নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

লাইফ অব Dুবাই যাপিত জীবন-১ গ্লোবাল ভিলেজ বাংলাদেশের বানিজ্য মেলা দুবাই ভার্সন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

ছুটির দিনের সকাল বলতে শৈশবে বুঝতাম খুব ভোরে ঘুম থেকে উঠা, কম ঘুমিয়ে বেশী খেলা আর মায়ের হাতের মজার মজার খাবার । এখন ছুটির দিন মানে ফজরের নামাজের পর যত বেশী ঘুমানো যায় আর রান্না ঘড়ে হরতাল।

যারা আমাকে আলসে মা আর দায়িত্ব জ্ঞানহীন বিবি ভাবছেন তাদের জানাচ্ছি ।
আমি দেরীতে উঠা মানেই ছেলে মেয়ের একটু বেশীক্ষণ আইপ্যাড ,এক্সবক্স নিতে পারা আমি একটু বেশিক্ষন ঘুমানো মানে কর্তার আর একটু বেশী বিছানায় থাকার লাইসেন্স ।

বছরের এই সময়গুলি এখানকার আবাহাওয়া এতটাই চমৎকার যে বেশিক্ষন আলসেমী করা ও অন্যায়। সারা বছরের লু হাওয়া আর বৈরী পরিবেশ মুহূর্তেই আপন মনে হয় ,সেই পরিবেশের চমৎকার উপযোগ করে এখানে চলছে দুবাই শপিং ফেস্টিভ্যাল সারা বছরের মত মরুভূমি র সাফারি আরো কত শত আয়োজন ।

আরব আমিরাতের অর্থনীতি প্রধানত প্রাকৃতিক ভাবে প্রাপ্ত তেল থেকে উন্নতি করা শুরু করলে ও বর্তমানে তারা চমৎকার ভাবে তেল এর উপর নির্ভরতা কমিয়ে ৭১% বাৎসরিক আয় আনতে সক্ষম হয়েছে অনান্য খাত থেকে।এর মাঝে অন্যতম হচ্ছে পর্যটন শিল্প ,বিশ্বের অন্যতম বিলাস বহুল কিছু হোটেল সহ,এদের রয়েছে প্রচুর পর্যটক টানার মত অসম্ভব ভাল কিছু পরিকল্পনার বাস্তবায়ন ।

গ্লোবাল ভিলেজ তাদের মাঝে একটি, দুবাইল্যান্ড এ প্রতিবছর নভেম্বর থেকে শুরু হয়ে এপ্রিল এ শেষ হয় এই আন্তর্জাতিক পর্যটন আনন্দ বিনোদন ,সংস্কৃতি আদান প্রদান কেন্দ্র । অনেকটাই আমাদের দেশের বানিজ্য মেলা ধরনের তবে নিঃসন্দেহে মানের দিক থেকে সত্যিকারের আন্তর্জাতিক ।
Make Your Senses Come Alive

এই শিরোনামে ২০তম বারের মত চলছে গ্লোবাল ভিলেজ , সেই আয়োজন কে ধন্য করতে শুক্রবারের বিকেলের ঘুম কে বিসর্জন দিলাম,আমি নিশ্চিত ওদের সফলতার ইতিহাসে আমার এই ত্যাগ আরবদের খাঁটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।আর যদি আমার অবদান কে এরা মুল্যায়ন না করে বুঝে নেব আমার অবদান ধারন করার মত বিশালত্ব এই আয়োজনের আয়োজকদের এখন ও হয়ে উঠে নাই ।

এবারের আয়োজনে মধ্য প্রাচ্য, দূর প্রাচ্য ,ইউরোপ্‌,আফ্রিকা্‌,আমেরিকা এবং সাউথ এশিয়া থেকে আসা দেশ নিয়ে ৩৭ টি আলদা প্যাভেলিয়্ন সাজানো হয়েছে ।নিজের দেশের সংস্কৃতি ঐতিহ্য কে তুলে ধরে প্রায় প্রতিটি দেশের নির্ধারিত যায়গায় চমৎকার ভাবে সংগীত নৃত্য পরিবেশন চলে সমান তালে আর থাকে নিজেদের দেশের উৎপাদিত পণ্যের সমাহার ।

চলেন ঘুরে আসি গ্লোবাল ভিলেজ থেকে।


প্রবেশ মুখে ই দেখলাম ইউ এ ই র নিজস্ব সামগ্রীর পসরা



আরব সাজে শিশুরা

এমারতিদের ট্র্যাডিশনাল খাবার

ছোট ছোট তাঁবু সাজিয়ে সেখানেই ভাঁজা হচ্ছিলো এই পিঠে

আরব আমিরাতের নিজস্ব নাচ দেখুন দুঃখিত গানের ছবি তোলা গেল না ।

এবারের আয়োজনে আমাদের কিছু কেনার চাইতে মজার মজার সব খাবার খাওয়াতে আকর্ষণ বেশী ছিল
থাই স্যুপ আর পিঁয়াজের আঙটি

বাহারাইনের মাশরুম সাথে ফ্রেঞ্চ ফ্রাই

মিশরের ভাপে রান্না

তুরস্কের কাবাব


এইটা রোমানিয়া থেকে আগত


বসনিয়া র রাজধানী হারজেগোভিনিয়া বা এই রকম কিছু বিশ্ব বিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিখেছিলাম সেখানকার খাবার ও টেস্ট করা উচিত

রাস্তার পাশের স্টল ডাইনী ঝাড়ু হাতে এদের ভাষায় kiosk

আমার মত যারা অতি ভোজনে ক্লান্ত বা শিশু এবং বয়স্কদের আনন্দ দানের ছিল সাইরপ্রাইজ এই বাহন একেবারে নাচে গানে ভরপুর

এবারের গ্লোবাল ভিলেজের সবচাইতে সুন্দর প্যাভিলিয়ন আমার মতে সাজিয়েছিল চায়না

মিশর

চমৎকার কিছু আরব মেয়েদের পোশাক

এগুলো ইতালীর

রাশিয়ান প্যাভেলিয়নের এই মিস্টি ডল গুলি বেশ আগ্রহ নিয়ে আমাদের দেখছিল
আফ্রিকার কুটির শিল্প

তুরস্কের ড্রাই ফ্রুট সাজানো

দেখেই বুঝতে পারছেন এরা ছবির দেশ কবিতার দেশের

ইনারা দ্যা ইউ এস এ

ইরানের জাফরানের বেশ কদর

মধ্যপাচ্যে অথচ খেজুর নাই হতেই পারে না


তিউনিসিয়ার হস্তশিল্প সমাহার


ইন্দোনেশিয়া


ইতালি প্যাভেলিয়নে পাস্তায় রঙের বাহার

স্পেনের হাতে তৈরি প্রাকৃতিক সাবান দারুন মন কারা সুবাস ।

আফগান প্যাভেলিয়ন এ ছাড়া এদের ছিল বিশাল ড্রাই ফ্রুট সম্ভার চমৎকার সব পাঁথরের গয়না

লেবাননি শিল্পীদের আঁকা চমৎকার কিছু ছবি

ঘুরে ঘুরে ক্লান্ত আমরা চলে এলাম লেকের পানিতে নৌকা ভ্রমণে

বিলাস বহুল এই Abra ৩০ মিনিটের জন্য ৫০ দিরহাম এ পাওয়া যাচ্ছিলো

(ইহার চেয়ে হতাম যদি আরব বেদুঈন ) উদাসী হাওয়ার রেশ কাটার আগেই বেদুঈন জীবন যাপন দেখতে এলাম

আবার শুরু প্যাভিলিয়ন টু প্যাভিলিয়ন চক্কর যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের খাঁটি মধুর পসরা

এবারে বাচ্চাদের বাবা সহ বাচ্চা রা বিদ্রোহ ঘোষণা করলো শপিং এর মত নন প্রডাক্টিভ কাজে তারা আর নাই বাধ্য হয়ে
হুম ঠিক ধরেছেন ঐ দেখা যায় (তাল গাছ ) এডভ্যাঞ্চার

ছিল থ্রিলিং জেট স্কি শো [/sb

রাস্তায় চলতে সিরিয়ার স্পেশাল তেঁতুলের শরবৎ

ঠিক রাত ৯টা বাজতেই শুরু হল বুরজ খালিফা ফাউন্টেনের অনুকরণে তৈরি ফাউন্টেন এন্ড লাইটিং শো

এবারে আমার পালা পাকিস্থানের লন আর কাশ্মীরী শাল নিলাম কিছু বেশ সস্তায়


ছেলের জন্য


ফিলিস্থিন প্যাভেলিয়ন

এবারে

আরবদের বাকাল্ভা না খেলে হয় সাথে খেলাম পাকিস্থানি হালিম আর হায়দ্রাবাদী বিরিয়ানি



কাতার রা রেখেছিলো ফ্যালকন হাতে নেয়ার সুযোগ সাথে দারুন সুগন্ধী


মরক্কো

প্রায় সব আরবদের ই ছিল আবায়া র বিশাল সম্ভার

আগর কাঠ oud scent

চাইনিজদের পেইন্টিং

কারু শিল্প

চমৎকার সব লং ড্রেস

মাঝে মাঝেই সাংস্কৃতিক অনুষ্ঠান

ক্লান্ত বিধ্বস্ত চিন্তার কিছু নেই রয়েছে ফুট ম্যাসাজ টিম

জাপানী খালা কে ভুলে যাওয়া একদম উচিত হয় নাই

বহুকিছু বাকি রয়ে গেলো কিন্তু হাতে ও সময় নেই আর সামু এর চাইতে বেশী ছবি ও আপলোড করতে দিচ্ছে না
আরেয়ে সব তো আমি ই খেলাম এটা আপনাদের জন্য কষ্ট করে সাথে ছিলেন তাই :P


এক ঝটাকায় ফ্রেশ হয়ে বাসায় এলাম

বেশীর ভাগ ছবি গ্লোবাল ভিলেজ ইনিস্তাগ্রাম থেকে নেয়া

মন্তব্য ১৪৬ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

তার আর পর নেই… বলেছেন: সবগুলো খাবার খাইছেন?
অনেক মজা হইছে, দেখেই বোঝা যায়, শেষের ছবিটায় এক ঝটকা ফ্রেশ হওয়ার মতোই অনুভূতি এনে দেয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

মনিরা সুলতানা বলেছেন: একা খাই নাই মিলে মিশে খাইছি :)
মজা হইছে সত্যি তবে মাঝে মাঝে ই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম ....
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর
শুভ কামনা :)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্রেট! ওয়াও!!!

দেশ বিদেশের লোভনীয় খানা!!!!
সেকি আয়োজন! কি ব্যবস্থাপনা!!!! আবার হাটাতে হাটতে ক্লান্ত হলে মাসাজ!!!

বাংলাদেশের ষ্টল কি দেন নাই? নাকি দেখি নাই ;)

দুবাই ফেয়ার এ ফ্রি এক দারুন ট্যুর দেওয়ানোতে.. আপনার জন্য আরবের খুর্মা ;)
+++++++++++++++++++++++++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

মনিরা সুলতানা বলেছেন: কি কইলেন ভাই আরবের খুর্মা ? তরতাজা খেজুর থাকতে কষ্ট করে খুর্মা চিবানো লাগবে ভাবতেই আত্মায় পানি নাই B-))
হাটতে হাটতে ক্লান্ত হলে করার জন্য অনেক কিছু ছিল । লেকের পাশে চমৎকার বসার জায়গা ,কালচারাল অনুষ্ঠান অনেক অনেক কিছু ।
বাংলাদেশের কোন স্টল ছিল না :( তবে বহু বাংলাদেশী কে দেখেছি অন্যান্য দেশের প্যাভিলিয়নে সেলস ম্যানের কাজ করতে ,আমারা যে চমৎকার নৌকায় ভ্রমন করেছি সেটার চালক ও ছিলেন একজন বাংলাদেশী ।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: ওয়াও অনেক কিছু দেখলাম।

কাপড়ের ছবি দেখে মনে হচ্ছে কয়েকটা কিনে ফেলি।

আমার আবার গাউন টাইপের কিছু দেখলেই কিনতে ইচ্ছে করে। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

মনিরা সুলতানা বলেছেন: লং ড্রেস গাউন আপনার পছন্দের , তাহলে তো শপিং ফেস্টিভ্যাল গুলিতে আপনার আসা মাস্ট ...
সত্যি আক্ষরিক অর্থেই গ্লোবাল ভিলেজ দেখার অনেক কিছুই আছে ।
অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য
শুভ কামনা :)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

সাাজ্জাাদ বলেছেন: এই বছর গ্লোবাল ভিলেজে দুইবার গেলাম। বিভিন্ন দেশের সংস্কৃতি দেখতে ভালই লাগে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আসলেই একবারে সবকিছু কভার করা মুশকিল এতকিছু থাকে করার
আমার তো ঘুরে ঘুরে ছোট খাট জিনিস কিনতে খুব ভালো লাগে এখানে ।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা সাজ্জাদ :)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা পোস্ট! আবার ফিরে আসব এই পোস্টে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কা_ভা
শুভ কামনা :)

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

নীলপরি বলেছেন: সুসজ্জিত পোষ্টটি পড়তে খুব ভালো লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মনিরা সুলতানা বলেছেন: সুসজ্জিত কিনা জানি না কিন্তু এর রূপচর্চায় আমার প্রায় মাথা খারাপ হবার যোগার ,বহু সাধনায় এই রুপ পেয়েছে ছবি পোষ্ট যে ব্যাপাক ঝামেলার আবার টের পেলাম ।
কৃতজ্ঞতা ও শুভকামনা নীলপরি :)

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
beautifuL!
7D! o khoda!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

মনিরা সুলতানা বলেছেন: ৫ডি থেকে খুব বেশী পার্থক্য দেখলাম না ...
দ্যা এভেঞ্জারস”দেখছিলাম থিয়েটারে ধাক্কায় পিঠে ব্যাথা হয়ে গেছিলো
ধন্যবাদ মুন :)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

জুন বলেছেন: আরে মনিরা আমিতো প্রথম ছবি থেকে ভাবলাম কি মন্তব্য লিখবো কিন্ত শেষে এসে মাথা চক্কর দিতেছে । কি দেখিলাম কি দেখিলাম বলিয়া B-)
দ্বিতীয় ছবিটা কি রাশিয়ার ক্রেমলিনের নাকি ? খুবই সুন্দর লাগলো । আফ্রিকান হস্তশিল্প দেখে মনে হলো সবই কিনি । আর এমন একটি শাল দরদাম করে ঘুরে এসে দেখি বিক্রি হয়ে গেছে আমাদের বিখ্যাত নিউ মার্কেটে ।
মিশরীয় খাবার আমার কাছে একটুও মজা লাগে নাই । বিশেষ করে ঐ ডোনার কাবাব :(
আমার ও চমৎকার ভ্রমন হলো শুক্রবারে আর বাংলাদেশের বানিজ্যমেলায় না যাবার দুঃখ ভুলে গেলাম তোমার দেয়া ছবি দেখে :)
+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা আপুনি মাথা চক্কর থেকে যদি বানিজ্য মেলায় না যাবার দুঃখ ভুলতে পার ,তাহলে তাই সই কি বল B-))
আফ্রিকান প্যাভেলিয়নে কাঠের হাতে বানানো বাউল গুলি দেখে আমার মাথা খারাপ ইচ্ছে হচ্ছিল বস্তা ভরে সব কিনি , কিন্তু কোথায় রাখব কি করব ভেবে কেনা হল না :(
মজার ব্যাপার জানো দিল্লি হরিয়ানা তে যে দামে শাল কিনেছিলাম এখানে তার চাইতে কম দামে কিনেছি :)
ডোনার কাবাবের এর রকম ফের করে অনেক সময় তবে আমার পছন্দ তুরস্ক আর লেবাননী ফুড ।
তোমার + ছাড়া পোষ্ট পূর্ণতা পায় না আপু
অনেক অনেক ভালো থেকো :)

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: অসাধারন একটা পোস্ট! অনেক কিছু দেখা হলো। ধন্যবাদ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: প্রামানিক ভাই আপনার কথা চিন্তা করে শুরুতেই চা দিয়েছি আরব স্পেশাল ....
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য :)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনবদ্য ফটোপোস্ট। আমি প্রথমে একটু ভিমড়ি খেয়েছি... পড়ে আবার ফিরে গেলাম শুরুতে। আবার পড়ে বুঝতে পারলাম কোন দেশ এবং কোথাকার কী ছবি। আপনার ত্যাগের কথা আরবিরা মনে রাখা উচিত... এ আমার বিশ্বাস! যদি তার ব্যাত্যয় ঘটে, তবে আমাদেরকে জানাবেন। ব্লগাররা হাত লাগালে সেখান থেকে কমপক্ষে একটি পোস্ট বের হবেই.... /:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: এই পোস্ট দিতে যেয়ে আমি ও ভিমড়ি খেয়েছি হাহাহা .....
এরা কি বুঝবে শুক্রবারের ভাত ঘুমের মাহাত্ম ,এদের ছুটির দিন কাটে ক্যাম্পিং করে জেট স্কি করে না হয় নিদেন পক্ষে বাসার পাশের পার্কে বারবিকিউ করে ।
উনাদের জীবন হচ্ছে পরিপূর্ণ এক আনন্দ ভ্রমন প্যাকেজ ।
আমরা ব্লগার রা আবার নিজ গুনে ক্ষমা করতে ভালোবাসি তাই এবারের মত থাক :)
ধন্যবাদ এবং শুভ কামনা মইনুল ভাই :)

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

মৃদুল শ্রাবন বলেছেন: মন্ত্যব্যের ভাষা হারিয়ে ফেললাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: অসুবিধা নাই শ্রাবন নিজের ভাষায় ভাল কিছু শব্দ যোগ করে নিলাম ....
আপনার উপস্থিতি ই আমার পোষ্ট কে সমৃদ্ধ করেছে
শুভ কামনা :)

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মেগাফটোপোস্ট।
+ দিয়ে গেলাম। পরে আসতেছি পু।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: ছুটির দিন ছাড়া এই পোস্ট এ ঢুঁ মারার চিন্তা না করাই ভালো রে ..... /:)
+ তুলে রাখলাম ভাই :)

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেকগুলো ছবি সংযুক্তির কারণে আপনার পোস্টটাকেই গ্লোবাল ভিলেজ মনে হচ্ছিলো !!! এক কথায় চমৎকার । ভাল লেগেছে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: পোষ্ট দিতে যেয়ে ছবি বাছাইয়ে সব চাইতে বেশী হিমশিম খেয়েছি ...।
ধন্যবাদ পড়ে মন্তব্যের জন্য
শুভ কামনা :)

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

তিথীডোর বলেছেন: খুব সুন্দর পোস্ট!...ভালো লাগল!!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা তিথীডোর
অনেক অনেক ভালো থাকবেন মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

ইনফেকটেড মাশরুম বলেছেন: ওয়াও পোস্ট আপা। আমারে না ২০০ কেডি সালামী দেয়ার কথা ছিলো? তাইলে এইখানে ঢু মারার সাহস করতাম।

টেংরা মাছ মনে হয় আপনার পস্টের শেষের বাক্যখানা পড়েন নাই। ব্যাপার না...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ মাশরুম ওয়াও মন্তব্যের জন্য
২০০ মাত্র ? আমি ৫০০ রেডি করে রাখছি সশরীরে সালাম করে নিতে হবে , ধুন ফুন চলবে না :D
এগুলি আসলেই ব্যাপার ;)
না শুভ কামনা :)

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

বিজন রয় বলেছেন: মেগা পোস্ট। +

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

মনিরা সুলতানা বলেছেন: ++ এর জন্য কৃতজ্ঞতা রয়
শুভ কামনা :)

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল লাগল গ্লোবাল ভিলেজের ছবি গুলো। ছবি দেখার সময় মনে হয়নি যে ছবি দেখছি। মনে হল আমি সেখানেই ঘুরছি। অনেক কিছু জানা হল। পোষ্টে ++ আপুনি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ডানা
হাতে সময় থাকলে মজায় ঘুরাঘুরি ...
++ এর জন্য কৃতজ্ঞতা :)

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

মাটিরময়না বলেছেন: অনেক ব্রিলিয়েন্ট একটা পোস্ট। +++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাটির ময়না
মন্তব্যে ভালোলাগা :)

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

শামছুল ইসলাম বলেছেন: আপনার লেখার মাঝে প্রচ্ছন্ন হাস্য রসের উপস্থিতি খুব ভাল লেগেছে।

আপনার কষ্টের বদৌলতে বিনে পয়সায় দুবাইয়ের আন্তর্জাতিক মেলাটা ঘরে বসেই দারুণ উপভোগ করলাম্।

ভাল থাকুন। সবসময়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: ছবি সেত ইসলাম ভাই নেট খুজলেই পাবেন , তবে পোষ্ট সাজাতে আমার হিমশিম খেয়েছি ।
ধন্যবাদ পোস্ট এ আসার জন্য
আপনি ও ভাল থাকুন :)

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

সায়েম মুন বলেছেন: ছবি আর বর্ণনায় অনেক দেশের ঐতিহ্য দেখা হলো। এরকম একটা আয়োজনে যেতে হলে নিশ্চয়ই পকেট বেশ ভারী হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ সায়েম মুন
জরুরী না পকেট ভারী ,ঘুরে ফিরে কিছু খেয়ে আসলে ও অনেক মজা ।
শুভ কামনা :)

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

আহসানের ব্লগ বলেছেন: শিল্প শিল্প শিল্প ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আহসান :)

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

পাকাচুল বলেছেন: অনেক সুন্দর। অনেক ভাল লাগলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ও ভালো লাগলো
ধন্যবাদ ,শুভ কামনা :)

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

উল্টা দূরবীন বলেছেন: কত কিছুই দেখি নাই, কত কিছুই খাই নাই এই গেবনে।
অসম্ভব সুন্দর পোস্ট।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: গেবনের তো মাত্র শুরু দূরবীন গাতনা রাইখেন না মনে ;)
অনেক ধন্যবাদ ভালো থাকবেন :)

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: অনেক ছবি, অনেক রঙ, হাজার প্রাণের সম্মেলন। খুব ভালো লাগলো দেখে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান মাহবুব মন্তব্যের জন্য
শুভ কামনা :)

২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো বর্ণনা এবং ছবি :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা তাহসিনুল
ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যের জন্য :)

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৪

মাসূদ রানা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: অনেক ছবি, অনেক রঙ, হাজার প্রাণের সম্মেলন। খুব ভালো লাগলো দেখে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মাসূদ রান
সত্যি প্রানের মেলা ছিলো সেখানে।
শুভ কামনা :)

২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০

বর্গী বলেছেন: ভ্রমন বিষয়ক পোস্টগুলিই সবচাইতে বেশি টানে আমায়, রোজকার ১০টা-৫টা অফিস-রুটের গৃহপালিত জীবনে নতুনত্বের স্বাদ পেলাম।
+++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আপনাকে......
গৃহপালিত জীবন হাহাহা ভালো বলেছেন ।
কিছুটা আলদা তো বটেই, মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ কামনা :)

২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

আবু শাকিল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ আপু ।
চমৎকার হইছে।ভাল লাগা অনেক ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবু শাকিল
চমৎকার বলেছেন ভালো লাগল......
শুভ কামনা :)

৩০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট আপু।

দারুন শেয়ার। খাবার গুলো কেমন টেস্ট?

শুভেচ্ছা আপু।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সাবির...
কাবাব তো বেস্ট এদের, মিশর স্পেশাল এরা আংগুর গাছের পাতায় মুরে একটা ডাম্পলিং বানায় খুব মজা আরবদের যে পিঠা দেখলাম বাংলাদেশের কোন পরিবারের নতুন আত্মিয় দের সামনে দিলে সেই আত্মিয়তা ভেংগে যাবে।

শুভ কামনা, ভাল থাকবেন :)

৩১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

নতুন বলেছেন: এক দিনে গ্লোবাল ভিলেজ ঘুরে শেষ করা যায়না। :)

আপনিও কি দুবাই আছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: বলেছেন: সত্যি বলেছেন এক দিনে সম্ভব না ঘুরে শেষ করা, তাছাড়া প্রতিদিনের আলদা কালচারাল শো গুলি আছে। জি এই মুহুর্তে এখানেই আছি।

শুভ কামনা :)

৩২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

নতুন বলেছেন: তাহলে আল্টান্টিসের একুয়াভেঞ্চারে বেড়াতে আসার দাওয়াত হইলো... আজ আমার ছুটি..

আগামীকাল থেকে যেকোন দিন বেড়াতে আসতে পারেন... নিমন্ত্রন রইলো...

২টা ফ্রী টিকিট আপনার জন্য :)

https://www.atlantisthepalm.com/marine-water-park

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আটলান্টিস হ্যাপি নিউ ইয়ার মুভির সময় ঘুরে এসছি কিন্তু একুয়াভেঞ্চারে জাওয়া হয় নি। এখন তো বাচ্চারা ফ্রি না এই মাসের শেষে ওদের স্কুলের ছুটি আছে তখন ইনশা আল্লাহ আসব

৩৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

নতুন বলেছেন: ঠিক আছে... ফেব্রুয়ারীর শেষে আসুন...তবে মাচে`র ১ম সপ্তাহের আগে...

ইমেইল করবেন আশার কয়েক দিন আগে...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: জি অবশ্যই আপনার মেইল ঠিকানা তো রইলই।
অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা :)

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

জসিম বলেছেন:
ইশশরি রে এত রং দেখে তো এখনি যেতে ইচ্ছে করছে! অনেক সুন্দর পোস্ট. গ্লোবাল ভিলেজের অনেক কিছু দেখা হলো.

দুবাই যাবো. কয়েকদিন আগে দেখলাম বেশ কম টাকায় যাওয়া সম্ভব. দেখা যাক!

সুন্দর পোস্টের জন্য অনেক ধন্যবাদ.

ভালো থাকুন.
শুভকামনা.

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ...।
বেড়াতে আসতে পারেন শপিং ফেস্টিভ্যালের সময় এদের দারুন সব প্যাকেজ থাকে ,এবং চমৎকার আবহাওয়া বোনাস ।
শুভ কামনা :)

৩৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

জসিম বলেছেন: ঠিকই বলেছেন, একটা উপলক্ষ্য দেখেই আসতে হবে.

ভালো থাকুন.
ধন্যবাদ.

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

মনিরা সুলতানা বলেছেন: স্বাগতম এবং শুভ কামনা :)

৩৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার আয়োজনের চমৎকার উপস্থাপন !
মুগ্ধ হয়ে দেখলাম আর জিবে জল আনলাম B-)

বর্তমানে তারা চমৎকার ভাবে তেল এর উপর নির্ভরতা কমিয়ে ৭১% বাৎসরিক আয় আনতে সক্ষম হয়েছে অনান্য খাত থেকে।

তাদের দূরদর্শিতায় চমৎকৃত হলাম ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: জিভে জল কেন ভাই ?
ভাবী র কচু শাঁক আর স্যুপ এর চেয়ে এদের মান খুব বেশী উন্নত না ,জুন আপ্পি র কথা ই ঠিক ৫তারায় এইসব ই "ওয়ার্ল্ড বেষ্ট গ্রিন কচুস প্যাতুরি "নামে শত টাকা বেশি বিল দিয়ে কিনে খান /:)

সু-শাসন আর দূরদর্শিতা এই দেশ কে অনন্য করেছে ,অথচ দেখেন সম্পদ বলতে কিছু বালি আর লবণাক্ত সামুদ্রিক জল ছাড়া কিছুই ছিল না প্রথমে , মাছ ধরা আর গভীর সমুদ্রের তলদেশ থেকে মুক্তা আহরণ ছিল এদের পেশা ।

ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য
শুভ কামনা :)

৩৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার তথ্য-সংবলিত পোস্ট। অনেক ধন্যবাদ জানাই আপু শেয়ার করবার জন্য। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ উড়োচিঠি ...
শুভ কামনা :)

৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার পোস্ট।
ওরা যদি রুক্ষ মরুর বুকে ফুল ফোটাতে পারে,
আমরা কি পারিনা আমাদের সবুজ শ্যামল দেশটাকে একটু অন্যরকম করতে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: তা আর বলতে
একটু যত্ন আর সচেতন হলেই সেটা সম্ভব ...
সত্যি বলতে কি প্রকৃতি এত উদার ভাবে আমাদের সব বিলিয়েছে যে আমরা সেটার মাহাত্ম বুঝি না ।

ধন্যবাদ পথিক পাঠে এবং মন্ত্যবে :)

৩৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

গেম চেঞ্জার বলেছেন: ব্যাপক পরিমাণ..ব্যাপক পরিমাণ..ছবি.......

হাঃ হাঃ হাঃ :)

ভাল করেছেন। বেশ সময় নিয়ে খুটিয়ে খুটিয়ে দেখা হলো। সবচেয়ে নজর কেড়েছে মিশরের ঐগুলো। সবচেয়ে অভিজাত ও স্মার্ট মনে হলো ওগুলো। হাঃ হাঃ হাঃ

আচ্ছা বাংলাদেশ, ভারত, নেপালের কিছু ছিল না? নাকি দেন নাই?

এছাড়া গ্রিস, জার্মানি, পর্তুগাল, ডাচ, ইংল্যান্ডের? এইগুলাও মনে মনে খুঁজছিলাম তো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

মনিরা সুলতানা বলেছেন: বলেছেন: এতেই ব্যাপক পরিমান ?
নিঃসন্দেহে মিশরের প্যাভেলিয়ন দারুন ছিল ...
বাংলাদেশ ছিল না নেপাল ও আলদা প্যাভেলিয়ন দেয় নাই ,পাকিস্থান , ভারতের বহুকিছু ছিল বেশ কিছু ছবি দেয়েছি ও তবে এদের কালচার আমাদের পরিচিত তাই বেশি দিলাম না ।

মনে মনে খুঁজবেন ধারনা করছিলাম কিন্তু তাহলে সিরিজ পোষ্ট দিতে হত এক পোষ্ট এ অসম্ভব , আর আমার মত আইলসা কে দিয়া তা হবে না :(

অনেক ধন্যবাদ চেঞ্জার সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য :)

৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও !আপু দারুণ পোস্ট +

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তনিমা ...
+ এর জন্য আবার ধন্যবাদ
শুভ কামনা :)

৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

আমি তুমি আমরা বলেছেন: সেই আয়োজন কে ধন্য করতে শুক্রবারের বিকেলের ঘুম কে বিসর্জন দিলাম,আমি নিশ্চিত ওদের সফলতার ইতিহাসে আমার এই ত্যাগ আরবদের খাঁটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।আর যদি আমার অবদান কে এরা মুল্যায়ন না করে বুঝে নেব আমার অবদান ধারন করার মত বিশালত্ব এই আয়োজনের আয়োজকদের এখন ও হয়ে উঠে নাই ।

=p~ =p~ =p~

চমৎকার ফটো ব্লগ। খাবারের ছবিগুলো বেশ ভাল লেগেছে।

ঊনবিংশ ভাল লাগা :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

মনিরা সুলতানা বলেছেন: আপনি ও মজা নিলেন :(
অনেক ধন্যবাদ আপনাকে পড়ে মন্তব্যের জন্য
ভালোলাগার জন্য কৃতজ্ঞতা
শুভ কামনা :)

৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




চমৎকার সব ছবি দিয়ে গ্লোবাল রঙ ছড়িয়ে দিলেন পোষ্টে ।

আরবরা আপনার আবদান মনে না রাখুক , সামু ব্লগাররা কিন্তু রাখবে । শুক্কুরবারে শুধু ঘুম ভাঙাই নয় , কষ্ট করে এই যে খাতাকলম করলেন সে কারনে । :P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য ...।

মনে রাখবে না মানে কতদিন রাতের সাধনা :`>

৪৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

সঠিক পথের সন্ধানী বলেছেন: আপনার দেয়া ছবি গুলো দেখে আমার এখন গ্লোবাল ভিলেজে যাইতে ইচ্ছা করতেছে। যেতে না পারলাম অন্ততঃ আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে তো পারলাম এতেই অনেক। মূল্যবান সময় ব্যয় করে এতো সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আমি ও যেখানে যেতে ইচ্ছে করে ব্লগ ঘুরে অন্য ব্লগারদের সেই জায়গা নিয়ে লেখা ভ্রমন পোষ্ট পড়ি বসে বসে চমৎকার ভ্রমন সখ মিটে :)
লেখায় স্বাগত সঠিক পথের সন্ধানী
অনেক অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য
শুভ কামনা :)

৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


লং ড্রেসগুলো পছন্দ হইছে। দুইচারটা কিনে দিস আপা। গিফট করবো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মনিরা সুলতানা বলেছেন: দেখ এরেই বলে ভাই কোথায় গিফট করবে সেটা না বলে কিনে দিস। আচ্ছা দিবানে....
কোথায় লাপাত্তা, দেখি না যে ব্লগে?

৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কি হলো পু????? :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মনিরা সুলতানা বলেছেন: বসন্তের শুভেচ্ছা ভাই :)

৪৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল আপু।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ফাল্গুনের শুভেচ্ছা :)

৪৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



আপা জন্মদিনের শুভেচ্ছা ও সালাম রইলো। এইবার দেশে আয় দুলাভাই আর পিচ্চিদের সহ দাওয়াত থাকবে। তোর জন্মদিন এইবার নাহয় আমার পক্ষ থেকে পালিত হইবে। তুইত আর কেক খাওয়াবি না আপা। ছোট ভাই কাকে বলে এইবার বুঝায় দিমু।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: ছোট ভাই রা তো থাকেই এই জন্য .....
এত অগ্রিম শুভেচ্ছার জন্য ধন্যবাদ :)

৪৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

আরজু পনি বলেছেন:

চোখ ধাধানো পোস্ট !
অসাধারণ শেয়ার ।


জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

মনিরা সুলতানা বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা আরজু পনি .

শুভেচ্ছার জন্য ধন্যবাদ :)

৪৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

জুন বলেছেন: মনিরা জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো । বার বার ঘুরে আসুক এই দিন !:#P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: ইয়ে কি মজা রাজপুত্রের কল্যানে দুইদিন আগে থেকেই শুভেচ্ছা পাওয়া শুরু :`>
অনেক অনেক ধন্যবাদ জুনাপ্পি :)

৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: টানা সাড়ে দুই মিনিট সময় লাগছে আপনার পোস্টটা পূর্নাঙ্গ প্রিভিউ হতে।
এত ফডু কেউ দেয়? দেখতে দেখতে হাফিয়ে উঠছি!
তারপরেও ভাল লাগছে ভীষণ!

আপনার জন্মদিনের শুভেচ্ছা মনিরা আপা। (যেদিন জন্মদিন সেইদিনের জন্য প্রযোজ্য :`>)
শুভ কামনা জানবেন!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা দুঃখিত সেই জন্য ..
আমার কি অবস্থা হইছে এবার বুঝেন ;)

যেই দিন জন্মদিন সেদিন ই নিলাম শুভেচ্ছা :)
অনেক অনেক ধন্যবাদ টাইগার ,শুভ কামনা :) :) :)

৫১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

আমি তুমি আমরা বলেছেন: মনিরা সুলতানা



ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছি: ২৩টি
মন্তব্য করেছি: ৪৮২৫টি
মন্তব্য পেয়েছি: ২৩৩৩টি
ব্লগ লিখেছি: ৪ বছর ১ সপ্তাহ
অনুসরণ করছি: ৫০১ জন
অনুসরণ করছে: ২০৮ জন

চতুর্থ বর্ষপূর্তির অভিনন্দন :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে তাই তো ...
হাহাহা অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
এখন ও যেহেতু এক্টিভ আছি বোঝা যাচ্ছে আমি হচ্ছি আম ব্লগার
সেলিব্রেটি ব্লগার রা এত সময় দেয় না ব্লগে ;)

৫২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপু , অনেকদিন তো হয়ে গেল, নতুন লেখা চাই যে........! :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: পড়তে পড়তে যায় বেলা আপু :)

৫৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

মহিউদ্দিন হায়দার বলেছেন: আমাদের দেশের প্রাকৃতিক স্থানগুলু অনেক আকর্ষণীয়। শুধুমাত্র বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা আর সুষ্ট ব্যস্থাপনার অভাবে পর্যটন শিল্প বিকশিত হচ্ছে না। অশেষ ধন্যবাদ আপনাকে প্রিয় মনিরা।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:১১

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ পড়ে চমৎকার মন্তব্যের জন্য
শুভ কামনা :)

৫৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৫

আমিই মিসির আলী বলেছেন: ছবি দেখতে দেখতে চোখ জুড়িয়ে গেল।
ধন্যবাদ আপনাকে। :)

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

৫৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

কাবিল বলেছেন: আপনার চোখে দেখে নিলাম ২০ তম আয়োজন গ্লোবাল ভিলেজ।
চমৎকার ছবিগুলো।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাবিল মন্তব্যের জন্য
শুভ কামনা আপনাকে :)

৫৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০০

অশোক বলেছেন: আপনি ভালা না। খাবার জিনিসগুলি দেখে জিভে পানি এসে গেল।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

মনিরা সুলতানা বলেছেন: কি আর করা বলেন কার খাবার ছবি ভাল লাগছে , কার জামা কাপর দেখা গেলে সব মিলিয়ে আমিই খারাপ :P
মন্তব্যের জন্য ধন্যবাদ ভালো থাকবেন :)

৫৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: চেস্টায় আছি :(

৫৮| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের বানিজ্য মেলায় প্রাধান্য দেখলাম ইরানী ও ভারতীয়?? ষ্টলের।। বিশেষ করে কাশ্মীর নামের।।
তবে একটা মজর ঘটনা না বললেই নয়।। মেলায় আমি ও গিন্নী পাশাপাশি ছিলাম অন্যরা িলো বিভিন্ন দোকানে।। কিছুক্ষন পর পাশে হাত দিয়ে গিন্নীকে বললাম চলো দেখি বাচ্চারা কোথায়?? ফিরেই চমকে উঠি গিন্নী তখন অন্যস্থানে,সেখানে আরেক মহিলা।। এবার বুঝুন আমার অবস্থা!!

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা আপনার অবস্থা তখন যেমন তেমন বাসায় ফিরে কি হয়েছিল সেটা বলেন =p~
আমি বহু বছর বাংলাদেশের বানিজ্য মেলায় পা রাখি না ছবি আর খবর পড়ে কিছু ধারনা নেই ।
শুভ কামনা :)

৫৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: কারো হাসিই যেন থামতে চায় না।। কেউ থামেতো অন্যের মুখে হাত দেয়া দেখে আবার হাসে।। গিন্নী খুশী লোচ্চা বলে গন পিটুনীর হাত থেকে বেচে গেছি বলে।।
না ভাই যে যাই বলুক আমার অভিজ্ঞতা সুখকর না।। কন্যা-স্ত্রী,ভাতিজী+ভাগ্নী,বোন ভাই মিলে ২০জনের দল হওয়া সত্বেও মেয়েরা প্রায়শই নালিশ করেছে বখাটেদের হাত পরেছে বলে।। কিন্তু কিছুই করার ছিলো না।। আর ভীর,জ্যামের কথাতো বোঝেনই।।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: এই ধরনের পাবলিক গ্যাদারিং বাংলাদেশে সত্যিই সুখকর না :(
শুভ কামনা আপনার জন্য ।

৬০| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

শায়মা বলেছেন: এই পোস্টে আসলে মনে হয় আহা শপিং, ইটিং, মিটিং কতই না মজার!!!!!!!!:)

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

মনিরা সুলতানা বলেছেন: হুম মজার আমি আবার গেছিলাম :P
এবারে সব জিনিস হাফ দামে লন,পশমিনা, হ্যান্ড ব্যাগ , ভাস সব সব B-)

৬১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:২০

শায়মা বলেছেন: শিঘরী আমাদেরকে পাঠিয়ে দাও দু একটা! :P

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৬

মনিরা সুলতানা বলেছেন: ভাবছি এক্সচেঞ্জ করব আমাকে বই মেলার বই দিবা আমি পছন্দ মত এগুলি B-))

৬২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৫

শায়মা বলেছেন: ওকে ওকে তাই হবে !:)

নো প্রবলেমো আপুনি!:)

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: :) :) :)

৬৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপা এই পোষ্ট দুবাই শেখ দের চোখে পড়লে আপনারে থালা-বাট-কম্বল সহ বিমান বাংলাদেশ এয়ার লাইনের বিমানে উডাইয়া দিবো নিশ্চিত। কইবো তোমার ঐ পষ্ট দেখে বাংলাদেশি মানুষ দুবাই ভ্রমণ কমিয়ে দিয়েছে। পয়সা দিয়া বিমানের টিকেট কেটে দুবাই না এসে সামুতে ঢুকে তোমার পোষ্ট পরে একই মজা নিতেছে।

এত গুলো ছবি পোষ্টে যোগ করে যেমন করে বর্ণনা লিখেছেন তাতে করে নো-বেইল পুরষ্কার আপনি চাইতেই পারেন। তিউনিসিয়ার হস্তশিল্প সমাহার ছবিতে সুরা পানের যে পেয়ালার ছবি দিয়েছে তা দেইখা ইয়ে মানে ........... :P

স্পেনের হাতে তৈরি প্রাকৃতিক সাবান দেখে তিব্বত ৫৭০ বা হুইল সাবানের কথা মনে পড়ে গেল। আহারে কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন পুরোটাই জিনসের প্যান্টের উপর হুইল ডলার কথা মনে কইরা আবেগে কাইন্দা দিলাম :((

আপু বাংলাদেশের ট্রাকের গায়ে যা লিখা থাকে সেই পরিমাণ ধন্যবাদ।


০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

মনিরা সুলতানা বলেছেন: দুই মাস পরে দেখার লাইজ্ঞা জরিমানা X((

৬৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: কেনা কাটা কি শুরু করেছো আপু ? আমার দন্য!!!!!!!!!!!:)

মোস্তাফা কামাল পলাশভাইয়ার কমেন্ট পড়ে হাসতে হাসতে মরলাম!!!!!!!!!!

০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

মনিরা সুলতানা বলেছেন: তুমি তো লিস্টি দাও নাই :-*

৬৫| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: ওকে ওকে দিয়ে যাবো!!!!!!!!!:)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

মনিরা সুলতানা বলেছেন: আত্তা :)

৬৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আপু, জরিমানা হিসাবে সুরার ঐ পাত্রটা যদি আপনি পুরষ্কার হিসাবে দিতে চান তবে আমি সাদরে গ্রহন করতে রাজি আছি =p~

আর একটা কথা বলতে ভুলে গেছি। শুনে অবাক হলাম যে দুবাই ইতিমধ্যেই তাদের আয়ের বিকল্প ব্যবস্হা করে ফেলেছে। অর্থনীতির জন্য যেটা খুবই ভাল খবর দীর্ঘমেয়াদী। আমরা আগামী কত বছর কাপড় সেলাই ও মধ্যপ্রাচ্য শ্রমিকের উপর নির্ভর করবো আল্লাহ্‌ই জানে।

৬ বছর পূর্বে যখন কানাডায় আসি তখন কোনদিন ও আফ্রিকার কোন দেশের তৈরি কাপড় দেখি নাই; অথচ এখন ওয়ালমার্টে অনেক কাপড়ে আফ্রিকার বিভিন্ন দেশের ট্যাগ দেখা যায়। আফ্রিকার দেশ গুলো যেহেতু অনেক গরিব তাই সে সকল দেশের গার্মেন্টস শিল্প বিকাশ লাভ করবে। ফলে তার কিছুটা প্রভাব অবশ্যই পড়বে বাংলাদেশের উপর। আমাদের দেশের দরিদ্রতা ও জনসংখ্যার যে অবস্থা তাতে করে এই শিল্পটা কোন ভাবেই হাত ছাড়া করা যাবে না। সরকারের মধ্যে আদৌ সেই চিন্তা আছে কি না সন্দেহ।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: অহ এগুলি তো রিপ্লিকা জাস্ট সো পিস ভাইয়া :P
অবশ্য আসল চাইলে ও পাইবেন ;)
জি বেশ চমৎকার ভাবেই করেছে ,চমৎকার পরিকল্পনা আন্তরিক ইচ্ছা দেশ প্রেম থাকলে আজকে এই সব জেলেদের কে আমরা বাংলাদেশে মাছ ধরার কাজে নিয়জিত করতে পারতাম...
অথচ কিছু বালু ,সমুদ্রিক লবন পানি ও মাছ ,পরবর্তীতে প্রাপ্ত তেল নিয়ে সমগ্র দুনিয়ার অন্যতম মেট্রো সিটি তে পরিনত করেছে ।

৬৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আমি অনেক অবাক হয়েছি যেদিন শুনলাম যে আজ থেকে ৫০ বছর পূর্বেও দুবাই এর মানুষদের আয় এর প্রধান উৎস ছিলও মৎস্য সম্পদ। দুবাই এর পরিচিতি ছিলও জেলে পল্লী হিসাবে। ইমিরেটস দের মধ্যে শিক্ষার হারও খুবই কম ভোগ-বিলাসেই মত্ত থাকে সরাদিন। অশিক্ষিত শেখরা জেলে পল্লীর দুবাইকে বানাল বিশ্বের বাণিজ্য রাজধানী, বানাল বুর্জ খলিফা নামক বিশ্বের স্বচ্ছ বিল্ডিং। অথচ আমরা সেই তিমিরেই পড়ে রইলাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

মনিরা সুলতানা বলেছেন: কেন পরে রইলাম সেত আপনি আমার চাইতে অনেক ভালভাবে প্রায় ই চমৎকার বিশ্লেষণ সহ বুঝিয়ে দেন
আশা করছি একদিন আপনার সচেতনতা মূলক লেখা গুল অবশ্যই মুল্যায়ন হবে
শুভ কামনা :)

৬৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০

অদ্বিতীয়া আমি বলেছেন: এত্ত সুন্দর !! 8-|

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: হুম অত্তই সুন্দর
বহুদিন পর অদ্বিতীয়া ,ক্যামন আছ ?
শুভ কামনা :)

৬৯| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬

ভ্রমরের ডানা বলেছেন: আরবদের কারবার দেখি আমাদের মতই। প্রতিটা ছবি খুব সুন্দর ছিল। আরবের গাউন, চাইনিজ পেইন্টিং আমার খুব পছন্দ হয়েছে আপু।

বরাবরের মত চমৎকার পোষ্টে প্লাস রইল আপু।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

মনিরা সুলতানা বলেছেন: গাউন গুলো দেখতে আসলেই সুন্দর আর আরব মেয়েরা সেগুলো অসম্ভব সুন্দর করে ক্যারি করে ,সেটাই ওদের নিজস্বতা ।
চাইনিজ সব কিছুই ভালো শুধু ভালো হবার গ্যারান্টি ছাড়া :P

অনেক অনেক ধন্যবাদ ডানা প্লাসের জন্য :)

৭০| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:০৫

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পড়তে পড়তেই তো ক্লান্ত হয়ে গেলাম, আর আপনারা তো কতো কতো ঘুরেছেন! অবশ্য আপনাদের তো এনার্জি রিচার্জ করার জন্য খানাপিনার ব্যবস্থা ছিল! :)
পোস্ট পড়েই বোঝা যায় কি বিশাল আয়োজন ছিল সেটা, তবে তার পরেও বলবো আপনি খুব সুন্দর করেই কভার করেছেন অনেকগুলো ইভেন্ট এবং সেগুলোর ছবি। অনেক কষ্ট করেছেন অবশ্যই, তবে পাঠকেরাও দল বেঁধে আপনার এই চমৎকার পোস্ট পড়ে পড়ে এবং সুন্দর সুন্দর মন্তব্য করে করে আপনার পরিশ্রমের মূল্য দিয়ে গেছেন, এটা দেখেও ভাল লাগলো।
এত্ত বড় একটা আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের কোন স্টল ছিল না (১ নং প্রতিমন্তব্য) - জেনে খারাপ লাগলো।
আরবরা আপনার আবদান মনে না রাখুক, সামু ব্লগাররা কিন্তু রাখবে। শুক্কুরবারে শুধু ঘুম ভাঙাই নয়, কষ্ট করে এই যে খাতাকলম করলেন সে কারনে - আহমেদ জী এস এর এ কথার (৪২ নং মন্তব্য) সাথে আমিও একমত।
২৪ নং প্রতিমন্তব্যটা বেশ ভাল লেগেছে। :)
আপনি ৫০১ জনকে অনুসরণ করছেন (৫১ নং মন্তব্য)? বাপ রে বাপ! :)


২০ শে জুন, ২০১৮ রাত ১০:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আহসান ভাই ক্লান্তি নিয়ে হলে ও পুরো ট্যুর শেষ করবার জন্য হুম, অবশ্যই মন্তব্য সহ!!!
এবারে ও ছিলো না বাংলাদেশের কোন প্যাভিলিয়ন :(
আসলে একটা স্টল হিসেবে নয় বেশ অনেকখানি এলাকা ঘিরে আলাদা করা থাকে দেশ হিসেবে।আমাদের দেশীয় ভাইদের দেখি মাঝে মাঝেই সৌদি বা অনান্য প্যাভিলিয়নে সেলসে থাকে।
প্রতি বছর আরও আরও দারুন সব চমক আর প্রযুক্তি নিয়ে আসে,জানি না কতদিনে আমাদের দেশের নাম এখানে লিস্টেড হবে :(

এখন আসি আমার অনুসারিত লিস্ট এর ব্যাপারে-
ব্লগে নাম রেজিস্ট্রেশনের আগে থেকেই আমার ফেসবুক বন্ধুদের শেয়ারের কারনে ব্লগের অনেক লেখাই পড়তাম;সময়ের এবং মন্তব্যে কি লিখব সে চিন্তায় নিজের আইডি ওপেণ করা হয় নি বহুদিন।
বিশ্ববিদ্যালয়য় জীবনে বি এন সি সি , বিতর্ক ,ডাকসু কালচারাল টিম এসবের সাথে যুক্ত থাকার কারনে বেশ বড় একটা সার্কেল আমার পরিচিত ছিল।ব্লগে এসে দেখলাম তাদের প্রায় সবার ই একটা করে আইডি এখানে আছে "তারা সবাই আমাকে না চিনলে কি হবে ,আমি তো চিনি সেই হিসেবে অনুসরন করতে করতে (সাথে অবশ্যই ভালোলাগা লেখকদের নাম ও ছিল)অত বিশাল লিস্ট।মজার ব্যাপার হয়েছে আমি ব্লগে এক্টিভ হতে হতে উনারা প্রায় সবাই ব্লগিং ছেড়ে দিয়েছেন।
ভাবলাম আমি যাদের ই অনুসরন করি ব্লগিং ছেড়ে দেয় যেহেতু তাই আজকাল অনুসরন তালিকা শূন্য :)

শুভ কামনা আহসান ভাই :)

৭১| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:০৬

ভুয়া মফিজ বলেছেন: ওহ্, ছবি দেখতে দেখতে পাগল হয়ে গেলাম।
খাবার দাবারের ছবি দেখতে দেখতে তো আমার ক্ষুধা লেগে গেলো।

দারুন পোষ্ট, সুপার লাইকের তো কোন অপশানই নাই! :(

২১ শে জুন, ২০১৮ রাত ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: আসলেই এত মজাদার খাবার !!
বিকেল চারটা থেকে রাত দশ'টা কোথায় সময় চলে গেলো।

আচ্ছা আচ্ছা সুপার লাইক আমি নিয়ে নিলাম ভাইয়া :)

৭২| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

করুণাধারা বলেছেন: অতি, অতি চমৎকার ছবি আর বর্ণনা!! দেখে মনে হচ্ছিল আমি যেন এই সবকিছুর মাঝে ঘুরে বেড়াচ্ছি।

এই পোস্টটা আমাকে নস্টালজিক করে দিল। মনে পড়ল ৩২ বছর আগের দুবাইকে। দুবাই তখন এত সুরম্য অট্টালিকায় সাজানো ছিল না, রাস্তার আইল্যান্ডে ছিল কিছু খেজুর গাছ, মনে পড়ে গেছিলাম আর বার দুবাই। আমি থাকতাম আল আইন,আল-আইন। মাঝে মাঝে দুবাই বেড়াতে আসতাম কিন্তু হিউমিডিটি বেশি হওয়ায় তেমন ভাল লাগত না।

এই ছবিগুলো দেখার পর খুব ইচ্ছা করছে আরেকবার দুবাইকে দেখি।

২৪ শে জুন, ২০১৮ রাত ১০:২৩

মনিরা সুলতানা বলেছেন: ওয়াও আপু আপনি আল-আইন থাকতেন!!! সেটা তো অনেক সবুজ আর ওয়েদার ও অনেক ভালো!! আমরা বেড়াতে যাই মাঝে মাঝে ,অনেক ভালো লাগে।এখানে তো লং ড্রাইভ ই মজা।
চলে আসেন আপু এখন দুবাই ও অনেক সবুজ এই সিজনে কৃষ্ণচূড়া প্রচুর পাবেন,আর শীতে তো কালার রায়ট লাগায়ে ফেলে ফুলে ফুলে।আর প্ল্যান করেন নভেম্বর থেকে মার্চ এর মাঝে।হেভেনলী ওয়েদার সাথে টুরিস্ট চমক, শপিং ফেস্টিভ্যাল কত্ত কত্ত কি।

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.