নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

আজ কাছে নেই উচ্ছ্বাস হতে চাওয়া সেই জাদুকর

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৪




মাঘ কুয়াশার কনকনে বাতাসে বিরহ সুর, সাথে ভোরের পাতায় রোদের ঝিলমিল আর মনে The Lonely Shepherd,
অজস্র অগণিত ঝরে যাওয়া শিউলিও দ্যুতি ছড়াচ্ছে আপন আভার
যেন শেষরাতের চন্দ্রমা থেকে নিংড়ে নিয়েছিলো ভালোবাসার শেষ আদরটুকুর উত্তাপ।

কাল রাতের ঝরে যাওয়া শেষ হলদে পাতাটিকে আমি বললাম;
জানো, আমারও ছিল উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর!

তোমাকে কী নামে লিখি, কোন ভাবনার জলকাব্যে তোমাকেও ভাবাই অনন্ত আবেগের ঢেউয়ে?
সকালের সোনারোদে নাইতে আসা মাছরাঙার রূপের ঝলকও বড্ড ম্লান, দেখো!
নীলফুল প্রজাপতি চাপল্য, পিয়ানোতে ইয়ান্নী, আজ সব ভেসে যায় দীর্ঘশ্বাস মেঘ হয়ে!

মিষ্টি ওম জড়ানো সূর্য দুপুরকে লিখে দিলাম;
জানো, আমারও আছে উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর!

একজোরা বনটিয়া সবুজ সরষেপাতা উচ্ছ্বাসের উজ্জ্বলতা নিয়ে হলুদ ফুলের ডালিতে সাঁজায় মউ,
বুলবুলি প্রেমে উন্মনা হয় এক ছটফটে চন্দনা বউ;
কালো ভ্রমরও মালতী বিলাসে ঠিক সন্ধ্যা নামার জানালায় বিলায় রূপকথা আলোর ঝিলিক
রোদসীকে কামনায় ঝিনুকও বালিয়াড়ি খোঁজে, মুক্তা ফলিয়ে হতে চায় উর্বর পাললিক।

আর আমি পৌষ পার্বণে মধ্যদুপুরে ঢেঁকির সুখানভুতির সুরকে কানে কানে গুনগুন করে জানাই;
জানো, আমার ঐ ফুল তোলা জামার ভিতর ছিল উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর!

অবারিত ধানক্ষেতের সোনালু আভার নাচনে শালিক ফিঙে আর কৃষাণীর বুকে কামনা গন্ধের মৌতাত,
বিলাসী মাধবীলতা, দেখো আমার আঙিনায় কাঁঠালচাঁপা তেজপাতা ঘ্রাণে এক বিকেলের শূন্যতার বেহাগ।

ঝুপ করে নেমে আসা নীল টিপ সাঁঝ বলো তোমাকে ক্যামনে বোঝাই?
পিলসুজের আঁধার কে ভালোবেসে অবেলার হু হু করা শূন্যতার প্রদীপও জ্বলে অহংকারী আর ঠিক ততটাই উজ্জ্বল;
যেমন শীত রাতের নিস্তব্ধতা ভেঙে ফেলে কিছু আভিসারি সারস দল,কমল কোমল কমনীয়তায় প্রবল।

কোজাগরী পূর্ণিমায় আনন্দ সঙ্গমে ডোবা জোনাকিরে ডেকে বলি একবার
বাসি আলতার ফিকে রঙ, ডুরে তাঁত লুটানো আঁচলে নিঃসঙ্গ একঘেয়ে ঝি ঝি কে কান্নায় চাঁপা ডালি উজার করে নত মুখে কই বার বার ;
আজ কাছে নেই আমার সেই উচ্ছ্বাস হতে চাওয়া সেই জাদুকর!




মন্তব্য ৭০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
সুরের ঝংকার...........

পড়ে ভালো লাগা রেখে গেলাম।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কবীর !
আপনাদের চমৎকার মন্তব্য গুলো আমার কাছে অনেক টাই সুরের ঝংকার ।

শুভ কামনা :)

২| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮

ভ্রমরের ডানা বলেছেন:
নিঃসঙ্গ এক ঘেয়ে ঝি ঝি কে কান্নায় চাঁপা ডালি উজার করে নত মুখে কই বার বার আজ কাছে নেই আমার সেই উচ্ছ্বাস হতে চাওয়া সেই জাদুকর ।


মায়াময় যত শব্দ তত মায়াময় আবেশ!! কবিতার অবয়বে যে চিত্রটি ফুটেছে মায়া হরিণের মায়াবী চোখ তার কাছে নস্যি! খুব ভাল লেগেছে আপু! অপূর্ব!

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৮

মনিরা সুলতানা বলেছেন: আহ ! এত সুন্দর করে মন্তব্য লিখেন আপনি মন ভালো হয়ে যায় ।

অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ
শুভ কামনা :)

৩| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৮

শরতের ছবি বলেছেন:


'কোজাগরী পূর্ণিমায় আনন্দ সঙ্গমে ডোবা জোনাকিরে ডেকে বলি একবার
বাসি আলতার ফিকে রঙ, ডুরে তাঁত লুটানো আঁচলে নিঃসঙ্গ এক ঘেয়ে ঝি ঝি কে কান্নায় চাঁপা ডালি উজার করে নত মুখে কই বার বার আজ কাছে নেই আমার সেই উচ্ছ্বাস হতে চাওয়া সেই জাদুকর' - কথার যাদুতে সাজানো বাক্যের ঝাঁপি ভরে আছে ভাল লাগায়।
মনের সকল আকাঙ্ক্ষা পূর্ণতা পাক --এই কামনা রইল।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শুভ কামনার জন্য ধন্যবাদ শরতের ছবি
শিউলি শুভেচ্ছা :)

৪| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৭

ক্লে ডল বলেছেন: হলদে পাতা শুধু শোনে উত্তর দেয় না, উচ্ছাস শুধু হারিয়ে যায় ফিরে আসে না!

স্নিগ্ধ শব্দের বুনন ভাল লাগল!

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:১১

মনিরা সুলতানা বলেছেন: হলদে পাতারা ঝরে গিয়ে বিষাদ সাজায়, তাইতো লেখা হয় এক একটি অমরকাব্য।
উচ্ছ্বাস মেঘমালা হয়ে কখন কখন ফিরে ও আসে।

ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য!
শুভ কামনা :)

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগা রইল।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মত সুলেখক কে আমার লেখায় পেয়ে ভালোলাগছে !
শুভ কামনা :)

৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো অনেক।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ও অনেক অনেক :)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

সাহসী সন্তান বলেছেন: শিরোণামটা চমৎকার! ভিতরের কথা গুলোও খুব সুন্দর! এক একটা শব্দই যেন এক একটা কবিতা! তবে আপা, সব মিলিয়ে আমি আসলে কি যে পড়লাম স্পেসেফিক ভাবে কইতে পারতেছি না! B:-) কিন্তু পড়তে খুব ভাল লাগছে!

শুভ কামনা!

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১১

মনিরা সুলতানা বলেছেন: চিন্তা কইরা কুল পাইতাছিলাম না " সাহসী " হবার পর ও এই বেলা এই বালক কেন একেলা B:-)
এতক্ষনে উত্তর মিলছে , বেচারা কারো কবিতায় বোঝে না ।

আপনে একজন বিরহী স্ত্রীর প্রবাসী স্বামীর অপেক্ষায় তার দিন কাটে কিভাবে সেই মহা কাব্য পড়ছেন , সময় কাল পৌষ- মাঘ , মানে শীতকাল। এখন আসেন শুরু থেকে স্টার্ট করি ....
==========================================================================
মাঘ কুয়াশার কনকনে বাতাসে বিরহ সুর সাথে ভোরের পাতায় রোদের ঝিলমিল আর মনেThe Lonely Shepherd
অজস্র অগণিত ঝড়ে যাওয়া শিউলি ও দ্যুতি ছড়াচ্ছে আপন আভার
শেষ রাতের চন্দ্রমা থেকে নিংড়ে নিয়েছিলো ভালোবাসার শেষ আদরটুকুর উত্তাপ ।
কাল রাতের ঝড়ে যাওয়া শেষ হলদে পাতা টিকে আমি বললাম ..
.জানো
অথচ আমার ও ছিল উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর ।
# শীতের সকালের চমৎকার প্রকৃতি কিন্তু বঁধুয়ার মনে জাম্ফির বাঁশির করুণ সূর যার নাম The Lonely Shepherd
ঝড়া পাতাকে নিজের কষ্টের গল্প বলা ।
============================================================================ তোমাকে কি নামে লিখি ,কোন ভাবানার জলকাব্যে তোমাকে ও ভাবাই অনন্ত আবেগের ঢেউ এ
সকালের সোনা রোদে নাইতে আসা মাছ রাঙার রূপের ঝলক ও বড্ড ম্লান দেখ
নীল ফুল প্রজাপতি চাপল্য ,পিয়ানোতে ইয়ান্নী আজ সব ভেসে যায় দীর্ঘশ্বাস মেঘ হয়ে ।
মিস্টি উম জড়ানো সূর্য দুপুর কে লিখে দিলাম ...
জানো
আমার ও আছে উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর
### এই প্যারায় হালকা মিস্টি রোদেলা দুপুড়ের মিঠে করা রোদের আমেজ ও তাকে প্রফুল্ল করতে পারছে না ,বঁধুয়ার মনে ইয়ান্নির (yanni nostalgia) পিয়ানোর সুর ।
============================================================================
এক জোরা বন টিয়া সবুজ সরষে পাতা উচ্ছ্বাসের উজ্জ্বলতা নিয়ে হলুদ ফুলের ডালি তে সাঁজায় মউ
বুলবুলি প্রেমে উন্মনা হয় এক ছটফটে চন্দনা বউ
কালো ভ্রমর ও মালতী বিলাসে ঠিক সন্ধ্যা নামার জানালায় বিলায় রূপকথা আলোর ঝিলিক
রোদসী কে কামনায় ঝিনুক ও বালিয়াড়ি খোঁজে ,মুক্তা ফলিয়ে হতে চায় উর্বর পাললিক ।
আর আমি পৌষ -পার্বণে মধ্য দুপুরে ঢেঁকির সুখানভুতির সূর কে কানে কানে গুনগুন করি জানাই ..
জানো
আমার ঐ ফুল তোলা জামার ভিতর ছিল উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর ।
### এখানে পরন্ত বেলার কথা ।
===========================================================================
অবারিত ধান ক্ষেতের সোনালু আভা র নাচনে শালিক ফিঙে আর কৃষাণীর বুকে কামনা গন্ধের মৌতাত
বিলাসী মাধবী লতা দেখ আমার আঙিনায় কাঁঠাল চাঁপা ,তেজপাতা ঘ্রাণে এক বিকেলের শূন্যতার বেহাগ ।
ঝুপ করে নেমে আসা নীল টিপ সাঁঝ বল তোমাকে ক্যামনে বোঝাই, পিলসুজের আঁধার কে ভালোবেসে অবেলার হু হু করা শূন্যতার প্রদীপ ও জ্বলে অহংকারী আর ঠিক ততটাই উজ্জ্বল
যেমন শীত রাতের নিস্তব্ধতা ভেঙে ফেলে কিছু আভিসারি সারস দল , কমল কোমল কমনীয়তায় প্রবল ।

##### সন্ধ্যে ছুঁই ছুঁই আলো ,আর শীতের চট জলদি চলে আসা সন্ধ্যা ।

============================================================================

কোজাগরী পূর্ণিমায় আনন্দ সঙ্গমে ডোবা জোনাকিরে ডেকে বলি একবার
বাসি আলতার ফিকে রঙ, ডুরে তাঁত লুটানো আঁচলে নিঃসঙ্গ এক ঘেয়ে ঝি ঝি কে কান্নায় চাঁপা ডালি উজার করে নত মুখে কই বার বার আজ কাছে নেই আমার সেই উচ্ছ্বাস হতে চাওয়া সেই জাদুকর ।
### এখানে বিরহীর চূড়ান্ত রূপ এর অলেখ্য ,বঁধুয়া বাসি আলতায় ,মলিন শাড়ির নেই ভাজ এবং কান্নায় ভেঙে পরে । চোখ তুলে চাইবার আগ্রহ মরে গেছে । রাতের নিঃসঙ্গ জোনাকি কে জানাচ্ছে হাহাকার ( হেকচি তুলে কান্না বোঝেন ) বার বার বলতে সেটাই বুঝিয়েছি ।

হ্যাপ্পি কবিতায় অবগাহন ;)



৮| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এত সুন্দর উপমার ব্যবহার করে কিভাবে লিখে যান? এত্ত এত্ত হিংসে হচ্ছে। অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে একটা কবিতা বা গল্প লিখি, কিন্তু পারছি না। আপনার লেখা পড়লে, বারবার পড়তে ইচ্ছে হয়। অসম্ভব ভাল লাগা রইল। +++

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: বোকা মানুষ ভাই আমি ও অনেক অনেক হিংসিত হই আপনার ফ্লোলেস ভ্রমন বর্ণনায় ,সুতরাং হিংসায় হিংসায় কাটা কাটি
তাছাড়া আপনার "রন্তু " কে কিভাবে ভুলি বলেন ।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
শুভ কামনা :)

৯| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: কি বলা যায়!!

অনবদ্য না অসাধারণ!!
আপনার কল্পনাশক্তি কল্পনা করে শিউরে উঠছি।

এমন আমি লিখতে পারি না, তাই লিখিনা।

সাহিত্য জিনিষটার ভিতরে এত এত মাদকতা আছে, তার আপনার এরকম লেখা পড়লেই শুধু জানা যায়।

কিপ ইট আপ।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার এই মন্তব্য করে কৃতজ্ঞতা পাশে আবধ্য করলেন বিজন রয় !
এই জন্যই ব্লগে বার বার ফিরে আসা ,কিছু প্রিয় ব্লগারের ভালোলাগার ,উচ্ছ্বাসের প্রকাশ দেখার জন্যই হয়ত ।


অনেক অনেক ভালো থাকবেন :)

১০| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

আলোরিকা বলেছেন: কাব্যিক শব্দ একটার পর একটা সাজিয়ে কিভাবে কাব্য কর হে গুণী ---
আমি অবাক হয়ে দেখি আর দেখি :-*

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪১

মনিরা সুলতানা বলেছেন: ওরে লক্ষ্মী মেয়ে এত্ত মিস্টি করে বল, মন ভিজে যায় ভালোলাগার আবেশে !
অনেক অনেক ভালো থাকবেন আলোরিকা :)

১১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আর আমি পৌষ -পার্বণে মধ্য দুপুরে ঢেঁকির সুখানভুতির সুর কে কানে কানে গুনগুন করি জানাই ..

এমন কিছু লাইনের জন্যে হলেও তোমারে দরকার।
বেখেয়ালি কোন পাঠককে ইটের ফাঁকফোকর থেকে হ্যাচকা টানে নিমেষেই এনে দাঁড় করাও প্রিয় কৃষ্ণচূড়ার তোলে।
ভালোবাসা।

ছবিটা দারুণ হইছে।
তোমার চয়েজ না আমি জানি। এক ভাইয়া ছাড়া টোটাল ডিজাস্টার।
যে চয়েজ করছে তার পছন্দ ভালো। তার টাচে থাইকো।

;)

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪২

মনিরা সুলতানা বলেছেন: ছবি টা যে পছন্দ করছে উনি নমস্য আমার গুরু উনার টাচে না থাইক্কা উপায় কি :P
স্বীকার করতে ই হচ্ছে ইয়েস টোটাল ডিজাস্টার :(


শুভ কামনা শু :)

১২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

সাহসী সন্তান বলেছেন: আপা, প্রতিউত্তরে হাজার হাজার লাইক দিতে ইচ্ছা করতেছিল; কিন্তু সেইটা সম্ভব না দেইখা আপাতত একটাতেই সইলাম! তবে মনের কথা খুইলা না কইলে আপনি মাইন্ড খাইতে পারেন তাই কইতেছি- 'আমি আপনার কবিতা খুব ভাল ভাবেই বুঝছিলাম। তবে পূর্বের মন্তব্যে আসলে বুঝাইতে চেয়েছি যে, পুরো কবিতাটাই যেন একটা গল্প!'

শুধু গল্প নয়! কোন একজন মানুষের জীবনের গল্প! অথচ সেটা কবিতা হিসাবে ফুটে উঠেছে! তাই বলেছিলাম যে, স্পেসেফিক ভাবে কিছু বুঝতে পারছি না এটাকে আসলে কি বলবো! গল্প না কবিতা? আপনি লিখেছেন কবিতা আর আমি ভাবার্থ বের করছি গল্পের!

তারপরেও আপনার বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ! আর একটা কথা আপা, নিঃসঙ্গতা আমার নিত্য দিনের সাথী! আমি বুঝি নিঃসঙ্গ মানুষের কষ্ট কতটা গভীর হতে পারে! বালক বইলা অবহেলা করিবেন্না, বালক হইলেও আবেগ অনুভূতি বালিকাদিগের থেকে কোন অংশেই কম নয়! ;)

আশাকরি এরপর আপনি নিশ্চই বুঝতে পারবেন 'সাহসী সন্তান' আসলেই একজন সত্যিকারের সাহসী কিনা? (উফ! নিজের মান-সম্মান ফিরাইতে এর থেকে বড় কষ্ট আমি রিয়েল লাইফেও কখনো করি নাই) :P

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

মনিরা সুলতানা বলেছেন: হে বিদগ্ধ বালক কি প্রয়োজন ছিলো আমার টাইপ এর স্পীড বাড়ানোর চর্চা করানোর /:)
কবিতা কিসে হয় তাই তো বুঝি না ; আনন্দে লেখা লিখি করি তাই সই ।


অন এ সিরিয়াস নোট ; কবিতায় অবগাহনের শুভেচ্ছা :)

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



লেখাটি পড়ে আমি ও আপনাকে বললুম , আপনি কি জানেন --- এটি কবিতার চেয়ে মুক্তগদ্যে মানায় বেশী ?
এক জাদুকরের যাদুটোনায় আপনার লেখার ফ্রকের ভেতরও ফুঁটে আছে অজস্র ফুল ছাপ । পৌষ -পার্বণে মধ্য দুপুরে ঢেঁকির পাড়ের শব্দের মতোই মিষ্টি ছন্দে উন্মাতাল লেখাটি । বিরহের চেয়ে অভিমানটাই অভিসারী সারসের মতো ডানা মেলে গেছে ।

আর কিছু টাইপো আছে মনে হয় ----
কাল রাতের ঝড়ে যাওয়া শেষ হলদে পাতা টিকে আমি বললাম ..
এখানের বোল্ড করা শব্দটি সম্ভবত ঝরে যাওয়া হবে ।

এক জোরা বন টিয়া < জোড়া

ভালো লেগেছে শুধু বলবোনা , বলবো জলকাব্যের মতোই ঠুংঠাং করে যাওয়া অভিমানী কিছু উচ্ছ্বাস ।

২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

মনিরা সুলতানা বলেছেন:
ধন্যবাদ আহমেদ জী এস ;

আমি নিয়ম মেনে লিখতে বসে ও এর চাইতে ছন্দবন্ধ কিছু লিখে উঠতে পারি না ,হতে ও পারে মুক্ত গদ্য !
ছোটখাট বিরহে মনে হয় অভিমান ই বেশি থাকে ।
ঠিক করে নিচ্ছি টাইপো ,অনেক অনেক ভালো থাকবেন :)

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটা পড়ে একটা ঘোর লাগা তৈরী হল। কোথায় যেন হারিয়ে গেছিলাম।খুব সুন্দর।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় আপনার অনুভুতি জানতে পেরে খুশি হলাম!
শুভ কামনা :)

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর শব্দে গাঁথা সুন্দর কাব্যমালা। অনেক ভাল লাগলো ।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ লিটন ভাই!
ভালো থাকবেন :)

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

নীলপরি বলেছেন: মিষ্টি ওম জড়ানো সূর্য দুপুরকে লিখে দিলাম;
জানো, আমারও আছে উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর!


স্বপ্নভেজা কবিতা পড়ে মুগ্ধ হলাম ।

+++++

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

মনিরা সুলতানা বলেছেন: ওরে এত্তগুলো প্লাস পেয়ে মি আনন্দিত!
ধন্যবাদ পরি :)

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: প্রকৃতির উপর ভর করে উচ্ছ্বাসকে যেন ডুবিয়ে দিলেন বিরহের অগোছালো সমুদ্রে !

লেখনী এবং ভাবনা দুটিই ভাল লাগলো ।

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে ভালোলাগা কথাকথি !
অনেক অনেক ধন্যবাদ :)

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল।

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনাকে পেয়ে খুব খুশি হলাম ঢাকাবাসী !
ভালোলাগা জানিয়েছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২০| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

পুলহ বলেছেন: আমি কবিতা অতটা বুঝি না, কিন্তু তারপরো মনে হলো- উপলব্ধিগুলো যতটা না আবেগী, তার থেকে অনেক বেশি বুদ্ধিবৃত্তিক।
সাহসী সন্তানের প্রতি-মন্তব্যটা কবির ভাবনা বুঝতে পাঠককে সাহায্য করবে, নিঃসন্দেহে।
"আজ কাছে নেই আমার সেই উচ্ছ্বাস হতে চাওয়া সেই জাদুকর!"-- এই লাইনে 'সেই' শব্দটা একাধিকবার ব্যবহার কি ইচ্ছাকৃত?
শুভকামনা জানবেন আপু!!

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা পুলহ।!
আমাদের সবার লেখায় কিছুটা বুদ্ধির ব্যবহার তো করতেই হয়, একদম র আবেগ প্রিয়জন এর কাছে যে যেভাবে প্রকাশ করি একদম সেভাবে তো কবিতা হয় না,বলেই মনে হয়।

ইচ্ছাকৃত ই নিদিষ্ট সেই জাদুকর কে বোঝাতেই।

অনেক অনেক ভালোথাকবেন :)

২১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১২

জেন রসি বলেছেন: অনেকদিন পর আপনার নতুন লেখা পড়লাম। ভালো লগেছে। আশা করি ভালো আছেন। :)







২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি রসি ভাই, সামু তে এখন ছন্নছাড়া আমি, অনেকদিন পর পোষ্ট দিয়েছি।
লেখায় ভালোলাগা জানিয়েছেন এই জন্য ধন্যবাদ.

অনেক অনেক শুভ কামনা :)

২২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৩

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর অনুভূতির প্রকাশ। ভাল লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা অনু !
অনভুতি প্রকাশের উৎসাহ পেলাম ।

অনেক অনেক শুভ কামনা :)

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫২

কানিজ ফাতেমা বলেছেন: কি ভীষন কাব্যময়তা!
মনের গভীরে রেখাপাত করে গেল । শুভেচ্ছা নিরন্তর ।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত ফাতিমা জান্নাত !
আপনার লেখা ও মন ছুঁয়ে যায় ,অনেক অনেক ভালো থাকুন ।

শুভকামনা :)

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

গেম চেঞ্জার বলেছেন: কবিতার আকারে মুক্তগদ্যের পুর্ণ স্বাদ!! অনেক ভাল লাগল মনিরা আপু!

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ চেঞ্জার !!!
অনেক অনেক শুভ কামনা :)

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:



কবিরা শব্দ ও ভাব দিয়ে মানুষকে নিয়ে যায় স্বপ্নের রাজ্যে

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

মনিরা সুলতানা বলেছেন: গাজী ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ !
পৃথিবীর বাস্তবতা যেমন আপনাদের লেখায় মানুষ কে নিয়ে যায় ঠিক তেমনি কবিদের টা স্বপ্নের রাজ্যে :)

২৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০

বিপ্লব06 বলেছেন: বরাবরের মতই কবিতা মাথার উপ্রে দিয়া গেছে।
কিন্তু লিঙ্ক দুইটা অনেক ভালো পাইছি। এদেরকে আমি বছরখানেক আগে খুঁজে পাইছিলাম!

আমার পছন্দের একটার লিঙ্ক দিলাম https://www.youtube.com/watch?v=inq36XyWG-Q

সাত নম্বর কমেন্টের উত্তর মাথায় ঢুকানোর চেষ্টা করছিলাম, ফেইল মারছি!

ভালো থাকবেন!

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের পছন্দের লিঙ্কুর জন্য ধন্যবাদ !

মাথায়র উপর দিয়া গেছে মানে আপনের মাথা আছে প্রমাণিত ;)
আর ফেলিউর ইজ দ্যা পিলার অফ অল সাকসেস ,চেষ্টা থামাবেন না আপনার চেষ্টা যাতে অটুট সে জন্য মাঝে মাঝেই কষ্ট করে হলে ও লিখে যাব :P

২৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

শাব্দিক হিমু বলেছেন: অনুভূতি আর অনুভব এক সাথে নাড়া দেয়। ভিষন ভালোলাগা।

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত শাব্দিক হিমু
আপনার ভালোলাগার প্রকাশে আমি আনন্দিত :)

অনেক অনেক শুভ কামনা :)

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: খুবই আক্ষেপ লাগছে কেন যে এই সুন্দর কবিতাটি মিস হয়েছিল দেখতে , নীজের উপরই রাগ হচ্ছে ভীষনভাবে । যাহোক পড়লাম মন্ত্র মুগ্ধ হয়ে । কবিতা তেমন আমি বুঝিনা সকলের মত করে , আমি দেখি আমার মত করেই ,ভাল লাগার কথা বলে যাই সে মতেই , সে জন্যে কথাও কিছু শুনি সঙ্গত কারণেই । তবু কবিতাটি পাঠে আমার কথা কয়টি বলে্‌ই যাব ।

মাঘ কুয়াশার কনকনে বাতাসে বিরহ সুর, সাথে ভোরের পাতায় রোদের ঝিলমিল আর মনে ,
অজস্র অগণিত ঝরে যাওয়া শিউলিও দ্যুতি ছড়াচ্ছে আপন আভার
যেন শেষরাতের চন্দ্রমা থেকে নিংড়ে নিয়েছিলো ভালোবাসার শেষ আদরটুকুর উত্তাপ।


এমন সহজ শান্ত অথচ গভীর ব্যঞ্জনাময় এই কাব্যভাষার রচয়িতা মনিরা সুলতানা , যা পাঠে মনে আসে অনেক ভাবনা । প্রতিটি কবিতার মত এটিও এগিয়ে গেছে সহজতার দিকেই । তবে এবার মনে হল কবিতার শব্দাবলীকে সাজানো হয়েছে একটু লম্বা লাইনের আঙ্গীকে । যেমনটি দেখা যায় :
তোমাকে কী নামে লিখি, কোন ভাবনার জলকাব্যে তোমাকেও ভাবাই অনন্ত আবেগের ঢেউয়ে?
সকালের সোনারোদে নাইতে আসা মাছরাঙার রূপের ঝলকও বড্ড ম্লান, দেখো!
নীলফুল প্রজাপতি চাপল্য, পিয়ানোতে ইয়ান্নী, আজ সব ভেসে যায় দীর্ঘশ্বাস মেঘ হয়ে!


গদ্যের ভঙ্গীমায় কাব্যভাষাকে সাম্প্রতিক সময়ের উচ্চারণে মনে হয় যেন নতুন গঠণশৈলীতে হয়েছে করা রূপায়ন । পঙতির পর পঙ্তিতে কবিতাটি পাঠ মাত্রই কবিতার গুঢ় বিষয়বস্তু যেমন করে আচ্ছাদন তেমনি পঠনগত ভাবেও একটি আরাম দায়ক অনুরণনেও সিক্ত হলাম বলেই মনে হল ।

প্রতিটি পঙ্তিতে শব্দের বিবর্তন , প্রকৃতির কুল থেকে করে শব্দ চয়ন সুন্দর সব ফুল , ফল লতা ও পাখীর উপমা ধরি কবিতাটিকে দিয়েছে এঁকে এক চিত্র শিল্পের আবরণ । মনে হল নতুন চিত্র কর্ম আর শব্দের প্রয়োগ ভঙ্গীর যে নির্মান চেষ্টা চলছে চারিদিকে এখানে যেন তারই প্রতিফলন ধরে , মনে হল এটাই বুঝি কবি মনিরার কবিতা নির্মান শিল্পের আশ্চর্যময় দিক । গদ্য কবিতা লিখতে গেলে প্রথমেই কবি মানসে যে গন্ডিবদ্ধতা দাঁড়িয়ে যায় সেই বাধাকে অতিক্রম করে যে কয়টি সময়ের কবিতা দেখতে পেয়েছি এটি তার অন্যতম একটি তা বলাই যায় । এই কবিতায় প্রেম প্রকৃতি ও পৃথিবীর বিস্তৃত অবয়বের যে কথামালা পঙতিভুক্ত হয়েছে তা দিয়েই কবিতাটি বৈশিষ্টমন্ডিত তা নির্ধিদায় বলা যায় । কবিতাটি যেন অনন্তের সাক্ষী হয়ে নীজ কবিত্বগুনের অস্তিত্বেরই এক মুর্ত প্রতিক । যেমনটি কবিতায় বলা হল :

একজোরা বনটিয়া সবুজ সরষেপাতা উচ্ছ্বাসের উজ্জ্বলতা নিয়ে হলুদ ফুলের ডালিতে সাঁজায় মউ,
বুলবুলি প্রেমে উন্মনা হয় এক ছটফটে চন্দনা বউ;


ভাললাগার প্রেমময় শব্দমালার কথায় গ্রতিথ স্তবকের পর স্তবক পেরিয়ে শেষে দেখা মিলে কিছু ক্ষোভ , দেখা মিলে কিছু শব্দমালা স্মৃতির মর্মর হয়ে বিধে আছে কবিতাটির গায়ের শেষ রেখায় । যেমনটি দেখা যায় :
কোজাগরী পূর্ণিমায় আনন্দ সঙ্গমে ডোবা জোনাকিরে ডেকে বলি একবার
বাসি আলতার ফিকে রঙ, ডুরে তাঁত লুটানো আঁচলে নিঃসঙ্গ একঘেয়ে ঝি ঝি কে কান্নায় চাঁপা ডালি উজার করে নত মুখে কই বার বার ;
আজ কাছে নেই আমার সেই উচ্ছ্বাস হতে চাওয়া সেই জাদুকর!


কবিতাটিকে তাই কালের তৃঞ্চায় ভেজা গানের মতই মনে হয় , কবিতাটি পাঠ সেরে মনে হল যেন এটা একটি কাব্যস্নান ।
শেষ পাটে এসে পাতার বাঁশির সুরে মেঘের ঘন ঘন রং বদলনোর দৃশ্য কবতাটিকে করেছে তুলে আরো প্রকৃতিমান ।

ধন্যবাদ সুন্দর অসাধারণ কবিতা রচনার জন্য ।

ভাল থাকার শুভ কামনা রইল

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্যের সৌন্দর্য নিহিত থাকে ",আপনি একজন লেখকের কাছে তার লেখাকে পাঠকের ভাবনায় ভাবাতে শিখান "
সাথে মন্তব্যগুলো সেই লেখার অলংকার হয়ে থাকে !!

কৃতজ্ঞতা সহ ধন্যবাদ একজন লেখকের সৃষ্টি কে তার কাছে চমৎকার ভাবে উপস্থাপন এর জন্য ।
ভালোথাকার শুভকামনা :)

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা :)

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: দারুন।অনেক নতুন শব্দ পেলাম খুঁজে ।হৃদয় ছুঁয়ে গেল।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত রিকতা ।
আপনার প্রশংসা মন ছুয়ে গেল !! অনেক অনেক শুভ কামনা :)

৩১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবি অনেক সুন্দর লেগেছে

১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনার সদয় মন্তব্যের জন্য !!
শুভ কামনা সামিউল ইসলাম বাবু :)

৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২

অতৃপ্তচোখ বলেছেন: খুব ভালো লাগলা ভাবনার ডালপালা।

আপনার উচ্ছ্বাস আর জাদুকর ফিরে আসুক মনে, প্রত্যাশা রেখে গেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আপনাকে ;
অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য !

শুভ কামনা আপনার জন্য :)

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই স্মৃতিকাতর আর গভীর ভালোবাসা মিশানো লেখায়।

ভালো লাগলো। তাই জানিয়ে গেলাম।
শুভকামনা রইল।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন !!
কবিতা পড়ে ভাললাগা প্রকাশের জন্য ও কৃতজ্ঞতা ।

শুভ কামনা :)

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর সুন্দর লেখা বার বার পড়তে ইচ্ছে হয়।

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: তোমার জন্য শুভ কামনা !!

৩৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার চরণগুলোতে যে বিরহ বেদনার আর অভিমানের অভিব্যক্তি ফুটে উঠেছে তা এক কথায় হৃদয়স্পর্শী।
যেমন শীত রাতের নিস্তব্ধতা ভেঙে ফেলে কিছু অভিসারী সারসদল, কমল কোমল কমনীয়তায় প্রবল- পুরো কবিতায় এ লাইনটিকেই আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়েছে। অবশ্য "আজ কাছে নেই আমার সেই উচ্ছ্বাস হতে চাওয়া সেই জাদুকর" - এই লাইনটিতে যে বিরহের হাহাকার প্রকাশ পেয়েছে, তাও অনবদ্য।
কবিতায় ১৮তম ভাল লাগা + +

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আপনি প্রায় সবসময়'ই আমাকে সারপ্রাইজ দেন!!
নিজের বেশ আগের লেখাগুলো তে আপনার অতটা যত্নশীল মন্তব্য, প্রায় সব লেখকের জন্যই আনন্দের !!!

ভালোলাগার প্রকাশ এবং ১৮তম ভালোলাগার জন্য কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.