নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভার অনাহূত এক ক্ষয়ে যাওয়া বিকেলে
তোমার ছিলো অসহ্য যন্ত্রণা লুকানোর ব্যর্থতা ;
চশমার আড়ালে রক্তাভ অসহায় দৃষ্টি র অরন্য স্নানে
আমি অগ্নিতে আত্মহূতি দেয়া পতঙ্গের আনন্দের মানে বুঝেছিলাম ।
কপাল ছুঁয়ে দুলছুট বাদলের কৃষ্ণাভ চুল পরিপাটি সাজাতে না পারার বেদনায় ছিল
তৃষ্ণার্ত এক বেদুঈনের তৃষ্ণার স্বাদ;
ডুব ডুব পান কৌড়ী মন চোখে তার টিয়া পাখির সবুজ জমাতে পারে ক্যাবল
হৃদয় আঙিনা সমুদ্রসফেন ।
নুন চাল আর পরিপাটি শাড়ীর ভাঁজে সুখ খুঁজে নেয়া কেউ ;
শুদ্ধস্বরে রাগ আহীয় ভৈরব আর অস্তাচলের রংতুলি র শিখা হতে পারার শিহরণ টের পায় ?
বৃষ্টি স্নাত আনমনা সেই তরুণের ভেজা চুলের ঝরে যাওয়া
শঙ্খ ফোটায় ষড় ঋতু তে এনেছে কাব্যতা ;
তোমার আনন্দ নত চুরি হয়ে যাওয়া দৃষ্টি আমাকে শিখিয়েছে
সুবাসিত দিনের মানে !
০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১২
মনিরা সুলতানা বলেছেন: আমার এই অনিয়মিত লেখা লিখির একমাত্র আনন্দ আপনাদের মত পাঠক এর মন্তব্য;
শুভ কামনা !!!
২| ০৭ ই জুন, ২০১৭ ভোর ৪:১১
তপোবণ বলেছেন: কবিতা পড়লাম ভালো লাগল। আরো ভাল লাগত যদি বুঝতে পাড়তাম।
০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৭
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগত !!
কবিতা পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা ; সহজ উপমায় লিখেছি ।আশা করছি পরবর্তী লেখায় আপনার আরো ভালোলাগা মন্তব্য পাবো ।
শুভ কামনা
৩| ০৭ ই জুন, ২০১৭ ভোর ৫:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: কবিতা পড়লাম, আপনার শব্দের গাঁথুনি দেখলাম।
কবিতা ভালো বুঝিনা তারপরো ভালো লেগেছে পড়তে।
০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২১
মনিরা সুলতানা বলেছেন: রুহী আপু কি যে বলেন ; আপনি এত সুন্দর করে ভ্রমন কথা লিখেন কবিতা অবশ্যই বোঝেন ,হয়ত আমি ই লেখায় ভা ফোঁটাতে ব্যর্থ হয়েছি । পাঠে ভালোলাগা প্রকাশে ধন্যবাদ ।
শুভ কামনা
৪| ০৭ ই জুন, ২০১৭ ভোর ৫:৩১
সামু পাগলা০০৭ বলেছেন: বোঝার জন্যে বেশ কবার পড়লাম! অসাধারণ! ইউনিক একটি কবিতা মনিরা আপু!
শুভকামনা!
০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ সামু পাগলা কে ;মন ভালো করা মন্তব্য !!
আপনার জন্য ও শুভ কামনা
৫| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর !
আপনার জন্য শুভেছা ।
৬| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভয়ংকর রকম সুন্দর, পু। আমার পড়া তোমার সেরা কবিতার মধ্যে একটি।
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৫৯
মনিরা সুলতানা বলেছেন: তুই এভাবে না বললে আমার লেখাগুলো হয়ত বাক্সবন্দী ই থাকত !!
তবে আজকাল দেখছি আমার লেখাগুলো আমি শব্দবন্দী করার আগেই তোর কলমে ভর করে ।
অনেক অনেক ভালোথাকিস ।
৭| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর !!
শুভ কামনা
৮| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:০৩
দাহকাল বলেছেন: আমি নিতান্ত্যই একজন পাঠক, কখন মন্তব্য করার গুরুত্ব অনুধাবণ করিনি, কিন্তু হঠাৎ-হঠাৎ আপনার বৈরাগ্য আর নিভৃতে পলায়ণের বিষয়টি নিয়ে না বলে পারলাম না। যখনি আপনার লিখাগুলি পড়ি মনে হয় একটা প্রবাহিত নদীর মত অনন্তকাল ধরে বয়ে চলছি, বলতে পারেন আমার চিন্তার খোড়াক জুগিয়ে চলে আপনার লিখাগুলি। তাই এবার মন্তব্য না করে আর পারিনি।
আপনার লিখাগুলি গদ্য/পদ্য বা আমাদের প্রচলিত সাহিত্যর ধারা গুলি থেকে অনেক বেশি স্বাতন্ত্র। যার অর্থ বুঝা যতটানা জরুরি তাঁর চেয়ে "ডুব ডুব পান কৌড়ী মন" "নুন চাল আর পরিপাটি শাড়ী" শব্দগুলি বেশি অনূভবের। অনেক কিছুই বলার ছিল আপনার লিখার ঢং আর অলঙ্কার নিয়ে কিন্তু প্রিয় কিছু নিয়ে বলতে গেলে আমি সব কিছু গুলিয়ে ফেলি তাই এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ভালো থাকুন আর নির্ভাবনায় কাটুক সময়-অসময়।
০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত দাহকাল !!
যে কোন লেখকের জন্যই আপনার মত একজন পাঠক পাওয়া লেখক জীবনের অনেক বড় প্রাপ্তি ; আর আমার মত শখের লেখিয়ের জন্য তো অনেক টাই বিলাসিতা । আপনার পাঠ বিশ্লেষন এবং আমার লেখায় ভাললাগা প্রকাশ আমাকে মুগ্ধ অভিভূত করেছে ।
" হঠাৎ-হঠাৎ আপনার বৈরাগ্য আর নিভৃতে পলায়ণের বিষয়টি নিয়ে না বলে পারলাম না "
সত্যি বলতে কি এর দায় আমি এড়াতে পারি না ;মাথা পেতে নিলাম ।
অনেক ধন্যবাদ একজন অনিয়মিত লেখকের লেখা পড়ে মন্তব্য করার জন্য ।
শুভ কামনা
৯| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩৯
পুলহ বলেছেন: রক্তাভ অসহায় দৃষ্টি, ভেজা চুলের ঝড়ে যাওয়া শঙ্খ ফোটা বা আনন্দ নত চুরি হয়ে যাওয়া দৃষ্টি দেখে জোয়ারের মত প্রেম এসেছে কারো হৃদয়ে-- এমনটাই কি বোঝাতে চেয়েছেন আপু?
দাহকাল এর মন্তব্যের "যার অর্থ বুঝা যতটানা জরুরি তাঁর চেয়ে "ডুব ডুব পান কৌড়ী মন" "নুন চাল আর পরিপাটি শাড়ী" শব্দগুলি বেশি অনূভবের.... " অংশটুকুতে লাইক।
২য় আর ৩য় লাইনে 'লুকানো' শব্দটা দুইবার এসেছে। কোন প্রতিশব্দ কি ব্যবহার করা যায়? লেখক ভেবে দেখতে পারেন।
"ভেজা চুলের ঝড়ে যাওয়া শঙ্খ ফোটা..." ঝড়ে-< ঝরে হবে সম্ভবত।
উপমাগুলো অন্যরকম। মনিরা আপুর ক্ল্যাসিকাল উপমাগুলোর মতই অন্যরকম সুন্দর !
০৭ ই জুন, ২০১৭ রাত ১১:২৯
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসার জোয়ার ছিলোই ,রক্তাভ অসহায় দৃষ্টি র উস্কানি তাই উপেক্ষা করা অসম্ভব হয়ে পরে আর তাই প্রকৃতি ও সে অভিন্ন ।
আপনি বলার পর ৩য় লাইনে লুকানো শব্দ টা বাহুল্য মনে হল কেটে দিলাম
আর "ঝরে " ঠিক করে দিয়েছি ; ধন্যবাদ !
অনেক অনেক শুভকামনা ।
১০| ০৮ ই জুন, ২০১৭ ভোর ৫:০৬
ধানিলংকা বলেছেন: আমি এর আগে আপনার লেখা পড়িনি, কিন্তু আমি আজকে আপনার এই কবিতাটা পড়ে আমি সত্যি অনেক মুগ্ধ হলাম। আপনার শব্দের গাঁথুনি অনেক মন মুগ্ধকর
পড়ে মনে হচ্ছে কাউকে নিয়ে ভেবে লিখেছেন কবিতাটা, যে আপনার পছন্দের।
আপনাকে প্রতি অনেক শুভ কামনা রইল
ভালো থাকবেন।
০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৪২
মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে মুগ্ধতা প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ !
আপনাকে শুভেচ্ছা ।
১১| ০৮ ই জুন, ২০১৭ সকাল ৯:০৬
পার্থিব লালসা বলেছেন: সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভার অনাহূত এক ক্ষয়ে যাওয়া বিকেলে
তোমার ছিলো অসহ্য যন্ত্রণা লুকানোর ব্যর্থতা ;
চশমার আড়ালে রক্তাভ অসহায় দৃষ্টি র অরন্য স্নানে
আমি অগ্নিতে আত্মহূতি দেয়া পতঙ্গের আনন্দের মানে বুঝেছিলাম ।
আমার অসম্ভব ভাললাগা জানবেন
ধন্যবাদ
০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা !
শুভ কামনা আপনার জন্য ।
১২| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসা, নাকি পুলকিত হওয়ার অনুভুতি?
০৮ ই জুন, ২০১৭ রাত ১০:০৮
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা না থাকলে পুলক কি আসে?
শুভ কামনা!
১৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভার অনাহূত এক ক্ষয়ে যাওয়া বিকেলে
তোমার ছিলো অসহ্য যন্ত্রণা লুকানোর ব্যর্থতা ;
চশমার আড়ালে রক্তাভ অসহায় দৃষ্টি র অরন্য স্নানে
আমি অগ্নিতে আত্মহূতি দেয়া পতঙ্গের আনন্দের মানে বুঝেছিলাম ।
কপাল ছুঁয়ে দুলছুট বাদলের কৃষ্ণাভ চুল পরিপাটি সাজাতে না পারার বেদনায় ছিল
তৃষ্ণার্ত এক বেদুঈনের তৃষ্ণার স্বাদ;
ডুব ডুব পান কৌড়ী মন চোখে তার টিয়া পাখির সবুজ জমাতে পারে ক্যাবল
হৃদয় আঙিনা সমুদ্রসফেন ।
অসাধারণ কথামালায় রচিত কবিতা । ইদানিং প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে পরিচিত জনদের কথা । পরিচিতদের কলতানে ঘুম ভাঙা যেন হয়ে উঠছে রূপকথার গল্প ৷ পরিচিত জনদের মাঝে কোথায় যেন রয়ে গেছে অসহ্য যন্ত্রণা লুকানোর ব্যর্থতা।
কোন এক বিষাদের প্রভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে চেনা-জানা বহুকিছু , ভুবন ভরিয়ে দেয়া নয়, বরং আমাদের ভুবনের এই সাংস্কৃতিক অঙ্গনকে নীজ সুকুমার সৃস্টি দিয়ে রক্ষা করে চলেছে একদল গুণী কবি , যেন ডিম ফুটে বের হওয়ার আগেই বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে নুন চাল আর পরিপাটি শাড়ীর ভাঁজে সুখ খুঁজে নেয়া কেউ ; শুদ্ধস্বরে রাগ আহীয় ভৈরব আর অস্তাচলের রংতুলীর শিখা হতে পারার শিহরণ টেনে তুলে ।
উত্তর ভারতীয় রাগ আহীয় ভৈরব সঙ্গীত পদ্ধতিতে শুদ্ধস্বরে ঋষভ ও নিষাদ কোমল বৈশিষ্ট মাখা গম্ভীর প্রকৃতির মাঝে মনে করিয়ে দিচ্ছে ঔচিত্যটাকে । মনে হল আহীয় ভৈরব আর মিশ্র রাগের দ্যুতি ছড়ালেন আজকের এই পোষ্টের কবি । বিচিত্র রহস্যময় রাগ উপমার প্রয়োগ কবিতার ভাষাকে ও ভাবকে করেছে এক বিশেষ ভাব গাম্বর্ভিযে বৈশিষ্টময় ও দারুন অর্থবহ একটা কিছু ।
একেক টা রাগ রাগিনী আমার চোখে একেকটা মনুষ্যরূপ নেয় । ভৈরবী রাগের কথা শুনলে মনে হয় এক ঈশ্বরপ্রানা নারী , ভোরবেলা নদীতে স্নান করে জগত কর্তার নামগান করতে করতে ফিরছে বনপথ দিয়ে । আবার এই অাহীয় ভৈরব শুনলে আমার মনে হয় তৃষ্ণার্ত বেদুঈনের মত এক সংসার বৈরাগীকে যিনি সব তুচ্ছতার উর্ধে , যিনি ঈশ্বরকে জেনেছেন কিন্তু সুরদাসের মত দাস্যভাবে নয় , বিবেকানন্দের মত তেজোদীপ্ত ভাবে তিনি সত্যকে জানার ও প্রকাশের কামনা করেন । তবে এ একান্তই আমার কল্পনা , কবির মনে আহীয় ভৈরব নিয়ে ভিন্ন কল্পনাও থাকতে পারে , তবে আসলে কি তা জানার কৌতুহল রয়ে গেল ভীষনভাবে ।
এটা ঠিক আহীয় ভৈরব আর অস্তাচলের রংতুলির শিখা হতে পারার শিহরণ এখন সারা বিশ্বব্যাপী । এখন জলবায়ুতে অনেক পরিবর্তন সেখানে আমাদেরও এই ষড় ঋতুর দেশে জলবায়ুতে পরিবর্তন খুব ষ্পষ্ট, যা মানুষের বেলাতেও সুষ্পস্ট । ঋতু চক্রের পরিক্রমায় ঋতু পরিবর্তিত হচ্ছে তার আপন গতিতে। বর্ষাকালের আগমন আসছে আসছে করছে , বাংলা মাসের আজ ২৫ জেষ্ঠ , আষার মাস আসল বলে । ফুটা ফুটা বৃষ্টির আগাগুনা হয়েছে শুরু তাতেই বুঝিবা ভেজা চুলের ঝড়ে যাওয়া শঙ্খ ফোটায় ষড় ঋতুর এই বর্ষা আবাহনের জন্য এনেছে এই কাব্যতা যা আমাদেরকেও শিখিয়ে দিয়েছে সুবাসিত দিনের কাব্যকথার স্বরূপটা কেমন হতে পারে ।
অসাধারণ কবিতাটি প্রিয়তে গেল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
০৯ ই জুন, ২০১৭ রাত ১:২৮
মনিরা সুলতানা বলেছেন:
একেবারেই নিজস্ব কিছু নস্টালজিয়ায় লেখা কয়েক ছত্রের কবিতায় আপনার অসাধারন কাব্যিক বিশ্লেষণ আমার লেখা কে নিয়ে গেল অনন্য উচ্চতায় ; কৃতজ্ঞতা জানিয়ে আপনার এই মুল্যায়ন কে ছোট করার দুঃসাহস দেখালাম না ।
শুরু থেকেই কবিতা কে আপনি আত্মীয়করণ করায় অপরূপ শব্দ কারুকার্যে ;
অসাধারণ কথামালায় রচিত কবিতা । ইদানিং প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে পরিচিত জনদের কথা । পরিচিতদের কলতানে ঘুম ভাঙা যেন হয়ে উঠছে রূপকথার গল্প ৷ পরিচিত জনদের মাঝে কোথায় যেন রয়ে গেছে অসহ্য যন্ত্রণা লুকানোর ব্যর্থতা।
কোন এক বিষাদের প্রভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে চেনা-জানা বহুকিছু , ভুবন ভরিয়ে দেয়া নয়, বরং আমাদের ভুবনের এই সাংস্কৃতিক অঙ্গনকে নীজ সুকুমার সৃস্টি দিয়ে রক্ষা করে চলেছে একদল গুণী কবি , যেন ডিম ফুটে বের হওয়ার আগেই বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে নুন চাল আর পরিপাটি শাড়ীর ভাঁজে সুখ খুঁজে নেয়া কেউ ; শুদ্ধস্বরে রাগ আহীয় ভৈরব আর অস্তাচলের রংতুলীর শিখা হতে পারার শিহরণ টেনে তুলে
অসাধারন এক কথায় ;
===========================================================================
একেক টা রাগ রাগিনী আমার চোখে একেকটা মনুষ্যরূপ নেয় । ভৈরবী রাগের কথা শুনলে মনে হয় এক ঈশ্বরপ্রানা নারী , ভোরবেলা নদীতে স্নান করে জগত কর্তার নামগান করতে করতে ফিরছে বনপথ দিয়ে । আবার এই অাহীয় ভৈরব শুনলে আমার মনে হয় তৃষ্ণার্ত বেদুঈনের মত এক সংসার বৈরাগীকে যিনি সব তুচ্ছতার উর্ধে , যিনি ঈশ্বরকে জেনেছেন কিন্তু সুরদাসের মত দাস্যভাবে নয় , বিবেকানন্দের মত তেজোদীপ্ত ভাবে তিনি সত্যকে জানার ও প্রকাশের কামনা করেন । তবে এ একান্তই আমার কল্পনা , কবির মনে আহীয় ভৈরব নিয়ে ভিন্ন কল্পনাও থাকতে পারে , তবে আসলে কি তা জানার কৌতুহল রয়ে গেল ভীষনভাবে ।
আহীয় ভৈরব আপনার চমৎকার কাবিক্য শব্দরূপে এক ভিন্ন মাত্রা পেল,কবিতার অন্য পাঠকরাও অনুরণিত হবেন নিঃসন্দেহে !
বাকি থাকলো কবি র কল্পনা ; আমার কল্পনা র রঙধনু আপনার প্রকাশের মূলভাবে র মোহনাতেই এক হয়েছে ; প্রিয়তার সমস্তটা হতে পারার আনন্দ বোঝাতে শুরু থেকে শেষ তার প্রাতঃসূর আহীয় ভৈরব আর প্রিয়র জীবনের আস্তাচলের রঙধনু হতে পারার যে স্বর্গীয় ,সরল, হিম হিম যে তুহীনা সুখ সেটা ই আঁকতে চেয়েছি ।
এটা ঠিক আহীয় ভৈরব আর অস্তাচলের রংতুলির শিখা হতে পারার শিহরণ এখন সারা বিশ্বব্যাপী । এখন জলবায়ুতে অনেক পরিবর্তন সেখানে আমাদেরও এই ষড় ঋতুর দেশে জলবায়ুতে পরিবর্তন খুব ষ্পষ্ট, যা মানুষের বেলাতেও সুষ্পস্ট । ঋতু চক্রের পরিক্রমায় ঋতু পরিবর্তিত হচ্ছে তার আপন গতিতে। বর্ষাকালের আগমন আসছে আসছে করছে , বাংলা মাসের আজ ২৫ জেষ্ঠ , আষার মাস আসল বলে । ফুটা ফুটা বৃষ্টির আগাগুনা হয়েছে শুরু তাতেই বুঝিবা ভেজা চুলের ঝড়ে যাওয়া শঙ্খ ফোটায় ষড় ঋতুর এই বর্ষা আবাহনের জন্য এনেছে এই কাব্যতা যা আমাদেরকেও শিখিয়ে দিয়েছে সুবাসিত দিনের কাব্যকথার স্বরূপটা কেমন হতে পারে ।
আমার কল্পনায় আমার ভাবনায় আমার প্রিয় এই ষড় ঋতুকে রোমান্টিকতা শিখিয়েছে তার ভেজাচুলের ঝরা শঙ্খ ফোটার সৌন্দর্য সুধা পানে ই এই জ্যৈষ্ঠ খড়তা ভুলে কোমল হয়ে উঠে !
প্রিয় যখন বিহবল দৃষ্টিতে আমাকে ছুঁতে চায় চুপিসারে এবং চোখেচোখ পরলে লজ্জায় দৃষ্টি ফেরায় ;সেই মুহূর্তে মন করিয়ে দেয় মেহেক সুবাস নেয়ার অনুভব !
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ
শুভ কামনা !
১৪| ০৯ ই জুন, ২০১৭ ভোর ৬:০৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
শুভ কামনা রইল ।
০৯ ই জুন, ২০১৭ রাত ১০:০৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আলীভাই !!
১৫| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৯
পার্থিব লালসা বলেছেন: বৃষ্টি স্নাত আনমনা সেই তরুণের ভেজা চুলের ঝরে যাওয়া
শঙ্খ ফোটায় ষড় ঋতু তে এনেছে কাব্যতা ;
তোমার আনন্দ নত চুরি হয়ে যাওয়া দৃষ্টি আমাকে শিখিয়েছে
সুবাসিত দিনের মানে !
আহ! কি দারুন প্রেমময় কথা মালা
কি নিরমল আনুভুতি
+++++++++
০৯ ই জুন, ২০১৭ রাত ১০:০৫
মনিরা সুলতানা বলেছেন: ভাললাগা প্রকাশের জন্য ধন্যবাদ !
শুভ কামনা অনিঃশেষ ।
১৬| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৯
জেন রসি বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। বেশ চমৎকার। অভিজ্ঞতা থেকে নেওয়া অনুভুতির বুনন।
০৯ ই জুন, ২০১৭ রাত ১০:০৯
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর লিখলাম রসিভাই ; একটা সময়ে আসলে ঝুলে তে ক্যাবল অভিজ্ঞতাই থাকে ।
পড়ে ভালোলাগা প্রকাশে ধন্যবাদ !!!
১৭| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:২০
নাগরিক কবি বলেছেন: এই ধরণের কাব্য গুলো এক ধরনের নেশা। সুন্দর আপু
০৯ ই জুন, ২০১৭ রাত ১১:২৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত কবি !!!
নেশ দীর্ঘতর হোক ; শুভ কামনা ।
১৮| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৩২
নাগরিক কবি বলেছেন: কবিতা থেকে দূরে থাকতে চাই, কিন্তু পারি না। খুব যত্ন করে হৃদয়ের মাঝখানটায় আগুন চেপে ধরে।
০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৪০
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা আপনার জন্য ! কবিতায় থাকুন ।
১৯| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ড. এম এ আলী ভাইয়ের মূর্যায়নের পর বলার কিছূ নেই- শুধু
একরাশ মুগ্ধতা ছাড়া
অনন্য কাব্য ++++++
০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৪৭
মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা গুলো আমাড় লেখালিখি আনন্দ হয়ে থাক সতত ;
আমি য় আলী ভাই এর মন্তব্য প্রতিউত্তরে সেটা উল্লেখ করেছি ;সত্যি উনার মূল্যায়ন আমার লেখাকে অনন্য করেছে ।
শুভকামনা ভাইয়া অনেক অনেক ভালো থাকবেন ।
২০| ১০ ই জুন, ২০১৭ রাত ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর আপনার পোস্ট চোখে পড়লো ।
১০ ই জুন, ২০১৭ রাত ২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: বহুদিন পর লিখলাম ;
মন্তব্যের জন্য ধন্যবাদ !
২১| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১:৩০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।
১০ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই !!
শুভ কামনা আপনার জন্য ।
২২| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
সহস্রাব্দ অপেক্ষার বাতিঘর ফেলে প্রকাশ্য দিবাকর জ্যোতি;
আলো নামে লাল নীল সবুজ-
সাদা কালোর জীবন ফুরিয়ে সুভাষিতার শত মহুয়াফুল
বাগানের প্রচ্ছদ নয়, জীবন্তিকা!!!
কবিতার হৃদপিন্ড আছে! ডিব ডিব অনুভব প্রিয় কবি!
১১ ই জুন, ২০১৭ রাত ২:২৯
মনিরা সুলতানা বলেছেন: বুকের ভেতর ডানা ঝাপটায় লক্ষ প্রজাপতির সুখ
এই বুঝি ছুঁয়ে গেল দৃষ্টির অতলান্তিক _
যেন এক জোড়া নার্গিস এর প্রস্ফুটন
অথচ প্রচ্ছদ ই ছিল কেউ আকন্ঠ পানের আগে !
অনুকরণে ডিব ডিব !!!
২৩| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
১১ ই জুন, ২০১৭ রাত ২:১০
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা শাহরিয়ার পাঠে এবং ভালোলাগা প্রকাশে !!
অনেক অনেক ভালোথাকার শুভকামনা ।
২৪| ১১ ই জুন, ২০১৭ ভোর ৪:৫৩
উম্মে সায়মা বলেছেন: কবিতাটা আগেই পড়েছিলাম। বেশ ভালো লেগেছে। কিন্তু লগইন করা ছিলনা বলে মন্তব্য করা হয়নি।
শুভ কামনা আপু।
১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫২
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত উম্মে ;
কবিতায় ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা !
আপনার জন্য ও শুভকামনা ।
২৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক পরিপাটি সুকাব্যিক কথামালায় মনের অনুভাবী বিষয়বস্তু ফুটিয়ে তুলেছেন। প্রশংসায় শেষ হবার নয়। কৃতজ্ঞতা রেখে গেলাম অনুভূতিশীল কাব্যে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ !!
আপনার জন্য ও শুভ কামনা ।
২৬| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৪
খেয়ালি দুপুর বলেছেন: কবিতা পড়ে মুগ্ধতা রেখে গেলাম, আর যেটুকু প্রেরণার অনুভূতি মিলেছে, নিয়ে গেলাম সাথে করে।
১২ ই জুন, ২০১৭ দুপুর ১:০৪
মনিরা সুলতানা বলেছেন: আমি হয়ত ক্যাবল এমনকিছু পাঠকের হৃদয় নিংরানো ভালোবাসার জন্য লিখি ।
শুভকামনা !!
২৭| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২৬
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৭
মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা প্রামানিক ভাই !
শুভ কামনা ।
২৮| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৫
আলোরিকা বলেছেন: পড়তে ভাল লাগে
১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৪
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশে আমি আনন্দিত আলোরিকা ....
শুভ কামনা !
২৯| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:৫১
বিজন রয় বলেছেন: কবিতার প্রতি তৃষ্ণা বাড়িয়ে দিলেন ।
অসামান্য!!
প্রিয়তে।
১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৭
মনিরা সুলতানা বলেছেন: সদয় মন্তব্যে কৃতজ্ঞতা রয় !
প্রিয়তে নেয়ায় আমার লেখার আগ্রহ বাড়িয়ে দিলেন ; শুভ কামনা
৩০| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:০৭
রাবেয়া রাহীম বলেছেন: নুন চাল আর পরিপাটি শাড়ীর ভাঁজে সুখ খুঁজে নেয়া কেউ ;
শুদ্ধস্বরে রাগ আহীয় ভৈরব আর অস্তাচলের রংতুলি র শিখা হতে পারার শিহরণ টের পায়
অপূর্ব !!
১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৪
মনিরা সুলতানা বলেছেন: আপনার মত একজন প্রতিষ্ঠিত কবি র মুল্যায়ন আমার জন্য অনেকখানি আপু
আপনার অপূর্বতা পরবর্তী লেখার সঞ্চয় !!!
শুভ কামনা ।
৩১| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
চলমান সময়ে, এক আধুনিক তরুণীর ভস্মীভূত হওয়ার কাহিনী; জানতে চাই, সব তরুণীরা কি অগ্নিমুখী পতংগ?
১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০১
মনিরা সুলতানা বলেছেন: চলমান সময়ের গল্প তো আমি শোনাতে পারব না গাজী ভাই ;
আমার লেখার প্রেক্ষাপট ছিলো আমার সদ্য তরুণী হৃদয়ের কথকতা ,সেই সময় টাকে ফ্রেমে বাধতে চেয়েছি আমি । হৃদয় উত্তাপ ছিল কিন্তু অক্ষারিক রুপ দেয়ার ভাষা ছিল না ;
সব তরুণীরা কি অগ্নিমুখী পতঙ্গ
এই প্রশ্নের উত্তরে ক্যাবল এতকুটুই বলতে পারি ভালোবাসায় আগ্নিতে আত্মাহুতি দিতে তরুণীরা পিছপা হয় না ।
শুভ কামনা !
৩২| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
ভৈরবী রাগে কোমল গান্ধার ছুঁয়ে গেলেন যেন ।
কবিতায় রূপকল্পগুলো বেশ সরেস । কবিতার ভাঁজে ভাঁজে যেন লুকানো সুবাসিত দিনের ঘ্রাণ ।
১৫ ই জুন, ২০১৭ রাত ১০:২৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !!
আপনার চমৎকার ভাব প্রকাশ লেখায় উৎসাহ যোগায় ।
৩৩| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৮
সাইফ নাদির বলেছেন: অসাধারণ
১৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:০২
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত সাইফ !
অনেক ধন্যবাদ আপনার মূল্যায়নে ভালোলাগা ।
অনেক অনেক শুভ কামনা ;আপনার ব্লগ ভ্রমন আনন্দময় হোক
৩৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:২১
মুশি-১৯৯৪ বলেছেন:
স্বতন্ত্র কবিতা। আপনার তুলনা কেবলই আপনি আপু।
তবে আমার কেবলই মনে হয় ভালবাসা খুবই ক্ষনস্থায়ী। ধরা যাক একজন পুরুষ আর একজন নারী একে অপরকে ভালবাসল মানে যোগ হল ‘একভাব’! কিন্তু কিছুক্ষণ যেতেই সব শেষ। হয়তো একটা শিশু আসিল, কিন্তু ততক্ষণে আমরা অন্য স্তরে পৌঁছে গেলাম। আর তিনের জন্ম দেওয়া সে তো এক স্বতন্ত্র অধ্যায়। সংখ্যার জন্ম কী উপায়ে হয় তাহার চাবিকাঠি এই ‘যোগ এক’ কথার মধ্যেই আছে। এখন ভালবাসার মাঝে এই তিন এসে দাঁড়িয়েছে। এখানে ভালবাসা নেই তা বলব না । তবে স্বতন্ত্র অধ্যায়।
মনে হয় ভালবাসা এমনই এক জিনিস যা শুধু আবর্তন ঘটানোর দিকে ঝুঁকিয়াই থাকে, আর একবার শুদ্ধ ‘এক’ আবর্তন হইলেই কেবল ভালবাসার জন্ম হইবে। ভালবাসা কেবল ক্ষণকালের জন্য উদয় হয় – আমার পরমায়ুর সমস্ত দিন-রাত্রির মধ্যে সেই একটিমাত্র ক্ষনই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা।
১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৩২
মনিরা সুলতানা বলেছেন: আপনার বিশ্লেষণ ভালোলাগল মুশি -১৯৯৪ ।
তবে আমার মনে ভালোবাসাটাই চিরস্থায়ী ; ঘটনার আবর্তে ভিন্নত্বর রুপে আবির্ভূত হয় সে ক্যাবল ভালবাসায় ই !
মনে হয় ভালবাসা এমনই এক জিনিস যা শুধু আবর্তন ঘটানোর দিকে ঝুঁকিয়াই থাকে, আর একবার শুদ্ধ ‘এক’ আবর্তন হইলেই কেবল ভালবাসার জন্ম হইবে। ভালবাসা কেবল ক্ষণকালের জন্য উদয় হয় – আমার পরমায়ুর সমস্ত দিন-রাত্রির মধ্যে সেই একটিমাত্র ক্ষনই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা ।
চমৎকার বলেছেন।
৩৫| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বৃষ্টি স্নাত আনমনা সেই তরুণের ভেজা চুলের ঝরে যাওয়া
শঙ্খ ফোটায় ষড় ঋতু তে এনেছে কাব্যতা ;
তোমার আনন্দ নত চুরি হয়ে যাওয়া দৃষ্টি আমাকে শিখিয়েছে
সুবাসিত দিনের মানে ! লাইন কটি ভাল লাগলো । বাকি গুলি বড্ড কঠিন ঠেকেছে!!
২২ শে জুন, ২০১৭ রাত ১০:০৪
মনিরা সুলতানা বলেছেন: এরে কয় উস্তাদের মাইর ; কিছুই বোঝে না কিন্তু যা বোঝার ঠিক ই বোঝে !!
গরাগরির কাজ নাই রমজান মাস আল্লাহ বিল্লাহ করেন ।
৩৬| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক জীবনের সব ভাঁজে ভাঁজে ...................
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪১
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জী এস ভাই !
শুভ কামনা ।
৩৭| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০৮
জোকস বলেছেন: "ঈদ মোবারক"
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪১
মনিরা সুলতানা বলেছেন: বাসী ঈদ মোবারক
৩৮| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫২
ডঃ এম এ আলী বলেছেন: আপুমনি ও পরিবারের সকলের জন্য রইল
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আপনাদের সবার জন্যই ফুরিয়ে যাওয়া ঈদ শুভেচ্ছা আলী ভাই !!!
৩৯| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২১
নাগরিক কবি বলেছেন: ঈদ মুবারক আপু
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কবি !
আপনার জন্যও অনেক শুভ কামনা
৪০| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক আপু।
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক নয়ন !!
শুভ কামনা ।
৪১| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
মনিরান্টির পোস্ট!
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: তুমি কি একটিভ হইলা ?
আচ্ছা ঘুরে দেখি তোমার ব্লগ ; অনেকদিন পর দেখলাম ।
শুভ কামনা
৪২| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৪
নীলপরি বলেছেন: অপূর্ব লাগলো ।
শুভকামনা ।
১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পরি!!!
৪৩| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন কিছি লিখেননি, অনেক কথা জমে যাবার কথা
১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৭
মনিরা সুলতানা বলেছেন: দেশ গেলে ব্লগে আসাই হয় না ; আশা করছি আপনাদের ঈদ ভালো কেটেছে ।
সত্যিই অনেক কথা ই জমে থাকে ;কিন্তু অনেক সময় কিছু লিখতে ভালো লাগে না ।
আপনার লেখা লিখি তো দারুন চলছে দেখলাম , শুভ কামনা
৪৪| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৩
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি না , আমার আইডি অ্যাকটিভ হৈসে
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: কান টানলে মাথা আসে
৪৫| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:০৫
ডঃ এম এ আলী বলেছেন: শুভ কামনা রেখে গেলাম ।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫০
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এম আলী ভাই !!
৪৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৩
নক্ষত্র নীড় বলেছেন: সতেজ,তাজা ঘ্রাণ।জীবন্ত অনুভূতি।
পছন্দের ছোঁয়া দিতে চেয়েছি,লেখার পরে লেখায়,সবখানে -
২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫
মনিরা সুলতানা বলেছেন: আপনার মহার্ঘ অনুভব ;
পছন্দের ছোয়াঁ সবই আমার লেখার অনুপ্রেরনা করে রাখলাম ।
৪৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
জাহিদ অনিক বলেছেন: দুর্দান্ত কবিতা -
কবিতার প্রতি ভালোলাগা রইলো।
আপনার এই কবিতাটা মনে হচ্ছিলো আমার আগেও পড়া, কিন্তু মন্তব্যের ঘরে দেখি কোন মন্তব্য নাই !
ধন্যবাদ
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০০
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে ! এ যে কবি জাহিদ অনিক !!!
বেশ বেশ মন্তব্য করতে অবহেলা করা একেবারেই ঠিক না কিন্তু
তবে আনন্দের ব্যাপার এটুকু' ই যে , তুমি কবিতা' টি আবার পড়েছ! এবং ভালোলাগা জানিয়ে গেলা।
অনেক অনেক ধন্যবাদ, সব সময় ভালোথাকার শুভ কামনা।
৪৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি প্রেমের কবিতা, প্রেমানুভূতির কবিতা, প্রেমোপলব্ধির কবিতা! কবিতায় প্লাস + +
কবিতার উপমাগুলো স্নিগ্ধ, মনোহর!
দাহকাল, পুলহ, ধানিলংকা, (৮,৯,১০), ডঃ এম এ আলী (১৩), চাঁদগাজী (৩১), মুশি-১৯৯৪(৩৪) প্রমুখের মন্তব্যগুলো ভাল লেগেছে। +
১২, ৩১, ও ৩৫ নং প্রতিমন্তব্যগুলো ভাল লেগেছে। +
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০
মনিরা সুলতানা বলেছেন: সময় টাই ছিল অন্যরকম অনুভুতি গুলো ছিল ও অনন্য, স্নিগ্ধ !
প্রথম প্রেমের অনুভব সব সময়ই আলাদা।
আপনি সত্যি ই একজন দুর্দান্ত পাঠক! মন্তব্য , প্রতিমন্তব্য পাঠ করে প্রতিক্রিয়া রেখে যাবার জন্য কৃতজ্ঞতা।
শুভ কামনা সব সময়ের।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৭ রাত ৩:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
তৃপ্তিদায়ক কবিতা! ফিরছি সুপ্রিয় কবি.....