| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনিরা সুলতানা
সামু র বয় বৃদ্ধার ব্লগ
আমাকে ভালোবেসে তোমার দৃষ্টিতে মুগ্ধতা বান ডেকেছিল!
নাকি তোমার নিজের অবাধ্য চকিত দৃষ্টি আমাকে অপরুপা করছে
এটা নিয়ে কথা চলতে পারে সারা জীবন।
কিন্তু নিজেকে কঠোর বাস্তবতার কৃষ্ণ গহ্বরে হারিয়ে ফেলা এই আমার
আজকের এই একজন মায়াবতীর নব জন্মের রুপকার একমাত্র তুমি।
শরত ভোরের শিউলির কুয়াশা ফোটা তুমি আমার জন্য খুঁজে আনতে
রক্তিম গোলাপের কাঁটা সরাতে নিজ হাত রক্তাক্ত করে।
হেমন্তের সোনালী ফসলের সুবাসের সাথে আমরা পার করেছি-
আমাদের সেই একে অপর কে চিনে নেয়ার দিন গুলো;
শীত সকালের মিষ্টি ভাপা পিঠের সুবাস নিতে তুমি অপারগতা জানিয়েছিলে কেবল সাথে আমি ছিলাম না বলে।
ধান সিড়ি পারের ছেলে-
আমি তোমাতেই নিমগ্ন থেকে নিজেকে ভালোবেসেছি বার বার
তোমার আত্মার যত্ন নিয়েছি তুমি পাছে আমার আত্মা কে কস্ট দিয়ে ফেল সেই ভয়ে।
সব সময়ই তুমি বাসি হতে চাইতে
ভালোবাসির বাসি
আর অপেক্ষা করতে একটা চান রাতের, কাল ঈদ উদজাপন করবে বলে
নি:স্ব আমাকে সম্রাজ্ঞী হতে শিখিয়েছিল তোমার ভালোবাসা ।
হৃদয়ভার তোমাকে সপে দিয়ে আবার বিহংগ হয়েছিলাম আমি।
ডাকাতিয়া পারের ছেলে তুমি কেবল লজ্জার লালিমা টুকুই ডাকাতি করতে চেয়েছ আজীবন!
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৩
মনিরা সুলতানা বলেছেন: প্রেমে প্রকৃতি মিশাইলে নিজেরে একটু সেই লেভেলের মনে হয় আর কি
লিখছি চুরি করতে চাইত , দিছি নাকি ? আগেই তো ধইরা ফালাইছি ![]()
২|
১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬
জুন বলেছেন: কি ব্যাপার মনিরা ? ইহা কি ভালোবাসা দিবস নাকি বিবাহ দিবস ? সুন্দর লিখেছো অনেক । কেন যে নিয়মিত লিখো না তুমি ?
আবার খাচায় না পোরা স্বাধীন আমার দুই ভাড়াটিয়ার মিষ্টি যুগল ছবি দেখে খুব ভালো লাগলো ঠিক যেন তোমার লেখাটির মতই ।
+
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
মনিরা সুলতানা বলেছেন: জুন্নাপি সেই রকম কিছু না আসলে
জীবনের শেষ বেলায় এসে ভাবছি কিছু অতীত না হয় লেখা থাক
আমি একটু আলসে মেয়ে তাই কিছুই নিয়মিত করা হয় না .।.।।
আপনার ভাড়াটিয়া যুগল কে ভালোবাসা দিয়েন ।
ধন্যবাদ আপু আপনার মত মিস্টি একটা মন্তব্যের জন্য ![]()
৩|
১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই
শুভ কামনা ![]()
৪|
১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩
শায়মা বলেছেন: ধান সিড়ি পারের ছেলে আমি তোমাতেই নিমগ্ন থেকে নিজেকে ভালোবেসেছি বার বার
তোমার আত্মার যত্ন নিয়েছি তুমি পাছে আমার আত্মা কে কস্ট দিয়ে ফেল সেই ভয়ে
বুঝেছি তার বাড়ি যশোরে......।
আবার
ডাকাতিয়া পারের ছেলে তুমি কেবল লজ্জার লালিমা টুকুই ডাকাতি করতে চেয়েছ আজীবন।
এটা আবার কে?? সে কি ডাকাতিয়া বাঁশী বাঁজায় আপু??????????
কবিতা তো রূপকথার মত সুন্দর!!!!!!
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩০
মনিরা সুলতানা বলেছেন: শায়মা আপু অনেক দিন পর তোমাকে দেখলাম ইয়ে মানে আমার ব্লগে ফিরে আসার পর
পাতার বাঁশি বাজায় সে .।।।
আর তার বাড়ি কইবুঝতে পারলে আমারে একটা চিঠি দিও খুজতে বেরুব।
কেমন আছ তুমি ?
৫|
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০
জেন রসি বলেছেন: চমৎকার! চমৎকার!
একেই মনে হয় ভালোবাসাময় ভালোবাসা বলে!
ডাকাতিয়া বাঁশী কে বাজায় এটা নাহয় রহস্য হয়েই থাক!! ![]()
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রসি
এরে যে কি বলে নিজেই জানি না
প্রকৃতি রহস্য পছন্দ করে আর আমি প্রকৃতি কে পছন্দ করি
শুভ কামনা
৬|
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসম্ভব সুন্দর সব উপমা দিয়ে এমন মার্জিত কিন্তু তীব্র ভালবাসার প্রকাশ অনেক কম দেখেছি। এক কথায় অসাধারণ।
+++++
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭
মনিরা সুলতানা বলেছেন: মন ভাল করা মন্তব্য
অনেক অনেক ধন্যবাদ
সবার কত লেখা যে জমে আছে সময় করে যাচ্ছি আপনার লেখায় ।
শুভ কামনা ![]()
৭|
১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২
কাবিল বলেছেন: অনেক ভাল লাগল আপু।
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:১২
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাবিল
লেখায় স্বাগত
অনেক অনেক ভালো থাকবেন
শুভ কামনা ![]()
৮|
১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: আপা, খালি দুই তিনটা বানাম দেইখেন আর তুই তুমির ঝামেলা দেইখেন একটু
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৪
মনিরা সুলতানা বলেছেন: আইচ্ছা বানাম দেখমুনে
আর তুই তুমি ইচ্ছাকৃত ছিল, তোমার চোখে লাগছে মানে মানান সই হয় নাই পাল্টে দিব।
৯|
১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ডাকাতিয়া পাড়ের ছেলে পাড়ুক আর না পাড়ুক ভাইয়া ঠিকই পেরেছে। ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকো তোমরা।
কবিতা অসাধারণ লেগেছে। একঝুড়ি মুগ্ধতা। ![]()
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৬
মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা তোর ভাইয়া কে দিলাম
অনেক অনেক ধন্যবাদ ভাই ![]()
১০|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: নি:স্ব আমাকে সম্রাজ্ঞী হতে শিখিয়েছিল তোর ভালোবাসা ।
হৃদয়ভার তোমাকে সপে দিয়ে আবার বিহংগ হয়েছিলাম আমি।
পরপর দুইলাইনে তুই আর তুমি খাপছাড়া লাগে, যায়না মনে হয়
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৭
মনিরা সুলতানা বলেছেন: হুম পাল্টে দিচ্ছি ....
১১|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩২
রিকি বলেছেন: বড় আপু প্রেম নিয়ে কবিতা দেয়, মেজ আপু ইফতারি দিয়ে ছবি (এখানেও পরোক্ষ প্রেম রয়েছে
), সেজ আপুও প্রেম, ছোট আপু কখনও প্রেম কখনও ছবি---আহা চারিদিকে শুধু প্রেম রে !!!
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা রিকি মনি বর্ষা বড্ড ভয়ানক
সবাই কে ভেজায় ![]()
১২|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৬
শতদ্রু একটি নদী... বলেছেন: আর এভাবেই সবাই ভিজে যায়
নিজ নিজ বাইশে শ্রাবনে;
আর বলে ফেলে যা বলার এমনই দিনে!
শুধু বেবুনেরা ছাড়া
আর বেবুনের মত কিছু মানুষেরা ছাড়া;
শ্রাবনে সবাই ভেজে বেবুনেরা ছাড়া... ![]()
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫২
মনিরা সুলতানা বলেছেন: সত্যি তাই নিজ নিজ বাইশে শ্রাবন কে উপেক্ষা করার ক্ষমতা কারো নেই
বাই দ্যা ওয়ে তোমার কাছে কি এখন পেট বেবুন আছে? এরা যে ভিজে না কেমন জানলা ![]()
১৩|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৪
রিকি বলেছেন: আমিই কি তাহলে ছাতার তলায় থাকি !!!!
![]()
১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৪৭
মনিরা সুলতানা বলেছেন: ইয়ে মানে শতদ্রু দ্যা ভচ কি জানি বল্লো শ্রাবনে কারা যেন ভিজে না
থাক আমি আর কিছু বল্লাম না ![]()
১৪|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩০
জ্যোস্নার ফুল বলেছেন: ধান সিড়ি পারের ছেলে আমি তোমাতেই নিমগ্ন থেকে নিজেকে ভালোবেসেছি বার বা
ধান সিড়ি পারের মেয়েরা যদি ধান সিড়ি পারের ছেলারা হয়ে যায় তাহলে তো ধান সিড়ি নদির পানি ঘোলায় যাবে।
বড় বড় লাইন নিয়ে কবিতাটি সুন্দরই হইছে।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৪৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুন্দর বলার জন্য
আমার লেখায় আপনাকে স্বাগতম।
শুভ কামনা।
১৫|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৪
শতদ্রু একটি নদী... বলেছেন: গন্ডার আর ওরাঙ্গোটাং পেট বানাইছি। বেবুনও বানানো যায়। সময়ের দাবী ![]()
১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৫২
মনিরা সুলতানা বলেছেন: আফনের ব্যক্তিগত চিড়িয়াখানা দেখতে মুঞ্চায় :p
১৬|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: রিকি আপু আমি কিন্তু সব দেখেছি। মেজ আপুর ইফতার প্রেম বলতে পারো।
আর মনিরা আপু নদীভাইয়া নিজেই একটা বেবুন। ![]()
১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৪
মনিরা সুলতানা বলেছেন: পরী রিকি মনি সেইটাই বুঝাইছে আমাকে কানে কানে বল্লো ![]()
বেবুনে বেবুন চিনে আমি চিনি তোমাদের :p
১৭|
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:৩২
ভ্রমরের ডানা বলেছেন: ভালবাসার জয় হউক প্রতিটি অলি গলিতে। দুর্দান্ত লেখেছেন আপু। ৪র্থ ভাল লাগা।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: ওরে ডানা ভাই অনেক ধন্যবাদ দুর্দান্ত বলার জন্য
লাইক পেয়ে ধন্য আমি। কতদিন যে সবার লেখা পড়ি না। শুভ কামনা ![]()
১৮|
১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৭:১৯
রিকি বলেছেন: শেষ পর্যন্ত আমাকে শতদ্রু ভাই কথিত বেবুন ই বানিয়ে দিলেন!!! ![]()
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩২
মনিরা সুলতানা বলেছেন: প্রায় এক মাস পর উত্তর দিচ্ছি এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম রিকি মনি .।।
আশা করি নদী তোমাকে উত্তর দিয়েছে ![]()
১৯|
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪২
শতদ্রু একটি নদী... বলেছেন: একটা বয়সের পর মানুষকে আর নয়, ওরাংওটাংদের ভালো লাগে!!
একটা বয়সের পর বাইসেপ ঢিলে হয়ে আসে; সিলিং ফ্যান পুরো পাঁচেও ঢিমে তালে ঘোরে! গ্যাস বার্নারের ঝিম আঁচে চায়ের টগবগও আসে ধীরে!! আহারে... আহারে...
এইসব সময়ে ওরাংওটাং মনের মঞ্জিলে আশ্চর্য আলো ফেলে। যাকে বলা যেতে পারে হিল্লোল। ওরাংহিল্লোল থেকে মনে হয় ঘোর তমিস্রায় আরো কিছুদিন বেবুনটেবুন করে বর্তে থাকা যায়...
হলদে সবুজ হোক বা না হোক, হয়তো এটা ব্যক্তিগত গলদ যে রমণী নয়, কিশোরীও নয়; বরং বেবুন!! আহা বেবুন…
ধীরকণ্ঠে এদের উপন্যাস আমিও শুনছি রেডিও ফুর্তিতে!! ![]()
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৭
মনিরা সুলতানা বলেছেন: সব মাথায় উপর দিয়া গেলু রে ভাই ![]()
২০|
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৭
শতদ্রু একটি নদী... বলেছেন: না, রিকি ভাইয়ারে কেউ বানায় নাই। রিকি ভাইয়ারে মনে হয় বেবুনের দল ষড়যন্ত্র কইরা বাইন্ধা রাখছে। জরুরী ব্যবস্থা নেয়া দরকার। ![]()
আর আপা, ব্যাঙ্ক একাউন্ট নাম্বার দিয়া দিমু, আমারে ১০০ টাকা সালামী দিয়েন। যেই দেশে আছেন ওইদেশী টাকা। রেমিটেন্স হিসেবে কোনদিন সালামী পাইনাই। একটা ব্যবস্থা নিয়েন এইবার। কথা দিতাছি, আপনার পোলাপান এইদেশী টাকায় রিটার্ন পাবে ![]()
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪১
মনিরা সুলতানা বলেছেন: একাউন্ট নাম্বার পাই নাই সো পাঠাইতে পারলাম না ।
যদিও ব্যাপুক ইচ্ছা ছিল পাঠানোর ।
২১|
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৩
রিকি বলেছেন: @ শতদ্রু ভাই : আমারে বলছেন সেলামি দিতে???
আমি বিদেশে কোন জন্মে গেলাম--- আমি তো আপনার দেশেই থাকি, কি কথা বলেন ভাই !!!!
তবে আপনি চাইলে সুদানের currency আপনাকে সেলামি হিসেবে দেয়ার ব্যবস্থা করতে পারি-- নিবেন নাকি???
রিকি ভাইয়ারে কেউ বানায় নাই। রিকি ভাইয়ারে মনে হয় বেবুনের দল ষড়যন্ত্র কইরা বাইন্ধা রাখছে। জরুরী ব্যবস্থা নেয়া দরকার।
ভাই বেবুনদের আমার হাত থেকে বাঁচান !!!!
![]()
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৪
মনিরা সুলতানা বলেছেন: আমার বলার কিছু ছিল না .।.।.।।
২২|
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫
শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়া, ওইটা মনিরা আপারে কইছি। টেনশন নয়েননা। আর আমার কাছে চাইলে আমি জিম্বাবুইয়ান ডলারে দিমু। মিলিয়ন ডলারের নীচে কোন কথা নাই। ![]()
আর লাস্টের ব্যাপারটাও বিবেচনায় আছে। বেবুনেরা মানবিক আবেদন জানাইছিলো। ![]()
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৪
মনিরা সুলতানা বলেছেন:
![]()
২৩|
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৫
রিকি বলেছেন: বেবুনদের মানবিক আবেদনের কথার প্রেক্ষিতে আমিও সেজন্যে বললাম !!! Please let me out of them, or let them out of mine !!!! ![]()
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫১
মনিরা সুলতানা বলেছেন: উত্তর শতদ্রুর মন্তব্যএ ![]()
২৪|
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৭
খেয়ালি দুপুর বলেছেন: এমন অদ্ভুত সুন্দর উপমায় জড়ানো মন ভালো করা কথামালা আমি শুধু মুগ্ধ হয়ে পড়ে যাই। একরাশ ভাললাগা আর স্নিগ্ধতা ভর করে হৃদয়ে। মন্তব্য করবার জন্য নিজেকে যোগ্য মনে হয়না আমার। আজকে সাহস করে করেই ফেল্লাম। অনেক অনেক শুভকামনা আপু!
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৩
মনিরা সুলতানা বলেছেন: মন ভালো করা মন্তব্য পেয়ে আনন্দিত খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি ।
আপনার লেখা ও আমার অনেক প্রিয় ।
সব সময় ভালো থাকবেন ![]()
২৫|
১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:০০
রোদেলা বলেছেন: ডাকাতিয়া পারের ছেলে তুমি কেবল লজ্জার লালিমা টুকুই ডাকাতি করতে চেয়েছ আজীবন ..
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রোদেলা ![]()
২৬|
১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৫
না পারভীন বলেছেন: ভাল লেগেছে। আরো কিছু বলতে পারি, লেখা পড়ে উপলব্ধি হল দুইপক্ষই ভাল মানুষ।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর আমার পোস্ট এ তোমাকে পেয়ে ভালো লাগলো নাপা মনি ।
শুভ কামনা ![]()
২৭|
১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২১
মনিরা সুলতানা বলেছেন: প্রিয় বোন ভাই এবং সহ - ব্লগাররা
সময় মত মন্তব্য প্রতি উত্তর করতে পারছি না বলে ক্ষমা প্রার্থি। ঈদ করতে গ্রামে এসছি লম্বা এক সফর করে তাছাড়া নেট এর কচ্ছপ গতি আমার সকল আগ্রহ নস্ট করে দিচ্ছে।
অগ্রিম ঈদ মোবারক
সবার জন্য শুভকামনা ভালোবাসা এবং দোয়া ![]()
২৮|
১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১১
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি
শুভ কামনা ![]()
২৯|
১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪
সুমন কর বলেছেন: ধান সিড়ি পারের ছেলে আমি তোমাতেই নিমগ্ন থেকে নিজেকে ভালোবেসেছি বার বার
তোমার আত্মার যত্ন নিয়েছি তুমি পাছে আমার আত্মা কে কস্ট দিয়ে ফেল সেই ভয়ে।
পুরো কবিতাটিই চমৎকার হয়েছে। বড় বড় লাইনগুলো অন্য রকম লাগল। ৭ম+।
বেশ কিছু টাইপো আছে।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০০
মনিরা সুলতানা বলেছেন: +++ এর জন্য কৃতজ্ঞতা সুমন
কবিতা ভালো লেগেছে জেনে আরো ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা ![]()
৩০|
১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০২
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা আপি।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৩
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির
৩১|
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈদ মোবারক আপু। আমার ঈদি না দিয়া তুমি কই গেলা?
ঘোরতর অন্যায়। ![]()
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৫
মনিরা সুলতানা বলেছেন: বাসি ঈদ মোবারক রাজপুত্র ।
দিন গুনে ডাবল হবে সেলামী ,টেনশন নট ।
৩২|
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১০
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ঈদের অনেক অনেক শুভেচ্ছা ।
ভালো থাকবেন সব সময় ![]()
৩৩|
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা আপু।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মহান অতন্দ্র
অনেক অনেক শুভ কামনা ![]()
৩৪|
২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫
মহামহোপাধ্যায় বলেছেন: বাহ!! দারুণ কবিতা আপু। ভালো লাগলো।
সেদিন এক হাইওয়ে রেস্তোরাঁ থেকে কেবল খেয়ে বেরিয়েছি, সামনের ইট বিছানো বিশাল প্রাঙ্গণে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দু- একটা বাস। মেঘলা অলস দুপুরে আমরা বাস যাত্রীরা আরমোড়া ভেঙ্গে বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ মনে হলো সময় যেনো থেমে গেছে, এক ঝাঁক শালিক দাপিয়ে বেড়াচ্ছে পুরো চত্ত্বর। তাদের গায়ের রঙ সবুজাভ...... হতবাক হয়ে গিয়েছিলাম।
ব্লগে আপনাদের দেখলে ভালো লাগে। ভালো থাকুন, শুভেচ্ছা রইল ![]()
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ .।
আপনাকে দেখে ও ভালো লাগল
শুভ কামনা ।
৩৫|
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৯
শতদ্রু একটি নদী... বলেছেন: ও আফা, আপনে ফেরত আইছেন দুবাই না কাতার না মক্কা মদীনায়? ভুইলা গেছি কই ছিলেন ![]()
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:২০
মনিরা সুলতানা বলেছেন: জি ভাই ফেরত আইছি আল্লাহর ইচ্ছায় ।
মক্কা মদিনায় যাইতে চাই ,দোয়া করে দিয়েন ![]()
৩৬|
০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮
এস কাজী বলেছেন: আহা ডাকাতিয়া পাড়ের ছেলে ![]()
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৩১
মনিরা সুলতানা বলেছেন: কিডা সে ![]()
৩৭|
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:২২
ব্ল্যাক ফাইটার বলেছেন: আপনি একটি আসলে মেয়ে নাকি আলসে মেয়ে
০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আলসে মেয়ে হবে ![]()
৩৮|
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫
বিষের বাঁশী বলেছেন: সুন্দর লেখা আপুনি।
আমি কেন এমন লিখতে পারি না! ![]()
০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ বাঁশী ।।
কেউ কি কারো মত হয় ,আপনি আরও সুন্দর লিখতে পারেন ![]()
৩৯|
০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সালাম নিবেন,
আশা করি ছহি সালামতে আছেন ।
অগ্রিম ঈদ মুবারক !
ইতি -
![]()
০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১০
মনিরা সুলতানা বলেছেন: হিহিহি ভাগ্যিস চিঠির ভিতরে গরুর কিছু পশম কেটে দেন নাই ঈদ মোবারক এর শুভেচ্ছায় ।
৪০|
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার রসবোধের তারিফ করছি , আমি পনের মিনিট ধরে হাসতেই আছি
![]()
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪
মনিরা সুলতানা বলেছেন:
![]()
৪১|
০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১
তুষার কাব্য বলেছেন: ডাকাতিয়া পারের ছেলে তুমি কেবল লজ্জার লালিমা টুকুই ডাকাতি করতে চেয়েছ আজীবন।
আহা ! শেষ টা তো অসাধারণ ![]()
০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কাব্য ![]()
৪২|
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন: আফাগো, আপনের কি সব স্থগিত নাকি?
১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫
মনিরা সুলতানা বলেছেন: ব্লগ সচল ভাইডি ![]()
৪৩|
১০ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবি অসাধারণ হইছে। ভাল লাগা রইল।
১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুজন .....
ভালোলাগা তুলে রাখলাম ![]()
৪৪|
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:০০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অপূর্ব!! শুভকামনা।
১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আপনার জন্য ও শুভ কামনা ![]()
৪৫|
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
উর্বি বলেছেন: দারুন ভালোলাগায় রইল
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ উর্বি মনি ![]()
৪৬|
১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২
উর্বি বলেছেন: স্বাগতম
২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:২২
মনিরা সুলতানা বলেছেন: আবারো ধন্যবাদ ![]()
৪৭|
২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯
ইমা সুলতানা চারু বলেছেন: চমৎকার লেখেন আপনি
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম চারু
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ![]()
৪৮|
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৩
শেরজা তপন বলেছেন: ওহে কন্যা-আপনিতো দারুণ কবি! আপনার দুর্দান্ত লেখা পড়ে মোহিত হলাম-অসাধারন!
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে মোহিত করতে পেরে আমি সত্যিই আপ্লুত
আপনি আমার অল টাইম পছন্দের লেখকদের একজন
শুভ কামনা ![]()
৪৯|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
ভ্রমরের ডানা বলেছেন: এই কবিতা পড়া হল আমার সারর্থকতা। অসাধারণ কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
মনিরা সুলতানা বলেছেন:
কৃতজ্ঞতা ডানা
অনেক অনেক শুভ কামনা ![]()
৫০|
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা, মৌ্লিক ভাবনা এবং অভিব্যক্তিতে সমৃদ্ধ।
ভাল লাগা কিছু কথাঃ
"নি:স্ব আমাকে সম্রাজ্ঞী হতে শিখিয়েছিল তোর ভালোবাসা ।
হৃদয়ভার তোমাকে সপে দিয়ে আবার বিহংগ হয়েছিলাম আমি।"
ডাকাতিয়া পারের ছেলে তুমি কেবল লজ্জার লালিমা টুকুই ডাকাতি করতে চেয়েছ আজীবন। এবং
বর্ষা বড্ড ভয়ানক, সবাই কে ভেজায়
কবিতায় প্লাস + +
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬
মনিরা সুলতানা বলেছেন: আপনি কবিতার আত্মা তুলে এনেছেন,ভালোলাগা কথাগুলোতে!
বেশ আগের লেখা কবিতা,আপনার চমৎকার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম!
অনেক অনেক ধন্যবাদ ভালোলাগা এবং +++ এর জন্য।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৩
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিদের মধ্যে ইদানিং প্রকৃতি প্রেম প্রকট হইছে। ভালোলাগছে পইড়া।

লজ্জার লালিমাটুকুও চুরি হইলে তো নির্লজ্জ নাম নেয়া লাগবে, চিন্তার ব্যাপার হইলো।