নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
এই এক অবেলার শূন্যতা গুলো কে ভাঁজে ভাঁজে তুলে রাখি-
বুকের মেহগনি কাঠের বাহান্ন চৌখুপীতে।
মালশ্রী রাগের এই প্রহরে শুধুথাকে আজ অপ্রাপ্তির খেড়োখাতারা-
উপচে পরা অভিমানের খেয়াতে।
সোনালী ডানার নার্গিস ছুঁয়ে ভালোবাসায় অবগাহনের সুবাস;
যোজন দূরত্বের অনলে পোড়া একলা ছায়া দুটি নীড় খুঁজে পাক অনুভবের অনুরণনে।
বুনো সারসের পালকের যে চন্দ্রমাক্ষণ দ্বৈতরথে ছুটিয়েছি অবিরাম
থাকুক না হয়ে অতলান্তিকের ফল্গুধারায় উন্মন এক নাম।
দামিনী হৃদয় ক্ষণে ক্ষণে তরঙ্গ সম উথলিত শিহরণে কাঁপে তাঁরি অপেক্ষায়
আকাঙ্ক্ষা গুলো ও নিলয়ের খোঁজে ঠাই যাচে আজ প্রিয় জোনাকির ধাম ।
বিহ্বলতার নিশ্চুপ দিনে ঝিনুক নির্লিপ্ততায় মিলনের মুক্তা সাঁচি সেই প্রিয় মুখ
প্লাবিত প্রেমের নাম দিয়েছি আটপৌরে সুখ;
বেহাগ সুরের এই বিরহ ক্ষন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যত
দৃঢ় তত নার্গিস সুবাস আর ধ্রুপদীর অপূর্ব বন্ধনের যূথ ।
১৮ ই মে, ২০১৬ রাত ৮:৪৪
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত ট্রেইল !!!!
হ্যা একটু অচেনা শব্দ বেশি ই চলে এসছে মনে হয়
আপনার পড়তে ভালো লেগেছে এটাও অনেকখানি পাওয়া আমার জন্য ।
শুভ কামনা
২| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৮ ই মে, ২০১৬ রাত ৮:৪৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুমন প্রশংসার জন্য
ভালো থাকবেন ,শুভ কামনা
৩| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
শায়মা বলেছেন: রুপকথা রুপকথা চুপকথা কবিতা লেগেছে আমার আপুনি!
১৮ ই মে, ২০১৬ রাত ৮:৪৮
মনিরা সুলতানা বলেছেন: ঠিক বলেছ আপুনি রুপকথা চুপকথা ,কত কত কথকতা
প্রিয় সব গল্প গাঁথা !!!
শুভ কামনা
৪| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে ।
১৮ ই মে, ২০১৬ রাত ৯:৩৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুজন পাঠে এবং মন্তব্যে !
অনেক অনেক ভালো থাকুন
৫| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:১৫
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
বেশ লিখেছেন । আসলেও বিরহ যন্ত্রনারও আলাদা এক সুবাস আছে , আছে ধ্রুপদী আনন্দ ।
১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস
লেখা বেশ হয়েছে জেনে ভালো লাগলো
অপেক্ষা করতে শিখে গেলেই ক্যাবল সেই ধ্রুপদী আনন্দ উপভোগ করা যায় !!!
ভালো থাকবেন ,শুভ কামনা ।
৬| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:৫৫
মুসাফির নামা বলেছেন: আমার কাছে মনে হল আবেগটা কম এসেছে।মোটামুটি
১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৪
মনিরা সুলতানা বলেছেন: ঠিক বলেছেন আসলেই প্রকাশ টা ঠিক ঠাক করতে পারিনি ।
প্রথম দুইলাইনে অন্তমিল ,তৃতীয় লাইন মিল না রেখে আবার চতুর্থ লাইন মিলাতে যেয়ে একটু পোশাকি রুপ পেয়েছে
ব্যাকারন মেনে আমার মত কারো পক্ষে লেখায় আবেগ প্রকাশ মুশকিল !
ধন্যবাদ মুসাফির ,শুভ কামনা
৭| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লাগল। একরাশ মুগ্ধতা
১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৬
মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা গুলো নিজের করে নিলাম মাহবুবুল আজাদ !
কৃতজ্ঞতা ও ধন্যবাদ পাঠে আর মন্তব্যে
৮| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:৫২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো, তবে কিছুটা খটোমটো।
১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৯
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা
অনেক অনেক ধন্যবাদ খটোমটো লেখা ও আপনার ভাল লেগেছে জানতে পেরে আনন্দিত আমি ।
কিছু অ- প্রচলিত শব্দ আর ব্যাকারন মেনে লিখতে যেয়ে সারল্য হারিয়েছি ,কি আর করা ।
ভাল থাকবেন শুভ কামনা
৯| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:৫৫
শামছুল ইসলাম বলেছেন: শূন্যতাকে সযতনে হৃদয়ের গভীরে থরে থরে সাজিয়ে রেখে বেদনার অনুভবে নিত্য নীল হওয়ার সুন্দর প্রকাশঃ
//এই এক অবেলার শূন্যতা গুলো কে ভাঁজে ভাঁজে তুলে রাখি বুকের মেহগনি কাঠের বাহান্ন চৌখুপীতে
মালশ্রী রাগের এই প্রহরে শুধু থাকে আজ অপ্রাপ্তির খেঁড়ো খাতারা উপচে পরা অভিমানের খেয়াতে
সোনালী ডানার নার্গিস ছুঁয়ে ভালোবাসায় অবগাহনের সুবাস
যোজন দূরত্বের অনলে পোড়া একলা ছায়া দুটি নীড় খুঁজে পাক অনুভবের অনুরননে ।//
খুব ভাললেগেছে, যত্ন করে বেছে নেওয়া শব্দে গড়া কবিতা।
ভাল থাকুন। সবসময়।
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:২৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শামছুল ইসলাম চমৎকার মন ভালো করা মন্তব্যের জন্য !!
কবিতা পাঠে আপনার যত্ন ও আন্তরিকতা আপনার মন্তব্যে ফুটে উঠেছে ,এমন একজন পাঠকই লেখার প্রেরনা হয়ে থাকে ।
অনেক অনেক ভালো থাকবেন সব সময় ,শুভ কামনা
১০| ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:৩৬
ইমরাজ কবির মুন বলেছেন:
মনিরান্টির পোস্ট, ইয়েই!
আচ্ছা মেহগনি কাঠের সাথে বাহান্নর সম্পর্ক কি?
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪১
মনিরা সুলতানা বলেছেন: মুন এর কবিতা পাঠ আর মন্তব্য দারুন
মেহগনি কাঠের সাথে বাহান্নর সম্পর্ক বুঝতে হলে মুন কে আগে আংকেল হতে হবে
হাহাহা মজা করলাম ।
আসলে দুষ্প্রাপ্যতা ,আভিজাত্য আর হৃদ গভীরতা বোঝাতে মহামূল্যবান অভিজাত আর বাহান্ন টা কুঠিরি র উপমা দিয়েছি !!!
শুভ কামনা মুন
১১| ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:৫৪
নীলপরি বলেছেন: বেহাগ সুরের এই বিরহ ক্ষন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যত
দৃঢ় তত নার্গিস সুবাস আর ধ্রুপদীর অপূর্ব বন্ধনের যূথ ।
একবাক্যে অসাধারণ লাগলো ।
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: নীলপরি নিলাঞ্জনা কৃতজ্ঞতা অসাধারন বলার জন্য !!
ভালোবাসা তোমার জন্য
১২| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:২৫
জেন রসি বলেছেন: মাঝেমাঝে অপ্রাপ্তিগুলো দিয়েও শূন্যতা পূর্ন করা যায়। উপভোগ করা যায়। দারুণ হয়েছে আপু।
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: সেটাই যদি একাগ্রতা , নির্ভরতা থাকে তাহলে অপেক্ষার মুহূর্ত গুলো ,অপ্রাপ্তি দিয়েও শূন্যতা পূর্ণ হয় ।
আমাদের জীবনের বিশালত্ব ,ব্যাপ্তি এর যে বিচিত্র রুপ সব রুপই মুহূর্তই আসলে উপভোগ্য ,কারন একরূপ কে স্বরূপে উপভোগ করতে পারলেই ক্যাবল অন্যরূপের মহিমা ধারন করতে পারব ।
দারুন মন্তব্যের জন্য ধন্যবাদ রসি
১৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:১৬
সাহসী সন্তান বলেছেন: দুঃখ আর অ-প্রাপ্তির বাসনা ছাড়া বোধ হয় কবিতা সুন্দর হয় না? আপনার কবিতার মধ্যেও সেই বিষয়টা বেশ উপলব্ধি করতে পারলাম! তবে কবিতা আসলেই সুন্দর হয়েছে!
শুভ কামনা জানবেন!
১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:০০
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা তা ঠিক জানি না , তবে হাহাকার আমার অপছন্দের বিষয় ...
আমার সাধ্যের যতটুকু সেটাইকেই চিরজীবন নিজের করে নিয়েছি ,আর অপ্রাপ্তি আছে মানেই কিছু যে পেয়েছিলাম আরো কিছু পাবো তার সাক্ষ্য দেয় !!!
ধন্যবাদ সাহসী
১৪| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমার কাছে চমৎকার লাগসে।
অনেক ধন্যবাদ আপু।
১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:০৮
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য ,
এবং ভালোলাগা প্রকাশের জন্য
ভালো থাকবেন ,শুভ কামনা
১৫| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর
ভাল লাগল আপি
ভাল থাকুন
শুভেচ্ছা অনেক অনেক
১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:২১
মনিরা সুলতানা বলেছেন: ফাতেমা আপু ধন্যবাদ
পড়ে মন্তব্যের জন্য
আপনি ও অনেক অনেক ভালো থাকুন
১৬| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৩
চিক্কুর বলেছেন: অনেক শব্দ দিয়ে আবেগী কবিতা লেখা সত্যিই কঠিন।চমৎকার
২০ শে মে, ২০১৬ রাত ৯:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ে মন্তব্য করার জন্য !
ভালো থাকবেন ,শুভ কামনা
১৭| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুনো সারসের পালকের যে চন্দ্রমা ক্ষন দ্বৈত রথে ছুটিয়েছি অবিরাম
থাকুক না হয়ে অতলান্তিকের ফল্গুধারায় উন্মন এক নাম
দামিনী হৃদয় ক্ষনে ক্ষনে তরঙ্গ সম উথলিত শিহরণে কাঁপে তাঁরি অপেক্ষায়
আকাঙ্ক্ষা গুলো ও নিলয়ের খোঁজে ঠাই যাচে আজ প্রিয় জোনাকির ধাম ।
কি কঠিন কঠিন শব্দ চয়ন'রে বাবা !!
কথা সেইটা না ---
২০ শে মে, ২০১৬ রাত ৯:৫২
মনিরা সুলতানা বলেছেন: শোনেন সহজ সরল কিছু বললে তো ডাল বারাবর বলেন ,
তাই এই অ-প্রচেষ্টা
অহ.....
কথা তাইলে আবার কি
১৮| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা হইল এখনো আমি মন্তব্য করলাম না !
অথচ ---
২০ শে মে, ২০১৬ রাত ৯:৫৪
মনিরা সুলতানা বলেছেন: করেন নাই বলছেন !!!
উখে ....
১৯| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্ট !!
এটা -
২০ শে মে, ২০১৬ রাত ৯:৫৯
মনিরা সুলতানা বলেছেন: হেহেহে বুঝলেন এইবার
ঘড়ে বাইড়ে আপনাদের কুনো বেইল ই নাই !
কিন্তু দেখছেন তো দুর্দিন ঠিক কয়টায় সর্বাধিক মন্তব্য প্রাপ্ত
২০| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: - মানিনা ।
২০ শে মে, ২০১৬ রাত ১০:০৩
মনিরা সুলতানা বলেছেন: আপনাদের জন্য এই মুরব্বী ,কামেল,ভালো মানুষের একটা হৃদয়গ্রাহী পরামর্শ আছে
।
।
বোবার শত্রু নাই ,জলদী মেনে নেন
২১| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:২০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবি আর কবিতার পরিবেশ মিলিয়ে সুন্দর একটা অনুভূতির জন্ম।
২০ শে মে, ২০১৬ রাত ১০:০৫
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ ...
প্রোফেসর সাব যে ,বহুদিন পর শুরুতেই !!
ওয়েলকাম ব্যাক
অনেক অনেক ধন্যবাদ ব্লগে ফিরে আসার জন্য এবং চমৎকার মন্তব্যের জন্য
শুভ কামনা
২২| ২০ শে মে, ২০১৬ রাত ২:২১
ভ্রমরের ডানা বলেছেন: মনমাতানো কবিতায় অনেক অনেক ভাললাগা রইল আপু।
আর হ্যা, বাংলা ভাষারূপ যে কত মধুর সেটা বুঝতে হলে আপনার কবিতায় মাঝে মাঝে ডুবে যেতে হবে।
সোনালী ডানার নার্গিস ছুঁয়ে প্রেম ভালবাসার আবগাহনে যেতে হলেও,
এই কবিতাদিতে ফিরে ফিরে আসতে হবে!
কবির ভাষায়-
আবার আসিব ফিরে, এই ব্লগ পাতার নীড়ে
এই পেলব কবিতার মোহনায়!
২০ শে মে, ২০১৬ রাত ১০:২৩
মনিরা সুলতানা বলেছেন: ভ্রমরের ডানার মন্তব্যের প্রতিউত্তর দিতে এসে প্রতিবারই আমি বিব্রত হই ,মনের আনন্দে লেখা গুলো র এমন মূল্যায়ন অনেক আনন্দিত করে সাথে আমি এর সত্যি ই যোগ্য কিনা ভাবায় ।
তবে হতে পারে কারো কারো লেখা কারো নিজের কথাগুলো চলে আসে আর ভালো লাগে !!!
অনেক ধন্যবাদ সব সময়ের মত চমৎকার মন্তব্যে করে আমার লেখার প্রেরনা হবার জন্য
২৩| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
এহসান সাবির বলেছেন: ভারি কবিতা।
পোস্টের প্রচ্ছদের সাথে কবিতাটি মানিয়েছে বেশ।
ভালো লাগা রইল।
শুভেচ্ছা।
২০ শে মে, ২০১৬ রাত ১০:২৫
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা সাবির !!!
প্রচ্ছদ কৃতজ্ঞতা গুগুল আমি শুধু খুঁজে নিয়েছি ,মন্তব্যের জন্য ধন্যবাদ
২৪| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:০৪
অদৃশ্য বলেছেন:
লিখাটি চমৎকার...
শুভকামনা...
২২ শে মে, ২০১৬ রাত ৮:৫১
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আপনাকে !!!
অনেক অনেক ধন্যবাদ চমৎকার বলার জন্য কৃতজ্ঞতা ।
আপনার জন্য ও শুভ কামনা
২৫| ২২ শে মে, ২০১৬ রাত ৯:১২
বিজন রয় বলেছেন: সুন্দর তবে বানানের দিকে খেয়াল রাখুন।
শুভকামনা মনিরা সুলতানা।
২২ শে মে, ২০১৬ রাত ১০:৩২
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রয় মন্তব্যের জন্য!!
আসলে অনেক বানান ই কনফিউশনে থাকি, আপনি যদি আলাদা ভাবে বলে দিতেন, ঠিক কোন বানান টা, তাহলে উপকৃত হতাম।
অগ্রিম ধন্যবাদ
২৬| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
ডঃ এম এ আলী বলেছেন: এই অত্যাধুনিক বাংলা কবিতাটি পাঠে খুবই সুখানুভুতি পেয়েছি । বিশেষ করে
বুনো সারসের পালকের যে চন্দ্রমা ক্ষন দ্বৈত রথে ছুটিয়েছি অবিরাম
থাকুক না হয়ে অতলান্তিকের ফল্গুধারায় উন্মন এক নাম
দামিনী হৃদয় ক্ষনে ক্ষনে তরঙ্গ সম উথলিত শিহরণে কাঁপে তাঁরি অপেক্ষায়
আকাঙ্ক্ষা গুলো ও নিলয়ের খোঁজে ঠাই যাচে আজ প্রিয় জোনাকির ধাম ।
বুনো সারসের ছানার মত আমিও তার মায়ের মুখে সুন্দর ফুলের ছবি দেখি
যেমনটি সারস নিয়ে পেয়েছি আপনার কবিতায় ।
দেখুন নীচে:
ভাল থাকুন শুভ কামনা থাকল।
[অটবি : আমার কচুরীপানাতে রাশনা ফুলের ছবিটা ভুল পোষ্ট হয়েছিল তখন ভাল করে খেয়াল করে দেখিনি । এখানে রাশনা ফুলের ছবিটা দিলাম। রাশনা আমার দেশের বাড়ীর কামরাংগা গাছে পরগাছা অর্কীড হিসাবে ঝুলে ঝুলে ফুল দেয় । আমি ভুলের জন্য দু:খ্যিত]
২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ডঃ মন্তব্য পেয়ে মন ভালো হয়ে গেল !!!!
সাথে চমৎকার ছবি র জন্য ও আলদা করে ধন্যবাদ ,
ছোট বেলায় আমাদের আম গাছে ও এমন অর্কিড দেখেছি ,রাশনা নাম টা সার্থক ।
কবিতা পাঠের অনুভূতি ভাগাভাগি করে নেবার জন্য কৃতজ্ঞতা
২৭| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:১০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপু । ভাল থাকুন । কৃতজ্ঞতো আমি । বাংলায় আমি খুবই দুর্বল , অনেক নতুন নতুন শব্দ ও বানান শিখছি আপনার মুল্যবান লিখা থেকে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
২৩ শে মে, ২০১৬ রাত ১০:১৬
মনিরা সুলতানা বলেছেন: আপনি আসলে বিনয়ের অবতার ,খুব ই ভালো গুন !!
অনেক অনেক ভালো থাকবেন
২৮| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:২৫
উল্টা দূরবীন বলেছেন: অনেক ভালোলাগা রইলো।
২৪ শে মে, ২০১৬ রাত ১২:২৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক গুলো ধন্যবাদ রইলো ভালোলাগার জন্য
২৯| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৪৩
আরমিন বলেছেন: আস সালামু আলাইকুম!
নার্গিস ফুলের ছবি দিতেন !
২৫ শে মে, ২০১৬ সকাল ১১:২৩
মনিরা সুলতানা বলেছেন: ও আলাইকুম আস সালাম আমার লেখা ধন্য গো এতদিন পর তোমার মন্তব্য পেয়ে !!!
৩০| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:১২
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর কবিতা।
বেশ ভালো লেগেছে।
২৫ শে মে, ২০১৬ রাত ১০:৫০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পথিক.....
অনেক ভালো থাকবেন
৩১| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৯
আরমিন বলেছেন: এতো ভালোবাসা কই রাখি!!
এজন্যই তো ব্লগে ফিরে ফিরে আসি আমরা!
২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলছ ,বড্ড ভালোবাসার নেশা এই ব্লগিং এ !!!
তোমাকে দেখে অনেক ভালো লাগছে জানো ,প্লিজ নতুন লেখা দাও
৩২| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:১৬
পবন সরকার বলেছেন: খুব ভাল লাগল কবিতা।
২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:২৮
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত পবন সরকার !
ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য ,আপনার ভালোলেগেছে জানতে পেরে আমার ও ভালো লাগলো ।
শুভ কামনা আপনার জন্য
৩৩| ০১ লা জুন, ২০১৬ রাত ১২:১০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের । সহজ বস্তু বিনয়টা ছাড়া দম্ভ করার মত কিছুই যে নেই আমার । এসে ছিলাম এ রত্ন সম্ভারে নিতে কিছু আবার দেখা হল প্রাণভরে ছোট এ কবিতাখানির ভিতরে শব্দের উপমাগুলিতে মহাকাব্য ঝড়ে ।
"বিহ্বলতার নিসচুপ দিনে ঝিনুক নির্লিপ্ততায় মিলনের মুক্তা সাঁচি সেই প্রিয় মুখ
প্লাবিত প্রেমের নাম দিয়েছি আটপৌরে সুখ"
বিহ্বলতার নিসচুপ দিনে ঝিনুক নির্লিপ্ততা ,গতিমন্থর ঝিনুকের সাথে উপমা কল্পনাকে মহুর্তেই নিয়ে যায় সাগরের অতল গহীনে ।
এখানেই কি শেষ সাগর গহীনে গিয়েও মিলনের সুখ, সাথে মুক্তার মালা সাঁচা তারপর প্লাবিত প্রেম যা সাগরকেও উছলে দেয় । এ প্লাবিত প্রেমের নামটিও চমৎকার আটপৌরে সুখ একেবারে নিখাদ বনেদি ক্লাশিক্যাল ভালবাসা , নামের সাথেই এর গুণের প্রকাশ ।
এ পংতি দুটির সঠিক ভাব সম্প্রসারণ ক্ষমতা আমার নেই তবে অনুভব করতে পারি এর ব্যপকতা আর গভীরতা ।
বিহ্বলতার তম্ময়তায় পেয়ে বসলে আসব আবার।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৫৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ভালো থাকুন,নিজের লেখার চমৎকার
বিশ্ল্রষন সত্যিই আনন্দের।
শুভ কামনা
৩৪| ০১ লা জুন, ২০১৬ ভোর ৪:২১
গেম চেঞ্জার বলেছেন: চমৎকার!!
০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ
৩৫| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৫২
রমিত বলেছেন: বাহ চমৎকার কবিতা!!!
'প্লাবিত প্রেমের নাম দিয়েছি আটপৌরে সুখ' খুব সুন্দর কবিতা।
০৩ রা জুন, ২০১৬ রাত ১:০১
মনিরা সুলতানা বলেছেন: লেখায় সাগ্বত ভাইয়া...
মন্তব্যের জন্য ধন্যবাদ
৩৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ৩:০৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:০০
মনিরা সুলতানা বলেছেন:
৩৭| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:১৮
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৫১
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে
৩৮| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৬
কালনী নদী বলেছেন: অনেকদির পর আপনার লেখা পেয়ে মন দিয়ে পড়েছি। সত্যি বোন অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৫৩
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে নদী যে আমার লেখায় !!!!!
আনন্দিত আমি ,অনেক ধন্যবাদ পড়ে আপনার ভালোলাগা জানানোর জন্য ।
শুভ কামনা
৩৯| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৪
আমি তুমি আমরা বলেছেন: বাহ, চমৎকার
০৮ ই জুন, ২০১৬ রাত ১:০১
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৪০| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমার দুর্বোধ্য হয়ে ওঠার কবিতা। এই কদিনের চর্চার অভাবে তালগোল পাকিয়ে গেল।
শুভকামনা পু।
০৮ ই জুন, ২০১৬ রাত ১০:৩৮
মনিরা সুলতানা বলেছেন: পরের মন্তব্যে উত্তর দিব..
ওয়েলকাম ব্যাক ভাই
৪১| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভেসে থাকার চেষ্টা করছি। তবু এমাস উঁকিঝুঁকি দিয়েই কাটবে।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৩
মনিরা সুলতানা বলেছেন: রাজসিক প্রত্যাবর্তন চাই ভাই, আউটস্টান্ডিং লেখার পাব আশা করি
৪২| ১১ ই জুন, ২০১৬ রাত ১২:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: অনেকগুলো অন্যরকম শব্দের সমাহার । তবে ভাল লাগলো শব্দগুলো । ভাল লাগলো কবিতা ।
১১ ই জুন, ২০১৬ রাত ১২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ কথাকথি, লেখায় আপনাকে পেয়ে আনন্দিত হলাম।
আসলে অনেকটা ইচ্ছাকৃত ভাবেই প্রচলিত শব্দ এরিয়ে গেছি আর তাতে করে আমার মনে হচ্ছে কবিতার সারল্য কমে গেছে.......
আপনার ভালোলাগা নিলাম
৪৩| ১১ ই জুন, ২০১৬ রাত ১:০২
কথাকথিকেথিকথন বলেছেন: তা বলতে পারছি না, সারল্য নাকি কাঠিন্য, তবে নতুনত্বটাই প্রাধান্য !
১১ ই জুন, ২০১৬ রাত ১:৩২
মনিরা সুলতানা বলেছেন: হুম ব্যাক্তি ভেদে প্রাধান্য র ভিন্নতা সব সময় ই
অনেক ভালো থাকুন, শুভ কামনা
৪৪| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
খায়রুল আহসান বলেছেন: প্লাবিত প্রেমের নাম দিয়েছি আটপৌরে সুখ
বেহাগ সুরের এই বিরহ ক্ষন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যত
দৃঢ় তত নার্গিস সুবাস আর ধ্রুপদীর অপূর্ব বন্ধনের যূথ - কবিতার সমাপ্তিটা চমৎকার হয়েছে।
কবিতায় কিছু কঠিন শব্দ এসেছে বটে, তবে তাতে কবিতা বুঝতে কোন অসুবিধে হয়নি।
আপনি ২৫ নং মন্তব্যের উত্তরে বলেছেন, আসলে অনেক বানান ই কনফিউশনে থাকি, আপনি যদি আলাদা ভাবে বলে দিতেন, ঠিক কোন বানান টা, তাহলে উপকৃত হতাম। - কবি বিজন রয় এখনো বলেননি, তাই আমিই এখানে বলে দিলাম। সম্পাদনা করে নিলে আমার এ কাজটা সার্থক হবে।
খেঁড়ো খাতারা<খেড়ো খাতারা, অনুরননে<অনুরণনে, ক্ষন<ক্ষণ, ক্ষনে ক্ষনে<ক্ষণে ক্ষণে, নিসচুপ<নিশ্চুপ (এটা বেশী করে চোখে বাঁধছে)
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩৩
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা আহসান ভাই কবিতা পড়ে চমৎকার গুছিয়ে মন্তব্য করার জন্য !!!!
নিসচুপ কপি পেস্ট করতে হবে ভাইয়া কি বোর্ড হরতাল করে বসে আছে ।
অনেক অনেক ধন্যবাদ
৪৫| ১৫ ই জুন, ২০১৬ রাত ১১:০০
বিপ্লব06 বলেছেন: আপনার কবিতায় এই আনাড়ির দাঁত বসাইতে কষ্ট হইছে(কিন্তু দাঁত বসাইছে!), যদিও সাথে কয়েকটা দাঁত হারাইছে।
ছবিটা ভালো লাগছে।
ভালো থাকবেন!
১৫ ই জুন, ২০১৬ রাত ১১:২৭
মনিরা সুলতানা বলেছেন: সাব্বাস আম প্রাউড অফ উ ...
আপনের ডেন্টিস এর খরচ তো ইনস্যুরেন্স কভার করবে টেনশন করলাম না চলেন সেলিব্রেট করি দাঁত বসছে এই খুশি তে
৪৬| ১৬ ই জুন, ২০১৬ রাত ৩:১৭
ডঃ এম এ আলী বলেছেন: আষাঢ়স্য প্রথম দিবসে আপনার ইচ্ছার মেঘদূত অবমুক্ত হয়েছে আমার ব্লগে । ইচ্ছে হলে একটু দেখতে পারেন দয়া করে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:২৬
মনিরা সুলতানা বলেছেন:
৪৭| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৬
রানার ব্লগ বলেছেন: অনেক কষ্টে দাতের প্রতি কোন রুপ মোহাব্বত না দেখিয়ে মস্তিষ্কে জোর মনযোগ খাটিয়ে শেষ করলাম আপনার কাব্য খানি।
উপলব্ধিঃ আহ বুঝিলাম অবশেষে ।
কবিতা খানি সাধারণ না অসাধারণ তাহার বিচারে নাই বা গেলাম, উহা আমার কম্ম নয়।
ভালো থাকুন।
১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৫০
মনিরা সুলতানা বলেছেন: কবতেখানি অতি সাধারন রানা ভাই আপনার উপলব্ধি তে আমি আনন্দিত !!!
অনেক অনেক ভালো থাকবেন
৪৮| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: শ্রদ্ধেয় অাপু, অনেক ধন্যবাদ । মেঘদূত পোস্টটি মুছে দিয়েছি । আশা করি ক্ষমা দৃস্টিতে দেখবেন।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৬ ই জুন, ২০১৬ রাত ১০:২৪
মনিরা সুলতানা বলেছেন: প্রথম দুই প্যারা পড়েছিলাম ক্যাবল
৪৯| ১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: এত টুকু হব বুঝতে পারিনি ভুল মনে হয় ছবি নামে দুটোই ছিল । যাহোক ক্ষমাটা হলো কিনা বুঝতে পারলামনা ।
১৭ ই জুন, ২০১৬ রাত ২:০০
মনিরা সুলতানা বলেছেন:
৫০| ১৮ ই জুন, ২০১৬ রাত ১:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: এত সংক্ষেপিত, এখনো বুঝিনি কিছুই
ছোটকাল হতেই ছিলাম যে বোধাই
যে যা বলিত করিতাম তাই
গাছ হতে লাফিয়ে নীচে
পরে হারাতাম জ্ঞানটাই ।
যাবার আগে সবিনয়ে জানাই
মূল ভুলটা একটু জানান দিলে
নিজকে সে মত শুধরাই ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:২৭
মনিরা সুলতানা বলেছেন: মেঘদূত পূনরায় প্রকাশিত হবার পরে ই না হয় বিস্তারিত বলব !!
শুভ কামনা
আশা করছি পরবর্তী মন্তব্যে মানবী আপুর ধন্যবাদ বুঝে পেয়েছেন
৫১| ১৮ ই জুন, ২০১৬ রাত ১:৪৬
মানবী বলেছেন: অসাধারন সুন্দর কবিতা! বাংলা ভাষায় কবির দখল ঈর্ষনীয়!
দ্যাফোডিলকে তাহলে বাংলায় নার্গিস ফুল বলে... নতুন জানলাম। অনেক ধন্যবাদ মনিরা সুলতানা।
ডঃ এম আলীকে ধন্যবাদ রাশনা ফুলের সাথে পরিচয় করিয়া দেবার জন্য।
১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু আপনার মন্তব্য দারুনভাবে অনুপ্রেরণা যোগায় !!!
নেট সার্চ দিয়ে এই ফুলই পেলাম গুগল জ্ঞান যাকে বলে ।
অনেক অনেক ভালো থাকবেন আপু শুভ কামনা
আলী ভাইকে ও ধন্যবাদ পৌঁছে দিলাম !
৫২| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের । মেঘদুত পূণ প্রকাশের বিষয়টা একটু খুলেই বলছি ।
মেঘদুত পঠন শেষে একজন স্বনামধন্য পাঠক বলেছেন লিখাটি সুন্দর কিন্তু ছবিগুলি দেখে কস্ট পেলাম। বিষয়টি হৃদয়ে ধারণ করে খানিক এগিয়ে দেখলাম আরেকটি ছোট্ট লিখা ইট রেখে গেলাম । অবচেতন মনে হল এটাও বোধ হয় ভাল না লাগার একটি ভদ্রজনিত ঈঙ্গিত। মনে মনে ভাবলাম যার অনুপ্রেরণায় এ লিখা তিনিই যদি ইট রেখে যান তাহলে এলিখাটি সেখনে আরতো রেখে দেয়ার কোন প্রয়োজনই নেই । তাই আগ পাছ কিছু না ভেবেই তৎক্ষনাত লিখাটি মুছে দেই ।
বুঝতে পারিনি কেন ইট রেখে যাওয়া , তবে মনে বাজছিল ভুমিকায় শ্রদ্ধেয় নামটির হয়ত যথাযথ প্রয়োগ হয়নি কিংবা উল্লেখ করাটাই ছিল অমার্জনীয় অপরাধ, নয়তবা লিখাটিতে অরকম ছবি দেয়াটাই ছিল ভুল । যাহোক, মনে হচ্ছিল বড় সড় ভুল কিছু একটা আছে, তাই যা প্রাপ্য তা পেয়েছি । আমি জম্মাবদিই একটি বোধাই প্রকৃতির মানুষ , ছোট সংক্ষেপিত কথার অর্থ সহজে বুঝিনা , ফলে তার খেসারত যথেস্ট দেই । এটা আমার অজ্ঞতারই কর্মফল তাই সানন্দ চিত্তে তা মেনেও নেই ।
বছর চল্লিশেক আগে বাংলা সাহিত্যের প্রখ্যাত অধ্যাপক শ্রদ্ধেয় চাচা শামছুল ইসলামের ব্যক্তিগত বুক সেলফ থেকে মেঘদূত বইটি নিয়ে পাঠ করছিলাম । তিনি দেখে বলছিলেন, ছবিগুলির পৃষ্টা আস্লে সেগুলি ইগনোর করিছ, এ গুলির যতার্থতা এখন বুঝবেনা । মেঘদুতের সে সংকলনটিতে এর থেকেও প্রায় নগ্ন ১৮ টি ছবি ছিল । মেঘদুতের সে সংস্করণটি অনেক খুঁজেও পেলাম না , জানতে পারলাম এখন আউট অফ স্টক । তবে বেশ কটি ইংলিশ সংস্করণে মেঘদুতের পিকচারিয়েল ইলাসট্রেশনে দেখতে পাই সে ধরনের ছবিগুলিকে খুব সুন্দরভাবে লিখার মাঝে মাঝে প্রয়োগ করেছে এবং সে সম্পর্কে পাঠক মন্তব্যগুলিও মন্দ না।
আগপাছ না ভেবে পাঠক রুচী আমলে না নিয়ে লিখায় সে রকম ছবি গ্রতিথ করে বিয়াকুবের মত পোষ্ট করে দেই । লিখাটি সৃস্টি করার সময় বিষয়গুলি তেমন গুরুত্ব দিইনি পরে অনুভুত হওয়ায় লিখাটিকে সেখান হতে সরিয়ে নিয়ে এসেছি । যদিও মোটামুটি বড় একটা লিখা একটু সহজ করে লিখতে গিয়ে আমার মত অজ্ঞ লোকের যথেস্ট প্রয়াস দিতে হয়েছিল ।
দুই প্যারা পড়ার পরে হয়তবা রুচিতে আর ধরেনি সামনে এগুবার, এটাই হয়ত স্বাভাবিক ছিল লিখাটির কপালে । মনে হল যক্ষ মেঘকে যতার্থই বলেছে ‘ব্যার্থ কাজে মত্ত হলে কে না হয় লাঞ্ছিত’ ! লিখাটি পুণ প্রকাশে সাহস ও মানসিকতা দুটুই হারিয়েছি । অনেক ধন্যবাদ আর যে এগুননি ।
মানবী আপুর বাড়ীতে গিয়ে ধন্যবাদের জবাব দিয়ে এসেছি , আপনি আমাকে জ্ঞাত করেছেন তাও জানিয়েছি । যাবার আগে আবারো ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুলের জন্য ।
ভাল থাকুন এ শুভকামনা রইল ।
১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২১
মনিরা সুলতানা বলেছেন: ড: ব্যক্তিগত জীবনে আমি অগোছালো ইনফরমাল টম বয় ধরনের একজন, নান্দনিকতার লেশ ও নেই আমার ব্যবহারে সেই সৌজন্য বোধের অভাবের ছিটে ব্লগে ও অনেক সময় চলে আসে।
আমি খুবই দুঃখিত আপনার এই বাজে অনুভুতির মাঝে যেতে হল বলে
বাইড়ে যাচ্ছিলাম বিধায় হাতে সময় ছিল না কিন্তু পোস্ট নজরে এসছে সেটা জানানোর ইচ্ছা ও ছিল প্রবল সেই মূহুর্তে ঠিক ঠিক আমার ভেতরের অসৌজন্য আমি আপনার নান্দনিক লেখায় একটা একটা সাধারন মন্তব্য করে ফেলেছি।
জানেন তো গৃহকর্ম সামলে ব্লগে বিচরন " পছন্দের লেখা বেশ অনেক সময় নিয়ে পড়ব বলে পরে আবার আসার ইচ্ছা জানিয়ে গিয়েছিলাম।
ছোট বেলায় কোন লাইনে দাড়ালে মাঝে কোন জায়গায় যেতে হল ইট, বা বই এর ব্যাগ রেখে জায়গাটা বুক করে রেখে যেতাম না, ঠিক সেই রকম ব্লগে এই টার্ম টা ইউস করে যে " আবার আসিব ফিরে "।
আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই খেলো আচরন।
অনেক অনেক ভালো থাকবেন
৫৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ৯:১৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । এখন অনুভুতিতে এসেছে এবং বিষয়টিকে সেভাবেই নিয়েছি । পুর্বেও বলেছি আমি জম্মাবদিই একটি বোধাই প্রকৃতির মানুষ , ছোট সংক্ষেপিত কথার অর্থ সহজে বুঝিনা , ফলে তার খেসারত নিজেই যথেস্ট পরিমানে দেই । যাহোক লিখাটি তার বিদ্যমান অবয়বে পুণরায় প্রকাশের যোগ্যতা রাখে কিনা জানালে বাধিত হব ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৮ ই জুন, ২০১৬ রাত ১১:২৪
মনিরা সুলতানা বলেছেন: আনন্দিত হব যদি পুণরায় প্রকাশ করেন
৫৪| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপুমনি, রমজানের পরে সামুতে দিব ইনসাল্লাহ ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৯ শে জুন, ২০১৬ রাত ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: মাই প্লেজার
৫৫| ১৯ শে জুন, ২০১৬ রাত ১:৫২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
১৯ শে জুন, ২০১৬ রাত ২:০২
মনিরা সুলতানা বলেছেন:
৫৬| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৮
বিজন রয় বলেছেন: এই এক অবেলার শূন্যতা গুলো কে ভাঁজে ভাঁজে তুলে রাখি বুকের মেহগনি কাঠের বাহান্ন চৌখুপীতে
মালশ্রী রাগের এই প্রহরে শুধু থাকে আজ অপ্রাপ্তির খেড়ো খাতারা উপচে পরা অভিমানের খেয়াতে
সোনালী ডানার নার্গিস ছুঁয়ে ভালোবাসায় অবগাহনের সুবাস
যোজন দূরত্বের অনলে পোড়াএকলা ছায়া দুটি নীড় খুঁজে পাক অনুভবের অনুরণনে।
বুনো সারসের পালকের যে চন্দ্রমা ক্ষণ দ্বৈত রথে ছুটিয়েছি অবিরাম
থাকুক না হয়ে অতলান্তিকের ফল্গুধারায় উন্মন এক নাম
দামিনী হৃদয় ক্ষণে ক্ষণে তরঙ্গ সম উথলিত শিহরণে কাঁপে তাঁরি অপেক্ষায়
আকাঙ্ক্ষা গুলো ও নিলয়ের খোঁজে ঠাই যাচে আজ প্রিয় জোনাকির ধাম ।
বিহ্বলতার নিশ্চুপ দিনে ঝিনুক নির্লিপ্ততায় মিলনের মুক্তা সাঁচি সেই প্রিয় মুখ
প্লাবিত প্রেমের নাম দিয়েছি আটপৌরে সুখ
বেহাগ সুরের এই বিরহ ক্ষন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যত
দৃঢ় তত নার্গিস সুবাস আর ধ্রুপদীর অপূর্ব বন্ধনের যূথ ।
শূন্যতাগুলোকে
খোরো, পড়া
চন্দ্রমাক্ষণ
তরঙ্গসম
তাঁরই
বিরহক্ষণ
ডঃ এম এ আলী ভাই বলেছেন এই কবিতাটি অত্যাধুনিক, আমি একমত হতে পারছি না। ভাষার কিছু পুরাতন রূপ ব্যবহার করা হয়েছে। সেজন্য বলি, হয় সেদিনের মতো করে নয়তো এদিনের মতো করে লিখতে হবে।
যাকগে...........
ব্লগে আপনার সরব পদচারনা সবসময় দেখি সেটাই বড় কথা।
বোন ব্লগারদের মধ্যে আপনি অন্যতম এবং অনেক এগিয়ে আছেন।
শুভকামনা।
১৯ শে জুন, ২০১৬ রাত ১০:৪২
মনিরা সুলতানা বলেছেন: অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা রয় !!!
অনেক অনেক ধন্যবাদ চমৎকার গঠন মূলক মন্তব্যের জন্য ।
সত্যি বলতে কি জানেন আমি কবিতার কেউ না যখন ইচ্ছে হয় কথাগুলো তুলে রাখি নিজের ব্লগের খেরো খাতায় তাই এদিনের বা সেইদিনের কোন দিনের মতই হয় না
ব্লগ হচ্ছে আমার নিঃশ্বাস ফেলার স্থান তাই হয়ত একটু বেশী ই দেখে থাকবেন ,হুম এই পোষ্ট (বড় বোন) আমার অনেক পছন্দের!!
অনেক অনেক ভালো থাকবেন
৫৭| ১৯ শে জুন, ২০১৬ রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: আমি খুব ভাল কবিতা লিখতে পারি না, তবুও বলবো আমার কবিতাগুলো আরও একবার করে পড়তে। হয়তো আপনার কাজে লাগতে পারে।
হুম এই পোষ্ট (বড় বোন) আমার অনেক পছন্দের!! .......... এই কথাটির অর্থ বুঝতে পারিনি। যদি একটু বুঝিয়ে বলতেন।
আপনার নিঃশ্বাস ফেলার স্থান পবিত্র থাকুক সবসময়।
১৯ শে জুন, ২০১৬ রাত ১১:১৬
মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই চেস্টা করব পড়ার আমিও আশা করছি কাজে লাগবে
মানে বুঝিয়েছি বড় বোন হিসেবে আমি অনেক সহজ বড় আপু ।
সবার স্মমিলিত প্রচেষ্টায় সেটা সম্ভব ....
শুভ কামনা
৫৮| ২৫ শে জুন, ২০১৬ সকাল ৭:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: এসেছিলাম দেখতে নতুন কিছু আছে কিনা । তবে এখানে আসার পথে একটু চমকে গেলাম অযাচিত একটি জায়গায় আমার নামটি দেখে । নীজ মনকে প্রবোধ দিতে কষ্ট হচ্ছে আমার বিবেচনায় যেটাকে অত্যাধুনিক মনে হয়েছে সেটাকে অত্যাধুনিক বলা । থিসিস , এন্টিথিসিস ও সিনথিসিস : সে হিসাবে পুরাতন ও নতুনের সংমিশ্রনে যা হয় তাকেই বলে অত্যাধুনিক । কবিতায় এদিন সে দিনের সীমারেখা টানা যায়না । চর্যাপদের সেই দোহাগুলি ফিরে আসছে কবিতায় বার বার । মধ্যযুগের মনসা মঙ্গলের পদগুলি অনেক কবির অজান্তেই ফিরে আসছে বাংলা কাব্যের ভুবনে , কিভাবে আসছে কবি হয়ত তা নিজেও জানেন না বিশ্লেষকের হাতে না পড়া পর্যন্ত । যাহোক এ আলোচনায় আর এগোচ্ছিনা । তবে যাওয়ার আগে বলে যাচ্ছি
দামিনী হৃদয় ক্ষণে ক্ষণে তরঙ্গ সম উথলিত শিহরণে কাঁপে নতুন একখানি কবিতার অপেক্ষায়।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
২৯ শে জুন, ২০১৬ রাত ৩:০৮
মনিরা সুলতানা বলেছেন: পারিবারিক কাজে একটু ব্যাস্ত আছি আলী ভাই ব্লগে ফিরে উত্তর দিব..
আশা করছি ক্ষমা সুন্দর দৃস্টি তে দেখবেন
৫৯| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আপু ।দেখা হবে অচিরেই ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৮
মনিরা সুলতানা বলেছেন: ভালো ছিলেন আশা করছি....
শুভ কামনা
৬০| ০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯
মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক আলীভাই
৬১| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
শায়মা বলেছেন: আপু কত ব্যাস্ত আছো!!!!!!!
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩১
মনিরা সুলতানা বলেছেন: দেশে আসছি বুঝোই তো
গ্রামে ঈদ করে ফিরলাম ঢাকা তে
৬২| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫১
শায়মা বলেছেন: আমাদের না দাওয়াৎ দেবার কথা ছিলো!!!!!!!!!!!!!!!!
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৪
মনিরা সুলতানা বলেছেন: হুম নেক্সট ইয়ারের জন্য দিয়ে রাখলাম
৬৩| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৫
জুন বলেছেন: এই মুনিরা আমি কি তোমার এই অপুর্ব কবিতায় কিছু বলি নি!? ঐ সময় কি সামুতে প্রব ছিল নাকি? মনে হয়, আমি লগই হতে পারতাম না। তারপর তো বাইরে চলে গেলাম। এখন দেখে সত্যি অবাক হয়েছি।
যাক আমার না পড়তে পারার সাত কাহন। তবে মেহেগনী কাঠের গয়নার বাক্সটা আমার চাই ই চাই
অনেক ভালোলাগা।
+
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৮
মনিরা সুলতানা বলেছেন: জুনাপ্পি দেশে কবে ফিরবা ? তখন এই গয়নার বাক্স পেয়ে যাবা
৬৪| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৭
তাহ্ফীর সাকিন বলেছেন: অসাধারণ ...
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত সাকিন ...
অনেক অনেক ধন্যবাদ
৬৫| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০২
আবুল হায়াত রকি বলেছেন: সালাম আলাইকুম, সু-লেখিকা! পড়তে পড়তে আমাদেরকে এমনি সুন্দর লেখা উপহার দেন এই কামনা করি।
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩১
মনিরা সুলতানা বলেছেন: ও আলাইকুম আস সালাম এবং ধন্যবাদ আবুল হায়াত রকি !!!
আপনার চমৎকার এই শুভকামনার কথা মনে থাকবে
৬৬| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৩
ডঃ এম এ আলী বলেছেন: একটু সময় পেলাম, আবার আসলাম আপুমনির মেহগণি কাঠের গয়নার বাক্সে আর কি আছে দেখার জন্য । দু কদম যেতেই দেখি আছে তাতে মালশ্রী রাগের কথা । বিস্ময়ে অভিভুত হয়ে গেলাম যখন দেখলাম এ বাক্সে ভরা আছে উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত মালশ্রী রাগ বিশেষ। স, গ এবং প কে ভিত্তি করে যে রাগের কাঠামো গড়ে উঠে। হ্ম, ন সহায়ক স্বর মাত্র। আরোহণ: স গ হ্ম প ন স. অবরোহণ : র্স ন প, হ্ম, গম, স. ঠাট : কল্যাণ • জাতি : ঔড়ব-ঔড়ব। বাদীস্বর : প. সমবাদী স্বর : ষড়্জ. অঙ্গ : পূর্বাঙ্গ। সময় : সন্ধ্যাকাল। পকড় : মর ন্স, র হ্মপ, ধপ, মর ন্স।
এ বাক্সের মনি খচিত রাগ সম্ভার দিয়ে রচিত যে একাব্যখানি সে ধারণাটুকু নিয়ে গেলাম সংগোপনে । আপুমনির পান্ডিতের প্রতি রইলো অফুরন্ত শ্রদ্ধা ।
এ সাথে থাকল ভাল থাকার শুভেচ্ছাও ।
২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৮
মনিরা সুলতানা বলেছেন: মন ভালো করা মন্তব্য এমন একটা মন্তব্য পাবার পর নতুন লেখা দেয়ার চিন্তা করাই যায় !!!
আলী ভাই দেরীতে হলেও কেউ একজন যে আমার মত করেই ভেবেছে সেই জন্য আপনার প্রতি শ্রদ্ধা " অবেলা বিরহ ক্ষন যে মালশ্রী রাগের মুহূর্ত সেই বিস্তারে ভাবার সুযোগ রেখেছিলাম । আর আপনি নিজেই তো রাগ এর বর্ণনা দিলেন চমৎকার ভাবে ।
আর একটু গেলে বেহাগ ও পাবেন !
অনেক অনেক শুভ কামনা
৬৭| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । খুশী হলাম অচিরেই নতুন একটি লিখা পেতে চলেছি শুনে । ঐদিন বেহাগ সুর পর্যন্ত যেতে পারিনি । কবিতা বুঝতে আমার অনেক সময় লাগে , সকলের মত চট করে কবিতার সকল শব্দের অর্থ ধরতে পারিনা ।সে জন্য লিখকের লিখার সাথে নীজের ভাবনা শেয়ার করার পুর্বে কোন কোন শব্দের অর্থ বুঝতে যথেস্ট সময় নিয়ে ভাবতে হয় । তার পর মন্তব্য লিখতে গিয়ে আবেগ তারিত হয়ে মুদ্রা দোষে দুএক ছত্র বাড়াবাড়ী হয়ে যায়, সে জন্য অনেক সময় মুল লেখকের চেয়ে পার্শ মন্তব্যকারীর তির্যক বানেও জর্জরিত হতে হয় কিছুটা । তার পরেও এ মুদ্রা দোষটি ছাড়াতে পারিনি ।
যাহোক , কবিতায় রাগ ও সুর যথা মালশ্রী রাগ, বেহাগ সুর প্রভৃতির অনুরণন কতক আলাপিয়া ছাড়া অন্য সব ভালো আলোচকই স্বীকার করবেন যে, মর্যাদা কেবল শব্দেরই প্রাপ্য নয়, রাগিণী ,সুর , কথা ও ভাব মিলে যে রস জন্মায় কেবল তারই প্রাপ্য। ভাল কবিতায় সর্বকালেই সময় ও ভাব উপযোগী স্বর ও সুর উপাদান-রূপে প্রয়োগ হয়ে এসেছে । বিশেষ রাগরাগিণী কবি আপন শক্তি ও রুচি অনুসারে রূপ দিতে দিতে চলেন। এ স্থলে অত্যন্ত সহজ কথাটা এই , যিনি পারলেন রূপ দিতে তাঁকে কবি হিসাবে বলব ধন্য; যিনি পারলেন না, কেবল শব্দমালা নিয়ে তুলো ধুনতে লাগলেন, তাঁকে শব্দ সংযোজনা বিশারদ বলতে পারি, কিন্তু ভাল কবি বলা যায় কিনা তা শুদ্ধচারী আলোচকেরাই বলতে পারবেন ।
আধুনিক বাংলাদেশে কবিতা সৃষ্টির উদ্যমকে অসামান্য উৎকর্ষের দিকে নিয়ে যাচ্ছে কিনা এবং সে উৎকর্ষ ধ্রবপদ্ধতির উৎকৃষ্ট আদর্শ পর্যন্ত পৌঁছতে পেরেছে কিনা সে কথাটা আজ অনেকের কাছেই হয়ত তত গুরুত্বপুর্ণ নয় , কিন্তু আপনার কবিতায় ভাব প্রকাশের গভীরতায় বিভিন্ন রাগ রাগিণীর উপমায় যে সজীবতার প্রমাণ পাই সেইটেই সব চেয়ে আশাজনক।
আশা করি এ ধারা বজায় থাকবে অপরূপ সব কবিতা রচনায় ।
ভাল থাকার শুভেচ্ছা রইল
২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
মনিরা সুলতানা বলেছেন: কবিতা বুঝতে আমার অনেক সময় লাগে , সকলের মত চট করে কবিতার সকল শব্দের অর্থ ধরতে পারিনা ।সে জন্য লিখকের লিখার সাথে নীজের ভাবনা শেয়ার করার পুর্বে কোন কোন শব্দের অর্থ বুঝতে যথেস্ট সময় নিয়ে ভাবতে হয় । তার পর মন্তব্য লিখতে গিয়ে আবেগ তারিত হয়ে মুদ্রা দোষে দুএক ছত্র বাড়াবাড়ী হয়ে যায়, সে জন্য অনেক সময় মুল লেখকের চেয়ে পার্শ মন্তব্যকারীর তির্যক বানেও জর্জরিত হতে হয় কিছুটা । তার পরেও এ মুদ্রা দোষটি ছাড়াতে পারিনি ।
============================================================
চমৎকার মুদ্রা দোষ আলী ভাই ,আপনার এই গুণ এর দীর্ঘ স্থায়িত্ব কামনা করছি
কবিতায় রাগ ও সুর যথা মালশ্রী রাগ, বেহাগ সুর প্রভৃতির অনুরণন কতক আলাপিয়া ছাড়া অন্য সব ভালো আলোচকই স্বীকার করবেন যে, মর্যাদা কেবল শব্দেরই প্রাপ্য নয়, রাগিণী ,সুর , কথা ও ভাব মিলে যে রস জন্মায় কেবল তারই প্রাপ্য। ভাল কবিতায় সর্বকালেই সময় ও ভাব উপযোগী স্বর ও সুর উপাদান-রূপে প্রয়োগ হয়ে এসেছে । বিশেষ রাগরাগিণী কবি আপন শক্তি ও রুচি অনুসারে রূপ দিতে দিতে চলেন। এ স্থলে অত্যন্ত সহজ কথাটা এই , যিনি পারলেন রূপ দিতে তাঁকে কবি হিসাবে বলব ধন্য; যিনি পারলেন না, কেবল শব্দমালা নিয়ে তুলো ধুনতে লাগলেন, তাঁকে শব্দ সংযোজনা বিশারদ বলতে পারি, কিন্তু ভাল কবি বলা যায় কিনা তা শুদ্ধচারী আলোচকেরাই বলতে পারবেন ।
============================================================================
সহমত ,উপস্থাপনার গুনে কেউ কেউ অমর হয়ে থাকেন !
আমাদের মত সখের বশে শব্দ নিয়ে তুলো ধুনা শব্দ বিশারদ গন যাদের কবিতা পড়ে মুগ্ধ হয়েই হাতে কী বোর্ড তুলে নেই ।
আধুনিক বাংলাদেশে কবিতা সৃষ্টির উদ্যমকে অসামান্য উৎকর্ষের দিকে নিয়ে যাচ্ছে কিনা এবং সে উৎকর্ষ ধ্রবপদ্ধতির উৎকৃষ্ট আদর্শ পর্যন্ত পৌঁছতে পেরেছে কিনা সে কথাটা আজ অনেকের কাছেই হয়ত তত গুরুত্বপুর্ণ নয় , কিন্তু আপনার কবিতায় ভাব প্রকাশের গভীরতায় বিভিন্ন রাগ রাগিণীর উপমায় যে সজীবতার প্রমাণ পাই সেইটেই সব চেয়ে আশাজনক।
==========================================================================
আপনার মন্তব্যগুলো সব সময়ই অসম্ভব অনুপ্রেরনাদায়ক হয়ে থাকে ,এমন সব প্রশংসা বাক্যে সম্মানিত বোধ করি বলেই কৃতজ্ঞতা প্রকাশের ভাষ খুঁজে পাই না ।
আশা করি এ ধারা বজায় থাকবে অপরূপ সব কবিতা রচনায় ।
======================================
শুভ কামনা র জন্য অনেক অনেক ধন্যবাদ !!!
আপনার জন্য ও রইল অনেক অনেক শুভকামনা
৬৮| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আপুমনি সুন্দর প্রতি উত্তরের জন্য । আবারো দুটু কথা বলতে হল যিনি পারলেন না, কেবল শব্দমালা নিয়ে তুলো ধুনতে লাগলেন, তাঁকে শব্দ সংযোজনা বিশারদ বলতে পারি, কিন্তু ভাল কবি বলা যায় কিনা তা শুদ্ধচারী আলোচকেরাই বলতে পারবেন । এটা একটা জেনারেলাইড উক্তি , আপনার কবিতার কোন শব্দের সাথে সংশ্লিষ্ট নয় । এই সামু ব্লগেই দৈনিক প্রায় ১০ টির মত কবিতা পাঠ করা হয়ে থাকে । সবগুলি কবিতাই অপুর্ব সুন্দর । তবে কোন কোন কবিতায় কিছু কিছু শব্দ মালার মুখোমুখী হই যে গুলিকে আগে পরের শব্দমালা বা কবিতার ভাবার্থের সাথে মিলাতে গলদগর্ম হতে হয়, অনেক সময় বিশেষ অর্থবোধক শব্দটি প্রয়োগের কোন যুক্তি সংগত সংযোগ খুঁজে পাইনা । কবি হয়ত যতার্থই লিখেছেন , আমারই হয়ত বুঝতে অক্ষমতা, নীজের অসহায়ত্ব অনুভব করে নীজের কাছে নীজেই ছোট হয়ে যাই । মনে পরে যায় কবি গুরুর কথা, ভাষা ও ছন্দ কবিতার শেষ স্তবকে তিনি বলেছেন কবি যা রচে তা সত্য বটে । তাই শেষমেষ অকপটে খোলামনে মেনে নেই তা ।
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১:২৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা শেষে দারুন বলেছেন...
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য
৬৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর অনুভূতি |
শিরোনামটা খুব ভাল লেগেছে |
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭০| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন্তব্যের ঘরে এই কবিতাটির নাম দেখে পড়ে ফেললাম। আগে কোন কারণে এত সুন্দর কবিতাটি পড়া হয়নি। আসলে আমি অনলাইনে একটু কম থাকি তো! তাই হয়তো চোখ এড়িয়ে গেছে।
ধন্যবাদ বোন মনিরা সুলতানা।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২২
মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা হেনা ভাই.....
কবিতা কে সুন্দর বলার জন্য ধন্যবাদ
অনেক অনেক ভালো থাকবেন
৭১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৯
রোদেলা বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ বন্ধু
৭২| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:০০
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: উপমা, লেখা, ভাবের ধারাবাহিকতা
০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আপনাকে...
পড়ে মন্তব্যের জন্য ধন্যবাদ
শুভ কামনা
৭৩| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৪
গোফরান চ.বি বলেছেন: আপনি একজন ভালো মানুষ। আমি আপনার চট্রগ্রামের একজন ছোট ভাই। ব্লগার হিসেবেও নতুন।
আপনার পোস্টটি পড়ে ও আপনাকে পেয়ে ভালো লাগলো।
২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই মন্তব্য প্রতিউত্তরে একটু বেশী ই সময় নিয়ে ফেললাম ।
আমার লেখায় আপনাকে স্বাগত নতুন ব্লগার
আশা করছি সামহুয়ার ইন ব্লগ আপনার পদচারনায় মুখরিত এবং সমৃদ্ধ হবে !
অনেক অনেক শুভ কামনা
৭৪| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮
গোফরান চ.বি বলেছেন: আমি ব্লগ কে মুখরিত করার আগেই স্টপ করে দেওয়া হয়েছে আগের নিক ব্যান , এই নিক এখনো ওয়াচে। একটা ভালো পোস্ট দিলাম তাও প্রথম পাতায় দিলো না। অভিযোগ করলে কমেন্ট ব্যান করে।
কি করবো বুঝে উঠতে পারছি না আপু।
২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: কেন করল কারন খুঁজে বের করুন ,ব্লগ নিশ্চয়ই নির্দিষ্ট কোন কারনে এমন করছে ।
এবং পরের বার ব্লগের নিয়ম মেনে চলার চেস্টা করুন
৭৫| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৭
গোফরান চ.বি বলেছেন: আপনাকে আমার ব্লগে আমন্ত্রণ । আমি কি ধরণের পোস্ট লিখি আপনি না হয় নিজেই দেখুন।
২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫০
মনিরা সুলতানা বলেছেন: সানন্দে গৃহীত হইলো আপনার আমন্ত্রণ
৭৬| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১২
গোফরান চ.বি বলেছেন: চাটগাইয়া বিরিয়ানী ( রেস্টুরেন্টের নাম চট্রমেট্রো
চাটগাইয়া বিরিয়ানী ( রেস্টুরেন্টের নাম চট্রমেট্রো
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭
মনিরা সুলতানা বলেছেন: বিজ্ঞাপন দিলেন না কস্ট করে কবিতা লিখেছি বলে আমাকে দিলেন ?
৭৭| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: লিখার সাথে এখানকার মন্তব্যগুলিও বেশ উপভোগ্য । এসে ছিলাম মেঘদুতের কথা বলতে, উপরে চাটগাইয়া বিরিয়ানীর হাড়ী দেখে তা ভুলেই গেলাম । যাহোক আগে বিরিয়ানী খাওয়া শেষ হোক পরে না হয় আবার আসা যাবে ।
শুভেচ্ছা রইল ।
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬
মনিরা সুলতানা বলেছেন: মেঘ কে দূত করে পাঠিয়ে দিন ডঃ কস্ট করে আর বলতে হবে না
৭৮| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩২
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । রেখে আসা মন্তব্যের একটি ছোট জবাব কস্ট করে দেখলে খুশী হব ।
শুভেচ্ছা রইল
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪২
মনিরা সুলতানা বলেছেন:
৭৯| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
গোফরান চ.বি বলেছেন: আপনার প্রতি সম্মান নিবেদন বিজ্ঞাপন দিতে যাবো কোন দুঃখে ।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৮
মনিরা সুলতানা বলেছেন: দোকানের নাম ও বলে দিছেন তাই হালকা কনফিউসড হইয়া গেছিলাম আর কি।
অনেক অনেক ধন্যবাদ আর প্রান ঢালা শুভেচ্ছা
৮০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪
অদৃশ্য বলেছেন:
খুব ভালো লেগেছে লিখাটি...
শুভকামনা...
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য!
শুভ কামনা
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১৩
ব্যাক ট্রেইল বলেছেন: পড়তে ভালো লেগেছে তবে একটু কঠিন।