নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
কেউ কেউ কবিতায় ভাসে ভাসায় ,কারো যাদু গদ্যে !
কেউবা হয়ে উঠেন সব্যসাচী শব্দের পর শব্দ সাজিয়ে তোলা কারিগড় সব ।
একজন শরীফ তমাল ,সামহুয়ার ইন ব্লগের "শতদ্রু এক নদী " নামে ই একটু বেশি আদৃত বেশি আরও একটু কাছের;
সাবলিল লেখার হাত ছাড়াও ব্লগারদের সাথে চমৎকার মিথস্ক্রিয়া ও অন্যতম কারন ।
স্নেহ নিম্নগামী! বয়সে দেড়যুগ ছোট হবার কারনেই হয়ত স্নেহান্ধ একজন হিসেবে ____
আমার কাছে "দুনিয়া কাঁপানো সাতদিন " শিরোনাম হয়ে উঠার মত একজন " শতদ্রু এক নদী "
তমালের কবিতা আমায় মুগ্ধ করে ,কিন্তু কবি পরিচয়ে র চাইতে লেখক নিজের গদ্যর শৈলীতে সবসময় ই মুগ্ধতা বেশী প্রকাশ করেন
একজন খাঁটি গুণমুগ্ধ ভক্তের পরিচয় দিতে আজকের বই কথনে থাকছে তার গল্পের সমাহার;
"এন্ড দেন আই ডিসাইডেড টু.... "
"শিরোনামে" ছয়টা ছোট গল্প নিয়ে একটা বই ;
প্রতিটা গল্পের প্রেক্ষাপট , সময়কাল, লিখন শৈলী ,ভাষা এমন কি গল্পের গাঁথুনি ও পরস্পরের থেকে একেবারেই আলাদা
আবার সবগুলো লেখাই ঠিক মোহনায় এসে তৈরি করেছে অপূর্ব এক সুরের ঐক্যতান! সেই মোহনা হল ,মানবিকতা মমত্ববোধ আর এই ক্ষণিকের পৃথিবীর প্রতি অসীম ভালোবাসা , এবং আদিমতম উপসর্গ " মায়া" !
মানব জন্মের আবর্তে : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সরল গুহাবাস থেকে একজন সভ্যতার ছোঁয়ায় পাল্টে যাওয়া নিবু যেমন করে ফিরে যায় তার তরুর কাছে ,জীবনের সব রঙের কৌটা তার পায়ে নৈবদ্য রাখতে ; তেমনি
এন্ড দেন আই ডিসাইডেড টু কিক মাইসেলফ আউট অব হেভেন:
গল্পে এসে একেবারেই আমার মত আমার আপনার প্রতিদিনের কথকতার ছলে সে অভিমানী আর আতংকগ্রস্থ কন্ঠে বলে উঠে "
#এমন বেহেশতেই আমি থাকতে চাই না যেখানে আমি আমার দুনিয়ার প্রিয় ভালোবাসার মানুষের হাত ধরে বসে থাকতে পারবো না "
#" প্রতিটি জন্মে আমাদের গল্পের শেষে লেখা থাকবে যে আমরা একসাথে হাতে হাত রাইখা হাসিমুখে মরবো"
আকর্ষণীয় ঢঙ এ বলা (একেবারেই আউট অব বক্স থিংকিং যাকে বলে )
তাছাড়া আলাপচারিতায় লেখক তার অতি উচ্চমার্গের রসিকতা বোধ এর প্রমান ও রেখেছেন প্রায় প্রতি ছত্রেই ।
রাজরক্ত : এখানে উঠে এসছে শাসক হিসেবে একজন সাধারনের ভালোবাসা না পাবার যন্ত্রণা , রাজরক্তের দাম্ভিকতা ,কূটচাল এবং নিশংসতা ।
অতপরঃ একজন সম্রাট মুরসিলির সাধারণ মানবিক মানুষ হিসেবে রা এর কাছে ফিরে আসা ।
দেশীয় সায়েন্স ফিকশনগুলো অধিকাংশ (অবশ্যই আমার ক্ষুদ্র পাঠের অভিজ্ঞতায় ) হবার কারনেই কিনা জানি না আমার কাছে একটু কাঠখোট্টা লাগে ,তুলনা হিসেবে জাফর ইকবাল এবং হুমায়ূন আহমেদ এর সায়েন্স ফিকশন এর কথা বলা যায় ।
হুমায়ূন এর লেখা গুলোর মাঝে কোমলতা অনেক । (স্বীকার করে নিচ্ছি আমি কূয়োর ব্যাঙ ,খুব বেশি পাঠের অভিজ্ঞতা নেই )
এবারে লেখকের সাইন্স ফিকশন পয়গম্বরে আসি :
চিত্রসিঁথি আর প্রবাল এই প্রধান দুই চরিত্রের নামকরণেই মন কেঁড়ে নেয় !
তোকে নয় ,খুঁজে ফিরছি নিজেকেই : এই সময়ের কথন যেন , লেখায় আপনি আমি ,কবিতা টি,এস,সি , কৃষ্ণচূড়া ধান শালিক এর জীবন এর সাথে ব্রিটিশ কাউন্সিলের না ফুরুনো রাস্তা আর বিচ্ছেদ ,এসব কিছুই আছে এই গল্পে ।
মেঘের জন্য রুপকথাঃ শেষের গল্পটা রুপকথা চুপকথা র ,ভীষণ ব্যস্ত অস্থির এই সময়ের সব শিশুদের অতলান্তিকের লুকিয়ে থাকা ইচ্ছার প্রতিফলন । শিশুদের চাইতে বাবা মায়ের এই রূপকথায় হারিয়ে যাওয়াটা বেশি জরুরী ,তাতে করে বাঘ আঙ্কেল থেকে শুরু করে রাজারানী সবাই নিজেদের শৈশব ফিরে আমাদের ভবিষ্যৎ "ফিল্ডমাস্টার গুন্ডু ম্যাও " আর "লিটল প্রিন্সেস বার্বি দ্য ঢঙ্গী" দের আর একটু বেশি মানবিক মানুষ হিসেবে
আমাদের এই আজন্ম প্রিয়
প্রায় সব ভাবেই ফিরে আসতে চাওয়া
এই পৃথিবীতে রেখে যেতে পারব ! লেখকের মত করেই না হয় বলি ....
And then i decided to kick myself out of heaven ... For our chosen earth ,where after every cycle of life ,in the conclusion these words would be most suitable ,
"And then they lived happily ever after .... "
১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোস্তাফা সোহেল আপনার ভালোলাগা প্রকাশের জন্য !!
ব্লগারদের লেখা বই হিসেবে হাতে নিয়ে পড়া সবসময়ই আমার কাছে আনন্দের ,সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক সেই প্রত্যাশা
শুভকামনা নিরন্তর !
২| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৭
মো: খায়রুল ইসলাম বলেছেন: ভালোই লাগলো পড়ে।
১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১
মনিরা সুলতানা বলেছেন: বিনীত ধন্যবাদ মোঃ খায়রুল ইসলাম ,আপনার ভালোলাগা প্রকাশের জন্য !!
শুভ কামনা অনিঃশেষ
৩| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০
তানবীর রামিম বলেছেন: অসাধারণ প্রকাশভঙ্গি। রিভিউটা ভালোই ছিলো, বইটা পড়ার প্রতি আগ্রহ বেড়ে গেলো।
১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত তানবীর !!
আপনার মন্তব্যে ভালোলাগা , আশা করছি বই পাঠে আপনার অনুভূতি ও আনন্দময় হবে ।
আপনার ব্লগ ভ্রমন আনন্দময় হোক
৪| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
অতৃপ্তচোখ বলেছেন: শুভকামনা রইল দুজনের প্রতিই। দুজনই চমৎকার লিখেন। ভালো লাগলো আপনার বিশ্লেষণ।
১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আপনাকে !
শুভকামনা আমার পরবর্তী লেখার পাথেয় হয়ে রইলো ,আমার লেখায় আপনার ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা ।
শুভাশিস রইলো
৫| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
কলমের কালি শেষ বলেছেন: ছোট্ট লেখায় রিভিও সুন্দর হয়েছে ।
ওনাকে এখন দেখা যায় না কেন ব্লগে ?
১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আজকাল অন্যের লেখা নিয়ে বড় লেখা কেউ পড়বে কিনা ভেবে সিন্ধান্ত হীনতায় ছোট্ট করে লেখা , তাছাড়া এর বেশি লিখে ফেললে তো আসল বই পড়ার আগ্রহ থাকবে না ।
ধন্যবাদ লেখার প্রশংসা করার জন্য !!!
হয়ত পুরানো অন্য ব্লগারদের মত ব্যক্তিগত ব্যস্ততা বেড়েছে বিধায় ব্লগে সময় দিতে পারেন না ।
শুভকামনা কলমের কালি
৬| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
উনি ব্লগে আছেন এখন?
১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৭
মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্যে ভালোলাগা গাজী ভাই !!!
ব্লগে তো আজকাল দেখি না বহুদিন হয়ত বা সাধারন গৃহস্থ হয়ে গৃহস্থালি সামলাচ্ছেন অথবা চাঁদের ডগায় ঘ্যাঁসের বিন্দু খুঁজতে নেমেছেন পরবর্তী কাব্য গ্রন্থের জন্য
৭| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যারা ছদ্ম নামে ব্লগিং করেন, তাদের কারো আসল নাম জানিনা। তাই অনেক প্রিয় ব্লগারের বই কিনতে পারিনি । এটাও কেনা হয়নি।
১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৫
মনিরা সুলতানা বলেছেন: হুম , এই জন্য বই মেলার সময় স্টিকি পোষ্ট টা খুব কাজে দেয় তখন ;
রকমারি তে ও পাবেন আশা করছি ।
ধন্যবাদ লিটন ভাই মন্তব্যের জন্য , শুভ কামনা
৮| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
নদী যেমন বহমান, তেমন বহমানতা যেন বই লেখকের লেখার প্রতিটা বাঁকে । যেটুকু বুঝলুম শতদ্রুর মতো কলকল করে বইয়ে দেয়া আপনার রিভিউয়ের লাইনগুলোতে ।
........এন্ড দেন আই ডিসাইডেড টু বাই ওয়ান ইন দ্য ফার্স্ট কাপল অব ডেজ অব দ্য বুক ফেয়ার'১৭ বাট ইট ওয়জ লাইক দ্য রিভার শতদ্রু হুইচ হ্যাড ফ্লোন এ্যাওয়ে ফ্রম মি । আই ক্যুডন্ট রিচ ইট । স্যরি ....................
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জী এস ভাই কোমলতায় ভরা মন্তব্যের জন্য !
আমার ও বেশ কিছু প্রিয় লেখকের বই এভাবে সংগ্রহ করা হয় নি ..
রকমারি তে এখন ও পাওয়া যাচ্ছে বইগুলো ,খোঁজ নিয়ে দেখতে পারেন ।
শুভ কামনা
৯| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪২
শোভন শামস বলেছেন: সুন্দর আর প্রাঞ্জল ভাষা, ভাল লেগেছে রিভিউ।
ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ লেখায় মন্তব্যে ভালোলাগা প্রকাশের জন্য !!
অনেক অনেক ভালো থাকবেন
১০| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর রিভিউ। বইটাও চমৎকার মনে হলো। শুভেচ্ছা দুজনকেই।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪০
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সোনাবিজ ভাইয়া !! রিভিউ আপনার ভালোলেগেছে জেনে আনন্দিত আমি ! বই টি আশা করছি আপনার ভালো লাগবে ।
শুভ কামনা আপনার জন্য
১১| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৬
খায়রুল আহসান বলেছেন: প্রাঞ্জল ও সাবলীল। রিভিউ ভাল লেগেছে।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: আহসান ভাই লেখার প্রশংসার জন্য ধন্যবাদ!!!
আপনাদের আন্তরিকতা সব সময় ই হৃদয় ছুঁয়ে যায় ,আমার সাধারন মানের লেখা কে ও আমি আপনাদের দৃষ্টিতে দেখে ভালোবেসে ফেলি ।
কৃতজ্ঞতা সব সময় পাশে থাকার জন্য ।
১২| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩২
সচেতনহ্যাপী বলেছেন: আমার ভাল লাগাদের একজন, শতুদ্র।।
পয়সার বিনিময়ে বিকিয়ে যাচ্ছে,জীবনের অনুভূতি গুলি।।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫০
মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো শতদ্রুর প্রতি আপনার ভালোবাসা ।
হয়ত ঠিক পয়সাটাই মুখ্য নয় ,হয়ত নিজের লেখা কে বই আঁকারে দেখার শখ ,ইচ্ছা ,বিলাসিতা বলা যেতে পারে ।
ধন্যবাদ ,অনেক অনেক শুভ কামনা !!!
১৩| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: স্যরি বোনটি, আমি আমার জীবনের সখ-আহ্লাদ বিসর্জন দেয়ার কথা বুঝিয়েছি।।
আমিই বুঝিয়ে বলতে পারি নি।।
শুভ কামনা।।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১:০৬
মনিরা সুলতানা বলেছেন: আমি দুঃখিত ভাইয়া কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নিতে হয় , সেই সৌজন্যতা টুকু ও দেখাই নি বলে
তবে " পয়সার বিনিময়ে বিকিয়ে যাচ্ছে,জীবনের অনুভূতি গুলি " আপনার এই অনুভূতি ও কঠিন সত্য !!
অনেক ভালো থাকুন
১৪| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৭
সুমন কর বলেছেন: রিভিউ খুব সুন্দর করে লিখেছেন। বইটির সাফল্য কামনা করছি।
১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুমন কর !!
ভালোলাগা প্রকাশে শুভেচ্ছা ।
১৫| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৭
জুন বলেছেন: শতদ্রু যখন দেন আই ডিসাইডেড লেখাটি ব্লগে লিখছিল তখনই সেটা আমি কপি করে সেভ করেছিলাম মনিরা । মনে হয়েছিল যদি ড্রাফট করে তবে এই অপুর্ব লেখাটি আমার প্রিয় থেকেও হারিয়ে যেতে পারে । এতেই বুঝে নাও কতখানি গভীরভাবে মন স্পর্শ করেছিল তার লেখাটি । আর তোমার রিভিয়ু যেন মানিকজোড় ।
পরবর্তী রিভ্যিউর অপেক্ষায়
+
১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০
মনিরা সুলতানা বলেছেন: জুন আপু তোমার মন্তব্য সবসময় তোমার মতই এত কোমল আর মায়া মন ছুঁয়ে যায় !!
বুঝতে পারলাম আপু তোমার ভালোলাগার গভীরতা ;
ধন্যবাদ আপু ভালোলাগা এত সুন্দর করে প্রকাশের জন্য
১৬| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯
বৃতি বলেছেন: বেশ ভালো বুক রিভিউ, মনিরাপু বইমেলার পর হয়ত লেখকরাও পাঠকদের কাছ থেকে পাঠ-প্রতিক্রিয়া আশা করেন। যারা সহব্লগারদের বই সংগ্রহ করেছেন, তাদের থেকে এরকম নির্মোহ রিভিউ পেলে লেখকরা নিঃসন্দেহে উৎসাহিত হবেন। তোমাকে ধন্যবাদ সেইসাথে বই এবং লেখকের সাফল্য কামনা করি।
১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর বৃতি মনি তোমাকে পেলাম ব্লগে, রিভিউতে ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা !
আমি খুব চাইছি এবারে যতগুলো বই হাতে এসছে সবগুলোর রিভিউ লিখতে ; বই মেলার সময় যেমন প্রকাশিত বই এর তালিকা হয় মেলা শেষে চমৎকার সব বই কথন ও আসতে পারে সহব্লগারদের কাছে থেকে তোমার সাথে এ ব্যাপারে সহমত ।
তোমাকে ও ধন্যবাদ চমৎকার মন্তব্য আর শুভ কামনার জন্য
১৭| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০০
আরণ্যক রাখাল বলেছেন: ওর লেখা গল্পের চাইতে কবিতা ভাল লাগে বেশি। আরও ভাল লাগে প্রবন্ধ আর সমালোচনা টাইপ লেখাগুলো।
বইমেলা থেকে বহু দূরে বলে কিনতে পারিনি।
১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
মনিরা সুলতানা বলেছেন: আমি যে কোন পরিস্থিতিতে হাতে পেয়েছি আমি ই জানি , সে এক লম্বা ইতিহাস আরন্যক ।
আপনি রকমারি তে চেস্টা করে দেখতে পারেন সেখানে পাওয়া যাচ্ছে ,তমালের কবিতার বই "এই অদ্ভুত শহরে আমার নিজের কোন গল্প নেই শিরোনামে "। সমালোচনা ও ইতহাস বিষয়ক প্রবন্ধ লেখায় ও দক্ষতা প্রশংসনীয় তা সত্যি , কিন্তু আমার ওর কবিতাই বেশি ভালো লাগে
অনেক ধন্যবাদ আরন্যক চমৎকার মন্তব্যের জন্য !
১৮| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৭
ঢাকাবাসী বলেছেন: রিভিউ সুন্দর, শুভকামনা রইলো।
১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা ঢাকাবাসী !!
১৯| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: রিভিউ ছোট করে হলেও খুব ভালো দিয়েছেন আপু।
উনাকে দেখিনা ব্লগে বহুদিন।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:০২
মনিরা সুলতানা বলেছেন: হুম বহুদিন হয় শতদ্রু সামু তে লিখে না ;
ছোট করে না দিয়ে উপায় কি বলেন আপা , আকর্ষণীয় লেখা না হলে বড় কেউ পড়তেই চায় না , হাহাহা ।
ধন্যবাদ রুহী আপু লেখাকে ভালো বলার জন্য
অনেক অনেক শুভকামনা
২০| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮
বাকরখানি বলেছেন: উনি তো ভাল ব্লগার ছিলেন, এখন ব্লগান না কেন? কেউ জ্বালাইছিল নাকি ওনারে?
১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৯
মনিরা সুলতানা বলেছেন: ঊণী ভাল ব্লগার মানে ,উনি ভালো লিখেন ;আপনার উনার লেখা ভালোলাগে ;আশা করছি উনার বই ও আপনার ভালোলাগবে !
রিভিউ ক্যামন হয়েছে জানতে পারলে আমার ভালোলাগত ;ভালো থাকবেন
২১| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
বাকরখানি বলেছেন, "উনি তো ভাল ব্লগার ছিলেন, এখন ব্লগান না কেন? কেউ জ্বালাইছিল নাকি ওনারে? "
-মনে হয়, বলতে চেয়েছিলেন, "চাঁদগাজী জ্বালাইছিল নাকি ওনারে? "
১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:২২
মনিরা সুলতানা বলেছেন: গাজী দ্যা গ্রেট কি আপনাকে এমনি এমনি বলি ; কী সুন্দর মনের কথা বুঝে ফেলেছেন ।
তবে বেশি বোঝা এবং বেশি বলা কারো বেশি বেশি মন্তব্যের জন্য আবার আমার এই ব্লগ বেশি উপযুক্ত না ।
ভালো থাকবেন !
২২| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:১০
বাকরখানি বলেছেন: রিভিউ ভাল হৈসে, বলতে ভুইল্লা গেসিলাম। উনারে জানায়েন।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে !
২৩| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৭
জেন রসি বলেছেন: ব্লগেই এই গল্প রিলেটেড পোস্টে অনেক মন্তব্য করেছিলাম। বেশ কিছু বন্ধুত্বপূর্ণ তর্ক বিতর্কও হয়েছিল মনে হয়! যাইহোক, আপনার রিভিউ পড়ে ভালো লেগেছে।
১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৭
মনিরা সুলতানা বলেছেন: খুব মনে আছে আপনাদের যুক্তি পালটা যুক্তি ,ব্লগের অন্যতম বর্ণিল সময়ের গল্প সেটা ।
রিভিউতে ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ রসি ভাই
২৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৩
সোহানী বলেছেন: অসাধারন বুক রিভিউ মনিরা। বইটা পড়ার আগ্রহ বেড়ে গেল কিন্তু এ মুহূর্তে কিভাবে পাবো? হয়তো কোন একসময় সুযোগ পেলে পড়ে নিব।
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু আপনার মন্তব্যে অনেক ভালোলাগা !!
আশা করছি সংগ্রহে পেলে আপনার পড়ে ভালোলাগবে ,শুভ কামনা সোহানী আপূ
২৫| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: একটি বই একজন লেককের একক ভাবনার ফসল , সেই বই এর বিষয়গুলিকে পর্যালোচনা করে অল্প কথায় অগনিত পাঠকের কাছে তুলে ধরা সে চাট্টিখানি কথা নয় । যেমন করতে হয় পাঠ তেমনি করতে হয় চিন্তা । লিখার বিষয়বস্তুগুলিকে শত পাঠকের মস্তিকের মধ্যে করতে হয় সঞ্চালন ।
এই পুস্তক রিভিউটি পাঠে মনে হল যেন পুরা বইটির একটি জীবন্ত বর্ণনা সঞ্চালিত হয়েছে আমার মত অগনিত পাঠকের অন্তরে । বইটি করা হয়নি পাঠ , তার পরেও এই পর্যালোচিত পুস্তকটির ভিতরে থাকা নির্যাস চেতন কিংবা অবচেতনভাবেই পাঠককে করেছে পুস্তকটি পাঠে আকাংখীত বিপুলভাবে ।
একটি পুস্তক পর্যালোচনায় ভাষার তো প্রয়োজন অবশ্যই । তবে সে ভাষাকে বিষয়বস্তুর ভিতরে সীমাবদ্ধ রেখে নীজস্ব কথামালায় সেগুলিকে বিমুর্ত করা সে যে কতখানি মুন্সিয়ানার কাজ তা সহজেই বুঝা যায় পর্যালোচনাটি পাঠে । পুস্তকভুক্ত বিষযাদির বিবরণ, তুলনা অঙ্কন, ব্যাখ্যা ও মূল্যায়ন করে উপস্থাপন করা সে এক কঠীন কাজই বটে । একটি পুস্তক পর্যালোচনায় কত যে প্রয়োজন অধ্যয়ন, চিন্তা ও ধ্যানমগ্ন হওয়া সে কথা চিন্তা করলে মনে পড়ে যায় অনেকদিন আগের কোন এক লিখায় দেখা একজন পুস্তক পর্যালোচনাকারী নারীর কথা ( নীচের ছবি ) যাকে একটি পুস্তক পর্যালোচনা করতে গিয়ে কাটাতে হয় ধ্যানমগ্ন সময় অনেকটা ।
ইউজিন দে ব্লাস্ (Eugene de Blaas) -এর একটি ধ্যানমগ্ন মুহূর্ত (A Pensive Moment) (১৯০৪)
শরীফ তমালের এন্ড দেন আই ডিসাইডেড টু... গ্রন্থের কথা বলতে গিয়ে লেখকের কাব্যগুণের প্রসংসা করে পাঠক সমাজের কাছে তার একটি কাব্যিক ইমেজ সৃস্টি পুর্বক সুন্দরভাবে তাঁর বই এর মধ্যে পাঠককে টেনে নেয়া হয়েছে একটি সন্মোহিনী আবেশে । বই এর ছয়টি গল্পের সবকটিই নিয়ে বলা হয়েছে কথা সুন্দরভাবে । জানা গেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সরল গুহাবাস থেকে একজন সভ্যতার ছোঁয়ায় পাল্টে যাওয়া নিবু কেমন করে ফিরে যায় তার তরুর কাছে ,জীবনের সব রঙের কৌটা তার পায়ে নৈবদ্য রাখে। তেমনি ভাবে এন্ড দেন আই ডিসাইডেড টু কিক মাইসেলফ আউট অব হেভেনে প্রতিদিনের কথকতার ছলে সে অভিমানী আর আতংকগ্রস্থ কন্ঠে বলে উঠে এমন বেহেশতেই আমি থাকতে চাই না যেখানে আমি আমার দুনিয়ার প্রিয় ভালোবাসার মানুষের হাত ধরে বসে থাকতে পারবো না । আকর্ষণীয় ঢঙ এ বলা গল্প কথায় লেখক আলাপচারিতায় অতি উচ্চমার্গের রসিকতার প্রমান রেখেছেন দারুনভাবে । রাজরক্তের কথায় উঠে এসছে শাসক হিসেবে একজন সাধারনের ভালোবাসা না পাবার যন্ত্রণা , রাজরক্তের দাম্ভিকতা ,কূটচাল এবং নিশংসতা । সবশেষে মেঘের জন্য অস্থির এই সময়ের সব শিশুদের অতলান্তিকের অতলে লুকিয়ে থাকা ইচ্ছার প্রতিফলন সবই তুলে ধরা হয়েছে সুন্দরভাবে ।
অনেক ধন্যবাদ আমার পাঠ না করা একটি বই এর বিষয়বস্তুকে সুন্দরভাবে আমার মনোজগতে সঞ্চালিত করে দেয়ার জন্য ।
শুভেচ্ছা রইল ।
২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৩
মনিরা সুলতানা বলেছেন: বুক রিভিউ হোক বা নিজের কথা যে কোন লেখাতেই লেখকের প্রাপ্তি পাঠকের "অনুরণন "
আপনার মত বিদগ্ধজনে পাঠক পেয়ে লেখায় পূর্ণতা আসে মনে হয় ।
অনুরণন এ শুভেচ্ছা এবং তার চমৎকার প্রকাশে কৃতজ্ঞতা !
২৬| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৯
এম ডি মুসা বলেছেন: রিভিউ সুন্দর, শুভকামনা রইলো।
২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ MdMusa রিভিউ পাঠে !!
ভালথাকবেন ,শুভ কামনা
২৭| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: রিভিউ সুন্দর হয়েছে আপি!
একজন শরীফ তমাল ও আপনার জন্য শুভকামনা রইলো!
২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রহমান ! কার না ভালোলাগে প্রশংসা ,আমি আনন্দিত
শুভ কামনা !!!
২৮| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৮
মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল লাগল আপু । ইচ্ছা রইল বইটি পড়ার।
তবে আমার কাজ যাহা হয় তাহা আমার নিজের ইচ্ছায় হয় না। সবই হয় আমার অবচেতন মনের নিয়ম অনুসারে, মানুষস্বরূপ আমার ইচ্ছায় নহে । শুধু নিজের ইচ্ছার অস্থিরতাটুকুই রয়ে যায় । মাঝখানে সৃষ্ট শূন্যতা শুধু বলে কি যেন একটা যেন ছিল।
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৪
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত মুশি-১৯৯৪!
ইচ্ছেরা থাকুক মনের কোনে ,অস্থিরতা আর শূন্যতাই ইচ্ছের পূর্ণতা দেবে ।
ভালো থাকুন ,শুভ কামনা
২৯| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৩
শুকনা মরিচ বলেছেন: বাহ - তুমি কি সুন্দর নিয়মিত লিখো
আমি আজকে বহুদিন পর ব্লগে ঢুকলাম
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১:০৫
মনিরা সুলতানা বলেছেন: ওয়েলকাম ব্যাক মরিচ আপা !!
খুব নিয়মিত শুধু একটা জিনিস ই করি "পড়ি "
মন্তব্য বা পোষ্ট খুব কম , তারপর ও এই আছি ই
অনেক ভালোলাগল রে
৩০| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: " শতদ্রু এক নদী "ই যে শরীফ তমাল এটা বুঝতে পারিনি, তাই বইটি সংরহ করিনি। এখন আফসোস হচ্ছে।
(ছদ্ম নামে লিখার এই এক অসুবিধা!)
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০
মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া !!
অনেক প্রিয় লেখকের বই ও আমার এবারে সংগ্রহ করা হয়ে উঠে নি ; সেটা নিয়ে আমার ও আফসোস আছে ।
শুভকামনা লিটন ভাই
৩১| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫২
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা !!
লেখা পড়ে মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
৩২| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২০
ডঃ এম এ আলী বলেছেন: দেখতে এসেছিলাম নতুন কিছু আছে কিনা।
শুভেচ্ছা রেখে গেলাম ।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪
মনিরা সুলতানা বলেছেন: বৈরাগ্য সাধনে মুক্তি ;
সে আমার নয় !!!
মাঝে মাঝে বৈরাগী হতে ইচ্ছে করে সব ছেড়েছুড়ে কিন্তু সত্যি কি তা সম্ভব ? তাই বারবার ফিরে আসি
শীঘ্রই নতুন কিছু নিয়ে ফিরে আসব ; শুভেচ্ছা প্রকাশে আনন্দিত ভাইয়া ।
৩৩| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, নতুন লেখা দেখার অপেক্ষায় রইলাম ।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আলীভাই !!
৩৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮
মনিরা সুলতানা বলেছেন: আপনার ও আপনার পরবারের সবার জন্য ও নতুন বছরের শুভেচ্ছা
৩৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪
সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর রিভিউ।
বইটা সংগ্রহ করতে হবে।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত জাহাজি !!
অনেক ধন্যবাদ আপনার ভালোলাগা প্রকাশের জন্য
৩৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, আপনার পরিবারের সকলের জন্যও নববর্ষের শুভেচ্ছা রইল ।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৬
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা আলীভাই
৩৭| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৪
রিফাত হোসেন বলেছেন: "And then they lived happily ever after .... "
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯
মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যের জন্য ধন্যবাদ রিফাত
৩৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেক দিন হলো, একটা নতুন পোস্ট দেন!
১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ; আশা করছি ভালো আছেন !
মনে হচ্ছে লিখতেই ভুলে গেছি
শুভ কামনা
৩৯| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: শতদ্রু কোথায় হারিয়ে গেলেন ? তার উপস্থিতি মিস করছি ।
১৫ ই মে, ২০১৭ রাত ৮:০০
মনিরা সুলতানা বলেছেন: শতদ্রু লেখায় সরব ; ব্লগে শতদ্রুর উপস্থিতি আমারা অনেকেই মিস করি ;
শুভ কামনা সেলিম ভাই
৪০| ১৩ ই মে, ২০১৭ ভোর ৫:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
কেমন আছেন আপুমনি
কবি এত নিরব কেন ?
১৫ ই মে, ২০১৭ রাত ৮:০৩
মনিরা সুলতানা বলেছেন: সদয় মন্তব্যে কৃতজ্ঞতা আলী ভাই !
ভালো আছি আল্লাহ র ইচ্ছায় ; আশা করছি আপনারা ও ভালো আছেন !
শুভ কামনা
৪১| ২১ শে মে, ২০১৭ রাত ১২:০২
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিউ শুভ কামনা রইল
৩১ শে মে, ২০১৭ রাত ১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: মাহে রমজানের শুভকামনা
৪২| ৩১ শে মে, ২০১৭ দুপুর ২:৫৭
বিজন রয় বলেছেন: মনিরা আপা কেমন আছেন?
নতুন পোস্ট দিন।
৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৮
মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি ! অনেকদিন পর আসলাম ,জমানো লেখা গুলো শেষ করি তারপর
আশা করছি ;আপনি ও ভালো আছেন !
৪৩| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
বুক রিভিউ পড়ে ভাল লেগেছে আপা । ধন্যবাদ
ভালো থাকুন ।
৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত কবীর !!
শুভ কামনা
৪৪| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ আপা,
ভাল থাকুন ।
৩১ শে মে, ২০১৭ রাত ১১:০০
মনিরা সুলতানা বলেছেন: আপনিও ভালো থাকুন ! শুভ কামনা ।
৪৫| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩২
বে-খেয়াল বলেছেন: সুন্দর পোষ্ট, লেখায় ভাললাগা রইলো।
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৩৮
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত খেয়াল !!!
শুভকামনা সহ ধন্যবাদ
৪৬| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:০৭
সত্যের ছায়া বলেছেন: পড়তে আগ্রহ জাগল, কিন্তু হাতের কাছে নেই।
১৩ ই জুন, ২০১৭ রাত ১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: আশা করছি অনলাইনে কিছু পাবেন এই গল্পগুলো ;
পাঠে এবং মন্তব্য ধন্যবাদ !
৪৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০
করুণাধারা বলেছেন: একজন গুণমুগ্ধ ভক্তের লেখা দারুন রিভিউ। রিভিউ খুব বড় করে লেখা নয় কিন্তু রিভিউ পড়ে আগ্রহ জন্মাল গল্পগুলো পড়ার।
ধন্যবাদ মনিরা সুলতানা। শুভেচ্ছান্তে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে পেয়ে অভিভুত করুণাধারা আপু
ছোট গল্পের বই ছিল, এর বেশি লিখলে আর বই কেনার ই প্রয়োজন হত না ,তাই ছোট করেই লেখা ।
আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০২
মোস্তফা সোহেল বলেছেন: বুক রিভিউ পড়ে অনেক ভাল লাগল। আপনার এই রিভিউ পড়ে অনেকেই বইটিে ব্যাপারে আগ্রহী হবে।