নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
ঝড়া পাতার মত কিছু টুকরো কিছু সুখ এখনো ছড়িয়ে আছে তোমার সুবাস ছুঁয়ে
হলের মেইন গেট, পাশের গলি, ঝুপড়ি চা এর দোকানের ভাঙ্গা বেঞ্চে কিছু গ্রন্থাগারের আলোআঁধারিতে ।
চকিত মুগ্ধ দৃষ্টি ছিল, সবুজ জামা গায়ে আনন্দ ছিল অভিমানের খেয়ায় নীল কষ্ট ও......
ফিরে যাবার সময় গুছিয়ে সব নিয়েছিলে কাধের ঝুলিতে শুধু কিছু উপচে পরা সুখ
তোমার পায়ে পায়ে এখানে ওখানে চুপটি করে লুকিয়েছিল আমাকে সঙ্গ দিতে ।
অস্থির এলোমেলো চুলের যুবক আমি তোমার অপেক্ষায় থেকে সমস্ত ক্যাম্পাস জুড়ে ছিটানো সুখ গুলি কুড়িয়ে বেড়াই।
সকাল সারে আটটার এর ক্লাসে এর পথে আড়মোড়া ভেঙে আলসে হয়ে উঠা চারিদিকে
হাকিম চত্বরের চা এর ফুটন্ত পানির বাষ্পে
রাতের আদরে আছড়ে পরা কিছু জারুল সোনালু র পাপড়িতে ।
দুপুড়ে ক্লান্ত ক্ষুধার্ত হয়ে টি এস সি ক্যাফের এক টাকার লেবু চা য়ে আর নিউজ পেপারের ইফতারিতে।
হাতের মুঠোয় খুব করে কিছু লেবু পাতা কচলিয়ে
বুকে বাসি বকুলের গন্ধ আর সমস্ত টা জুড়ে নীলমনি লতার মত তোমাতে জড়িয়ে ধরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করি আমাদের আগামীর ।
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কালি ভাই
ফুলটা আমার ভিষন প্রিয়
২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর লিখেছেন। সুন্দর কবিতা।
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০০
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর মন্তব্যএর জন্য ধন্যবাদ তন্দ্রা মনি।
অনেক অনেক শুভ কামনা
৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩
শতদ্রু একটি নদী... বলেছেন: ও, ভার্সিটিতে পড়া বাদ দিয়ে প্রেম করে কাটানো হইছিলো? বহু পুরান দিনের প্রেম। ১ টাকার চা যখন ছিলো তখন চা খাওয়া ধরছিলাম নাকি মনে নাই। স্মৃতিগুলা এখন এক লাইনে আসেনা। কেমন যেন ছাড়া ছাড়া। কিন্তু ওইদিকের অনেক টুকরো স্মৃতি মাঝে মাঝে বুক ভার করে। আহা ফুলার রোড, বৃটিশ কাউন্সিলের একটু সামনের কৃষচূড়া গাছ, বেচারাম দেউরীতে নান্নার বিরিয়ানী কিংবা ঘন্টা চুক্তিতে পুরা ভার্সিটি এরিয়া রিক্সায় করে ঘোরা। সময়ের সাথে সব কল্পগল্প হয়।
লিখে ফেলছেন ভালোই। কবিতা হোক নাহোক কি যায় আসে...
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ভবিষ্যতে টিচার হইতে চায় এরা ছাড়া ইউনিতে পড়তে যায় কে
আহা রে ফুলার রোড ,কৃষ্ণ চূড়া গাছ আর ঘন্টা চুক্তি রিকশা পাখির পাখায় ভর করে দিন পার ।
কল্প গল্প কেন গেলেই সব আবার ফিরে আসে ,আমি এবারে ঢাকায় গিয়ে ও ঘুরে এসছি একবার ।
ঐ তুমি চান্স পাইলেই আমারে প্রাগৈতিহাসিক বানাও কেন ?
টি এস সি র চা সাবসিডির লেবু চা সব সময় কম দাম ।
আমি কি কইছি কবিতা লিখছি , বয়স হয়ে গেছে তো তাই আগের স্মৃতি ঘোরাফেরা করে
৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯
এস কাজী বলেছেন: বুকে বাসি বকুলের গন্ধ আর সমস্ত টা জুড়ে নীলমনি লতার মত তোমাতে জড়িয়ে ধরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করি আমাদের আগামীর!
সুন্দর সুন্দর
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কাজী
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
শুভ কামনা
৫| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: ভাললাগা রেখে গেলাম !!!
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৭
মনিরা সুলতানা বলেছেন: ওরে বীথি আপু কি সুন্দর ছবি দিলেন ,মন ভালো হয়ে গেল ।
অনেক অনেক ধন্যবাদ
৬| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৬
লেখোয়াড়. বলেছেন:
তুমি ভালবাসার আঁচড়ে সুখ খুঁজেছিলে অবারিত সৌন্দর্যে, তুমি অপেক্ষায় ছিলে আগামীর, আমি হেঁটেছিলাম আসীমের পথে অবিচল, কিন্তু তুমি বলতে পারনি আমাকে ভালবাস তুমি, সে দোষ তো আমার নয়, তবু আফসোস দীর্ঘশ্বাসের...............
আপনার লেখা পড়ে এভাবে ভেবে নিলাম।
আলো আধারিতে
ফিরে জাবার সময়
সকাল সারে আটটা
হাকিম চত্তরের চা
.................. ওই টাইপোগুলে ঠিক কনে নিয়েন।
আপনার অনুভূতি স্পর্শ করে ভাললাগা দিলাম।
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই কিছু ঠিক করে নিয়েছি ।
পাঠকের স্বাধীনতা ভেবে নেয়াতে , হয়ত আমি ই লেখায় আনন্দ ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছি ।
না যাকে নিয়ে লিখেছি তার কাছে আফসোস দীর্ঘশ্বাস কোনটাই নেই ।
অনুভূতি স্পর্শ করা ভালোলাগা নিজের করে নিলাম
৭| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন সুন্দর!
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তনিমা আপু
আমার লেখায় আপনাকে সব সময়ের মত পেয়ে খুব ভালো লাগল
৮| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৭
খেয়ালি দুপুর বলেছেন: "হাতের মুঠোয় খুব করে কিছু লেবু পাতা কচলিয়ে
বুকে বাসি বকুলের গন্ধ আর সমস্ত টা জুড়ে নীলমনি লতার মত তোমাতে জড়িয়ে ধরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করি আমাদের আগামীর ।"
ভীষণ ভাল হয়েছে আপু! প্রত্যেকটা লাইনের পরতে পরতে স্নিগ্ধতা! মুগ্ধ হয়ে গেছি। শুভকামনা থাকল।
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৭
মনিরা সুলতানা বলেছেন: মন সব সময় ভালো হয়ে যায় চিঠির মন্তব্য পড়লে ।
স্নিগ্ধতা আসলে তোমার হৃদয়ে......
অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা
৯| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর প্রসংশা শুধুইকি তোমাকে নাকি আরো কেহ দাবীদার। ভাল লাগা রইল।
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন
ভাল লাগা রেখে দিলাম
১০| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১২
শায়মা বলেছেন: নীলমনিলতার ছবি আর কবিতা পড়ে মুগ্ধ আমি!
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩
মনিরা সুলতানা বলেছেন: শায়মা মনি সত্যি লেখা পড়ে মুগ্ধ হয়েছ নাকি ফুলের ছবিতে
১১| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫
জেন রসি বলেছেন: পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
শব্দময় অতীত চমৎকার হয়েছে।
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২
মনিরা সুলতানা বলেছেন: কি আর করা রসি ভাই শব্দেই স্মৃতি চারন করি ।
ধন্যবাদ
১২| ১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
উর্বি বলেছেন: বাহ! অসাধারন
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্য আপু
অনেক অনেক ধন্যবাদ
১৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫২
সাজিদ উল হক আবির বলেছেন: টিএসসি ক্যাফেটেরিয়ার চা এখনও একটাকা করেই! প্যাটিস টা অসাধারণ। ঢাবির ক্যাম্পাসে ছাত্র হিসেবে আছি আর চার মাস। দুঃখের জীবন।
তবে ভার্সিটির টিচার যারা হতে চায় - তাদেরও যে পড়াশোনা ছাড়া অন্যকিছু করতে নেই , বা করে না এটা কিন্তু তথ্যগত ভুল
কবিতা সুন্দর লেগেছে আপু। ক্যাম্পাসের বিভিন্ন প্রিয় এলাকার বর্ণনা স্মৃতিকাতর করে দিল বড়।
ভালো থাকবেন।
১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
মনিরা সুলতানা বলেছেন: আহা আহা এই এক টাকার চা আর প্যাটিসের এর মজা বাইড়ের এরা কি বুঝবে ।ইশ বের হলে বুঝবেন ক্যাম্পাসের মায়া ।
হিহিহি আছে অনেক কিছু করার ও আছে করতে ও চায়
লেখা সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো ।হ্যা সবই খুব খুব পরিচিত হবার কথা ।
অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা আবির
১৪| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন
১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর দেখলাম সপ্নবাজ কে....
অনেক অনেক ধন্যবাদ ভালোলাগা নিলাম
১৫| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে কবিতা।
১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই
১৬| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা প্রামানিক ভাই
১৭| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪
এহসান সাবির বলেছেন: অস্থির এলোমেলো চুলের যুবক আমি তোমার অপেক্ষায় থেকে সমস্ত ক্যাম্পাস জুড়ে ছিটানো সুখ গুলি কুড়িয়ে বেড়া...
চমৎকার।
শুভ কামনা আপু।
২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৪
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সাবির!
পাঠে এবং চমৎকার মন্তব্যে ...।
সব সময় অনেক অনেক ভালো থাকুন
১৮| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯
তুষার কাব্য বলেছেন: দারুন সুন্দর !
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২২
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ কাব্য
পাঠে এবং মন্তব্যের জন্য
১৯| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ফুলটা এত সুন্দর কেন আপিজি...? আমি তো বোটানীর ছাত্রী কিন্তু চিনতে পারছি না...!!! কবিতা মন্দ নয়...!
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০
মনিরা সুলতানা বলেছেন: ফুলটা সত্যিই সুন্দর ঈস্পি মনি
অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য।
সুন্দর থাক
২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫
সায়েদা সোহেলী বলেছেন: বুকে বাসি বকুলের গন্ধ আর সমস্ত টা জুড়ে নীলমনি লতার মত তোমাতে জড়িয়ে ধরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করি আমাদের আগামীর । একটা সুখের স্পর্শ পেলাম , সুন্দর আগামীর হাতছানি !!
এইটা কি ফুল মনিরা আপু ? খুব সুন্দর জীবন্ত লাগছে !!
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২
মনিরা সুলতানা বলেছেন: নীলমনি লতা এই ফুলের নাম।
তুমি কেমন আছ, ব্লগে তোমাকে দেখে মন ভালো হয়ে গেল। অবশ্য আমিই ব্লগ ছাড়া অনেকদিন।
শুভ কামনা
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০
খেয়ালি দুপুর বলেছেন: নতুন কোন লেখা পাচ্ছিনা কেন আপু! আরও অনেক লেখা চাই।
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ উড়োচিঠি
ব্লগে আজকাল মন লাগে না ...
শুভ কামনা
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
শায়মা বলেছেন: আপুনি তোমার জন্য ওয়েট করছি!!!!
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬
মনিরা সুলতানা বলেছেন: পালিয়ে বেড়াচ্ছি আপুনী
তোমরা সবাই কেমন আছ।
অনেক অনেক ধন্যবাদ
২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
এস কাজী বলেছেন: মনিরা আপু, কি খবর? কেমন আছেন?
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯
মনিরা সুলতানা বলেছেন: ভাল আছি কাজী
আর ও একটা শরতের ভোর মিস করলাম, দেশে জাবার জন্য মন অস্থির হয়ে আছে, ব্লগে ও মন লাগছে না।
শুভ কামনা
২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
কাবিল বলেছেন: ভাল লাগলো।
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাবিল
শুভ কামনা আপনার জন্য
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সাবির, আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন
২৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আগেও দেখি এটা পড়েছি, কমেন্ট করেছি। আবার পড়লাম , খুব ভালো লাগলো। এসেছিলাম নতুন লেখার খোঁজে, নেই।আরও লিখুন আপু।শুভেচ্ছা।
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তনিমা
ব্লগে অনেকদিন পর ফিরলাম, লেখার চেস্টায় আছি।
শুভ কামনা
২৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২
শতদ্রু একটি নদী... বলেছেন: ও আফা, আফাগো, আপনে কই?
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২
মনিরা সুলতানা বলেছেন: বান্দা হাজির ভাইসাব
একটু ব্রেক নিলাম আর কি
২৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
কাবিল বলেছেন: নতুন পোস্টু যে কবে পাব তা আপুই জানে।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ ভরসা চলে এসছি ভাইয়া
ধন্যবাদ মনে রাখার জন্য ।
২৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২
মাহবুবুল আজাদ বলেছেন: খুশি হয়ে গেলাম ফুল দেখে।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
মনিরা সুলতানা বলেছেন: আমি ও খুশি হয়ে গেলাম আপনার মন্তব্যে
ধন্যবাদ
৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩১
খেয়া ঘাট বলেছেন: আরিব্বাসসসসসসসসসসসসসসসসসসসসসস। মেলা দিন পর..........আপ্পিরে দেখে ত্বপ্তি পাইলাম
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
মনিরা সুলতানা বলেছেন: আহা .....
আপু র ও মেলাদিন পর আপনাকে দেখে মন ভালো হয়ে গেল
শুভ কামনা
৩১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগের ভিজিটর লিস্টে তোমায় দেখলাম আপু।
কেমন আছো?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি রে .....
ব্লগে মন লাগছে না একেবারেই
তোর ওখান থেকে ঘুরে এলাম
৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই!
কদিন যাক। দেখো মন লাগবে। সবাই কেমন আছে?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
মনিরা সুলতানা বলেছেন: দেখি কতটা লাগে ....
ভালো থাকিস
৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমিও ভালো থেকো। সবসময়।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: হুম
পি পি টা দারুন হইছে ভাই
৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩০
রুদ্র জাহেদ বলেছেন: লেখা হৃদয় ছুঁয়ে গেল।আবার পড়লাম আপুনির পদ্য
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত রুদ্র
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা
৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
নীল-দর্পণ বলেছেন: ফুলটাকে নীলমনি লতা বলে?
এত্ত চমৎকার দেখতে, মনে হচ্ছে কচকচিয়ে খেয়ে ফেলি (সুন্দর ফুল দেখলে এরকম মনে হয় আমার)
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭
মনিরা সুলতানা বলেছেন: নীলু অনেকদিন পর দেখলাম ...
হুম অনেক খুঁজে নাম বের করছি কার যেন ব্যালকনিতে এই লতা আছে দেখে আমার ও হাতে নিতে ইচ্ছে হয়েছিলো
শুভ কামনা .।।।
৩৬| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
নকীব কম্পিউটার বলেছেন: অসম্ভব ভালো লাগলো।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০০
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর কেউ এই পোস্ট এ ..।
অনেক অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য
৩৭| ০১ লা মে, ২০১৬ ভোর ৫:০৮
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি আবারো ফিরিয়ে নিয়ে গেয়ে ঢাবি গ্রন্থাগারের পিছনের বারান্দাতে স্মৃতি রুমন্থনে । মনের গহীনে থাকা ঢাবির স্মৃতিময় দিনগুলো কি সুন্দরভাবেই না ফিরিয়ে দিলেন । যেমনি তার বর্ণনা তেমনি তার উপমা , দৃশ্যগুলি মনের পর্দায় ঝটপট ভেসে উঠে ।
ইউনিক নীল লতাফুল দুর্লভ অতি , তার পরেও ছড়াল তা অপরূপা সৌন্দর্যের দ্যোতি সকলের মাঝে । এ অসাধারণ কৃতির গুনগাথা
ভাাষায় বলে হবেনা শেষ্ ঝুমকার মত দেখতে বাহারী একটি ফুল পাঠালাম তাই শুভেচ্ছা করে ।
কবিতাটি আবারো ফিরিয়ে নিয়ে গেয়ে ঢাবি গ্রন্থাগারের পিছনের বারান্দাতে বসে কাটানো মধুমাখা স্মৃতি রুমন্থনে । মনের গহীনে থাকা ঢাবির স্মৃতিময় দিনগুলো কি সুন্দরভাবেই না ফিরিয়ে দিলেন । যেমনি তার বর্ণনা তেমনি তার উপমা , দৃশ্যগুলি মনের পর্দায় ঝটপট ভেসে উঠে ।
ইউনিক নীল লতাফুল দুর্লভ অতি , তার পরেও ছড়াল তা অপরূপা সৌন্দর্যের দ্যোতি সকলের মাঝে । এ অসাধারণ কৃতির গুনগাথা ভাাষায় বলে হবেনা শেষ তাই টবের গাছে ফুটা বাহারী ফুল কটি পাঠালাম শুভেচ্ছা করে ।
০১ লা মে, ২০১৬ রাত ৯:৫০
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার অর্কিড এর জন্য ধন্যবাদ আলী ভাই ।
নীলমণি লতা খুব বেশী দুর্লভ না ,আমার দিল্লির বাসায় মেইন গেট এর অনেকটা যায়গা জুড়ে ছিল যত্ন পেলে অঢেল ফুলের বন্যা বয় ।
ঠিক বলেছেন ঢা।বি র ছাত্র ছাত্রীদের জন্য সব জায়গা ই ভীষণ নস্টালজিক ।
কৃতজ্ঞতা অসাধারন মন্তব্যের জন্য
৩৮| ০২ রা মে, ২০১৬ রাত ১:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: নীলমনি লতা দুর্লভ নয় সেতো আপনার নয়নাভিরাম বাগানে । কিন্তু আমি যেখানে থাকি সেখানে তো সাতমাস ফুল আর পাঁচমাস পেজাতুলা বরফের ছানি । তাই নীলমনি আমার এখানে অতি দুর্লভ , সারাবছর ফুলের জন্য গ্রীণ হাউজ ভরসা । দিল্লীর ঘরবাড়ীর সামনের বাগানগুলি খুব সুন্দর ( অবশ্য যে সমস্ত বাড়ির সামনে আছে ) দেখলে খুব লোভ হয় । ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
০২ রা মে, ২০১৬ রাত ২:১৩
মনিরা সুলতানা বলেছেন: বলেন কি অনেক মজা তাহলে , আমার এই পেজাতুলা বরফ নিয়ে দারুন কিছু ফ্যান্টাসি আছে জানি না প্রথম যেদিন হাতে নিব ক্যামন হবে সেই অনুভূতি ।
হুম ওখানে যত্ন নিয়ে বাগান করে দেখেছি আর এখন যেখানে থাকি সেখানে তো রীতিমত পরিশ্রম করে ফুল ফোটায় এবং খুব ই চমৎকার ভাবে ।
আপনার জন্য ও শুভ কামনা
৩৯| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:০১
ডঃ এম এ আলী বলেছেন: মরুভুমির বুকে মরুদ্যান হয়ে পরিশ্রমী ফুল ফোটাচ্ছেন চমৎকার তো হবেই শুনে ভাল লাগল। এক রাস পেজাতুলা দেয়া হল, হাতে তো নেয়া যাবেনা তবে এর মাঝে ঢুকে যাওয়া যাবে । সুখে থাকুন এ কামনা থাকল ।মরুভুমির বুকে মরুদ্যান হয়ে পরিশ্রমী ফুল ফোটাচ্ছেন চমৎকার তো হবেই শুনে ভাল লাগল। এক রাস পেজাতুলা দেয়া হল, হাতে তো নেয়া যাবেনা তবে এর মাঝে ঢুকে যাওয়া যাবে । সুখে থাকুন এ কামনা থাকল ।
০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:২৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ দেখেই মন ভালো হয়ে গেলো !!!!!!
আপনি ও অনেক ভালো থাকুন ,শুভ কামনা
৪০| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । সুর্যোদয়ের ভেলায় চড়ে মনোহর আরো দৃশ্য দেখতে পেলে ভাল লাগতো । নিরন্তর শুভকামনা থাকল ।
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
মনিরা সুলতানা বলেছেন: হাতে এত সময় তাও লেখার মত সময় পাচ্ছি না রে ভাই ,ছবি তো সারাক্ষন ই তুলছি মোবাইল এ ।
আমি হচ্ছি পড়ুয়া ফুল টাইম
৪১| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা স্নিগ্ধতা আর সুখ সুখ অনুভূতি পেলাম কবিতাটি পড়ে। খুব সুন্দর লিখেছেন + +
@কামরুন নাহার বীথি, আপনার ছবিটাও খুব সুন্দর (৫ নং মন্তব্যের)! +
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন নিন আহসান ভাই!!
আপনি 'ই মনে হয় আমার সর্বাধিক লেখার পাঠক! শখের লিখিয়ে হিসেবে এ এক অনন্য পাওয়া!
বীথি আপু আমাদের ফুল কু্মারী,উনার ছাদ বাগান রীতিমত প্রদর্শনী প্লট।
সব সময়ের মত দারুন মন্তব্যে আপ্লুত হলাম;অনেক অনেক ধন্যবাদ আর সব সময় ভালো থাকার শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৮
কলমের কালি শেষ বলেছেন: ফুলের ছবিটা এতো তাজা লাগছে যে মনে হচ্ছে এখনি সুবাস পাচ্ছি । আর কবিতাও তেমনি তাজা ।