নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

গাহন তোমাতে

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৮


শিউলি কুড়ানো ভোরের শিশিরে যখন শিহরিত হতাম বালিকা আমি
সেই ফুল কুড়ানোর আনন্দে থেকেই তোমাতে গাহনের দিনের শুরু।

ফ্রকের কোঁচরে হাজারী গোলাপ ,ঝুমকো জবা্‌ কাবেরি কিংবা নয়ন তারা আর ভিনদেশী কসমস,চেরী
মোরগ ফুল ,দোপাটি,কাঠ গোলাপ, নীলকণ্ঠ অথবা কখনো সদ্য ফোটা গোলাপের ঘ্রান যখন মিলেমিশে একাকার হত ভেবে দেখ সেই সুবাসে আকুলিত চিরন্তন বালিকা হৃদয়ে তুমিই থাকো ।
চঞ্চলা চড়ুই হৃদয়ে র ছটফটানি র নিস্তব্ধতায়
দুহাতে ভরতি বড়ই ,কাঁচা তেতুল নিয়ে পালিয়ে বেড়ানো আমি তোমার ই ছিলাম তোমার হয়ে ।

দুই বিনুনির লাল সারটিনের ফিতায় ফুল ফোটানোর আনন্দের মুহূর্তে
ঘোর বর্ষার মধ্যদুপুড়ে তলিয়ে যাওয়া ধানক্ষেতে শ্রাবন ধারার গাহনে
কোন এক আষাঢ়ে ঢলে লাল মাটির রাস্তায় ঝরে যাওয়া বেলির হাহাকার বুঝে নেয়ার তীব্রতায় সাথে আমি তোমার হয়েছিলাম ।


খেলার সাথির হিজল ভাসা টলটলে নবীন জলের স্বচ্ছ দৃষ্টিতে তাকিয়ে
বিরান চরে ঘুঘুর ফাঁদ পাতার দুঃসাহসিকতায় মুগ্ধ হয়েছি যখন
উথল হাওয়ার বুকে চাদিয়াল ভাসানো কিশোরের আকাশ চাওয়া অপেক্ষায়
বিষন্নতা খুঁজে পেতে শুরু করার হু হু করা দিনগুলোতেও।


স্মৃতি জাগানিয়া আম আঁঠির ভেঁপুর সুর
চকচকে কাঠের সেতুতে দাঁড়িয়ে খালের পানিতে ঝিলমিল বট পাতার খেলা দেখার মগ্নতায়
বয়সন্ধির চৌকাঠ পেরিয়ে সেবা রোমান্টিকের নায়ক হয়ে ,দূরবীনের ধ্রুব ,একা এবং কয়েকজনের সূর্য ,পার্থিব এর হেমাঙ্গ , হীরক দীপ্তি র হিরক কে ভালবাসায় ।
শহরতলীর দিনগুলিতে দুর্গা অষ্টমীর দিন ভেসে আসা মাইকে কিশোর কুমারের
“সে যেন আমার পাশে আজো বসে আছে “ গানের সুরে
অবেলায় কাঁথা মুরি দিয়ে বুকের ভিতর কেমন করতে থাকা অনুভুতিতে
আমি তোমার হয়েছিলাম ………….

ভাবো তো
ফেব্রুয়ারির পলাশ রোদ আর শোকের সাদা কালো শাড়ী র ভাজে কাকে লুকাতে চাইতাম ?
বৈশাখি মেলার সবুজ কাচের চুড়ি র রিনঝিন সজীবতায় ছিলাম
মার্চের উত্তাল কবিতা দিন ,দোলন চাঁপা গুচ্ছের খোঁপায় শোভা পাবার লাজুক নত চোখ
আর
পাতা ঝড়া বসন্ত থেকে শীত ক্যাম্পাসের ধোঁয়া উঠা ভাপা পিঠার মিষ্টি সুবাসে আমি তোমাতে বিলীন হয়েছিলাম ।


মন্তব্য ১২৮ টি রেটিং +৩১/-০

মন্তব্য (১২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৮

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: নিরন্তর ভালো লাগার এক অপূর্ব প্রকাশ। বেশ ভালো, সাবলীল।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত কবি
ভালো লাগল আপনার আন্তরিকতা।
শুভ কামনা :)

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৪

অন্ধবিন্দু বলেছেন:





তলিয়ে যাওয়া ধানক্ষেতে শ্রাবন ধারার গাহনে
চাদিয়াল ভাসানো কিশোরের আকাশ চাওয়া
রোদ আর শোকের সাদা কালো শাড়ী র ভাজে
দোলন চাঁপা গুচ্ছের খোঁপায় শোভা পাবার লাজুক নত চোখ
ক্যাম্পাসের ধোঁয়া উঠা ভাপা পিঠার মিষ্টি সুবাসে


বাহ্! বাহ্! এত মিষ্ট লিখায় পাঠকের মন ছটফট করে ওঠলো। লিখাটিতে সপ্রাণতা আর সজীবতার কোনও কমতি নেই। বালিকার টলটলে হৃদয়-ঝংকার যে চঞ্চলা প্রেম মানস, তার দুহাতে ভরতি বড়ই ,কাঁচা তেঁতুলে অকূল টক, হীরক দীপ্তিময় ভালবাসায় উথল-পাথল শিহরন... আহা!

খুব সুন্দর একটি লিখা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

মনিরা সুলতানা বলেছেন: আপনার চমৎকার শব্দ ভান্ডার সমৃদ্ধ মন্তব্য আমার লেখার অলংকার হয়ে রইলো
শুভ কামনা আপনার জন্য :)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৫

রুদ্র জাহেদ বলেছেন:
স্মৃতি জাগানিয়া আম আঁঠির ভেঁপুর সুর
চকচকে কাঠের সেতুতে দাঁড়িয়ে খালের পানিতে ঝিলমিল বট পাতার খেলা দেখার মগ্নতায়
বয়সন্ধির চৌকাঠ পেরিয়ে সেবা রোমান্টিকের নায়ক হয়ে ,দূরবীনের ধ্রুব ,একা এবং
কয়েকজনের সূর্য ,পার্থিব এর হেমাঙ্গ , হীরক দীপ্তি র হিরক কে ভালবাসায় ।
শহরতলীর দিনগুলিতে দুর্গা অষ্টমীর দিন ভেসে আসা মাইকে কিশোর কুমারের
“সে যেন আমার পাশে আজো বসে আছে “ গানের সুরে
অবেলায় কাঁথা মুরি দিয়ে বুকের ভিতর কেমন করতে থাকা অনুভুতিতে
আমি তোমার হয়েছিলাম ………….
বাহ!অসাধারন বাক্য আর শব্দের বুনন।কেমন ছটফটে আনমনা করে দেওয়া কবিতা।উপরের অংশেতো পুরনো স্মৃতিরা ঝলমল করছে।সেই প্রিয় লেখক প্রিয় বইরা। খুব ভালো কবিতা
+++

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

মনিরা সুলতানা বলেছেন: মনোযোগী পাঠক যে কোণ লেখকের লেখার সম্পদ
প্রতিটি শব্দ কে যেন হৃদয় দিয়ে বুঝেছেন
সত্যিই আমি আপ্লুত
অনেক অনেক ধন্যবাদ রুদ্র
শুভ কামনা :)

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

আরজু পনি বলেছেন:
পড়ছিলাম আর এক বালিকাকে দেখছিলাম...
কিন্তু হিরকে এসে থেমে গেলাম !

হিরক চরিত্রটা কেন যেন আমার ভেতরে দাগ কেটে গেছে...আমি ভুলতেই পারি না !

ভালোবাসার প্রকাশটা দারুণ লাগলো !

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা আরজু
আমি সত্যই ভেবে পাই না দীপ্তি কি দেখেছিল আর কেমন করে হাজার চরিত্রের ভিড়ে আমাদের মনে ই বা কেন দাগ কাটল হিরক ।
শুভ কামনা :)

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: শহরতলীর দিনগুলিতে দুর্গা ....
এখান থেকে পড়তে পড়তে ভালো লাগাটা মনে হলো দোতলার বারান্দা থেকে লাফ দিয়ে রাস্তায় নেমে ব্যস্ততাহীন ট্রাফিকের মাঝে নাচানাচি শুরু করে দিল।

তোমার লেখায় একধরনের খুশবু আছে। সাদামাটা কিংবা আড়ম্বর যাই হোক মনের গভীরে ঢুকে একবারে চিকণ আর ধারালো একটা রেখাপাত করে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

মনিরা সুলতানা বলেছেন: কিছু তোদের মত পাঠক পেয়েছিলাম বলেই
মনের জানালা খুলে লিখি
ভাল থাকিস :)

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

অশ্রুত প্রহর বলেছেন: সুন্দর হয়েছে। :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রহর
আমার লেখায় স্বাগত ,সুন্দর বলার জন্য কৃতজ্ঞ
অনেক অনেক ভালো থাকবেন
শুভ কামনা :)

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

তার আর পর নেই… বলেছেন: গ্রামে বেড়ে উঠা কোন কিশোরীর বড়বেলায় ঢুকে পড়া ……
উপন্যাসের নায়ককে নিজের জীবনে দেখা …পড়তে পড়তে আমি দেখছিলাম
প্লাস।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

মনিরা সুলতানা বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ....
বাহ চমৎকার বলেছেন তো
শুভ কামনা আপনার জন্য :)

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: গভীর উপলব্দিতে মুগ্ধ ! এমন গভীরতায় গিয়ে কবিতা লেখা খুব কষ্টসাধ্য আর আপনি সেটা করলেন খুব সহজেই । আর আমরা পেলাম একটা স্নিগ্ধ কবিতা, প্রকৃতি এবং ঐতিহ্যের মাখামাখিতে ।

অনেক ভাল লাগলো ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখা বরাবরই আমাকে মুগ্ধ করে
প্রিয় লেখকের ভাল লেগেছে জানতে পেরে আনন্দিত
শুভ কামনা :)

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দূর্দান্ত একটা কবিতা!

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

মনিরা সুলতানা বলেছেন: তনিমা আপু শুভ কামনা তোমার জন্য
মন্তব্য পেয়ে খুব ভাল লাগল :)

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা । যা পড়ে মগ্ধ এই পাঠকের মন।নিরন্তন ভাল লাগা সহ আপনার মংগল কামনা করছি।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

মনিরা সুলতানা বলেছেন: মঙ্গল কামনায় ধন্যবাদ সুজন
মুগ্ধ পাঠক লেখকের লেখার আনন্দ কে বাড়িয়ে তোলে
আপনার জন্য অনেক শুভ কামনা :)

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

জেন রসি বলেছেন: অপেক্ষা এবং অদৃষ্টবাদ! জীবনের গল্পের সাথেই মিলে মিশে একাকার!

চমৎকার হয়েছে আপু। :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রসি
জীবন ছাড়া গল্প হয় নাকি ,সব গল্পই কারো না কারো জীবনকেই উপস্থাপন করে ।
শুভ কামনা :)

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

তাসলিমা আক্তার বলেছেন: আহা, কি মিস্টি কি মিস্টি!!!

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত তাসলিমা আক্তার
জি ঠিক আপনার মন্তব্যের মত মিস্টি
মিস্টি মন্তব্যে ভাললাগা ঝাঁপি খুললাম
ভাল থাকবেন শুভ কামনা :)

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট।

পোস্ট পড়ে কিশোরের গানটা শুনতে শুরু করলাম।

শুভেচ্ছা আপু।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

মনিরা সুলতানা বলেছেন: সত্যি গান টা আমার কাছে ঔষধি গান মনে হয় ...
ধন্যবাদ সাবির
আপনার জন্য ও শুভ কামনা :)

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: পড়ছিলাম আর দৃশ্যগুলি কল্পনা করছিলাম।

অনেক ভালোলাগা রইল কবিতায়।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রুহী আপনাকে
লেখায় স্বাগত জানাচ্ছি
কবিতা ভালোলাগায় আমার ভাল লাগা জানবেন :)

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

এস কাজী বলেছেন: মনিরা আপু অনেক দিন পর একখানা ক্লাসিক লিখলেন।

পড়ে মানসিক আনন্দ পেলাম। বুঝলাম আপনার পিচ্চি বেলা খুব সুন্দর ছিল :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

মনিরা সুলতানা বলেছেন: কি হইছে জানি না তবে সব ই এই অধমের কাহিনী
পিচ্চি বেলা আসলেই মধুর হয় টেনশন ছাড়া আনন্দ ...
ধন্যবাদ এবং শুভ কামনা কাজী :)

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপা, এই কোবতে খানা কি দুলাভাই এর গোচরে এসেছে? দুলাভাই এ এই কোবতে পড়লে কইবো "বউ" এ আবার নতুন কইরা কারো ............ :P

এত দীর্ঘ ও মধুর কবিতা লিখেন কিভাবে। এত এত উদাহরণ আসে কিভাবে? আমি তি ৪ লাইনের ছড়া লিখতে গিয়েও খেই হারাইয়া ফেলি। ৮ লাইনের বেশি কোনদিনও হয় না।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

মনিরা সুলতানা বলেছেন: না রে ভাই গোচরে যাতে না আসে সেই জন্য সব ব্যবস্থা করা আছে B-))
ইনফ্যাক্ট আমার পরিবারের বা কাছের কেউ জানে না ....
হাহাহা না পৈড়া নতুন কইরা কারো ভাবার চান্স নাই বহু উপমার সাক্ষী দুলাভাই নিজে ;) সুতরাং উনার কমন পরবে ।
ভাব আসার জন্য ৪০ পার হয়ে চালশে হতে হবে ভাই ,তাইলে দেখবেন গর গর করে সব চলে আসবে :P
সত্যি বলতে কি আমার সমস্ত জীবনে এভাবে অলস সময় কখনোই হাতে ছিল না স্কুল কলেজ গেছে খেলা আর সাংস্কৃতিক চর্চায়
বিশ্ববিদ্যালয় জীবন তো এক্সপ্রেস সাঁটল ট্রেন ছিল ,এর পর বিয়ে জব ছানাপোনা ।
এখন ছানার একটু ঝর ঝরে হইছে আর আপনের দুলাভাই কে ও বেশ ট্র্যাভেল করতে হয় সো কিছুটা নিজের সময় পাই ।
পেলাচ এর জন্য ধইন্যা :)

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ইনফেকটেড মাশরুম বলেছেন: বালিকার সাথে একটুকরো বালকবেলা, কৈশোর, তারুণ্যের দিন সব চোখে ভেসে উঠলো। স্মৃতিকাতর হয়ে গেলাম...

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

মনিরা সুলতানা বলেছেন: স্মৃতি কাতরতা মোবারক মাশরুম
আশা করছি ইনফেকশন কাটিয়ে উঠবেন স্মৃতি কাতরতা থেরাপি তে ।

শুভ কামনা :)

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: কোন উপমা-ই তো বাদ দিলেন না......!!!! দারুণ হয়েছে।

হীরক দীপ্তি পড়া হয়নি। বাকিগুলো পড়া হয়েছিল।

+।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুমন
পড়ে ফেলেন ছোট্ট গল্প একেবারেই সাদামাটা ছোট পরিসরে লেখক অনেক কিছু ফুটিয়ে তুলেছেন এর চিত্রায়ন ও হয়েছে আমার অবশ্য দেখা হয় নি ।
শুভ কামনা :)

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: সুন্দর হয়েছে। অনেক ভাল লাগল। ধন্যবাদ

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ প্রামানিক ভাই
শুভ কামনা :)

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর কথামালা!

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সাধু লেখায় মন্তব্যের জন্য অনেক অনেক ভাল থাকবেন
শুভ কামনা :)

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

জুন বলেছেন: অবেলায় কাঁথা মুরি দিয়ে বুকের ভিতর কেমন করতে থাকা অনুভুতিতে
আমি তোমার হয়েছিলাম ……

আহা প্রতিটি কথাই কি কি অসাধারন মনিরা । আর প্রথমেই হিজল ফুলের ছবিটি মন কেড়ে নিল ঠিক যেমনটি কবিতা হিজল ভাসা টলটলে নবীন জলের স্বচ্ছ দৃষ্টিতে তাকিয়ে ভাবছি একি আমাদের প্রিয় মনিরার লেখা !
+

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

মনিরা সুলতানা বলেছেন: তোমার দৃষ্টিতে সত্যিই নবীন জলের স্বচ্ছতা আপু
না হয় এত সহজে এত চমৎকার করে কিভাবে লিখ ...
অনেক ধন্যবাদ আপু আমার সব পোষ্ট এ মায়াভরা অসাধারন সব মন্তব্যের জন্য :)

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর আপু!

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ স্বপ্ন বাজ সুন্দর বলার জন্য
ভাল থাকবেন
শুভ কামনা :)

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর! :)
আম আঁটি ভেপু সেই কোন ছোটবেলায় পাঠ্যবই এর একটা কবিতায় শব্দটা শেষবার পড়সিলাম ||

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে মুন যে
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
আম আঁটির ভেঁপু নামে একটা উপন্যাস ই আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর
শুভ কামনা :)

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার লিখেছেন| গদ্য কাব্য না কাব্যিক গদ্য বুঝলাম না| খুব ভাল

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০

মনিরা সুলতানা বলেছেন: মনে আনন্দে ব্লগে লিখি, লেখার ব্যাকারন খুঁজে লিখতে গেলেই আমার কি বোর্ড অপারগ
কাব্য যে সব সময় গদ্যের মত হবে বা গদ্য কে যে কাব্যিক হতে হয় এই জটিলতা ধারণ করার শক্তি আমার নাই
চমৎকার লিখেছি বলেছেন ,এবং ভাল ও বলেছেন হ্যাঁ এই দুই কথা ভাল ভাবেই বুঝছি :)
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
শুভ কামনা :)

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




হিজল ফুলের বিনুনীর মতো, গোটা অবিন্যস্ত শৈশবকে শৃঙ্খলায় বাঁধলেন । ফুলের গন্ধ ঝড়িয়ে গেল তা । মোরগ ফুলের ঝুঁটির মতো দুলে দুলে গেলো কোনও এক বালিকার মেয়েবেলা । মনের মাঝে যার আমের আঁটির ভেঁপুর সুর বেজে যায় । শাড়ীর ভাজে লুকিয়ে রাখতে চাইলেও সে সুর যেন পাঠকের কানে দিয়ে যায় নষ্টালজিক এক ঝঙ্কার ।


২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

মনিরা সুলতানা বলেছেন: মন ভাল করা মন্তব্য জা নিজেই এক কবিতা হয়ে আমার ব্লগ পাতায় রইল ...
শৈশব স্মৃতির বিনুনী একটু বেশিই সমন্বিত হয় তরুণীর খোলা চুল তো নয়
তাই শাড়ীর ভাজে লুকাতে চাইলে ও সুর ও সুবাস ঠিক ছড়িয়ে যায় ।

অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা :)

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

উল্টা দূরবীন বলেছেন: চকৎকার লিখেছেন আপা। সাবলীল কবিতা মুগ্ধ হয়ে পড়লাম। শুভকামনা।।।।

২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
মুগ্ধতা মন ছুয়ে গেল ।
শুভ কামনা :)

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

বৃতি বলেছেন: বালিকা, কিশোরী, তরুণী-- একটি মেয়ের স্বপ্নীল সময়গুলো নিখুঁতভাবে এঁকেছ এই কবিতায়। নস্টালজিক হয়ে গেলাম, মনিরাপু :)

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

মনিরা সুলতানা বলেছেন: নস্টালজিকতা মোবারক বৃতি মনি
আশা করছি তোমার নতুন লেখা পাব :)

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বয়সন্ধির চৌকাঠ পেরিয়ে সেবা রোমান্টিকের নায়ক হয়ে ,দূরবীনের ধ্রুব ,একা এবং কয়েকজনের সূর্য ,পার্থিব এর হেমাঙ্গ , হীরক দীপ্তি র হিরক কে ভালবাসায় ।

কবি দেখছি এক সর্বভুক পাঠকও । B-)

চমৎকার কবিতা ।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
ধন্যবাদ নেন সর্বভুক পাঠক এর পক্ষ থেকে
শুভ কামনা ভাই :)

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

অগ্নি সারথি বলেছেন: ভাললাগা।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সারথি
মন্তব্যে ও ভালোলাগা
শুভ কামনা :)

৩০| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ! মুগ্ধপাঠ।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাখানি যে গভীরতা নিয়ে তার ভাব প্রকাশ করেছল করেছে তাতে সবার মত আমিও মুগ্ধ।

আপনি বই বের করুন প্লিজ। বাংলা সাহিত্য অধরা রয়ে যাবে। এই কাব্যশুধা পান না করলে, ক্যবিক মন গুলো শুকিয়ে চৈত্রমাসের মাঠ হয়ে যাবে।


অনেক ভাল লাগা ও শুভ কামনা রইল আপু।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডানা
আমিও মুগ্ধ আপনার মন্তব্যে
শুভ কামনা :)

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

নীলপরি বলেছেন: এক কথায় অসাধারণ লাগলো ।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নীলপরি
অনেক অনেক শুভ কামনা :)

৩৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২

সায়েম মুন বলেছেন: একটা গল্প পড়লাম যেন। দৃশ্যগুলো চোখের কোনে উঁকি দিয়ে গেল।

আষারে<আষাঢ়ে

আরও কয়েকটা টাইপো আছে...

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা রইল আষারে

৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: মুগ্ধপাঠ। সাধারন বর্ননা তবে বিশেষন আর উপমার গতি এমন ধারন করেছেন অসাধারন।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত রেজওয়ানুল ইসলাম পাপ্পু
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
অনেক অনেক ভাল থাকবেন শুভ কামনা :)

৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর কবিতা ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
শুভ কামনা :)

৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

আবু শাকিল বলেছেন: কবিতায় লেখা বালিকার সব চিত্রপট চোখে ভাসছিল।
ভাল লাগার সুন্দর প্রকাশ।
"
খেলার সাথির হিজল ভাসা টলটলে নবীন জলের স্বচ্ছ দৃষ্টিতে তাকিয়ে
বিরান চরে ঘুঘুর ফাঁদ পাতার দুঃসাহসিকতায় মুগ্ধ হয়েছি যখন
উথল হাওয়ার বুকে চাদিয়াল ভাসানো কিশোরের আকাশ চাওয়া অপেক্ষায়
বিষন্নতা খুঁজে পেতে শুরু করার হু হু করা দিনগুলোতেও।"
ধন্যবাদ মনিরাপু।

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক অনেক ভাললাগা আবু শাকিল ভাই।
শুভ কামনা :)

৩৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

খেয়ালি দুপুর বলেছেন: "খেলার সাথির হিজল ভাসা টলটলে নবীন জলের স্বচ্ছ দৃষ্টিতে তাকিয়ে
বিরান চরে ঘুঘুর ফাঁদ পাতার দুঃসাহসিকতায় মুগ্ধ হয়েছি যখন
উথল হাওয়ার বুকে চাদিয়াল ভাসানো কিশোরের আকাশ চাওয়া অপেক্ষায়
বিষন্নতা খুঁজে পেতে শুরু করার হু হু করা দিনগুলোতেও।"

মন্তব্য নিষ্প্রয়োজন। অসাধারন উপমাটিকেও ছাপিয়ে গেছে আপু!

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ভাল থাক
শুভ কামনা তোমার জন্য :)

৩৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
এক রাশ ভাললাগা রেখে গেলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

মনিরা সুলতানা বলেছেন: এক রাশ ভাললাগা তুলে রাখলাম যতনে
অনেক অনেক ধন্যবাদ পথিক
শুভ কামনা :)

৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ( দুই বিনুনির লাল সারটিনের ফিতায় ফুল ফোটানোর আনন্দের মুহূর্তে
ঘোর বর্ষার মধ্যদুপুড়ে তলিয়ে যাওয়া ধানক্ষেতে শ্রাবন ধারার গাহনে
কোন এক আষাঢ়ে ঢলে লাল মাটির রাস্তায় ঝরে যাওয়া বেলির হাহাকার বুঝে নেয়ার তীব্রতায় সাথে আমি তোমার হয়েছিলাম )
এখানে খুব ভালো লেগেছে! আর প্রথম ছবিটা দারুন!

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঈস্পি মনি
অনেক অনেক ভাল থাক, শুভ কামনা :)

৪০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

নাজমুস সাকিব রহমান বলেছেন: .. / 'হাহাকার বুঝে নেয়ার তীব্রতায় সাথে আমি তোমার হয়েছিলাম।'

আ-হা!

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নাজমুস সাকিব রহমান
শুভ কামনা :)

৪১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

রাজিয়া সুলতানা বলেছেন: "খেলার সাথির হিজল ভাসা টলটলে নবীন জলের স্বচ্ছ দৃষ্টিতে তাকিয়ে
বিরান চরে ঘুঘুর ফাঁদ পাতার দুঃসাহসিকতায় মুগ্ধ হয়েছি যখন
উথল হাওয়ার বুকে চাদিয়াল ভাসানো কিশোরের আকাশ চাওয়া অপেক্ষায়
বিষন্নতা খুঁজে পেতে শুরু করার হু হু করা দিনগুলোতেও। "

ভালো লাগা! শুধু ভালোলাগা!!!

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুলতানা
অনেক ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে
ভাল থাকুন শুভ কামনা :)

৪২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৫

নিমগ্ন বলেছেন: অসাধারণ!! পারেন আপনি আপু!!

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৯

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে ভালোলাগা নিমগ্ন ..
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন :)

৪৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

ইস্কান্দার মীর্যা বলেছেন: প্রোপিক দেখে আপনার ব্লগে আসলাম আপা ! কবিতায় ভালো লাগা ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত মীর্যা .....
কবিতায় ভালো লাগা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা :)

৪৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

শাহরীন মাহাদী বলেছেন: অসাধারণ!! সাবলীল কবিতা মুগ্ধ হয়ে পড়লাম। পড়ছিলাম আর দৃশ্যগুলি কল্পনা করছিলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত মাহাদী
বাহ কল্পনায় দেখা কবির মত করে সেত একজন লেখকের জন্য দারুন পাওয়া ...
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন :)

৪৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: অপরিসীম মুগ্ধতা। অসাধারণ লাগল আপু।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালোলাগা মাহবুবুল
শুভ কামনা আপনার জন্য :)

৪৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

+++

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য
শুভ কামনা :)

৪৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

বনমহুয়া বলেছেন: জীবন্ত দৃশ্যকল্প। অসাধারণ মনিরা আপা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনাকে পেয়ে অনেক ভাল লাগলো মহুয়া
অনেক অনেক ধন্যবাদ ,শুভ কামনা :)

৪৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: পড়ছিলাম আর দৃশ্যগুলি কল্পনা করছিলাম। অনেক ভালোলাগা রইল কবিতায়।

দারুণ লিখেছেন আপু। ওয়াও কবিতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

মনিরা সুলতানা বলেছেন: খেয়া ঘাট যে আমার লেখায়
কবিতায় ভালোলাগা পেয়ে ধন্য হলাম
অনেক অনেক শুভ কামনা :)

৪৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

না পারভীন বলেছেন: তোমার কবিতা পড়ে মনে হয়, প্রেমে পড়ে যাই .,,,আর এত সুন্দর করে দু এক লাইন লিখি :`>

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

মনিরা সুলতানা বলেছেন: কবি ক্লাবে স্বাগত নাপা মনি
থ্যাঙ্কু :)

৫০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা। নতুন লেখার খোঁজে এসেছিলাম। নেই। ভালো লেখক লেখিকারা অল্প কয়দিন না লিখলেই মনে হয় অনেকদিন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

মনিরা সুলতানা বলেছেন: দু সপ্তাহ থেকে এক ছবি ব্লগ নিয়ে হিমশিম খাচ্ছি :(
আপনার মন্তব্যে প্রাপ্তি অনেক ....
শুভ কামনা :)

৫১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

মাটিরময়না বলেছেন: ভালো লেগেছে অনেক।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মাটিরময়না পড়ে মন্তব্য করার জন্য
শুভ কামনা :)

৫২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ মন্তব্যের জন্য
আমার লেখায় স্বাগত :)

৫৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



সেইদিন আর নেই আপা। এখন এইসব শুধুই স্বপ্ন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

মনিরা সুলতানা বলেছেন: সেটাই.
বাস্তবতা অনেক কঠিন।

৫৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৪

ডঃ এম এ আলী বলেছেন: উপরের মন্তব্যে ভুল বসত কবিতার স্থলে গল্প লিখা হয়েছে এবং কাব্য স্থলে গদ্য হয়েছে । দয়া করে উপরের মন্তব্যটি মুছে দিবেন ।

খুব ভাললাগা কবিতাটি পড়লাম । প্রায় ভুলে যাওয়া অতি সরশ অনেক শব্দকে সাহিত্যে টেনে এনে সেগুলিকে সাবলিলভাবে কবিতায় প্রয়োগ করে পাঠকের কাছে হৃদয়গ্রাহি করা বেশ দুরহ কাজ ।
আমার ভুল না হলে ছবিতে প্রদর্শিত ফুল ধরা গাছটি নিশ্চয় হিজল গাছ । সেই ছোট বেলায় দেখেছিলাম পাবনার চলন বিল আর সিলেটের হাওর এলাকায় বিলের কুলে ফুল সমেত হিজল গাছ , এ গল্পের ছবি স্মৃতিকে আজ অনেকদিন পর নিয়ে গেছে সেখানেই ।
যাহোক, ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

ফল সহ গাব গাছের একটি ছবি দেয়া হল , ভাল লাগতে পারে

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২

মনিরা সুলতানা বলেছেন: মুছে দিলাম আগের মন্তব্য
আমার লেখায় আপনার চমৎকার বিশ্লেষণ সহ মন্তব্যগুলো আমাকে অনেক বেশি লেখা লিখিতে উৎসাহ বাড়িয়ে দেয় ।

জি হিজল ফুল এর ছবি ,আপনার দেয়া ফুল ও অনেক সুন্দর
আপনার জন্য ও শুভ কামনা :)

৫৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

আলোরিকা বলেছেন: অনেক দিন পর আপনার একটি স্নিগ্ধ ও মিষ্টি লেখা পড়লাম আপু ! মুগ্ধতা ও শুভেচ্ছা :)

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আলোরিকা মুগ্ধতার জন্য ।।
শুভকামনা :)

৫৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার ভাষা ছন্দ শব্দমালা সেই সাথে বাস্তবতা সম্পর্কে কবির জ্ঞানের বিস্তৃতি বিমুর্ত হয়ে দেখি কবিতাটি পাঠে । একবার পাঠে আশ মিটেনি তাই আবারো আসলাম এ কবিতা পাঠের আসরে । নীচের চরণটি কত যে বাস্তব সে কথা না বলে পারছিনে । হাউর,বাউর , বাইদ, জলাসয় ও বিলের কোণে টলটলে টানিতে দাঁড়ানো ফুল সমেত হিজলের যে ছবি আমি দেখেছি এখানে দেখি এ যে সেই ছবি ।

'খেলার সাথির হিজল ভাসা টলটলে নবীন জলের স্বচ্ছ দৃষ্টিতে তাকিয়ে'

নৌকায় বসে হিজল ফুল নিয়ে খেলার সাথীদের সাথে টানাটানির কথাটাই মনে করিয়ে দেয় । এখানেই কবির স্বার্থকতা পাঠককে টেনে নিয়ে যাওয়া স্মৃতির পাতায় ।
আপু একটি কথা সবিনয়ে জানিয়ে দিই, হিজলের ছাল দাত ব্যাথার মহৌষধ । ছাল গরম পারিতে সিদ্ধ করে কুলকুলি করলে সাধারণ দাত ব্যথা ইনশালাল্লাহ উপশম হয়ে যায় । এটা পরিক্ষিত । পাঠক ও পরিচিত জনদেরকে জানাতে পারেন কোন এক কবিতায় ।
ভাল থাকুন নিরন্তর লিখে যান এ কামনা থাকল ।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: আলী ভাই অসাধারন সব মন্তব্য করে আপনি কৃতজ্ঞতায় আবদ্ধ করে ফেলছেন ।

আমাদের শৈশব এখানকার বাচ্চাদের থেকে অনেক আলদা ছিল ,আপনার স্মৃতি জাগানীয়া মোবারক
আশা করছি চমৎকার একটা লেখা পাব আপনার কাছে শৈশব নিয়ে ।


আগেই বলেছি আমরা সরাসরি প্রকৃতি র কাছে শিখেছি ,জি অবশ্যই জানানোর চেস্টা করব ।
অনেক অনেক ভালো থাকবেন :)

৫৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬

নিমচাঁদ বলেছেন: যে বেচারার জন্য এ কবিতা রচিত হয়েছিলো , সেকি এর সুধা পান করতে পেরেছিলো ?

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম আপনাকে ..।
হাহাহাহা , জি পেরেছেন এবং ফেসবুকে শেয়ার ও হয়েছিল :)

৫৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । প্রতি উত্তরটা পাওয়া ও দৃস্টিগোচর হওয়ার পরে স্মুতি জাগানীয়া কিছু টুকরু কথা এই ফাকে চট করে রেখে এলাম ব্লগে । শৈশবের এলোমেলো স্সৃতি সব কি মনে আছে , তার পরেও আপনাদের মত মানুষের জীবনগাথা নিয়ে লিখা কবিতা হতে কিছু কিছু স্মৃতি মনে জাগে । কবিতা আপনার পঠিব যত ততই স্মৃতি হবে জাগ্রত এ প্রতিতি নিত্য মনে জাগে । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪

মনিরা সুলতানা বলেছেন: নিঃসন্দেহে সেই টুকরো কথা সুখ পাঠ্য হবে !!!
অনেক অনেক শুভ কামনা :)

৫৯| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৯

শাহেদ খান বলেছেন: স্নিগ্ধ এবং মায়াবী স্মৃতিকথন। নস্টালজিয়ার পাশাপাশি আলো-আর-রং এ পরিপূর্ণ চমৎকার সব দৃশ্যকল্প! আমার অনেক ভাল লাগল।

শুভেচ্ছা, কবি।

২১ শে জুন, ২০১৬ রাত ১:২০

মনিরা সুলতানা বলেছেন: আপনার অসাধারন মন্তব্যগুলো আমার লেখার অনুপ্রেরণা হয়ে থাকলো!!!!
অনেক ধন্যবাদ শুভকামনা :)

৬০| ২১ শে জুন, ২০১৬ রাত ১:২৮

বিপ্লব06 বলেছেন: ভাল্লাগছে!!

"কাঁথা মুরি" কি কাঁথা মুরি দিয়ে দেয় নাকি "কাঁথা মুড়ি" দিয়ে দেয়? ব্যাপারটা গুবলেট করে ফেলেছি!

ভালো থাকবেন!

২১ শে জুন, ২০১৬ রাত ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ বিপ্লব আপনি কবিতা পড়া শুরু করছেন ব্যাপারটা এলার্মিংং ;)
দেখা যাক ইডিয়ট ইন লাভ নেক্সট :)

সার্চ কইরা তো মুরি ই পাইলাম....

আপনে ও ভালো থাকেন :)

৬১| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

অতঃপর হৃদয় বলেছেন: আপুমনি, আপনার লেখাটি অনেক সুন্দর লাগছে।

অনেক ভালোবাসা রইলো, অনেক শুভ কামনা রইলো। অনেক ভালো ভালো লেখা আমাদের উপহার দেবেন আশাকরি।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পড়ছ? কিছু বুঝছ ?
তোমার বয়সে তো আমি এইসব লেখা র ধারে কাছে ছিলাম না ; অবশ্য আজকালের বাচ্চারা অনেক বেশী ম্যাচিউর ।আমার বাচ্চাদের সাথে কথা বলতে গেলে ওরা আমাকে ই ইম্ম্যাচিউর বলে ।

শুভ কামনার জন্য ধন্যবাদ হৃদয় ; অনেক ভালোথেকো :)

৬২| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: গাহন - কবিতার শিরোনামটা খুব সুন্দর হয়েছে, এবং শুরুর পংক্তিদুটোও। ছবিটাও অনিন্দ্য সুন্দর!
"স্মৃতি জাগানিয়া আম আঁঠির ভেঁপুর সুর" - আহা কি মধুর স্মৃতি জাগিয়ে দিলেন, কবিতার এ চরণটিতে!
কবিতায় ত্রিশতম ভাল লাগা + + রেখে গেলাম।
ঈদের শুভেচ্ছা--- ঈদ মুবারক!

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বিলম্বে হলে ও ঈদ শুভেচ্ছা নিন ভাইয়া!
আপনার চমৎকার মন্তব্য সব সময়ে আমাকে আনন্দিত করে, ঈদের আনন্দের সাথে আমার নিজের অনেক প্রিয় এই কবিতা'য় আপনার মন্তব্য পেয়ে আনন্দ দ্বিগুণ হয়েছে।

ভালোলাগা এবং প্লাসের জন্য কৃতজ্ঞতা।

৬৩| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনার এ কবিতা পড়ে "সে যেন আমার পাসে আজও বসে আছে" - গানটা আবারো শুনলাম। কবিতার কারণে এক অপূর্ব ব্যঞ্জনার সৃষ্টি হলো।
অবেলায় কাঁথা মুরি দিয়ে বুকের ভিতর কেমন করতে থাকা অনুভুতিতে আমি তোমার হয়েছিলাম - এই অনুভূতিটা মনে হয়, অনেকেরই কমন পড়বে! :)

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
দারুন বলেছেন !!! আসলেই অনেকের কমন এই অনুভূতি, বেশ কয়েকজন আমাকে বলেছে।
অনেক অনেক ধন্যবাদ চমৎকার করে কবিতার সাথে একাত্মতা প্রকাশের জন্য, সব সময়ের মত আমার লেখার উৎসাহ হয়ে রইলেন।

৬৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: আপনার ঠিক এর আগের পোস্টতাতেও একটা কমেন্ট রেখে এসেছিলাম। দেখেন নি মনে হয়। পোস্টের নাম- "কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা"

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: দুঃখ প্রকাশ করছি , আপনাকে আবার এসে মন্তব্যের কথা টা মনে করাতে হল বলে।
সেই পোষ্ট এ করা মন্তব্য টা আমি দেখছি অনেক আগেই , কিন্তু উত্তর যে দেয়া হয় নাই সে কথা ই মনে নেই।

ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.