নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

লাইফ অব Dুবাই যাপিত জীবন-৪

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৩


বেশ ছিমছাম উচ্চতার সে ছোট্টবাসায় আমি থাকি
তার ঠিক মাথার উপর বেশ অচেনা একটা পরিচিত পরিবার থাকে।পরিচিত বলছি এ কারনে দিন বা রাতে প্রায়শই তাদের অস্তিত্ব জানান দেয় টুকটাক শব্দ ঝংকারে।লিখতে বসেছি সে নিয়ে নয় কারন এই উপর তলা নীচতলা বিবাদ বেশ জনপ্রিয় এবং পরিচিত।সেই বাসায় কেউ একজন পিয়ানো শিখে, ছুটির দিনে যখন তখন আর এই কর্মদিবস গুলোতে সূর্য যখন মধ্য আকাশে গনগনে তাপ ঢেলে ক্লান্ত হয়ে পশ্চিমে ঢলে গৃহিনী দের মত ভাত ঘুমের আয়োজনে।ঠিক তখন শুরু করে তার নিয়মিত অনুশীলন টুং টাং ডো রে মি ফা সে লো টি ডু থেকে শুরু এরপর তার পছন্দ মত সুর সে বেছে নেয়।কবে থেকে ঠিক মনে নেই আমার পরন্ত বিকেল গুলো’র মতই ক্লান্তহীন সে লক্ষের দিকে এগিয়ে চলে।

বছর দুয়েক হয় প্রথম দিকে ছিল সেই এক ঘেয়ে সারেগামাপা আর মাঝে মাঝে কর্কশ বেজে উঠা শব্দ কেবল।আজকাল বেশ মালা ছেড়া মুক্তর মত আয়েশে গড়ায় সুর,আহলাদি চাঁদের জোছনার মত ঢলে ঢলে পড়ে কানে।বেশির ভাগ গান ই আমার অপরিচিত আমি অত ইংরেজী গানে অভস্ত্য নেই বলে অথবা সে কোন আরবী গানের গুণগুণ কিনা তাও জানি নে।সাউন্ড অফ মিউজিকের সুরগুলো অথবা টপ চার্টের ইংলিশ,আমার ছেলে তখন সেই সুরের সাথে গলা মেলায়,মাঝে মাঝে দেখি এ দেশের জাতীয় সংগীত এর অনুশীলন করছে।

বাচ্চারা স্কুল থেকে ফেরার পরের এই সময় টা আমার ব্যালকনিতে কিছু সবুজ আর খুনসুটি করা জোড়া ঘুঘুর সাথে কাটে ,কখনো সাথে চা বই অথবা মোবাইলে ফেসবুক আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের মত বেজে চলা পিয়ানো সুর।অবসরের এই মুহূর্তটুকু শ্রাবনের বৃষ্টির মত অযাচিত ভালোলাগায় ঋদ্ধ করে।

আজকাল অধ্যাবসায়ী সেই পিয়ানো বাদক কে দেখতে ইচ্ছে জাগে;কোন জাতীর সে!আরব দেশীয় !ইউরোপ থেকে আসা কেউ অথবা এশিয়,ভারতীয়,পাকিস্থানী, ফিলিপিনো নাকি আফ্রিকা মহাদেশের কেউ।হয়ত লিফটে উঠা নামায় দেখেছি অথবা সন্ধ্যায় সবুজ চত্তরে।খুব সহজ জেনে নেয়া আমার একলা ঘুঘুর সাথে'র বিকেলে গুলোতে আনন্দ বেদনার সুরে ভেজানো বাদক কে।

পরক্ষনেই ভাবি থাক না কিছু দৃষ্টির অগোচরে নাই বা জানলাম।কেবল সুরধারার সে অনুজ শিক্ষার্থীর জন্য শুধু অন্তর থেকে শুভ কামনা আর আশীর্বাদ একদিন তার অধ্যাবসায় তার কাঙ্ক্ষিত গন্তব্য পাক।সব কিছু জেনে ফেলা আমার ভালোলাগে না কেনো যে !!
আজকালের সব রহস্য ভেদ করা বা সব জেনে ফেলা প্রজন্মের চেয়ে আমি যে আমার আধো রহস্যময় স্বপ্ন আঁকা সময় কে বেশী ভালোবাসি।




ছবিঃ Click This Link

মন্তব্য ৯৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭

শায়মা বলেছেন: তুমি কেমন করে গান করো হে গুণী!!!!!!! :)

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৯

মনিরা সুলতানা বলেছেন: সে জানো তুমি আর তোমার রবী ;)
আমাদের অত জানার বিলাসীতা কই হে !!! আমরা কেবল শুনি :)

২| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৯

মাআইপা বলেছেন: একজন অপরিচিতার আশির্বাদে পরিপূর্ণ হোক কারো সাধনার জীবন।
খুব ভাল লাগলো।

শুভকামনা রইল

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:০২

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্যও চমৎকার সময়ের শুভাশিস রাখলাম মাআইপা
লেখায় আপনাকে পেয়ে এবং উদার অনুভবে আনন্দিত!!

৩| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১

কাওসার চৌধুরী বলেছেন: আপা কী গান গাইতে জানেন?...... ছুটির দিনের চমৎকার এক টুকরো লেখা পেলাম। পড়েছি দুইবার ভালভাবে বুঝতে। অনেক শুভ কামনা আপনার জন্য, পাশাপাশি স্বামী/সন্তানদের জন্যও। ভাল থাকনেন।

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:০৪

মনিরা সুলতানা বলেছেন: বাঙালী মেয়ে যতটুকু গুনগুন করতে জানে ঠিক ততটুকুই জানি ভাইয়া!এর বেশি কিছুই না।
আপনার চমৎকার শুভকামনায় ছুটির বিকেল হোক আলোকিত।
শুভ কামনা জানবেন।

৪| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: একবার পড়লাম আবার পড়তে হবে ।ভালো লিখেছেন অতটুকুই বলবো ।

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮

মনিরা সুলতানা বলেছেন: খুব'ই সাধারন লেখা ভাইয়া অনেকটাই রোজ নামচার মত।
ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে :)

৫| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮

করুণাধারা বলেছেন: কেন ভালো লাগলো বলতে পারব না, কিন্তু খুব ভাল লেগেছে পড়তে, এটুকু বলতেই পারি।

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:১০

মনিরা সুলতানা বলেছেন: আপু আমার লেখায় আপনার দরদী মন্তব্যে আমি সব সময় আপ্লূত হই!!
অনেক ধন্যবাদ ভালোলাগা প্রকাশের জন্য।

৬| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুরে বা রিদিমে আপু উনি আপনার খুব কাছের তবে প্রতিকৃতিতে হয়তো নয়। রহস্যময়ই বেশি প্রীয়। বাকিটা অম্তরে। বেশ ভাল লাগলো।

অনেক শুভেচ্ছা আপনাকে।

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:২৭

মনিরা সুলতানা বলেছেন: হুম আমি বাদক কে চিনি তার সুরে তার নিত্যকার অনুশীলনে।কিছুটা রহস্য না থাকলে জীবন অনেক ম্লান অনেকবেশী উন্মুক্ত আর হতাশার।প্রত্যেক'টা মন নিজের আনন্দ জগতে ভ্রমনে আনন্দিত হয়।
ধন্যবাদ চৌধুরী ভাই আপনার চমৎকার সংশ্লিষ্ট মন্তব্যের জন্য।

ভালো থাকার শুভ কামনা আপনার জন্য।

৭| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬

অর্ক বলেছেন: বেশ লাগলো আপু কিন্তু কোনও উপসংহার না পাওয়াতে তেমন কোনও অর্থ প্রকাশ করলো না সম্ভবত! চলছে চলছে চলছে... ভালো লাগতো দেখা, কথা, চেনাজানা হলে! প্রত্যেক প্রজন্মই তাঁর পূর্ববর্তী প্রজন্মের থেকে বেশি কৌতূহলী, বুদ্ধিমান ও প্রগতিশীল। একই কথা আমার বাবা আমাকে বলেছিলেন, তার বাবা তাকে বলেছিলেন, তার বাবার বাবা... সময়ের সাথে বদলে যাওয়া, পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মিলিয়ে যে চলতে পারে সেই বুদ্ধিমান। তাই বলছি, প্রজন্মান্তর করে সব জানার চেষ্টা করুন। তারপর আরেক পর্বে জানান।

বর্ণনা শব্দ চয়ন বরাবরের মতো চমৎকৃত করলো। শুভেচ্ছা অফুরন্ত আপুর জন্য।

১১ ই মে, ২০১৮ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: উপসংহার তো সেখানেই টেনেছি_
আজকালের সব রহস্য ভেদ করা বা সব জেনে ফেলা প্রজন্মের চেয়ে আমি যে আমার আধো রহস্যময় স্বপ্ন আঁকা সময় কে বেশী ভালোবাসি।
মানে আমি সেই পিয়ানো বাদক কে কখনই খুঁজতে যাব না।হতে পারে সে স্কুল ফেরত দু বেনী দোলানো কিশোরী অথবা এই প্রজন্মের মিলিয়াম চাইল্ড অথবা কিশোর!!!
প্রত্যেক প্রজন্মই তাঁর পূর্ববর্তী প্রজন্মের থেকে বেশি কৌতূহলী, বুদ্ধিমান ও প্রগতিশীলএইটা চিরসত্য অর্ক
আর সময়ের সাথে পরিবর্তিত পৃথিবীতে আমাকে আমার সন্তানদের জন্য'ই তাল মিলিয়ে চলতে হচ্ছে।প্রজন্মান্তর কে আমি জানার চেষ্টা করি তাদের মত করেই।কিন্তু কেনো যে কিছু কিছু রহস্য ভালো লাগে :)


অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যে লেখায় ভালোলাগা প্রকাশের জন্য।

৮| ১১ ই মে, ২০১৮ রাত ৮:২০

শিখা রহমান বলেছেন: নীরা তোমার এই লেখাটা ঘোর তৈরী করে। "সবকিছু জেনে ফেলা আমার ভালো লাগে না কেন যে!!" একদম মনের কথা। সব জেনে ফেললে কল্পনার ঘোড়া ছুটবে কোথায়?

তুমি খুব সাধারণ ব্যাপারগুলোকে এমন সুন্দর করে বলো যে অসাধারণ হয়ে ওঠে।

ভালো থেকো নীরা, সুন্দর সব স্বপ্ন নিয়ে, রহস্যমরী হয়ে। শুভকামনা ও ভালোবাসা।

১১ ই মে, ২০১৮ রাত ৯:৩৯

মনিরা সুলতানা বলেছেন: কিছু সত্য আনন্দ কে খুন করে! চরম বাস্তবতায় এমন কিছু থাক কল্পনার জন্য!! তাই না !!!
না হয় তুমি আমি কি লিখব !!!
এ আমার যাপিত জীবনের কিছুক্ষণ একেবারেই সাধারন গল্প ,বলেছি ও সাধারন করেই।তুমি যে নিজেই অসাধারন তাই তেমন ভাবতে ভালোবাসো সবাই'কে।
তোমার জন্য'ও অনেক অনেক ভালোবাসা জারুল মেয়ে।

৯| ১১ ই মে, ২০১৮ রাত ৮:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: রহস্যময় কোন কিছু পড়ে কিছুই বুঝি না !! :(
তানসেন হওয়ার শখ সাবার থকে...কিন্তু কয়জনে হতে পারে ।। ;)
তবে আজকাল পোলাপান এ+ পাওয়ার ধান্দায় ঘুরে আপা। ;)





ভালো লিখেছেন...

১১ ই মে, ২০১৮ রাত ৯:৪২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা বেশ বলেছ শাহরিয়ার কবীর!
আমি যার কথা লিখেছি সে তানসেন না হোক ইয়ান্নী 'ই হোক!! সেটুকু শুভ কামনা।
এ+ না পেলে যে আজকালের পোলাপানের চাকরী থাকবে না ;)


অনেক ধন্যবাদ আর শুভ কামনা।

১০| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখাটি বেশ ভাল লাগল আপু, রোজনামচার মতো হলেও যেনো কোন রহস্য বেদে নিজেকে উদাসীনতায় ঠেলে দেওয়ার নিপুন কথাগুলো জানার ইচ্ছা পরাভূত নিজের একান্ত সেই মত টুকু যেন এক দর্শণ।

১১ ই মে, ২০১৮ রাত ১০:০০

মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক বলেছ সুজন!
চমৎকার মন্তব্যে ভালোলাগা!!!!
প্রাতাহ্যিক সময়ের ছোট্ট এই রহস্যটুকু রেখেছি উদাসীন ভাবে'ই;আর একান্ত মত ই এক এক জনের দর্শন!


শুভ কামনা।

১১| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




পিয়ানোর বাজনার মতোই ঠুং ঠাং সুর তুলে গেলো লেখাটি । চমৎকার একটি মুক্তগদ্য হয়েছে ।

সব কিছু জানতে নেই , কিছু থাক না হয় অজানা - অধরা !

১১ ই মে, ২০১৮ রাত ১০:০৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাইয়া;
আপনার করা আগের লেখার মন্তব্য কিছুটা মনে ছিলো,সে মত ই লেখার চেস্টা করেছি;আপনার চমৎকার বিশেষণ লেখার অলংকার হয়ে রইলো!!! আমী আনন্দিত।তবে এ ও জানি সব সময়'ই আগের চাইতে ভালো করার কিছু সুযোগ থেকে'ই যায়।

শুভ কামনা।

১২| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষ সহজাত ভাবে কৌতুহলী হয়। আশা করি মনের অজান্তেই সেই কৌতুহল একদিন মিটে যাবে...

১১ ই মে, ২০১৮ রাত ১০:০৬

মনিরা সুলতানা বলেছেন: খুব সত্যি এটা যে মানুষ সহজাত ভাবে'ই কৌতূহলী হয়!
আর সেটা মেটা ও খুব ই সহজ হয়ে যায় অনেক সময়;আবার কিছু কিছু সময় আমরা সেই কৌতূহল কে কল্পনায় রাঙিয়ে রঙিন করে রাখি ,রহস্যটুকু জমা রেখে।
আপনার শুভ কামনা মন ছুঁয়ে গেলো।

১৩| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কিছু জিনিস রহস্যময়তার মোড়কে আবৃত থাকাই ভালো। খুলে ফেললে অনুভূতি পরিবর্তিত হয়ে যেতে পারে। লেখায় প্লাস!

১১ ই মে, ২০১৮ রাত ১০:১৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!চমৎকার বলেছেন!!!
কিছু জিনিস রহস্যময়তার মোড়কে আবৃত থাকাই ভালো। খুলে ফেললে অনুভূতি পরিবর্তিত হয়ে যেতে পারে হুম কারন বাস্তবতা হয়ত আমার কল্পনার চেয়ে দৌড়ে পিছিয়ে আছে।

মিঃ বেস্ট!!! বেশ কয়েকদিন পর পেলাম আপনাকে আমার লেখায়!আশা করছি ভালো ছিলেন!!

১৪| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি ভাল লেগেছে আপু।

১১ ই মে, ২০১৮ রাত ১০:২৩

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা মোস্তাফা সোহেল!
অনেক অনেক ভালোথাকার শুভ কামনা আপনার জন্য।

১৫| ১১ ই মে, ২০১৮ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: যে পোষ্ট টা আমার ভালো লাগে। সেই পোষ্ট আমি দুইবার পড়ি।

১১ ই মে, ২০১৮ রাত ১০:২৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর!!
আপনি একজন এক্টিভ এবং চমৎকার ব্লগার!! আপনার মন্তব্যগুলো ও সময় বেশ আন্তরিক হয়।আমার লেখায় আপনার ভালোলাগার প্রকাশ আমাকে মুগ্ধ করছে।

শুভ কামনা।

১৬| ১১ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

ভুয়া মফিজ বলেছেন: অদৃশ্য পিয়ানোবাদক দৃশ্যমান হলে রহস্য শেষ হয়ে যাবে। থাকুক না সে চোখের আড়ালে!
ভালোই হলো, আপনি এক পিয়ানোবাদকের ক্রমবিবর্তন দেখলেন, নবীশ থেকে সার্থক সুর-সৃস্টিকারী। দৃশ্যমান হলে হয়তো সে আকর্ষন হারাবে।

১২ ই মে, ২০১৮ দুপুর ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: এইটা সত্যি বলছেন যে কোন বেড়ে উঠা ক্রমবিবর্তন এর সঙ্গী হতে পারা আনন্দের!!!
ধন্যবাদ মফিজ ভাই পাঠে এবং সুন্দর মন্তব্যের জন্য।

১৭| ১২ ই মে, ২০১৮ রাত ২:৩০

প্রামানিক বলেছেন: পিয়ানোবাদকের সুর সুন্দর আকৃতি সুন্দর নাও হতে পারে কাজেই বাদক আড়ালেই থাক।

১২ ই মে, ২০১৮ দুপুর ১:০০

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ভাইয়া সে স্কুল ছাত্র বা ছাত্রী হয়ত বা ,স্কুল থেকে ফিরে নিজের মনে সাধনা করে।আমি নিজেও শিউর না !!!
তবে আকৃতি 'র চেয়ে আমার ভাবনা বেশি দেখা করে কি বলব!!!আমি তার বাজনা কে চিনি তাকে তো না ।

ধন্যবাদ প্রামানিক ভাই :)

১৮| ১২ ই মে, ২০১৮ ভোর ৫:০৩

সৈয়দ নূরুল ইসলাম বলেছেন: কিচ্ছু কমু না; ন্তুন পাব্লিক তো তাই! ;) শুধু পড়ে যামু।

১২ ই মে, ২০১৮ দুপুর ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত সৈয়দ নূরুল ইসলাম!
নতুন হিসেবে আমার লেখা পড়েছেন তাতেই আমি হ্যাপি!!!
পড়তে পড়তে আপনি ঠিক একদিন লেখা আর বলা শিখে যাবেন।

শুভ কামনা :)

১৯| ১২ ই মে, ২০১৮ ভোর ৬:৪৫

সোহানী বলেছেন: তোমার ওখানেতো প্রতিবেশীর সুরের মূর্ছনা তাই রহস্য থাকলে ও ক্ষতি নেই। আর আমার এখানে প্রায় সারা রাত কুকুরের ঘেউ ঘেউ, ঘুমানোর কোন সুযোগ প্রায় থাকে না। তাই কে প্রতিবেশী তার রহস্যভেদ করার দরকার হয় না তার আগেই কড়া নাড়ি X((

১২ ই মে, ২০১৮ দুপুর ১:২০

মনিরা সুলতানা বলেছেন: আহা রে বড় বড় দেশে বড় বড় সমস্যা;
এখানে আপু এসব ব্যাপারে খুব সেন্সেটিভ লিফটে ও উঠাতে পারে না ককুর।একদম নোটিশ দেয়া কি কি করতে পারবে।

শুভ কামনা আপু।

২০| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নুর!!
আপনি একজন এক্টিভ এবং চমৎকার ব্লগার!! আপনার মন্তব্যগুলো ও সময় বেশ আন্তরিক হয়।আমার লেখায় আপনার ভালোলাগার প্রকাশ আমাকে মুগ্ধ করছে।

শুভ কামনা।


যখন কেউ আমার মন্তব্যের উত্তর দেয়- মনটা খূশিতে ভরে যায়।

১২ ই মে, ২০১৮ দুপুর ১:২২

মনিরা সুলতানা বলেছেন: ভালো থাকেন দেশি ভাই !!
শুভ কামনা :)

২১| ১২ ই মে, ২০১৮ দুপুর ১২:৩১

ধ্রুবক আলো বলেছেন: জীবনে রহস্য না থাকলে জীবন পানসে হয়ে যায়!

১২ ই মে, ২০১৮ দুপুর ১:২৩

মনিরা সুলতানা বলেছেন: হুম কিছু'টা তো বটেই;
শুভ কামনা ধ্রুবক আলো :)

২২| ১২ ই মে, ২০১৮ দুপুর ১:৫৭

পদ্মপুকুর বলেছেন: ব্লগে সৃষ্টিশীলতা দূরীভূত হচ্ছে বলে যে আক্ষেপ, তাকে সাময়িকভাবে বদলে দেয় এ ধরণের লেখা।
ভালো লাগলো। 'দ্য সলিটারি রিপার' নামে ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আমাদের পাঠ্য ছিল সম্ভবত ক্লাস নাইনে। এই লেখাটা পড়তে গিয়ে বারে বারে ওই কবিতা আর বিষণ্ন মেয়েটার কথা মনে আসছিল।

বাই দ্য ওয়ে, একটা কথপোকথনে চাঁদগাজী স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন- আমি কেমন লেখা লিখতে পছন্দ করি, উনি যদি এ লেখায় আসেন, তবে জানাচ্ছি, এই লেখার মত লেখাই আমি লিখতে পছন্দ করি।


ভালো থাকবেন, শুভ ব্লগিং।

১৩ ই মে, ২০১৮ দুপুর ২:২২

মনিরা সুলতানা বলেছেন: আমার আনন্দময় লেখালিখি'র বেশ দারুন এক প্রাপ্তি আপনার এ মন্তব্য!!!বিশেষ করে ব্লগে সৃষ্টিশীল লেখার উদাহারন হিসেবে নেয়া! লেখা পড়ে আমার নিজেও প্রিয় 'দ্য সলিটারি রিপার' কবিতায় নস্টালজিক হওয়া !!!
আপনার মন্তব্য যখন দেখছি, আমি তখন আমার ছেলে মেয়ে কে নিয়ে স্কুলে'রএক অনুষ্ঠানে যাচ্ছিলাম।আমার এত ভালো লেগেছে যে বাচ্চাদের কে পড়ে শোনালাম আপনার চমৎকার অভিব্যাক্ত'র প্রকাশ আর ওয়ার্ডসওয়ার্থের কবিতা।

গাজী ভাই প্রায়শই আমার লেখায় প্রথম মন্তব্যকারী হিসেবে থাকেন,কিন্তু এ লেখায় এখন উনাকে পাই নি;আশা করছি কোন এক অবসরে উনি অবশ্যই দেখবেন আপনার পছন্দের লেখার ধাঁচ।আপনার এত সুন্দর করে বলায় বেশ সম্মানিত বোধ করছি,বেশ আপনার সাথে আমার লেখালিখি'র ধাঁচেই একটা ব্লগিয় সম্পর্ক তৈরি হলো।


আপনার জন্যও অনেক অনেক ভালোথাকার শুভ কামনা।


২৩| ১২ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর পরিমার্জিত, গোছালো একটা সাবলিল লেখা।
খুব ভালো লাগলো লেখাটা।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:৫২

মনিরা সুলতানা বলেছেন: ফিরতি মন্তব্যে মুগ্ধতা ধ্রুবক আলো!
আপনার বিশেষণ গুলো প্রেরণা হয়ে থাক।

২৪| ১৩ ই মে, ২০১৮ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: কিছু কিছু না জানাই ভালো !!

১৩ ই মে, ২০১৮ রাত ৮:৩২

মনিরা সুলতানা বলেছেন: রহস্যময়তা মাঝে মাঝে আনন্দের!

২৫| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪১

মিরোরডডল বলেছেন: you are right
কিছু অজানা থাকা ভালো
রহস্য ভালো লাগে

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ডল!!!
লেখায় আপনার উপস্থিতি আমাকে আনন্দ দেয়।
শুভ কামনা।

২৬| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:০৭

মিথী_মারজান বলেছেন: ওয়াও আপুউউউ!!!
কি দারুন স্বপ্ন স্বপ্নমাখা কথা!
কিছু জিনিষ রহস্যঘেরা ম্যজিকের মত হলেই বেশি আপন লাগে।
ছুঁয়ে দিলেই চার্মটা নষ্ট হয়ে যায়।
অদেখা মানুষটার অচেনা সুরের মূর্ছনার মতই সুন্দর আপনার ভাবনার মাদকতা।

ভালোবাসা,ভালোবাসা... আপু।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৫

মনিরা সুলতানা বলেছেন: কি যে সুন্দর করে বল তুমি !!!!
বাহ !! মনে হচ্ছে আমার লেখার চেয়ে তোমার করা মন্তব্য সুন্দর বেশি!!!
ছুঁয়ে দিলেই চার্ম নষ্ট হয়ে যায়
চমৎকার!!!!

তোমার জন্য ও অনেক অনেক ভালোবাসা।

২৭| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩২

জাহিদ অনিক বলেছেন:



একটা নজরুল সংগীতের কথাই মনে আসছে-- সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে

যুগে যুগে কবিদের জন্যই বোধহয় কবিরা লিখে গেছেন। আমরা কেবলই পাঠক।
আপনার সেই অদেখা অজানা অজ্ঞাতকুলশীল পিয়ানো বাদকের জন্য শুভেচ্ছা রইলো।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫২

মনিরা সুলতানা বলেছেন: বাহ!!! চমৎকার গানের জন্য ধন্যবাদ জাহিদ

আচ্ছা!!!! কবিদের জন্য'ই কবি'রা লিখে গেছেন !!!!
তা কবি জাহিদ অনিক ও তাহলে কোন এক কবি'কে নিয়ে'ই লিখেন তার সব কবি'তা !!!!!
পাঠক কে নিয়ে নয় !!!

তুমি কবিরাজ পাঠক হলে আজ
আমি আজ কবি বটে ;)

২৮| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০৪

জাহিদ অনিক বলেছেন:

তা কবি জাহিদ অনিক ও তাহলে কোন এক কবি'কে নিয়ে'ই লিখেন তার সব কবি'তা !!!!!
পাঠক কে নিয়ে নয় !!!
- অবজেকশন। পাঠককে নিয়ে কিংবা কবি'কে নিয়ে কেউ লেখে না, তবে কেউ কেউ লেখে যাকে নৈবেদ্য বলে। কবি'কে নিয়ে লেখার কথা বলা হয়নি, বলতে চেয়েছি কবির জন্য লেখা হয়েছে। জন্য আর নিয়ে কি এক হলো বলেন !

যাকে নিয়ে লেখা হয় সে পড়ে না। যাকে নিয়ে লেখা হয় সে আরাধ্য।
যেমন আপনার এই লেখাটা আপনি যে পিয়ানোবাদককে নিয়ে লিখেছেন সে পড়তে পারবে না বলেই ধরে নিচ্ছি।



:-B :-B B-) :``>>

১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১৯

মনিরা সুলতানা বলেছেন: উপস !!!
তাই তো কথার মারপ্যাচ তাহলে ধরতে'ই পারি নাই ;)

আহা আহা মধু মধু যাকে নিয়ে লেখা হয় সে পড়ে না। যাকে নিয়ে লেখা হয় সে আরাধ্য

২৯| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: মনিরা তোমার লেখাটি পড়েছি বেশ আগেই । তোমার লেখাটির সাথে সামঞ্জস্যপুর্ন একটা চমৎকার ভিডিও দিতে চেয়েছিলাম । নানা জনের সাহায্য নিয়েও পারি নি দিতে । তাই লেখায় লেখায় বলতে আসলাম আজকাল তুমি যেন হাত খুলে লিখছো, ছোটখাটো ঘটনাগুলোকেও অসামান্য করে তুলছো :)
অনেক ভালোলাগা রইলো :)
+

১৭ ই মে, ২০১৮ রাত ১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: এত এত চমৎকার করেই যে তোমরা উৎসাহ দাও,আমার যে সে লেখায় তাই আনন্দে হাত একটু খুলছে মনে হয়।
অনেক ভালোবাসা আপু ,ভিডিও না পেলেও তোমার শুভ কামনা ভালোলাগা আর ভালোবাসা তো পেয়েছি।

৩০| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:২২

সামু পাগলা০০৭ বলেছেন: নিত্যদিনের অগোছালো ভাবনাগুলো এত বেশি ছন্দময় হতে পারে!? কি সুন্দর!
শুভেচ্ছা মনিরা আপু।

১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামু পাগলা ০০৭!
আপনার জন্য ও শুভ কামনা।

৩১| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার বুননীতে অসাধারণ গল্প গাঁথা!
ভালো না লেগে গত্যান্তর নাই।
শুভেচ্ছা জানাই তাই

১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার চমৎকার শুভাশিসে ধন্য হলাম নূরু ভাই!
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।

৩২| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৯

বৃতি বলেছেন: ভাল লাগলো লেখাটা, মনিরা'পু :)

২১ শে মে, ২০১৮ রাত ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: বৃতিমনি !!!!!
অনেকদিন পর পেলাম তোমাকে ব্লগে!!!
আশা করছি ভালো আছ!
ওণেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে এসে মন্তব্য করার জন্য।

৩৩| ২১ শে মে, ২০১৮ রাত ১:০৫

কাইকর বলেছেন: অতি সুন্দর লেখা।লেখার গাঁথুনি পাকাপোক্ত। বেশ লেগেছে। আমি নতুন ব্লগার ও ছোটখাটো একজন গল্পকার। সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।

২১ শে মে, ২০১৮ রাত ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে এবং আমার লেখায় স্বাগত আপনাকে কাইকর
মন্তব্যে আপনি বেশ প্রতিশ্রুতিশীল ব্লগারের ছাপ রেখে গেলেন !!!
লেখায় আপনাকে পেয়ে ভালোলাগলো;
সময় নিয়ে অবশ্যই আপনার লেখায় থাকব।
হ্যাপি ব্লগিং :)

৩৪| ২৫ শে মে, ২০১৮ সকাল ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানবতার দাবী নিয়ে প্রিয় ব্লগারের দুয়ারে এলাম।

কালকে ইফতারির আগে পোষ্টটা করেছিলাম! দ্রত্‌ই প্রথম পেইজ পেরিয়ে যাওয়ায় মনে হয় কম নজর পেয়েছে!
অথৈর জন্য মানবিকতার দাবীতে যাদের কাছে অধিকার আছে মনে করছি-
তাদের নজরে আনতে তাদের বাড়ী বাড়ী ঘুরছি! আশা করি মনে কষ্ট বা বিরক্তি নেবেন না!

অথৈ আজ থৈ হারিয়ে মৃত্যুর পাঞ্জায়- ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু অথৈ বাঁচতে চায়!

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৩২

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া;
মন খারাপ হয়ে গেলো,অনেক দোয়া অথৈ এর জন্য।

৩৫| ২৬ শে মে, ২০১৮ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:



আগেও পড়েছি, কিছু বলতে চাহিনী; আজকেও বলার কিছু খুঁজে পাচ্ছি না।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: পদ্ম পুকুর বলেছেন: ব্লগে সৃষ্টিশীলতা দূরীভূত হচ্ছে বলে যে আক্ষেপ, তাকে সাময়িকভাবে বদলে দেয় এ ধরণের লেখা।
ভালো লাগলো। 'দ্য সলিটারি রিপার' নামে ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আমাদের পাঠ্য ছিল সম্ভবত ক্লাস নাইনে। এই লেখাটা পড়তে গিয়ে বারে বারে ওই কবিতা আর বিষণ্ন মেয়েটার কথা মনে আসছিল।

বাই দ্য ওয়ে, একটা কথপোকথনে চাঁদগাজী স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন- আমি কেমন লেখা লিখতে পছন্দ করি, উনি যদি এ লেখায় আসেন, তবে জানাচ্ছি, এই লেখার মত লেখাই আমি লিখতে পছন্দ করি।

ধন্যবাদ ভাইয়া! আমার লেখায় পেলাম তাহলে আপনাকে,উপরের মন্তব্যটুকু আপনার জন্য ছিলো;আশা করছি পড়েছেন।


৩৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: খুব, খুব ভাল লাগলো- করুণাধারা এর মতই হয়তো আমাকেও বলতে হবে, কেন ভাল লেগেছে জানিনা, কিন্তু ভাল লেগেছে। + +
বাদ্যের মূর্ছনা পরিচিত, কিন্তু বাদক নয়। সুর ঝঙ্কারের সাথে কল্পনা করে নেয়া যায় বাদকের মুখাবয়ব, অভিব্যক্তি, অঙুলি সঞ্চালনের ছান্দিক গতি প্রকৃতি, ইত্যাদি আরো কত কিছুই তো!
আপনি ঠিকই বলেছেন (৮ নং এ)- "এ আমার যাপিত জীবনের কিছুক্ষণ একেবারেই সাধারন গল্প, বলেছিও সাধারন করেই" - এতটাই সাধারণ করে বলেছেন যে সবাইকে ঘোরের মধ্যে ফেলে দিয়েছেন, এমনকি চাঁদগাজী পর্যন্ত একেবারে পর্যুদস্ত হয়েছেন এবারে, সেটা তার কথাতেই বোঝা যায়- আগেও পড়েছি, কিছু বলতে চাহিনী; আজকেও বলার কিছু খুঁজে পাচ্ছি না:D
"গাজী ভাই প্রায়শই আমার লেখায় প্রথম মন্তব্যকারী হিসেবে থাকেন,কিন্তু এ লেখায় এখন উনাকে পাই নি;আশা করছি কোন এক অবসরে উনি অবশ্যই দেখবেন আপনার পছন্দের লেখার ধাঁচ" (২২ নং প্রতিমন্তব্য) - উল্লেখিত রহস্যঘেরা ঘোরের কারণেই উনি এবারে একেবারে শেষের দিকে এসেছেন। :)
শিখা রহমান, সামু পাগলা ০০৭, জুন, পদ্মপুকুর এবং মিথী মারজান এর মন্তব্যগুলোও ভাল লেগেছে।


২৮ শে মে, ২০১৮ রাত ১০:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হুম অনেক কথা গেলেন বলে কিছু না বলার ছলে!!!
সেটাই আমি তার সৃষ্টি কে চিনি সেটাইতেই তাকে ভেবে নিয়েছি।
হাহাহাহাহা কিছুই বলা যাচ্ছে না চাঁদগাজী ভাই ঠিক কখন কোণ এঙ্গেলে নিজের মনের ভাব প্রকাশ করেন ;)
উনার আপত নিরীহ মন্তব্য আমাকে ভাবাচ্ছে :P

আপনি যাদের নাম উল্লেখ করলেন নিঃসন্দেহে বলা যায় উনারা নিজেদের লেখা ছাড়া ও ব্লগে অন্যতম সেরা মন্তব্য কারীদের মাঝে আছেন।

৩৭| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: ৭০০ নং পাঠক হিসেবে এ পোস্টে ২০ নং ভাল লাগা + + রেখে গেলাম।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালোলাগা এবং ++ এর জন্য।
শুভ কামনা আপনার জন্য।

৩৮| ২৯ শে মে, ২০১৮ সকাল ৯:২১

অলিভিয়া আভা বলেছেন: কাউকে না দেখে, না শুনে শুধুমাত্র তার পিয়ানো বাজানো শুনেই যে এতটা সম্মোহিত হয়ে যাওয়া যায়। তাও আবার কাছে থেকে না শুনে, দূরে কেউ বাজাচ্ছে সেতা শুনেই। এই লেখাটা না পড়লে হয়ত সুরের যে সত্যিই অনেক ক্ষমতা সেতা টের পেতাম না।
অনেক অনেক ভালো লেগেছে লেখাটা। সেই পিয়ানো বাজানো মানুষটার জন্যও অনেক শুভ কামনা রইলো।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগতম অলিভিয়া আভা!
পাঠক হিসেবে আমার লেখায় আপনি নতুন কিন্তু চমৎকার মুল্যায়ন আমাকে আনন্দিত করল;
আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা।

৩৯| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: যে কারনে একটা পোষ্টও মিস করিনা সেই কারনটা বারবার সুন্দর একটা পোষ্ট দ্বারা পুর্ন হয়ে যায়। অনুভুতি আর তার উপলব্ধি দুটোই চমৎকার লাগলো।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

মনিরা সুলতানা বলেছেন: আপনি ছোট্টকথায় বেশ মন্তব্য করেন!!!
আপনার ভালোলাগার প্রকাশে কৃতজ্ঞতা।

শুভ কামনা।

৪০| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

অচেনা হৃদি বলেছেন: এ তো গেলো একজন গৃহিণীর মনের কথা । এবার একজন টিনএজ মেয়ের গল্প শুনুন, গল্পের চরিত্র ভিন্ন, কিন্তু কাহিনী খুব কাছাকাছি, মুদ্রার এপিঠ ওপিঠের মত ।

নিচের বাসায় কেউ একজন ছিল, হয়ত গিটারের তালে গান গাওয়া যার সখ । কিন্তু একই গান প্রতিদিন বেজে চলে । উপরের বাসায় বসে সেই মেয়েটা বিরক্ত হত । একঘেয়ে সুর তার প্রতিদিনের পাঠে যেন বিস্বাদ ঢেলে দিত ।
মেয়েটা ধীরে ধীরে অভ্যস্ত হয় সুরের প্রতি । গানের কথা তার ভালো লেগে যায় । সময়ের ফেরে মেয়েটার খুব দেখতে ইচ্ছে হয় কে এই বেসুরো গায়ক ।
তারপর একদিন হঠাত থেমে যায় গান । মেয়ে কান পেতে থাকে, কখন বাজবে আবার এই সুর, সুর আর বাজে না ।
মেয়েটার প্রতিদিনের পাঠ ঠিকমত চলতে চায় না । তার পাঠের নিত্য অনুষঙ্গ যে সুর, তা তো আর ছন্দ তোলে না ।
সুর অসুর, ভালোবাসা-ঘৃণা, সবই তো জীবনের রহস্যের মত । সব রহস্য ভেদ করে ফেলতে পারা প্রজন্মের একজন হয়েও মেয়েটা বোঝে না, সেই সুর তার জীবনে কেন এসেছিল, কেনই বা হঠাত দিগন্তে হারিয়ে গেছে !

০২ রা জুন, ২০১৮ রাত ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত হৃদি!

হুম এখানেই সময় আর অভিজ্ঞতার পার্থক্য;
সব রহস্য ভেদ করে ফেলা প্রজন্মের হয়ে ও আপনি বেসুরো গায়ক কে থেমে যাবার আগেই তার সুরে ভালোলাগার প্রকাশ করেন নি!!! আপনি তাহলে এদের চাইতে আলাদা ,আপনি কবি।

৪১| ০২ রা জুন, ২০১৮ রাত ১:৪৭

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

০৩ রা জুন, ২০১৮ রাত ২:২৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আপনাকে !!
অনেক অনেক শুভ কামনা :)

৪২| ০৩ রা জুন, ২০১৮ রাত ৩:৪৫

উদাস মাঝি বলেছেন: কিসব আবোল তাবোল লিখছেন, হুহ ? মাথা কি গেছে আপনার ?? :-&

আমার চাল দিলাম, এবার আপনি দিন ;)


বিদ্রঃ ক্যাচাল করতে ইচ্ছা করছিল, বড় আপাকে পেয়ে গেলাম ।
তাই এই সুযোগ আর হাতছাড়া করলাম নাহ :P

০৩ রা জুন, ২০১৮ রাত ৩:৫২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
ভালো আছেন আপনি !!!
অনেকদিন পর আমার লেখায় (হোক না ক্যাচালের জন্য) পেয়ে আনন্দিত।

৪৩| ০৩ রা জুন, ২০১৮ ভোর ৪:০০

উদাস মাঝি বলেছেন: এভাবে ক্যাচাল চলে নাকি !! X(

কেমন আছি বলবনা, আপনার কথাও শুনব শুনব না ! ( ফার্স্ট আক্রমন আমিই শুরু করলাম :P )

আপনি কেমন আছেন, বলতে চাইলে বলেন ! আমি কিন্ত শুনতে চাচ্ছিনা !! ( এটা সেকেন্ড আক্রমন :-P )

০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা এমনিতেই আপনি উদাস !!
এর উপর মাঝি !!!
ক্যাচাল করলে কপিলা পাইবেন কই !!! (বড় আপু'র চিন্তা আপনাকে নিয়ে )

ভালো থাইকেন।

৪৪| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৩

আখেনাটেন বলেছেন: গদ্য কবিতার মতো করে লিখেছেন। সুন্দর লেখা।

নানা বৈচিত্রের সমাজে বাস করলে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়েই যেতে হয়। সেই অভিজ্ঞতার কথা আপনি বলুন, আমরা শুনি।

ভালো থাকুন মনিরাপা।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৩০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আখেনাটেন!!
লেখায় ভালোলাগা প্রকাশের জন্য!মাঝে মাঝে লিখব,আপনারা ছোটখাট লেখা যত্ন নিয়ে পড়েন বলেই লিখব।

আপনার জন্য ও ভাল থাকার শুভ কামনা।

৪৫| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিছু অজানা চিরকালই অমূল্যতা পায়। অলস সময়ে পাওয়া সেই সুরের স্রষ্টাও নাহয় রইল অজানা। লেখনীতে ভালোলাগা ++++

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মনিরা সুলতানা বলেছেন: এত্তগুলো +++++ !!!!
অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সহ ভাইয়া;
আমার লেখায় আপনার ভালোলাগার প্রকাশের জন্য।

অনেক অনেক ভালো থাকুন ।

৪৬| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:০৫

ডঃ এম এ আলী বলেছেন: অসুস্থতার মাঝে ব্লগে ফিরে চমৎকার এক টুকরো লেখা পেলাম। লেখাটি পাঠান্তে প্রথমেই শায়মাপুর তুমি কেমন করে গান করো হে গুণী কথামালার সাথে সহমত । প্রতুত্তরে লেখকের জানার বিলাসীতা না থাকলেও আমরা কেবল শুনি , বক্তব্যের সাথে পুরাপুরি একমত হতে পারলামনা, কেননা দেখা গেল শুধু কেবল শুনাই নয় বরং কত চমৎকার শব্দমালা ও বর্ণনার ছটায় শুনা সাধারণ ঘটনাগুলিকে গল্পাকারে অসাধারণ করে তোলা হয়েছে । মনে হলো একজন অপরিচিতার অদৃশ্য আশির্বাদে পরিপূর্ণ হয়ে উঠেছে অদেখা এক পিয়ানো বাধকের সাধনার জীবন। সুরের লহরীতে পিয়ানো বাদক খুব কাছের কেহ না হয়েও সহজাতভাবে বেশ নিকটের হয়ে গেল লেখকের মত আমাদের কাছেও , যদিউ তাতে বেশ কিছু রহস্য রয়ে গেছে । তবে একথা ঠিক , রহস্যময়তাইতো লেখকের মত পাঠকের কাছেও বেশি প্রীয়। রহ্স্যময়তার বৃত্ত ভেঙ্গে অম্তর দিয়ে নিত্যকার সুরের আবহে বাদক কে চিনে নিতে বেগ পেতে হয়নি । তারপরেও কিছুটা রহস্য না থাকলে জীবন অনেকটাই যে ম্লান অনুভুত হয় তাও কিন্তু লেখক ভুলেননি বলেই দেখা যায় । অজানা রহস্যময়তাটাই প্রকারান্তরে নিজের আনন্দ জগতে পরিভ্রমন করে আনন্দিত হয়। এটাও সত্য যে সব রহস্য ভেদ করা বা সব জেনে ফেলার চেয়ে আধো রহস্যময় বিষয়াবলী নিয়ে স্বপ্ন আঁকাকেই অনেকে বেশী ভালোবাসে, এ ধারনাটিরও সুন্দর বহিপ্রকাশ দেখা যায় লেখাটিতে । অবশ্য সময়ের সাথে পরিবর্তিত পৃথিবীতে সকলকে তাল মিলিয়ে চলতে হচ্ছে । রহস্যকে জয় করার চেষ্টা এ প্রজন্মের মধ্যে থাকা খুবই স্বাভাবিক , রহস্যের বৃত্তকে ভেদ করার চেষ্টা মানুষের সহজাত প্রবৃতি, তবে অনেক ক্ষেত্রে কিছু কিছু রহস্য থাকাটাই বেশী ভালো লাগে বৈকি । সে দৃষ্টিকোন হতেও লেখাটি স্বার্থক ।

উল্লেখ্য রহস্যময়তার কারণেই লেখাটা মনের মধ্যে একটি ঘোর তৈরী করে। সবকিছু জেনে ফেলা অনেকের কাছে তেমন পছন্দনীয় নয় , তারপরেও সকলেরই কিছু না কিছু প্রাইভেছি আছে । কারো মনের সব কথা জেনে ফেললে কল্পনার জগতের কি হবে ? সর্বোপরি মানুষের মননশীলতার গহীনে থাকা সাধারণ ব্যাপারগুলোকে খুব সুন্দর করে বলায় লেখাটি অপুর্ব হয়ে ওঠেছে । যদিও অজানা - অধরা বিষয়ে মানুষ সহজাত ভাবে'ই কৌতূহলী হয়, আর সেই কৌতূহল কে কল্পনায় রাঙিয়ে রঙিন করে রহস্যটুকু হৃদয়ে জমা রেখে নীজে নীজে আনন্দ পাওয়ার সুযোগটা কে্ই বা হাতছাড়া করতে চায় ? তাইতো কিছু জিনিস রহস্যময়তার মোড়কে আবৃত থাকাটাই সে হিসাবে ভালো , সেটা খুলে ফেললে অনুভূতিতে বিরূপ টান পরতে পারে , ভাল লাগাটুকু মিলিয়ে যেতে পারে , বেশী জানার কৌতুহলের ঝড়ে ।

রহস্য যাই থাকুক না কেন অদৃশ্য পিয়ানোবাদকের ক্রমবিবর্তনটাওতো দেখা গেল এই অবসরে , একজন অজানা অচেনা সাধারণ নবীশ থেকে সার্থক সুর-সৃস্টিকারী হিসাবে প্রকাশমান হওয়ার দৃশ্যাবলী ধরা পড়ল সুন্দর লেখার অাবহে . সেই কি কম কিসে , লেখার স্বার্থকতাতো এখানেও প্রকাশমান । লেখাটি পাঠে একজন সুর সাধকের বেড়ে উঠার তথা ক্রমবিবর্তন এর সঙ্গী হতে পারা সেও তো অনেক আনন্দের বিষয়, পাঠে মনে প্রাণে শিহরণ জাগে । নিত্যদিনের অগোছালো ভাবনাগুলো কত যে ছন্দময় হতে পারে তা দেখা গেল লেখাটির পরতে পরতে । একটি যাপিত জীবনের কিছু ঘটনা একেবারেই সাধারন মনে হলেও বর্ণনার ছটায় সেটি যে একটি অসাধারণ গল্পে পরিনত হতে পারে , লেখাটি তার একটি সুন্দর উদাহরণ ।

তাইতো ব্লগে সৃষ্টিশীল লেখার উদাহারন হিসেবে সহব্লগারের মন্তব্যের সাথে সহমত । শ্রদ্ধেয় লেখক খায়রুল আহসানের সুন্দর মন্তব্য নিত্যদিনের অগোছালো ভাবনাগুলো এত বেশি ছন্দময় হতে পারে । বাদ্যের মূর্ছনা পরিচিত, কিন্তু বাদক নয়। সুর ঝঙ্কারের সাথে কল্পনা করে নেয়া যায় বাদকের মুখাবয়ব, অভিব্যক্তি, অঙুলি সঞ্চালনের ছান্দিক গতি প্রকৃতি, ইত্যাদি আরো কত কিছুই তো, এর পরে এই লেখাটির বিয়য়ে আর কিছু বলার জায়গা আছে বলে মনে হয়না । এই অল্প কথাটিতেই লেখাটির পুর্ণতা ফুটে উঠেছে ।

সৃস্টিশীল লেখাটির জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল ।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে আনন্দিত ভাইয়া!!!
আশা করছি ভালো আছেন!সুস্থ্য আছেন!

আপনার অসাধারন মন্তব্য নিয়ে আর কি বলবো আমি!!! প্রায়শই আমার লেখার চাইতে সুন্দর হয় আপনার মন্তব্য,এবং আমার লেখার পূর্ণভাব তাতে তোলা থাকে।ধন্যবাদ আলী ভাই আমার লেখার সাথে থেকে উৎসাহিত করার জন্য।

শুভ কামনা অনিঃশেষ !!

৪৭| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: ৪৬ নং মন্তব্যে ডঃ এম এ আলী আমার নামোল্লেখ করে, আমার মন্তব্য থেকে উদ্ধৃতি দিয়ে, আমাকে সম্মানিত করলেন, এজন্য তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
৪০ নং মন্তব্যে অচেনা হৃদি এর গল্পটাও ভাল লেগেছে।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫১

মনিরা সুলতানা বলেছেন: ফিরতি মন্তব্যে ধন্যবাদ আহসান ভাই!
আপনাদের দু'জনের জন্য'ই শুভেচ্ছা।

৪৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭

রাকু হাসান বলেছেন:

:) আসলে কবিতার মানুষ । যা বলে তাই কবিতার মত লাগে । ;) মনে হচ্ছে সকল কথায় কবিতা কবিতা ভাব চলে আসে । এ লেখাগুলো অনেক সুন্দর করে লিখলে তুমি আপু 8-| । পড়েই একটি ভালোলাগা কাজ করছে । মন্তব্যও পড়লাম । সব মিলিয়ে দারুণ লাগলো । :-B । কোথায় ছিলাম ,আগেও তো পড়তে পারতাম এসে । :(

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আহারে ভাই আমার !!
এত মুগ্ধতা কই রাখো ?
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ অতটাই মনরাখা মনছোঁয়া মন্তব্যের জন্য।

৪৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৭

মাধুকরী মৃণ্ময় বলেছেন: আহলাদি চাদের জোস্নার মতো ঢলে পড়ে কানে। কি সুন্দর লাইন !

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫০

মনিরা সুলতানা বলেছেন: আমার শুভাশিস নিন মাধুকরী মৃন্ময় !
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিলম্ব মন্তব্য উত্তরের জন্য; আশা করছি ভালো আছেন। আমার এত আগের একটি লেখায় আপনার ভালোলাগার প্রকাশ আমাকে মুগ্ধ করলো। সাথে থাকার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.