নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

হৃদ্যতার চাষাবাদ

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২


শোন
তুমি আঙুলের ভাজে কিছু শিউলি কাঠ গোলাপের চাষ করো
কেননা আমার পুরোটা শৈশব শিউলির শিশির আর কাঠ গোলাপের মায়ায় পরে আছে।

দু হাতের মুঠোয় হিজল ,বেলি আর কচুরি পানা কে বাড়তে দিও সাথে রেখ আদিগন্ত হলুদ সর্ষে কিছু
দুরন্ত কৈশোরের কে তোমার হাতের মুঠোয় অনুভব করব আমি ।

পারবে ,কিছু বকুল ,সবুজ গালিচা ঘাস ,বন্য গন্ধী আকন্দ কিংবা কামনা গন্ধের মহুয়া তোমার প্রশস্ত বুকে নিতে
তারুণ্যের মাদকতা আমি বাসি বকুলের ঘ্রাণে লুকিয়েছি ।

আরণ্যক
স্বর্ণ ও দোলন চাপা কে তোমার চোখের তারায় প্রজাপতি রঙে রোদ্দুর করে রেখো জারুলের উজ্জ্বলতায়
ঠিক চোখের কোণে
তাহলেই দেখবে তোমার দৃষ্টি ছুঁয়ে যাব আমি
হয়ত যৌবনের রঙধনু ঐ চোখের কৃষ্ণাভ জুড়ে ।

দুধসাদা ফুল নিমের বৃক্ষ কে ছায়া করে তোমার পৃষ্ঠে
একজনমে কিছু তিক্ততার ও স্বাদ নিতে চাই ভালোবাসায়
অগোছালো চুলে যদি থাকে মাধবী, নীলমণি আর নীলকণ্ঠ বয়ঃসন্ধির সুতীব্র ঘ্রাণ আমি যত্নে তুলে নিতে পারি ।

তুমি যদি
কপালের বলি রেখায় টলটলে শ্রাবণ জলধারা কে স্রোতস্বিনী কর
ক্ষয়ী পূর্ণিমার আধা চাঁদ ও সাথে
মরা কটালের রুক্ষতা আমি করতলে তুলে নেব সুখ পাখি করব বলে
চিবুক এর ভাঁজে রেখো গোলাপের ঝাড়
অগনিত স্বপ্ন বুনে কাটিয়ে দেয়া একাকী সুদীর্ঘ রাতের কান্না আমি তোমার গোলাপ চিবুকে নৈবদ্য সাজবো ।

ওষ্ঠ থাক সমুদ্র লবন
জানি আমি
তৃষ্ণার শীতল বরফ জল এখানেই আমার
আর তোমার বাম অলিন্দে
একটা ধুতরার বীজ যতনে বাড়তে দিও
যদি কখন আমাতে মুগ্ধতা হাঁরাও বিবর্ণ বেগুনী সে ফুলের কাছেই আমি নীল বিষ চাইবো।

মন্তব্য ১১৫ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

নীলপরি বলেছেন: একটা ধুতরার বীজ যতনে বাড়তে দিও
যদি কখন আমাতে মুগ্ধতা হাঁরাও বিবর্ণ বেগুনী সে ফুলের কাছেই আমি নীল বিষ চাইবো।

অপূর্ব । +

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

মনিরা সুলতানা বলেছেন: ++ এর জন্য কৃতজ্ঞতা নীলপরি
অপূর্বতা কাছে রাখলাম বিষন্ন সময়ে কাজে লাগাবো
শুভ কামনা :)

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কল্পনার চৌহদ্দি পাড় না হতেই গোলাপরঙা আরণ্যক শব্দের বুকে সবুজ খুঁজে অরণ্য হয়েছে।
অনবদ্য পু।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

মনিরা সুলতানা বলেছেন: অনবদ্য রাজপুত্রের চোখে..
আপ্লূত আমি :)

৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

উর্বি বলেছেন: দারুন

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর দেখলাম উর্বি কে
অনেক অনেক ধন্যবাদ :)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


বাহ্ দারুণ! :)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা মইনুল ভাই
খুশি হলাম আপনার মন্তব্যে :)

৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কবিতা । অনেক অনেক ভাল লেগেছে প্রতিটি লাইন। ভাল লাগার শতভাগ প্রাপ্তি কবির তাই কবিকে অনেক অনেক শুভেচ্ছা ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা এত দারুন প্রাপ্তি আমার জন্য ,প্রতিটি লাইন ভাল লেগেছে ।
শুভেচ্ছা নিলাম
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা :)

৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ গভীর ........
বেশ অর্থবহ!
ভালো লাগলো।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত শামীম
পাঠকের বোধগম্যতা লেখক কে আনন্দিত করে ।
শুভ কামনা :)

৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

ভারসাম্য বলেছেন: যদিও কবিতা বুঝি না ইদানীং, তবে আপনার আগের কবিতাটির চেয়ে এটা মনে হয় ভাল বুঝলাম, ভালও লেগেছে বেশ। :D

++++++++

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮

মনিরা সুলতানা বলেছেন: ভালো জিনিস বুঝতে পারা জ্ঞানীর কম্ম ..
ইদানিং তাহলে কবিতা তোমাকে বোঝে :)

৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

এহসান সাবির বলেছেন: একজনমে কিছু তিক্ততার ও স্বাদ নিতে চাই ভালোবাসায়
অগোছালো চুলে যদি থাকে মাধবী, নীলমণি আর নীলকণ্ঠ বয়ঃসন্ধির সুতীব্র ঘ্রাণ আমি যত্নে তুলে নিতে পারি ।

ভালো লাগা রইল।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির সব সময় এর মত লেখার সাথে থাকার জন্য
শুভ কামনা :)

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

রিপি বলেছেন:
অসাধারন লেগেছে। প্রতিটা লাইনেই মুগ্ধ করেছে আমাকে।

আর তোমার বাম অলিন্দে
একটা ধুতরার বীজ যতনে বাড়তে দিও
যদি কখন আমাতে মুগ্ধতা হাঁরাও বিবর্ণ বেগুনী সে ফুলের কাছেই আমি নীল বিষ চাইবো।


শেষের লাইনে অনেক প্লাস।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত রিপি
চমৎকার মন্তব্য সহ আপনাকে কবিতায় পেয়ে ভাল লাগলো ভীষণ ..
প্রতি লাইনে মুগ্ধতা পাওয়া অবশ্যই আমার জন্য অনেক আনন্দের , শেষ লাইনের প্লাস ও নিজের করে রাখলাম
অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা :)

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ইয়ে মানে আপু কি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রী ছিলেন নাকি :P নইলে উদ্ভিদ বিজ্ঞানের ডিকশনারি খুলে কবিতা লিখতে বাসেন :-B আপনার কবিতা পড়লে উদ্ভিদ বিজ্ঞানের জনক প্লেটোর কথা মনে পড়ে যায় =p~

তবে শিউলি ফুলের কথা মনে হলে কলেজ জীবনে ফিরে যাই। আমাদের রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বিল্ডিং গুলোর সামনে শিউলি ফুলের কেয়ক ডজন গাছ আছে। যখন শিউলি ফুল ফুটত তখন সকাল বেলা কিন্ডার গার্ডেনের বাচ্চারা ফুল কুড়নো নিয়ে প্রতিযোগিতায় মেতে উঠত। দেখলেই ভালো লাগত।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: না রে ভাই এক "তথ্য বিজ্ঞান " নাম ছাড়া আমার শিক্ষা জীবনে কোন বিজ্ঞান ই ছিল না /:) আর ডিকশনারি কারে কয় জানি ই না :P তবে প্লেটো বয়স কালে মাঝে মাঝে আসত " কি করিলে কি হইবে " এই বিষয়ক বুদ্ধি নিতে ;)

সত্যি বলছেন নির্মল আনন্দ যাকে বলে ।
শুভ কামনা ভাইয়া :)

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০

নেক্সাস বলেছেন: বেশ চমৎকার কবিতা। ভাবনা, উপমা সব মিলিয়ে অনবদ্য রচনা

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নেক্সাস
আপনার মন্তব্যে লেখার অনুপ্রেরনা পেলাম
শুভ কামনা :)

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তুমিযদি
কপালের বলি রেখায় টলটলে শ্রাবণ জলধারা কে স্রোতস্বিনী কর
ক্ষয়ী পূর্ণিমার আধা চাঁদ ও সাথে
মরা কাঁটালের রুক্ষতা আমি করতলে তুলে নেব সুখ পাখি করব বলে
চিবুক এর ভাঁজে রেখো গোলাপের ঝাড়
অগনিত স্বপ্ন বুনে কাটিয়ে দেয়া একাকী সুদীর্ঘ রাতের কান্না আমি তোমার গোলাপ চিবুকে নৈবদ্য সাজবো।" ভালো লাগা রইলো ।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা নিজের করে নিলাম সাধু
অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা :)

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫

কল্লোল আবেদীন বলেছেন:





চমৎকার লিখেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: আমার পাতায় স্বাগত আবেদীন
পাঠকের ভালোলাগা আমাকে ও চমৎকৃত ও আনন্দিত করে
শুভ কামনা :)

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হৃদ্যতার চাষাবাদ দেখতে এলাম ।
অসাধারণ ফলিয়েছেন ! রীতিমত প্রদর্শনী প্লট !!
অভিনন্দন নিন কৃষাণী ।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: দেখা যাক সেরা কৃষাণী পদক হাতে আসে কিনা :)
ধন্যবাদ লিটন ভাই
অভিনন্দন এ ভালো লাগা :)

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

মুসাফির নামা বলেছেন: অনবদ্য।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: মুসাফির এর জন্য শুভ কামনা
পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ :)

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

উল্টা দূরবীন বলেছেন: অনবদ্য কবিতা।

কিছু কিছু অদেখা ফুলের বর্ণ আর ঘ্রাণ কবিতায়ই খুঁজে পেলাম। কিন্তু হারানো শৈশবের স্মৃতিগুলো ধুলিমাখা পথেই রয়ে গেলো।

কবিতায় অনেক ভালোলাগা রইলো আপু।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০

মনিরা সুলতানা বলেছেন: অদেখা কেন ? সব ফুল ই সহজ লভ্য দেশীয় । তবে সময় এর একটা বড় গ্যাপ রয়ে গেছে আমাদের মাঝে এই প্রজন্ম হয়ত চিনতে না ও পারে..
শৈশব ধুলো মাখা বলেই এতটা নস্টালজিক ।
ভালো লাগা তুলে নিলাম :)

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ভাল লেগেছে কবিতাটি, অনেক অনেক অনেক। সরাসরি প্রিয়তে তুলে রাখলাম, সাথে ভালোলাগা এবং ++++।
অনেকদিনপর কোন কবিতা এতো ভাল লাগলো। অদ্ভুত সুন্দর কবিতাটি!

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

মনিরা সুলতানা বলেছেন: বোকা মানুষ ভাই আপনার প্রায় সব পোস্ট ই আমার অত্যাধিক ভাল লাগে প্রিয়তেও আছে ..
পছন্দের ব্লগারের চমৎকার মন্তব্যে মন ভালো হয়ে গেল ।
আপনি ও ভালো থাকুন ,অনেক অনেক অসাধারন ভ্রমন পোস্ট উপহার দিন আমাদের :)

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

রাজসোহান বলেছেন: মুগ্ধ হলাম। কল্পনাগুলো খুব সুন্দর। +

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা নিজের করে নিলাম সোহান
কল্পনা গুলি একজন পাঠক হিসেবে আপনার ভাল লেগেছে তাতে আমি আনন্দিত
শুভ কামনা :)

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: কবিতা কম বুঝি। তারপরও ভালই লাগল :)

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগার জন্য বুঝতে পারা সব সময় তাহলে জরুরি না কি বলেন ?
অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য
শুভ কামনা :)

২০| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: মুঠো ভরা স্নিগ্ধতা! প্রথম লাইন থেকেই একটা মাধুর্যের সন্ধান পেয়েছি যা শেষ পর্যন্ত অটুট ছিলো। দারুণ!

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২

মনিরা সুলতানা বলেছেন: ব্লগ জীবনে আপনার কাছে থেকে পাওয়া সব চাইতে সেরা মন্তব্য এটা
মি আনন্দিত ।
শুভ কামনা হাসান ভাই :)

২১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!!!!

মুগ্ধতার শেষ নেই!!!!!!!!!!!:)

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

মনিরা সুলতানা বলেছেন: আপুনি ক্যামন আছ ?
মুগ্ধতা শেষ না হলেই বাঁচি , না হয় ভুলে যাবে আমাকে বছরে একটা পোষ্ট দেই যে ;)
অনেক অনেক ভালো থাকো :)

২২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা!!!

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা কে অনুপ্রেরনা করে নিলাম দীপংকর চন্দ ।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালো থাকুন শুভ কামনা :)

২৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:



এত শর্ত মানা কি একজনের পক্ষে সম্ভব হবে, নারী? নাকি অনেককে পরীক্ষা দিতে হবে?

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

মনিরা সুলতানা বলেছেন: এগুলো শর্ত না তো , পরীক্ষা ও না
বলতে পারেন পরিক্ষার আগেই প্রশ্ন আউট করে দিলাম :P

২৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

এন.আর মাহমুদ বলেছেন: চমৎকার। প্লাস

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনাকে স্বাগত মাহমুদ
ভালোলাগা আর +++ এর জন্য ধন্যবাদ :)

২৫| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:




হৃদয়ের জমিতে উদ্ভিজ প্রাণের চাষাবাদের কারণে ফলন খুব ভাল হয়েছে।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা
ধন্যবাদ কান্ডারি....
শুভ কামনা :)

২৬| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

আমিই মিসির আলী বলেছেন: যদি কখন আমাতে মুগ্ধতা হাঁরাও বিবর্ণ বেগুনী সে ফুলের কাছেই আমি নীল বিষ চাইবো
B:-)

চমৎকার কবিতা।
+

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

মনিরা সুলতানা বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা মিসির আলী , অনেক অনেক ভালোথাকবেন :)

২৭| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: এমন কোরে সবকিছু সাজিয়ে বলে দিলেন ! বাহ !! কিন্তু শেষে ধূতরা ফুল কেন আসলো, প্রেম স্বয়ং এই তো ধূতরা ফুল !! হা হা

কবিতার কোমলতা মুগ্ধ করলো ।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: দিলাম প্রশ্ন আউট করে :P
ডায়াবেটিকস এর ভয়ে জলদি ধুতরা নিয়ে এসছি ;)
বলেন কি প্রেম ধুতরা ? তা সেটা কি জাতে , নাকি ভাবে ?

মুগ্ধতা রেখে দিলাম
অনেক অনেক ভালো থাকবেন :)

২৮| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: জাতে কীনা ভাবে তা জানি না, তবে প্রেম সুস্বাদু ধূতরা । প্রথমে খেতে ভাল লাগে, হজমে গেলে যত সমস্যা ধরা পড়ে !! হা হা । আমি কিন্তু এ বিষয়ে কিছু জানি না, প্রেমিক প্রেমিকাদের ইতিহাসে এমনটা হয়েছে বলে শুনেছি !!

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা আপনি ভালো ইতিহাস বিদ
খেতে কেমন তা তো জানি না, তবে দেখতে যদি প্রেম ধুতরার মত হত তাইলেই কম্ম সাবার কেউ আর ঐ পথে নাই ।


২৯| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



ফুলে ফুলে নেচে নেচে যে ভ্রমর হৃদ্যতার চাষাবাদে মগ্ন কোন দুঃখে সে নীল বিষের অলিন্দে ডানা ঝাপটাবে ?
কি এমন দুঃখ তার !!!!!!

শব্দটা কি "মরা কাঁটালের" হবে, না কি "মরা কোঁটালের" হবে ?

শুভেচ্ছান্তে ।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা আহমেদ জী এস

যার কাছে এত আবদার তাকে নিয়েই দুঃখের ভয় ,ভ্রমর হৃদয় ও মালতির মুগ্ধতাই চায় ।

শব্দ টা " মরা কাটাল " থেকে কাটালের
( অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য সমকোণে থাকে। ফলে চন্দ্রের আর্কষণে যে জোয়ার হয় সূর্য-এর আকর্ষণে তা কমে যায়। ফলে দুর্বল জোয়ারের সৃষ্টি হয় যা মরা কাটাল(Neap Tide) নামে পরিচিত )

অনেক অনেক ধন্যবাদ অ শুভ কামনা :)

৩০| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০

লাওয়ারিশ আত্মা বলেছেন: মরুভূমি তে যদি চাষাবাদ সম্ভব হয় তাহলেই হয়তো হৃদতার চাষাবাদ সম্ভব।।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০

মনিরা সুলতানা বলেছেন: যথার্থ বলেছেন !!
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা :)

৩১| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন: আমি কালো বিষ চাই :D । দারুন হয়েছে ।আপু কেমন আছেন ?

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: গ্রেট দ্যা অপু ..
ভালো আছি ভাইয়া ,আপনি ক্যামন আছেন ?

ওকে কয়লার মাঝে লিকুইঢেলে নিবেন B-)

শুভ কামনা অনেক অনেক ভালো থাকুন :)

৩২| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

সকাল রয় বলেছেন: অনেকদিন পর কবিতা পড়লাম। বেশ বেশ ভালো লাগলো কবিতা।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রয়
প্রিয় লেখকদের মাঝে আপনি একজন ,আপনার ভালোলাগা অবশ্যই অনুপ্রেরণা দায়ক ।
শুভ কামনা :)

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা আপু।

শেষকটি লাইনের আকুলতায় ডুবে গেছে মন। সত্যি অসাধারণ!!!


ভাল থাকবেন আপুনি।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: অপেক্ষায় ছিলাম ডানা ..
সব সময়ের মত মন ভালোকরা মন্তব্য পেলাম আপনার কাছে থেকে !!
শুভ কামনা , অনেক অনেক ভালো থাকবেন :)

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



শব্দটি "কটাল" বা "কোটাল' হবে । ( ব্যবহারিক বাংলা অভিধান । বাংলা একাডেমী )
আপনার শব্দটিতে "চন্দ্রবিন্দু" দেয়াতে আমিও "চন্দ্রবিন্দু" দিয়ে ফেলেছি কিন্তু । :(

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

মনিরা সুলতানা বলেছেন: কি জানি আমি তো অভিধান দেখি নাই :(
ধন্যবাদ ভাইয়া , ঠিক করে নিচ্ছি ...
শুভ কামনা :)

৩৫| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৩

হাফিজ বিন শামসী বলেছেন: অসম্ভব ভালা লাগা কবিতার প্রতিমন্তব্যগূলো কবিতাকে আরো প্রাণবন্ত করে তুলেছে।ভাল কবিতা উপহারের জন্য ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত শামসী
সত্যি ব্লগের প্রান ই হচ্ছে এই মন্তব্য , প্রতিমন্তব্য :)
আপনাকে ও চমৎকার মন ভালো করা মন্তব্যের জন্য ধন্যবাদ
শুভ কামনা , অনেক অনেক ভালো থাকবেন :)

৩৬| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

ফয়সাল রকি বলেছেন: চমৎকার লিখেছেন। +++

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ফয়সাল রকি ...
++++ এর জন্য ধন্যবাদ
অনেক অনেক ভালো থাকুন ,শুভ কামনা :)

৩৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৭

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫

মনিরা সুলতানা বলেছেন: |-)

৩৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শুভ কামনা জানবেন :)

৩৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

জুন বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম মনিরা সুলতানা।
+

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩

মনিরা সুলতানা বলেছেন: তুমি ই সেরা আপু :)

৪০| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

গেম চেঞ্জার বলেছেন: মুগ্ধ হলাম!! (+)

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ চেঞ্জার ...
শুভ কামনা :)

৪১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

উদাসী স্বপ্ন বলেছেন: এইটা কি বাংলাদেশের ফটুক? এইসব গুলান ফুলের আর গাছপালার নাম জানেন?

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: জি
জনাব
কিছু
চিনি
ফুটুক গুগুল মামুৎে ধার করা :`>

৪২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
শোন
তুমি আঙুলের ভাজে কিছু শিউলি কাঠ গোলাপের চাষ করো

erokom j ekta Line hoite pare kokhono koLponateo asenai!!
khub comotkar Likhsen Moniraunty.

১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মনিরা সুলতানা বলেছেন: আনন্দিত হলাম রে মুন
অনেক অনেক ধন্যবাদ :)

৪৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভেচ্ছা সাবির :)

৪৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

মানবী বলেছেন: অসাধারন! অপূর্ব!

"তুমি আঙুলের ভাজে কিছু শিউলি কাঠ গোলাপের চাষ করো
কেননা আমার পুরোটা শৈশব শিউলির শিশির আর কাঠ গোলাপের মায়ায় পরে আছে।"
- এই দু পংক্তির কারনে এই ব্লগে আমার অতি প্রিয় কবির তালিকায় আপনার নাম যুক্ত হলো।

প্রায় চার বছর ব্লগে অনুপস্থিত থাকায় ব্লগে এমন একজন গুনী কবির আগমন সম্পর্কে অবগত হতে পারিনি :-)
খুব ভালো লেগেছে কবিতা পড়ে, ধন্যবাদ মনিরা সুলতানা।


২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার অসাধারন মন্ত্যবের উত্তর কি দেব ভেবে পাচ্ছি না , মন ভালো হয়ে গেলো আপনার চমৎকার অনুভূতি প্রকাশে ।
প্রিয় হবার যোগ্য হয়েছি কিনা জানি না , হয়ত আপনার আর আমার শৈশব একই সুরে গাঁথা ,আমাদের ভাবানায় মিল আছে

আপনার দৃঢ় লিখনি ও আমাকে মুগ্ধ করে কখনো বলা হয়নি ,আমার লেখায় পেয়ে আনন্দিত হলাম ।
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ :)

৪৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার কথামালায় সাজানো কবিতায় মুগ্ধ।
প্লাস।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রাজশ্রী , মন্তব্য এবং প্লাস এর জন্য কৃতজ্ঞতা ।
শুভ কামনা :)

৪৬| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:৫৫

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: প্রত্যেকটা লাইনই ভাল লেগেছে। ++++++++ প্রিয় পোস্টে সাজিয়ে রেখেছি।

০১ লা মে, ২০১৬ রাত ৯:৪২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত ইসমাইল হোসেন ভাই ...

আপনার ভাললাগা টুকু আমার অনুপ্রেরণা হয়ে রইলো :)

৪৭| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:১৯

পুলহ বলেছেন: চেনা- অচেনা গাছ-পাতা-ফুল চোখের সামনে দিয়ে ভেসে ভেসে গেলো; কবিতা পড়ার সময় মনে হচ্ছিলো যেনো স্বপ্নে কোন বনভূমির ভেতর দিয়ে হেটে হেটে বেড়াচ্ছি...
আপনার কবিতায় অরণ্যের গন্ধ লেগে আছে!
অসাধারণ কবিতা আপু !

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:২১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার বলেছেন তো কবিতায় অরন্যের গন্ধ লেগে আছে !!!!!
আসলে গন্ধ অরন্যের গন্ধ লেগে আছে আমার মনে ,আমি আরন্যক প্রেমী ..।

আপানার অসাধারন বাক্য টা আমার নিজের করে রাখলাম কৃতজ্ঞতা সহ ।
অনেক অনেক ভালো থাকবেন শুভ কামনা :)

৪৮| ২০ শে জুন, ২০১৬ সকাল ১১:১২

শাহেদ খান বলেছেন: স্নিগ্ধ মোহে আবিষ্ট হলাম, কবি! ছবিটা ছাড়াও আপনার কবিতা রং এবং সুগন্ধী মৌতাতে পূর্ণ! আর সাথে গাঢ় আবেগ...

আপনার পুরোটা শৈশবের মত পুরো কবিতাটাও "শিউলির শিশির আর কাঠ গোলাপের মায়ায় পরে আছে"

অনেক ভাল লাগা!

২০ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় লেখকের ভালোলাগার প্রকাশ আমার কবিতা কে পূর্ণতা দিল!!
এমন সব প্রাপ্তি ব্লগিং কে আনন্দময় করে.....
ধন্যবাদ আপনাকে :)

৪৯| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৬

ব্ল্যাক ফাইটার বলেছেন: একটা ধুতরার বীজ যতনে বাড়তে দিও
যদি কখন আমাতে মুগ্ধতা হাঁরাও বিবর্ণ বেগুনী সে ফুলের কাছেই আমি নীল বিষ চাইবো।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭

মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ফাইটার :)

৫০| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

ডঃ এম এ আলী বলেছেন: একটা ধুতরার বীজ যতনে বাড়তে দিও
যদি কখন আমাতে মুগ্ধতা হাঁরাও বিবর্ণ বেগুনী সে ফুলের কাছেই আমি নীল বিষ চাইব

ধতুরা বীজের থেকে বেগুনী ধুতুরা ফুলটাই বেশী ভাল ।
ঘুতুরা বীজ খেলে পাগলামী করা যায় শুনে
ছোট সময় কয়েক বন্ধু মিলে খেয়েছিলাম
অভিজ্ঞতা তেমন সুখকর হয়নি । তবে ঐ
সুন্দর ফুলটা খেয়ে দেখার সাহস হয়নি ।
ফুলটা খুব সুন্দর, কামনা করি এটা যেন
কোনদিন বিবর্ণ না হয়, কেও যেন এতে
বিষ খুজে না পায় , ধুতুরার বিষ বড়ই
যন্ত্রনাদায়ক ।
ভাল লাগছিলনা তাই আপুমনির সুখকর
কবিতা পাঠ করে গেলাম ।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৭

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা আলী ভাই চমৎকার শুভ কামনার জন্য :) :) :) :)

আপনি ও অনেক অনেক ভালো থাকুন, " ভালো লাগছিলনা " এমন কোন বাক্য আপনার কাছে আর শুনতে চাই না
স্মাইল প্লীজ :) :) :) :) :)
অনেক অনেক শুভ কামনা !

৫১| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য । সবসময় হাসি খুশীইতো থাকতে চাই , কিন্তু সামুর পাতায় অনেক লিখা পাঠ করে মনটা অনেক সময় খুবই খারাপ হয়ে যায় । সামু ব্লগে যখন কোন লিখা পড়ি তখন যতটুকু পারি মনযোগ দিয়ে তা পড়ি । বুজতে চেষ্টা করি আসলে লিখক কি মেসেজ দিতে চেয়েছেন লিখাটির মাধ্যমে । এটা কি স্রেফ বিনোদন না অন্য কিছু এর মধ্যে নিহিত আছে । দুনিয়ার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষাভাষী লোকজন সামুর লিখা পাঠ করেন, যারা বাংলা পড়তে জানেননা তারা ছবি দেখেন ( আপনি তো জানেন বাংলাদেশী বংশোদ্বত অনেকেই বাংলা বলতে ও বুঝতে পারেন কিন্তু বাংলা পড়তে বা লিখতে পারেন না ) । এর অনেক প্রমান আমার কাছে আছে । তাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, আমাদের অর্জন , আমাদের গর্ব গুলিকে পৃথিবীর অন্যান্য অর্জনগুলির পাশে নিয়ে দাঁড় করাতে । দেশ সহ বিদেশে বাংলাভাষী ছাত্র ছাত্রীরা রেফারেস্স হিসাবে যেন তা প্রয়োজনে ব্যাবহার করতে পারে । কিন্তু কষ্ট পাই যেখানে লক্ষ্য হলো অন্তর্জালের এই বিশ্বায়নের যুগে যতটুকু পারা যায় ততটুকুই বাংলাদেশের ভালটা ও অর্জনগুলিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা । কিন্ত দেখতে পাই সামুর মত এমন একটি আন্তর্জাতিক প্রচার সম্ভাবনাময় পাতায় অনেকেই সরাসরি, এমন কি অনেক গুনী লিখকও বেশ কৌশল করে /কায়দা করে তাদের লিখায় কোন না কোন ভাবে দেশর অর্জন , ঐতিহ্য, সংস্কৃতিকে বিকৃত কিংবা কটাক্ষ করে লিখেছেন । শুধু কি তাই , অনেকেই আবার সেগুলিকে অসাধারণ বলে প্রত্যায়ীত করে গিয়েছেন । অনেক পোস্টে দেখি কিছু কিছু লিখক এমন কদর্য অশ্লিল ও বিকৃত কথ্যভাষা ব্যবহার করছেন যা সামু ব্লগটাকেই মানহানী করছে দারুনভাবে । হাতে গোনা মাত্র কয়েক জনের জন্য এত সুন্দর একটি ব্লগ নেটওয়ার্কের মান মর্যাদাহানীর দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায় , তখন হাসি খুশী থাকি কি ভাবে আপুমনি আপনিই বলুন । সামু কতৃপক্ষই বা কেন এ ব্যপারে এতটাই নিরব বা উদাসীন তাও বুঝিনা । আমি তো চাই কষ্ট করে লিখে যেখানে তা প্রকাশ করি সেই জায়গাটা একটা প্রেসটিজিয়াজ জায়গা হোক , আমি বিদগ্ধজনদের কাছ থেকে শুনতে চাইনা সামু কি লিখার মত একটি জায়গা হল !! সামুর অনেক লিখা নিয়ে ঘরোয়া পরিবেশে অনেক গুণী লোকদের সাথেও আলোচনা হয় । আলোচনা কালে আপনার লিখার মত অনেক লিখাই আলোচনায় আসে রেফারেন্স হিসাবে সামুর গুনগতমানের ভাব মর্যাদা তুলে ধরার জন্য ।
যাহোক , নিরন্তন ভাল থাকুন এ শুভ কামনা রইল ।

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

মনিরা সুলতানা বলেছেন: সময় নিয়ে আসছি :)

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: সামুর পাতায় অনেক লিখা পাঠ করে মনটা অনেক সময় খুবই খারাপ হয়ে যায় । সামু ব্লগে যখন কোন লিখা পড়ি তখন যতটুকু পারি মনযোগ দিয়ে তা পড়ি । বুজতে চেষ্টা করি আসলে লিখক কি মেসেজ দিতে চেয়েছেন লিখাটির মাধ্যমে । এটা কি স্রেফ বিনোদন না অন্য কিছু এর মধ্যে নিহিত আছে । দুনিয়ার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষাভাষী লোকজন সামুর লিখা পাঠ করেন, যারা বাংলা পড়তে জানেননা তারা ছবি দেখেন ( আপনি তো জানেন বাংলাদেশী বংশোদ্বত অনেকেই বাংলা বলতে ও বুঝতে পারেন কিন্তু বাংলা পড়তে বা লিখতে পারেন না ) । এর অনেক প্রমান আমার কাছে আছে । তাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, আমাদের অর্জন , আমাদের গর্ব গুলিকে পৃথিবীর অন্যান্য অর্জনগুলির পাশে নিয়ে দাঁড় করাতে । দেশ সহ বিদেশে বাংলাভাষী ছাত্র ছাত্রীরা রেফারেস্স হিসাবে যেন তা প্রয়োজনে ব্যাবহার করতে পারে । কিন্তু কষ্ট পাই যেখানে লক্ষ্য হলো অন্তর্জালের এই বিশ্বায়নের যুগে যতটুকু পারা যায় ততটুকুই বাংলাদেশের ভালটা ও অর্জনগুলিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা

সামু নিয়ে আপনার ভাবনায় মুগ্ধতা বাড়ল ,বাংলাভাষায় প্রথম ব্লগ হিসাবে অবশ্যই এই ব্লগ আমাদের গর্বের স্থান ।

কিন্তু কষ্ট পাই যেখানে লক্ষ্য হলো অন্তর্জালের এই বিশ্বায়নের যুগে যতটুকু পারা যায় ততটুকুই বাংলাদেশের ভালটা ও অর্জনগুলিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা । কিন্ত দেখতে পাই সামুর মত এমন একটি আন্তর্জাতিক প্রচার সম্ভাবনাময় পাতায় অনেকেই সরাসরি, এমন কি অনেক গুনী লিখকও বেশ কৌশল করে /কায়দা করে তাদের লিখায় কোন না কোন ভাবে দেশর অর্জন , ঐতিহ্য, সংস্কৃতিকে বিকৃত কিংবা কটাক্ষ করে লিখেছেন । শুধু কি তাই , অনেকেই আবার সেগুলিকে অসাধারণ বলে প্রত্যায়ীত করে গিয়েছেন ।

দেখুন ভাইয়া এই ব্লগ অনেকটাই আমাদের সমাজের প্রতিচ্ছবি বলেই আমার মনে হয় ,প্রত্যেকের রাজনতিক সামাজিক দর্শন অনেক আলদা সেক্ষেত্রে অনেকেই ব্যক্তি ,দল , বা মত থেকে বের হতে পারি না আমাদের বাস্তব জীবনের মত ।

অনেক পোস্টে দেখি কিছু কিছু লিখক এমন কদর্য অশ্লিল ও বিকৃত কথ্যভাষা ব্যবহার করছেন যা সামু ব্লগটাকেই মানহানী করছে দারুনভাবে । হাতে গোনা মাত্র কয়েক জনের জন্য এত সুন্দর একটি ব্লগ নেটওয়ার্কের মান মর্যাদাহানীর দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায় , তখন হাসি খুশী থাকি কি ভাবে আপুমনি আপনিই বলুন । সামু কতৃপক্ষই বা কেন এ ব্যপারে এতটাই নিরব বা উদাসীন তাও বুঝিনা ।

এই ব্যাপারে ও আমি বলব সমাজের সব ধরনের মানুষের প্রতিরূপ ও আপনি এই ব্লগে পাবেন , হ্যাঁ আমি ও আপনার সাথে সর্বান্তকরণে একমত যে সামু ব্লগটাকেই মানহানী করছে দারুনভাবে " এবং সত্যি বলতে কি আমি নিজেও অনেকসময় ব্লগিং এ আগ্রহ হারিয়ে ফেলি এইসব কারনে :(
ফ্রিডম অফ স্পীচ বলে কথা নিয়মের ফাঁক ফোঁকরে অনেকেই অনেক কিছু করে যায় সেখানে হয়ত কতৃপক্ষ নিরব থাকতে বাধ্য হন ।

আমি তো চাই কষ্ট করে লিখে যেখানে তা প্রকাশ করি সেই জায়গাটা একটা প্রেসটিজিয়াজ জায়গা হোক , আমি বিদগ্ধজনদের কাছ থেকে শুনতে চাইনা সামু কি লিখার মত একটি জায়গা হল !! সামুর অনেক লিখা নিয়ে ঘরোয়া পরিবেশে অনেক গুণী লোকদের সাথেও আলোচনা হয় । আলোচনা কালে আপনার লিখার মত অনেক লিখাই আলোচনায় আসে রেফারেন্স হিসাবে সামুর গুনগতমানের ভাব মর্যাদা তুলে ধরার জন্য ।

সামহুয়ারইন ব্লগ আমাদের গর্বের জায়গা হোক এই কামনা আমাদের সবার ।বিদগ্ধজনরা আজকে এভাবে বলতে পারছেন সামু র আজকের এই অবস্থানের জন্য ,শুরু থেকে ব্যাপার টা আলদা ছিল বলেই জানি ।
গুনী লোকদের সাথে আলোচনায় আশা করছি আপনারা ও সামু র চমৎকার দিক গুলো তুলে ধরবেন এমন টাই আমাদের আপনার কাছে প্রত্যাশা ভাইয়া :)

অনেক অনেক ভালো থাকুন শুভ কামনা :)

৫২| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । আপনি অনেক ব্যস্ত মানুষ, সব সময় ভাল থাকুন এ কামনা করি ।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: লজ্জা দিচ্ছেন ? আসলে আমার কাজের ধরন তো একেবারেই আলাদা ,সময় পেলে সেল ফোন থেকে ব্লগে লগ ইন করি ,আর ফোন থেকে ভালোভাবে মন্তব্য প্রতিউত্তর করা বেশ কঠিন লাপ্পি নিয়ে বসলেই গুছিয়ে কিছু লেখা যায় ।এমনি তে সারাদিন ই তো প্রায় ফেসবুক বা ব্লগে লগ ইন থাকি সেল ফোন থেকে ।

ভালো থাকবেন :)

৫৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩০

ডঃ এম এ আলী বলেছেন: কি যে বলেন আপু লজ্জা দিব আপনাকে এত বড় দৃস্টতা আমার নেই । আমি আপনার লিখাগুলি থেকেই জেনে নিয়েছি আপনি বিবিধ বিষয়ে খুবই ব্যস্ত থাকেন । আমার কাছে স্মার্ট ফোনে লিখালিখি বেশ বিরুক্তিকর , একটু অসতর্ক হলে ক লিখলে খ আসে
বড় ঝামেলা । তাই সারাক্ষন লাপ্পি নিয়েই থাকি । লিখা গুলি পড়তে ভাল লাগে তাই মাঝে মাঝেই পড়তে আসি । ভাল থাকুন এ কামনা করি ।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা এবং শুভ কামনা :)

৫৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই ,আশা করছি আমার মন্তব্য প্রতিউত্তর গুলো দেখছেন :)

৫৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: আবার পড়লাম! আগের থেকে কবিতার আবেদন আরো গভীর! আপু প্লিজ আরো লিখুন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক ডানা ভাই !
মনে মনে কত যে লিখি টাইপ করতেই অলসতা ।

শুভ কামনা :)

৫৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: তারুণ্যের মাদকতা আমি বাসি বকুলের ঘ্রাণে লুকিয়েছি -- অসাধারণ!
অগোছালো চুলে যদি থাকে মাধবী, নীলমণি আর নীলকণ্ঠ বয়ঃসন্ধির সুতীব্র ঘ্রাণ আমি যত্নে তুলে নিতে পারি -- অপূর্ব!
আর তোমার বাম অলিন্দে
একটা ধুতরার বীজ যতনে বাড়তে দিও
যদি কখন আমাতে মুগ্ধতা হাঁরাও বিবর্ণ বেগুনী সে ফুলের কাছেই আমি নীল বিষ চাইবো
-- মুগ্ধতার শেষ নেই! ( হাঁরাও কি হারাও হবে?)
ডঃ এম এ আলী এর "শরতের আবাহন : তাল পাকা গরমে নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা ( ছবি ব্লগ)" লেখায় ১৭ নং মন্তব্যে আপনার দেয়া ভিডিও লিঙ্ক ধরে ঘুরে এলাম ইউ টিউব। খুব সুন্দর হয়েছে নির্মলেন্দু গুণ এর 'কাশফুলের কাব্য' এর ভিডিও চিত্ররূপটি।
আপনার কবিতায় অরণ্যের গন্ধ লেগে আছে! -- মন্তব্যটা খুবই সত্যি, কি অসাধারণ একটা মন্তব্য করেছেন পুলহ ৪৭ নং মন্তব্যে। অতুলনীয়!
৫১ নং মন্তব্যের উত্তরে আপনি যে কথাগুলো বলেছেন, খুব ভাল বলেছেন, ভাল লেগেছে।
সুন্দর এ কবিতাটিতে এবং সুন্দর সুন্দর অনেক মন্তব্যে "লাইক" দিয়ে গেলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন বিশ্লেষণ আর মুগ্ধতায় ভরা মন্তব্য গুলো র জন্যই আসলে ব্লগিং আনন্দময় !
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আহসান ভাই , জি হারাও হবে ।

বাহ ! ভালোলাগলো জানতে পেরে আমার অসময়ে মন ভালো করার মত প্রিয় কবিতা "কাশফুলের কাব্য" আপনার ও ভালোলেগেছে।
হুম চমৎকার সব মন্তব্যের জন্য আপনার পক্ষে থেকে আপনাকে সহ আমার কবিতার সকল পাঠকে প্রাণঢালা শুভেচ্ছা :)

৫৭| ১৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

শরতের ছবি বলেছেন: বেশ ভাল লাগল ।

১৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য !
আমার লেখায় স্বাগত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.