নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

গানের খাতার ভাঁজ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬




যেদিন সঙ্গীত একডেমি তে আর আসবি না বলে হারমোনিয়াম টা ঠেলে দিয়ে আমার থেকে দূরে সরেগেলি !
তোর গানের খাতা টা আমার হাতেই ধরা ছিল বাসু।
সপ্তাহে দুই দিন গানের ক্লাসে এসে দূর থেকে আমার হাতে খাতা'টা ছুড়ে দিয়ে, ওস্তাদ আসার আগের সময়টুকু মাঠে ক্রিকেট খেলতি ।আমার পাশে, অবধারিত ভাবে তুই। ততক্ষণ আমি ডুবতাম তোর খাতার ভাজে, শব্দে শব্দে আর নীলফুল রংছবি'তে।



এমন সব শারদ সন্ধ্যায় ঝুপকরে নেমে আসা অন্ধকার কেটে কেটে বাড়ি ফিরতাম দু'জনে, কী যে তুমুল সুবাস দিত বনসোহাগী হাজার গোলাপ! তোর আমার অগোছালো উচ্ছ্বাস, আর নতুন সারগম শেখার স্বপ্নগুলো পায়ে পায়ে ভিজত বছরের প্রথম সান্ধ্য শিশিরে।
ঘুরপথে গেলে শুরুতে আমি ফিরতাম ঘরে, তাই সোজাপথ টা তুই কখখন নিতে চাইতি না। অথচ আমার আগ্রহ ছিল কাকীমা'র নাড়ু সন্দেশে, ধুপধুনো চন্দনে।


কি সুন্দর রেওয়াজ করতি তুই -
আমি একদিন "বেনুকার সূর " হারমোনিয়ামে ভুল তুলেছিলাম বলে জোরে আমার হাত মুচরে দিয়ে বলেছিল , আর একবার ভুলে গেলে আঙুল ভেঙ্গে দিবি। আমি তোর বড়দা কে বলে দিব বলে ভয় দেখিয়ে ও চুপ করেই ছিলাম;
তখন ও জানতাম আমাদের দুজনের কিছু কথা শুধু আমাদের ই ।


আমার সকালে উঠে মাসজিদে কোরআন শিখতে যাওয়া , এসে সারগম এর রেওয়াজ , স্কুলের দুই বেণী র সাথে সখ্যতা , বিকেলে গোল্লাছুট বউচি খেলা অথবা ছুটির দুপুরে সুনসান নিশ্চুপ নীরবতায় কাঁচাআম লবণের জুটি ;
আর সব কিছুর মতই সহজ ছিলি তুই ।


এখন আমি যত্নে ঘোমটা রাখি আর তোর বউ সিঁথি রাঙায় লাল সিঁদুরে;
ধূতি পাঞ্জাবীর বাসুদেব বন্দ্যোপাধ্যায় যে একজন সুলতানার পাশা পাশি হাত ধরে চলতে পারে না সেটা বোঝার আগেই আমরা ভালো ছিলাম ।

এই ফেসবুকের যুগে তোর স্ট্যাটাস আপডেট গুলি আমি আর আঙুলে স্পর্শ করতে পারি না, গানের খাতার লেখার মত, শুকিয়ে যাওয়া ফুলের মত। নাকের কাছে এনে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না পুরনো সময়ের।

এখন ও আমার শৈশবের ফুল চুরি, আর গলা সাধা তোর গানের খাতার ভাঁজে' ই রয়ে গেলো রে।


https://fineartamerica.com/shop/greeting+cards/pressed+flowers

মন্তব্য ৮১ টি রেটিং +২১/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুধু এক কথায় বলব- অসাধারণ। একাত্ম হয়ে গিয়েছিলাম লেখার সাথে।

নিষ্ঠুর সমাজ ব্যবস্থা আমাদের ভেঙে দেয়, মাঝখানে দেয়াল তোলে, জোড়া লাগতে দেয় না।


অবুঝ মন, একটা বিখ্যাত ছবির কথা মনে পড়লো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: শুরুতেই আপনার মত একজন দারুণ লেখকের মন্তব্য পেয়ে আনন্দিত ভাইয়া !
এত সুন্দর করে ভালোলাগার প্রকাশ ও অনন্য !!
আপনার কোথায় অসাধারণ আমার লেখাকে নিয়ে গেল অন্য এক উচ্চতায়!!
সমাজ ব্যবস্থা যখন সমাজপতিদের সুবিধামত বদলায় তখন সেটা নিষ্ঠুর হতে বাধ্য :(

অবুঝমন ছবি'টা দেখা হয় নি, আশা করছি দেখে ফেলবো।


অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইয়া, আমার লেখার সাথে থাকবার জন্য।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



"অনেকদিন হাঁটা হয়নি খালি পায়ে সমুদ্রের তীরে,
ঘোরা হয়নি মধ্য রাতে নীরব কোন অচেনা শহরে।
দিন দিন ব্যস্ততা বাড়ছে, স্বপ্নগুলোকে দিচ্ছে ঢেকে।
আমার এখন দিন কাটে পুরনো সব স্মৃতি ঘেঁটে।"

আপা, দারুন ছন্দময় অনুভূতির অনুভব; খুব সুন্দর হয়েছে৷+++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ! দারুণ লিখেছেন তো !!!
ছন্দময়তায় ভালোলাগা প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ।


অনেক অনেক শুভকামনা ভালোথাকবেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৪

ওমেরা বলেছেন: আমাদের বাসার পাশে এটা হিন্দু বাসা ছিল উনারা উনাদের পূজার নাড়ু সন্দেশ আমাদের দিতেন মজা করেই তো খেতাম ।
লিখা খুব ভাল লেগেছে আপুনি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: আমাদের দেশ তো সবসময়'ই এ ধরনের সম্প্রীতি লক্ষ করা যায়।
তোমার ভালোলাগা আমাকে আনন্দ দেয়।

অনেক ভালোথেকো , শুভেচ্ছা :)

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১০

পদাতিক চৌধুরি বলেছেন: অপূর্ব! অপূর্ব! আপু অনুভূতিগুলি কী করে এত জীবন্ত করে তোলেন, রসায়নটা প্লীজ একটু বলুননা। হৃদয়ের ছন্দের ছন্দপতন থাকনা গুছিয়ে তোলা গানের খাতার ভাজে ভাজে। ++


বিনম্র শ্রদ্ধা ও অফুরান শুভকামনা প্রিয়আপুকে।



১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

মনিরা সুলতানা বলেছেন: সুপ্রভাত চৌধুরি ভাই !
আপনার উচ্ছ্বসিত প্রশংসা মন ছোঁয়া বেশ।
হৃদয়ের ছন্দ গুলোর পতন কার কারো রয়ে যায় বই এর ভাঁজে , কারো বা কবিতার , কেউ কেউ রাখে গানের খাতায় আবার কারো টা থাকে জীবনের পড়তে পড়তে।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

মলাসইলমুইনা বলেছেন: পরপর তিনবার পড়লাম ...আবারো পড়তে ইচ্ছে করছে ! সেই কত চেনা, কত বার শোনা কাহিনীর মতোই একটা কাহিনী কি যে মায়াময় করে বললেন ! প্রত্যেকটা লাইন পড়তে পড়তেই ভালোলাগাগুলো না থামা শিশিরের মতো যেন ঝরে পড়লো মনের কোনায় কোনায় I সেই ভালোলাগার শিশিরে ভেজা আপনার এই মায়াবতী লেখা অনেক অনেক ভালোলাগা নিয়ে পড়লাম I মার্ভেলাস !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

মনিরা সুলতানা বলেছেন: কথাটা খুব সত্যি !!
খুব চেনা ,বহুবার পঠিত , চিত্রায়িত ,লিখিত তো বটেই ; বেশ কমন টপিক এটা। কমন বলেই পাশেই কারো জীবনের ঘটনা ও।
ভাইয়া আপনি সব সময় কিছু মানুষের জন্য অসাধারণ মুগ্ধ হবার ক্ষমতা রাখেন , এবং সেই মুগ্ধতার প্রকাশ ও অপরূপ মায়া নিয়ে করেন। আপনার এই ঈশ্বর প্রদত্ত ক্ষমতা কে শ্রদ্ধা !!

অনেক অনেক ভালো থাকার শুভ কামনা :)

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: মন বিষন্ন করে দেওয়া পোষ্ট।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! আপনি পড়েছেন এবং বিষণ্ণতায় ডুবেছেন !!
অনেক ধন্যবাদ নুর ভাই ।

শুভ কামনা !

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

সনেট কবি বলেছেন: বেশ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ লেখার সাথে থাকার জন্য।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

সনেট কবি বলেছেন: আপনার পোষ্ট পড়ে আপনাকে নিয়ে একটা সনেট লিখে একটা পোষ্ট দিলাম। সময় পেলে পড়ে দেখবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব কথামালায় , নিজেকে দেখতে পেয়ে আমি আনন্দিত সনেট কবি
শুভেচ্ছা নিন !

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

বাকপ্রবাস বলেছেন: মনোমুগ্ধকর

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: বাকপ্রবাসে !

আপনার ছোট্ট করে প্রশংসা, লেখার জন্য অনুপ্রেরণা।

ভালোথাকার শুভ কামনা আপনার জন্য।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

ইব্‌রাহীম আই কে বলেছেন: মনে হচ্ছে বাস্তবতাকে প্রতিনিধিত্ব করছে আপনার এই লেখাটা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: সে একরকম বলতে পারেন , আসে পাশে এমন ঘটানার সাক্ষী আমরা অনেকেই।

আমার লেখায় আপনাকে স্বাগত ইব্রাহীম আই কে !
আশা করছি লেখাটি আপনার ভালোলেগেছে।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একরাশ মুগ্ধতা, অসাধারণ!!!!

গল্পটা পড়ে একটা গানের কলিই মনে পড়ল, "অনেক কথা যাও যে বলে কিছুই না বলে"। গল্পটাও ঠিক ঐ ঘরণার। অল্প পরিসরে কতগুলো অধ্যায় বলে যাওয়া... +++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

মনিরা সুলতানা বলেছেন: থ্যাংকস গড ভাইয়া ভাই , গানের কথা অনুসারে আমার ভাষা বোঝার আশা জলাঞ্জলি দেন নাই ;)

আপনাকে নিয়মিত হতে দেখে ভালোলাগছে :) সাথে আপনার উচ্ছ্বসিত ভালোলাগার প্রকাশ ও।
ব্লগে লেখার আনন্দ সবসময় প্রিয় ব্লগারদের মন্তব্যে পূর্ণ হয় ; আপনি অন্যতম একজন।

অনেক ধন্যবাদ আপনার চমৎকার ভালোলাগার প্রকাশের জন্য।
শুভ কামনা ভাইয়া।



১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

উম্মে সায়মা বলেছেন: অসাধারণ গদ্যকাব্য মনি আপু :)
কত কম কথায় এত সুন্দর একটা গল্প ফুটিয়ে তুললেন৷
অনেক অনেক অনে.....ক ভালোলাগা +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

মনিরা সুলতানা বলেছেন: এত সুন্দর করে বলো বলেই না -
মাঝে মাঝে লিখতে সাহস করি ; তোমাদের আমার প্রতি আমার লেখার প্রতি ভালোবাসা , আমাকে মুগ্ধ করে সমৃদ্ধ করে , সম্পূর্ন করে।

ভালোবাসা নিও মেয়ে ।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ঢাবিয়ান বলেছেন: কিছু লেখা পড়লে , ভাল লাগার একটা আবেশ ছড়িয়ে পড়ে মনে। এই লেখাটিও তেমন একটি লেখা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আবেশিত অনুভবে ভালোলাগা রাখলাম ঢাবিয়ান !
আশা করছি আমার লেখার সাথে দারুন কিছু সময় কেটেছে আপনার।


শুভ কামনা।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! খুবই চমৎকার লেখা। আপনি যে ভালো গল্প কবিতার পাশাপাশি গানও গাইতে জানেন- সেটা তো জানা ছিল না।
অসম্ভব সুন্দর ও নান্দনিক একটা লেখা পড়ালাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

মনিরা সুলতানা বলেছেন: জনাব বছরের সেরা কবি ,
লেখকের সকল লেখাই , তাহার ব্যক্তিগত নহে ...


প্রশংসায় আপ্লুত হলাম :) :) :)
ধন্যবাদ ধন্যবাদ ।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:




হৃদয় ছুঁয়ে যাওয়া দারুণ শৈশব স্মৃতিচারণ। 8-|

কখখন, কখনো হবে যে মনে হয়। দ্বিতীয় স্তবকে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ও প্রিশু নিন স্রান্জি ভাই !
এই ভাবে কখনো না আমার ইচ্ছাকৃত ; একটু আল্হাদ করে লেখা বলতে পারেন :)

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: পুরানো সেই দিনের কথা
ভুলবি কী রে হায়,
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়?
আয় আর একটিবার আয় রে সখা
প্রাণের মাঝে আয়,
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

মনিরা সুলতানা বলেছেন: খুব প্রিয় একটা গানের কিছু কথা লিখলেন !!!
অনেক ধন্যবাদ সাধু পাঠে এবং মন্তব্যে ।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

তারেক ফাহিম বলেছেন: শৈশব স্মৃতি আমার কাছে মধুর লাগে। হোক সেটা কষ্টের।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

মনিরা সুলতানা বলেছেন: স্মৃতি চারণ সব সময় ই মধুর !!
শৈশব ও তেমন ই ;

অনেক ধন্যবাদ তারিক ফাহিম !

শুভ কামনা।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হৃদয় ছোঁয়া লিখা, অনেক ভাল লাগলো আপু ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই ;
আপনার ভালোলেগেছে সেও দারুণ ব্যাপার!!!
ভালোথাকার শুভ কামনা।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: হৃদয়স্পর্শী লেখা। নিমগ্ন হয়ে গেছিলাম লেখার মাঝে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে ...
নি:সন্দেহে আপনি একজন দারুন পাঠক ; যে কোন লেখকের জন্য আনন্দের!!
শুভ কামনা আপনার জন্য ।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর স্মৃতিচারণ করে গেছেন আপু, ভালো লাগলো পড়ে।

শুভকামনা জানবেন সবসময়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

মনিরা সুলতানা বলেছেন: সমসময়ের মত লেখায় তোমার উপস্হিতি অনেক ভালো লাগলো নয়ন !
আশা করছি ভালো আছো !
শুভ কামনা সতত ।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

শিখা রহমান বলেছেন: নীরা তোমার এই লেখাটা অদ্ভুত সুন্দর হয়েছে। লেখার প্রতিটা লাইনে মায়া জড়িয়ে আছে। প্রতিটা শব্দের গভীরতা অতল। মন বিষণ্ণ হলেও বার বার পড়তে ইচ্ছে করে। যে লেখা বিষন্নতাকে ভালোবাসতে শেখায় সে লেখা অসাধারণ অবশ্যই।

খুব অল্প কথায় বিশাল পটভূমির গল্প বলায় তোমার দক্ষতা মুগ্ধ করে সবসময়েই। প্রিয়তে নিলাম।

ভালো থেকো। ভালোবাসায় থেকো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: বিষণ্ণতায় নেশাতুর এক আবেশ থাকে , হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে গেলে ভালোবাসতে জানতে হয়;

এ যেন অনেকটাই স্বপ্ন পূরণের মত !!!!
তুমি হয়ত জানো না , তুমি আমার কত্তা প্রিয় একজন লেখক !!!
তোমার ভালোলাগার কিছু লিখতে পেরেছি এ আনন্দ আমার, অনেক ধূসর মুহূর্তের রঙধনু হয়ে রইলো।


ভালোলাগা ভালোলাগা আর ভালোবাসা।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

মিথী_মারজান বলেছেন: জীবন গানের স্বরলিপিগুলো এভাবেই বেশিরভাগ সময় জীবন খাতার ছিন্ন পাতায় পরে থাকে মনেহয় আপু।
তবে বাসুদেবের গানের খাতার ভাঁজে লুকোনো স্বরলিপিতে আজ আপনি খুব সুন্দর করে গান গাইলেন।
আমি ঠিক কতটা সুন্দর বললে যে সঠিক মূল্যায়ন হবে লেখাটার বুঝতে পারছিনা! :)



১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখা লিখির সবচাইতে বড় আনন্দ আর পাওয়া হচ্ছে তোমাদের মত সোনালী হৃদয়ের এ সময়ের দারুণ কিছু লেখকের ভালোবাসা !!! অল্প কিছু লিখে অতখানি ভালোবাসা পাওয়া !! নিজেকে সব সময় ভাগ্যবান মনে হয়।

ভালোবাসা নিও মিথীমনি।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: আপু, কেন হয় এমন !!! ধর্ম এসে........এ নিয়ে আমার অল্প গল্প এক ছিল

এক।

লেখা হৃদয় ছুঁয়ে গেল। +।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখা'টা পড়ে এলাম ; অসাধারণ লেখনী !!! অল্প কিছু কথায় যে হাহাকার ফুটিয়েছেন !! অনবদ্য এক কথায় !!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লেখায় অতখানি দরদী মন্তব্যের জন্য।

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০১

রাকু হাসান বলেছেন: আমি নিজের উপর অনেক রাগ হচ্ছে । ভালো ভালো লেখাগুলো আগে পড়া হচ্ছে না :(
কাব্য অসাধারণ । লেখক যেন নিজের অনুভূতি গুলো নিজ হাতে পাঠকের মগজে গেঁথে দিয়েছে ,এবং তারপর পাঠকের প্রত্যক শিরা উপ-শিরায় যাতায়াত করছে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: প্রশংসায় অনুপ্রাণিত হলাম রাকু হাসান
চমৎকার ভালোলাগার প্রকাশ ,আমাকে মুগ্ধ করেছে ; অনেক অনেক ধন্যবাদ !
আপনি দারুণ একজন পাঠক!!! লেখক ও বটে।

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

জুন বলেছেন: আনলাকি তেরো নম্বর ভালোলাগাটা দিতে চাইনি মনিরা । কিন্ত উপায় ছিলনা এমন কবিতায় ভালোলাগা ক্লিক না করে। গানের খাতায় স্বরলিপি না লিখলেও গানের বানীগুলো লেখা এক নেশার মত ছিল একদিন । সেটাই গুনগুনিয়ে গাইতে চেষ্টা করতাম এক আধদিন খালি বাসায়। এখন ইউটিউবে যখন তখন গান শুনতে পেলেও সেদিনের সেই প্রতীক্ষাটুকুই মনে হয় অনেক আরাধ্য ছিল।
বাসুদেবের সাথে বেনী দোলানো মনিরাকে যেন সামনেই দেখতে পাচ্ছি সাবলীল লেখনীর গুনে :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: জুন আপু
তোমার শুভ কামনায় সব কিছুই আমার জন্য লাকি :)
তোমার চমৎকার নেশার গল্প শুনলাম, বেঁচে থাক এমন সব আবেশ !!!

এত সুন্দর করে প্রশংসা কর সব সময় মন ভালো যায়।
ভালোবাসা আপু।

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

অন্তরন্তর বলেছেন: প্রতিটা লাইন কোট করার মত। কিছু বলার নেই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !!!
শুভ কামনা।

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল আপু।+++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোস্তাফা সোহেল !
আশা করছি ভালো আছেন ! শুভ কামনা আপনার জন্য।

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: এমন লিখা পড়লে সহস্র স্মৃতি চোখের পাতায় টুপটাপ করে। অনবদ্য।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্যে ও আপনি অনন্য !!!
অনেক অনেক শুভ কামনা।

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



প্রশংসার খাতার ভাঁজ খুলে দেখি আমার জন্যে কিছু পড়ে নেই । আমার আগেই প্রশংসাসূচক সব বিশেষণ মন্তব্যে ঠেসে দিয়েছেন পাঠকেরা ।
তবুও বলি - অপূর্ব...অকল্পনীয়...অসাধারণ ...!

বাসুদেবের গানের খাতায় থাকা স্বরলিপির ঝংকারের মতো অনবদ্য একটি মুক্ত গদ্য ঝংকৃত হয়েছে লেখায়। সে ঝংকারে সবচেয়ে নিদারূন বিলাপী সুরটি তুলেছেন এখানে ------ এখন আমি যত্নে ঘোমটা রাখি আর তোর বউ সিঁথি রাঙায় লাল সিঁদুরে ।
কেন যে মানুষে মানুষে সম্পর্কের মাঝে কাঁটাতারের বেড়া ওঠে , কে জানে !!!!!!!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

মনিরা সুলতানা বলেছেন: খুব খুব ভালো লাগছে !!
আগের লেখায় আপনার মন্তব্য ধরে, কিছুটা শুধরে নিয়েছি এ লেখায় ।
আপনার উচ্ছ্বিসিত প্রশংসা মন ভালো করে দিলো :) :) :)

লেখার সাথে থেকে পরিশিলিত হবার সুযোগ দেবার জন্য কৃতজ্ঞতা !!

শুভ কামনা ভাইয়া ।

৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

ভুয়া মফিজ বলেছেন: অতি উচ্চমানের লেখা।
অসম্ভব ভালোবাসা পরিনতি লাভ করে খুব কমই। কারন, বাস্তবতা অামাদের বাধ্য করে বাস্তবিক হতে! :(

লেখাটা পড়ে ইচ্ছা করছে আবার নতুন করে জীবন শুরু করি! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জনাব !!
চমৎকার মন্তব্যে মন ভালো হয়ে গেলো, মোগাব্বো খুশ হুয়ি :)

হুম বাস্তবতা আর সামাজিক নিয়ম নীতি আমাদের কে বেঁধে ফেলে।


নতুন করে জীবন শুরু' র ক্রেডিট দিতে ভুলবেন না কিন্তু :)

৩১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: স্মৃতিময় কথাগুলো খুবই ভালো লাগল। ধন্যবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ !
পাঠে এবং মন্তব্যের জন্য।

৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন:
আমার মনে পরে, আমার প্রথম এক্সফ্রেন্ড ছিল বাঙালি, নাম ছিল স্বপ্না। অনেকদিন চলল আমাদের বন্ধু সুলভ ব্যবহার। একে একে জানতে পারলাম সে ধর্মে হিন্দু না। এটা জানার পর শুরু হল নতুন পথচলা। তারপর....



হু এমন অনেক প্রিয়জন আমাদের আত্মার সাথে লেগে থাকে, সে ধর্মে কী সেটা মূখ্য না,তবে অনেকসময় এটাই হয়ে যায় মুখ্য।

আপুনি, এটা কি কোন কবির কবিতা অনুসরণে এমন হল?
কবিতা কিন্তু ভাল লাগছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

মনিরা সুলতানা বলেছেন: সৈয়দ ইসলাম ভাই !
আপনার মন্তব্যে মনে হচ্ছে আমি আপনি দেশে থাকেন না-
আমাদের দেশে তো চমৎকার সহ অবস্থান , বন্ধুত্ব পারিবারিক যোগাযোগ দারুণ ভাবে চলে এসছে , প্রিয়জন হয়ে আমাদের আত্মার সাথী হয়েও। কিন্তু ঐ যে বললেন অনেক সময় এটাই মুখ্য হয়ে দাড়ায় !!!! হুম খুব সত্যি এটাই।


না তো ভাইয়া!!! কোন কবির কবিতা অনুসরণে কবিতা নয় ;
আমি পরিচিত ঘটনা মুক্ত গদ্যে সাজিয়েছি।
আচ্ছা কবিতা হিসেবে যদি আপনার ভালো লেগে থাকে সেও এক পরম পাওয়া !!!!

অনেক ধন্যবাদ লেখায় ভালোলাগার চমৎকার অনবদ্য প্রকাশের জন্য।

৩৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

আখেনাটেন বলেছেন: চমৎকার। চমৎকার।

সুলতানও তো বাসুদেবীকে ধরতে পারে নি। দিব্বি সিঁদুর টিঁদুর মেখে ঘর-সংসার করে খাচ্ছে দেবী আমার। |-)

আবার আমার বেস্টফ্রেন্ড বাসুদেবের ছোটভাই রাসুদেব যখন কান্নায় ভেঙে পড়ে আমাকে বলে সুলতানাকে আর পাওয়া হল না তখন আমিও তাকে কোনো সান্ত্বনা দিতে পারি নি। সেই কষ্টে বেচারা এখনও...। :((

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

মনিরা সুলতানা বলেছেন:

আহারে রাসুদেব !!! বেচারা ই রয়ে গেলো !!

আসলে আপনি এমন অনেক বাসুদেব /বাসুদেবী , সুলতান /সুলতানীর গল্প বলতে পারবেন ; মাঝে কিছু রাসুদব রা রয়ে যায় :(
সামাজিক যাঁতাকলে পিস্ট উদহারন হয়ে।

ধন্যবাদ আখেনাটেন চমৎকার মন্তব্যের জন্য।

৩৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

সৈয়দ ইসলাম বলেছেন:
ও, আমি পড়েছি ভাই কবিতার মত, এটাই আমার দূষ! তবে ভালই লিখেছেন।


আমি যখন বিভাগীয় শহরের ম্যাচে থেকে পড়ালেখা করি তখন পাল বংশের এক হিন্দু ছিল আমাদের রুমমেট। মনে পরে, আমরা এক হাড়িতেই রান্না করে খেতাম। একদিন তো লাল শাক রাঁধলাম খুবই চমৎকার ভাবে। দেখতে খুবই লাল হয়েছিল। একসাথে তিনজনের প্লেটে খাবার নেয়া হল(এটা আমরা সবসময় করতাম, অনেক সময় হাড়িতেই বসে যেতাম, তো) যখন মুখে দিলাম তখন মনে হল, কক্সবাজারের সামুদ্রিক লবণাক্ত বালু চিবুচ্ছি। 8-| বুঝেন অবস্থা!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা চমৎকার স্মৃতিচারণ !!!!
আমার ও হোস্টেল জীবনে এমন অনেক গল্প আছে :)

না ভাইয়া পাঠকের স্বাধীনতা ; আপনি অবশ্যই আপনার মত ভেবে পড়বেন। আমার কবিতা আছে ,যেখানে অনেকেই বলেছেন মুক্তগদ্য বেশী মানায়, অথচ আমি লিখেছিলাম কবিতা ।

ফিরে আসা মন্তব্য ধন্যবাদ :)

৩৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

শামচুল হক বলেছেন: স্মৃতি বড় বেদনাদায়ক। খুবই ভালো লাগল স্মৃতিচারণমূলক লেখা। ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ পাঠে এবং মন্তব্যের জন্য !!!
বর্ষপূর্তির শুভেচ্ছা :)

৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে ফলো করতে পেরে আমি ধন্য। শ্রদ্ধেয় ম্যাডাম, আপনার প্রতি রইলো আমার ভালোবাসা ও শুভ কামনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত ফারিহা হোসেন প্রভা !!!!
আপনার চমৎকার মন্তব্যে সম্মানিত বোধ করছি ;
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ :)

৩৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

কি সুন্দর সুখময় অনুভব! পড়েছি যত ততই স্বাদ বেড়েছে!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে গুনগুন ভালোলাগার গুন্জন পেলাম !!
অনেক ধন্যবাদ কবি , আমার লেখায় আপনার চমৎকার অনুভূতির প্রকাশের জন্য!

৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

পদ্মপুকুর বলেছেন: এটা কি কাব্যিক গদ্য? পড়তে গিয়ে যেন মেহুলতায় (যদিও রাকুর উত্তরটা পেলাম না, কিন্তু আমার এখানে মেহুলতাই মনে আসলো) হারিয়ে যাচ্ছিলাম। একদম অন্যরকম হয়েছে।

ধুতী পাঞ্জাবির বাসুদেব বন্দপাধ্যায় যে একজন সুলতানার পাশাপাশি হাত ধরে চলতে পারে না সেটা বোঝার আগেই আমরা ভালো ছিলাম.... কথা হলো, আমরা যখন বুঝতে শিখি, তখন কেনো সব অন্যরকম হয়ে যায়?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

মনিরা সুলতানা বলেছেন: এটা কি কাব্যিক গদ্য? পড়তে গিয়ে যেন মেহুলতায় (যদিও রাকুর উত্তরটা পেলাম না, কিন্তু আমার এখানে মেহুলতাই মনে আসলো) হারিয়ে যাচ্ছিলাম। একদম অন্যরকম হয়েছে।


কাব্যিক গদ্য!! বেশ বলেছেন তো !! হুম মুক্ত গদ্য না বলে কাব্যিক গদ্য ও বলতে পারি, যদি কাব্যময়তা থাকে।


(যদিও রাকুর উত্তরটা পেলাম না, কিন্তু আমার এখানে মেহুলতাই মনে আসলো) হারিয়ে যাচ্ছিলাম।

পদ্ম দাদা! আপনার মন্তব্যের রাকু'র উত্তরের অংশটুকু বুঝিনাই :(

অনন্য অনুভূতির প্রকাশে কৃতজ্ঞতা :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

মনিরা সুলতানা বলেছেন: সত্যি জানেন ! এ আমার আজন্ম আক্ষেপ ; কেন যে সব বুঝতে শিখি ? কেনই বা সব মেনে নিতে শিখে যাই ?
বুঝতে শেখার আগের সরলতা জীবনে বর্ষার টলটলে জলের মত স্বচ্ছ সুন্দর আর স্নিগ্ধ আনন্দময়।

আমরা যখন বুঝতে শিখি, তখন কেনো যে সব অন্য রকম হয়ে যায় ?
এ প্রশ্নের উত্তর আমি ও খুঁজছি :(

৩৯| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫১

পদ্মপুকুর বলেছেন: বিষয়টা হলো, আপনার কোনো একটা লেখায় মেহুল শব্দটা ছিলো। ওই লেখার মন্তব্যে রাকু হাসান মেহুল এর অর্থ জানতে চেয়েছিলেন। ওখানে উত্তর দিয়েছিলেন কিনা পরে আর দেখা হয়নি, সেটার কথায় বলেছি। আপনার ওই শব্দটার একটা আবেশ আছে। এই কবিতা পড়তে গিয়ে সেই আবেশে হারিয়ে যাচ্ছিলাম, সেটাকেই মেহুলতা বলেছি.....

কবিরা এত কম বুঝলে হবে স্যার!!! :P

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: কবিরা কম বোঝে বলেই কবিতা লিখে দাদা-

আচ্ছা আচ্ছা মেহুলতা! কী চমৎকার করে বললেন। উত্তর দিয়েছি তো রাকু কে স্মৃতির ঘানি কবিতায়। অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।

৪০| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: কি চমৎকার করে বলে গেলেন পিছু ফিরে দেখা জীবনের কথাগুলো! খুব ভাল লেগেছে, গল্প বলার সাবলীল ভাষা আর মায়ামাখা স্মৃতিচারণ।
পোস্টে প্লাস! + +

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: অতখানি চমৎকার মন্তব্য এবং লেখার মুগ্ধপাঠে ধন্যবাদ নিন আহসান ভাই;
শুভ কামনা সবসময়ের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.