নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

ছুঁয়ে থাকা অরণ্যতায় তোমার নিমন্ত্রণ

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:১২



এই বসন্তে
আমি চাই তুমি পাহাড় দেখ
লালমাটি রং ছুয়ে তৃষ্ণা বাড়া'ও
নীলমনিও মাধবী থাক
তুমি মহুয়া'তে মন ভেজা'ও
রাতজাগা লালচোখে
অস্তাচলের রক্তিমাভ দেখবো আমি
তুমি শুধু ছুঁয়ে এসো শাল বন মেঘ।

সমুদ্র !!
সমুদ্র দেখেছ বুঝি !!!
ও মা তাও নয় !!!!
থাক তবে এ বেলা
বর্ষার মিলনে সাগরের সুখ দেখ তুমি
কোজাগর'এ তার নুয়ে পরা নম্রতা;

এ পূর্ণিমা'তে পাহাড়ে ই যাও ।

ঝড়া পাতা গান,রুদ্র তাপ আর নিশ্চুপ নিসর্গ
যত’টা তোমাকে মানায় আমি হলফ করে বলতে পারি-
পৃথিবীতে আর কোন কবি তত’টা
মাননসই ছিল না অরন্যে।

ঘুঘু দহ'এ জলের আয়নায় যে জলছবি ছাপ
সেখানে আদিমতম সৌন্দর্যে-
কেবল তোমার'ই ছায়া ভেসে আছে;
প্রাগৈতিহাসিক কাল থেকে।

পারিজাত ফুল পরিযায়ী পাখি’র অভিসার দেখ তুমি
অযাচিত কালো বাদলের তান্ডব কিভাবে
অরন্যে’র নির্জনতা ভেঙে খান খান করে-
সেই শোক বিলাসীতায় মেতে উঠ বেশ।

এই ফাগুনে পূর্ণিমা ছুঁয়ে তুমি ক্যাবল -
বন পাহাড়ে’ অরণ্য বিবাগী আরন্যক হও
আমি-
অরন্য ভালোবাসি বলে।




শেষের ছবিঃhttp://anandautsav.anandabazar.com/images/igallery/original/9.jpg

মন্তব্য ১০৮ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


যেই "তুমি"কে পাহাড়ে পাঠাচ্ছেন, প্রকৃতিকে দেখতে বলছেন, সে কি বেকার, নাকি রাজকুমার যে, সব ফেলে পাহাড়ে যাবে, ঘুরে বেড়াবে?

খুব সাধরণ মানুষ, যারা বাঁচার জন্য প্রতিদিন কিছু করে: বাস, রিক্সায় চরে অফিসে যায়, মাঠে কাজ করে, কারখানায় কাজ করে, পরিবার দেখে, তাদের মাঝে কি ভালোবাসা নেই?

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৪

মনিরা সুলতানা বলেছেন:
যেই তুমি কে পাহাড় দেখতে পাঠাচ্ছি সেই তুমি খুব সাধরণ মানুষ, যারা বাঁচার জন্য প্রতিদিন কিছু করে: বাস, রিক্সায় চরে অফিসে যায়, মাঠে কাজ করে, কারখানায় কাজ করে, পরিবার দেখে, তাদের ই একজন,তাদের মাঝে ভালোবাসা আছে বলেই তাদের একজন'কে ভালোবাসি বলেই চাই সে সব কিছু'র মাঝেই কিছু'টা নিজের সময় নিজের কাছে ভালো থাকুক।
সে বেকার হলে পাহাড় দেখার খরচ কে দিবে !!! শ্রদ্ধেয় গাজী ভাই !!!
সে রাজ কুমার হলে !!! আমার কথা শুনবে কেন !!! তার জন্য তো রাজকন্যা ই আছে।

২| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮

A.Z.M.Julkernine বলেছেন: সুন্দর...

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৩

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগত A.Z.M.Julkernine!
অনেক ধন্যবাদ ভালোলাগা প্রকাশে।

৩| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫

মনিরা সুলতানা বলেছেন:
নুর ভাই !
প্রশংসায় প্রণতি গ্রহন করুন।

৪| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালো লাগা কবিতায়। এখন সহজে লাইক বাটনে ক্লিক করে না কেউ। আপনার প্রকৃতি প্রেমি সাবলীল। শব্দ নিয়ে ও ভালো খেলিছেন। কবিতা ও ভালো হচ্ছে।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২০

মনিরা সুলতানা বলেছেন: প্রথম ভালোলাগার প্রকাশে কৃতজ্ঞতা;
চমৎকার কিছু উৎসাহ বাক্য রেখে গেলনা, প্রেরণা হয়ে রইল।

শুভ কামনা।

৫| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে .........


মনে পড়ে গেলো আপুনি!!!!!!!!


যাইহোক চাঁদগাজী ভাইয়ার জন্য কবিতা.... আমি লিখে দিচ্ছি এক মিনিট! :)




এই বসন্তে
আমি চাই তুমি রিক্সা বা বাসে ঝুলে ঝুলে অফিসে না গিয়েই
পাহাড় দেখ
লালমাটি রং ছুয়ে মাঠে ঘাটে প্রান্তরে চষে ফেলো সোনালী জমিন.....
ভোদকা বা ওয়াইন কোনোটাই নেই দরকার...
সন্ধ্যায় বাড়ি ফিরে পেয়ে যাবে এক গ্লাস ঠান্ডা হিম হিম লেবু শরবৎ!!!!!!!


আরেক গ্লাস থাকিবেক চাঁদগাজী ভাইয়ার তরে ...... :)


আর লিখবো???? :P

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০

মনিরা সুলতানা বলেছেন: থ্রি চিয়ার্স ফর গাজী ভাইয়ু !!!!!

না না আর কিছু লিখ না তাহলে এই ব্লগ একজন দুর্দান্ত সমালোচক হারাবে,সব্বাই যদি কাব্য প্রেমী হয়ে যায় ঘটকচ্চ থুক্কু রাজনীতি কচ কচ কে লিখবে!!!!

৬| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: দারুণ ভাবনা ততোধিক নিপুণ প্রকাশ! অথচ শেষের দিকে কিছু শব্দ চয়ন এবং বানান কেমন যেন বেমানান! নিশ্চয়ই অসাবধানতা বশত।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:৫০

মনিরা সুলতানা বলেছেন: মোঃ গালিব মেহেদী খাঁন;
কবিতা পাঠে কবি'র ভাবনা এবং তার প্রকাশের প্রশংসায় অনেক অনেক ভালোলাগা জানবেন। শেষের দিকে ঠিক কোন কোন শব্দ চয়ন আপনার কাছে বেমানান লেগেছে ,জানতে পারলে।কবিতাকে বেমানান শব্দে সাজানোর পক্ষে আমার কথাগুলো তুলে ধরতে পারতাম।আর বানান কোনটা বেমানান লেগেছে বুঝতে পেরেছি, ক্যাবল শব্দ টাকে ক্যাবল লিখলে আমার মৌখিক উচ্চারনের সাথে মানিয়ে যায়।আমার লেখায় আমি প্রায়শই কেবল কে ক্যাবল লিখে থাকি,একদম'ই অসাবধানতা বশত নয় সেটা।

অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

৭| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

কালীদাস বলেছেন: সারা ইউরোপ কয়েক ইঞ্চি বরফের নিচে বসন্তের পয়লা দিনে। বন জঙ্গল কিচ্ছু বাকি নাই। তবু আপনার কবিতায় অন্তত প্রাণ আছে বসন্তের :)

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:৫৯

মনিরা সুলতানা বলেছেন:
সত্যি 'ই কয়েকদিন থেকে ইউরোপের বরফে ফেসবুকের হোমপেজ বেশ কুল কুল। আপনি সাদা বরফে কিছু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে বাসন্তী করে নিতে পারেন কিন্তু :)
মহাকবি!
আপনার কবিতা পাঠের অভ্যেস আমাকে মুগ্ধ করছে বেশ ; অনেক অনেক ধন্যবাদ।

৮| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো, কবিতায় অনেক ভালোবাসা ভরে রেখেছেন। মুগ্ধতা

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:০২

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠে অনুভূতির চমৎকার প্রকাশে অনেক অনেক ভালোলাগা নয়ন!
শুভেচ্ছা অফুরান।

৯| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ভালো লাগা।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:০৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো!!
শুভকামনা আপনার জন্য।

১০| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




এক আরণ্যক ভালোবাসার কবিতা ।
অরণ্যে মানানসই কবির মতোই লেখা । নিভৃত -নিস্বর্গে বআ এক বসন্ত পুজারী । কবিতার মতো সে কবির বসন্ত তো বৃষ্টির জলের শরীরে সূর্য্যালোকের চুমু খাওয়া আর সূর্য্যালোকের গায়ে বৃষ্টিজলের ভেঙে ভেঙে পড়া । পাহাড়ের পদতলে সমুদ্রের আছড়ে পড়া আর সমুদ্রের জলে ছায়া ফেলা পাহাড়।

অরণ্যের মতো নিবিড় হচ্ছে আজকাল আপনার কবিতা । ভালো লাগলো ।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:১৬

মনিরা সুলতানা বলেছেন: আমি আজন্ম অরন্যপ্রেমী;নৈশব্দ ঘুঘু ডাক বাতাসের শিস,পাতা ঝরা টুপ সব, সব কিছুই মনে হয় আমাতে অরণ্যের নৈবদ্য।
কবি'র বসন্তের উপমায় মুগ্ধতা রাখলাম ভাইয়া।
অরণ্যের মতো নিবিড় হচ্ছে আজকাল আপনার কবিতা আপনার এই এক লাইনে কিছু বাক্যের সমাহার আমাকে বহুদিন হয়ত হাজার শত বাক্যের সমাবেশে উৎসাহ হয়ে থাকবে।

১১| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



"নিভৃত -নিস্বর্গে বআ এক বসন্ত পুজারী" এখানে "বসা " হবে ।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:১৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া বুঝে নিয়েছি।

১২| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই ফাগুনে পূর্ণিমা ছুঁয়ে তুমি কেবল-
বন পাহাড়ে’ অরণ্য বিবাগী আরন্যক হও
আমি-
অরন্য ভালোবাসি বলে।
মনিরাপু যখন অরণ্য ভালবাসে অরণ্য বিবাগী আরন্যক হতে আপত্তি নাই, !!! =p~
সুন্দর কাব্য!!!

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:২৩

মনিরা সুলতানা বলেছেন: জ্বি জ্বি শুধু মাত্র আমার আরণ্যক হওয়া তে যদি এই পোড়ার দেশে কিছু অরণ্য বিবাগী হয়ে বন বিভাগের সহযোগী হয় ।দু একটা বৃক্ষ রোপন করে। তাহলে ক্ষতি কি !!!!
কাব্যে ভালোলাগা প্রকাশে ধন্যবাদ ভাইয়া :)

১৩| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০০

গুলশান কিবরীয়া বলেছেন: বসন্তের কবিতা মন ছুঁয়ে গেল। এই শীতেড় দেশে শীতের আমেজে যেন বসন্ত ছুঁয়ে দেখলাম।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর আপনাকে ব্লগে পেলাম আপু !!
আপনার কবিতা পাঠে'র দুর্দান্ত অনুভূতির প্রকাশ আমাকে আনন্দিত করলো।

ভালোবাসা আপনার জন্য।

১৪| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বসন্তের কবিতা।+ +

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:২৮

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠে এবং মন্তব্যে র জন্য ধন্যবাদ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
শুভ কামনা আপনার জন্য।

১৫| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:১২

জাহিদ অনিক বলেছেন: এই বসন্তে কেউ কোথায় যাক বা নাক !
কেউ কেউ হারিয়ে যাবে,
কেউবা প্লাইয়ে যাবে--
যেতেই পারে !
যাবেই বা না কনে !
আলবৎ যাবে।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:৩৩

মনিরা সুলতানা বলেছেন:
এই বসন্তে কেঊ কেঊ অরণ্যে'ই যাবে -
যাবে'ই বা না কেনো !!!!
আলবৎ যাবে
অরন্য বিলাসী আরন্যক হবে।

১৬| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি বেশ ভালো লাগলো। লাইক ও প্লাস।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: সব সময়ের মত আমার লেখার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সুজন!
শুভ কামনা অনিঃশেষ।

১৭| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৩:১৪

ওমেরা বলেছেন: মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি বেশ ভালো লাগলো। লাইক ও প্লাস। আমারও আপুনি ।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ৩:১৭

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা ওমেরাঃ
তোমরা নিয়মিত সময় করে আমার এসব আনাড়ি হাতের লেখা পড় ,তাতেই আমি আপ্লূত!!!
অনেক অনেক ভালোথাকার শুভ কামনা।

১৮| ০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৬:০৬

সৈয়দ ইসলাম বলেছেন: বাংলাদেশের শুভ সকাল।

এতো সুন্দর একটি কবিতা পাঠ দিয়ে শুরু হল নিতুন দিনের পথ চলা...
আশাকরি আজকের দিন ভালই যাবে।

ধন্যবাদ

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৪০

মনিরা সুলতানা বলেছেন: মরুভূমিতে শুভ দুপুর সৈয়দ ইসলাম ভাই!!!
কবিতা পাঠে আপনার নতুন দিনের শুরুর সুখানুভব আর মন্তব্য পাঠে আমার আনন্দ সমানুপাতিক।
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা :)

১৯| ০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


@শায়মা,

কবিতা মনে হচ্ছে শ্রাবনের ধারার মতই, সুযোগ পেলেই ঝরে পড়ে মাঠেঘাটে, ঘরের চালায়, জানালায়!

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: :) :) :)

২০| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৮:২৬

মলাসইলমুইনা বলেছেন: এখনো দশ দিক সাদা চাদরে ঢাকা | তুষারের শুভ্র কারাগারে বন্দি জীবন এই এখানে (অফিশিয়াল স্প্রিং এখনো আসেনি) | গ্রাউন্ড হগ ডে আসতে এখনো অনেক দেরি|তার মাঝেই আপনার বসন্ত দিনের ডাক -আপনার ছুটির নিমন্ত্রনে মনটা খুশি হয়ে উঠলো ভীষণ | মার্চের চেতনায় ব্যাপক বিক্ষোভ বিদ্রোহ করে তুষার কারাগার ভেঙে এখনই কোনো সবুজ পাহাড়ে ছুটতে ইচ্ছে করছে ... | কবিতায় বসন্ত দিনের মতো ভালোলাগা |

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: তুষার শুভ্রতা'র কারাগারে আপনাদের বসন্ত বিলাসের পালে একটু হলেও হাওয়া দিতে পেরেছি ,সেই আমার আনন্দ !!!
মার্চের চেতনা কে অন্তরে ধারন করে লৌহ কপাট ভেঙে লোপাট করুন।

ফাগুণের শুভেচ্ছা।

২১| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো কবিতা ও সেই সাথে মন্তব্যগুলোও

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলতে কি !!!!
চমৎকার সব মন্তব্যে'র জন্যই ব্লগ কে এত্ত এত্ত ভালোবাসি। ও হ্যাঁ গাজী ভাইয়ের হুল ফোটানো সহ ;)

ধন্যবাদ এবং শুভ কামনা।

২২| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৪১

শিখা রহমান বলেছেন: নীরা কবিতা পড়ে আবারো সংসার ফেলে বিবাগী হওয়ার ইচ্ছে হচ্ছে। পুরো কবিতাটায় ঝলমলে একটা ছুটি ছুটি গন্ধ। শেষের চারটা লাইন খুব ভালো লেগেছে। শুভকামনা।

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:০২

মনিরা সুলতানা বলেছেন: হুম সংসারে থেকে সংসার ফেলে বিবাগী হবার ইচ্ছে টাকে আমি মাঝে মাঝে দারুন উপভোগ করি; কেনো জানেন !!!
তাতে করে একটা দুইটা কবিতা লেখা যায়।
আপনার ভালোলাগা মন ছুঁয়ে গেলো।

২৩| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: পাহােড় চড়ার পরে
যদি পড়ে ভেঙে আকাশ?
যদি রঙের খেলায় মেতে
ছো মারে তারে উড়ে চলা বুনো হাঁস!

না না বাবা পাহাড়ে যেতো হয়োনাকো রাজি!
তার থেকে আসো নেই কাজ তো খৈ ভাজি!! :)

....................:)




কবিতা ভালো ছিলো আপি!

+++

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:১৩

মনিরা সুলতানা বলেছেন: হুম অলস কবিদের আর কাজ কি !!!!
আকাশ কুসুম কল্পনা আর খৈ এর ছটফটানি দেখা :P

কবিতায় ভালোলাগা প্রকাশে ধইন্ন্যা :)

২৪| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫

সোহানী বলেছেন: এ নিয়ে মনে হয় তিনবার লগইন করলাম তোমার কবিতায় মন্তব্য করার জন্য। কিন্তু পারলাম কই। সারাদিন মারাত্বক ক্রেজি গেছে। অফিসে কিছু ক্লায়েন্ট আছে যারা ৮ ঘন্টা ওয়েট করবে কিন্তু আমার সাথেই কাজ করবে। তাই মোটামুটি হেল.... । এখন রাত প্রায় ১.৩০ ব্লগ নিয়ে বসে আছি ঘুম বাদ দিয়ে...........হাহাহাহাহা কারন কাল শনিবার। হুরেএ..... কাল চায়না টাউনে ঘুরতে যাবো এক বান্ধবীর সাথে এবং ১১ টা পর্যন্ত ঘুমাবো..................

তোমার কবিতা + ছবিতে এক হাজার +++++++++++++++

লগ অফ করলাম, কাল কথা হবে...........।

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

মনিরা সুলতানা বলেছেন: সু প্রভাত আপু !!!!!
এন্ড হ্যাপি ঊইক এন্ড !!!!

কবিতা ও ছবিতে হাজার লাইকে ভালোবাসা।

২৫| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: ২৩ নম্বর মন্তব্যে টাইপো:
পাহোড়< পাহাড়,
যেতো<যেতে
হয়োনাকো<হয়ো নাকো

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮

মনিরা সুলতানা বলেছেন: হে মহান কবি;
যদিও বুঝে বুঝে ,বুঝে নিয়েই মন্তব্য উত্তর দিয়েছিলাম; তারপর ও ধন্যবাদ :)

২৬| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অরণ্যের জন্য আকুতি আর তাতে হারিয়ে গিয়ে নিজের অস্তিত্বকে অন্যভাবে আবিষ্কার করার আকাঙ্ক্ষা কার না হয়? মন থেকে লেখা কবিতা অসম্ভব ভাল লাগল।

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: অরণ্যের জন্য আকুতি আর তাতে হারিয়ে গিয়ে নিজের অস্তিত্বকে অন্যভাবে আবিষ্কার করার আকাঙ্ক্ষা কার না হয়? হয়ত সমুদ্র প্রেমীর সে আকাঙ্ক্ষা নেই !!!!!! হয়ত সে অরণ্যের আকুতি টের পায় না !!!!
আপনার আন্তরিক মন্তব্য ও মন ছুঁয়ে রইলো সম্রাট ইজ বেষ্ট ।

২৭| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: পরিযায়ী, প্রাগৈতিহাসিক ... একটু দেখে নিবেন।

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০২

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ!
দেখে নিলাম :)

২৮| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরেকখানা অনবদ্য সৃষ্টি!!!
কমেন্ট করতেও কিছু যোগ্যতা থাকা চাই, মুগ্ধতায় ফেল ফেল করে চেয়ে থাকা ছাড়া আমার আর কিইবা করার আছে /:)

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: হ্যালো ছন্দের যাদুকর !!!!
ফ্যাল ফ্যাল করে না চেয়ে থেকে ছন্দ ই মিলিয়ে দিলেই হত।

অনেক অনেক ভালো থাকিস ভাই ।

২৯| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত'টা তোমাকে মানায় আমি হলফ করে বলতে পারি-
পৃথিবীর আর কোন কবি তত'টা
মানানসই ছিল না...............সামসাময়িক বাংলা কাব্যকূলের সিংহাসনে, কবি সম্রাজ্ঞীর তরে কথাখানি অমোঘ সত্য মাইরি

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: আহা !!!!
এসব স্বজন প্রীতি চলবে না চলবে না ।

৩০| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না আর কিছু লিখ না তাহলে এই ব্লগ একজন দুর্দান্ত সমালোচক হারাবে,সব্বাই যদি কাব্য প্রেমী হয়ে যায় ঘটকচ্চ থুক্কু রাজনীতি কচ কচ কে লিখবে!!!!

তাইতো আমিও বুকে পাথর বাঁধিয়া রই.............. |-)

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: কিন্তু তোর বুকে পাথর বাঁধা জলে যাচ্ছে হে !!!
উনি আজকাল কাব্য রস আস্বাদন করিতেছেন।

৩১| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১২

মিঃ সালাউদদীন বলেছেন: দিনের বেলায় যখন প্রবল বেগে তুষার পরতে থাকে তখন আকাশ এতোই ঘন হয়ে উঠে, তখন আকাশ দিনের আকাশ মনে হয় না, মনে হয় একটি চাঁদনী রাতের আকাশ এবং সে আকাশে আকাশ পরীরা মনের আনন্দে ব্রহ্মচারী করছে, আবার কখনও মনে হয় আকাশ দখল করে নিতে হাজার হাজার সাদা কবুতরের পালকগুলো জীবিত হয়ে কে কার আগে আকাশ দখল করে নিবে সে যুদ্ধে নেমেছে অথবা আকাশ পরীরা একে অপরের সাথে অদ্ভুত সম্পর্ক স্থাপনে ব্যস্ত, যেখানে সহিংসতা নাই আছে শুধু নম্রতা, যেখানে দুঃখ নাই আছে শুধু সুখ, যেখানে মৃত্য নাই আছে অন্তহীন প্রান, যেখানে উচ্চ বাক্য নাই আছে শুধু নীরবতা ।

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: কী চমৎকার বললেন !!!!!
দারুন অনূভবের প্রকাশে ভালোলাগা।
অপূর্ব কথামালা।

৩২| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৩

মিঃ সালাউদদীন বলেছেন:

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভ্রতার চাদরের জন্য!!
আপনার জন্য শুভ কামনা।

৩৩| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০

ক্লে ডল বলেছেন: এ যেন দৃশ্যমান কিছু চিত্রের সমাহার। দারুণ! :)

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনাকে পেয়ে মন ভালো হয়ে গেলো আপু !!!!!
কি সুন্দর করে লিখলেন "এ যেন দৃশ্যমান কিছু চিত্রের সমাহার"!!!!!!

অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

৩৪| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাপ্পুস! কবিতাতো নয় যেন হৃদয় চেরা মন্ত্র মুগ্ধতার আহবান :)
এত এত গুনিজনার মন্তব্যরে পর কি বলি কি বলি!!! মন পেরেশান!
বার তিনেক পড়া হয়ে গেল ভাবনার মাঝেই!

শেষবার শিরোনামে গিয়েই যেন খুঁজে পেলাম উত্তর ;)

অবশেষে প্রসবিলাম উত্তর নিবেদন

হৃদয়ে চিরহরিৎ বসন্ত
তুমি আছো বলে –

সেই থেকে আমি অরণ্য ভুলে গেছি
তোমার দীঘল চুলে- সেইযে প্রথম
নাক ডুবিয়ে ঘ্রানে মাতাল-
সেই পথ হারানো পথের আর শেষ হল কই!

আমার সমুদ্র তৃষা হারিয়ে গেছে সে-ই কবে
যেদিন তোমার চোখে পড়ছিল চোখ
সপ্ত সমুদ্র বিহারের সে যাত্রা
কম্পাস হারা নাবিক আমি
মুগ্ধতা শুধুই তোমার সমুদ্র চোখে।

পূর্নিমা এত ম্লান!
ভাবতেই পারিনি কখনো
তোমার হাসি দেখার আগে!
আর কোথা যেতে বলো-এ হাসি ছেড়ে!

অন্তহীন ফাগুনে বন, পাহাড়, সমুদ্র, পূর্নিমা
একাকার তোমার মোহময়তায়
মহুয়ায় মন ক্ষনিক বেভুল-অথচ
তুমি যেন অন্তহীন স্বর্গসুধা
যখন তুমিই ছুঁয়ে আছ - - -
আর কোনো অরণ্যতায় নিমন্ত্রন কে চায়!

:)

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা !!!
প্রিয়তমার চরণে কাব্য নিবেদনের সময় ,আমার অবদান ভুলবেন না যেন ! আমার কবিতা পড়েই আপনার তাকে নিয়ে লিখতে ইচ্ছে হয়েছে কিন্তু ;)

দারুন মন্তব্যে ধন্যবাদ বিদ্রোহী ভাই।

৩৫| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: বাহ....এতো জায়গায় যেতে আর এতো কিছু দেখতে বলেছেন.......এক পূর্ণিমায় পারবে তো !!!!!!! ........হাহাহাহা

কবিতা বেশ হয়েছে। +।

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব পূর্ণিমাই তাকে দেয়া হলো :)

কবিতায় ভালোলাগা প্রকাশে এবং সব সময়ের মত ইতিবাচক মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা সুমন কর।

৩৬| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: আমি হলপ করে বলতে পারি, পৃথিবীতে আর কোন কবি ততটা মানানসই ছিলনা অরণ্যে - বাহ, কি চমৎকার প্রে্মানুভব দয়িতের প্রতি!
প্রথম প্রতিমন্তব্যে সে রাজ কুমার হলে !!! আমার কথা শুনবে কেন !!! তার জন্য তো রাজকন্যা ই আছে - কথাটা এতটা চমৎকার করে বললেন, মুগ্ধ হ'লাম!
অরণ্য, পাহাড় এবং পূর্ণিমা এই তিনটেই আমার খুব প্রিয় অনুষঙ্গ। আর প্রেম ও প্রকৃতি তো এর সাথে এসেই যায়।
কবিতায় ভাল লাগা + +

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন:
এমন সব ছোট খাট ভালোলাগা মন্তব্যের জন্যই ভালোবাসি ব্লগ ,ব্লগাদের।
আপনার মন্তব্যে সব সময় মন ভালো হয়ে যায়।

শুভ কামনা ভাইয়া।

৩৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১:২৩

উম্মে সায়মা বলেছেন: কবিতাটা এত এত সুন্দর হয়েছে, শুধু মুগ্ধ হয়ে বার কয়েক পড়লাম! অসাধারণ আপু! আমিও সোহানী আপুর মত এক হাজার প্লাস দিতে চাই। :) +++++++

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:০৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সায়মা !!!
আসলে মুগ্ধতা তোমাদের মনে;
হাজার প্লাস আর ভালোলাগায় অনেক অনেক ভালোবাসা।

৩৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতায় +++

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

মনিরা সুলতানা বলেছেন: ছোট্ট কিউট মন্তব্যে ভালোলাগা মোস্তাফা সোহেল !!!

৩৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে আপা। :)


০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:২১

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর !!!
শুভ কামনা।

৪০| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১

মিঃ সালাউদদীন বলেছেন:
ধন্যবাদ, আপনাকে । হয়তো আবার কখনও দেখা হবে নতুন এক কাব্যে, ততখন পর্যন্ত ভালো থাকবেন সবাইকে নিয়ে ।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা!!

৪১| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬

নূর-ই-হাফসা বলেছেন: কবির অরন্য ভালোবাসায় সে না হয় বিবাগী আরন‍্যক হোক ।
কবিতায় অনেক অনেক ভালো লাগা ।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৫

মনিরা সুলতানা বলেছেন: মিষ্টি মন্তব্যে অনেক অনেক ভালোলাগা নূর !
শুভ কামনা :)

৪২| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাঙলা টাইপে সমস্যা হচ্ছে নাকি?

তোমার স্বাভাবিকতার থেকে ভিন্ন। ভাল লাগছে, পু

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে বহুপরিচিত কিছু ও অচেনা মনে হয় যে_
থ্যাংকু শু ।

৪৩| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা আপু। :)

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা
ভালো থাকার শুভ কামনা :)

৪৪| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩

জেন রসি বলেছেন: তৃপ্তির নেশা, অথবা অতৃপ্তির। সুন্দর।

১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৩২

মনিরা সুলতানা বলেছেন: হুম নেশা সব সময় আপেক্ষিক তো বটেই;
শুভ কামনা ।

৪৫| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩

রোদ্দূর মিছিল বলেছেন: ভালো লাগলো।

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত রোদ্দুর !!
শুভ কামনা অনিঃশেষ।

৪৬| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ২:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল লেগেছে কবিতাটি । এ কবিতায় সুন্দর সুন্দর কিছু ফুলকে যথা নীলমনি, মাধবী আর মহুয়াকে ছোয়ে থাকা অরণ্যতায় যেরকম যুতসইভাবে প্রয়োগ করা হয়েছে তা ভেবে বিস্মিত না হয়ে পারা যায়না । নীলমণি নাম শুনলেই মনে হয় ফুলটি দেখতে না জানি কত সুন্দর! ধারণা মিথ্যে হবে যদি না নিজ চোখে দেখা যায়। । শান্তিনিকেতনের উত্তরায়নের কোণে রবীন্দ্রনাথের বাড়ির আঙিনায় একটি গাছে ফোটে থাকা নীলচে বেগুনি রঙের নীল মনি ফুল দেখার কথা মানসপটে ভেসে উঠে । তেমনিভাবে মাধবী যা পুষ্পেন্দ্র, কামুক ও ভ্রমরোৎসব নামে পরিচিত সেটিকেও দেখা যায় অরণ্যকে আহবান করে লেখা এ কবিতায় । মহুয়াও একটি অরণ্যবৃক্ষ যার ফুলকে নজরুলের গানে যেমন করে তুলে ধরা হয়েছে "দোল লাগে শাল পিয়াল বনে নতুন খোপার ফুলে লো/মহুয়া বনে লুটিয়ে পরে /মাতাল চাঁদের হাসি লো।" তেমনিভাবে ছোয়ে থাকা আরণ্যতায় শালবনে মেঘের সনে সুন্দরভাবে একে তুলে ধরা হয়েছে দেখে ভাল লাগল ।

স্বর্গের ফুল পারিজাত অঞ্চল ভেদে কেউ বলেন রক্ত মান্দার বা মন্দার, অযত্ন অবহেলায় অরণ্যে বেড়ে ওঠা এ ফুল গাছটি সারা বছর ঘুমিয়ে থাকলেও ফাগুনে আগুন হয়ে জেগে ওঠে। পারিজাত ফুলে পরজায়ি পাখীরা তখন কোলাহলে মেতে উঠে । কবিতাটি পাঠ কালে এতে থাকা পারিজাত ফুল আর পরজায়ি পাখীর কথামালায় রবীন্দ্রনাথের গানের কলির মত ‘পারিজাতের কেশর নিয়ে/ধরায় শশী ছড়ায় কি এ/ ইন্দ্রপুরীর কোন রমণী/ বাসর প্রদীপ জ্বালো’ মনে দোলা দিয়ে যায় । অরণ্যকে ছোয়ার অনুভুতি নিমিশেই বুঝা যায় ।

কবিতায় থাকা আর একটি শব্দ যথা কোজাগর বিষয়ে দুটোকথা না বললেই নয় । মন্তব্যের ঘরে দেখলাম সহ-ব্লগার চাদগাজী বলেছেন যেই "তুমি"কে পাহাড়ে পাঠাচ্ছেন, প্রকৃতিকে দেখতে বলছেন, সে কি বেকার, নাকি রাজকুমার যে, সব ফেলে পাহাড়ে যাবে, ঘুরে বেড়াবে? তিনি ভাল কথা বলেছেন , তবে এ প্রসঙ্গে বলা যায় অনেকদিনের ব্যবধানের পর সারাদিনের অবিশ্রান্ত কর্মব্যস্ততায় ডুবে থাকা বেকার কিংবা সকার একজনকে পাহাড়ের একান্ত নিভৃত অরণ্যে পাঠালে সে নিজের অব্যক্ত অনুভূতিগুলো অরণ্যক ফুল, পাখী বা অন্য কাওকে জানাতে পারে ; করতে পারে কষ্টের অনুভুতির ভাগাভাগি এর ফলে কষ্টের লাঘব সহ প্রাপ্তিও কিছু ঘটে যেতে পারে । কোজাগরী পূর্ণিমা রাতের মায়াবী আলোয় উদ্ভাসিত প্রকৃতিতে কাছের বা দুরের গাছগুলু সাগর হতে ধাবিত দক্ষিনের মৃদৃমন্দ বাতাসের আহবানে স্পন্দিত হয় , সেখানে চাঁদের আলোয় উদ্ভাসিত হয় চরাচর, তখন লক্ষী দেবী পা রাখেন মাটির পৃথিবীতে । সেই চরণরেখার সূত্রেই বিত্তশালী হয় পৃথিবী! কিন্তু, সম্পদ কী আর সবাইকে দেওয়া যায়! দেওয়া যায় তাকেই, যে সচ্চরিত্র ও কর্মঠ হয় ! প্রতি কোজাগরী রাতেই শুরু হয় লক্ষ্মীর পরীক্ষা। 'কঃ জাগর'- রাতে ধরিত্রী পরিক্রমা করেন লক্ষী দেবী। প্রতিশ্রুতি দেন, যে অরণ্যে অক্ষক্রীড়ায় অতিবাহিত করছে রাত, তাকেই সব বিত্ত দেবেন তিনি । তাইতো পুর্ণীমা রাতে বেকার কিংবা অতি সাধারণ কোন সকার এর পক্ষে আরণ্যক পাহাড়ে যাওয়াই তো ভাল! এই মায়াভরা রাতে অরণ্য বিবাগী আরণ্যক ছাড়া আর কোন কবি (একজন শ্রমজীবি কর্মঠ মানুষ কিংবা প্রকৃতি প্রেমী থেকে বড় কবি আর কে হতে পারে ) ততটা মানানসই হবে কিভাবে। কবিতাটির ভাব গাম্ভির্য অনুধাবন করে সত্যিই মুগ্ধ ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন !!!
ধন্যবাদ আলীভাই আপনার চমৎকার বিশ্লেষণাত্মক মন্তব্যের জন্য।দারুন শব্দ কারুকাজে আপনি কবিতার প্রতিটি ছত্র কে তুলে আনেন অনন্য রূপমায়।আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম ; আশা করছি কবিতার ভিডিও টি ও দেখেছেন!!!

শুভ কামনা ভাইয়া।

৪৭| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২

আখেনাটেন বলেছেন: বন-পাহাড়-অরণ্যের মাঝের স্নিগ্ধ পরিবেশের মুগ্ধতা ছুঁয়ে গেল লাইনগুলো পড়ে।

ভালো লাগা কবিতায়।

*পরজায়ি পাখি নাকি পরিযায়ী পাখি --ভুল হলে মাফ করবেন।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: পরিযায়ী ই ঠিক লেখায় সংশোধন করে দিলাম;ধন্যবাদ আখেনাটান

আপনার ভালোলাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা!
শুভ কামনা।

৪৮| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য । কবিতাটি পাঠান্তে প্রথম দর্শনে ভিডিউটির প্রথম দিকের কিছু অংশ দেখেছিলাম । দখিনা হাওয়ায় কাশ বনের কাশ ফুলের দুলুনীর সাথে কবিতাটির কিছু সুললিত আবৃতি শুনেছিলাম । ভিডিউতে ভয়েস খুবই ক্ষীন থাকায় মনে করেছিলাম পরে এসে শুনব । কিন্তু তার পরে যতবারই এই সুন্দর ভিডিউটি দেখতে চেয়েছি ততবারই ডাউনলোডের সময় শুধু দেখি চাকা ঘুরছে তো ঘুরছেই দেখা আর হয়ে উঠছেনা । মনে হয় ইন্টারনেট স্পীডের কারণে এমনটা হচ্ছে ।

যাহোক পরে আবার চেষ্টা করে দেখব ।
অনেক অনেক শুভেচ্ছা রইল

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আমি দুঃখিত আপনার অনেক খানি সময় নষ্ট হলো!
ধন্যবাদ আলী ভাই ;অনেক অনেক শুভ কামনা।

৪৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: প্রাণবন্ত কবিতা।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগত মনিরুল ইসলাম বাবু!!!
কবিতা পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ ।

৫০| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এমনিতে পাখির মতো মন, তার ওপর অরণ্যে যাওয়ার নিমন্ত্রণ জানাচ্ছেন? আমার কী হবে?

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
কি আর হবে !!!!
বোচকা বালিশ নিয়ে ছুটির দিন দেখে বেড়িয়ে পরেন।

৫১| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪

নীহার দত্ত বলেছেন:


চমৎকার কাব্য। দারুণ আহ্বান। এমন ডাকে সাড়া না দিয়ে পারা যায় না। অরণ্যে যে যাওয়ার সে যাবেই

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীহার দত্ত!
চমৎকার এক নামের অধিকারী আপনি !!!!!

হুম ঠিক বলেছেন যে যাবার সে যাবেই ,আর যে না যাওয়ার তাকে কবিতা লিখে ও পাঠানো যায় না।

শুভ কামনা।

৫২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

মনিরুল ইসলাম বাবু বলেছেন: নিসর্গের নিবিড় নিমন্ত্রণে কবিতাখানি উদ্ভাসিত।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা রাখলাম মনিরুল ইসলাম বাবু !!!
অনেক অনেক শুভ কামনা।

৫৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

পূর্নিমার চাদের মতই কবিতাটি জ্বলছে!

২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৩৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ!! অনেকদিন পর কেউ এই কবিতায়!
তাও আবার বেশ প্রিয় একজন লেখক!!! চমৎকার অনুভূতি নিঃসন্দেহে।

অপূর্ব ছবি আর মন্তব্য ভালোলাগা ভ্রমর।

৫৪| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৯

মিথী_মারজান বলেছেন: এই আমন্ত্রণে যে সাড়া দিবেনা, আমি তো তাকে সরাসরি বুদ্ধু বলে বকা দিবো।
কি-যে সুন্দর!
কতটা যে ভালোবাসার!
খুব মায়াবী একটি কবিতা।:)

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:০৫

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর কেউ আসলো এই কবিতায়!


হুম বুদ্ধুই হয় কবিগুলো, কারন! তারা অতিচালাক ;) আমন্ত্রণেই অবগাহনের সুখ খোঁজে, সবার হতে চায়।
অনেক অনেক ধন্যবাদ মুগ্ধপাঠের জন্য।
ভালোথেকো ভালোবাসায় থেকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.