নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

উড়ো চিঠি

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১







চিঠি !!!
খামে ভরা এক চিলতে রোদ্দুর
কখনো বা বর্ষণ!!!!!!
কিংবা কাগজের টুকরাতে বেঁধে রাখা অনন্ত আবেগের ঢেউ
কিছু নিশীথের দীর্ঘশ্বাস মাখা বিবর্ণ অক্ষরের বোঝা ;
সংকোচে লজ্জার লালিমায় রাঙানো কাঁপা হাতের আলপনা
আবার কখনো বা পূর্ণতা প্রাপ্তির যুগল বন্দি।


অপচয় হয়ে যাওয়া কিছু চিঠি'র ও আলদা কিছু গল্প আছে , খেয়ালি সময়ের কানাগলিতে অজস্র নিশ্চুপ কান্না চিঠির ভাঁজে গুমরে কাঁদতে দেখেছি আমি । শব্দে শব্দে কিভাবে হাহাকার লুকায় ,অক্ষরের অক্ষরে পাঁজর ভাঙার আর্তনাদ ও ।

কৈশোরে পাশের বাসার রোজি আপা রা যখন বাসা পাল্টালেন আমাদের রান্না ঘরের মাটির চুলার পাশে স্তুপ করা কিছু চিঠি আর শুভেচ্ছা কার্ড পেয়েছিলাম ;সপ্তম শ্রেণীর আমি অধিকাংশ কথার ই মানে বুঝতে পারি নি ,কেবল কিছু লেখা মনে রয়ে যাওয়ায় এখন বুঝতে পারি রবীন নামের একজনের নিঃস্ব হবার ,লুটপাট হবার গল্প ছড়িয়ে ছিলো সে সব চিঠির পরতে পরতে।

চমৎকার সব ফুল আর কারুকার্য ময় কিছু কার্ড সাথে শুভ কামনা'র ডালি ;
“শুন্য ফুলদানীর হাহাকার যেন
আমার হৃদয়ের মত ;তোমাকে স্পর্শ না করে
রোজি কে রবীন “


সেসব কার্ড চিঠি আমাদের বেশ উপকারে এসেছিলে বর্ষায় চুলোর আগুন জ্বালাতে !

ইচ্ছে হয় রাবীন নামের হৃদয় ভাঙা সেই যুবক কে খুঁজে পেতে এনে উনাকে বলি “আপনি ভাগ্যবান আপনার প্রেমিকা যথেষ্ট হৃদয়বতী যে ডাস্টবিনের ময়লায় না ফেলে আমারদের আগুন জ্বালানো সহজ করে দিয়েছিলেন" আপনার শুন্য ফুলদানীর হাহাকার আমাদের অগ্নি শালকা হয়ে অন্ন ব্যাঞ্জন সাজিয়েছে।

অপচয় দেখেছি রোকেয়া হল এর মেইন বিল্ডিং এর সিঁড়ি গোঁড়ায় পড়ে থাকা অজস্র উড়ো চিঠি’র ভাগ্য নিয়ে আসা অসমাপ্ত ঠিকানা সহ অসংখ্য চিঠি’র ।দূর প্রবাস পড়তে গিয়ে বিছিন্ন হওয়া কেউ ,মধ্যপ্রাচ্যে চলে আসা স্বজন যাদের জানা র মাঝে ছিলো মরূদ্যান হয়ে উঠা প্রিয়ার নাম আর রোকেয়া হল এর নাম।অযত্নে অবহেলায় কিছুদিন পড়ে থাকত তারপড় দারওয়ান রা কোথায় নিয়ে ফেলে দিতো নিরুদ্দেশ হত ঠিকানা।মাঝে মাঝে দেখতাম কিছু মেয়ে দুষ্টামি করে চিঠি খুলে মজা করছে ,তবে বেশির ভাগ ই কোমল হাতের স্পর্শ বঞ্চিত হয়ে অবহেলায় থাকত ।

অযাচিত অবহেলায় সেখানে ফেলে রাখা পোষ্ট কার্ড গুলো নিজেকে মেলে ধরত অপরূপ স্নিগ্ধতায় ;
অক্ষর ,শব্দগুলো যেন উপচে পরা বন মল্লিকা ‘র সাজি ।আঙুলে আঙুলে কলমের দাগে বোনা নকশি কথা ,রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা রজনীগন্ধা। ঠিক ঠাক প্রাপকের হাতে গেলে হয়ত তার কপালে জুটত অযাচিত চুমুর বন্যা ,শ্রেয়সীর ঘুঘু বুকের ওম ,আর বাঁধভাঙা অশ্রুর শুদ্ধতা ।হয়ত রাতে’র পর রাত সাজিয়ে দিত সেই কয়েক ছত্র নির্ঘুম বালিকার চরণে ।

“ অপেক্ষায় থেকো আমি ফিরছি “এমন কিছু শব্দের অপেক্ষায় থেকে থেকে ভাঙা হৃদয়ে তরুণী ‘র ছুটিতে বাড়ি যেয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছেঃ অথচ তার হৃদয় শীতল করা শব্দগুলো প্রেরকের অসাবধানতায় ঠিকানা খুঁজে না পেয়ে “উড়ো চিঠির “ বদনাম কুড়িয়েছে কেবল । রোদের মাঝে রোদ হয়ে ছড়িয়ে থাকার কথা ছিল যে অক্ষরের সে শুধু ধূসর ছাই হয়েই রইলো ।


আর মাত্র ক’টা দিন ;
এভাবে দিন গুনে গুনে ফিরে আসা যুবক একটা সমস্তদিন রোকেয়া হল এর গেটে দাঁড়িয়ে থেকে ,ফিরে গেছে ভাঙা মন নিয়ে।সে হয়ত কোনদিন জানতে ও পারে নি তার’ই ভুলে তার লেখা মহুয়া পাপড়িগুলো উড়ে গেছে উড়োচিঠি হয়ে ।


হাতের ঢেউ এ মেঘ সরানোর ম্যাজিক দিনগুলো তে মেঘের ভেলায় ভেসে কেমন করে যেন এক উড়ো চিঠি’র মালিক হয়েছিলাম । আশে পাশে ই সবাই থাকায় ,আমার নামে চিঠি আসা ছিলো প্রায় শুন্যের কোঠায়। তাই নিজে ‘র নামে একটা চিঠি পেয়ে আগ্রহ উৎসাহ ডিবডিব কোন কিছুর ই কমতি ছিলো না।পড়ে বুঝলাম চিঠিটার প্রাপক ,আমি নই অন্য কোন কেউ।
ঠিকানা ঠিক ছিলো ঠিকই কেবল প্রাপক টাই আলাদা।

বি এম এ লং কোর্স , ভাটিয়ারী জি সি ক্যাডেট নাম্বার সহ চিঠিতে উল্লেখ করে দিতেন শোয়েব নামে একজন ক্যাডেট ।
কতটা সকালে উঠতে হয় , স্টাফদের যন্ত্রণা,সিনিয়রদের পাঙ্গা ,মাঝ রাতে’র কান্না সমস্তদিনের দিনলিপি এমন সব কিছুই থাকত তাতে।

প্রাপক যেহেতু আমি নই ,উওরের দায় ও আমার নয় ;
বেশ কয়েকটা চিঠি জমে যাওয়াতে সিনিয়র রুমমেট এর পরামর্শে লিখে দিলাম,তার ভুল দড়জায় কড়া নাড়ার গল্প। তাতেও বিপত্তি ক্যাডেট শোয়েব ভাবলেন ইচ্ছে করেই তাকে বোকা বানানোা হচ্ছে “ এমন টা হতেই পারে না। এতটা কাকতালীয় অসম্ভব!!!!!!!!!!! চিঠির পর চিঠি ,হলুদ খামের ইষ্টিকুটুমের ডাকা ডাকি ;দোয়েল শালিকের জীবনে কার অত সময় থাকে ;উড়ো চিঠির কদর করার।
আমি ও ভুলে গেলাম উনি ও চিঠি পাঠানো বন্ধ করে দিলেন ।

অনেক বছর পর সেই চিঠির আসল প্রাপক “মনিরা”র সাথে দেখা হয়েছিল,হয়েছিলো কিছু কথা বিনিময় ও
কেবল জানা হয় নি “ পেয়েছিলো কি শোয়েব তাকে খুঁজে !!!! হয়েছিলো কি উড়ো চিঠি হয়ে যাওয়া ,ভুল বোঝার গল্প বিনিময় !!! অথবা সেই কি আজ তার পাশে হয়ে আছে ছায়া !!!!!!

নাম আর রুম নাম্বার এক হলেও বিল্ডিং নাম্বারের ভুলে উনাদের দু জনের মাঝে কেমন করে আমি হয়ে রইলাম “মধ্যবর্তিনী “

মন্তব্য ১০৪ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: উড়ো চিঠির গল্প অসাধারণ লেগেছে আপু।বিশেষ করে আপনার শব্দশৈলী।
শুভ কামনা আপু।ভাল থাকুন।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: প্রথম মন্তব্যেই দারুন পাঠ প্রতিক্রিয়া মুগ্ধ করলো আমায় !!!!
আমার শব্দ রচনায় আপনার ভালোলাগা বেশ অনুপ্রেরণা হয়ে ই থাকবে ।

আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা ।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: আপা,উড়ো চিঠি তো ডাকাতেরা দেয়...... ;)


আপনার চিঠি পড়তে ফিরছি ....

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: ডাকাত 'রা বেনামী চিঠি পাঠায় তো ; উড়ো চিঠি খেয়ালি দুপুরে উড়ে আসে !!!

আচ্ছা!!!! শিরোনামেই মন্তব্য করলা ? হাহাহাহাহাহা !!!
আচ্ছা পড়ে জানিয়ো কেমন লেগেছে ।

শুভ কামনা শাহারিয়ার কবীর !

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: ঐসময়ের এমনতর চিঠির জন্য অপেক্ষায় থাকা আর কত চুপিচুপি পড়া।।
ভুলে যাওয়া প্রিয় কোন গানের কলি হঠাৎ করে মনে পড়ে গেলে যেমন মনটা গুনগুনিয়ে উঠে তেমনই একটা অনুভূতিতে মনটা রে গেল।।
শুভেচ্ছা, নূতন বছরের।।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম আমার লেখায় ; আশা করছি ভালো আছেন ?
সত্যি চিঠির যুগের আমাদের কাছে ,চিঠির জন্য অপেক্ষায় থাকা'র আনন্দ টাই আলাদা ;চিঠির লাইন ,গানের কলি সব মিলে মিশে একাকার হত প্রায়শই ।

আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা নতুন বছরের ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩০

সচেতনহ্যাপী বলেছেন: হ্যঁ ভাই, আপনাদের দোয়ায় ভালই।।
না ভাই আমি আছিতো।। পোষ্ট পেলেই ঘুরে যাই কিন্তু মাঝে মাঝে দাঁত ফোটাতে পারি না, তাই :-P
ভাল থাকবেন।।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভালো থাকার অনেক শুভ কামনা ভাইয়া আপনার জন্য ।

হাহাহাহাহা কি যে বলেন ভাইয়া ; অনেকদিন আপনার লেখা পড়ি না ।
আশা করছি নতুন লেখা পাবো ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:



রোকেয়া হল, এক সময়কার কল্পনার স্বর্গ ছিল, মনে হয়।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া এক সময় কার তো না !!!!!
সব সময়ের ; এখন কার কাউকে জিজ্ঞেস করে দেখেন ;)

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কথামালায় সজ্জিত লেখাটি পাঠে ভাল লাগল । উড়ো চিঠি নিয়ে বেশ অনেক গুরুত্বপুর্ণ বিষয়ের অবতারনা রয়েছে লেখাটিতে । জানা গেল উড়ো চিঠিতে ঘাপটি মেরে বসে থাকে অনেক লিখিত বার্তা। এ-ও সত্যি যে, জীবনের সব গল্প উড়ো চিঠিতে ধরা পড়েনা না। তবে উড়ো চিঠির সুত্র ধরে অনেক কাহিনির গলিঘুঁজিতে কিছুটাতো প্রবেশ করাই যায়, যদিও উড়ো চিঠিতে বিচ্ছিন্ন, খণ্ড চিত্রই পাওয়া যায়। তবে অজস্র আলো-অন্ধকার নিয়ে প্রায় পূর্ণাঙ্গ এক জীবনকাহিনিই যেন হয়ে উঠে কোন কোন উড়ো চিঠি ! সেটা উড়ো চিঠিরই একটি শক্তি। তর্ক আর ভাবনার অবকাশ তাতে অবশ্য কিছুটা থেকে যায় ।

আপনাকে ধন্যবাদ , আপনার দেখা উড়ো চিঠিগুলি রান্নার জ্বালানী হিসাবে ব্যবহারের পাশাপাশি তাদের ভিতরে থাকা প্রায় প্রতিটি চরিত্রের মধ্যে অনন্ত ধূসরতা রেখে দেওয়ার জন্য এবং একই সঙ্গে প্রায় প্রত্যেকটি চরিত্রকে তাদের দোষ-ত্রুটি-ক্ষুদ্রতা-সীমাবদ্ধতা সমেত ভালবাসতে বাধ্য করার জন্য, তাদের প্রতি সন্মান দেখানোর জন্য।

আরও ধন্যবাদ, এই পোষ্টের লেখার মধ্যে শোয়েব নামে একজন বি এম এ লং কোর্স ক্যাডেটের একটি চরিত্র নির্মাণ করার জন্য। উড়ো চিঠি’র কিন্তু ভার আছে। অনেক উড়ো চিঠি পড়লে বা দেখলে মন ভারী হয়, নিজের সঙ্গে কথা বলার দরকার বলে মনে হয়। উড়ো চিঠি পড়লে মনে পড়ে, আলো-অন্ধকারে মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, ভালবাসা নয়...কোন এক বোধ কাজ করে। এই বোধটা যদি সকল উড়ো চিঠি পাঠক মনে মনে মেনে নেন , তা হলে আপনার সাথে তাঁদের জন্যও রইল ধন্যবাদ!

শুভেচ্ছা রইল , পোষ্টটি প্রিয়তে গেল ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮

মনিরা সুলতানা বলেছেন: আমার কাছে উড়ো চিঠি এক বিস্ময় !!!!!!
আমার কেবল ই মনে হয় অপচয় অপচয় নিদারুন অপচয় , সামান্য ভুলে জীবনদায়িনী কিছু শব্দ থেকে প্রাপক কে বঞ্চিত করা ।
আমার লেখায় আপনার চমৎকার বিশ্লেষণ সব সব আমাকে আনন্দিত করে ।

এই পোষ্টের লেখার মধ্যে শোয়েব নামে একজন বি এম এ লং কোর্স ক্যাডেটের একটি চরিত্র নির্মাণ করার জন্য। উড়ো চিঠি’র কিন্তু ভার আছে। অনেক উড়ো চিঠি পড়লে বা দেখলে মন ভারী হয়, নিজের সঙ্গে কথা বলার দরকার বলে মনে হয়। উড়ো চিঠি পড়লে মনে পড়ে, আলো-অন্ধকারে মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, ভালবাসা নয়...কোন এক বোধ কাজ করে।

আমার এক সামান্য লেখায় ,কত চমৎকার করে বললেন !!!!!!

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:২৭

নূর-ই-হাফসা বলেছেন: উড়োচিঠি গুলো মজার বুঝাই যাচ্ছে । আমার কাছে চিঠি ব‍্যাপার সবসময় ভালো লাগে ।
তবে সঠিক ব‍্যক্তি পাচ্ছে না দেখে খারাপ এ লাগলো ।
অনেক সুন্দর করে লিখেছেন আপু ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

মনিরা সুলতানা বলেছেন: নূর আপুনি তুমি আমার এখানে করা সোহানী আপুর মন্তব্য টা দেখতে পারো ।তবে আমার মনে হয় ইমোশনের খেলা সব ,অনুভূতির ব্যাবচ্ছেদ !!! চিঠি ব্যাপার টার মাঝে আসলেই আলাদা এক আনন্দ খনি লুকিয়ে থাকে ।

অনেক ধন্যবাদ লেখায় ভালোলাগা প্রকাশের জন্য ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৪

রাবেয়া রাহীম বলেছেন: উড়োচিঠির স্মৃতি পড়তে ভাল লাগছিল ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে বুবু !
পাঠে আপনার আনন্দ আমাকে অনুপ্রাণিত করলো ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১৭

সোহানী বলেছেন: অসাধারন।

এতো সুন্দর করে হলের বাদরামীগুলোকে ব্যাখ্যা করলা..... বুঝলাম আমাদের সেই সব দুষ্টুমী কোন অপরাধই না। অনেক দিন পর মনে করিয়ে দিলে সেই পুরোনো কথা। সাগর, পাপিয়া, বিথী কি যে করতাম আমরা সেই সব চিঠি পড়ে..... আমাদের একটা বিনোদন ছিল সেগুলো। মোবারক মামা ঠিকানা থেকে ফেরত আসা চিঠিগুলো বক্সে রাখলে তার মালিকানা হতো যে কারো............

অনেক অনেক ভালো থাকো।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা আপু যে কি বলেন !!!! এটার একটা চমৎকার ব্যাখ্যা আছে আপু ; আপনাদের কোমল হাতের স্পর্শ পেয়েছে তাতেই বা কম কি ? না হয় মোবারক আর তাজুল দাদু ওদের কে ভাগাড়ে ই তো পাঠাত !!! তাই না ?
সাগর আপা কে অনেক মনে পরে দারুন স্নেহময়ী একজন !!!

আপনি ও অনেক অনেক ভালো থাকবেন আপু :)

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৩

আটলান্টিক বলেছেন: এখানে কোন ক্যাটাগরির মন্তব্য করবো বুঝতে পারছি না :( :( :(

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

মনিরা সুলতানা বলেছেন: আপনি অতল মহাসাগরীয় ক্যাটাগরির মন্তব্য করবেন সব সময় সব জায়গায় ;) আপনার নামের সার্থকতা প্রমান করতে !
অনেক অনেক ধন্যবাদ আটলান্টিক ।

শুভ কামনা !

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১১

শামচুল হক বলেছেন: এক সময়ের দুষ্টুমি এখনকার স্মৃতি। ভালো লাগল চিঠি।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

মনিরা সুলতানা বলেছেন: ব্যাপার টা আমার কাছে কখনোই দুষ্টমি'র ছিলো না ,দেখে একটু খারাপ ই লাগত ;
লেখা ভালো লেগেছে আপনার জানতে পেরে অনেক খুশি হলাম ।

শুভ কামনা ।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আমিও উড়ো চিঠি কিছু পড়েছি।সেখানে যে হৃদ্যতা থাকে তা অনুভব করতে চেষ্টা করেছি।
আমার কাছে একটা চিঠি আছে যেটা প্রায় আমার বয়সী,সেই আবেগ অনুভুতি যেন আমি খুব টের পায়।
উড়ো চিঠি হয়তো যত্নে থাকে না তবে আমি চাই সব উড়ো চিঠি খুব যত্নে থাকুক।
আপনার এই লেখাটি খুব ভাল লাগল।ভাল থাকুন আপু।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!! বেশ চমৎকার সংগ্রহ তো আপনার !!!
অত আগের কিছু ছুঁয়ে দেখার আনন্দ ই আলাদা ,আমার লেখা 'র ছবি টি ও আমার সংগ্রহে থাকা একটি উড়ো চিঠি । যতবার পড়ি আলদা এক অনুভব হয় । এখন মনে হয় মেইল ইনবক্স এসব যত্নে থাকে । তবে মাধ্যম যাই হোক চিঠি তো বটেই ।

অনেক অনেক শুভ কামনা ।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর চিঠি।
আপনার পোষ্ট পড়ে মনে পড়ে গেল- এক সময় খুব চিঠি লিখতাম। এবং অনেককে চিঠি লিখে দিতাম।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর ! আজকাল তো কেউ চিঠি লেখে না তার প্রয়োজন ও নাই । এ ছিলো আরেক মজার ব্যাপার ক্লাসে যে বা যারা ভালো চিঠি লিখতে পারত তাদের আবার অনেকের জন্য ও লিখতে হত ।

আপনার চিঠি এবং চিঠি লিখে দেবার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন ।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: চিঠি! সে এক অসাধারন অনুভূতি নিয়ে দরজায় কড়া নাড়ে। উড়ো চিঠি নিয়ে স্মৃতি আর দারুণ সুন্দর লেখা পড়ে খুব ভালো লাগল!

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনার ভালোলাগা প্রকাশে অনেক অনেক ধন্যবাদ "রুদ্র জাহেদ "
হুম খুব সত্যি বলেছেন " অসাধারন অনুভূতি নিয়ে কড়া নাড়ে ।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

নতুন নকিব বলেছেন:



দারুন লিখেছেন।

ধন্যবাদ অনেক।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ নতুন নকিব;
পাঠে এবং মন্তব্যে 'র জন্য ।

অনেক অনেক শুভ কামনা :)

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাল লাগার স্মৃতি।
আরাম প্রিয় লেখা।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! বেশ আলদা ভাবে নিজের কথা বললে _
অনেক অনেক শুভ কামনা।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: চিঠি নিয়ে কত মজার স্মৃতি যে আছে আমাদের জীবনে। আহা! সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল।

শুভকামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: নিজের মজার কথাগুলো লিখে ফেলেন না মোঃ মাইদুল সরকার ;
আমাদের ও ভালোলাগবে আপনার অভিজ্ঞতা ; আসলে সময়ে সব কিছু ই আলাদা মাধ্যম চলে আসে ।সে ই জায়গা দখল করে নতুন প্রযুক্তি । আশা করছি চিঠি নিয়ে আপনার লেখা পাচ্ছি শিগগির ।

আপনার জন্য ও শুভ কামনা ।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহ্। একটি চিঠি মানুষের জীবনের কতকিছুই না পাল্টে দিতে পারে! ভুল করে কোন চিঠি পাওয়া কি সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের তা আজও জানা হল না। কেননা, এমন সৌভাগ্য(!) অধমের কখনও হয়নি।
সুন্দর স্মৃতিচারণা; তেমনি সুন্দর পাঠককে মুগ্ধ করার শব্দগাঁথুনি। ভাল লাগল।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলেছেন মিঃ বেষ্ট ,আসলেই একটা চিঠি পাওয়া এবং না পাওয়া মানুষের জীবনের অনেক কিছুই পাল্টে দিতে পারে। এখন তো আসলে চিঠির সময় নেই ,কারো মেইল বা ফেসবুকে ইনবক্স ও আসে নি ভুল কারো চিঠি !!!!

চমৎকার মন্তব্যে অনেক অনেক ভালোলাগা !

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন আপু। প্রেমিক হৃদয়ের প্রতি সহমর্মিতা আমাকে মুগ্ধ করেছে। দুঃখ হচ্ছে সেই অকৃতজ্ঞ প্রেমিকার জন্য।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: সত্যিকারের প্রেমিক প্রেমিকার জন্য সহমর্মিতা সব সময়ঃ আপনার ভালোলেগেছে লেখা সেটার প্রকাশ ও চমৎকার ভাবেই করলেন।
আমি আসলে অকৃতজ্ঞ ঠিক বলি না ,সবাই যদি সবার ডাকে সারা দেয় কেমন হয় বলেন ,কিছু ভুল দরজায় কড়া নাড়ার গল্প ও তো থাকে , তাই না !!

শুভ কামনা নয়ন ।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

জাহিদ অনিক বলেছেন:

সব চিঠি পৌঁছে যাক গন্তব্যের ঠিকানায়
পোষ্টম্যানের ঝোলা হতে-
প্রাপকের হাতে-
চিঠি বয়ে নিয়ে যাক অজুত হাজার নিযুত কথা
চিঠি পৌঁছে যাক।


তবে সেই ভাটয়ারী ক্যাডেটের জন্য বেশ আফসোস হচ্ছে। আহা বেচারা। একূল ওকূল কিছুই পেল না। নকুল।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!বাহ!!! বাহ !!!
একেই বলে জাত কবি ,কি সুন্দর করে কবিতায় শুভ কামনা ।

নকুল এর কুলের খবর তো আমি আর রাখি নি কি ভাবে বলি ? তাই আফসোস করে লাভ নেই ,সেটা বরং জমিয়ে রাখো ; বিরহী কবিদের জন্য ।

শুভ কামনা জাহিদ ।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার লিখাটা পড়ার পর মন খারাপ করা একটা ভাব চলে এল।
শোয়েব এর জন্য দুঃখ হচ্ছে ।
এক সময় পথ হারানো অনেক চিটি আমিও পড়েছি।
স্কুলে থাকতে ডাকটিকিট জমাতাম। পিয়নের সাথে সখ্যতা ছিল, প্রাপক খুজে না পেলে তিনি চিঠিগুলি আমাকে দিয়ে যেতেন =p~

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা আহা বেচারা শোয়েব ,তার জন্য এত লোক আফসোস করে যাচ্ছে সে পর্যন্ত জানতে পেলো না।অভাগা আর কাকে বলে :P
হাহাহাহা পথের পথিক তাহলে অনেকেই ;)
লিখে ফেলুন না আপনার বিখ্যাত স্টাইলে কিছু গল্প আমরা ও হাহাপগে হই ।

শুভ কামনা ভাইয়া

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সৈয়দ ইসলাম বলেছেন: কিছুদিন পূর্বে বাসা চেঞ্জ করার সময় এমন দু'টি চিঠি আমার নাগালে আসে,যা আমাদের বাসার একজনকে উদ্দেশ্য করে লেখা। ভাঙ্গিস লেখাগুলো ইংরেজি পেছানো অক্ষরে ছিল, নতুবা ছোট ছেলে মেয়ে অধিক জ্ঞানী হয়ে যেত। হঠাৎ মাটিতে দেখে হাতে নিয়ে দেখি তা আমাদের সাথে নতুন বাসায় যাওয়ার যোগ্য না, তাই স্বযত্নে তাকে তার জায়গায় রেখে আসলাম।

ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত সৈয়দ ইসলাম !
আচ্ছা !! ইংরেজি কারসিভে অক্ষরে লেখা !!! তার মানে তো বেশ সুন্দর হবার কথা !!
আর সযত্নে তাকে জায়গায় মানে কি ? ফেলে দিয়ে এসছেন ?
ইশ কেনো যে সংগ্রহে রাখলেন না ,লুকিয়ে ই রাখতেন ; কিছু জিনিস আসলে যেমন ই হোক অমূল্য হয় ।


আপনাকে ও লেখা পাঠে এবং মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

মলাসইলমুইনা বলেছেন: ঈশ্বর যখন আমার ভার্সিটি জীবনের পরিকল্পনা করেছিলেন তখন কোনো কারণে স্ট্রিট এড্রেস বা পোস্ট বক্স নাম্বার মনে হয় বাদ পড়ে গিয়েছিলো |তাই হরতালময় আমার দীর্ঘ ভার্সিটি জীবনেও কোনো উড়ো, ধুরো, বেয়ারিং, ভুলে আমার নাম সম্বোধন করে লেখা কোনো ধরণের কোনো চিঠিই আমার ঠিকানায় আসে নি (সে অভাব পূরণ করতেই যেন এখন প্রতিদিন দশটা করে জাঙ্ক মেইল আসে !) | তাই মনে হয় আপনার রোকেয়া হল জীবনের উড়োচিঠি পরে খুবই ভালো লাগলো | মাত্রই ভাবছিলাম আপনাকে বলবো কদিন আবার বাংলাদেশ থেকে ঘুরে আসুন আর মুঠো ভরা নীল চুড়ি প্রেম বেঁধে রাখে তার নীল কেয়ূরে কবিতাটার মতো ভালোলাগা জড়িয়ে দেয়ার মতো আরেকটা কবিতা লিখুন | এর মধ্যেই আবার এই লেখা ! এখন আপনাকে বাংলাদেশে ঘুরে এসে কোন লেখাটার মতো একটা লেখা লিখতে অনুরোধ করবো (আমার প্রিয় ব্লগারের সব লেখাই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বলে মনে হয় কিন্তু দেশ থেকে ফিরে আসার পরের লেখাগুলো বেস্ট অফ দ্যা বেস্ট ) সেটা নিয়েই মনে কি দ্বিধা দ্বন্দ্ব শুরু হলো কিভাবে বলি ! এতো কথা বলে আসলে একটা কথাই শুধু বলতে চাইলাম কিন্তু -অসম্ভব সুন্দর হয়েছে এই লেখাটা | অনেক ভালো লাগলো আপনার এই লেখাটা পড়ে | ভালো থাকবেন |

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

মনিরা সুলতানা বলেছেন: আপনি শীতলক্ষ্যা পাড়ের হয়ে বিশ্ব বিদ্যালয় জীবনে চিঠির আশা কেমন করে করেন ? হাহাহাহাহা জাঙ্ক মেইল :P তা সব জাঙ্ক মেইল সেই উড়ো চিঠির মত পড়েন বুঝি ;) উত্তর দেন না ?
আপনার ভালোলাগা প্রকাশ সব সময়ের মত ই অনন্য ভাইয়া ;সে যেভাবেই বলেন !!! নীল চুড়ি প্রেম বেঁধে রাখার মত নীল কেয়ূর একটাই হয় ! ততটা ভালোলাগা আসলে আবার লিখে ফেলবো একদিন। তবে জানেন তো দেশে হাওয়া জল মন কে কোমল থেকে কোমলতর করে ফেলে ,তাই প্রকাশ ও তীব্রতর হয় ।

আপনি ও অনেক ভালো থাকবেন :)

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

তারেক ফাহিম বলেছেন: সময় নিয়ে উড়ো চিঠির বিশ্লেষন পড়লাম।

ভালো লাগলো। আর আপনি যে অপচয় বিরোধী তাও প্রকাশ পেলো আপুমনি :-B

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

মনিরা সুলতানা বলেছেন: একদম পয়েন্ট ধরেছেন তারেক ফাহিম , ভালোবাসার অপচয় একদম সহ্য হয় না ;)
সময় নিয়ে সময় ময় সময়ের লেখা পড়েছেন জানতে পেরে খুব ভালো লাগলো ।


ভাল থাকার শুভ কামনা :)

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

জুন বলেছেন: রোকেয়া হলে এটাচড থাকায় কাজের জন্য প্রায়ই যেতে হতো মনিরা। বিশেষ করে হল ক্যান্টিনের বিখ্যাত শিঙাড়া আর চায়ের লোভ তো ছিলই। তখনতো আর মোবাইলের যুগ ছিলনা তাই মাঝে মাঝে দেখতাম বিরহীনিদের কারো অপেক্ষায় হল গেটের কাছে ভিজিটার্স রুমের সিড়িতে বসে থাকতে। আর আশেপাশে পড়ে থাকা নানা চিরকুট। নাম ঠিকানা ভুল থাকায় প্রাপকের হাতে না পৌঁছানো চিঠি।
অদ্ভুত সুন্দর বর্ননায় উড়ো চিঠিও ঠিকানা খুজে পেলো মনিরা। অনেক ভালোলাগা রইলো।
+

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

মনিরা সুলতানা বলেছেন: আহা আপু কি মনে করিয়ে দিলে শিঙাড়া আর চা ; এবার দেশে গিয়ে পুরি শিঙাড়া খাওয়া হয় নি এই দুঃখে রাখার জায়গা নাই ।
তোমার মন্তব্যে কতকিছু মনে পড়ে যাচ্ছে ;সে এক পাখীর জীবন ছিলো।ভাবনা হীন ভয় হীন ,বাঁধ ভাঙা জীবন ।

অনেক অনেক ভালোবাসা জুন আপু অপূর্ব ভালোবাসাময় মন্তব্যের জন্য ।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:


উড়ো চিঠির গল্প বেশ লাগলো । এসব চিঠিতে কতশত কালজয়ী কবিতা অপ্রকাশিতভাবে হারিয়ে যায়, তার খবর কয়জন রাখে !



আপনার মধ্যবর্তীনির ব্যাপারটা পড়ে মাজা পেলাম !

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

মনিরা সুলতানা বলেছেন: এখন ফেসবুক এর কল্যানে কিছু ই হারায় না ,দেখেন তো আজাকাল সবাই খুব ভালো লিখে । আমার উড়ো চিঠির গল্পে আপনার ভালোলাগার প্রকাশে কৃতজ্ঞতা ।

এখন আসলে এই ব্যাপারগুলো মনে হলে একটু ভাবায় ; মজা ও লাগে ।


২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: আপা,আপনার উড়ো চিঠি গল্প পড়ে আমার যা বলার ছিল,উপরের সবাই তা বলে গেছেন। :)
নতুন করে কিছু আর বলার কিছু পেলাম না।তবে পড়ে একটু মজা পেলাম এবং অনেক ভালো লাগা রেখে গেলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

মনিরা সুলতানা বলেছেন: আমি এখন জা বলব তা আমার আগের বক্তা বলে গেছেন ,আমি এরপর যা বলতাম সব ই আমার পরবর্তী বক্তার জন্য রেখে গেলাম ;)
আহা ! তোমার মত যদি আমাদের দেশের নেতা রা হত,তাহলে আমাদের কে ঘন্টাভর গলাবাজী শুনতে হত না।

মজা পেয়েছ !!!! বাহ !! বেশ কিছু তো সময় ভালো কেটেছে :)


শুভ কামনা শাহরিয়ার কবীর ।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: চিঠি নিয়ে চিঠি - দারুন।

কত গভীর ভাবনায় ডুবিয়ে দিলেন অনন্য বিশ্লেষনে! সত্যি মুগ্ধতায় বুদ হয়ে পড়ে গেলাম!

ভাললাগা একরাশ

++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

মনিরা সুলতানা বলেছেন: বিদ্রোহী ভাই ;
আপনার একরাশ ভালোলাগা আর +++++ এর বন্যা বেশ লাগলো !!!!

অদেখা অনেক কিছুই ভাবতে আমার বেশ লাগে ,এই সব অপচয় গুলো ও।

অনেক অনেক শুভ কামনা

২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




অনবদ্যই শুধু বলবোনা, বলবো; করুন কিছু স্মৃতিকে স্বাস্থ্যবান, আয়ুষ্মতী শব্দরাজির ফানুস বানিয়ে উড়িয়ে দিয়ে গেলেন পাঠকের গোপন আকাশে । এখন সে আকাশে শব্দরাজিরা জ্বলবে ... জ্বলবে... জ্বলবে তারপরে নিভে যাবে একবুক দীর্ঘশ্বাস ছেড়ে । আলেয়ার মতো তাকে আর ধরা যাবেনা কোনদিন ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

মনিরা সুলতানা বলেছেন: সেই ভালো ভাইয়া ;
আমার একেবারেই নিজস্ব কিছু স্মৃতি লেখায় যদি আমার প্রিয় ব্লগারদের করুন কিছু স্মৃতিকে স্বাস্থ্যবান, আয়ুষ্মতী শব্দরাজির ফানুস বানিয়ে উড়িয়ে দেয়া যায় পাঠকের গোপন আকাশে ,তাহলে মন্দ কি !!!!!
এখন সে আকাশে শব্দরাজিরা জ্বলুক ... জ্বলুক... জ্বলুক তারপরে নিভে ই না হয় যাক একবুক দীর্ঘশ্বাসে সে ও এক আনন্দের ও বৈ কি !!!!!! কারন স্মৃতি র রোমন্থন সব সময় ই অনন্য সাধানার ।
আলেয়ার মতোই সে অধরা থাক , ধরা না যাক কোনদিন, কেবল আনন্দ অশ্রু হয়েই থাকল ।

৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭

ওমেরা বলেছেন: আপুনি অনেকেই অনেক কিছু বলেছেন আমি শুধু ছোট্ট করে বলি “খুব সুন্দর “!!

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

মনিরা সুলতানা বলেছেন: ছোট্ট করেই ভালোবাসা ওমেরা :)

৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০০

নূর-ই-হাফসা বলেছেন: এখন উড়োচিঠি কি কেউ পাঠায় , জানি না । তবে ছোট বেলায় চিঠি লিখতে গিয়ে বুঝেছি নিজেকে উজাড় করে দেয়া কেবল তা চিঠিতে সম্ভব ।
কৈশোর এর এই উড়োচিঠি আদান প্রদান গুলো দারুন মজার ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

মনিরা সুলতানা বলেছেন: চিঠি একটা নির্দিষ্ট বলয়ে এখন ও আছে , রয়ে গেছে সেই ডাক পিয়ন ও ।কেবল আমরাই পালটে গেছি মনে হয় ।
হুম বেশ নিজের মত করে উজাড় করে লেখা যায় নিজস্ব নির্জনতায় !!

অনেক ধন্যবাদ নূর ই হাফসা ; চমৎকার মন্তব্যের জন্য ।

৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

মিথী_মারজান বলেছেন: ইস্! কি দারুণ চিঠিকথা!
ক্যাডেট শোয়েবের জন্য মায়া লেগেছে আপু।
চিঠি লিখতে আমিও খুব ভালবাসতাম একসময়।
কতদিন কাউকে চিঠি লিখা হয়না!
আমি একসময় খুব মজার ফরমেটে মানে অক্ষরগুলো উহ্য রেখে স্টার চিহ্ন দিয়ে আর তারসাথে কার আর ফলা দিয়ে চিঠি আর ডায়রী লিখতাম।
ওহ্! কতকিছু মনে পড়ে গেল।
তেমন ফরমেটে নিচের লাইনটা আপনাকে লিখলাম:
*া**া*া *া*ু।
- ি**ী।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আহা রে জি সি ক্যাডেট শোয়েব ,এক লেখায় তাকে হিরো বানিয়ে দিলাম ,সবার ই মায়া লাগছে । আমাদের কবি জাহিদ অনিক তো বেশ নকুল বানিয়ে আফসোস ও করে গেলো ।
কাউকে লেখা হয় না কেন ? ব্লগে ই লিখে ফেলো দারুন করে ,আমারা পড়ি ।তুমি তো এমনি তেই অনেক অনেক দিন পর ফের ব্লগে সেই অবসরে লিখে ফেলবে ।

হাহাহাহা তোমার ডায়রী তাহলে আমারা ও পড়ে ফেললাম !!! ফরমেট কিছুটা উদ্ধার হয়েছে বৈকি ;)
তোমার জন্য ও ভালোবাসা !

৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

শাহরিয়ার শাহীন বলেছেন: ভালোলাগা রইল গল্পে

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার শাহীন !
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য ।

৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ লাগলো। বাস্তবের মত লাগলো। বাস্তব কি!?

সময়ের কারণে পড়তে বিলম্ব হলো, তবে আবার পড়তে হবে। লেখার আর্টটা দারুন লেগেছে +।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ !!! আলো
পুরোটাই বাস্তব ধ্রুবক ; নিজের সাথের ঘটে যাওয়া গল্পই সব ।

পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা
শুভ কামনা

৩৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৯

প্রামানিক বলেছেন: দারুণ শব্দশৈলী প্রয়োগ করায় লেখাটা খুব প্রাণবন্ত হয়েছে। ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত করে গেলান ভাইয়া !
ধন্যবাদ ।

৩৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

পলক শাহরিয়ার বলেছেন: চিঠি!
খামে ভরা এক চিলতে রোদ্দুর!
অপচয় হয়ে যাওয়া চিঠিরও আলাদা কিছু গল্প আছে।
অসাধারণ শব্দমালা।

আহারে সেই চিঠি! আহা সেই স্বর্ণসময়! মনে পড়ে গেল আলাদা কিছু গল্প। আমি জানি গল্পের খামটা খুললেই পেয়ে যাব এক চিলতে রোদ্দুর অথবা ভিজে যাব অঝোর বর্ষনে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫

মনিরা সুলতানা বলেছেন: তবে তাই হোক খুলে সেই ভাঁজ সেই স্বর্ণ সময়ের গল্প উঠে আসুক ব্লগ পাতায় ;আমাদের ও স্মৃতি'র জানালা খুলে দেই আপনার সাথে!!!! আমাদের নিজস্ব শ্রাবনে অঝোর ঝরুক ,এই অবেলায় আসুক এক চিলতে রোদ্দুর !!!
আশা করছি খুব জলদি আপনার লেখা পাচ্ছি ।

চমৎকার মন ছোঁয়া মন্তব্যে ভালোলাগা শাহরিয়ার ! শুভ কামনা অনিঃশেষ ।

৩৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

আনু মোল্লাহ বলেছেন: আপনার নিপুন শব্দশৈলীতে সাজানো উড়ো চিঠি নিয়ে চিঠিকথা পড়ে আনন্দ পেয়েছি। কষ্টও লেগেছে সেই সব প্রেরক বেচারাদের জন্য। রোকেয়া হলের একজন আমাকে এই চিঠিহীনতার যুগে কখনো কখনো চিঠি লিখেন। তবে তিনি এখন হলের বাইরে, আমার পাশেই :)

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮

মনিরা সুলতানা বলেছেন: হুম পাশে বলেই একপেশে চিঠিগুলো মন ভেজাচ্ছেন !!! সেগুলো কি উড়ো চিঠির বদনাম ই কুড়াচ্ছে নাকি উত্তর ও দিচ্ছেন ?
ভালো লাগলো চিঠিহীনতার যুগে মিষ্টি চিঠি গল্প শুনে ।

অনেক অনেক ধন্যবাদ আনু মোল্লাহ !

৩৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

করুণাধারা বলেছেন: দারুন শব্দাবলী নিপুন হাতে সাজিয়ে তৈরি উড়োচিঠি। পড়তে পড়তে মন চলে যাচ্ছিল সেই চিঠি লিখার সময়ে; আরেকটা কথা মনে হল, অনেক বছর আগে বাংলাদেশ ডাক বিভাগ চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করত। এই লেখাটা সেই প্রতিযোগিতায় গেলে নিঃসন্দেহে পুরষ্কার জিতে নিত!

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মনিরা সুলতানা বলেছেন: অস্মভব মন ভালোকরা মন্তব্য আপু !!!
লক্ষ অনুপ্রেরণার প্রজাপতি ডানা মেলল ।

ভালোবাসা আপু ।

৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

আটলান্টিক বলেছেন: ড.এম.এ আলী সাহেব এতো লম্বা লম্বা মন্তব্য করেন কেন???
আমার তো কলিজা শুকিয়ে যায় উনার মন্তব্য দেখলে।

১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: কারন উনি পারেন ,অতটা চমৎকার বিশ্লেষণ করে বিষয় ভিত্তক মন্তব্য করতে !!! ব্লগের যে ক'জন গুণীজন আছেন চমৎকার সব লেখা এবং উৎসাহ দিয়ে প্রাসঙ্গিক এবং পোষ্টের অলঙ্কার হয়ে থাকা মন্তব্য করে ব্লগ কে সমৃদ্ধ করে রেখেছেন । আলী ভাই অন্যতম একজন ।

কিন্তু আপনার কলিজা শুকায় কেনো ? আপনি তো ভালো লিখেন !!!

৪০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৬

সুমন কর বলেছেন: রবীন, শোয়েব সহ আরো অন্যদের উড়ো চিঠির কাহিনী পড়ে মজা পেলাম। চিঠি দিয়ে আগুন জ্বালাতেন...

টুকরো টুকরো উড়ো চিঠির পোস্ট ভালো লেগেছে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: আসলে বাসা পাল্টানোর সময় উনাদের অপ্রয়োজনীয় কাগজের সাথে সেসব চিঠি আর কার্ড ফেলে গেছেন ;ফেলনা জিনিস কাগজের উত্তম ব্যবহার করেছি আর কি !

ভালোলাগা প্রকাশে অনেক ধন্যবাদ সুমন কর ।

৪১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, সাত চরণের কবিতাটা ভাল লেগেছে। অতঃপর, কাহিনীগুলোও।
একটা ভাল বিষয় নিয়ে লিখেছেন। চিঠি নিয়ে অনেকেই লিখে, কিন্তু ভাগ্য বিড়ম্বনায় "উড়ো চিঠি" বনে যাওয়া বিষয়টি নিয়ে কোন লেখা এর আগে পড়িনি। আপনার লেখার গুণে এটা খুবই সুখপাঠ্য হয়েছে, কোথাও কোথাও হৃদয়স্পর্শী।
আমি বিএমএ তে থাকতে আমার এক রুম মেটের কাছে রোকেয়া হল থেকে নিয়মিত চিঠি আসতো। সে ইংলিশ মিডিয়ামে পড়াতে বাংলায় একটু কাঁচাই ছিল। অপরদিকে পত্র প্রেরিকা খুবই সাহিত্য করে চিঠি লিখতেন। তখন এমনিতেই আমাদের অবসর বলতে কিছু ছিল না। তার মধ্যেও আমাকে নিজের সময় অপচয় করে অনুবাদকের/ব্যাখ্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হতো। :)

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাইঃ
চিঠি নিয়ে আমাদের ,আমাদের পূর্বের জেনারেশনের অনেক অনেক কিছু শেয়ার করার আছে ;চমৎকার সব লেখা আমি নিজেও প্রায়শই পাঠ করি । তাই উড়ো চিঠি ই টানল এবারে ।

হাহাহাহাহা !
বেশ তো !!
আমি তো ভুলেই গিয়েছিলাম ,এখানে বি এম এ'র বেশ কয়েকজন আছেন ; আমার ফেসবুকে শতদ্রু ও তার কিছু গল্প শেয়ার করল;
আপনার অভিজ্ঞতা ও বেশ মজার দেখছি !
রুম মেটের চিঠি লুকিয়ে পড়ে সবাই ,আর আপনার কি ভাগ্য সে নিজেই দিত ।

৪২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: উড়ো চিঠি খেয়ালি দুপুরে উড়ে আসে (২ নং প্রতিমন্তব্য) - কি চমৎকার করেই না বললেন! একদম কবির কথা।
ডঃ এম এ আলী এর মন্তব্যটা (৬ নং) ভাল লেগেছে। সোহানীসহ আরো অনেকেরটাও।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

মনিরা সুলতানা বলেছেন: আসলে আমার লেখা লিখির সব চাইতে আনন্দের পার্ট হচ্ছে এই সব মন্তব্যগুলো আপনাদের;
অনেক অনেক ধন্যবাদ সব সময়ের মত চমৎকার মন্তব্যে ।

৪৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কি সুন্দর মধ্যবর্তিনীর চিঠিময় গল্প। তবুও দুঃখ হয় সঠিক প্রাপকের কাছে সে চিঠি পৌছুলোনা বলে।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রাজকন্যা !!

৪৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উড়োচিঠি নাম দেখে কবিতা ভেবে পড়তে এসেছিলাম।
উড়োচিঠি নিয়ে এসব কাহিনী এক্কেবারে নতুন করে জানলাম। আগে জানতামই না চিঠি নিয়ে এতো কাহিনী হত। আর আপনার লিখনশৈলী পুরো লিখাটাকে আকর্ষণীয় করে তুলেছে। ধন্যবাদ এসব তুলে ধরার জন্য। আর সেই "মনিরার" সাথে কিভাবে দেখা হয়েছিল সেটা জানার ইচ্ছে হচ্ছে।

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

মনিরা সুলতানা বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ,বেশ অনেক দিন পর ফিরে উত্তর দেয়ার জন্য ;

অনেক অনেক ধন্যবাদ মোহেবুল্লাহ অয়ন চমৎকার মন্তব্যের জন্যঃ
আশা করছি কবিতা না হলে ও উড়োচিঠি আপনাকে নিরাশ করেনি ? আমরা চিঠির যুগের বলেই আসলে কিছু হলে ও জানি চিঠি চালাচালি'র কিছু গল্প। লিখনশৈলী তে আপনার আকর্ষণ আমাকে মুগ্ধ করেছে একজন লেখক হিসেবে ,আমি কৃতজ্ঞ আপনার মত পাঠকের কাছে ।


আর সেই "মনিরার" সাথে দেখা, গল্প তো হবার কথা ,একই বিশ্ববিদ্যালয়ে একই হল এ এটাচ ছিলাম যে;
তবে দেখা হয়েছিলো অনেক পরে আমার মেয়ে কে যখন "ম্যাপেল লীফ" স্কুলে ভর্তির জন্য গেলাম ,সেখানেই আমার সিনিয়র এক আপু'র সাথে দেখা যে কিনা সেই মনিরার ক্লাসমেট এবং বন্ধু একই স্কুলে তাদের বাচ্চারা ও পড়ে । তখন তিন জন মিলে বেশ আড্ডা হয়েছিলো নিজেদের ছাত্র জীবন নিয়ে।আমার চাইতে সিনিয়র ছিলেন এবং আমি যখন রোকেয়া হল এ থাকা শুরু করি সেই মনিরা ততদিনে হল ছেড়ে বাসায় থাকা শুরু করেছিলেন ;এবং তাতেই যত বিপত্তি ।

অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।

৪৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

আখেনাটেন বলেছেন: সরকারী হলুদ খামের চিঠিগুলো মোবাইলপূর্বযুগে এক একটি যেন জীবন্ত অাগুনের দলা, বিশেষ করে বিশেষ মানুষের চিঠি। চিঠি পর্বের শেষ জেনারেশনের পোলাপান হওয়ায় এর মজোটা বেশি দিন উপভোগ করতে পারি নি। তবুও এ জিনিস নিয়ে মজার কিছু অভিজ্ঞতা রয়েছে।

আপনার কাহানি শুনে পুরোনো কাসুন্দি মনে পড়ে গেল।

অসম্ভব সুন্দর করে লিখেছেন মনিরাপু।

২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আখেনটান ! লেখায় ভালোলাগা প্রকাশের জন্য ।

আপনাকে পুরোনো কাসুন্দি মোবারক !!!!!
লিখে ফেলুন,কাসুন্দি সহ আম থুক্কু চিঠি ভর্তা ;আর কতদিন না-বালকে থাকবেন ;)

অনেক অনেক শুভ কামনা ।

৪৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: মনে করেছিলাম আরো দু একটি উড়ো চিঠির দেখা পাব :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
আলী ভাই আপনি ও শেষে ইমো দেয়া শুরু করলেন !!!
বেশ বেশ ! দারুন !!!

না ভাই মনে হচ্ছে লিখতে ভুলে গেছি ; হয়ত লেখালিখি ছেড়েই দিয়েছি ।
আপনার নতুন লেখার অপেক্ষায় থাকলাম ভাইয়া ।

৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

অয়ি বলেছেন: উড়ো চিঠির হস্তারক রহস্যময় ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত অয়ি !
আহা রহস্যময় জীবন ;রহস্য ছাড়া কি চলে !!!!

শুভ কামনা ।

৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

শিখা রহমান বলেছেন: নীরা এমন লেখা কেন লেখেন বলুনতো যে রাতের গভীরে পড়ার পরে সংসার ছেড়ে পালাতে ইচ্ছে করে? লেখাটাতে নেশা ধরানোর একটা ব্যাপার আছে। খুব ভালো লেগেছে। মুগ্ধতা আর ভালোবাসা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

মনিরা সুলতানা বলেছেন: শিখা রহমানঃ
আপনি কি জানেন ;আপনি এবং আপনার লেখা আমার কতটা হৃদয়ের কাছের !!!!!
কতটা আলোড়িত করে আমার নিস্তরঙ্গ শান্ত দিঘী আপনার অপূর্ব তারার ফুল হয়ে উঠা লেখা গুলো !!!!
জানেন না তো !!!
বেশ ,ভালোবাসা জানাতে নেই ; অনুরণনিত হোক সেই বেশ ।

আপনার ভালোবাসা আর মুগ্ধতা দু 'ই আমার কাছে যত্নে রইলো ।

৪৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩

সৈয়দ ইসলাম বলেছেন: কী করবো বলেন, বাসা চেঞ্জ যে কী ঝামেলা। এই সময় এতো কিছু মাথায় থাকা স্বাভাবিক না। তবে ইংরেজি তরিকায় লেখাগুলো আসলেই মজাদার ছিল। যদিও আমার রাগ হয়েছিল কিছুটা। ;)


ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: হুম বাসা চেঞ্জের ঝামেলার সাথে রাগ টা ও যে ছিলো তাই হয়ত রাখার ইচ্ছে টাও ছিলো না :)
সে যাই হোক যা যাবার তা যাবেই !

শুভ কামনা ।

৫০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

রাই্হান পাটওয়ারী বলেছেন:

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

মনিরা সুলতানা বলেছেন: :-*

৫১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
মনিরান্টির তো আইডি ৬বছর হয়ে গেল প্রায় ,, পার্টি হবে !:#P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৯

মনিরা সুলতানা বলেছেন: হুম হবে হবে , হতেই হবে !
দাওয়াত তোমার ; কি খাইবা লিস্ট দিও ;)

৫২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬

বলেছেন: ""কবিরাণী "



অসাধারণ

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কবি !
আপনার মুগ্ধপাঠ প্রমাণ করে সত্যি ই আপনি কবিতা ভালোবাসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.