নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

ধান শালিকের কদমফুলের সুরভিত জীবন

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৮

স্বর্ণ চাপা গোঁজা এলো চুলে তোমার পাশে হেটে যেতে চাই একটা জীবন
বৃষ্টি ভেজা পিচ ঢালা ঐ মল চত্বরের পথ টা তে...
সেই সে দিনের মত ।
সচেতন আনমনে ছুঁয়ে যাওয়া আমার ডান হাত টা তোমার স্পর্শের আনন্দে কত টা বিহ্বল ছিল
আমি শুধু সেই গল্পই তোমাকে শোনাতে পারবো
এক হাজার এক রাত্রির ।
কৃষ্ণ চুড়া , অশোক, চাঁপা ,সেগুন এমন কি সকল কাটা ধন্য করে ফুটে উঠা নাম না জানা ঘাস ফুল গুলি ও
আমাদের পায়ের সাথে পা মেলানোর ছন্দে
মাতাল হয়েছিল বর্ষার ঘ্রাণে ।

ঝড়ো বাদলা হাওয়ায় কোথা থেকে উড়িয়ে এনেছিল বৃষ্টির আলিঙ্গনে সিক্ত ভীষণ আহ্লাদী এক গোছা গোলাপি শিরীষ ফুল
পরম মমতায় আমার আঙ্গুলে গুঁজে দিয়েছিলে
তোমার দেয়া প্রথম উপহার ।

কিছু বাদামের খোসা ,লাল চা , আর ঝাল মুড়ি ,আমড়ার টক আর ঝাল লবনের দিন গুলি ......।।
আদ্র বাতাসে শীতল হয়ে ,পাশা পাশি হেটে উত্তাপ বিতরন ।


চপ্পল ছুড়ে ফেলে জিন্স গোটানো তোমার ভেজা পা কৃষ্ণ চুড়ার তলায় লাল ফুলের চাদরে কাব্য লিখেছিল সেদিন
তোমার এলো মেলো ভেজা চুলের আবাধ্য হয়ে উঠা আমাকে বার বার সাহসি করে তুলেছিল ওদের শাষন করতে ।


কিছু এলো মেলো গল্প কিছু হাসি চুরি/ বাকি সব আমাদের ভয়ঙ্কর ভালোলাগার দীর্ঘশ্বাস ।
দুইটা ভেজা জুবুথুবু শালিক আর / আজীবন উদাস কিছু মধ্যদুপুরের ঘু ঘু বিকেল কে ডেকে এনেছিল সব পাবার বুক খালি করা হু হু সুরে ।

শিহরন কেঁপে উঠার লজ্জা লুকাতে আচল টানার অভিনয় /দমকা হাওয়ায় আবার উড়িয়ে নেয়া ।
তাহাহুড়ায় মুঠোয় নিতে দুজনের হাতে হাত
আর চমকে সরে যাওয়া ।

ঘাসের বুকে লুকানো জল এ পা , ভেজা নুপূর, লেপ্টে যাওয়া আলতা র লাল রঙ বড্ড গাড় লাল
বুনো সুবাসে ,মহুয়া কিংবা ভাট ফুলের সৌরভ খোঁজার মুহূর্ত ।

স্পর্শের আশায় ব্যাকুল ভেজা হাতে বেলী ফুলের মালার চুড়ি পরে
মুগ্ধ আবেলায় ব্রিটিশ কাউন্সিলের সারি সারি গাছ গুলো কে আমাদের বৃষ্টি বসন্ত দিনের সাক্ষী রেখে
ঝুপ করে নেমে আসা মেঘলা সন্ধ্যায় বৃষ্টির জোছনা ছুয়ে, কদমের সুবাস গায়ে মেখে
সেদিন আমরা ইতিহাসের অংশ হয়েছিলাম

ছবি গুগুল

মন্তব্য ১৪১ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১৪১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪১

বেলায়েত মাছুম বলেছেন: প্রথমে ভাবলাম এটা শুধুই একটা কবিতা, বিষয়বস্তু পড়ে জানলাম, স্মৃতিও।

ইতিহাস গোপন থাকেনা
ভাল থাকুন।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম বেলায়েত মাছুম ভাই ...

আমাদের গল্প কবিতা সবকিছুই কিন্তু হয় আপনার না হয় আমার স্মৃতিকথা , কেউ কারো কাছে গল্প শুনে লিখে কেউ নিজেকে নিয়ে লিখে ।

ইতিহাস তার আপন গতিতে চলে গোপনীয়তার দরকার আছে কি ?

২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০৮

আবদুর রব শরীফ বলেছেন: অনুভূতির দ্যুতি ছড়ানো লেখাটি পড়ে মনে হলো সুখপাঠ্য...

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:১২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আবদুর রব শরীফ
সুখ পাঠ্য লেগেছে জেনে খুব ভাল লাগল

শুভ কামনা :)

৩| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৩:০৩

আরজু মুন জারিন বলেছেন: আমি শুধু সেই গল্পই তোমাকে শোনাতে পারবো
এক হাজার এক রাত্রির ।
কৃষ্ণ চুড়া , অশোক, চাঁপা ,সেগুন এমন কি সকল কাটা ধন্য করে ফুটে উঠা নাম না জানা ঘাস ফুল গুলি ও
আমাদের পায়ের সাথে পা মেলানোর ছন্দে
মাতাল হয়েছিল বর্ষার ঘ্রাণে । :( :( :(

বাহ !!আমি ও মাতাল হলাম কবিতার সুরে

মাতাল করার মত কাব্য। অনেক ভালো লাগা মনিরা।
শুভ কামনা.

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৭

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম জারিন আপু ...

আসলে থাকে কিছু সময় যখন আমরা নিজেরা মাতাল হই
আর সাথে যদি পাঠক ও সুর মেলায় আনন্দিত হই ...

কৃতজ্ঞতা আপু পাঠে এবং চমৎকার মন ছোয়া মন্তব্যে :)

৪| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ৭:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বর্ষা বিলাস ভালো লাগল আপু। ভালো লাগল তোমার লেখায় চেপে ঘুরে আসতে তোমার এই সুখবাড়ির প্রথম ইটগাঁথা দিনটিতে।


অতীত স্মৃতি যদি হয় আনন্দঘন আর স্মৃতিচারণ হয় যদি এমন কাব্যিক পাঠক হিসেবে মুগ্ধ না হয়ে আমি নিরুপায়।
++++++++++++++++++++++++++++++++++++++++++

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩০

মনিরা সুলতানা বলেছেন: আহা " সুখবাড়ির প্রথম ইটগাঁথা দিনটিতে " দারুন বলেছিস তো ...
কিভাবে ঠিক ঠিক ভেবে নিলি :)

মুগ্ধতা তুলে রাখলাম .........।

৫| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন: হুম!! মানুষের লাইফ ঘুইরা ফিরা একই। ৯৭ এ এক যুগল, ২০০৭ এ আরেক। আহা ব্রিটিশ কাউন্সিল, আহা ফুলার রোড, সেই বিশাল কৃষনচূড়া গাছ!! কত্ত হাজার লাইফ যে প্যারালালী চলে। কই হারাইলো সেইসব স্বপ্ন আর কল্পনার দিন??

ভাল্লাগছে আপা।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা ঠিক বলেছেন শতদ্রু নদী হয়ত ২০১৭ র জন্য স্বপ্ন ছোয়া হয়ে আর এক যুগল অপেক্ষা করছে মুগ্ধ হবার জন্য ...।

ফুলার রোডের ঐ রাস্তা আর মল চত্বরের টানা পথ কত যে ধুসর সময়ে ভাল থাকার টোটকা কাকে কিভাবে বোঝাই ।

হ্যা কত কত হাজার লাইফ যে প্যারালালী চলে ,ঠিক সেই মুহূর্ত গুলি তে আমাদের সেটা অনুভব করার মত সময় থাকে না , এই জন্যই ইতিহাসের অংশ লিখেছি ।

আমি তো ঢাকা গেলে একবেলার জন্য হলে ও ক্যাম্পাসে ঢু মারি স্বপ্ন কল্পনা হারাইলে বেঁচে থাকার আনন্দ নষ্ট হয়ে যায় ।

মি হ্যাপ্পি ভাল লাগছে শুনে

৬| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫১

এহসান সাবির বলেছেন:

সচেতন আনমনে ছুঁয়ে যাওয়া আমার ডান হাত টা তোমার স্পর্শের আনন্দে কত টা বিহ্বল ছিল
আমি শুধু সেই গল্পই তোমাকে শোনাতে পারবো
এক হাজার এক রাত্রির ।

অদ্ভুত সুন্দর।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান সাবির
চমৎকার মন্তব্যের জন্য ...।

অনেক অনেক ভাল থাকবেন
শুভ কামনা :)

৭| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৬

রোদেলা বলেছেন: স্পর্শের আশায় ব্যাকুল ভেজা হাতে বেলী ফুলের মালার চুড়ি পরে /
মুগ্ধ আবেলায় ব্রিটিশ কাউন্সিলের সারি সারি গাছ গুলো কে আমাদের বৃষ্টি বসন্ত দিনের সাক্ষী রেখে/
ঝুপ করে নেমে আসা মেঘলা সন্ধ্যায় / বৃষ্টির জোছনা ছুয়ে, কদমের সুবাস গায়ে মেখে/
সেদিন আমরা ইতিহাসের অংশ হয়েছিলাম

------------------------------------------------------
মাতাল করা ভালো লাগা ছড়িয়ে গেলো...

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: আপা কমন পরছে বুঝি ... :!> :!>

আপনার ভাল লেগেছে ,খুব খুশি হলাম
ভাল থাকেন আপু অনেক অনেক শুভ কামনা

৮| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
সব সময় উৎসাহ দেবার জন্য :)

৯| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্নিগ্ধপাঠ ৷

স্মৃতির অন্য অর্থ জীবন ৷

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগা জানবেন জাহাঙ্গীর আলম

চমৎকার বলেছেন " স্মৃতির অন্য অর্থ জীবন "

শুভ কামনা :)

১০| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন:
আমি অবশ্য যাইনা আর ওইদিকে। স্মৃতি থাইকা দূরে থাকাও ভালো থাকার একটা উপায়, যদিও এই পর্যন্ত ব্যর্থ উপায় বইলাই মনে হইতেছে।

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২

মনিরা সুলতানা বলেছেন: আমার ও মনে হয় ব্যর্থ উপায় ই হবে সেটা ...

ভাল থাকেন ... :)

১১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:২২

বেলায়েত মাছুম বলেছেন: তবুও কিছু গোপন, কিছু গোপন সুখ
ইতহাস চলুক, স্মৃতিও থাকুক।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: থাকুক তোমার একটা স্মৃতি থাকুক ।।
একলা থাকার খুব দুপুরে একটা ঘু ঘু ডাকুক ...।।

১২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

ঝুপ করে নেমে আসা মেঘলা সন্ধ্যায় / বৃষ্টির জোছনা ছুয়ে, কদমের সুবাস গায়ে মেখে/
সেদিন আমরা ইতিহাসের অংশ হয়েছিলাম ।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: মন ভাল হয়ে গেল দাদা মন্তব্যে ...
আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা :)

১৩| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:২৭

বাংলাদেশী দালাল বলেছেন:

কোন বিশেষ দিন উপলক্ষে লিখা নাকি দিদি???


খুবই ভাল লাগছে।



৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:২৯

মনিরা সুলতানা বলেছেন: জি ভাইয়া ... বিশেষ দিন উপলক্ষেই লেখা :)

লেখা ভাল লেগেছে জানতে পেরে খুশি হলাম
অনেক অনেক ভাল থাকুন সবাই
শুভ কামনা আপনার পরিবারের সবার জন্য :)

১৪| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৬

জেন রসি বলেছেন: আমি শুধু সেই গল্পই তোমাকে শোনাতে পারবো
এক হাজার এক রাত্রির ।
কৃষ্ণ চুড়া , অশোক, চাঁপা ,সেগুন এমন কি সকল কাটা ধন্য করে ফুটে উঠা নাম না জানা ঘাস ফুল গুলি ও
আমাদের পায়ের সাথে পা মেলানোর ছন্দে
মাতাল হয়েছিল বর্ষার ঘ্রাণে ।

চমৎকার।
+++

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রসি...
খুব খুব ভাল থাকবেন
শুভ কামনা :)

১৫| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মীর সজিব বলেছেন: আবেগময়, ভালো লাগলো পড়ে। পড়াটা সার্থক হয়েছে আমি মনে করি।

৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম মীর সজিব ...

আপনার চমৎকার মন্তব্যে আমার লেখা সার্থক ...

শুভ কামনা :)

১৬| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কলমের কালি শেষ বলেছেন: আবেগ অনুভূতি মেশানো লেখায় গিলতে বেগ পেতে হয়েছে । চমৎকার মৌহনীয় ঘোরলাগা লেখা ।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০২

মনিরা সুলতানা বলেছেন: আসলে অতি আবেগ ও মনে হয় ভাল কিছু না কালি ভাই :(

ধন্যবাদ চমৎকার বলার জন্য
শুভ কামনা :)

১৭| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে আমায় চিনলা না ;)
এইসব ব্যাপারে পি এইচ ডি কইরা আসছি তো।
যে কারো কানের লতি দেইখা কইয়া দিবার পারি কয়ডা প্রেম করছে।

//দুইন্না তোর পকেটে// উক্তি খান এক ব্যাফক পন্ডিত আমারে করছিল।




আপু! তুমিই বলছিলা তো।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৭

মনিরা সুলতানা বলেছেন: আগে ছিলি দিশেহারা এখন তাইলে কি কমু ডক্টর অফ দিশেহারা :P :P :P

এত ভাল কথা আমি ছাড়া তোরে আর কে কইবো :)

১৮| ৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

মুদ্রা সংগ্রাহক বলেছেন: "সেদিন আমরা ইতিহাসের অংশ হয়েছিলাম ।" - খুব চমৎকার ভাবে শেষ হয়েছে।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সংগ্রাহক ...
শুভ কামনা :)

১৯| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯

আমি তুমি আমরা বলেছেন: কবিতা ভাল হয়েছে :)

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ
অনেক অনেক শুভ কামনা :)

২০| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৪

অদ্বিতীয়া আমি বলেছেন: অনুভূতি আর স্মৃতিচারণ , অদ্ভুত সুন্দর ।ভীষণ ভাল লাগলো মনিরাপু ।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: এত্তগুলি থ্যানকু কবিতা কে ভাল বলার জন্য
অনেক দিন তোমার লেখা দেখি না আপু।
আশা করছি ভাল আছ?

অনেক অনেক শুভ কামনা রে... :)

২১| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০২

প্রামানিক বলেছেন: স্মৃতিচারণ খুব ভাল লাগল। ধন্যবাদ

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
শুভ কামনা আপনার জন্য :)

২২| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৩

সুমন কর বলেছেন: এক কথায় অসাধারণ।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুমন...
শুভ কামনা :)

২৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উপমাগুলো খুব মন ছুঁয়ে গেছে...

এমন কি সকল কাটা ধন্য করে ফুটে উঠা নাম না জানা ঘাস ফুল গুলি ও আমাদের পায়ের সাথে পা মেলানোর ছন্দে মাতাল হয়েছিল বর্ষার ঘ্রাণে ।

অথবা,


কিছু বাদামের খোসা ,লাল চা , আর ঝাল মুড়ি ,আমড়ার টক আর ঝাল লবনের দিন গুলি ......।।
আদ্র বাতাসে শীতল হয়ে ,পাশা পাশি হেটে উত্তাপ বিতরন ।


অসম্ভব ভালো লাগা রইল, কিভাবে লিখেন এতো সুন্দর করে? :)

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: মন ভাল করা চমৎকার মন্তব্যে র জন্য কৃতজ্ঞতা ভাইয়া ...
অনেক অনেক ভাল থাকুন আর আমাদের চমৎকার সব লেখা উপহার দিন ...

শুভ কামনা :)

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: জানি না প্রশংসা করার যোগ্যতা রাখি কিনা তবে এটুকু না বললে অপরাধ হবে যে, আপনি অসাধারণ লেখনীর অধিকারী। বাস্তবতার ছবিকে কবিতার পাতায় এত সুন্দর করে ফুটিয়ে তোলা কবিতা মনে দাগ কেটে গেল। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেবার জন্য। ভাল থাকবেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় সাগ্বত .
এত চমৎকার মন্তব্য করলেন আমি আপ্লুত
অনেক অনেক ধন্যবাদ মন ভালো করে দিলেন ।

আসলে বাস্তবতা যখন একান্তই নিজের হয়ে জায় তখন ভালোলাগা টা অনেক বেশী হয় ।

শুভ কামনা :)

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন: জানি না প্রশংসা করার যোগ্যতা রাখি কিনা তবে এটুকু না বললে অপরাধ হবে যে, আপনি অসাধারণ লেখনীর অধিকারী।


আমি বল্লে দোষ। X( X( X( X( X( X(

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: ব্যাপার টা ব্যাপক অনুসন্ধানের দাবি রাখে ...
নিজের বাক্যে অটল থাকতে ডানা আপুর সাথে মিলে মিশে এই কাহিনী নাকি ??

;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

তবে সইত্য কথা হইল গিয়া গেয় যোগী ভিখ পায় না :P

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার বৃষ্টি বিলাস কবিতা পড়লাম আপু। কত স্মৃতি, কত আবেগ, অনুভূতির বুননে আমাদের জীবন, সম্পর্কগুলো!! সেগুলোই আবার হারিয়ে যায় অনায়াস অবহেলায়। কত বিচিত্র আমরা!!



বৃষ্টিতে ভিজতে ভিজতে শুদ্ধ হব আমরা সবাই।


ভালো থাকুন। অনেক অনেক শুভকামনা রইল :)

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

মনিরা সুলতানা বলেছেন: বৃষ্টিতে ভিজতে ভিজতে শুদ্ধ হব আমরা সবাই ...
চমৎকার বলেছেন ...

বাঙালী মাত্রই বৃষ্টি বিলাসী আর সেটা যদি হয় সব চাইতে প্রিয় কারো সাথে তাহলে বুঝতেই পারেন আবেগ আর স্মৃতি একটু বেশিই রঙধনু রঙে ধরা দেয় ।

ভাল লাগল আপনার চমৎকার মন্তব্য
আপনিও ভাল থাকুন শুভ কামনা :)

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২০

এস কাজী বলেছেন: সুন্দর সুন্দর :) :) তবে সবচেয়ে বেশি সুন্দর প্রথম ছবিটি। কিছুক্ষন চেয়েছিলাম B-) B-) ছবি দেখাই সই। কোনদিন কেউতো আর বলল না পরিয়ে দাও |-) |-)

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

মনিরা সুলতানা বলেছেন: ইয়া মাবুদ দুই রাত জেগে কবিতা লিখলাম সেটা না দেখে আপনি ফ্রি গুগুল মামুর কাছে থেকে ধার নেয়া ছবিটা দেখলেন :(

ভাল থাকেন ।

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইখানে বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টি। তার উপ্রে বই এর চাপে যায় যায় দিন পত্রিকার মত যায় যায় প্রাণ।


তাই এইখানে আসিয়া রিফ্রেশ বাটন সজরে চাপিয়া ধরিলাম। আই মিন কবিতাটা আবার পড়লাম।

ভাবলাম পড়লাম যখন তোমায় এক্টু নাড়া দেই। যা অলস তুমি।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: আহা কতদিন ঝুম ঝুম বৃস্টি দেখি না
ভেজা বেলীফুন হাতে নেই না..

তুই বই এর চাপে আর আমি ঝর বালুর চাপে দিশেহারা :(

ইয়ে মানে আমি আসলে আলস না সব সময় এনার্জি সেভিং এর পক্ষে :D :D

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বৃষ্টির জোছনা ছুয়ে, কদমের সুবাস গায়ে মাখানো দিনের, স্মৃতিময় অবগাহী কাব্যে কমেন্ট করে
আমিও ইতিহাসের অংশ হয়ে রইলাম । :-P

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন আপনাকে শেষ পর্যন্ত আমার কবিতা পড়ে হলে ও ইতিহাসের অংশ হইলেন :-B :-B :-B :-B

বড্ড চিন্তায় ছিলাম এভাবে একটা জীবন নস্ট হচ্ছে /:) /:) /:)

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০১

জুন বলেছেন: ১২ no valolaga manira :)

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ওওওওও জুনাপু
অনেক অনেক ধন্যবাদ
ভালোলাগা নিজের কাছে তুলে রাখলাম

শুভ কামনা আপু :)

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
স্পর্শের আশায় ব্যাকুল ভেজা হাতে বেলিফুলের মালার চুড়ি পরে মুগ্ধ আবেলায় ব্রিটিশ কাউন্সিলের সারি সারি গাছগুলোকে আমাদের বৃষ্টি-বসন্ত-দিনের সাক্ষী রেখে ঝুপ করে নেমে আসা মেঘলা সন্ধ্যায় বৃষ্টির জোছনা ছুঁয়ে, কদমের সুবাস গায়ে মেখে সেদিন আমরা ইতিহাসের অংশ হয়েছিলাম।


লাস্ট স্তবকটা অসাধারণ হয়েছে আপু।


এতো অব্লিক (/) কেন? অব্লিকগুলো ছেঁটে ফেলাই উত্তম।


সব মিলিয়ে অনেক ভালো লাগা।

শুভেচ্ছা নিন।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় কবিরা মন্তব্য পেয়ে মন ভাল হয়ে গেল :)

অনেক ধন্যবাদ ভাইয়া দারুন মন্তব্যএর জন্য
জি দেখছি আর একবার ছুঁড়ি কাচি চালাই ।

শুভ কামনা ভাইয়া :)

৩২| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: আপুনি!!!:(

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫

মনিরা সুলতানা বলেছেন: ওমা কি হল ...।
:(

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: মন ভালো হইছে ?
পান্তা বুড়ি কবে পোষ্ট দিবে আপু ?

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৫

আমি সৈকত বলছি বলেছেন: উফফফফফফ অনুভূতি প্রকাশ করতে পারছি না পুরাই স্তব্ধ হয়ে গেছি।

এত ভালো কিভাবে লেখে মানুষ!!!!
আমি কেন পারিনা :'(

আর হ্যাঁ লেখা পাচ্ছি না কেন??

০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার অনুভূতি প্রকাশ লেখকের মন ভালো করে দিল :)

অনেক অনেক ধন্যবাদ সৈকত দারুন এক মন্তব্যর জন্য ...।।

আপনার চমৎকার লেখার ধরন ও হয়ত কারো কারো কাছে এতটাই ভাল লাগে যেমন টা আপনার লেগেছে আমার টা ।

নতুন লেখা ...।
আলসেমি টা কাটুক :-B B-)

অনেক অনেক ভাল থাকুন :)

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫

সায়েম মুন বলেছেন: ইতিহাসের অংশ হওয়ার সাক্ষ্যি হলাম যেন। পড়তে বেশ লেগেছে।

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় কবির মন্তব্যে খুশি হলাম।
আপনার ভাল লেগেছে জানতে পেরে ও ভালো লাগল।
ধন্যবাদ

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮

প্লাবন২০০৩ বলেছেন: অদ্ভুৎ, অসাধারণ । মানুষ কিভাবে পারে এত আবেগ এত অল্প কথায় বুঝিয়ে দিতে !! অনেক ভালো লাগল

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম প্লাবন২০০৩

আপিনার মন্ত্যবে অনেক অনেক ভালোলাগা
ভাল থাকুন সব সময় শুভ কামনা :)

৩৬| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সচেতন আনমনে ছুঁয়ে যাওয়া আমার ডান হাত টা তোমার স্পর্শের আনন্দে কত টা বিহ্বল ছিল
আমি শুধু সেই গল্পই তোমাকে শোনাতে পারবো
এক হাজার এক রাত্রির ।


অসাধারন শব্দের চয়ন......।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০০

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো আপু ...
অনেক অনেক ভাল থাকবেন
শুভ কামনা :)

৩৭| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪

সকাল রয় বলেছেন:

এমন কিছু পড়তে ভালো লাগে। নিজেকে মেলে দিতে মন চায় স্মৃতির রোদে। একটানা বর্ষনে নিজেকে ভাসিয়ে দিতে মন চায় এমন সব শব্দ কথায়।

আপনার তুলিতে সুন্দরএকটা ছবি প্রকাশিত হলো যেন...

অনেক শুভশীষ রইল...

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০২

মনিরা সুলতানা বলেছেন: রয় আপনি আমার প্রিয় লেখকদের একজন...।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ

সুন্দর থাকুন :)

৩৮| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭

আমি সৈকত বলছি বলেছেন: আলসেমী!!!!

উহু আমরা পাঠকরা তো জ্বালিয়ে মারবো লিখা না পেলে।

তাড়াতাড়ি খাদ্য চাই অর্থাৎ লিখা চাই :) :)

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩

মনিরা সুলতানা বলেছেন: :) :)

অনেক অনেক ভাল থাকুন
শুভ কামনা ...

৩৯| ১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

রিকি বলেছেন: অনেক অনেক ক ক ক ক ক ক ক ক ক ভালো লাগা থাকলো আপু :D :D :D :D :D :D :D :D

১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২২

মনিরা সুলতানা বলেছেন: অনে ক্কক্ক ক্ক অনেএএএক ক ক ক
ধন্যবাদ রিকি।

শুভ কামনা :)

৪০| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০১

এহসান সাবির বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল আপু!

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ সাবির...
আপনার জন্য ও বৈশাখী শুভেচ্ছা
শুভ নববর্ষ...

৪১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৪

বৃতি বলেছেন: চমৎকার বর্ষাসিক্ত কবিতায় বৈশাখী শুভেচ্ছা প্রিয় মনিরাপুকে :)

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ বৃতি মনি...
শুভ নববর্ষ
অনেক অনেক সুন্দর থাকো :)

৪২| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২২

মনিরা সুলতানা বলেছেন: শুভ নববর্ষ সুমন
অনেক অনেক ধন্যবাদ :)

৪৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৭

ইখতামিন বলেছেন:
অনেক ভালোলাগা একটা কবিতা পড়লাম। পড়ার পর কোনও এক স্বর্ণমণ্ডিত কদমকন্যার কথা মনে গেলো আমার। কিছুটা নস্টালজিক হতে বাধ্য হলাম।

++

তবে কিছু টাইপো আছে।

১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ইখতামিন
নস্টালজিয়া মানুষকে ভোগায়, আনন্দ দেয় অনুপ্রেরনা ও যোগায়.....

+++ এর জন্য ধন্যবাদ
আবার ও ধন্যবাদ চেস্টা করব টাইপো কাটানর।
ভাল থাকুন :)

৪৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৮

ইখতামিন বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা নিবেন :)

১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্যও শুভ নববর্ষ
অনেক ভালো থাকুন :)

৪৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৪

ব্লগার মাসুদ বলেছেন: সত্যই আপু ইতিহাস ইতিহাসই সব কিছু গোপন থাকলেও ইতিহাস মনে হয় আজ কেও গোপন করতে পারেনি :) । যাইহোক লেখা ভালালাগা রইলো ।

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ভালো বলেছেন B-)
লেখায় স্বাগত মাসুদ

ভালোলাগা তুলে রাখলাম
অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা :)

৪৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৭

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারনে লাগল এককথায়

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আরণ্যক
আপনার অসাধারন লাগা মন্তব্য পেয়ে আনন্দিত আমি..

আপনার লেখার হাত খুব ভাল
শুভ কামনা :)

৪৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: "দুইটা ভেজা জুবুথুবু শালিক আর / আজীবন
উদাস কিছু মধ্যদুপুরের ঘু ঘু বিকেল কে ডেকে
এনেছিল সব পাবার বুক খালি করা হু হু সুরে ।
শিহরন কেঁপে উঠার লজ্জা লুকাতে আচল
টানার অভিনয় /দমকা হাওয়ায় আবার উড়িয়ে
নেয়া ।
তাহাহুড়ায় মুঠোয় নিতে দুজনের হাতে হাত
আর চমকে সরে যাওয়া ।"



দারুন আপু। দারুন।

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নীল...
আপনার দারুন লাগা মন্তব্যে ভালোলাগা।
শুভ কামনা :)

৪৮| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫

শেষ শব্দ বলেছেন: প্রচন্ড ভালোবাসতে ইচ্ছে করছে আপু। :D

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩০

মনিরা সুলতানা বলেছেন: বিছমিল্লাহ বলে শুরু করেন ...

শুভ কামনা :)

৪৯| ১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: আপুনি মজা লাগলো তোমার প্রেমাতিহাস জেনে।:)

১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: :!> :#> :!> :#> :!> :!>

ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য :)

৫০| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

রোদেলা বলেছেন: আসলেই কমন পড়সে। :)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা আপু থট সো
ভালো থাকবেন :)

৫১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: খুব ভালো লাগল।

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পরী :)

৫২| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩২

তুষার কাব্য বলেছেন: ঝড়ো বাদলা হাওয়ায় কোথা থেকে উড়িয়ে এনেছিল বৃষ্টির আলিঙ্গনে সিক্ত ভীষণ আহ্লাদী এক গোছা গোলাপি শিরীষ ফুল
পরম মমতায় আমার আঙ্গুলে গুঁজে দিয়েছিলে
তোমার দেয়া প্রথম উপহার ।

চমৎকার স্মৃতিময় কথামালা।এই ঝড়ের দিনে আরও বেশি নস্টালজিক হয়ে গেলাম :)

শুভকামনা জানবেন।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাব্য
পাঠে এবং চমৎকার মন্তব্যে....

শুভ কামনা নিরন্তর...

৫৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৫

শায়মা বলেছেন: আপু !!!!

পান্তাবুড়ি পোস্ট দেওয়া যাবেনা আপুনি তাতে ধরা পড়ার সমুহ সম্ভাবনা আছে!:)

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: /:) /:) /:)
ভক্তকুলের পক্ষ থেকে আমরন অবস্থান ধর্মঘট
ইয়ে তবে খানা পিনা চলবে :-B

৫৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫

শায়মা বলেছেন: আমার বাড়িতে দাওয়াৎ অবস্থান করার জন্য ও খানাপিনার জন্য আপুনি!!!!!!!!!

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩১

মনিরা সুলতানা বলেছেন: হেহেহে দাওয়াত ওপেন না শুধু আমার জন্য?
ওপেন হইলে ;) ;) ;)

ইনবক্স এ দিতে পার পান্তা বুড়ি :)

৫৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আবার পড়লাম আপু। তোমার এঈ কবিতাটা সদ্য প্রেমে পড়া বালিকার মতো। যতই দেখি মুগ্ধতা ততই বেড়ে যায়।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬

মনিরা সুলতানা বলেছেন: থ্যাংকু থ্যাংকু
হালকা অহংকারী আর খুশিতে আউলা হয়ে যাবার ইমু হবে।

৫৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

মল চত্বরের ঘ্রাণ পেলাম যেন...পুরাই নস্টালজিক ।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা
প্যারালাল লাইফ
পাশা পাশি বয়ে চলে...

শুভ কামনা :)

৫৭| ২১ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৩

সুমন জেবা বলেছেন: কিছু বাদামের খোসা ,লাল চা , ঝাল মুড়ি আর টি .এস .সি চত্বরে এলোমেলো হাটা'র দিন গুলি ......
আদ্র বাতাসে শীতল হয়ে ,পাশা পাশি হেটে উত্তাপ বিতরন ।

নস্টালজিয়া ..

২১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে ভালো লাগা সুমন জেবা :)

লেখায় স্বাগতম , তার মানে আপনিও প্যারালালি চলা একজন .।
খুব খুব ভালো লাগলো ,অনেক অনেক শুভেচ্ছা :)

৫৮| ২৫ শে মে, ২০১৫ রাত ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কেমন আছিস আপা ?

২৫ শে মে, ২০১৫ রাত ১:৩২

মনিরা সুলতানা বলেছেন: ওয়েল কাম ব্যাক
প্রিয় ব্লগারদের ফিরতে দেখলে লেখায় উৎসাহ পাই .। :)

ভালো আছি ভাই .।।

৫৯| ২৫ শে মে, ২০১৫ রাত ১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


যাক বাঁচা গেল যে বকা ঝকা করলি না। :P

২৫ শে মে, ২০১৫ রাত ১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: মাথা খারাপ বকা দিলে যদি নতুন লেখা না দেস .।
জলদি নতুন পোস্ট চাই .।

৬০| ০২ রা জুন, ২০১৫ রাত ১২:৫২

মোঃমোজাম হক বলেছেন: শেষ লাইনেই বুঝে নিলাম :)

০২ রা জুন, ২০১৫ রাত ১২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত ভাইয়া .।
আর বুঝে নেয়ার ব্যাপারে বলছি
বুদ্ধি মানের জন্য ইশারাই যথেষ্ট :)

অনেক অনেক ভালো থাকবেন ।

৬১| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৫:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপুর কোন পোস্ট পাই না, আবার আমার পোস্টেও আপুকে পাওয়া যাচ্ছে না। তাই প্রিয় ব্লগার আপুকে দেখতে এলাম। কেমন আছেন আপু? নতুন লেখা কবে দিবেন? আর এই ভাইটাকে ভুলে গেলে কিন্তু চলবে না। হুমমম...

০৩ রা জুন, ২০১৫ রাত ৮:১৮

মনিরা সুলতানা বলেছেন: মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ভুলে আর যাবো কোথায় বলেন, এমনি কয়েকদিন অনিয়মিত ছিলাম ব্লগে
সময় করেই যাব ।
শুভ কামনা :)

৬২| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

উর্বি বলেছেন: ঘাসের বুকে লুকানো জল এ পা , ভেজা নুপূর, লেপ্টে যাওয়া আলতা র লাল রঙ বড্ড গাড় লাল
বুনো সুবাসে ,মহুয়া কিংবা ভাট ফুলের সৌরভ খোঁজার মুহূর্ত ।

০৩ রা জুন, ২০১৫ রাত ৮:২১

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম উর্বি আপু
আপনাকে পেয়ে ভালো লাগোলো
শুভ কামনা :)

৬৩| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: বর্ষাকালের পুরো প্রভাব কবিতায় বিদ্যমান! দেশে সবাই বর্ষাকাল ভালোই উপভোগ করছে!

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:১৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত উদাসী স্বপ্ন .
বাংলার বর্ষা আসলে সবাইকে ভাবুক করে তোলে ।
শুভ কামনা :)

৬৪| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু কেমন আছো?

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৩:১০

মনিরা সুলতানা বলেছেন: ওয়েল কাম ব্যাক ভাই .।।
আমি ভালো আছি , নতুন লেখা চাই :)

৬৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: চেষ্টায় আছি। :)

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: :) :)

৬৬| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৫

সাজিদ উল হক আবির বলেছেন: মলচত্বরের রাস্তাটি যুগেযুগে সবাইকে আপ্লুত করেছে আপা। এখনও , শীতকাল আসলে মলচত্বরে শুকনো পাতাঝরে পড়ার দৃশ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সবচেয়ে সুন্দর একটি দৃশ্য। কলাভবনের সামনে কৃষ্ণচুড়া ফুলের গাছ, ঝরে পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুল, এরই মধ্যে পছন্দের মানুষটির হাত ধরে হেঁটে চলা - একটি পরাবাস্তব ধরণের সুখ।
বেশ একাত্মবোধ করলাম আপনার কবিতাটির সাথে। ভালো থাকুন। নিরন্তর শুভকামনা।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭

মনিরা সুলতানা বলেছেন: সত্যি কত কত যুগল যে এই পরাবাস্তবের সুখানুভূতি তে ছিল ।
আসলে একাত্মতা প্যারালালী হেটে চলা আমাদের সবার .......
শুভ কামনা :)

৬৭| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

সফেদ ক্যানভাস বলেছেন: বাবাহ..!! কি কঠিন কঠিন সব শব্দ। আমিতো পড়তে গিয়ে অ্যাকেবারে ক্লান্ত হয়ে পড়েছি।। চালিয়ে যান আপু....যেতে হবে অনেক দূর..!!!

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম ক্যানভাস
কি বলেন পরিচিত সব শব্দ নিয়েই লিখেছি .।.।।।
সাথে থাকবেন ধন্যবাদ :)

৬৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩২

রুদ্র জাহেদ বলেছেন: সাজিদ উল হক আবির বলেছেন:
মলচত্বরের রাস্তাটি যুগেযুগে
সবাইকে আপ্লুত করেছে আপা।
এখনও , শীতকাল আসলে
মলচত্বরে শুকনো পাতাঝরে পড়ার
দৃশ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সবচেয়ে সুন্দর একটি
দৃশ্য। কলাভবনের সামনে কৃষ্ণচুড়া ফুলের গাছ, ঝরে
পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুল, এরই মধ্যে পছন্দের
মানুষটির হাত ধরে হেঁটে চলা - একটি পরাবাস্তব
ধরণের সুখ।
বেশ একাত্মবোধ করলাম আপনার কবিতাটির সাথে।
ভালো থাকুন। নিরন্তর শুভকামনা।

অসাধারন কাব্য আপুনি।দুর্বোধ্যতায় নস্টালজিক হয়ে গিয়েছিলাম

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত ভাইয়া .....
চমৎকার মন্তব্য মন ভাল হয়ে গেল ।নস্টালজিকতায় একাত্মবোধ করলাম আমিও
শুভ কামনা :)

৬৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর কবিতা!
"ঝুপ করে নেমে আসা মেঘলা সন্ধ্যায় / বৃষ্টির জোছনা ছুয়ে, কদমের সুবাস গায়ে মেখে/
সেদিন আমরা ইতিহাসের অংশ হয়েছিলাম" - বাহ, অনুভূতির কি চমৎকার অভিব্যক্তি!
কবিতায় ২৪তম ভাল লাগা + +

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

মনিরা সুলতানা বলেছেন: আমার নিজের লেখাগুলো'র মাঝে এই কবিতা টা অনেক প্রিয় !!!!
নিজস্ব নস্টালজিয়ার কাব্য!!!ফেলে আসা সময়ের আয়না অনেকটাই।
আপনার ভালোলাগা আমাকে আনন্দিত করলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালোলাগার প্রকাশ এবং ++ এর জন্য।

৭০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

রাকু হাসান বলেছেন: হঠাৎ ব্লগ টা কেমন জানি লাগছিলো । বেশ কয়েকজনের ব্লগ বাড়িতে গেলাম পড়লাম । এই কবিতাটি আমার অসম্ভব রকমের ভাল লাগছে । এমন কবিতা আমার সব সময় ভাল লাগে । যেখানে প্রকৃতি প্রেম লেগে থাকে । আমি দু বার পড়লাম । প্রিয় নিয়ে রাখছি । আবারও পড়বো । এখন ব্লগ বাড়িতে হামলা করবো । চঞ্চল হরিণী আপু ও জাহিদ অনিক ভাইয়া । :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: এই কবিতা 'টি আমার নিজের ও অনেক প্রিয়!!!
আপনার ভালোলাগার প্রকাশ আমাকে আনন্দিত করলো রাকু হাসান।

প্রিয় তে নেবার জন্য কৃতজ্ঞতা ।

আশা করছি আপনার দারুন সময় কেটেছে চঞ্চল হরিনী আর জাহিদ অনিকের লেখার সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.