নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
মিঠু মিঠু নরম আলোর শৈশবে রঙধনু ছটার তিতির ছিল
সর্বস্ব বাজী রাখা ন্যাওটা কুকুর টা ও পায়ে পায়ে থাকত ;
এই কুল ও কুল আনন্দ ছাপানো তুমুল কৈশোরে সাদা বেড়াল টা পোষ মেনেছিল খুব
শীতের রাত্তিরে কোলে গুঁজে রাখতাম ;
আর কে না জানে বিড়াল গুলো আবদেরে হয়।
কৈশোরটা যাই যাই কালে কিছু প্রজাপতি পোষ মানানোর
উথাল পাতাল ইচ্ছে বুকের অলিন্দে জমিয়ে রেখেছিলাম।
জানো !!!
তারুণ্যে রয়েল বেঙ্গল টাইগার কে পুরে ছিলাম বুকের খাঁচায়
এরপর !!
কখন একসময় নিজেই হয়ে গেলাম তার সুরে গাওয়া ময়না ;
সেই সময় খুব ক্রীতদাস পোষার শখ ছিল।
আজাকাল আমি বেশ অগোছালো পাথুরে রঙ এর
এক টুকরো পাথর কে পোষ মানিয়েছি
নির্বিকার অবয়য়ে অথচ কি ভীষণ বাঙময়!!!!
মরুভূমির তপ্ত রোদ ,দেশীয় বর্ষা বাদল সয়ে খুব কাছে রইল সে
নিজেকে পরশ পাথর করে ছুঁয়ে দিতে চাইলে;
অভিমানী দৃষ্টিতে প্রশ্ন রাখলোঃ
কুঁড়িয়ে আনা "একেবারেই ব্যক্তিগত একটা পাথর
কে পোষ মানানোর মত ভুলের মারাত্মক খেসারত দিতে হয় জানো ?
আমি বললাম ভেবে দেখিনি ;
পাথরে প্রাণ দিতে পারলে, ঈশ্বর বলে তিরস্কার করা হবে তোমাকে সেকথা ও মনে রেখোঃ
তাকে জানালাম তাহলে আর কাজ নেই ওমন উদ্ভট শখ এর।
প্রশ্ন এলো
পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালাবো , নাকি পাথর ঘষে
শাণিত করব কবি হৃদয় ?
এ ও বুঝিয়ে দিলো "নির্বিকার পাথরে আকার দিতে গেলেই বিপদ "
প্রশ্নবানে জর্জরিত হতে পারি।
কবি সত্ত্বাকে তুমুল ধিক্কারে বিদায় জানিয়ে ফিরলাম প্রতিদিনের গৃহকাজেঃ
নিত্যদিনের থালাবাসনের ঝনঝনানিতে।
অগোছালো কবি আজ
ঝনঝন করা শব্দে নিমগ্ন হয়ে শুধু কবিতার ঝংকার ই শুনতে পেলো !
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩১
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
আপনি তো ম্যাজিশিয়ান কবি ;
কি দারুন করে পুরো কবিতা এক লাইনে বলে দিলেন ।
ধন্যবাদ চাঁদগাজী !
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রকৃত কবি তো একজন শিল্পী, আপু। তিনি যে কাজই করবেন, তার মাঝে শিল্প বিরাজ করবে। তার হাত যেখানে পড়বে তা-ই হয়ে উঠবে কঙ্কনময়। ঝনঝনানির মাঝেও বাজতে থাকবে কোন হারানো সুর।
.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।
চাঁদগাজী ভাই (নাকি এখন কোন আপুনি সিটে বসা?)
আরেকটু হলে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম!!!
স্যরি, মনিরা আপু। আপনার পোস্টে উনাকে লিখলাম।
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭
মনিরা সুলতানা বলেছেন: খুব সত্যি বলেছেন সব কাজেই এই কবি স্বত্বা চলে আসে ;কঙ্কনময় হয় ঝনঝন ঝংকারে হারানো সুর ও বাজে ;
তবে অনেক সময় ই তা বাস্তবতার সাথে ভীষণ রকমের সাংঘর্ষিক ।
হাহাহাহাহা সরি হবার কিছু নেই ,ব্লগে এই মিথস্ক্রিয়াটুকু সবসময় আনন্দের ; চাঁদগাজী ভাই সবাই কে চেয়ার থেকে ফেলে আনন্দ পান ,এই জন্য আমি সব সময় উনাকে ময়ূর সিংহাসনে বসিয়ে রাখি যাতে করে অন্যদের পতনে উনি যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারেন ।
অনেক অনেক শুভ কামনা শাইয়্যান !
৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭
মোস্তফা সোহেল বলেছেন: পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন না জ্বেলে বরং শাণিত করুন কবি হৃদয়কে।
অনেক শুভ কামনা আপু।
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: হৃদয় কে শাণিত করা ছাড়া কবি আর কি ই বা পারে !
আপনার জন্য ও অনেক শুভেচ্ছা মোস্তাফা সোহেল
৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন পাথরকে অনেকেই পোষ মানাতে পারে কিন্তু মনের মত আকৃতি দিতে গেলেই বিপত্তি ঘটে যায়।
সুন্দর কবিতায় প্লাস।
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
মনিরা সুলতানা বলেছেন: হুম নির্বিকার পাথর নির্লিপ্ততা কে ভালোবেসেছে তাকে তার মত ই থাকতে দেয়া উচিত ।
মনের আকৃতি দেয়া মানে মন বুঝে চলা বিপত্তি সেখানেই ।
পাঠে এবং চমৎকার মন্তব্যে ভালোলাগা রাখলাম সম্রাট বেস্ট
৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
কানিজ ফাতেমা বলেছেন: ভিন্ন ধাঁচের শৈলী নির্মানে অপার মুগ্ধতা রেখে গেলাম ।
কবি হৃদয় শানিত হোক এই প্রত্যাশা
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
মনিরা সুলতানা বলেছেন: মন ছোঁয়া শুভকামনা আর চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কানিজ ফাতেমা
ভালোবাসা রইলো !
৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
দ্যাখ নি কি , পাথরেও ফোটে ফুল
ভুল করেও মধুর হয় যে ভুল ।
দেখেছো কি, বরষার ফাঁকে
জোছনার চোখ জলে ভরে থাকে ..............
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: দেখেছি দারুণ খরায় প্রিয় ঘাসফুল
মধুর ভুল ই ছাপায় আনন্দের একুল ও কুল
তবে ,ভুল সেত কেবল ই ভুল
জোছনার চোখের জলের মায়াতেই
ভেজে কবি মন
তুমুল বর্ষণে জাগে শিহরণ !!
ধন্যবাদ আহমেদ জী এস ভাইয়া চমৎকার মন্তব্যের জন্য
৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
উম্মে সায়মা বলেছেন: ভালো লাগা আপু ++
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮
মনিরা সুলতানা বলেছেন:
ভালোবাসা উম্মে সায়মা
৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
বিলিয়ার রহমান বলেছেন: তারুণ্যে রয়েল বেঙ্গল টাইগার কে পুরে ছিলাম বুকের খাঁচায়
ভয়ংকর রকমের দুঃসাহস!!
এরপর !!
কখন একসময় নিজেই হয়ে গেলাম তার সুরে গাওয়া ময়না ;
সেব কিচু নিয়ে খেলা করতে নেই এ যে তারই ফল!!
আজাকাল আমি বেশ অগোছালো পাথুরে রঙ এর
এক টুকরো পাথর কে পোষ মানিয়েছি
নির্বিকার অবয়য়ে অথচ কি ভীষণ বাঙময়!!!!
বাহ কত বড় কারিগর আপি তুমি!! পাথরকেও পোষ মানাতে পারো!!
কবি সত্ত্বাকে তুমুল ধিক্কারে বিদায় জানিয়ে ফিরলাম প্রতিদিনের গৃহকাজেঃ
নিত্যদিনের থালাবাসনের ঝনঝনানিতে।
উফ!! মেয়েলি প্রতিবন্ধকতা থেকে মুক্ত হতে এখনো পারলে না কবি!!!
কবিতায়
++++
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭
মনিরা সুলতানা বলেছেন: হুম তারুণ্যে যখন শুধু সে থাকে ,তখন অনেক দুঃসাহস থাকে রে ভাই !!
আহা!! খেলতে গেলাম কই ? এক সময় তাকে পোষ মানিয়েছি ,এরপর তার পোষ মেনেছিঃ
জানেন তো প্রেমে পড়লে বোকা রা হয়ে যায় বুদ্ধিমান আর বুদ্ধিমান বোকা
আমি আবার বুদ্ধির ঢেঁকি কিনা তাই
বিশাল কারিগর হয় কবি রা কি বোর্ডের যাদুতে সব করে ফেলে ,কাজীর গরুর মত কগজে আছে গোয়ালে নাই
আর হ্যাঁ মেয়েলী প্রতিবন্ধকতা থেকে মুক্ত কেন হব ? আমি মেয়ে ইঃ
মেয়ে বলেই মেয়েদের কথা লিখি মেয়ে থেকেই
ধন্যবাদ বিলিয়ার চমৎকার মন্তব্যের জন্য
মাঝে মাঝে অবশ্য আমি বিলিয়নিয়ার পড়ি আপনার নাম
৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: সেব কিচু নিয়ে খেলা করতে নেই, এ যে তারই ফল!!
কারেকশন: সব কিছু
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
মনিরা সুলতানা বলেছেন: সেব আর কচু ই তো ভাল ছিলো
সকালের নাস্তায় অ্যাপেল আর দুপুরে কচু রান্না করতাম
১০| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লিখেছেন +++
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর
কবিতায় ভালোলাগার প্রকাশ এবং ++++ এর জন্য ।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: অগোছালো কবি আজ
ঝনঝন করা শব্দে নিমগ্ন হয়ে শুধু কবিতার ঝংকার ই পেলো ।
আরো অনেক পেতে পারতো ।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
মনিরা সুলতানা বলেছেন: সেলিম আনোয়ার ভাই !!
কবি কবিতা ছাড়া আর কিসের ঝংকার শুনতে পাবে বলেন ?
নিশ্চয়ই পয়সার বা গয়নার ঝনঝনানী না ।
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা
১২| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩
ওমেরা বলেছেন:
আপুনি চমৎকার !! ছোট্ট একটা কবিতায় একটা নারী জীবন ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপুনি ।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
মনিরা সুলতানা বলেছেন:
দারুন!!! ওমেরা দারুন !!!!
এক লাইনের মন্তব্যে ভালোবাসা কেড়ে নিলে
হুম নারী জীবন ই তুলেছি ;তোমার আসলে অসম্ভব স্পর্শ কাতর একটা মন আছে তুমি ব্লেসড একজন ।
ভালোবাসা তোমার জন্য !
১৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ দায়িত্বশীল
আপনার প্রশংসা মন ছোঁয়া হয়ে রইলো ।
১৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
ফেরদৌসা রুহী বলেছেন: হাড়ি পাতিল ঝনঝনানির মধ্যেও কবি দারুণ কবিতা লিখে ফেলেছে।
কবি আসলে সব কিছুতেই শিল্প খুঁজে নিতে পারে।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২১
মনিরা সুলতানা বলেছেন: কি করব আপু বলেন ! কিছুদিন লিখতে না পারলে অক্সিজেনের অভাব বোধ হয় ;
একদম ভালো থাকি না
তাই প্রতিদিনের সবকিছুতে ই খুঁজে নিতে হয় ভালোথাকা ।
ধন্যবাদ আপু পাঠে এবং মন্তব্য।
১৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
মলাসইলমুইনা বলেছেন: মুগ্ধতায় গতিহীনতাও থাকে, জানেনতো প্রিয় ব্লগার? রাশি রাশি মুগ্ধতা নিয়ে আমার আসা তাই শেষের বেলায় | জীবনকে অনেক দ্যাখার আর অনেক উপলব্ধির সবই আছে কবিতায় রাজসিক ভঙ্গিতে | তাই জানি -
কবি সত্ত্বাকে তুমুল ধিক্কারে বিদায় জানিয়ে ফিরলাম প্রতিদিনের গৃহকাজেঃ
নিত্যদিনের থালাবাসনের ঝনঝনানিতে।
আপনার কবিসত্বা থেমে থাকবার নয় | নিত্যদিনের জীবন যুদ্ধের বিজয়ীইতো সত্যিকারের কবি | অগোছালো কবি আজ / ঝনঝন করা শব্দে নিমগ্ন হয়ে শুধু কবিতার ঝংকার ই পেলো । তাই আশা, সেই কবিতার ঝংকার স্থির কোনো নিমগ্নতায়ই সীমাবদ্ধ থাকবে না আরো নিপুন জীবনের কথা হয়ে উঠবে আরো অনেক অনেক কবিতায় কালির আঁচড়ে (ল্যাপটপের বাটোনেও হতে পারে) আপনার আরো অনায়াস দক্ষতায় আরো অনেক অনেক দিন |আবারো মুগ্ধতার কথা জানালাম কবিতায়,প্রিয় ব্লগার|
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতার গতি ই কেবল খুঁজে পাই আপনাদের মায়াভরা আন্তরিক মন্তব্যগুলো তে ;
আপনার শেষ বেলার মুগ্ধতা এবং লেখার ভাব বিশ্লেষণ লেখক হিসেবে আমাকে সম্মানিত করলো ।
আপনাদের শুভকামনা গুলো আমার লেখা লিখির জীবনে ফুল হয়ে সুবাসিত করুক !!
আমার লেখায় আপনার মন্তব্য কে ভালোলাগা জানাচ্ছি ।
১৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন মনিরা আপা।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
মনিরা সুলতানা বলেছেন: এই যে রাজকন্য যে ,আমার লেখায় !!!
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী
আমিও কঙ্কাবতীর " দারুন " শব্দ টি নিয়ে ফাল্গুনী রচিলাম
১৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
আহমেদ জী এস বলেছেন: আহমেদ জী এস ,
দেখলেন তো, ভিজে ওঠা কবি মন কী শিহরণ নিয়ে প্রতিমন্তব্যে ভাসিয়ে গেলো মনের একুল ও কুল !!!
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক
ঠিক ঠিক কবি মনে জোয়ার এলো !
ধন্যবাদ আহমেদ জী এস ভাই আপনার যতনে করা রতন মন্তব্যগুলোর জন্য !
১৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২
প্রামানিক বলেছেন: পাথরে প্রাণ দিতে পারলে, ঈশ্বর বলে তিরস্কার করা হবে তোমাকে সেকথা ও মনে রেখোঃ
তাকে জানালাম তাহলে আর কাজ নেই ওমন উদ্ভট শখ এর।
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭
মনিরা সুলতানা বলেছেন: ছড়াকার ভাই কবিতার বেশ স্পর্শ কাতর একটা লাইন তুলে এনেছেন ;
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
১৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪
ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাই একজন সেরা মন্তব্যকারী।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: উনি আসলেই ক্লাসিক ।
২০| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুবই ভাব গাম্ভীর্য পূর্ন একটা লেখা ++++
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: পাঠক এর স্বাধীনতা আছে অবশ্যই লেখার ভাব নেয়ায় ;
আর কিছু কিছু লেখা তে জীবন চলে আসে তার গাম্ভীর্য নিয়ে ।
ধন্যবাদ ধ্রুবক আলো
২১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
জাহিদ অনিক বলেছেন:
পায়ে পায়ে হেঁটে চলে এক ন্যাওটা কুকুর পুষতে পুষতেই হঠাত একদিন খেয়াল হল বেখেয়ালেই পুষে চলছেন একটি বুনো চীতা!
তারপর নিজের পোষা চিতার নখের আচড়েই দেখতে পেলেন পাথুরে শরীর বেয়ে চুইয়ে পড়ছে বিন্দু বিন্দু রক্ত!
নির্বিকার পাথুর কবি স্বত্তার আমন্ত্রণে সাড়া দিয়ে শীত পুরোদমে আসার আগেই টলটলে এক কবিতা এসে গেল; শুভেচ্ছা ও ধন্যবাদ রইলো।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০২
মনিরা সুলতানা বলেছেন: একেবারে বিশেষজ্ঞ কবির মন্তব্য বলে কথা ;
কত সহজে সুন্দরে কবিতার গল্পগুলো নিয়ে কবিতা লিখে ফেললে ;
মুগ্ধতা কবি জাহিদ অনিক এর মন্তব্যে
হুম যা হোক ভাগ্য বটে আমার এই শহুরে জঞ্জালে নির্বিকার এক পাথুরে পাথর কে পেয়েছিলাম ,তাই না এমন আলতো আলতো শব্দের টলটলে এক কবিতা পেলাম ।
২২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
যূথচ্যুত বলেছেন: ব্লগার চাঁদগাজী বলেছেনঃ
সারাদিন ফুলে ফুলে ঘুরে, প্রজাপতিও এক সময় অবসর খুজে, লুকিয়ে থাকে পাতার আড়ালে
এই সাম-আপ করাটা পছন্দ হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫
মনিরা সুলতানা বলেছেন: চাঁদগাজী অলওয়েজ রক্স !!
২৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
ডঃ এম এ আলী বলেছেন: জীবনের বিভিন্ন কালানুক্রিক চক্রের বোধকে নিয়ে নব আঙ্গিকে রচিত কবিতা পাঠে মুগ্ধ ।ব্যক্তিগত আবেগ অনুভুতি নিয়েে লেখা কবিতাটি একটি সহজাত প্রবণতার বহি:প্রকাশ মাত্র বলেই ধরে নেয়া যায় । জীবনের বিস্তীর্ণকাল জুড়ে দৈনন্দিন ভাবনার পরম্পরাই মননে কবিতা আকারে হয়েছে লিপিবদ্ধ । প্রথমে নিজের সাথে, পরবর্তীতে অন্য কোন মানুষের সাথে নীজকে বিলিয়ে দেয়ার অভিজ্ঞতা থেকেই জীবনের বিভিন্ন অধ্যায়ের কথা বলার মাধ্যম হিসেবেই কবিতায় পাথরের উঠে এসেছে সে কথা বুঝাই যায় । এটা আর কিছুই নয় সময় অনুযায়ী বলার কৌশল বা ধরণ বদলেছে মাত্র , আসল কবি সত্বাতো জেগেই রয়েছে মনের ভিতরে । কবিতার বাহ্যিক কথাগুলো শুধু সাধারণের কাছে কবি সত্বাকে ফেরানোর একটা তাগিদ বলেই অনুভুত হচ্ছে ।
আমরা সকলেই জানি পাথর , মাটি ও মানুষের সাথে কবিতার সম্পর্ক আজকের নয়; বহু পুরানো। এক সময় ছন্দে ছন্দে কথা বলা ছিলো কবিদের স্বাভাবিক প্রবণতা। পরবর্তীতে আধুনিক বাংলা কবিতার নব ঘরানা সাহিত্যকে একদিকে যেমন করেছে সমৃদ্ধ অন্যদিকে দিয়েছে ভিন্ন মাত্রিকতা ।গ্রাম্য কবিয়ালদের সহজবোধ্য দেশজ ঢঙ বা ছন্দের চেয়ে শিক্ষিত মহাকবিদের বহু মাত্রিক অর্থবোধক উপমা সমৃদ্ধ আধুনিকতার ছোয়া পাওয়া সাহিত্য চেতনার কথামালায় রচিত কবিতা তার সামাজিক কদর বাড়িয়েছে । এ কবিতা পাঠেও মনে হল পরিবর্তনের ডেও লেগেছে , কবিতা ফের পাথর , মাটি ও মানুষের কাছেই ফিরছে এবং তা এখনকার এই শক্তিমান কবিদেরই হাত ধরেই ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
মনিরা সুলতানা বলেছেন: হয়ত খেয়াল করে দেখেছেন আলীভাই ব্লগিং এর শুরু থেকে আমার লেখার ধাঁচ পাল্টেছে ;আজকের আমি যতটুকুই পুরোটাই আমার সহ ব্লগাদের অবদান নির্দ্বিধায় বলা যায় ।
যে কোন লেখা'র পর আমি অবশ্যই আপেক্ষা করি চমৎকার বিশ্লেষণ এর তাতে বেশ ভাবনার খোরাক থাকে সাথে থাকে পরবর্তী লেখার কিছু অনুপান।
এ কবিতা পাঠেও মনে হল পরিবর্তনের ঢেউ লেগেছে , কবিতা ফের পাথর , মাটি ও মানুষের কাছেই ফিরছে এবং তা এখনকার এই শক্তিমান কবিদেরই হাত ধরেই ।
এখানে একটা কথা আপনাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই , এই ব্লগে বাইড়ে কেউ আমাকে লেখক হিসেবে চেনেন না আলীভাইআমার কোন প্রকাশনা ও নেই ।যা লেখালিখি এখানেই ,তাই এই সব বিশেষণে লেখার উৎসাহ বাড়লেও সত্যিকারের এখনকার শক্তিমান কবিদের উপহাসের পাত্র ও হতে পারি । আপনি আমাকে সব সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে ই দেখেন সব সময় ।
আমার যতটুকু লেখার প্রতি আগ্রহ উৎসাহ আপনাদের মত স্মমানিত অগ্রজ এবং স্পর্শ কাতর কোমল হৃদয়ের অনুজ ব্লগারদের জন্যই ।
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইয়া !
২৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১
আমি তুমি আমরা বলেছেন: ভাল লেগেছে
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা
শুভ কামনা !
২৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
আপনার উৎকণ্ঠা দেখে সচেতন হলাম ।
এখনকার সকল কবিদেরকেই তো
শক্তিমান কবি বলা হয়েছে ।
কোন একটি লেখা পাঠে আমার মনে
যা বাজে তাই বলে যাই খোলা মনে।
শক্তিমান লেখক বা কবি হওয়ার জন্য
প্রকাশিত পুস্তক কোন মানদন্ড নয়
এটা এখন করা যায় বিবিধ প্রকারে ।
সামুর পাতার লেখাগুলি পাঠ করে
হাজার হাজার পাঠকে। আর অনেক
বাধাই করা বইগুলিতে ধুলার আস্তরন
পরে বছরের পর বছর ধরে, আর বই
প্রকাশক তখন শুধু্ই হা হুতাস পরে।
শুভেচ্ছা রইল
০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার উৎকণ্ঠা দেখে সচেতন হলাম ।
এখনকার সকল কবিদেরকেই তো
শক্তিমান কবি বলা হয়েছে ।
আমি কি সত্যি ই কবিদের দলে ? আমার সর্বমোট ৮/১০ টা কবিতা কি আমার নিজেকে কবি ঘোষণা করার জন্য যথেষ্ট ?
এই প্রশ্ন গুলো ই আমার উৎকণ্ঠা ।
তবে আমি এটা ও বিশ্বাস করি ; শক্তিমান কবি নির্ধারিত হয় ,অবশ্যই আপনাদের মত বিদগ্ধ অভিজ্ঞ গুণীজন দের কবিতা পাঠ ও মন্তব্যে ।
কোন একটি লেখা পাঠে আমার মনে
যা বাজে তাই বলে যাই খোলা মনে।
একজন বিদগ্ধ অগ্রজ শক্তিমান ব্লগার হিসেবে অবশ্যই আপনি তা বলার অধিকার রাখেন ,এবং আমার শত ভুল ভ্রান্তি ক্ষমা করে সেটাই করে যাবেন পরবর্তীতে সেটাও আমার বিশ্বাস ।
শক্তিমান লেখক বা কবি হওয়ার জন্য
প্রকাশিত পুস্তক কোন মানদন্ড নয়
এটা এখন করা যায় বিবিধ প্রকারে ।
এ ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।
তবে আমি একটা ব্যাপার মেনশন করতে ভুলে গেছি ,আপনার মত বিদগ্ধ ,অভিজ্ঞ একজন পাঠকের রায় ও কবিদের শক্তিমান করে ।
সামুর পাতার লেখাগুলি পাঠ করে
হাজার হাজার পাঠকে। আর অনেক
বাধাই করা বইগুলিতে ধুলার আস্তরন
পরে বছরের পর বছর ধরে, আর বই
প্রকাশক তখন শুধু্ই হা হুতাস পরে।
হ্যা এখন সময় টা ই অনলাইনের ব্লগিং এর । এই জন্যই ব্লগে র লেখা র পাঠক অনেক ।
সর্বশেষে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইয়া ,আমার মত একজন কনফিউজড লেখক কে এতখানি সময় দেবার জন্য , মোটিভেট করার জন্য এবং লেখায় উৎসাহ দেবার জন্য । আশা করছি ব্লগিং জীবনের পরবর্তী সময়ে ও আপনাকে এভাবেই আমার লেখায় পাবো ।
২৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮
নীলপরি বলেছেন: বাহ ! বাহ ! খুব সুন্দর পাথর কাহিনী । +++++
০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ নীলপরি নিলাঞ্জনা !!
২৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার কবিতা !
০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তামান্না তাবাসসুম
কবিতা পাঠে এবোঞ মন্তব্যে ।
শুভ কামনা !
২৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
সামিয়া বলেছেন: অগোছালো কবি আজ
ঝনঝন করা শব্দে নিমগ্ন হয়ে শুধু কবিতার ঝংকার ই পেলো ।
দারুন
ভীষণ অন্যরকম কবিতা।সুন্দর।। +++++++++
০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
মনিরা সুলতানা বলেছেন: হুম তাই তো তাই তো হবার কথা ,কারন আমি জানি কবি ইতি সামিয়া নিজে ও প্রত্যাহিক ব্যাস্ততায় কবিতার ঝংকার ই খুজে পায় । ভালোবাসা তোমার জন্য !
২৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
কোন একজনকে কবি বলার জন্য
তার গুটি কয়েক পাঠক নন্দিত
কবিতাই যথেষ্ট।
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে
২০০৭ সালে সাহিত্যে নোবেল জয়ের
২২ বছর আগে রুডিয়ার্ড কিপ লিং
১৮৮৫ সালে লিখে ছিলেন
তার বিশ্ব বিখ্যাত কবিতা If
যা তার নোবেল পাওয়ারো ৩ বছর
পরে ২০১০ সনে প্রথম
প্রকাসিত হয়েছিল
Rewards and Fairies
নামে গ্রন্থের ভিতরে ।
সামুর ব্লগের কবিতাগুলি কার জন্য
কখন যে কি পুরস্কার বয়ে আনবে
তাকি কেও বলতে পারে, যদিও তা
এখনো প্রকাশ হয়নি কোন বই আকারে।
এ কথাটা সামু ব্লগের সকল কবির
জন্যই প্রযোয্য সমহারে ।
এখানে এই ব্লগে কারো লেখা দেখে
বুঝার কি উপায় আছে তাঁর বিচরণ
নাই অন্য জগতে । ঢাকা ভার্সিটির
বিভিন্ন মেগাজিনে আপনার লেখার
খবর জানা আছে আমার কাছে ।
প্রতিভাকে কভু যায়না রেখে ডাকা
তার স্ফুরন ঘটবেই বিভিন্ন মাধ্যমে।
অনেক অনেক শুভেচ্ছা রইল
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা ভাইয়া !
৩০| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতা না লিখতে লিখতে তো কবিতা লেখেই তবে দৈনন্দিন কাজে গেলেন এবং সেটাও কবিতা হয়ে গেলো ! জীবনের রূপান্তর অলিখিত চর্চা, এ চলবে ।
১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২
মনিরা সুলতানা বলেছেন: কি আর করা বলেন “জীবন যেখানে যেমন “
ধন্যবাদ !!!
৩১| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
সোহানী বলেছেন: তোমার ব্লগে আসলে আরো অনেক কবির দেখা পাওয়া যায়............. আসলেই ভালো লাগলো..........
১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
মনিরা সুলতানা বলেছেন: আপু কবি আর কাক সমার্থক
এক কবির কিছু হলে বাকিরা ও দলবেধে চলে আসে
ধন্যবাদ আপু প্রশংসার জন্য !
৩২| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১
সুমন কর বলেছেন: ভিন্ন রকম। বুঝি আর না বুঝি, পড়তে ভালো লেগেছে।
+।
১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ!!!
ভিন্ন রকম যে বুঝেছেন , আর বাকি কি রইলো বোঝার বলেন !!
ভালোলাগা প্রকাশ করেছেন ,আমার ভালো লাগলো তাতে , লেখায় আগ্রহ বাড়ল ।
শুভ কামনা ।
৩৩| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
আখেনাটেন বলেছেন: কবির মন বিক্ষিপ্ত মনে হচ্ছে। পিচ্চি অভিমানও মনে হয় হেমন্তের সোনালী ধানের ক্ষেতের উপর দিয়ে দোলা দিয়ে গেলো।
ভালোলাগা কবিতায়+++++++
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ !
চমৎকার লিখেছেন
পিচ্চি অভিমানও মনে হয় হেমন্তের সোনালী ধানের ক্ষেতের উপর দিয়ে দোলা দিয়ে গেলো।
ভালোলাগার চমৎকার প্রকাশে মুগ্ধতা !!
৩৪| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪০
কালীদাস বলেছেন: কিয়ের ভিত্তে কি? পাথরটা ধরার স্টাইল দেইক্ষা ভাবছিলাম মনে হয় গাড়ির কাঁচকুঁচ ভাঙনের কবিতা লেখছেন। না, কিসব আগুন টাগুন ধরানির কথা; এহেরে আগুন ধরানির কথায় খিদা লাইগা গেলু
১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
মনিরা সুলতানা বলেছেন: মহাকবি আপনেরে তো বাঁচায়ে দিলাম ,আর একটু হলে আপনার গাড়ির কাঁচ ই যাচ্ছিল
খিদা যখন লাগছেই গরম গরম খেয়ে নেন ।
৩৫| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৫
মিথী_মারজান বলেছেন: কত যে অসাধারণ লিখেছেন কি বলব আপু!
মন্তব্য করতে গিয়ে ভাষাহীন হয়ে গেলাম।
আমি তো বলব, এটা ছিল কোন এক স্বপ্ন দেখা হৃদয়ের স্বপ্ন ভাঙ্গার গানের কবিতা।
মুগ্ধ হয়ে কয়েকবার পড়লাম।
১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত মিথী
আপনার মুগ্ধতা আমার মন ছোঁয়া করে রাখলাম
ভালোবাসা জানবেন !
৩৬| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
কালীদাস বলেছেন: থ্যাংকু, থ্যাংকু! আল্লাহ আপনারে অনেকদিন বাঁচায়া রাখুক
ইয়ে, মাংসডি হালাল তো?
১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: ধুরো কী কন
আরব দেশে শাক পাতা ও হালাল
হালাল এর একমাত্র সোল এজেন্ট উনারাই
৩৭| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
কালীদাস বলেছেন: হাহাপগে
এইডি কাউরে কৈলেও বিপদ মনিরা আপা। জুমার নামাজও পড়ে না এমন পাবলিকও ঈমানী চেতনায় নাস্তিক এমনকি হিন্দুও ডাইক্যা বসে
১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহ সেইটাই
উনারা হুইন্না মুসলমান আই মিন গরু খাওয়া
৩৮| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবি কি আক্ষেপ প্রকাশ করল?
১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
মনিরা সুলতানা বলেছেন: উ হু কবিদের আক্ষেপ থাকতে নেই একেবারেই ;
বহতা জীবনের চিত্র এঁকেছি !
মোহেবুল্লাহ অয়ন কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ।
৩৯| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
মো: নিজাম গাজী বলেছেন: অস্থিরর লিখেছেন প্রিয় কাক কবি। শুভকামনা। কবিতার ভাবার্থ বোঝা বড় জটিল। শুভকাৃনা আপু কবি।
১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
কবি যদি ক্যাবল কবি হত ভাবার্থ একেবারেই সহজ হয়ে উঠত ;কাক কবি বলেই একটু জটিল হয়ে গেছে ।
এই কাক কবি যে আপনার প্রিয়র তালিকায় আছে জেনে আনন্দিত এই আপু কবি !!!
আপনার জন্য ও শুভ কামনা ।
৪০| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভীষন রকম মুগগ্ধতা কবি।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা নুরুন নাহার লিলিয়ান
মুগ্ধতা নিজের করে রাখলাম ।
৪১| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
চানাচুর বলেছেন: মুগ্ধতা, শুধুই মুগ্ধতা!
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চানাচুর !!
ভালোবাসা আপনার জন্য _
৪২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
অন্তরন্তর বলেছেন: অপূর্ব। আমি ভাবি কিভাবে পারেন এমন লিখতে। আমা দ্বারা দুটি শব্দ সম্ভব নয়। সত্যি বলছি আপু দয়া করে বিশ্বাস করবেন। শুভ কামনা।
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব। আমি ভাবি কিভাবে পারেন এমন লিখতে
অন্তরন্তর অনেক অনেক ধন্যবাদ ; আমিও অনেকের লেখা পড়ে এমন ভাবি " এত সুন্দর কি ভাবে লিখে "
আমা দ্বারা দুটি শব্দ সম্ভব নয়। সত্যি বলছি আপু দয়া করে বিশ্বাস করবেন।
উ হু একেবারেই বিশ্বাস যোগ্য নয় ,কী সুন্দর একটা নিক নিয়েছেন আপনি !!!
তার উপর এত সুন্দর করে যে মন্তব্য করতে পারে ,সে দুটি কেন দুশত ও লিখতে পারবে ।
সুতরাং লেখা শুরু করুন,আমরা সবাই পড়ব।
আমার লেখা গুলো তে দেখেন ,শুরু থেকে সবাই লিখতে পারছি ভালো লাগছে ,এসব বলে বলে আমাকে লেখক বানাচ্ছে ।আচ্ছা আপনাকে একটা ছবি শেয়ার করি ।
৪৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবি সত্ত্বাকে তুমুল ধিক্কারে বিদায় জানিয়ে ফিরলাম প্রতিদিনের গৃহকাজেঃ
নিত্যদিনের থালাবাসনের ঝনঝনানিতে। চাদ্গাজি ভাই দারুন বলেছেন।
কবিও দারুন লিখেছেন!!
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
মনিরা সুলতানা বলেছেন: ভাবছি পরবর্তী লেখায় চাঁদ গাজী ভাই কে মন্তব্য ব্লক এ রাখব ;
সবাই এসে লেখার চাইতে উনার মন্তব্যে বেশি ভালোলাগা দিচ্ছেন , আমার লেখার ভাগে কম পড়ছে
ধন্যবাদ লিটন ভাই মন্তব্যের জন্য !
৪৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: মিঠু ও মিঠূর মধ্যে পার্থক্য আছে কি ? নাকি একটা মানুষ ও পরেরটা কুকুর ছানার নাম ?
পাথরের গল্পে পাথরকে ভালবাসার কথা ভাললাগলো।
পড়তে পড়তে সেই গানটি মনে পড়ল-
আমি পাথরে ফুল ফুটাব
শুধু ভালবাসা দিয়ে
আমি....................
শুভ কামনা।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা পার্থক্য আছে বৈকি , কী বোর্ড বিড়ম্বনার পার্থক্য !!!
দ্বিতীয়বারে আধিক্য বুঝিয়েছি একবার মিঠু লিখলে যতটা মিঠা ,মিঠে মিষ্টি বোঝায় ; আমার শৈশব তারচাইতেও বেশী মধুর ছিল
তাই দু'বার মিঠু লিখতে হয়েছে ।
আপনার ভালোলাগা বেশ উৎসাহ হয়ে রইলো মোঃ মাইদুল সরকার
অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা !!
আচ্ছা আপনার মনে পড়া গানটা শুনতে ই হচ্ছে তাহলে ।
৪৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: পাথুরে ভালোবাসার জয় হোক।
১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
মনিরা সুলতানা বলেছেন:
ভালোবাসা রাজকন্যা !
সব ভালোবাসাই বেঁচে থাক জয়ী হোক ।
৪৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১
ভ্রমরের ডানা বলেছেন:
ওসব শব্দ তুলে ডেকে চলে পবনের কানে কানে
কোন কানেকশন নেই এই ইথারীয় বুকে..
প্রতিদিনের যাপিত জীবনে ভাবি ওদের স্মৃতি ধূসরতায়
ঢেকে আছে সহস্র বছর...
তবুও ঝাপটে যায় স্মৃতির ডানা আজব আছড়..
মুক্তি জানে না ওঝার ব্যাটা
আমি কাতরাই এপাশ ওপাশ...
স্মৃতির লণ্ঠন জ্বলে রয় বুকের মন্দিরে...
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
মনিরা সুলতানা বলেছেন: বৈরাগ্য সাধনে কি কোন কবি মুক্তি পেয়েছে ?
যাপিত সমুদ্রের ঝাঁপি থেকেই সেঁচে আনা মুক্তায় সাজাই মুহূর্ত ।
৪৭| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ গোফরান !
৪৮| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২
সাহসী সন্তান বলেছেন: আমি আপনার পোস্টেও লাইক দিছি, চাঁদগাজীর মন্তব্যেও লাইক দিছি! অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। কৈশরের রয়েল বেঙ্গল পোষা বালিকা এখন কেবলই একটা পাথরের প্রেমে মইজা আছে, ব্যাপারটা ভাবতেই কেমন জানি লাগতাছে।
আমার ধারনা একসময় আপনি খুব ছটফটে ধরনের ছিলেন! আঙ্কেল আন্টিরে কি পরিমাণে জ্বালাইছিলেন বর্তমানে ভাইয়ার আপডেটটা পাইলে সেইটা একটু বোঝা যাইতো!
কবিতায় ভাললাগা! শুভ কামনা মনিরা'পা!
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৯
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা বেশি লাইক দিতে গিয়া দুইবার ক্লিক কর নাই তো আবার !!!!!
অনেকদিন পর ফিরলা তো কি করবা টেলিপ্যাথি তো নাই ; এই দেখ কি কবিতা পড়লা !!!! ভুল বুঝে লজ্জা পাচ্ছ না মানে লজ্জার ইমো দিছ কিনা
তারুণ্যে অমন দুই একটা বেঙ্গল টাইগার ব্যাপার না ,তোমার হান্টার ওয়ালি আসল বইল্লা ।
ছটফট ঝটপট সব ই ছিলাম আছি ও কিন্তু তার জন্য একদুইবার ধরা খাইছি অফিসিয়ালি কারেক্ট থাকতাম বাসায় বিচার আনতে পারত না ; পুরানো ঢাকায় এক সম বয়সী ছেলে কে ওর মা এর সামনে "ঝাল ঠুয়া " দিয়ে কেবল ধরা খাইছিলা ।বাট সেই অভিজ্ঞতায় ডবল এল দেয়াতে পিলার বানান শক্ত হবার মত আমার ও বুদ্ধি কংক্রিটের মত জমে গিয়েছিল । মামলা যা বাইড়েই সমাধান ।
আর তোমার ভাইয়া ও সেই ধারনা করে কিন্তু কার থেকে যে আপডেট নিবে খুঁজে পাচ্ছে না
এত কথা না বলায়ে ভালোলাগা টা আগে দিয়া দিতা ,আমিও খুশি মনে ভালোলাগা নিজের করে রাখালাম বলে ধন্যবাদ দিয়া দিতাম !!!! হাহাহাহা ।
শুভ কামনা সাহসী , অনেক অনেক ভালোথেকো ।
৪৯| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: অগোছালো কবির কাব্য ঝঙ্কারে মুগ্ধ হ'লাম। পাথরের ভাষা যে বোঝে, কবিতা লেখা তার কাছে নস্যি মাত্র।
পোস্টের প্রথম মন্তব্যটাই (চাঁদগাজী এর) একটা এপিক!
৪২ নং প্রতিমন্তব্যটা খুব ভাল লেগেছে।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আহসান ভাইঃ
পাথরের ভাষা বোঝা সহজ ভাইয়া ,নিজের মত বুঝে নেয়া যায় ভুল বুঝলেও পাথর অভিমান করে না প্রতিবাদ তো নয়'ই ।
অনেক অনেক শুভ কামনা ভাইয়া ।
৫০| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
সাহসী সন্তান বলেছেন: আপনার মন্তব্য পইড়া ক্রলিং কইরা আবার উপ্রে গিয়া দেইখা আসতে হইল লাইকটা আসলেই দিছিলাম কিনা। আপনার এই কাজটা কিন্তু ঠিক হয় নাই আপা। এইভাবে মনে সন্দেহ ঢুকাইয়া দেওয়ার জন্য তীব্র ধিক্কার জানাইলাম...
আর লজ্জার ইমোটা দেওয়ার কারণ হইল, বিস্ময়ের ধাক্কায় লজ্জা ঢাকবার জায়গা পাচ্ছিলাম না। বাংলায় একটা প্রবাদ আছে, যার ন'য়ে হয় না, তার নব্বইয়েও হয় না। যার কারণে কৈশরের দূরন্তমতি হুট কইরা এতটা ভাল হইয়া গেল ক্যামনে, মনের মধ্যে এই কইশ্চেনটা বার বার আইসা ধাক্কা দিচ্ছিল!
আমার হন্টার ওয়ালী আইলে ভয়ের কিছু নাই। ভাববো, সামনে প্রটেকশান হিসাবে মনিরা আপা তো আছেই। ঝড়-ঝাপ্টা যা কিছু ঠেকানোর মনিরা'পা ঠেকাইবে, আমি কেবল নিমিত্ত মাত্র! আপনাগো মত বড় আপারা লগে থাকলে ঐরকম দু'একটা হন্টার ওয়ালীরে কুছ পরোয়া নেহি!
বাকি ব্যাপারটা নিয়া আর আলোচনা করলাম না। ভাইয়ার জন্য ট্রাক ভর্তি সমবেদনা জানানো ছাড়া আপাতত আর কিছু বলার নাই। আপনি আমার ভাললাগাটা ফিরাইয়া দেন। ঐটা আমি ভাইয়ার জন্য রিজার্ভ করতে চাই!
শুভ কামনা মনিরা'পা!
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
মনিরা সুলতানা বলেছেন: ধুর ধারনা কইরা বইসা থাকলে চলব !!! মাথায় রাখো নাই কেন যে আমি কত্ত ভালো তাইলে আর ক্রলিং এর বলী হওয়া লাগত না
দেখছ দেখছ যা কইতাছিলাম , নিজের উপর ভরসা রাখ ,কোশ্চেন মনে আসছে , কিন্তু বিলিভ কর নাই তাই আজ নিজের কিল্ক রে ই সন্দেহ করলা
হু হু সাথে ই আছি লাইক কমেন্ট করে ,তবে বিপদে পাইবা না আগেই কইয়া দিলাম ।
আহা রে বাই ব্রেদার আহা আহা !!!!!
৫১| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৪
এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন খুব ভালো লাগলো...
শুভকামনা জানবেন...
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্যই ও অনেক শুভ কামনা এফ কে আশিক
প্রশংসা মন ছোঁয়া করে রাখলাম ।
৫২| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯
তপোবণ বলেছেন: লেখায় দারুণ কৌশলী আপনি। এই সকালে এতো মুগ্ধতা ছড়ালেন প্রিয়তে ছিলেন আবারো রইলেন। ভালো থাকুন।
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩২
মনিরা সুলতানা বলেছেন: আমার কবিতা কিছু ব্লগারের মন্তব্য না পেলে অসম্পূর্ণ মনে হয় ;আপনি তাদের একজন !!!!!
কৃতজ্ঞতা সমস্তক্ষন অনুপ্রেরণা হয়ে থাকবার জন্য ।
৫৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯
নূর-ই-হাফসা বলেছেন: এক কথায় অসাধারন
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর
তোমার এক কথা হাজার কথার চাইতে বাঙময় ।
অনেক অনেক শুভ কামনা !
৫৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: পাথরেও ফোটে ফুল, ঝরে ঝর্নাধারা।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!!
তাই বুঝি !!!
কিন্তু সে ফুল আর ঝর্না কিন্তু পাথরের হৃদপিণ্ড বিদীর্ণ করেই ফোটে আর ফল্গুধারা ও বয় বুক চিরে ।
৫৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
জেন রসি বলেছেন: অনুভুতিকে শব্দে রূপান্তরিত করার এক দারুণ ক্ষমতা আছে আপনার। আপনার আগের কবিতাগুলো পড়েও এমনটা মনে হয়েছে।
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: শুভ সকাল জেন রসি !!
মন ভালো করা মন্তব্য ;এবং আমার মন ভালোহয়ে গেলো ।
শুভ কামনা ।
৫৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯
সকাল রয় বলেছেন: আমার কাছে মনে হলো অনেকগুলো কবিতা যেন। আমি যেন একের ভেতর অনেক ব্যঞ্জনা পেলাম।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ "রয়"
অনেকদিন পর আপনাকে আমার লেখায় পেয়ে মন ভালো হয়ে গেলো ।
কবিতা পাঠের অনুভবে মুগ্ধতা রাখলাম ।
৫৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭
সকাল রয় বলেছেন: নিয়মিত লিখুন, নিয়মিত পড়তে চাই
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯
মনিরা সুলতানা বলেছেন: লেখার অনুপ্রেরণা হয়ে রইল এ মন্তব্য !!
৫৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
চাঁদগাজী বলেছেন:
কিশোরী মেয়েরা নিজের কাছে নিজেই এক বিস্ময়, ওদের এক নিজস্ব ভুবন থাকে, যেটা শুধু স্বপ্নে ভরা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২
মনিরা সুলতানা বলেছেন: বেশ বলেছেন তো নিজের কাছে নিজেই এক বিস্ময় !!!!!!
থাক কৈশোর গুলো অমন ই থাক নিজস্ব ভুবন নিয়ে ,স্বপ্ন নিয়ে ; আজকালের এই মেকি প্লাস্টিক কৈশোরের মত যেন না হয় ।
৫৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
জুন বলেছেন: অন্তরন্তর বলেছেন: অপূর্ব। আমি ভাবি কিভাবে পারেন এমন লিখতে।
মনিরা আমার কথাটি যেঁ বলে গেল অন্তরতর ! অপুর্ব কবিতায় আচ্ছন্ন আমি অনেক ভালোলাগা দিয়ে গেলাম।
+
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫
মনিরা সুলতানা বলেছেন: আপু !!!
তোমার মত অন্তত একটা ভ্রমন কাহিনি লিখতে পারলে ,সব কবিতা ছেড়েছুড়ে শুধু ভ্রমনের গল্পই লিখতাম ।
তোমার আছন্নতা আর ভালোলাগায় অনেক ভালোবাসা !
৬০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩
পার্থ তালুকদার বলেছেন: বাহ !
আমি মুগ্ধ কবি ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ গল্পকার !!
মজার কথা হচ্ছে আমি নিজে ও তালুকদারের বেটী !
আপনার মুগ্ধতা লেখার আগ্রহ করে রাখলাম ।
৬১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬
সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো আপু।
++++++++++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ সৈয়দ ইসলাম
পুরনো লেখা পড়ে মন্তব্যের জন্য ।
৬২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৩
সৈয়দ ইসলাম বলেছেন:
নতুন পাঠক হওয়ায় নতুনত্বের স্বাদ পেলাম। ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭
মনিরা সুলতানা বলেছেন: হুম তা তো বটেই ,এই কবিতায় আপনি নতুন পাঠক;
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন:
"কবি সত্ত্বাকে তুমুল ধিক্কারে বিদায় জানিয়ে ফিরলাম প্রতিদিনের গৃহকাজেঃ
নিত্যদিনের থালাবাসনের ঝনঝনানিতে। "
-সারাদিন ফুলে ফুলে ঘুরে, প্রজাপতিও এক সময় অবসর খুজে, লুকিয়ে থাকে পাতার আড়ালে