নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
সমবেত সুহৃদ !!!
অগ্নি ঝরা মার্চের গল্প পড়
সে গল্প কবিতা তোমায় গর্বিত করুক
রক্তে আনুক উদ্যম;
তবে কেন এই মার্চে নিষ্পাপ শিশুর কেটে ফেলা আঙুল
তোমার রক্তে আগুন ঝরায় না !!
৭১ এ ধর্ষিতার আত্ম চিৎকার স্মরণে
ঘৃণিত পশুরদের প্রতি ঘৃণা বাড়ায়
প্রতিবাদ প্রতিরোধে প্রতিজ্ঞা বদ্ধ হও;
কেন তনু’র চিৎকার ভাবনা তোমাকে ভাবায় না
পথে নামায় না ??
২৫শে মার্চের কালো রাত্রি ‘র ঝাঁপিয়ে পড়া শকুন দেখ;
কেন জয় বাংলা বলে বোনের গায়ে ঝাঁপিয়ে পড়া শুঁকুন গুলো
তোমার কাছে কেন দিন দিন খুব স্বাভাবিক হয়ে উঠছে ???
অতীত ইতিহাস যদি তোমার গর্ব আর ভিত্তি হয়
বর্তমান তোমার সেই গর্বিত ইতিহাস চর্চার চারণ ভূমি।
বলতো কোথায় কোন সে কুলুর ঘানি টানা তুমি !!!
চোখে পড়ে আছো চেতনার ঠুলি ?
স্বাধীনতা কে তুমি কিসে দেখো !!
আমি দেখি ব্যালট বাক্সটায়
তুমি খোঁজ কোথায় স্বাধীনতা
আমি খুঁজি দিন শেষে সাজানো ভাতের থালায়
আর কেঁপে উঠি দশ টাকায় জুঁই সাদা ভাতের ভোটের বানিজ্যে।
শুনেছ কখনো স্বাধীনতা’র শব্দমালা !!
আমি শুনেছি রেসকোর্স আর কালুর ঘাটের
দরাজ নির্ভিক রক্তে বান আনা উদারতায় ।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
আর
উই রিভোল্ট ধ্রুপদী কাব্যে।
৫৭আর ৩২ ধারা যখন তোমায় মাজল মি নট এর
প্রতিবাদ ভুলিয়ে দেয়
তুমি তখন কেবলি একজন নিরাপত্তা বলয়ে থাকা
কুসুম কুসুম প্রতিবাদী।
যুদ্ধে জীবনবাজি রাখা তোমার বাবা , দাদু ;
অথবা ভাই কোনদিন কি ভেবেছিল
তাদের মহান আত্মত্যাগ কে তুমি -
সামান্য কোটা'র বাণিজ্যে বিসর্জন দেবে !!!!
তিলতিল করে বুকের রক্তে গড়া স্বদেশের শিক্ষা ‘র ধ্বংস কে
তুমি মন্ত্রীর কাঁধে চাপিয়ে অনুজ কে নিয়ে-
হাস্য পরিহাস্যে মেতে উঠ কোন শঠতায় !!
নির্লজ্জ তুমি বলে উঠ “আই এম জি পি এ ফাইভ” !!!
বিরোধী মত ছাত্রের রিমান্ডে রাস্ট্রযন্ত্রের নির্যাতনে গত প্রান;
আর সাধারন সহপাঠি র ন্যায্য দাবী তে হারানো চোখ -
যদি না তোমাকে পথে নামায়
তহলে এখন তোমার ই অপেক্ষায় সেই ফ্রাকেস্টাইন।
লক্ষ বেকার আর চৌদ্দ কোটি ক্ষুধার্ত চোখ কে অগ্রাহ্য করে
মেতে উঠো কোন হাজারো কণ্ঠে জাতীয় সংগীত
আর উন্নয়ন উৎসবে!!!
সত্যিকার অর্থে স্বাধীনতা কে তুমি বন্দী রেখেছ;
শৃঙ্খল বেঁধেছ তার পায়ে।
শৃঙ্খল বেঁধেছ পায়ে
কবিতা টি মহান স্বাধীনতা দিবসে ব্লগের কবিতা সংকলনে প্রকাশিত।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাই !
আলো আসবেই।
২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে ছাত্রদের কাছে জানতে চাইলে বুঝা যাবে বাস্তবতা । অনেক মেধাবী দেশ ছাড়ে অনেক মেধাবী কেদে কেদে মরে বিভৎস। এ এক বিরাট বঞ্চনা ।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩
মনিরা সুলতানা বলেছেন: হুম কোটা প্রথা নিয়ে বেশ শোরগোল ই হচ্ছে।
ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
৩| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০
শায়মা বলেছেন: শৃঙ্খল খুলে যাক ... স্বাধীনতার আনন্দে হাসুক প্রতিটি জীবন।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শুভ কামনা !!!
ধন্যবাদ শায়মা!
আশা করছি সুখেই আছো ,আনন্দে ই থাকো
৪| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪
ভাগ্য শিকারি বলেছেন:
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ব্লগে স্বাগত !!
আমার লেখায় আপনার ভ্রমন আনন্দময় হোক।
আশা করছি কবিতা পড়ছেন !!!
৫| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯
জাহিদ অনিক বলেছেন:
ভাতের থালায় স্বাধীনতা দেখা আর দিন শেষ ভাতের প্লেটে স্বাধীনতা দেখার রূপক দুইটা দুইরকম হলেও একই সূতায় গাঁথা বলেই মনে হচ্ছে।
ব্যালট বাক্সে স্বাধিনতা এলেই মুখে মুখে উঠে যাবে মুঠ ভর্তি সাদা ভাত।
কবিতা ও আবৃত্তি দুইই চমৎকার।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯
মনিরা সুলতানা বলেছেন: ব্যালট বাক্সে স্বাধীনতা এলে মুখে মুখে মুঠো মুঠো ভাত উঠে না আসার প্রশ্ন তো করা যাবে সেই অধিকার তো থাকবে।
ঠিক ই ধরেছ
"ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো " মনে আছে তো রফিক আজাদ কে !!!
ভাত দে হারামজাদা
- রফিক আজাদ---সংকলিত (রফিক আজাদ)
ভীষণ ক্ষুধার্ত আছিঃ উদরে, শরীরবৃত্ত ব্যেপে
অনুভূত হতে থাকে- প্রতিপলে- সর্বগ্রাসী ক্ষুধা
অনাবৃষ্টি- যেমন চৈত্রের শষ্যক্ষেত্রে- জ্বেলে দ্যায়
প্রভুত দাহন- তেমনি ক্ষুধার জ্বালা, জ্বলে দেহ
দু’বেলা দু’মুঠো পেলে মোটে নেই অন্য কোন দাবী
অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায়ঃ
বাড়ি, গাড়ি, টাকা কড়ি- কারো বা খ্যাতির লোভ আছে
আমার সামান্য দাবী পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর-
ভাত চাই- এই চাওয়া সরাসরি- ঠান্ডা বা গরম
সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হ’লে
কোনো ক্ষতি নেই- মাটির শানকি ভর্তি ভাত চাইঃ
দু’বেলা দু’মুঠো পেলে ছেড়ে দেবো অন্য-সব দাবী;
অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা
চাইনিতোঃ নাভি নিম্নে পরা শাড়ি, শাড়ির মালিক;
যে চায় সে নিয়ে যাক- যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও
জেনে রাখোঃ আমার ওসবের কোনো প্রয়োজন নেই।
যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবী
তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘ’টে যাবে
ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট, আইন কানুন-
সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাবো অবলীলাক্রমেঃ
থাকবে না কিছু বাকি- চলে যাবে হা ভাতের গ্রাসে।
যদি বা দৈবাৎ সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই-
রাক্ষুসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে।
সর্বপরিবেশগ্রাসী হ’লে সামান্য ভাতের ক্ষুধা
ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে।
দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে
অবশেষে যথাক্রমে খাবো : গাছপালা, নদী-নালা
গ্রাম-গঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত
চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী
উড্ডীন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ী
আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ
ভাত দে হারামজাদা,
তা না হলে মানচিত্র খাবো।
৬| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯
শায়মা বলেছেন: আমি তো সুখেই থাকি তবে একটু অসুখে আছি কিছুদিন.....
তবুও অসুখ নিয়েও সুখেই আছি .... মানে থাকছি .....
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১১
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা এই না হলে তুমি ই ই ই ই
অসুখ নিয়ে ও সুখী!!!
বাহ !!! বেশ বেশ !!!
অনেক অনেক অনেক আনন্দে থাকো।
৭| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
খুবই ছোট একটা গ্রুপ স্বাধীনতার ফল ভোগ করছে একা একা
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১২
মনিরা সুলতানা বলেছেন: আপনি ঠিক জায়গায় পেরেক মেরেছেন।
ধন্যবাদ ।
৮| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের দেশে নীতি নির্ধারকদের কর্ণকুহরে তাহা কখনও প্রবেশ করে না । কিংবা তাহাদের হৃদয় পাথরে ক্ষুধিত । ৪র্থ ইয়িার টার্মিনাল ডিগ্রী আন্দোলন করেছিলাম। সফলও হয়েছিলাম। কিন্তু কোটা প্রথা ভাঙবে কে? গুরুত্বপূর্ণ জায়গায় অনগ্রসরদের জায়গা দিয়ে জাতি অনগ্রসর হচ্ছে। এ বিষয়ে সময় পেলে আমি লিখবো । দেশকে এগিয়ে নিতে হলে এ প্রথা ভাঙতে হবে এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের শতভাগ মেধাবীর প্রাণের দাবী এটি ।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮
মনিরা সুলতানা বলেছেন: দেশকে এগিয়ে নিতে হলে এ প্রথা ভাঙতে হবে এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের শতভাগ মেধাবীর প্রাণের দাবী এটি একদম সত্যি বলেছেন !!!
লিখুন ছাত্রদের বেকার দের আপনাদের সাপোর্ট দরকার আজও দেখলাম ষোল কোটির ভীরে চার কোটি বিরাশি লাখ বেকার!
পরিসংখ্যান ব্যুরো'র পরিসংখ্যান তাই বলে।
৯| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
স্বাধীনতার ৪৫ বছর পরেও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি....
এর চেয়ে আর দুঃখের কী হতে পারে !!
কবিতা ভালো লিখেছেন আপু ।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর !
আমাদের সবার জন্যই ব্যাপার টা এলারমিং ।
১০| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
সংকলণে পড়েছি ! চমৎকার কবিতা । স্বাধীনতা পরাধীনের পোষাক পরে লুকিয়ে লুকিয়ে ঘুড়ে বেড়ায় ।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন!!
আপনার প্রশংসা'তে ভালোলাগা।
১১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩
তারেক_মাহমুদ বলেছেন: আবারো পড়লাম, আগেরবার ক্যাচালের কারনে ও পথ মাড়াইনি এবার আর মুগ্ধতা জানাতে সমস্যা নেই। আপনার আবৃতিও চমৎকার ছিল।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ তারেক_মাহমুদ!
আপনাদের মুগ্ধতাগুলো'ই পরবর্তী লেখার অনুপ্রেরণা সত্যি।
আবৃতি আসলে রিডিং পড়ে গেছি ,আমার ও ভালোই লাগে পড়তে;সেসব আপনারা শোনেন কৃতজ্ঞতা।
শুভ কামনা।
১২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫
ধ্রুবক আলো বলেছেন: অনবদ্য ++++++
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭
মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখা ও অনেক সুন্দর ছিলো।
ধন্যবাদ মন্তব্য এবং ++++++ এর জন্য।
১৩| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
সৈয়দ তাজুল বলেছেন:
প্রাণবন্ত প্রতিটি শব্দে জানানো হল অফুরন্ত ভালোলাগা।
দুর্দান্ত আরেক কবিতা লেখলেন।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩
মনিরা সুলতানা বলেছেন: সৈয়দ তাজুল!!!
কী চমৎকার করে ভালোলাগা প্রকাশ করলেন !!!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।
১৪| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
মোস্তফা সোহেল বলেছেন: আবারও পড়লাম আবারও মুগ্ধ হলাম।
ধন্যবাদ আপু।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৯
মনিরা সুলতানা বলেছেন: পুনরায় পাঠে শুভেচ্ছা সহ ধন্যবাদ মোস্তাফা সোহেল।
অনেক শুভ কামনা।
১৫| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই না হল কবিতার মত কবিতা। যত লিখালিখি হবে মানুষ তত সচেতন হবে কবিতায় বর্ণিত ব্যাপারগুলো নিয়ে। আজকে আপনি লিখছেন, কাল অন্য কেও এসব ব্যাপারে অন্যভাবে লিখবে। এভাবে রিপিটেশন এর মাধ্যমে পড়ার ফলে অন্যান্যরা ভাবতে শুরু করবে যে, যেভাবে সবকিছু চলছে তা ঠিক নয়। একদিন সত্য প্রতিষ্ঠিত হবেই। যাই হোক, ভালোলাগায় পরিপূর্ণ এক সুন্দর কবিতা।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
মনিরা সুলতানা বলেছেন: একদম সঠিক বলেছেন! যত লেখালিখি হবে মানুষ তত সচেতন হবে আমাদের অসামঞ্জস্যতা, আমাদের গোল্ড ফিশ মেমোরি'তে যদি তখন কিছু ধরা পরে। আর এই জন্যই লেখা লিখি তে এত আইন এতসব ধারা উপধারা।আমিও আপনার মতই আশাবাদী সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই।
চমৎকার প্রশংসায় অনেক ধন্যবাদ ।
১৬| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনাকে !
কবিতা পাঠে এবং মন্তব্যের জন্য।
শুভ কামনা জানবেন।
১৭| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
ধ্রুবক আলো বলেছেন: আপা অনেক ধন্যবাদ আমার লেখাটা ভালো লেগেছে জেনে
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভেচ্ছা ধ্রুবক আলো।
১৮| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
ধ্রুবক আলো বলেছেন: আপনি জানেন? ৬৮ সালে ৬৯ এর গণ অভ্যুত্থানের আগে আইয়ুব খান যেভাবে দেশ চালাতো ঠিক এখন এমনই চলছে। তবে এখন পরিস্থিতি বেশি ভয়ানক।
তার মানে আমরা এখনও স্বাধীন নই।
** হুমায়ুন আহমেদ এর মাতাল হাওয়া বইটা পড়লে আরও ধারণা পাবেন।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আপনার উল্লেখ করা বই টা পড়া হয় নাই , পড়ে নেব।
আমাদের নুন্যতম ভোটের অধিকার নাই , শিক্ষা ধ্বংস ,দ্রব্য মুল্য আকাশ ছোঁয়া ,ব্যাংক সব লুটেরাদের দখলে, আপনার আমার প্রতিদিন বাড়ি ফেরার নিশ্চয়তা নাই,আইন নাই আজ বাইড়ে বের হলে মেয়ে টার নিজের ইজ্জত নিয়ে বাসায় ফেরার নিশ্চয়তা নাই।
ষোল কোটির ভীরে চার কোটি বিরাশি লাখ বেকার যুবক । আমাদের কথা বলার অধিকার নাই ধারা উপধারা আমাদের বেধে রেখেছে। সেই সময়ের মত ই এক নির্দিষ্ট শ্রেনী সবকিছু অধিকার করে বসে আছে ।
আমরা আর স্বাধীনতা দিয়ে করব টা কি ?
১৯| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার এর উপর যদি কিছু থাকে ধরে নিন সেটাই বলছি ।
কবিতার প্রতিটি কথা বর্তমান প্রেক্ষাপটে লেখা । অস্বাভাবিক সুন্দর কথাগুলো।
স্বাধীনতা আজ উপমা ছাড়া আর কিছুই না । নামেমাত্র আমরা স্বাধীন জাতি ।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ নূর !!
বর্তমান প্রেক্ষাপটের সব তো লেখা ও যাচ্ছে না ; আমি কেবল আমাদের তরুন সমাজের কাছে কিছু প্রশ্ন রেখেছি। কেনো আমরা আজ ঘুমিয়ে !!!! অধিকার কি কেউ কাউকে দেয় !!! এমন পরিস্থিতিতে কেড়ে নিতে হয় ।
আমাদের কে স্বাধীনতা কি কেউ দিয়েছিল !!! গন জাগরণে ই পেয়েছিলাম।
আপনার চমৎকার ভালোলাগার প্রকাশে মুগ্ধ হলাম।
শুভ কামনা।
২০| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
আখেনাটেন বলেছেন: স্বাধীনতা এখন হয়েছে রাজনীতি নামক ব্যবসার পূজিঁ। যে পূজিঁর সুকৌশলজাত ব্যবহারে ডিভিডেন্ট বন্যার জলের মতোই আসতে থাকবে। এটি এখন দুধারি তলোয়ার।
অথচ যে বৈষম্যের দরুন এই স্বাধীনতা সেই বৈষম্য বাড়তে বাড়তে আজ আকাশ ছুঁয়ে ফেলছে এতে গদির নেশায় অন্ধ নেতা ও তার চেলাদের কোনো বিকার নেই। অথচ অপার সম্ভাবনা ছিল গণমানুষের নেতা হওয়ার। সে সুযোগ-সময় সবই ছিল। কী নিদারূন অবহেলায় দলিত হচ্ছে তা!! এখনও সময় ফুরিয়ে যায় নি। যদি বোঝেন...।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০১
মনিরা সুলতানা বলেছেন: আমাদের এখন একেবারেই দেয়ালে পিঠ।
২১| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০
করুণাধারা বলেছেন: এই চমৎকার কবিতাটির আবৃত্তিও চমৎকার হয়েছে! যারা সংকলনে কবিতাটি পড়েননি, শুধু এখানে পড়ছেন, তারা আবৃত্তি শোনার সুযোগ থেকে বঞ্চিত হলেন।
কিছু অপ্রিয় সত্য বলেছেন কবিতায়। কার কার গায়ে ছেঁকা লাগে দেখার অপেক্ষায় রইলাম।
চমৎকার কথামালা উপহার দেওয়ায় অনেক ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা আপু !!!
আপনি এত সুন্দর করে মন্তব্য করেন , মন ভালো হয়ে যায়।
অপ্রিয় কথা শোনা এবং সহ্য করার মানুষ আমাদের সমাজে কমে যাচ্ছে ।
এখানে ও আবৃতি'র লিঙ্ক দিয়েছি আপু একদম শেষে , কিন্তু কেমন হয়েছে সবাই বিরক্ত হবে এসব ভেবে মেনশন করি নি।
ধন্যবাদ আপু।
২২| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেকেই পছন্দ করবে না তবে কথাগুলো তো শতভাগ সত্য। দারুণ লিখেছেন আপু!
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ মিঃ বেষ্ট !!!
আপনার প্রশংসায় ভালোলাগা।
২৩| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সোহানী বলেছেন: এসব বলতে নেই, এক্ষুনি কাঠাঁলপাতা চিবানোর তালিকায় তোমার নাম উঠলো বলে...................
কবিতায় একটা দুইটা প্লাস দিয়ে ছোট করতে চাই না.......... ইনফিনিটি প্লাস
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা আপু কাঁঠাল পাতা চিবানোর শত উপায় নামে ভাবছি একটা বই লিখব। ক্যাম্পাসের অভিজ্ঞতা থেকে নিয়ে।
প্লাস এবং ভালোবাসা প্রকাশের জন্য অনেক ধন্যবাদ আপু।
২৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবৃতি শুনেছি আপুনি। কবিতাটিও দারুণ হইছে।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুজন !
অনেক অনেক শুভ কামনা।
২৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন! হ্যটস অফ মনিরাপু
মুগ্ধতা ছূঁয়েই আছে যেন...
অবশ্যই প্রিয়তে । আর অগনন প্লাস
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী ভাই !
এত চমৎকার ভাবে লেখার প্রশংসা এবং ভালোলাগা প্রকাশের জন্য।
আপনার মুগ্ধতা 'র প্রকাশ ও সব সময় ই ছুঁয়ে যায়।
প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা।
২৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৮
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: মাঝে মাঝে খুঁজে পাইনা যে, স্বাধীনতার দিকে এগোচ্ছি, নাকি স্বাধীনতা থেকে পালাচ্ছি, নাকি স্বাধীনতা ছাইয়ের মতো একটু একটু করে উড়ে যাচ্ছে। অবাক লাগে ! আজকাল কলম_কাগজ ছাড়া স্বাধীনতা খুঁজে পাইনা কোত্থাও... । লেখাতে প্রশংসা রইল।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৯
মনিরা সুলতানা বলেছেন: হুম সব দেখে শুনে এখন ক্ষেপিয়া গিয়া
মুখে যা আসে সব সত্য বলা ছাড়া তো উপায় দেখি না।
কাগজে কলমে ও কেবল হলুদ সাংবাদিকতায়।
আপনার মন্তব্য ভালোলাগা রইল সঞ্জীব ব্যানার্জী
২৭| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮
সুমন কর বলেছেন: বিলি ভাইয়ের পোস্টের মন্তব্যটি আবার তুলে দিলাম: আহ.......প্রতিটি সুন্দর। দারুণ আয়োজন। তবে, কবিতাগুলো যেন বিশেষ হয়েছে মনিরা'পু আবৃত্তির জন্য। আপু, খুব সুন্দর লাগল।
+।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর!!!
আমি সত্যি ই আনন্দিত ,অনেক বড় কমপ্লিমেন্ট একজন নভিস কারো জন্য।
আয়োজন সত্যি ই দারুন ছিলো। কিন্তু আয়োজক কে এর চরম মুল্য দিতে হল মনে হয়
শুভ কামনা আপনার জন্য।
২৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যেমন সুন্দর লিখেছেন বাস্তবতা তুলে ধরে, তেমনি আবৃতিও করেছেন চমৎকার।
সবমিলিয়ে অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।
স্বাধীনতার সুফল ফিরে আসুক প্রাণে প্রাণে, মুক্ত থাকুক স্বাধীনতা
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নয়ন!!!
আপনার নিজের লেখা কবিতা আবৃতি ও অনেক সুন্দর হয়েছে ।
শুভ কামনা।
২৯| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৬
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ একটি কবিতা লিখেছেন!
কুসুম কুসুম প্রতিবাদীদেরকে এই বজ্রকন্ঠ কিছুটা হলেও জাগাবে বলে আশাকরি।
কবিতার ভাব, ভাষা এবং কবিতার পেছনের সাহসী, প্রত্যয়দীপ্ত চেতনার প্রশংসা করছি।
কবিতায় প্লাস + +
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: আপনার আপনাদের প্রশংসা এবং ঊপদেশ সব সময় ই লেখার প্রেরণা আহসান ভাই !
ঠিক বুঝি না এই কুসুম কুসুম প্রতিবাদী দের; এদের অপেক্ষা মনে হয় এখন নিজের সর্বনাশের।
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
৩০| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইউটিউব েছেড় সামুর পাতা চোখের সামনে নিয়ে শুনছিলাম
আবৃত্তিতে যোগ বিয়োগ কবিতাকে আরো প্রাণবন্ত করেছে
রেইজ ইউর ভয়েজ ফর ট্রুথ আপনার শুভারম্ভে সাধুবাদ
++++
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৬
মনিরা সুলতানা বলেছেন: বেশ খানিকটা ঝামেলাই পোহাতে হলো আপনাকে তাহলে আমার কবিটা শুনতে যেয়ে !!
আমি আসলে কোনমতে সেল ফোনে রেকর্ড করেছি ,ভিডিও তে কনভার্ট করলে উ টিউবে আপলোড ও করা যাচ্ছিলো না।আমার মেয়ে 'র সাহায্য নিলাম।খুব উচিত ছিলো কবিতার লাইন গুলো ভিডিও তে দেয়া।
শুভারাম্ভ কিনা বলতে পারছি না হ্যাঁ বলতে পারেন বিরতির পর ফেরা;
অনেক ধন্যবাদ আপনাকে সাধুবাদের জন্য, উৎসাহের জন্য।
সত্যের সাথে ছিলাম আছি থাকব।
৩১| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৯
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৩২| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কী দারুন ভাবনা,সঙ্গে শব্দ চয়ন, সব মিলিয়ে অসাধারন।
শুভেচ্ছা অনন্ত।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪০
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা আফুরান!!!
কবিতা পাঠে এবং চমৎকার মন্তব্য ভালোলাগা।
৩৩| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪
সামিয়া বলেছেন: অসম্ভব রকম ভালোলাগলো কবিতাটি।।
৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ইতিমনি !
তোমার ভালোলাগায় ভালোবাসা।
৩৪| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১
দিবা রুমি বলেছেন: আপুনি, ভালো লাগলো। সেইরকম হয়েছে আপনার কবিতা।
আগামী প্রজন্মকে উৎসর্গ করে একটা কবিতা প্রকাশ করেছি। স্বাধীনতারর মাসের স্মৃতিতে বেঁচে থাকার জন্য। দেখে আসতে পারেন!
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ দিবা রুমি !!
আপনার ভালোলাগা নিজের করে রাখলাম;
জ্বি অবশ্যই সময় করে দেখে নেব।
৩৫| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫১
কালীদাস বলেছেন: ব্লগে অনেকেই জানে আমি কবিতা ভয় পাই, খানিকটা এড়িয়েই চলি। কি করব বলেন, বৈচিত্র খুব বেশি চোখে পড়ে না আসলে। আপনার এটা ভাল লেগেছে কারণ শুরু থেকে এক্সপোনেনশিয়ালি বক্তব্যের স্ট্রেংথটা জোরালো হয়েছে (দ্যা ওয়ে আই লাইক)। লেডিস এন্ড জেন্টেলমেন প্লিজ বলে শুরু করে শেষে তীব্র ক্রোধের চিৎকার #ক অফ; আমি পছন্দ করি এই প্যাটার্ণটা। আপনি অনেকটাই করেছেন সেটা এই কবিতায়, যদিও লাস্টে ক্রোধের পরিবর্তে বিষাদে শেষ করেছেন। বাট আই লাইকড ইট, মোস্ট অফ ইট।
এরকম কবিতা লিখলে ফ্যান হিসাবে আমাকে পাওয়া ওয়ান টু এর ব্যাপার সব কবি সেটা বুঝে না
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে কবিতায় এবং এ ধারার কবিতায় ফ্যান হিসেবে পেয়ে আমি আনন্দিত।
ভালো লাগলো আপনার সাপোর্ট!!
তবে কি জানেন, আজকাল বৈচিত্র চোখে না পড়ার কারন ও আপনার জানার কথা।এ সময়ের অতি বিপ্লবী ফেসবুকার ব্যাতিরকে কেন একটা সময়ের সবাই এমন বৈচিত্র হীন হয়ে গেলো ,সে ও কিন্তু ভাবনার ব্যাপার !!!!
নয় কি !!!!
কারন আমরা একটা ট্রমার মাঝে আছি বলেই মনে হয় আমার।ভিন্ন মত কে যেভাবে দুমড়ে মুচড়ে দেয়া হচ্ছে বা হচ্ছিলো তাতে করে যে কোণ ধরনের আক্রমণ আশঙ্কায় আমরা সিটিয়ে থাকি।
আচ্ছা একটা প্রশ্ন করি !!!
এই যে কি করি আজ ভেবে না পাই এর ছড়া নিয়ে এত কিছু হয়ে গেলো; কী ছিলো তাতে !!!!
ছিলো কী কোন ইতিহাস বিকৃতি !!!!
আমি ব্যক্তিগত ভাবে কিসে উজ্জীবিত হব!! আমার জন্য কী ই বা মোটিভেশন !!! সে কি অন্য কেউ ঠিক করে দিতে পারে !!! ?
ব্যক্তিভেদে তা আলাদা হবেই।
আপনি বিদ্রোহী ভাই ,আহসান ভাই আপনারা যারা আমার এই জোরাল বক্তব্য কে সমর্থন করছেন এবং আশা ও করছেন এমন কিছু লিখি তাদের কে বিনয়ের সাথে জানাতে চাই " আমার ফেসবুক আইডি বছর দেড়েকের মত লেখালিখির কারনে ব্লক ছিলো। অনেকদিন পর সেটা ফেরত পাই আমি। ব্লগে যে পরিমান ট্যাগিং আর রিউমার ছড়ানো আক্রমণ আমি দেখেছি তাতে করে ফুল পাখি লতা পাতা নিয়ে লেখা ছাড়া আমার আর কোন অপশন ছিলো না।
তবে অনেকদিন অপেক্ষার পর ও আলো দেখতে পাচ্ছি আপনাদের মনোভাব জানতে পেরে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
৩৬| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কালীদাস, যদিও কথাটা (৩৫ নং মন্তব্য) মনিরাকে বলেছেন, তবে আপনার এ মন্তব্যে আমিও প্রীত হ'লাম, পাঠকের মনোভাব জানতে পেরে।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: আহসান ভাই!!
কৃতজ্ঞতা একটু ভিন্ন ধারার লেখনী তে আপনাদের আমার লেখার সাথে থাকার জন্য।
আশা করছি আপনাদের মুল্যায়ন আমাকে সমৃদ্ধ করবে।
৩৭| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯
কালীদাস বলেছেন: কবিতার সংকলন পোস্টটা আমি পড়েছি বেশিরভাগ কমেন্টসহ, আরইউর পোস্টটাও আমি পড়েছি এবং সেখানে আমি কমেন্টও করেছি অলরেডি। আরইউ কেবল একটা কবিতার মাত্র একটা লাইনকে মার্ক করেছেন, কারণ লাইনটাতে একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের কথা বাদ পড়ে গেছে। আমি ভালমত খেয়াল করেছি বাকি ৬ জন কবির ব্যাপারে তার কোন কমেন্ট ছিল না, শুধুমাত্র বিলিয়ারকে মার্ক করেছেন নিজে জানার পরও বিলিয়ার অর্ধসত্যকে এডিট করেছেন কেন। এখানে পলিটিকাল ক্যাঁচাল চলে আসে। আমি পারসোনালি আরইউর গ্রাউন্ডকে সাপোর্ট করি। বাট এতটা ঝাঁপিয়ে পড়ে না। বিএনপির সাপোর্টাররা ঐ কবিতার বাদ পড়া লাইনটাকে কখনও অস্বীকার করে না, বাট স্বজোরে বলতেও চায় না। জিনিষটা অনেকটা শিয়ার সুন্নির গোড়ার কনফ্লিক্টটার মত।
আবার আরইউর পোস্টটার কথা বলি। ঐ পোস্টে আমার কমেন্ট আছে, চাইলে ডিটেইলস দেখতে পারেন কি বলেছি। আরইউ কে জানিনা, আগের নিক কি ছিল তাও জানিনা, তবে ভদ্রলোকের ব্লগিং আমি পছন্দ করি কারণ তিনি ভুল করলে ভুল স্বীকার করতে জানেন। জানিনা আপনি পোস্টের কমেন্টগুলো দেখেছেন কিনা, আরইউ পরে স্বীকারও করেছেন তিনি বিলিয়ারের সাথে বেশিই করে ফেলেছেন। আরইউ নাগরিক কবিকেও সরাসরি বলেছেন তার কবিতার ব্যাপারেও তার আপত্তি নেই। দেরিতে বলেছেন, এটাই হল আরইউ এর সবচেয়ে বড় ভুলটা। নাগরিক কবিকে যিনি অনর্থক খুঁচিয়েছেন তাঁর দলীয় সংকীর্ণতা বাড়াবাড়ি রকমের যেটাকে তিনি মুক্তিযুদ্ধের নামে বারবার লুকানোর ব্যর্থ চেষ্টা করেন। এই সব কিছুর বাইরে আরইউ ব্লগে তাবত কবিদের সমালোচনা আগেও করেছেন, করে বিলিয়ার এবং ইতি সামিয়ার দৌড়ানিও খেয়েছেন (কবিরা খেপলে খবর আছে)!! এবারের দফায় তার সমালোচনাটা আগেরবারের চেয়েও কড়া হয়ে গেছে কারণ তিনি রাগের মাথায় পোস্ট করেছেন।
এসবই গেল ফেলে আসা ক্যাঁচাল। আমার নিজের মত হল; স্বাধীন দেশে স্বাধীন ব্লগে (জামাত ছাড়া) সবার স্বাধীনভাবে লেখার অধিকার আছে, থাকা উচিত। তবে ডেভেলপমেন্ট আসবে টানা লেখার পর, এটাই হচ্ছে আমার এক্সপেক্টেশন। ভাল ক্রিটিসিজম পারে ডেভেলপ করতে, প্রচুর পড়া পারে ডেভেলপ করতে, বৈচিত্য আনতে। ব্লগে কয়েকজন কবির কবিতায় আসলেই বৈচিত্র নেই এবং তাদের লেখায় নতুনত্ব না আসার কারণটা আমার কাছে সিম্পল মনে হয়েছে; অন্যদের লেখা তারা পড়েন কম, নিজেদের ক্ষুদ্র গন্ডি আরও বড় করার দিকে নজর কম। আমি এরচেয়ে বেশি কিছু বলার যোগ্যতা রাখি না কারণ আমি নিজে কবিতা লেখা ছেড়ে দিয়েছি অনেক বছর।
কাজেই কে কি বলল, সব ভুলে নিজের আনন্দে লিখুন, পড়ুন, নিজের সীমা নিজেই অতিক্রম করতে পারবেন। কে কি ট্যাগ করল সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিলিয়ারের সাথে বা নাগরিকের সাথে আমার ব্লগের বাইরে কোন যোগাযোগ নেই (বলতে গেলে ব্লগের কারও সাথেই নেই), আপনার থাকলে বলবেন আমি তাদের ফিরতে অনুরোধ করেছি।
ভাল থাকবেন আমার কোন পয়েন্টে আপনি বা অন্য কোন কবি হার্ট হয়ে থাকলে অগ্রীম ক্ষমাপ্রার্থী।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ মহাকবি !!!
দারুন ভাবে অনুপ্রাণিত করে গেলেন চমৎকার মন্তব্যে !!!
কি যে বলেন !! হার্ট হবো কেন!!! আমরা সবাই সহ ব্লগার এই একটা সম্পর্ক ও অনেক।ভালোলাগলো আপনার উদারতা।
শুভ কামনা
৩৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩
মনিরুল ইসলাম বাবু বলেছেন: দ্রোহের দারুণ কবিতা
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে মনিরুল ইসলাম বাবু,
অনেক অনেক শুভ কামনা।
৩৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা আগেই পড়েছি। ভালো লিখেছেন আপু। শুভেচ্ছা।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া!
আপনার মন্তব্য দেখেছিলাম,সাথে আমার আবৃতি শুনেছেন এবং ভালোলাগা প্রকাশ করেছেন,সে জন্য ও ধন্যবাদ।
আপনার জন্য ও শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সীমাহীন মুগ্ধতা,
তবে আরইউ ফিৎনা'র আশংন্কায় উৎকন্ঠিতও বটে...............
লুন্ঠিত স্বাধীনতার ধর্ষিত ক্ষনে সারমেয়দের হৃেষারব বড্ড ত্যাক্ত করে