নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

একচর্যা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২



অহর্নিশ ডুবে আছি কাব্য কাজলে মায়ায়
অক্ষরে অক্ষরে ঐক্যতান তোলে - শব্দে শব্দে কত্থকের !
কালিতে আঁকা ভ্রমর গুনগুন সারাক্ষন
ঝাঁকবাঁধা পিঁপড়ের সারি চলা পথ
বেখেয়ালে অনাসৃষ্টি ।


নিত্যকার কাজে আর রান্নার ঝাঁঝে
শখের শিকা তুলে রেখে পিছুহটে দু এক পা
দিনশেষে বেলা ডোবার কালটুকু পায় অবসর
একচর্যা ! এ যেন সাধনার ধন
নিজের মাঝে নিজেকে খোঁজার এ মহার্ঘ্য মুহুর্ত।


কারো কাছে নি:শ্বাস চেপে আসা ভয়
কেউ কেউ বিলাসী
কেউ তাকে পিছু ফেলে পালায়
কেউ যাঁচে চাতক জল সম।


নিঃসঙ্গতা !
আটপৌরে সময়ে ফুল হয়ে ফোটা মুহূর্ত।





ছবিঃ মনিরা সুলতানা।

মন্তব্য ৭২ টি রেটিং +২১/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

আরোগ্য বলেছেন: ব্লগে আমি খুব কমই কবিতা পড়ি। তবে প্রিয় আপার কবিতা মিস করতে চাই না।
আপনার কবিতায় এক জাদু আছে। অনেক ভালোলাগা রেখে গেলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

মনিরা সুলতানা বলেছেন: শুভ সন্ধ্যা আরোগ্য !
আরেয়ে বাহ! শুরুতেই মুগ্ধ পাঠক পাওয়া ও দারুণ ব্যাপার। লেখার আনন্দ উপভোগ্য হয়। আমার লেখা আসলে কিছু শব্দ ঘুরে ফিরে চলে আসা, যেসব শব্দে আমার মুগ্ধতা আছে; হয়ত শব্দ গুলোই জাদুকরী। আপনার মন্তব্য ও কিন্তু আশ্চর্য পেলবতায় মাখানো!

অনেক অনেক ধন্যবাদ, কবিতায় মুগ্ধতার মুক্ত রেখে যাবার জন্য।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একদম ঠাঁসা কবিতাটি পড়ে মুগ্ধ না হয়ে পারলাম না। অনেক শুভেচ্ছা জানবেন আপুনি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১

মনিরা সুলতানা বলেছেন: হুম এমন ঠাসবুনটের মন্তব্য ও কিন্তু লেখকের আনন্দ!
ছোট্ট একটা লেখায় এমন দরদী মন্তব্যে ভালোলাগা মাহমুদুর রহমান সুজন।

সব সময় ভালো থাকার শুভ কামনা ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০

নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা আপু,
কি ফুল এটা? খুব পরিচিত মনে হচ্ছে!
একচর্যা আর কথথকের বোল কি? এই জীবনে প্রথম শুনলাম এই দুইটা!
আপু, পিপরের না পিপড়ের হবে?
নিজের কাব্যের মাঝে নিঃসঙ্গতায় নিজেই ডুব দেয়ার চমৎকার কথামালা!
# আপনার এই আধুনিক কবিতা পড়ে, না বুঝে, আবার কেউ ব্লগে পোস্ট না দিয়ে বসে খোদ কবিতার বিরুদ্ধেই!
ভালো থাকুন আপু, সব সময়।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ সন্ধ্যা নীল আকাশ ,
এই ফুলের নাম চম্পার বোন পারুল; চেনা চেনা লাগছে কারন ফুলটা খুব পরিচিত ঝুমকো হয়ে ফোটে চিনতে পারছেন না এখানে সে একলা বলে।

একচর্যা মানে হচ্ছে একলা চলা
আর
কত্থক হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের আট ধরনের মধ্যে একটি। এখানে কত্থকের বোলে বলতে, তালে বুঝিয়েছি।

হুম কবিতা পড়ে বুঝে, না বুঝে , মুগ্ধ হয়ে , এমন কি রাগান্বিত হয়ে ও ব্লগে পোস্ট দেয়ার স্বাধীনতা তো ব্লগে আছেই। দিতেই পারে। জীবনের প্রতিটি বাঁক ই উপভোগ্য আমার কাছে নিঃসঙ্গতাকে সাথে নিয়ে একলা চলার মাঝে ও অপার আনন্দ! কিছুটা সময় একা হতে আমি বা আমরা অনেকেই ভালোবাসি, কারো বা ভীষণ ভয় তাতে।


আপনি ও সুন্দর থাকুন আনন্দে থাকুন, লিখুন আমাদের জন্য।
শুভ কামনা।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: কিছু মুহূর্ত কেবলই নিজের....
হোক না সেটি চড়ুই পাখির মতোই ছোট্ট.....
তবুও প্রাণোৎচ্ছলতার জন্য এর রয়েছে অপার মহিমা.......

জীবনের প্রয়োজনে সময়ে অসময়ে কাজের বেড়াজালে বদ্ধ থাকে মনপাখি.....
তাই তো প্রয়োজন একান্ত, নিজস্ব কিছু সময়... নিজেকে নিয়ে ভাববার অবকাশ.....

চমৎকার বুনোটের কবিতায় ভাঁপা পিঠার ধোঁয়া ওঠা একরাশ মুগ্ধতা......

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

মনিরা সুলতানা বলেছেন: হু কিছু মুহূর্ত কে একেবারেই নিজের করে পাবার মাঝে অন্য রকমের আনন্দ আছে ! এর পার্শ্ব প্রতিক্রিয়া ও দারুণ হয়।

জীবনের প্রয়োজনে সময়ে অসময়ে কাজের বেড়াজালে বদ্ধ থাকে মনপাখি.....
তাই তো প্রয়োজন একান্ত, নিজস্ব কিছু সময়... নিজেকে নিয়ে ভাববার অবকাশ.....

চমৎকার বলেছেন !

কবিতা পাঠের মিষ্টি অনুভব প্রকাশে ধন্যবাদ আর্কিওপটেরিক্স

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ও আরেকটা কথা......
একচর্যা অর্থাৎ একাকি চলা শব্দটা আবারো মনে করিয়ে দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

"যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে "...........

Monotony ....... একাকিত্ব.....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: আহা সকলের তরে সকলে আমরা
প্রত্যকে আমরা পরের তরে জনাব; গতকাল আপনি আমাকে বনফুলের নিমগাছের কথা মনে করিয়ে দিয়েছেন, আজ না হয় আমার লেখায় আপনার কিছু মনে পড়লো।

মাঝে মাঝে ডাক শুনতে যাতে না পায় ইচ্ছে করেই সেভাবে ডাকি কিছুক্ষণ একলা থাকা একলা চলার জন্য।
নিঃসঙ্গতা দারুণভাবে উপভোগ্য।

Monotony ....... একাকিত্ব.. ট্রু


ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

বলেছেন: বরাবরের মতো মুগ্ধতা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ল
আপনার প্রকাশিত বই এর জন্য শুভ কামনা।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে রাজীব নুর !
শুভ কামনা আপনার জন্য।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

জুন বলেছেন: অসাধারণ কবিতায় অনেক ভালোলাগা।
তুমি যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছো এক অনন্য উচ্চতায়।
ভালোলাগা।
+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা জুন আপু ,
অত সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,



একটা অনাসৃষ্টি কবিতা। আজকাল আর কেউ একলা চলেনা। চলে জোড়ায় জোড়ায়, কত্থক ঢংয়ে। :)

তবে এই কথাটুকু চমৎকার হয়েছে ---
নিঃসঙ্গতা !
আটপৌরে সময়ে ফুল হয়ে ফোটা মুহূর্ত।

আসলেই তাই!



০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আজকাল মনে হয় ডাঃকে সারা দেবার মত লোকের অভাব নেই, তাই আর কেউ একা নেই সবাই কত্থক শিখছে :)


ধন্যবাদ ভাইয়া আপনার ভালোলাগার অংশটুকু তুলে আনার জন্য।
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

মুক্তা নীল বলেছেন: আপা,
কবিতাগুলো কেন এমন হয়!!! প্রতিটি মানুষ কোন না কোন ক্ষেত্রে একা বা নিঃসঙ্গ মুহূর্ত পালন করে।
তারপরওতো ইচ্ছে করে নিজের একা একটি পৃথিবী থাক, যেখানে নিজের একান্ত হাসি, কান্ন, আনন্দ, দুঃখে নিজেরই একা অল্প সময়ের জন্য ডুবে থাকি কিছু সময়ের জন্যে
কেন জানিনা আপা আমারও মাঝে মাঝে একা থাকতে ভালোই লাগে।
ভালো থাকবেন ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

মনিরা সুলতানা বলেছেন: একা থাকার নিজের সাথে থাকার নিজেকে চেনার আনন্দ যে পেয়েছে, তাকে বারবার নিজের কাছে ফিরতেই হয়।
যান্ত্রিক এ সময়ে ব্যস্ততা দায়িত্ব সব শেষে আমি নিজেক ও একটু সময় দিতে চাই, নিজের সাথে থাকতে চাই।

আপনি নিশ্চয়ই খুব সুন্দর করে কথা বলেন! আমার মনে হয় আপনার আশেপাশের স্বজন প্রিয়জন এবং পরিচিত জন' রা আপনার কথার সাথে তাদের নির্ভরতা খুঁজে পায়। আপনার মন্তব্য গুলো তেমন ই হয়।

ধন্যবাদ মুক্তা নীল, লেখার সাথে লেখার মাঝে থাকার জন্য।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫২

সোহানী বলেছেন: হুম, ভালো বলেছো! আমি সবসময়ই বলি নিজেকে নিজে অবশ্যই ছুটি দেয়া উচিত মাঝে মাঝে। সবসময় শুধু অন্যের জন্য শুধু বাচাঁ নয় মাঝে মাঝে নিজের জন্য ও বাচঁতে হয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক বলেছ আপু;
বিমান যাত্রায় আপদকালীন সময়ে যেমন বলে আগে নিজের অক্সিজেন মাস্ক লাগিয়ে নিন, তারপর অন্য কে সাহায্য করুন। নিজেই যদি বাঁচতে না জানি, এ পৃথিবীর বোঝা তখন আমি।

চমৎকার অনুধাবনের মন্তব্যে ভালোলাগা আপু।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজের মাঝে নিজেকে খোঁজার এ মহার্ঘ মুহূর্ত।" সুন্দর!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন আপনাকে লেখায় পেলাম, আশা করছি ভালো ছিলেন !
এক লাইনের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সাধু ।


ভালো থাকবেন।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: প্রতিতি হচ্ছে ভাবের প্রগাঢ়তায় আর যুতসই শব্দের বুননে কবি খুঁজে ফিরছে নিজের চিরচেনা জগত, সেখান হতে জন্ম নিচ্ছে কবির আত্মকথা । শব্দের জাগরণে বিশ্বাসী আমি , শব্দের জাগরণ এক ধরনের সংগ্রামই বটে । কবিকে এই সংগ্রামে ক্লান্ত হতে নেই বরং সংগ্রামের মোহনায় নীজকেই দাঁড় করাতে হয়। সংগ্রাম শুধু নিজের সঙ্গে নিজের করে নতুন নিজেকে জন্ম দিয়ে থেমে থাকা নয়। সংগ্রামের এ পথ ধরেই মনে হচ্ছে কবি যেন হাঁটছে কবিতার জগতের ভাবনার পথে। তাইত কবি মানসকে দ্রোহের হাতিয়ার করে বিপরীতমুখীকে করতে চায় একচর্যা । প্রত্যাশা করি ভাঙ্গনের সুর দিতে দিতে কবি যেন না হয়ে পড়ে শ্রান্ত। কীঁটসম হৃদয়ে বাসকরা ভাবনাগুলিও যেন ফুল হয়ে উঠতে পারে । সন্ধাবেলায় নীড় খোঁজা পাখির মত কবির ডানা ঝাঁপটানো যেন সার্থকতা খুঁজে পায়, সুখের উল্লাসের সাথে যেন কোন আর্তনাদ মিশে না যায় । কামনা করি সংসার ধর্মের মধ্যাকর্ষণ টান বল যেনক কাজ না করে, জাগতিক ফ্রেমে বন্দী জীবন ছেড়ে কাব্যের জগতের সাথেই যেন কবির বসবাস মানায় ভাল । কয়লার রঙের রাত্রিকে বিতাড়িত করে জ্বলন্ত লোহার রঙের সূর্যোদয় নিয়ে সাদা আলোর প্রতিটি দিনের মতো বার বার কবি যেন মুখোমুখি হয় কবিতার ভাবের জগতের সাথে , আর নিত্য নতুন আমাদেরকে দিয়ে যায় নব নব শব্দের ঝংকার তুলা কাব্য ।
যাবার বেলায় কবিতাটি প্রিয়তে গেল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ডঃ এম এ আলী ভাই !!
আপনার মন্তব্যগুলো যে কতখানি আমার লেখায় স্নিগ্ধতা বিলায়, সেটা প্রকাশ করার মত যথেষ্ট শব্দ আমার ভাণ্ডারে নেই। আপনার মন্তব্যগুলো নিজেরারই এক একটি কবিতা। অতখানি দরদ আর শুভকামনার মিশেলে এই পংতিগুলো আমার জীবনে ফুল হয়ে প্রস্ফুটিত হোক, এই টুকু ই কামনা।


আপনার জন্য আপনার লেখার জন্য অনেক অনেক শুভ কামনা ।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে সেলিম আনোয়ার;
শুভ কামনা।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাঠে মুগ্ধতা !!

আটপৌরে সময়ে ফুল হয়ে ফোটা মুহূর্ত ! ------ কি চমৎকার !!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আপনাকে স্বপ্নবাজ সৌরভ !
আপনার মুগ্ধতাপ্রকাশের মন্তব্যে ভালোলাগা।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

তারেক ফাহিম বলেছেন: একা একা নিজের সঙ্গে কথা বলার আলাদা অনুভব।

পাঠে মুগ্ধতা, আপু।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: একা একা নিজের সঙ্গে কথা বলার আলাদা অনুভব।
আলবৎ তাই !!

পাঠের মুগ্ধতা আমার লেখায় অনুপ্রেরণা হয়ে থাক।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি ও কবিতায় অনন্য সৌরভ ছড়ানোর জন্য ব্লগে আপনাকে স্বাগতম।

আর সাথে ধনে পাতার ফুলময় ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! ধনেপাতার ফুল ! সেও কিন্তু দারুণ; সুবাস সৌন্দর্য আর স্বাদে ও অনন্য।
একটু ভিন্নতা আপনার মন্তব্যে অন্য মাত্রা এনেছে, ধন্যবাদ সব সময় আমার লেখার সাথে থাকার জন্য।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

হাবিব বলেছেন: কবিতা ও ছবি মিলেমিশে একাকার। দারুণ কবিতা। কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

মনিরা সুলতানা বলেছেন: কবিতা তো ছবির মিশেল আপনার ভালোলেগেছে জানতে পেরে ভালোলাগল;
লেখার সাথে ই থাকুন, ধন্যবাদ আপনাকে।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কাব্যে মুগ্ধতা।

দৃষ্টিবঙ্গিতেই বদলে যায় জীবনের অর্থ। অনুভব।
কারো ভয়, কারো বিলাসে
কারো পলায়নতায়, কারো পানে- তেমনি সত্য ফুটে ওঠে।

দারুন অনুভবের ব্যঞ্জনাময় প্রকাশ।

++++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

মনিরা সুলতানা বলেছেন: লেখার অনুভব আপনাকে ছুঁয়েছে তাতেই লেখার সার্থকতা;
আপনার কাব্যিক মন্তব্য সবসময়েই প্রশংসার যোগ্য।

ধন্যবাদ বিদ্রোহী ভৃগু

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনাকে পেয়ে আনন্দিত ছবি আপু !
সব সময় ভালো থাকুন আনন্দে থাকুন।

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬

করুণাধারা বলেছেন: বাহ!!!

পুরো কবিতাই ভালো, শেষ দু লাইন দিয়ে সমাপ্তি আনাটা আরো ভালো হয়েছে, এর সাথে মিলিয়েই কি একাকী ফুলের ছবি? ফোঁটা ফোঁটা পানি জমা ফুলের ছবিটাও খুব সুন্দর! একটু আগে মনে হয় গাছে পানি দেয়া হয়েছে!


++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

মনিরা সুলতানা বলেছেন: সমাপ্তির সাথে মিলিয়েই একাকী ফুলের ছবি, আপনার অনুধাবন ই ঠিক। জি আপু বিকেলে গাছে পানি দেবার পরেই ছবি রেখেছি, তখন পানির বিন্দু পাতায় পাতায়।

ধন্যবাদ আপু কবিতায় ভালোলাগার মন্তব্যের জন্য।

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! যে নিঃসঙ্গতা জীবনে ছন্দ বয়ে আনে। আনে কাব্যিক চেতনা ; তাহলে নৃত্যের তালে তালে বয়ে চলুক এমন মায়াবী নিঃসঙ্গতা; কত্থকের তালে ..
কাব্য ও কথাতে মুগ্ধতা।


০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা রাখা মন্তব্যে আমার ভালোলাগা নিন পাদাতিক চৌধুরি ;
বেশ সুন্দর শব্দ চয়ন আপনার, লেখকে উৎসাহ দেয় এমন সব শব্দের ঝংকার।


শুভ কামনা অনিঃশেষ।

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

আখেনাটেন বলেছেন: বেশ। :D


বেখেয়ালে এরকম আরো বেশি অনাসৃষ্টি হলেও জাতি খুশিই হবে মনে কয়। B-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম বেখেয়ালের অনাসৃষ্টি কিন্তু খুব খেয়াল কৈরা :P

হাহাহা ধন্যবাদ জনাব; ভালো থাকুন।

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

অব্যক্ত কাব্য বলেছেন: যুগল যুগল শব্দের এমন আকুল তান।
গঠন শৈলীতে হয়ে আছে বিমুগ্ধ প্রাণ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ দুইলাইনে আমার কবিতার প্রশংসা মন ছুঁয়ে গেল;
অনেক অনেক ভালো থাকুন অব্যক্ত কাব্য ।

২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'একচর্যা' শব্দটা শিখলাম। লাস্ট ২ লাইনে বিশেষ ভালো লাগা রইল আপু।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১

মনিরা সুলতানা বলেছেন: আমার কবিতায় আপনি ! এও কিন্তু আমার পরম পাওয়া, সাথে চমৎকার মন্তব্য !!
শুভেচ্ছা জানবেন ভাইয়া।

২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুমন কর !
পাঠে এবং মন্তব্যে ভালোলাগা।

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

রাকু হাসান বলেছেন:

কবিতা লকোচুরি করছে ।কখন যে পোস্ট দিলে :(
প্রথম স্তবকে দারুণ চিত্রকল্প । কবিতা আরও বড় হলে খারাপ লাগতো না । কবিতায় ভালো লাগা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

মনিরা সুলতানা বলেছেন: তোমাকে তো ব্লগে ই দেখি না, কবিতার কি দোষ !!
বড় কবিতা আমার নিজের ই পড়তে বোর লাগে, লিখতে তো মনে হয় আরও লাগবে :P



থ্যাংকু থ্যাঙ্কু ভালোলাগা রেখে যাবার জন্য।

২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতায় দেখি প্রিয় কবির জগৎ! সমুদ্রের বুকের মতন সুগভীর.....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় আপনার উপস্থিতি লেখায় প্রফুল্লতা আনে!

২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

জাহিদ অনিক বলেছেন: বাহ ! আটপৌরে নিঃসঙ্গতার কবিতায় ভালো লাগা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জাহিদ !
নিতান্তই আটপৌরে লেখায় তোমার ভালোলাগায় আপ্লুত হলাম।

শুভ কামনা :)

৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

লিখন ০৩ বলেছেন: চমৎকার! অনেক ভালোলাগার মাঝে কি লিখবো ভেবেই পেলাম না। এইটুকু বুঝলাম অনুভূতিতে কড়া নেড়েছে তবে কোমলতায়...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে এবং আমার লেখায় আপনাকে স্বাগত লিখন !
অল্প কোথায় বেশ মনকাড়া আপনার মন্তব্য !! অনেক ধন্যবাদ লেখায় ভালোলাগা প্রকাশের জন্য।

শুভ কামনা।

৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতার শব্দ ভান্ডারে মুগ্ধতা। যদিও কবিতা বুঝি কম, তাই ইদানীং কবিতাগুলো কেমব কঠিন কঠিন মনে হয়...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৫

মনিরা সুলতানা বলেছেন: কী যে বলেন !! আপনি কবিতা কম বুঝি বলেই হবে ! এ আপনার বিনয়ের প্রকাশ।
মুগ্ধতা আমাকে আপ্লুত করল।

৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪২

লিখন ০৩ বলেছেন: বার বার পড়ি কবিতা গুলো কেন পড়ি ? কিছু লিখতে গিয়ে চলে আসি কেন ? অনেকটা অনেক পাওয়ার মাঝে সত্যিকার চাওয়াটা খুজে না পাওয়ার মত। এত্তো ভাল লাগা ........

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আপনি তো মন্তব্যে বেশ কাব্যিক !!
চমৎকার শব্দে গুছিয়ে মন্তব্য করেন।

৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৪

আরোগ্য বলেছেন: শুভ বসন্ত প্রিয় এলাকাবাসী আপা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ এলাকাবাসী আপনাকে ও !
ফালগুণের শুভেচ্ছা নিন।

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: একাকীত্বের এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি,নিঃসঙ্গতা আমাকে আর খুঁজে পাবে না।
কবিতাটি মন ছুঁয়ে গেল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
দারুণ করে কাব্যিক এক লাইনে মন্তব্য করে গেলেন !
ধন্যবাদ আপনাকে কবিতায় ভালোলাগা' র চমৎকার প্রকাশের জন্য।

৩৫| ০৮ ই মে, ২০১৯ দুপুর ২:৩১

মেঘ প্রিয় বালক বলেছেন: আরেকটু দীর্ঘ হলে পূরিপূর্ন তৃপ্তি পেতাম কবি আপা। ধন্যবাদ জানিবেন।

১৪ ই মে, ২০১৯ রাত ১০:৫৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ মেঘ প্রিয় বালক !
কিছু লেখা মনে হয় এর চেয়ে বড় হতেই পারে না, আবার পাঠকের অতৃপ্তিতে মনে হয় হয়ত লেখা টা পূর্ণতা পেলো না।
আপনার মতামত আমার পরবর্তী লেখা কে ঋদ্ধ করবে নিঃসন্দেহে।


অনেক অনেক শুভ কামনা।

৩৬| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: সাহিত্য ও সঙ্গীত ক্লান্ত মনের সুখশয্যা! শব্দ ও সুরে একচর্যা মানুষ আশ্রয় খোঁজে।
চমৎকার কবিতা লিখেছেন। শেষের দুটো লাইন অসম্ভব সুন্দর!!
কবিতায় প্লাস + +

১৯ শে জুন, ২০১৯ রাত ১১:০৭

মনিরা সুলতানা বলেছেন: সাহিত্য ও সঙ্গীত ক্লান্ত মনের সুখশয্যা! শব্দ ও সুরে একচর্যা মানুষ আশ্রয় খোঁজে। সত্যি ই তাই !!!

অনেক ধন্যবাদ আপনাকে, বেশ আগের লেখায় খুঁজে পড়ে মন্তব্য করে লেখার আনন্দ করে রাখার জন্য। অবশ্য আপনি সবসময় ই ব্যতিক্রমী এসবে। আপনার ভালোলাগার দু লাইনের উল্লেখ এবং প্লাসে কৃতজ্ঞতা।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.