নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
নির্ঘুম মাঝরাতে নিশ্চুপ ছায়া হয়ে এঘর ওঘর পেরিয়ে পানি খেতে যাচ্ছি!
বারান্দার কাঁচ সরিয়ে কিছু রাতচরা পাখির দেখা পেলাম, অশ্রাব্য উচ্চারণে ঘেউ ঘেউ করে চলছে বাস্তভিটা হারানোর ভয়ে দিশেহারা কিছু কুকুর। ওরা থামলেই সুনসান বাতাসের সাথে শুকনোপাতার অভিসারের কথকতা, বাকি শুধু পানি পানের ঢকঢক। তুমুল এই বর্ষা টা ঠোঁটে মুখে ছুঁয়ে দেখার আগেই তাল পাকা গরমের অস্তিত্ব টের পেলাম, যদিও ভাদ্রের গরম ঘামের প্রতিটি ফোটায় থাকে পায়েপায়ে আশ্বিনের ডাক। সে বড্ড তুমুল কোমল পেলব এক অনুভব।
বিছানার দিকে এগুতেই নিস্তব্ধতা কে কেটেকেটে এক ঘেয়ে কান্নার সুর! সে বড্ড অভিমানের বেদনা মাখা। কান পাতলাম সে বেদনার সুরে, পাশে ফিসফিসিয়ে কেউ সান্ত্বনা দিচ্ছে! এবারে তো শুধু কান পাতলে হচ্ছে না, মুখফোনের আলোয় দেখি বেশ একটু অভিমানের স্বরে ম্যাক কে সান্ত্বনা দিচ্ছে কমপ্যাক। কাঁদিসনে বোন মনে হচ্ছে তোর ও আদরে আহ্লাদে থাকার দিন শেষ। আমাকে দেখ কত বছর থেকে এই বাক্সে চুপচাপ এক কোনায় পরে আছি সেই দিল্লির দিনগুলো মনে করে। আমি ই ছিলাম প্রথম ভালোবাসা। কত রাত কেটেছে ম্যাডাম এর সাথে ব্লগে, নিউজ পেপারে, ফেসবুকে। এখন ও ডি তে পছন্দের সব গান, মুভি সজিয়ে নিয়ে অপেক্ষায় আছি।
- পাশেই নরম চোখে সনি ভায়ো সম্মতি জানালো, কমপ্যাক বু যেদিন কোমায় চলে গেলো তার দুদিন পর এনেছিল আমাকে, শুধু মাত্র বেশ দেখার মত স্ক্রিনের জন্য, অখন্ড অবসরে মুভি দেখবে বলে। কত মুভি ই না দেখিয়েছি, কোরিয়ান, উর্দু, হিন্দি , মালায়ালাম, ইংলিশ বাংলা। স্টোরেজ ঘুরে সেসব ই কেবল। এখন ও সবচেয়ে বেশি ছবি গান কবিতা আমার কাছেই রয়ে গেছে। আমার দোষ ছিল একদিন হাত পিছলে ফ্রন্ট কভার এর হাড্ডি ভেঙে ফেলি। এরপর ই অবহেলা শুরু ......।
- এবারে কান্নার দমক আরও বেড়ে গেলো ম্যাক এর, তারমানে কি আমাকে ও ভুলে যাবে ম্যাডাম!!! আমার বয়স তো মাত্র এক বছর ? তোমরা তো পাঁচ বছর করে ম্যা’ম কে কাছে পেয়েছ। না জানি কবিতা গুলো কতটা মিস করছে উনাকে! আহা রে না লেখা কবিতারা তোমাদের জন্য আমার আরও বেশি কষ্ট হচ্ছে। সব নষ্টের গোঁড়া ঐ ফোন; ওর সাথে ই সব মিতালী এখন ম্যাডামের।
মুচকি হেসে বিছানার দিকে এগুলাম, সত্যি ই তো কতদিন হয় ল্যাপটপ থেকে ব্লগিং করা হয় না। গান শোনা, মুভি দেখা তো সেই কবেই ভুলে গেছি, লিখতে ও বসা হয় না আর পছন্দের ল্যাপটপে। দেশে ফিরে গুছিয়ে বসার আগেই করোনা কাল এসে সব লণ্ডভণ্ড করে দিলো। মনের ভিতরে না লিখতে পারার অভিমান হিমালয় ছোঁয়া। মাথায় শব্দের রেশমি ডোর গুলো কাটিম ছেড়ে রঙবেরঙ এর পাখনা মেলে গোলুইয়া বসিয়েছে। আনন্দের শব্দের রঙ উজ্জ্বল বেগুনী, মিঠেল গোলাপি আর গাঢ় সবুজ!! কস্টেরা নিয়েছে ধুসর রেশম। ভালোবাসারা সব রঙা শব্দেই ভালোবেসে মিশে আছে। শব্দ রেশমেরা এতটাই মিলেমিশে আছে যে কাউকেই আলদা হতে দিচ্ছে না, কবিতার কলাপাতা সুতো ধরে লিখতে বসি মাঝ লাইনে হলদে পরী স্মৃতিকথা সুতো চলে আসে। ঝট খুলে খুলে এগুতেই ঢেউ খেলে গল্পের সোনালি ডানার নার্গিস!! যাচিত অযাচিত সকল শব্দের তুমুল সুবাসে শব্দতন্তু আমি ভুলে যাই শব্দ সুঁইয়ের ফোঁড়ে ফোঁড়ে নকশী বোনা। মোদ্দা কথায় রাইটার্স ব্লকে পরে আছি আজকাল।
প্রচলিত এর প্রবাদ আছে, পৃথিবীর সকল জাতির দু হাত আর বাঙালী’ র ডান, বাম আর অজুহাত। তাই নিজের বাঙাল পরিচয়ের প্রমাণ স্বরূপ এত লম্বা ব্লগ বিরতির অজুহাত নিয়ে হাজির হলাম। বর্তমানে দেশের সব চাইতে চর্চিত টপিক খিচুড়ি কে সম্মান জানিয়ে খিচুড়ি লেখা নিয়ে। এখন পাঠক রাই বলতে পারবেন, “ আমার ও কি খিচুড়ির প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়া উচিত” ?
শেষ করছি ব্রিটিশ আমলের একটি অজুহাত দিয়ে ...
লিটেল লিটেল বউজ্জা মাছ
ডাজমাটের তরকারি
ইটিং করিতে মাই
হইলো দেরী”।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নতুন নকিব !
হ্যাঁ বহুদিন পরে ই এলাম, ক্যান বহুদিন পরে তার ই জবানবন্দী, তেমন কিছু নয় লেখা।
ধন্যবাদ রইলো মন্তব্যে এসে খবর নেয়ার জন্য। আশা করছি আপনার ও ভালো ছিলেন? শুভ কামনা আপনার জন্য।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনিরা আপু
অনেকদিন পরে আপনার লেখা পড়ে পুলকিত হলাম।
দারুন গল্প ফেদেছেন!! বাঙ্গালীর শুধুই অযুহাত !!
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৪
মনিরা সুলতানা বলেছেন: গল্প না ফেদে উপায় আছে ? আমি তো ভাবছিলাম ব্লগার হিসেবে আমার নাম ই মনে হয় কাটা গেছে
তাই আগে ভাগেই
আশা করছি ভালো ছিলেন !
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর পোস্ট দিয়েছেন। কিন্তু আমি আপনার উপর রাগ করেছি। আপনি হুটহাট ব্লগ থেকে না বলে কয়ে উধাও হয়ে যান।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৪
মনিরা সুলতানা বলেছেন: পোষ্ট যেহেতু সুন্দর লেগেছে আশা করছি রাগ কমেছে নুর ভাই
গেছিলাম একটু হাওয়া খেতে, বলে গেলে যদি সব ব্লগার রা পিছু নেয় তাই না বলে কয়ে ই উড়াল দিয়েছিলাম।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্রিটিশ আমলের অজুহাত যখন দিয়েছেন তখন ব্রিটিশ আমলে বরিশালের লোক কোর্টে মারামারির সাক্ষ্য কিভাবে ইংরেজি আর বরিশাইল্লা ভাষা মিলিয়ে দিত সেটা দেখেন -
রহিমুদ্দি কলিমুদ্দি
বিগিন টু মারামারি
ইন দা সারা বাড়ি
আন্ডার দা তালগাছ
দেন রহিমুদ্দি কেইম উইথ এ কাউফলা গাসা
দে রান এওয়ে ইন ব্যারে ব্যারে
এন্ড কচু বন ফেডা ফেডা
টিকা - সারা বাড়ি মানে - পরিত্যক্ত বাড়ি। কাউফাল গাসা - কাউফলা গাছের ডাল। ব্যার - ব্যার মানে নালা বা ড্রেন। ফেডা ফেডা মানে কচু বন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। ( বরিশালের মানুষ খুব ভালো)
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা সেই হোয়াট ইজ চ্যাগারের বেড়া র গল্প মনে হইলো
আপনার পাদটীকা দেখে ভাবছি আমার ও কি উচিত ছিল শব্দ সম্ভার তুলে দেয়া?
দারুণ মন্তব্য ভালোলাগা
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কি দেশে, নাকি প্রবাসে?
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৩
মনিরা সুলতানা বলেছেন: ২০১৯ এর শেষে দেশেই থিতু হয়েছি তল্পিতল্পা সহ।
আশা করছি ভালো ছিলেন আপনারা?
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০০
ঢুকিচেপা বলেছেন: “ “ আমার ও কি খিচুড়ির প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়া উচিত” ?”
একদম নয়, বরং আপনি এখন প্রশিক্ষক।
প্রশিক্ষণ ক্লাশ কবে থেকে শুরু শুধু সেটা জানিয়ে দিবেন।
লেখাটা আমার কাছে দারুণ লেগেছে। শুরুটা হয়েছে চমৎকার।
ল্যাপটপটাকে কষ্ট দেয়া ঠিক হচ্ছে না মনে হয়।
ব্রিটিশ আমলের অজুহাত পড়ে আমার একটা মনে পড়ে গেল
Bamboo কাট খাড়া খাড়া
it make চ্যাগারের বেড়া
রহিম throwing ফালা
করিম is Fall
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২১
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা ব্লগে তাহলে খিচুড়ি লেখা ক্যাটাগরি তে নিজের জায়গাকরে নিতে পারলাম
ঐ যে বললাম মাথায় সব জট পাকিয়ে আছে কোন লেখাই নিজস্ব চরিত্র পাচ্ছে না, এক্কেবারে ডালনা খিচুড়ি ধরনের, এমন এক লেখায় আপনার ভালোলাগার প্রকাশ আমাকে কিছুটা স্বস্তি দিলো। হ্যাঁ এবারে ল্যাপ্পি নিয়েই বসেছি, সেলফোনে চ্যাট হয় ব্লগিং হয় না।
চুয়াত্তরের মন্তব্যের উত্তরে আমি ও এটুকুই বলতে চেয়েছিলাম
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি !
লেখায় স্বাগত আপনাকে, আশা করছি লেখার সাথে সুন্দর সময় কাটিয়েছেন।
শুভ কামনা
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা সুন্দর, কিন্তু তার চেয়েও সুন্দর হয়েছে চমৎকার ছবিটা। ঠিক যেমন করে আপনি পোস্টে বলে গেছেন, তেমনি করেই যেন বুকে ধারণ করে আলস্যে শুয়ে আছে অনুপম রঙের বিভিন্ন অনুভূতির তন্তুগুলো, কেউ ওদেরকে তুলে নিয়ে গল্পের পাঁচালি বুনবে, এই আশায়!
মাঝরাতে উঠে এঘর ওঘর পেরিয়ে পানি খেতে যাওয়ার বর্ণনাটা খুব সুন্দর হয়েছে, বিশেষ করে নিজের পানি পানের ঢকঢক আওয়াজটা নিজের কানে শুনতে পাওয়ার কথাটা।
না লিখতে পারার জন্য কিছুটা অজুহাত, কিছুটা অভিমান, কিছুটা অতীত ব্যস্ত সময়ের স্মৃতিচারণের রেসিপি দিয়ে প্রস্তুতকৃত খিচুড়ি খুব সুস্বাদু হয়েছে। আপনার আর কোন প্রশিক্ষণের জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তবে বেড়াতে যেতে চাইলে, সেটা অন্য কথা!
পোস্টে চতুর্থ ভাল লাগা + +।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন লেখায় নেই, তাই ধীরেধীরে নিজের লেখা' র প্রতি আত্ম বিশ্বাস ও কেমন টলোমলো; একই ভাবে পোষ্ট সাজানো নিয়ে। তাই সকালে উঠে মনে হল ছবি টা ঠিক হয়ত যাচ্ছে না, দুম করে পালটে ফেলেছি, লম্বা ব্যবধানে যা হয় আর কি ! ছবি কে ঘিরে আপনার অতটা চমৎকার বর্ণনায় ফিরিয়ে আনতে হচ্ছে আগের ছবি। আমার লেখা যত টুকুই না সাজানো আপনার মন্তব্য যেন তার চাইতে কয়েকগুণ গোছানো। আমি সব সময় ই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আপনাদের আমার লেখার প্রতি এ উদার মনোভাব, অকুণ্ঠ প্রশংসা।
হাহাহা খিচুড়ি' র স্বাদ আপনাদের ভাললেগেছে, এটুকুই লেখার আনন্দ !!
ভালোলাগা র প্রকাশে বিনম্র ধন্যবাদ।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: ছবি নিয়ে আমার মন্তব্যটা ছিল আগের ছবিটা নিয়ে, এটা নিয়ে নয়। তবে এটাও প্রতিকী, এটাও সুন্দর!
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৯
মনিরা সুলতানা বলেছেন: আগের ছবি ফিরিয়ে আনলাম, আপনার দারুণ বর্ণনা মনে হচ্ছে এ ছবির ই প্রাপ্য ।
ধন্যবাদ লেখার সাথে সব সময় থাকার জন্য।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৭
মিরোরডডল বলেছেন:
কতো সহস্র বছর পর মনিপু তোমার লেখা পেলাম
আশা করি এখন থেকে নতুন নতুন পোষ্ট পাবো ।
সাচুর কমেন্টটা খুবই মজার !
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪২
মনিরা সুলতানা বলেছেন: ইশ আমার ও যে কী ভাললাগছে ফিরতে পেরে !!! সত্যি ই অনেক অনেক দিন পর ফিরলাম , লিখলাম ও ।
নতুন পোষ্ট পাবে কিনা জানি না, তবে অনেক লেখা জমে আছে পড়া হয়নি সবার লেখায় পাবে
হ্যাঁ উনি বেশ মজা করেই মন্তব্য করেন এবং উত্তর ও দেন সুন্দর।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: ছবিটা ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ। তবে পরেরটাও ভাল ছিল।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০২
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ পরের ছবিটা এক্কেবারে আমার বর্তমান মাথার ভিতরের অবস্থা হিজিবিজি হিজিবিজি আর কি !
এ ছবিতে তাও শুরু টা সাজানো আছে, আমার মাথায় শব্দ গুলো একেবারেই আগছালো।
ধন্যবাদ ফিরতি মন্তব্যে।
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৪
নীল আকাশ বলেছেন: কেমন আছেন? অনেকদিন পরে এসে আপনার লেখা পেলাম।
আপনার লাস্ট কিছু পোস্টের টাইম লাইনঃ
লিখেছেন মনিরা সুলতানা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০
লিখেছেন মনিরা সুলতানা, ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪১
লিখেছেন মনিরা সুলতানা, ১১ ই জুন, ২০২০ রাত ৮:১২
লিখেছেন মনিরা সুলতানা, ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
২০১৯ সাথে পর আস্তে আস্তে আবার লেখা শুরু করেছেন। আজব ব্যাপার হলো আমি নিজেও এখন অনেক অনিয়মিত কিন্তু যেদিন আসি তখনই আপনার লেখা পাই। নির্ঘাত কাকতলীয় ব্যাপার!
সনি ভায়ো এবং ম্যাকের কথপোকথন দারুন লেগেছে।
আশা করছি হাতে কাজ সব গুছিয়ে এনেছেন। অজুহাত বাদ দিয়ে এখন থেকে নিয়মিত লেখায় মনোযোগী হবেন।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আল্লাহ ! আশা করছি আপনারা ও ভালো ছিলেন !
বাহ বেশ পরিসংখ্যান তুলে এনেছেন তো ? আমি নিজেও এভাবে দেখি নাই, অনেক ধন্যবাদ।
এ নিশ্চয়ই আমার পরম সৌভাগ্য যে অনিয়মিত আপনাকে ততোধিক অনিয়মিত আমি নিয়মিতই লেখার পাশে পাই। সব সময় ই পাবো আশা রাখি। কথোপকথনে আপনার ভালোলাগা আমাকে অনুপ্রাণিত করলো। তেমন ভাবে গোছানো মানুষ আমি নই, তবে মোটামুটি গ্রিপে এসছে ঢাকার হালচাল। লিখতে না পারলে ও পাঠে মনযোগী হব কথা দিচ্ছি, আর সেজন্য চাই আপনাদের চমৎকার সব নতুন নতুন লেখা। নিয়মিত ভাবে আবার ব্লগে আসুন, আশা করছি আবার ও আনন্দময় ব্লগিং এর সময় ফিরে আসবে।
অনেক অনেক শুভ কামনা।
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ পরের ছবিটা এক্কেবারে আমার বর্তমান মাথার ভিতরের অবস্থা - সেটা বুঝতে পেরেছিলাম ভালভাবেই। ওরকম একটা ছবি এরকম একটা পরিস্থিতিরই প্রতীকী অভিব্যক্তি, এটাই প্রথম দেখায় মনে হয়েছিল। তাই বলেছিলাম, পরেরটাও ভাল। পরেরটা পরিস্থিতির প্রতীক, প্রথমটা পরিস্থিতির পেছনের আবেগ অনুভূতির।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫০
মনিরা সুলতানা বলেছেন: কী চমৎকার ভাবেই না বিশ্লেষণ করলেন, একজন লেখকের মনের অবস্থার সাথে ছবি দুইটার সম্পর্ক।
অনেক অনেক শুভ কামনা।
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৮
নীল আকাশ বলেছেন: এত সুন্দর প্রতি মন্তব্যের জন্য ধন্যবাদ রেখে গেলাম।
ভালো থাকুন আপু, সব সময়।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও ফিরতি মন্তব্যের জন্য ধন্যবাদ রাখলাম।
ভালো থাকুন সব সময়।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫
শহুরে আগন্তুক বলেছেন: গোলুইয়া মানে কী?
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৯
মনিরা সুলতানা বলেছেন: গোলুইয়া মানে হচ্ছে মেলা, আড়ং ।
আশা করছি ভালো আছেন!
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৫
ওমেরা বলেছেন: আসসালামু আলাইকুম আপুনি । কেমন আছেন ? বৃষ্টির দিনে খিচুড়ি যেমন টেষ্টি লাগে আপনার লিখাও তেমনি টেষ্টি লাগল ।
অনেক ধন্যবাদ আপু ।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২১
মনিরা সুলতানা বলেছেন: ও আলাইকুম আস সালাম! আলহামদুলিল্লাহ ভালো আছি ওমেরা। আশা করছি তোমরাও ভালো ছিলে?
বাহ বাহ দারুণ এক উপমায় প্রশংসা রেখে গেলে ওমেরা ! অনেক অন্যে ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৫
আখেনাটেন বলেছেন: করোনাকাল মানুষের প্রডাকটিভিটি কমে দিয়েছে, শুধু বাড়িয়ে দিয়েছে 'কোমরের বেড়'।
গতকাল আইপিএল খেলতে নামা খেলোয়াড়দের নাকি কোমরের সাইজ ৩০ পারসেন্ট...বর্ধিত....
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৪
মনিরা সুলতানা বলেছেন: আহা সবার কি আর ভাবি আছে যাদের মন সু
আপনার আছে বিধায় আপনি না হয় গজ ফিতায় মাপামাপি করতে পারছেন। দাওয়াতের আগে ও পরের পর্ব হিসেবে।
আই পি এল আবার শুরু হইলো নাকি ?
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৯
করুণাধারা বলেছেন: নির্ঘুম মাঝরাতে পানি খাবার অজুহাতে নিশ্চুপ ছায়া হয়ে এঘর ওঘর করতে করতে মনে আসা নানারকম ভাবনা!!! একটানে পড়ে গেলাম, খুব সাবলীল হয়েছে লেখা...
কমপ্যাক, সনি ভায়ো বা ম্যাক যতই মনখারাপ করুক, শেষ পর্যন্ত ফোন ব্যবহারেই সবচেয়ে সুবিধা, বিশেষ করে যে ফোন শোনা কথাকে শব্দে শব্দে সাজিয়ে তোলে... তবে রাইটার্স ব্লকে ধরলে শব্দ সাজানো কিছুটা মুশকিল হয়ে যায়।
অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো লাগছে মনিরা!
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর ব্লগে ফিরতে পেরে আমার ও অসম্ভব ভালো লাগছে আপু ! আপনাদের সবার লেখা ই অনেক মিস করেছি। এতদিন পর এমন এক এলেবেলে লেখায় আপনাদের আন্তরিকতা পূর্ণ প্রশংসা পেয়ে লেখা লিখি সার্থক মনে হচ্ছে।
হ্যাঁ সে যা বলেছেন ! ফোন হাতের গ্রিপে এসে চমৎকার সেবা দেয়। কিন্তু আমার এখন ও নোটস এ লেখা টা তেমন পছন্দ না। এবং এই অ্যাপও আমি এখন ও ব্যবহার করি নি। সেই যে অ্যাপ শুনে টাইপ করে দেয়। আমার দুহাতে টাইপ না করলে ঠিক লেখা জমে না।
আমাকে রাইটার্স ব্লকেই ধরছে বেশ আচ্ছামত
অনেক অনেক শুভ কামনা সহ ধন্যবাদ আপু!
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩০
আখেনাটেন বলেছেন: আপনার আছে বিধায় আপনি না হয় গজ ফিতায় মাপামাপি করতে পারছেন। দাওয়াতের আগে ও পরের পর্ব হিসেবে। == হা হা এখন রাস্তা ঘাটে বেরোলে বিরাট পেট ও কোমরওয়ালা নাদান-নাদানিদের চোখে পড়ে চারপাশে। তাই বললুম আর কি?
আই পি এল আবার শুরু হইলো নাকি ? -- প্রথম আলো তো তাই লিখছে..
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা এক্কেবারেই সত্যি, এই ভয়ে আয়না দেখা বন্ধ। তবে পাশের মানুষ টিকে না দেখে তো উপায় নেই
সেদিকে আপনার কথার সত্যতা পাওয়া যায় ভালভাবেই।
টাকা পায়সার টান তাইলে করোনার ভয়ের চেয়ে বেশি দেখছি।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩২
আখেনাটেন বলেছেন: করুণাধারা বলেছেন: তবে রাইটার্স ব্লকে ধরলে শব্দ সাজানো কিছুটা মুশকিল হয়ে যায়। --- সহি কথা। বেশ কিছুদিন থেকে একটি বিষয়ে লিখতে গিয়ে দেখছি কিবোর্ড চলে না।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৮
মনিরা সুলতানা বলেছেন: আর বইলেন না
আমি যে কত কত বার প্রথম এক লাইনে লিখে ফেলে রেখেছি। কিছু লিখতে বসার আগে ভেবে নেই এক রকম লেখা শুরু করলে অন্য কিছু চলে আসে। এর পর আবার ট্র্যাক হারায়ে ফেলি। তাই লেখালিখি বন্ধ করে পড়ায় মন দিয়েছি।
২১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহাহাহাা আপি রাইটার ব্লক তো কেটে গেলো এই লেখায়, যত যন্ত্রপাতি এদেরকে একটু আনন্দ দেয়া শুরু করুন, ম্যাক কমপ্যাক আরও কত কী, শব্দের ঝড় তুলো । তোমার মত এত ভালো লেখা আর কে লিখতে পারবে। আমরা অপেক্ষায় থাকলাম।
শুভ কামনা
২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৭
মনিরা সুলতানা বলেছেন: না আপু কাটে নাই
বেশ কিছু আবোল তাবোল লেখা হলে হয়ত একটা ঠিকঠাক লেখা বের হবে। দোয়া করবেন।
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬
উম্মে সায়মা বলেছেন: আহা অজুহাতও কত সুন্দর করে লিখলেন! তবে এবার সব অজুহাত বাদ দিয়ে গল্প-কবিতার ঝুড়ি খুলে বসেন তো আবার। আগাম শুভ কামনা।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৫
মনিরা সুলতানা বলেছেন: বাহ! অনেকদিন পর তোমায় পেলাম লেখায় । হু হু লিখবো আবার তোমাদের সাথে নিয়েই । আশা করছি ব্লগ আবার আগের মত আনন্দে ভরে উঠবে।
শুভ কামনা
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার মাঝে মাঝে মনে হয় আমার হাত ঘড়িটি আমাকে খোঁজ করে! - পরতে ভুলে গেছি অনেক দিন, সেলফোনে সময় দেখি। আমার চা এর ফ্লাক্স, হটপট। ব্যবহৃত প্রিয় যা কিছু সবই। আপনার লেখা পড়ে কেনো জানি মন বিষাদে ছেয়ে গেলো। লেখাটি বেশ ভালো লেগেছে। শুভ কামনা রইলো।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০
মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক বলেছেন , নিত্য আমাদের প্রিয় ব্যবহার্য গুলো আমাদের সত্যিই মিস করে। আর তা যদি শখের তাহলে তো দুদিকেই অভিমানের মেঘ জমে। লিখতে না পারার কিছুটা বিষাদ তো ছেয়ে আছেই লেখায়। তবে আপনাকে বিষন্ন করে দিতে মোটেও ভালো লাগছে না । আশা করছি সুন্দর লেখে নিয়ে উচ্ছ্বাস নিয়ে ফিরবেন আমাদের মাঝে।
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬
ভুয়া মফিজ বলেছেন: শুরুতেই ভয় পাইছিলাম। মাঝরাইতে ভুতের মতোন এইঘর-ওইঘরে ঘুরতে দেইখা। অন্যদের কথায় আড়িপাতা অভব্য আচরণ, সেইটা মানুষই হোক আর যন্ত্র! তবে, কমপ্যাকের দুঃখে চোখের পানি আটকাইতে পারলাম না!
সহজ কথা সহজে বলতে পারাও একটা আর্ট। আপনের রাইটার্স ব্লকের কথা কইতে এতো প্যাচাইছেন যে মনে হইলো, ব্লগে আজকাল চমস্কি মমস্কি কি সব শুনি, আপনেও সেইরকমের কোন একটা স্কি হইতাছেন।
যাউগ্গা, টাইট হয়া বইসা আপনের লেখা পড়লাম। আগেই ঠিক কইরা রাখছিলাম, এইবার একবার পইড়াই যেন হজম করতে পারি, দুইবার না পড়া লাগে। তারপরেও মনে হয় ঠিকমতো চাবানো হয় নাই। তবে, আমার এইবারের পারফরমেন্সে আমি সন্তুষ্ট।
আপনের আবার রাইটার্র ব্লকও হয় নাকি? বড়লোকদের ব্যাপার-স্যাপারই আলাদা। এই জিনিসটা আমি এখনও চোখে দেখলাম না। খুব শখ। আমার হয় টাইম ব্লক!
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২১
মনিরা সুলতানা বলেছেন: এক ঢিলে কয়েক পাখি মারতে চাইছিলাম ব্লগে দেখলাম সবাই ভূত নিয়ে লেখা শেয়ার দিচ্ছে। আমার জীবনে আমি নিজের চাইতে ভয়ংকর ভূত আর দেখি নাই। তাই শুরুতে সেরাম ফ্লেভার দিলাম।
এইসব কি বলেন !! অন্যদের কথায় আড়িপাতা অভব্য আচরণ, সেইটা মানুষই হোক আর যন্ত্র! আপনার উপর জি বাংলার অভিশাপ লাগবে কিন্তু আচ্ছা কমপ্যাক কে আপনার সহমর্মিতা জানায়ে দিব।
আহা আড়াই প্যাঁচের কমে কিছু লিখলে তো ব্লগে দাম থাকে না তাছাড়া সব সব বুঝে ফেললে তো স্কি র ভাত মারতে পারবো না।
অভিনন্দন জনাব আপনার পারফরমেন্সের জন্য; করোনায় তাহলে পড়াশুনা করছেন বলতে হবে।
সহজ কথায় কইতে গেলে এই ব্লগের কবিতা ও কবিদের শুত্রুদের অভিশাপ লাগছে আমার লেখায় সেইটা তো তো সহজ করে বলা যাচ্ছে না, তাই নাম দিয়েছি রাইটার্স ব্লক।
২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৪
মুক্তা নীল বলেছেন:
মনিরা আপা ,
কেমন আছেন ?
লেখা বন্ধ থাকলে কি হবে এসেই তো তুললেন শব্দের
ঝংকার......
অনেকদিন পর দেখে যে কি ভালো লাগছে কিন্তু আমার
প্রিয় কবিরানীর কবিতা কই ? ভালো থাকুন আপা এবং শুভকামনা জানবেন ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০
মনিরা সুলতানা বলেছেন: হ্যালো মুক্তা নীল !
আলহামদুলিল্লাহ ভালো আছি; আশা করছি আপনারা ও ভালো ছিলেন !
ইশ কী সুন্দরকরে যে বলেন আপনারা, তবে যতটুকুই বলেন পুরোটাই আপনাদের ভালোবাসার প্রকাশ। আর তাই আপনাদের কাছে ব্লগে ফিরতে পেরে আমার ও অনেক ভালো লাগছে। আশা করছি নতুন লেখা নিয়ে ফিরবো জলদি।
আপনি ও অনেক অনেক ভালো থাকুন; শুভ কামনা নিরন্তর।
২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: আপু আমার সাদা মনে কাদা নেই। আপাদমস্তক পড়ে গেলাম।প্রথমে ভাবছিলাম তসলিমা নাসরিনের 'কলকাতা প্রিয় কলকাতা'র মত কোন গদ্যকবিতার কিনা। শেষে এসে হোঁচট খেলাম।এখানে খিচুড়ি।
আমিও খিচুড়ির নমুনা দিলাম হেহেহে ্য্্য্য্্য্্য্য্য্্্য্্য্য্য্্্য্্য্য্্য্্য্য্য্্্য্্য্
২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৮
মনিরা সুলতানা বলেছেন: আহা আহা আপনার মনটা সত্যিই সাদা দাদা ! তবে আপনাকে হোঁচট খাওয়ানোর জন্য দুঃখ প্রকাশ করছি
আর আপনার খিচুড়ি সত্যি ই বেশ টেস্ট হইছে
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৫
নতুন নকিব বলেছেন:
কেমন আছেন? বহু দিন পরে আপনার পোস্ট। পুরোটা পড়িনি। পাঠের ইচ্ছে।