দুই ক্যাটাগরি র পাঠকের জন্য।
হুম আমার প্রিয় বই গুলি অনেক কমন...
মন্তব্যে ধন্যবাদ
ভাল থাকুন
২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
সুমন কর বলেছেন: দেরী করেই জানাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা।
অাপনার পোস্ট পড়ে অামারও পুরোনো দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্তই গল্পের বই পড়তাম। তার চাপ অার সময়ের অভাবে কমতে কমতে শেষ ! অাবার কর্ম জীবনে এসে কিছুটা শুরু অাবার চাপে শেষ !! তবে ইদানিং ব্লগে গল্প-কবিতা-লেখা ছাড়া থাকতে পারি না।
অাপনার লিস্টটা বেশ সুন্দর এবং ঈর্শান্বিত। লেখা এবং অাপনার বইয়ের নামগুলো জেনে ভাল লাগল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুমন ...
আসলেই জীবনের ব্যস্ততা আমাদের নিজস্ব শখের সময় কেড়ে নেয় ।
পাঠে কৃতজ্ঞতা
অনেক অনেক ভাল থাকুন
শুভ কামনা
২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
এহসান সাবির বলেছেন: গিয়ে থাকলে আমার গেছে কার তাতে কি
আমি না হয় ভালোবেসে ভুল করেছি
ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে............!!!
পত্র দিও পত্র দিও
আর না হলে যত্নকরে ভুলেই যেও....
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
মনিরা সুলতানা বলেছেন: দারুন কবিতা
কোন কথা টা অস্টপ্রহর কেবল বাজে মনে কোনে.....
কোন স্মৃতি টা উস্কানি দেয়
ভাসতে বলে...
অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য
৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কতদিন ঠিকমত বই পড়া হয় না... সুনীল/ সমরেশ/ হুমায়ুন... আমার ও প্রিয়... বই পড়ার নেশাটা এই ফেবু/ ব্লগের কারনে কমে গেছে!!!!!! জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারি নাই তবে শুভ কামনা রইল আপু অনেক অনেক!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১
মনিরা সুলতানা বলেছেন: ব্লগ ফেসবুক আর ই বুক সত্যিকারের বই পড়ার আনন্দ ভুলিয়ে দিয়েছে ।।
ধন্যবাদ আর অনেক অনেক শুভ কামনা
৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
প্রামানিক বলেছেন: মনের মত বইয়ের নাম উ্ল্যেখ করেছেন। ধন্যবাদ
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ মন্তব্যর জন্য
অনেক অনেক ভাল থাকুন
শুভ কামনা
৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭
মায়াবী রূপকথা বলেছেন: এটা একটা ভালো পোষ্ট আপু। নামগুলো নস্টালজিক করে দেয়।
০১ লা মার্চ, ২০১৫ রাত ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা রুপকথা ...
আমি এটা লেখার সময় কই ছিলাম আমি নিজেও জানি না
বাচ্চারা বলে মা লস্ট ...
অনেক অনেক ভাল থাকুন
শুভ কামনা
৩৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' মেজাজ ছিল তিরিক্ষি তার / মাথায় ছিল চুলের বাহার ''
আহারে ! আহারে!!
বড্ড নষ্টালজিক করে দিলেন ।
আমার এখনো চোখে ভাসছে - মাথায় ইয়া বড় এক বোঝা চুল , তার ভিতর একটা পাখি বাসা বেঁধে বসে আছে
আসমানি , কাজলাদিদি , কবর , এ যুগের শিশু কত হাজার বার যে পড়েছি ।
আমার বাবা প্রচুর পড়তেন । সে সুত্রে আমি গোটা পঞ্চাশেক বইএর সংগ্রহ ঘরেই পেয়েছিলাম , সেখান থেকেই আমার বই পড়া শুরু ।
এখন আমার সংগ্রহে দুশর উপরে বই । পাঠ্য বইএর ধকলে ছেলে মেয়েরাতো অন্য বই পড়ারই সময় পায় না । আফসোস !!!
০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩১
মনিরা সুলতানা বলেছেন: ঠিক ঠিক ছবিটা এখন ও চোখে ভাসে ...।
দেশে দেশে ঘুড়তে ঘুড়তে বই গুলি আমার একা বস্তা বন্দী
আমার বাচ্চা রা পড়ে কিন্তু সব ইংরেজি তে আফসোস এরা বাংলা সাহিত্যর মজা বুঝলো না ...
শুভ কামনা ভাইয়া ভাল থাকেন
৩৪| ০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: মেমসাহেবঃ নিমাই ভট্টাচার্য
খুব সম্ভবত
০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩২
মনিরা সুলতানা বলেছেন:
৩৫| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৯
রোদেলা বলেছেন: অনেক দিন হয় নতুন বই এর গন্ধ নেই না ই- বুক আর ব্লগের ভিড়ে বিছানায় শুয়ে পাশের জানালা পা তুলে দিয়ে সারাদিন বই পড়ার অখন্ড অবসরের স্মৃতি আমার অনেক গ্লানিময় দিনের এক পশলা বৃষ্টির আনন্দ ।
আমারো একি অবস্থা আপু।
০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯
মনিরা সুলতানা বলেছেন: চিমটি ............।
খুব ভাল লাগল রোদেলা নিজের দলের একজন কে পেয়ে ।।
অনেক অনেক ভাল থাকুন শুভ কামনা
৩৬| ১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১
মুদ্রা সংগ্রাহক বলেছেন: কি সব দিনের কথা মনে করিয়ে দিলেন আপু। বই পড়ার সাথে কত যে সুখস্মৃতি মিশে আছে ! ! ! শৈশব/কৈশোর এর প্রতিটি দিন যে বিভিন্ন বর্ণে বর্ণময় হয়ে উঠত তার জন্য বই এর কাছে আমি চির কৃতজ্ঞ। ব্যস্ত জীবনে এখন যখন আর বই পড়ার সুযোগ তেমন হয়না তখন মাঝে মাঝেই ভাবি কি পেলাম জীবনে বড় হয়ে আর ঈর্ষান্বিত হই আমার স্ত্রীর সৌভাগ্যে - সারাদিন প্রচুর সময় তার বই পড়ার।
সেবার বই আপনার ভাল না লাগায় একটু অবাক হলাম। ঝিন্দের বন্দী সেবা প্রকাশনীর টা একবার পড়ে দেখুন শরদিন্দুর অনুবাদ মাত্রাতিরিক্ত ভাষানুবাদ ঠেকবে। সেবা কিন্তু ঝিন্দের বন্দী সিরিজের আরেকটা বই রূপার্ট অব হেনতযাউ ও অনুবাদ করেছে। মাসুদ রানা কিংবা ওয়েস্টার্ন সিরিজ ভাল নাই লাগতে পারে যদিও আমার খুব খারাপ কখনো লাগেনি। তবে সেবার ক্লাসিক/অনুবাদ সিরিজ ভাল না লাগাতে একটু অবাক হলাম। কি চমৎকার চমৎকার বই লিখে গেছেন জুলভার্ণ, হেনরী রাইডার হ্যাগার্ড, চার্লস ডিকেন্স, রবার্ট লুই স্টিভেনসন রা আর সেবা কত স্বল্পমূল্যে আমাদের সেগুলোর সাথে পরিচিত করে শৈশব/কৈশোরকে রঙ্গীন করার ব্যবস্থা করে দিয়েছিল ভাবলে খুব চমৎকৃত হই এখন।
১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:১০
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যর জন্য ধন্যবাদ সংগ্রাহক ভাই..
সেবার বই ভাল লাগে না কি বলেন, কিশোর থ্রিলার এর পিছনে হন্য হয়ে ঘুড়তাম, রুপার্ট অব হেনতযাউ পড়েছি, ক্লাসিক আমার প্রিয় ছিল, কুচ্ছিত হাসের ছানা তো সেবার।
কিছু কিছু সেবা রোমান্টিক ও ভাল লাগত।
ঠিক ধরেছেন মাসুদ রানা আর ওয়েস্ট্রান সিরিজই বুঝে উঠি নাই।
আনুবাদ সব সেবা প্রকাশনির পড়েছি, অনেক পরে বিশ্ব সাহিত্য কেন্দ্র কিছু বের করেছিল চিরায়ত গ্রন্থমালার সিরিজে।
হুম আমাদের সত্যিই বই পড়ার সময় একটু বেশী এখন।
ভাল থাকবেন শুভ কামনা
৩৭| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৩
শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=l17Y0ljiaO8
আপু তোমার জন্য এই গান!
১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: লাবিউ শায়মা মনি
৩৮| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৯
শতদ্রু একটি নদী... বলেছেন: +++
১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৬
মনিরা সুলতানা বলেছেন: শতদ্রু নদী....
এত্তগুলা ++++++ এর জন্য ধন্যবাদ
৩৯| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৩১
শতদ্রু একটি নদী... বলেছেন: আর কি লিখতাম। সবাই তো কমেন্টে সব বলেই দিছে। তাই প্লাস দিয়ে ভাগছি।
১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: সব জমাইতাছি +++ এক দিন অনেক গুলা কটকটি খামু
নিজের পছন্দের একটা লিস্ট ধরাইয়া দেন কিছুদিন দৌড়ের উপ্রে থাকি মানে পড়ি আর কি।
ভাল থাকেন
৪০| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৫
শতদ্রু একটি নদী... বলেছেন: ফাউন্ডেশন সিরিজ, রোবট সিরিজ এসব পড়তে পারেন। আমি আবার সাই ফাই বেশি ভালো পাই।
১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৯
মনিরা সুলতানা বলেছেন: জি স্যার ধন্যবাদ
আমিও খারাপ পাই না সাই ফাই, তবে বেশিক্ষন সবুজ না পেলে অস্থির লাগে....
৪১| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৮
শতদ্রু একটি নদী... বলেছেন: ও আচ্ছা, কিন্তু স্যার বইলা খোচা দিলেন ক্যান? আমি আপনার পোস্ট পইড়া কিন্তু জানি আপনি আমার অন্তত ২০ বছরের বড়।
১২ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা সে তো লেখায় আছে সামুর বয়:বৃদ্ধার ব্লগ। তাতে কি স্যার বলা আকটে থাকবে??
স্যার মানে সম্মানিত, আমি সম্মান ই দিলাম রে ভাই...
বয়সে ছোট বলে একটু বেশী দিলাম খোচার প্রশ্ন ঈ আসে না...
শুভ কামনা, ভাল থাকবেন
৪২| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২২
ব্লগার ইনোসেন্ট বলেছেন: মন্তব্য করার কিছু পেলাম না । সব ই বলা হয়েগিয়েছে । ভাবলাম +++ দিয়ে ভাগবো । কিন্তু সেটাও দেয়া হয়েছে ।
ইস্কুলে পড়ার সময় বেশ ভাল না হলেও মোটামুটি টেবিল টেনিস ভাল খেলতাম । একদিন ইস্কুলের ৩য় তলায় গিয়ে তো অবাক ! এত্তো বড় লাইব্রেরী ! সবে মাত্র ৬য়ে ভর্তি হয়েছি । তাই ইস্কুল সম্পর্কে বেশি কিছু জানতাম না । কিন্তু আফসোসের বিষয় সেখানে বড়দের রাজত্ব চলত । তারপর ও মাসিক কার্ড করে বই নেয়া শুরু হল । কিন্তু ৭ পার করতে না করতেই প্রায় শিশুতোষ সব বই পড়া শেষ হয়ে গেল (লাইব্রেরীর সংগ্রহের )। বড়দের সেশনে যাবার সাহস পেতাম না । খেয়াল করলাম ইস্কুলে বাস্কেট বল টিমের প্রাধান্য একটু বেশি । ব্যাস, চলে গেলাম বাস্কেট বল টিমে । টিমে না যতোটা সময় দেই, তার চেয়ে বেশি সময় থাকি লাইব্রেরীতে । কিন্তু মন ভরে না । ইচ্ছে মতো লাইব্রেরী ইউজ করতে পারি না । তখন লাইব্রেরীর দায়িত্তে ছিলেন ইস্কাউটের বড় ভাইয়ারা । কী করি । তখন ৯ এ পড়ি । যোগ দিলাম ইস্কাউটে । মাস ছয়েক পরে পেলাম সেমি লিডারশিপ । মানে লিডার'রা যা কাজ দিয়ে যান, তা সবাইকে দিয়ে করাতাম । একদিন ভয়ে ভয়ে লিডারকে বললাম, লাইব্রেরীর দায়িত্ব দেবার কথা । তিনি বললেন, ঠিক আছে । তবে সপ্তাহে একদিন রিপোর্ট করতে হবে ।
আমি আনন্দে আর কই যাই । এখন তো পুরা লাইব্রেরীই আমার । তার পর থেকে অনেক পছন্দ সই অনেক বই পড়েছি ।
আপনার স্মৃতি চারনে অনেক কিছুই মনে করিয়ে দিল ।
নিঃশেষ শুভ কামনা রইলো ।
১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক অনেক ভাল লাগা
আমার লেখায় স্বাগত ইনোসেন্ট....
দারুন মজা পেলাম আপনার ইতহাসে, আসলে বই এর পোকাদের সবারই এমনি কিছু গল্প আছে
আপনার বই প্রেম আপনাকে একজন মাল্টি টাস্কার বানিয়েছে।
সত্যি এমন কিছু নেশা থাকা মন্দ না।
শুভ কামনা অনেক অনেক ভাল থাকুন আপনার পাঠভ্যাস নিয়ে
৪৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:৫৭
নস্টালজিক বলেছেন: চয়নিকা বই!
নস্টালজিক হলাম আপনার ব্লগে এসে।
শুভেচ্ছা নিরন্তর।
১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: হুম চয়নিকা
'পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপাঁর গন্ধে '
অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকবেন আর আমাদের কে ভাল রাখার জন্য চমৎকার সব গান লিখবেন
৪৪| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯
অপু দ্যা গ্রেট বলেছেন: বেশির ভাগ বই পড়ে ফেলেছি । আশা করছি বাকি গুলো গিলব কিছু দিনের মধ্যে । ধন্যবাদ াপু ছেলেবেলা মনে করিয়ে দেয়ার জন্য ।
২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম গ্রেট অপু
পড়েন হ্যাপ্পি রিডিং....
ছোট বেলা আসলে মনে হয় স্বপ্ন ছিল একদম রুপ কথা। কেন যে বড় হলাম।
অনেক ভালো থাকেন শুভ কামনা
৪৫| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫০
অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ াপু । ার জন্মদিনের শুভেচ্ছা রইল ।
২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গ্রেট অপু
নতুন করে জন্মদিনের শুভেচ্ছায় পুলকিত হলাম
অনেক অনেক ভাল থাকেন।
৪৬| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৫
কালের সময় বলেছেন: চমৎকার লিখেছেন আপু।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।
জন্মদিনের শুভেচ্ছা রইলো আপু ।
২৫ শে মার্চ, ২০১৫ রাত ২:০৭
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে জন্মদিন তো সেই ২১ শে চলে গেছে ...
ভাবছি নতুন পোষ্ট দিব না তাহলে অনেক দিন জন্মদিনের শুভেচ্ছা পাব
লেখায় স্বাগতম কালের সময় ...
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা
শুভ কামনা
৪৭| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ২:২১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার একটি পোস্ট ।+++++++++++
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪১
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা মামুন ইসলাম ভাই
লেখায় স্বাগতম
এত্তগুলি +++++++ এর জন্য ধন্যবাদ
অনেক অনেক শুভ কামনা ভাল থাকুন।
৪৮| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
নেক্সাস বলেছেন: স্মৃতির জাবরকাটা ভালই হল। পড়ে নিজেও নষ্টালজিক হলাম
২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
মনিরা সুলতানা বলেছেন: ভাল বলেছেন জাবর কাটা হাহাহাহা ...
অনেক ধন্যবাদ নস্টালজিক হবার জন্য আমাদের সাথে ।।
শুভ কামনা
৪৯| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩
আবদুর রব শরীফ বলেছেন: ******** মা- মাক্সিম গোর্কি....জীবনের প্রথম টিউশনিতে ২০০ টাকা পেয়েছিলাম, তার থেকে একশ আশি টাকা দিয়ে পাভেলের সাথে পরিচয়, পরক্ষণে তার মা, সেই লিপলেট, সেই আন্দোলন, সেই অনুভূতি এখনো ভুলতে পারি নি ৷
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ আপনি তো অনেক বেশি পড়ুয়া
প্রথম নিজের টাকায় বই কিনে ফেলেছেন তাও এমন এক ক্লাসিক...
অনেক অনেক শুভ কামনা আরও সমৃদ্ধ আরও বিকশিত হয়ে উঠুন আপন আলোয়
৫০| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৯
আবদুর রব শরীফ বলেছেন: সেটা ক্লাস এইটের ঘটনা, কলেজ পর্যন্ত অনেক কিছু পড়ার চেষ্টা করেছি, নিজের এলাকায় প্রথম লাইব্রেরী দিয়েছিলাম, সবাইকে নিয়ে পড়েছি কিন্তু বিশ্ববিদ্যালয়ে উঠে ভার্চুয়াল জগতে হারিয়ে গেলাম, তখন থেকে বই পড়ার অভ্যেসটা কোথায় যেন হারিয়ে গেল,,, সারাক্ষণ ডিসপ্লের দিকে তাকিয়ে থাকতেই যেন বেশী ভালো লাগে....!!!
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৮
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা তাতে কি বই পড়াই তো হল ...
সময়ের সাথে সাথে ধরন আলাদা হয় ।
শুভ কামনা
৫১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৫
আবদুর রব শরীফ বলেছেন: সব পাঠ্য তো আর সুখপাঠ্য না...
২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
মনিরা সুলতানা বলেছেন: হুম একদম ঠিক বলেছেন সব পাঠ ই সুখ পাঠ্য নয় ।।
আর এই জন্যই এই ধরনের পোস্ট গুলো লেখা হয় নস্টালজিয়া থেকে
ভাল থাকুন ।।
৫২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: খুবই সুন্দর লেখেছেন। ভাল লাগল তাই প্রিয়তে নিয়ে নিলাম।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৭
মনিরা সুলতানা বলেছেন: আপনি নিজেও অনেক ভাল লিখেন ভ্রমরের ডানা
প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ
শুভ কামনা
৫৩| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫০
বোকামানুষ বলেছেন: এতদিন পরে দেখলাম এই পোস্ট
আপনার লিস্টের অনেক বই পড়া হয়নি তবে মাক্সিম গোর্কির মা পড়ে আমার অনেক ভাল লেগেছিল
আমি হোস্টেলে বিদ্যুৎ চলে গেলে মোবাইলের টর্চ জ্বেলে বই পরতাম তাই দেখে আমার রুমমেট বলতো তুমি আসলেই অদ্ভুত মোবাইলের টর্চ জ্বেলে কেউ গল্পের বই পড়ে ও খুব অবাক হতো
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:০১
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা এই নেশা যাদের পেয়েছে তারাই জানে।
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য
শুভ কামনা
৫৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭
খায়রুল আহসান বলেছেন: মায়া, মমতা, স্নেহ, ভালবাসা- এসব শব্দগুলোর প্রতি আমি খুব ছোটবেলা থেকেই আকর্ষিত হতাম, এদের প্রতি ভীষণ অনুভূতিপ্রবণ ছিলাম; এখনো এসব অনুভূতির কিঞ্চিৎ আবির্ভাবে নীরবে চোখে জল আসে। সেই ছোটবেলায় যখন বড়বোনের বই থেকে জসিম উদ্দীনের "নিমন্ত্রণ" কিংবা বেগম সুফিয়া কামালের "সাঁঝের মায়া" কবিতাগুলো পড়তাম, খুবই অভিভূত হয়ে পড়তাম।
আপনি একজন আলোকিত পাঠক, সেজন্যেই একজন সুলেখকও বটে। আপনার অর্ধেক বইও আমি পড়িনি। সময়ের সদ্ব্যবহার করিনি। সেজন্য মাঝে মাঝে দুঃখ হয়।
২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
মনিরা সুলতানা বলেছেন: মমতা নিয়ে পড়া আপনার মায়া ভরা মন্তব্য গুলো প্রমান করে এসব শব্দগুলোর প্রতি আপনার আকর্ষণ!!!!
চমৎকার সব মন্তব্য কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন !!!
আলোকিত পাঠক এবং সুলেখক এই বিশেষণ আমাকে আপ্লুত করলো ভীষণ!!! অনেক ধন্যবাদ।
আমার নিজের ও দুঃখ হয় তেমন করে আর পড়তে পারলাম কোথায় !!! বিশ্ব সাহিত্যের প্রায় কিছুই পড়া হয় নি আমার মেয়ের বুক লিস্ট আমাকে প্রায়শই হতাশ করে।
শুভ কামনা!
৫৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: জসিম উদ্দীনের "কবর" কবিতাটিও মনে গভীর রেখাপাত করেছিলো।
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১১
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই তাই এসব কালজয়ী লেখা আমাদের মনের গভীরে রয়ে যায়।
পাঠ্য বইয়ের অনেক কবিতাই আমি এখন ও না দেখেই বলতে পারি-
জসীম উদ্দীনের কবর সহ বেশ কিছু কাব্যগ্রন্থ স্কুল জীবনে বেশ প্রভাব ফেলেছিল মনে।
ভালো লাগলো আপনার পছন্দের লেখা 'র লিস্ট।
ধন্যবাদ।
৫৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
রাকু হাসান বলেছেন:
খুব বড় মানের পাঠক দেখছি । প্রত্যেকটা বইয়ের নাম ডাক অনেক । কত পড়ার বাকী । কিছুই পড়িনি জীবনে মনে হচ্ছে । বেশ কয়েকটা পড়া । ভালোই তো মিল আছে ।
অনেক ধন্যবাদ তোমায় । লিংক দেওয়ার জন্য ।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ না মিললে কি আর ব্লগার হইছি ? বড় ছোট জানি না , পড়তে ভালোলাগে ! ঘুমানোর সময় বই চাই ই চাই এমন অভ্যাস ছিল। এখন অবশ্য বদলেছে । পাঠের বেলায় আমি সর্বভুক একজন ; প্রচুর বই এর নাম ও মনে নাই।
অনেক ধন্যবাদ কষ্ট করে এসে বোরিং লেখা পড়ার জন্য।
শুভ কামনা সতত।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫
আরমিন বলেছেন: প্রথম ভালোলাগা প্রিয় মনিরা আপু! অনেকগুলো কমন পড়লো, বিশেষ করে সুনীল, হুমায়ুন, সমরেষ .....
আমি এখনও সুজোগ পেলে বই পড়ি, ইবুকে বইয়ের মজা নেই !