নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
সন্ধ্যা মালতী !!!
ভরা ভাদরের এক অকাল সন্ধ্যায়, আকুলিত মন নিয়ে অযুত বৃষ্টি কণার আছড়ে পরা অকিল্মিষ অনুনয় উপেক্ষা করে;
সান্ধ্য মায়ায়, সন্ধ্যা মালতি এক কালো ভ্রমরের প্রেমে পড়লো।
তুমুল সে প্রেমের পালঙ্ক সে সাজালো নির্জন মায়ায় মনে মনে মন মহুয়ার মাদকতায়।
নৈবদ্য !!!
সে নিজেকেই নিমগ্ন করেছে মালতি ঘ্রানে মেঘের গন্ধ লুকিয়ে।অতখানি চঞ্চলা সুবাস আর শুদ্ধ করা সন্ধ্যাবাতি রঙ সবতাতেই সবটুকু বিলিয়েছে গুঞ্জন গুঞ্জনে।
ভ্রমর !!!
সেত আজন্ম বিবাগী ! নিকষ নিশ্চুপ নিসর্গে নির্নিমেষ নয়নে কেবল নিজেকেই দেখে নিজেকেই ভালোবাসে;
অবারিত তার ফুলে ফুলে ফাল্গুন গুনগুণ ডানায় তার অবাধ্য নাচন ঝরজল মেঘ বা রৌদ্রের প্রখরতা কিছুতেই নেই তার পায়েবেড়ি।
আর মালতী
সে জানে মহুয়া গন্ধী সন্ধীর দহন, কতটা আক্ষেপ আর অবহেলায় মৃয়মান হয় সে খবর কে রেখেছে কবে !!!
প্রেমিক না হবার নেশাসক্ত ভ্রমর ডুব দেয় কি অগ্নিতে? যতক্ষন না করেছ পান সেই সুধাজল,যতক্ষন না পোড়ামাট সম উজ্জ্বল কঠিন তার আগে শুদ্ধ হলেই বা ক্যামনে ? সর্বনাশের আশায়, অপেক্ষায় অপেক্ষায় রানী রঙা মালতী যদি আজ লাবন্য হারায় হায়! পারবে কি কালো ভ্রমর মিছে সে যন্ত্রনার দাম চুকাতে ? নিয়ত সে মন বুঝে মনে মনে ম্রিয়মাণ হয়ে বলে-
“নত হও নিমজ্জিত হও ভ্রমর!!!
ফ্রেমেবাধা সে মন আমি রেখেছি ফল্গুধারা করে;
যেখানে অলিখিত ভাবে লেখা আছে
প্রবেশ নিষেধ।
শুধু তার দায়িতের তরে আবারিত দ্বার!
নিজেকে নিঃস্বভাবার ... নিগূঢ়! নিলাভ! নিষ্প্রভ! প্রহরে ভ্রমরের মনে হলো মালতীর চোখের তারা্র তুমুলিত ডাক। হাসির ঝর্ণায় কিছু উন্মনা আলো পদ্মহৃদয়ে টলটলে সুখ। বাউন্ডুলে ভ্রমরের মনের কিছু পিছুটান তাকে জানিয়ে দিলো আজ শুধু তার শুধু মালতি কেই চাই!!!!
নিজেকে তার মনে হয় -
এক আকাশ সমান ক্লান্তনীলে ডুবে যাওয়া মেঘ। প্রানপন নিজের অস্তিত্ব প্রকাশে যেন ব্যাকুল, ঘনঘন বিদুৎ চমক আর গর্জনে উষ্মা বর্ষন করে, তিরতির জমাজল জমেজমে বেদনার সুরমা রঙ যেমন জলকাব্যে ; যেখানে জল জোছনা মিতালী হয়, নুয়ে থাকা চাঁদ আর উচ্ছ্বসিত ঢেউএ। মেঘ কে অচকিত ভ্রমরের খুব ঈর্ষা হলো, ডুবু ডুবু মেঘ কেমন সুন্দর সে অপরিচিতা অপরাজিতার খুব কাছের জন হয়েই আছে; নিজেদের নীলনীলে নজরবন্দী হয়ে।
- - নিজ অঙ্গনে ঐটুকু ঝাড়'ই নিজেকে সুখী রাখে মালতী;
দৃষ্টির প্রসারতায় ভ্রমরের নিত্যদিনের গুনগুনের উঠানামায়, আর ডানায় আঁকা প্রতিদিনের নব আলপনা তাকে অনুধাবন করায় কুঞ্জবনের অভিসার। তবুও নিজ মনে, নিজ গুনে সুখী সে ; চাপা এক উন্মনা সুখ তাকে আগলে রাখে পায়ে পায়ে প্রতিভাস হয়ে। শব্দমাদল আনন্দদল আনন্দলিত হয় ক্ষনে ক্ষনে তুমুলিত ঢেউ উঠে ঢাকবাজা বুকে। ইলশেগুঁড়ি বৃষ্টি আর কনেদেখা হলদে আলোর বিকেল গুলো মালতীর মনে এনে দেয় স্বপ্নের কিছু মুহূর্ত !! পেঁজা তুলো র মত জোছনা, বৃষ্টির আদর মাখে তার পুরোটা জুড়ে। যত না শরীর ভেজায় মন ভিজেছে যে সমস্ত'টাই। এমন মায়াবী মহেন্দ্রক্ষনেই বুঝি সবচাইতে দুঃখী কাউকে ও সুখী করে তুলতে পারে , তাই সে আনন্দকেলী রত বাতাস কে চিৎকার করে বলে ......
শোন
সে আমার হৃদ ছুয়ে রেনুকার রিনরিন
সিক্ত শিন্জন আজ বাজে সমস্ত আত্মায়।
- অহংকারী ভ্রমর না নুইয়ে উদ্ধত হয় আরও ভাবনায় ভেবে নিলো মালতীর মেঘ মিতালীর মহেন্দ্রক্ষন, মুহুর্মুহু গুঞ্জন তার রুপ নিলো গগণ বিদারীতায় হুল ফুটিয়ে ফুল ফোটানোর যন্ত্রণা দিলো অযাচিত ভালোবাসা পাওয়া মালতী কে'ই।
তাই তো আজো ও দেখো! অযাচিত অবহেলায় ও মালতী’ই সবচাইতে বেশি ফোটায় ফুল না চাইতেই সে স্নিগ্ধতা সুবাস বিলায় সারাক্ষন সমস্ত ঋতুতে ঋতুতে আর ক্ষনে ক্ষনে ভ্রমর ও ছুটে আসে সকল ফুল ভ্রমিয়া।
আর গুনগুনে গান গায়ঃগানটা এখানে শুনতে পারেন।
শোন ও বকুল মল্লিকা হাসনুহেনা
ছবিঃআমার নিজের
০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: প্রথম মন্তব্যে কৃতজ্ঞতা এম এ কাশেম !
আমার লেখায় স্বাগত আপনাকে -
চমৎকার প্রেরণা রেখে গেলেন !!!
অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ।
২| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৫২
ভুয়া মফিজ বলেছেন: বড়ই কঠিন মুক্ত গদ্য। প্রথমবার পড়ে কিছুই বুঝি নাই।
দ্বিতীয়বার পড়ে বুঝলাম। ভালো লেগেছে।
ভাবছি এখন থেকে কবিতা পড়া শুরু করবো।
০৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৪
মনিরা সুলতানা বলেছেন: আহা!!!
আমার পোষ্ট পঠিত সংখ্যা তাহলে এভাবেই বাড়ে!!! মন্দ না
আপনার কষ্ট করে করে পড়ার পর ও ভালোলাগার এই প্রকাশ আমাকে মুগ্ধ করল ভাইয়া !!!
কবিতা লেখা ছেড়ে মুক্ত গদ্য নাম দিলাম এখন আপনি বলছেন কবিতা পড়া শুরু করবেন !!!
এতো সেই ডায়লগের মত হল না !!
"আমি কবিতা লেখা ছাড়লাম 'আর সবাই পাঠক হয়ে গেলো
ব্যাপার না কবিতার পাঠক তো বাড়ল
ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্যের জন্য।
৩| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:২৫
মিথী_মারজান বলেছেন: আপু!!!
পা দুইটা দেন, সালাম করি।
লাথি দিলেও চলবে, আশির্বাদ হিসাবে নিবো।
আমি মুগ্ধ! একেবারে বিমোহিত!!!
অনেক অনেক ভালোবাসা সেইসাথে একটা বিগ হাগ।(কি*ি, কি*ি, উ**া,উ**া)
০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: হাসতে হাসত খিদে পেয়ে গেলো
তোমার জন্য বাংলা সিনেমার একটা ডায়লগ না দিয়ে আর পারা গেলো ই না
"পায়ে কেন সুন্দরী,বুকে এসো"
ধন্যবাদ ধন্যবাদ সুন্দরী থুক্কু মিথীমনি সব সময়ের মত আমার লেখার মুগ্ধ পাঠক হবার জন্য!!!
ভালোবাসা ভালোবাসা আর হ্যাঁ অবশ্যই (কি*ি, কি*ি, উ**া,উ**া)
৪| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৫
শামচুল হক বলেছেন: চমৎকার লেখনী। খুব ভালো লাগল।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ গল্পকার !!!
পাঠে এবং ভালোলাগার প্রকাশের জন্য।
৫| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: আপু শুধু এটুকু বলবো কবতাটিকে মূল্যায়নের যোগ্য নই।এর উচ্চতা অত্যন্ত উঁচু।
শ্রদ্ধা রইল। ভাল থাকা নিরন্তর।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৫
মনিরা সুলতানা বলেছেন: আপনারা অনেক অনেক দয়ালু আমার লেখায় সবাই সব সময় ই,এই ব্লগের প্রতিটি পাঠক ব্লগারের কাছে আমি কৃতজ্ঞ।আমার আজকের দু চার লাইন যাই লিখতে পারা সব ব্লগারদের মুল্যায়ন,উপদেশ মুগ্ধতার প্রকাশ সব সব কিছুতে আমি প্রেরণা পেয়েছি।
ধন্যবাদ ভাইয়া আমার লেখার সাথে থাকার জন্য।
৬| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন আপু।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৯
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা ভাইয়া !!!
ব্লগের শুরুর দিক থেকে সব সময় চমৎকার গঠন মূলক মন্তব্য পাই আপনার।
শুভ কামনা অনিঃশেষ।
৭| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২২
শাহরিয়ার কবীর বলেছেন: মিথী আপুর মত আমিও আশির্বাদ চাই।।
খুব ভালো লিখেছন আপু.... হৃদয় নিড়ানো আবেগ দিয়ে।।
(ফোনে দিয়ে ভাঙ্গা ভাঙ্গা পড়ে নিলাম আবার পড়ার আশা রাখি।। )
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ বিরহী কবি !!!
হৃদয়ে আবেগ থাকেই তো নিড়ানি দিয়ে আবাদ করার জন্য;মাঝে মাঝে সে ফসল ব্লগে জমা রাখি।
তোমার কবিতা ও চমৎকার হয়েছে ,মারাত্মক খঞ্জর বসানো।
শুভ কামনা
৮| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০২
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারণ !
খুব ভালো লাগলো।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কবি !!
আমার লেখায় আপনাকে স্বাগত জানাই।
লেখায় প্রশংসা বাক্যে ভালোলাগা।
৯| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: শহুরে কংক্রিটে ঝরে পড়া নিষ্প্রাণ সৌন্দর্য !
০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর!!
চমৎকার বলেছেন !!!
১০| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনি বর্তমানকে ছেড়ে, বঙ্কিম বাবুর সময়ে চলে যাচ্ছেন? লেখায় কিছুটা নৈপুণ্য আছে, তবে সময়ের সাথে গরমিল।
লিংকের গানটার ২/১ লাইন শুনেছি, সুরে সমস্যা আছে।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১২
মনিরা সুলতানা বলেছেন: বর্তমানদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছি না যে তাই মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন .....
এই তো সময়ের গরমিলে বিভ্রান্ত করতে পেরেছি বলেই না আপনার মুখে লেখায় যে নৈপুন্য আছে তা শুনতে পেলাম।
ভাবছি সুরে যেহেতু সমস্য আছে ই সুরকার কে বলবো আবার সুরদিতে তবে হ্যা আগে অবশ্যই আপনার উপদেশ নিতে যেন না ভোলেন সে ও জানিয়ে রাখবো
১১| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩
জাহিদ অনিক বলেছেন:
আপনার লেখাটা দুইবার পড়লাম।মাথার কিছুটা উপর দিয়ে হালকা বেকে ৩৫ ডিগ্রী দক্ষিণ পশ্চিমে এগিয়ে গিয়ে বয়ে গেছে আন্দামান দীপপুঞ্জে। আমার এন্টেনায় ধরা পড়ে নাই। সিগনাল পাচ্ছি না।
লেখাটার গুনগত মান ও নৈপুন্য আমার মত পাঠকের এন্টেনায় ধরা দিবে না সেটা বলাই বাহুল্য।
লেখাটা তাই পড়েই গেলাম শুধু।
দেখি আবার ফিরব বুঝতে পেলে।
গানটা ভালো লেগেছে। শোন ও বকুল মল্লিকা হাসনুহানা
০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
দারুন তো !!
এভাবে চলতে থাকলে মানে সবাই যদি বারবার পড়তে থাকে তাহলে আমার লেখা সর্বাধিক পঠিত হওয়া ঠেকায় কে
হে কবি পাঠক না হয়ে একবার কবি হিসেবে পড়েন, তাহলে রাডার এন্টেনা সব অকেজো হয়ে যাবে।তুমি তো পাঠক না কোনমতেই পাঠক সাজতে চাইলে হবে !!!
গানটা আমার খুব প্রিয় !!!
০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
মনিরা সুলতানা বলেছেন: লেখাটা মূলত ভ্রমর আর মালতীর প্রেম গাঁথা প্রথম প্যারায় সন্ধ্যা মালতী কিভাবে তার সকল রুপ পিয়াসি প্রেমিক দলের ভীরে আলদা করে বহেমিয়ান কালো ভ্রমরের প্রেমে পড়ল সে কথা লিখেছি।সাথে নিজেকে সে কিভাবে কতটা আকুল হয়ে নিজেকে ভ্রমরের কাছে সমর্পণ করেছে তার বর্ণনা।
ভ্রমর প্যারাতে তার স্বভাবজাত বৈশিষ্ট তার নিজেকে শ্রেষ্ঠতমা ভেবে অহংকারি হওয়া ফুলে ফুলে সব ফুলের সাথের তার সখ্যতা।
এরপরের প্যারায় মালতী র অপেক্ষা আক্ষেপ ভ্রমর কে ভালোবেসে আর প্রিয়তম কে ডাকাডাকি।মালতীর অপেক্ষায় অপেক্ষায় বিরহে কাতর তখন ভ্রমরের ও মনে হয় সে নিজেও মালতী কেই ভালোবাসে।কিন্তু সাথে আসে অবিশ্বাস অতখানি রূপসী মালতী কি সত্যি ই শুধু তাকেই ভালোবাসে ?
এরপরের প্যারায় এসছে মালতীর কিভাবে শুধু ভ্রমর কে ভালোবেসে আনন্দে নিজের মনে থাকে।আর মালতীর সেই আনন্দে থাকা দেখে আবার ও ভুল বোঝে ভ্রমরের মনে হয় সত্যি ই মালতী অন্যকিছু তে সুখে আছে,অথচ মালতী একবারেই ভ্রমরের হয়ে নিজেকে নিয়ে আছে।আর সেই ভুল বোঝা থেকে সে আরও বেশি করে কষ্ট দিতে থাকে সন্ধ্যামালতী ফুল কে ভ্রমরের হুল ফুটিয়ে।
দুজনের মিলন তো ভালোবাসায় হল না ,কিন্তু সব ঘুরে ভ্রমর ঠিক আবার মালতী তেই ফিরে আসে।
১২| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ভালোলাগা রেখে গেলাম মন্তব্যের আড়ালে। আর.. বাকিটা.. উহ্য থাকল।
০৭ ই মে, ২০১৮ রাত ৯:৩০
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত ব্যানার্জী !!
আপনার ভালোলাগা পরবর্তী লেখার অনুপ্রেরণা করে রাখলাম !!!! হুম উহ্য টুকু ও।
শুভ কামনা আপনার জন্য।
১৩| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আগেই পড়েছি।কমেন্ট করে যেই মন্তব্য প্রকাশ করুন টিপলাম। নেট ছিলনা।কমেন্ট ভ্যানিশ।দারুন কমেন্ট করেছিলাম।এখন আর করবো না।
০৭ ই মে, ২০১৮ রাত ৯:৩৪
মনিরা সুলতানা বলেছেন: দুঃখিত সেলিম আনোয়ার ভাই,আপনাকে এমন বাজে অভিজ্ঞতার মাঝে যেতে হলো বলে
আমার সাথে ও প্রায়শই এমন হয় ,আজকাল কপি করে রাখি প্রকাশ করার আগে।
আচ্ছা পরবর্তী লেখায় আপনার দারুন মন্তব্যের অপেক্ষায় রইলাম
১৪| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:১০
কাওসার চৌধুরী বলেছেন: আপু, চমৎকার উচু মানের একটা গদ্য রচনা। এগুলো এক সময় বাংলা সাহিত্যের প্রাণ হবে। নিয়মিত লেখে যান। থামবেন না। ভাল মানের লেখকের বড়ই অভাব এখন। আপনার সে প্রতিভা আছে।
আর হ্যা, আপনি যে একজন দক্ষ ফটোগ্রাফার তা তো জানা ছিল না।
০৭ ই মে, ২০১৮ রাত ১০:০৮
মনিরা সুলতানা বলেছেন: চৌধুরী ভাই !!! অনেক ধন্যবাদ এত চমৎকার করে বলার জন্য;আপনারা উদার মনে আমার লেখার প্রশংসা করেন।কারন অতখানি মনোযোগ পাই আপনাদের।
প্রেরণা হয়ে থাকার জন্য কৃতজ্ঞতা।
১৫| ০৮ ই মে, ২০১৮ রাত ১:২৯
শিখা রহমান বলেছেন: নীরা সুনীল তোমার প্রেমে কেন পড়েছিলো এখন বুঝতে পারছি। ভাষার ঝংকারে, শব্দের উদয়শংকরে ডুবে গেলাম।
কি যে সুন্দর!! কি যে আশ্চর্য সুন্দর!! মুগ্ধ ও অভিভুত। ভালোবাসা প্রিয় কবি।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫
মনিরা সুলতানা বলেছেন: হুম এভাবে বলো বলেই ছাইপাঁশ লিখে তোমাদের যন্ত্রণা বাড়াই।
শব্দ নিয়ে খেলা আমার বেশ প্রিয়,তোমাদের ভালো লেগেছে সে অনেক বড় পাওয়া।
আশ্চর্য সুন্দর হচ্ছে তুমি তোমার লেখা!! ভালোবাসা প্রিয়।
১৬| ০৮ ই মে, ২০১৮ ভোর ৫:৫৩
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:১৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো প্রামাণিক ভাই !
শুভ কামনা ।
১৭| ০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সন্ধ্যা মালতি আর ভ্রমরের রূপকে এক দারুন জীবন চিত্র! জীবন দর্শন!
জীবনের বাস্তবতার অনুপম উপস্থাপন।
ভ্রমরের অগ্নি ডুব, সুধা পান, যাতনার দাম, বেদনার সুরমা রং কোনটা ছেড়ে কোনটা বলি!!
আহা! মিথি মারজানের ভাগ্যে হিংসে হচ্ছে
আল্লারে কেনু মাইয়া বানাইলানা
অনেক অনেক মুগ্ধতা মনিরাপু
+++++++++++++
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:১৯
মনিরা সুলতানা বলেছেন: বিদ্রোহী ভাই !
আপনার মুগ্ধতা আর প্লাসগুলো পরের লেখায় অনুপ্রেরণা।
আপনি তো দেখছি একদম দুই লাইনে আমার লেখার সামারি তুলে এনেছেন !!!! চমৎকার !!! আপনার দারুন সব লেখা আর সাথে এই গুনের প্রশংসা না করে পারছি না।আমি নিজেও লেখা বুঝতে পারলেও সেটার প্রকাশ করতে পারি না।
হাহাহাহা যেভাবেই বলেন এইটুকু সত্যি বলেছেন,মিথী মারজানের ভাগ্য হিংসে করার মতই।
শুভ কামনা ভাইয়া।
১৮| ০৮ ই মে, ২০১৮ সকাল ১১:১২
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
দুঃখিত, এবারে আর প্রশংসা করছিনে । মুক্ত গদ্যে শব্দের কারুকাজ থাকবে ঠিকই ( যা এখানে আছে ) তবে তাকে দুলিয়ে দুলিয়ে বাক্যে গেঁথে তুলতে হবে যা শুধু মনে দোলা দিয়েই যাবে । আপনি অনেক জায়গায় যতি চিহ্ণ ( । ) দিয়েছেন অহেতুক যা বাক্যের এই দ্যোতনাকে ব্যহত করছে । ব্যর্থ হয়েছে সম্পূর্ণ অর্থ প্রকাশে । এরকম সুন্দর ভাব নিয়ে লেখা লেখাটি তাই জমে ওঠেনি । অবোধ্য ও কঠিন মনে হয়েছে অনেকের কাছে তাই । শেষের দিকে অবশ্য এটা আপনি অনেকটা কাটিয়ে উঠেছেন ।
আমাকে ভুল বুঝবেন না আশা করি । অহেতুক প্রশংসা আপনার লেখার হাতকে থামিয়ে দিতে পারে , দিতে পারে লেখার গতিশীলতাকে রূদ্ধ করে । আমার সকল সহ-ব্লগারকে ভালোবাসি বলেই , আপন ভাবি বলেই এমন কথা বলার সাহস রাখি সব সময়ই । চাই , সহ-ব্লগাররা যেন দিন দিন ঋদ্ধ , শক্তিমান হয়ে ওঠে । যা ব্লগের সৌন্দর্যকেই বাড়াবে বলে বিশ্বাস করি ।
শুভেচ্ছান্তে ।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৩২
মনিরা সুলতানা বলেছেন: অহেতুক প্রশংসা আপনার লেখার হাতকে থামিয়ে দিতে পারে , দিতে পারে লেখার গতিশীলতাকে রূদ্ধ করে । আমার সকল সহ-ব্লগারকে ভালোবাসি বলেই , আপন ভাবি বলেই এমন কথা বলার সাহস রাখি সব সময়ই । চাই , সহ-ব্লগাররা যেন দিন দিন ঋদ্ধ , শক্তিমান হয়ে ওঠে । যা ব্লগের সৌন্দর্যকেই বাড়াবে বলে বিশ্বাস করি ।
আপনার এই অসাধারন মনভাবকে শ্রদ্ধা ভাইয়া !! কি চমৎকার করে ভাবেন আপনি।আপনার সাথে সম্পূর্ণ একমত।
আপনাকে ভুল বোঝার প্রশ্নই আসে না ভাইয়া,আজকের এই দু চার লাইন লেখা আপনাদের প্রেরণা আপনাদের গঠন মূলক আলোচনার ফলশ্রুতিতে।আমি সব সময় ই আপনাদের কাছে কৃতজ্ঞ !!
আপনার পয়েন্ট গুলো মাথায় রেখে আর একবার বসব লেখা টা নিয়ে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
১৯| ০৮ ই মে, ২০১৮ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শব্দের দারুণ খেলা দেখিয়েছেন।
অভিনন্দন কবি।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৫
মনিরা সুলতানা বলেছেন: মোঃ মাইদুল সরকার!!!
আপনি সব সময় দারুন উৎসাহ মূলক মন্তব্য করেন।
২০| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:১৪
জুন বলেছেন: মনিরা তোমার লেখা মুক্তগদ্য পড়ে মনের মাঝে গুনগুনিয়ে উঠলো আব্বাসউদ্দিন এর সেই বিখ্যাত গানটি -
"ও মোর কাজল ভোমরারে ----"
অনেক সুন্দর লেখায় অনেক ভালোলাগা
+
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৪১
মনিরা সুলতানা বলেছেন: কেমন আছ জুন আপু !!!
আজকাল ব্লগে অনেক কম দেখি তোমায় !! নাকি আমি ই অনিয়মিত
বাহ!!! তুমি তো এখন গান টা আমার ও মাথায় গুনগুন শুরু করলো।
অনেক ধন্যবাদ আপু সব সময় প্রেরনা হয়ে আমার লেখার সাথে থাকবার জন্য।
২১| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:৫৪
সামিয়া বলেছেন: প্রিয়তে নিলাম পড়ে পড়বো ।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৩
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা সামিয়া !!
২২| ০৮ ই মে, ২০১৮ দুপুর ২:০০
তারেক ফাহিম বলেছেন: পড়তে ভালো লাগছে।
প্রথমে বুঝিনি, হয়ত কবিতা কম বুঝি বলে।
কবিতা কমও পড়ি তাই হয়তো।
লিংকে গিয়ে আধুনিক রবীন্দ্রসংগীতটি শোনে এলাম।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম !!!
এটা সত্যি শব্দের কচকচ একটু বেশি ই ছিলো,আর কিছু অপ্রচলিত শব্দ ও ।
যাই হোক শেষে এসে বুঝেছেন সেও প্রাপ্তি ই আমার।
আপনার জন্য শুভ কামনা।
২৩| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নুর!!
চমৎকার বলেছেন !!!
ভালো থাকুন। সুস্থ থাকুন।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৯
মনিরা সুলতানা বলেছেন: আপনি ও অনেক অনেক ভালো থাকুন দেশী ভাই সুরভী ভাবি আর কন্যা কে নিয়ে।
অনেক অনেক শুভ কামনা ।
২৪| ০৮ ই মে, ২০১৮ রাত ৯:৫১
সোহানী বলেছেন: এ লিখা লেখার জন্য যে গভীর আবেগ দরকার সেটা একমাত্র টিন এজ বয়সেই থাকে। তখন এক মূহুর্তে সমস্ত পৃথিবীকে পায়ের কাছে নিয়ে আসা যায় কিন্তু এ বয়সে সে আবেগকে উপলব্ধি করা এবং তা অভিজ্ঞতার আলোকে প্রকাশ করা জন্য বিশাল ক্ষমতা লাগে যা একমাত্র ইশ্বর প্রদত্ত।.................
জী এস ভাইয়ের মন্তব্য পড়ে একটু ভয়ে ভয়েই বলছি, তোমাদের দু'জনের অনেক কিছুই জাহিদের মতো মাথার কিছুটা উপর দিয়ে হালকা বেকে ৩৫ ডিগ্রী দক্ষিণ পশ্চিমে এগিয়ে গিয়ে বয়ে গেছে আন্দামান দীপপুঞ্জে। আমার এন্টেনায় ধরা পড়ে নাই। সিগনাল পাচ্ছি না ।
০৯ ই মে, ২০১৮ রাত ১২:১৮
মনিরা সুলতানা বলেছেন: আপু কিভাবে কে নিবে জানি না,আমি আমার এই কৈশোরের আবেগ টাকে খুব যত্নে লালন করি।অনেক কঠিন দুনিয়া বাস্তবতা আরো কঠোর কিন্তু আমি অনেক কিছু'র ত্যাগ করি।আমার লাইফে আমি হরর মুভি কৌতূহল থেকে ও দেখি নাই,বেশির ভাগ সিনেমার মাঝের বিচ্ছদের পর্বে আমি অন্য কিছু করি।
অনেক ধন্যবাদ ভালোবাসা আপু এত সুন্দর করে বলার জন্য!!!
হাহাহাহা কি যে বলো আপু !!! আমাদের মহাকবি জাহিদের কথায় কিন্তু একদম বিভ্রান্ত হবা না,সে এসব বলে নিজেকে সাধারন পাঠকের তালিকায় আসতে চায় যা সে কোন মতেই না।
আর আপনার সিগন্যাল আপাতত মনে হয় ক্লাস কুইজ স্টাডি তে ব্যস্ত।
০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
মনিরা সুলতানা বলেছেন: লেখাটা মূলত ভ্রমর আর মালতীর প্রেম গাঁথা প্রথম প্যারায় সন্ধ্যা মালতী কিভাবে তার সকল রুপ পিয়াসি প্রেমিক দলের ভীরে আলদা করে বহেমিয়ান কালো ভ্রমরের প্রেমে পড়ল সে কথা লিখেছি।সাথে নিজেকে সে কিভাবে কতটা আকুল হয়ে নিজেকে ভ্রমরের কাছে সমর্পণ করেছে তার বর্ণনা।
ভ্রমর প্যারাতে তার স্বভাবজাত বৈশিষ্ট তার নিজেকে শ্রেষ্ঠতমা ভেবে অহংকারি হওয়া ফুলে ফুলে সব ফুলের সাথের তার সখ্যতা।
এরপরের প্যারায় মালতী র অপেক্ষা আক্ষেপ ভ্রমর কে ভালোবেসে আর প্রিয়তম কে ডাকাডাকি।মালতীর অপেক্ষায় অপেক্ষায় বিরহে কাতর তখন ভ্রমরের ও মনে হয় সে নিজেও মালতী কেই ভালোবাসে।কিন্তু সাথে আসে অবিশ্বাস অতখানি রূপসী মালতী কি সত্যি ই শুধু তাকেই ভালোবাসে ?
এরপরের প্যারায় এসছে মালতীর কিভাবে শুধু ভ্রমর কে ভালোবেসে আনন্দে নিজের মনে থাকে।আর মালতীর সেই আনন্দে থাকা দেখে আবার ও ভুল বোঝে ভ্রমরের মনে হয় সত্যি ই মালতী অন্যকিছু তে সুখে আছে,অথচ মালতী একবারেই ভ্রমরের হয়ে নিজেকে নিয়ে আছে।আর সেই ভুল বোঝা থেকে সে আরও বেশি করে কষ্ট দিতে থাকে সন্ধ্যামালতী ফুল কে ভ্রমরের হুল ফুটিয়ে।
দুজনের মিলন তো ভালোবাসায় হল না ,কিন্তু সব ঘুরে ভ্রমর ঠিক আবার মালতী তেই ফিরে আসে।
২৫| ০৯ ই মে, ২০১৮ রাত ১২:২৮
ওমেরা বলেছেন: আপুনি জাহিদ অনিকের মন্তব্যটাই আমার তাই আর রিপিট করলাম না । তবে আমি দুইবার না তিনবার পড়েছি । অফ লাইনে ২ বার অনলাইনে ১ বার পড়লাম তবু কাজ হল না।
০৯ ই মে, ২০১৮ রাত ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: আহা !!!
আচ্ছা চল শব্দের কচকচানি বাদ দিয়ে লিখিঃ
লেখাটা মূলত ভ্রমর আর মালতীর প্রেম গাঁথা প্রথম প্যারায় সন্ধ্যা মালতী কিভাবে তার সকল রুপ পিয়াসি প্রেমিক দলের ভীরে আলদা করে বহেমিয়ান কালো ভ্রমরের প্রেমে পড়ল সে কথা লিখেছি।সাথে নিজেকে সে কিভাবে কতটা আকুল হয়ে নিজেকে ভ্রমরের কাছে সমর্পণ করেছে তার বর্ণনা।
ভ্রমর প্যারাতে তার স্বভাবজাত বৈশিষ্ট তার নিজেকে শ্রেষ্ঠতমা ভেবে অহংকারি হওয়া ফুলে ফুলে সব ফুলের সাথের তার সখ্যতা।
এরপরের প্যারায় মালতী র অপেক্ষা আক্ষেপ ভ্রমর কে ভালোবেসে আর প্রিয়তম কে ডাকাডাকি।মালতীর অপেক্ষায় অপেক্ষায় বিরহে কাতর তখন ভ্রমরের ও মনে হয় সে নিজেও মালতী কেই ভালোবাসে।কিন্তু সাথে আসে অবিশ্বাস অতখানি রূপসী মালতী কি সত্যি ই শুধু তাকেই ভালোবাসে ?
এরপরের প্যারায় এসছে মালতীর কিভাবে শুধু ভ্রমর কে ভালোবেসে আনন্দে নিজের মনে থাকে।আর মালতীর সেই আনন্দে থাকা দেখে আবার ও ভুল বোঝে ভ্রমরের মনে হয় সত্যি ই মালতী অন্যকিছু তে সুখে আছে,অথচ মালতী একবারেই ভ্রমরের হয়ে নিজেকে নিয়ে আছে।আর সেই ভুল বোঝা থেকে সে আরও বেশি করে কষ্ট দিতে থাকে সন্ধ্যামালতী ফুল কে ভ্রমরের হুল ফুটিয়ে।
দুজনের মিলন তো ভালোবাসায় হল না ,কিন্তু সব ঘুরে ভ্রমর ঠিক আবার মালতী তেই ফিরে আসে।
অনেক অনেক ধন্যবাদ ওমেরা!!! লেখায় আসবার জন্য।
২৬| ০৯ ই মে, ২০১৮ রাত ১:০২
সামিয়া বলেছেন: তুমি তো বেশ কঠিন সাহিত্যিক আপু, এত সুন্দর করে এত সাবলিল ভাষায় এত সহজভাবে বর্ণনা করেছো; কি বলবো!! তোমার এত গুণ কেন বলতো আপু?
০৯ ই মে, ২০১৮ রাত ১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: তুমি তো গুনে গুনবতী তাই সবাই কে অতটাই ভাবো; আমি খুব সাধারন তোমাদের ভালোবাসা আমাকে একটু অসাধারন করে ক্যাবল।অনেক অনেক ভালোবাসা সামিয়া
২৭| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩
জাহিদ অনিক বলেছেন:
সোহানী আপু, ওমেরা ! আমার কথার সাথে তাল মিলাবেন না ! আমি ভালো করে পড়তে পারি না। অনেক কিছুই ওভারলুক করে যেতে হয়; মন বসে না পড়ার টেবিলে
১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৭
মনিরা সুলতানা বলেছেন: তাই তো কবি বলেছেন!
পাঠে আমার মন বসে না কাঁঠাল চাঁপার গন্ধে!!!
২৮| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
উম্মে সায়মা বলেছেন: আপনার লেখা যত পড়ি তত মুগ্ধ হই আপু। আপনার শব্দচয়ন, ভাষার ব্যবহার অসাধারণ!
সামনের বইমেলায় এই সুন্দর সব লেখা একত্র করে বই বের করে ফেলুন আপু!
শুভকামনা রইল।
১৭ ই মে, ২০১৮ রাত ১:৪৯
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা উম্মে সায়মা!
সব সময় এত দরদ দিয়ে আমার লেখা পড়ে মন্তব্য করার জন্য।
ওরে বাবা সে জাত লেখকদের ক্লাবে নাম লেখানো আমার কম্ম নয়।আমি খুচরো লেখক হিসেবেই বেশ আছি
২৯| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:১৯
ধ্রুবক আলো বলেছেন: মুক্ত গদ্য, অসাধারণ লাগলো। শব্দ চয়ন সেতো আরও অসাধারণ। নতুন কিছু শব্দ শেখ গেলো এই সুযোগে।
লেখায় মুগ্ধতা ++++
১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!
আপনাদের মত পাঠকের মুগ্ধতা আমার জন্য আনন্দের !!!
শুভ কামনা ধ্রুবক
৩০| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২৬
নীহার দত্ত বলেছেন:
এ যে বড় শক্ত লেখা, এ যে বড় পোক্ত লেখা !
চক্ষু ছানাবড়া !!
লেখাটার বিষয়বস্তু যে প্রেম সেটা কষ্টক্লেশ করে বুঝতে পেরেছি।
বড়ো ভালো লিখেন আপনি।
১৯ শে মে, ২০১৮ রাত ১:২২
মনিরা সুলতানা বলেছেন: এভাবে বলিয়া এই সামান্য লেখক কে লজ্জা দিবেন না
পাঠকের কষ্টক্লেশে বুঝতে পারা লেখকের ব্যর্থতা।
ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে'র জন্য
৩১| ২০ শে মে, ২০১৮ রাত ১:১৬
এম ডি মুসা বলেছেন: আগে কমেন্টস পড়লাম,
তারপর লেখাটি পড়লাম!
২১ শে মে, ২০১৮ রাত ১:০২
মনিরা সুলতানা বলেছেন: বাহ!! আপনি বুদ্ধিমান পাঠক!
অনেক অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যের জন্য।
৩২| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
একটার সাথে একটা অনুভব রিলেট করতে করতে বাক্যগুলো অতিকায় দীর্ঘ হয়ে গিয়েছে। তবে অনুভূতির স্বাদ বেশ ভাল।
২১ শে জুন, ২০১৮ রাত ১২:০২
মনিরা সুলতানা বলেছেন: হুম বেশ গুরুপাক
আশা করছি ভালো আছেন!
অনেক ধন্যবাদ পাঠে এবং অনুভূতির প্রকাশে।
ভালো থাকার শুভকামনা।
৩৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: গুরুভার শব্দে সাজানো মুক্তগদ্যের আবেদনটুকু ঠিকমত আয়ত্তে আনতে কয়েকবার পড়তে হয়েছে। এক্ষেত্রে আপনার কয়েকটি প্রতিমন্তব্য সহায়ক হয়েছে।
লেখার পেছনে লেখকের মনোভাব বুঝতে চেষ্টা করেছি। ভাল লেগেছে লেখকের শব্দখেলা।
০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
মনিরা সুলতানা বলেছেন: আপনি যথার্থ বলেছেন, শব্দখেলা !!!
আমি শব্দনিয়ে খেলতে’ই চেয়েছি, তাতে একটু ভারী শব্দ বেশি চলে এসছে যদিও।
কিন্তু যা চেয়েছি একটু কস্টসাধ্য যদিও পাঠকের জন্য; কিন্তু আমি লিখে তৃপ্ত
আপনাদের মত বোদ্ধাদের’ ভালোলাগার প্রকাশ আমাকে সব সময় আনন্দিত করে!
৩৪| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
প্রিয় কবি,
কয়েক সেকেন্ডের জন্যে মূর্ছিত হলাম! কবিতার ভাব বুঝতে আরো পড়তে হবে। তবে প্রথম পাঠেই বিমুগ্ধতা!!
০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
মনিরা সুলতানা বলেছেন: আপনিও !!!!
তবে ব্যাপারটা ভাল্লাগসে
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৪
এম এ কাশেম বলেছেন: অসাধারণ কবি।
শুভেচ্ছা জানবেন।