নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

বাসি বকুলের ঘ্রাণ

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৪



অন্য আরেক আকুন্ঠ বৈরাগ্য দিন !
অরুনাভ আবেশ শূন্যতায় খেলে ঢেউ
আগলদীঘল অনুভব বেশ;
নৈর্ঝত মেলা দৃষ্টিতে এক চিলতে কমলা রেখা
উত্তরে কনকনে হাওয়ায় বছরের দীর্ঘতম রাত।

সেই যে দশম শ্রেনী রোল নং দশ
চার' টে বাজলেই ঢং ঢং
ব্রীজের কোনে চোখে চুল এসে পরা তরুন
আড় চোখে তুলে নেয়া হাসি রাগ অভিমান
রঙচটা ডাকবাক্সে হলদে খাম-
কিছু প্রজাপতি একেঁ রেখেছিলো সে।

এলোমেলো চুল, ভারী চশমায় মুগ্ধতা রেখেছিলাম
কাঠ কয়লায় দেয়ালে শ্লোগান লিখতো
মাঝরাতে বাড়ি ফেরে, আর কবিতা পড়ে;
বৃশ্চিকে বসন্ত হয়নি দেখা
তার চিঠিতে শ্রাবন জমা আছে।

আচঁলে অমরাবতী এঁকেছিলো -
নক্ষত্র নীলে আবছায়া নাম
আমার কি দিন শেষে ফিরে যাবার কথা
সেই চৈত্রে !!!
নীলখামে ক্যাসেটের ফিতায় সাত’ টি অমরাবতী
বাসি বকুলের ঘ্রাণে আজ স্মৃতিকাতরতা।


©মন' সায়র
ছবিঃ মনিরা সুলতানা।

মন্তব্য ৭২ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



ক্লান্ত দুপুর, শান্ত সন্ধ্যায়, মনে পড়ে যায়, সেইসব বৈশাখী বেলা

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বেশ তো !

২| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি কঠিন কবিতারে বাবা!

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৫

মনিরা সুলতানা বলেছেন: ঠিকাছে পরের বার বইমেলায় বই চুরির গপ্পো লিখবো :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভকামনা জানবেন কবি।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রম্য’ দা :)

৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১

নেওয়াজ আলি বলেছেন: যে দিন গেছে সেইদিন কি আর ফিরে পাওয়া যায়

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৮

মনিরা সুলতানা বলেছেন: একেবারেই না
ফেলে আসা দিনে কেউ ফিরতে ও চায় না, শুধু স্মৃতিটুকুই স্নিগ্ধতা বিলায়।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: একখণ্ড রোমান্স যেন!
ভালোলাগা রইলো।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: বাহ !
বেশ হাওয়াই মিঠাই মন্তব্য!!!
শুভ কামনা অবিরাম।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২১

রামিসা রোজা বলেছেন:

হারিয়ে যাওয়া কিছু দিনের স্মৃতি কখনোই হারায় না---
দশম শ্রেণীতে পড়ার সময় ভালোবাসা তার মানে না ভুলে
যাওয়া প্রথম প্রেম ।
অনেক ভালো লেগেছে কবিতা ।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: আসলে কোন স্মৃতিই হারায় না, তবে সব স্মৃতি রোমন্হনে আলাদা আনন্দ! সুখ সুখ অনুভব থাকে।
দশম শ্রেনীতে ভালোবাসা , প্রেম হয় না। বয়স টাই সব কিছুতে আবেশিত হবার। ঘোরলাগা দৃষ্টি মিঠেল রোদের উজ্জলতা।
ধন্যবাদ রামিসা রোজা !
শুভেচ্ছা টুকু সব সময়ের ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬

ওমেরা বলেছেন: বাংলাদেশে , মেয়েরা যখন স্কুলে যায় , ছেলেরা নাকি মেয়েদের পিছনে লাগত , নানা ধরনের সাংকেতিক ভাষা ব্যাবহার করত , ফুল টুলও দিত মেয়েরা আবার সেসব ফুল বই এর ভিতর রেখে দিত এক সময় শুকিয়ে যেত ।এগুলো আমার শুনা কথা ।
আপুনি আপনার কবিতা পড়ে সেটাই মনে পড়ল ।
ধন্যবাদ আপুনি ।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: আমাদের সময়ে ছেলেরা পিছনে লাগত না, হয়ত এক নজর দেখার আশায় স্কুল যাবার পথে অপেক্ষা করত, বাসার আশেপাশে বাইক বা সাইকেলে চক্কর দিত বিকেলে। জেলা শহরেসবাই সবার পরিচিত মুখ ইভ টিজিং এর প্রশ্নই আসে না। হ্যাঁ সাংকেতিক ভাষা, চিঠি, ফুল ছিল সাথে ছিল মিষ্টি অপেক্ষা। ফুলটুল কেউ না দিলে ও এখন ও আমার সঞ্চয়িতা গীতাঞ্জলী তে নিজের রেখে দেয়া দোলন চাঁপা, বকুল, গোলাপ রয়ে গেছে, সাথে পাকুড়ের হলদে পাতা রাখতাম। আমরা সেসব বই এর ভাঁজে রেখে ঈদ বা জন্মদিনের কার্ড সাজাতাম। সে অন্য রকম এক সময় ছিল।

হ্যাঁ আমাদের ঘোরলাগা সময়ের গল্প ই লিখেছই।
শুভ কামনা ওমেরা।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৬

ঢুকিচেপা বলেছেন: আর একটু বড় হই তখন পড়ে এই কবিতায় কমেন্ট করে যাবো।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে ই আপনি আর একটু বড় হয়ে যাবেন, ঠিকাছে !

৯| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম চার লাইনে কয়েকটা শব্দ নতুন আমার কাছে।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১০

মনিরা সুলতানা বলেছেন: প্রথম চার লাইনের দুইটা শব্দ মৈমনসিংহ গীতিকা পড়ার সময় সংগ্রহ করেছি। দু একটা তো বহুল প্রচলিত।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ :)

১০| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর !

১১| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২৮

সোহানী বলেছেন: বরাবরের মতই সুন্দর কবি মনিরা।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা আপু :)

১২| ০৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:২১

ডঃ এম এ আলী বলেছেন:




পকৃতি প্রেমিক কবি রচিত কবিতার অর্থ নানাজনে নানাভাবে করেছেন।
যাকে বলে বহুরৈখিকতা। একটি কবিতা পাঠের পর একেকজন পাঠক
যখন একেকরকম অর্থ আবিষ্কার করে তখনই কবিতাটি সার্থক। বাসী
ফুলের ঘ্রান সহজে কেও নেয়না কিন্তু মানুষ যখন বাসী ফুলকে বলে, ঐ
সঙ্গে আমাকেও নাও, আমাকে রাখ; তখন সংসার বলে-তোমার জন্য
জায়গা কোথায়? তোমাকে নিয়ে আমার হবে কী? তোমার জীবনের ফসল
যা-কিছু রাখবার সমস্তই রাখব, কিন্তু তুমি তো রাখবার যোগ্য নও! তখন
কি গতি হবে ভাবতেও বেশ পুলক জাগে । উপমা এবং অলংকার প্রয়োগে
কবিতাটিতে যে মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায় , তা যেকোনো পাঠকের
হৃদয় স্পর্শ করে যায়। বাসী ফুলের কবিতায় ফুটে রয়েছে পাওয়া-- না
পাওয়ার এক অন্যরকম চিত্র।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: বহুরৈখিকতা। ব্যাপারটা আমার সত্যি ই ভালো লাগে। যতক্ষণ একটা লেখা শুধু লেখকের মনের ভাব প্রকাশ করে তখন পর্যন্ত লেখা টা কেবল ই ব্যক্তিগত; পাঠকের একাত্মতা আমাকে আনন্দিত করে, লেখার সার্বজনীনতা নিশ্চিত করে। না পাওয়ার এক অন্যরকম চিত্রই বটে ভাইয়া। এ না পাওয়ায় বেদনা নেই, এই না পাওয়া টুকুই আনন্দ সঞ্চয়।

অনেক অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই!
শুভকামনা সতত।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৮

ইসিয়াক বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে গেলো।

শুভেচ্ছা রইলো প্রিয় কবি।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার মুগ্ধতায় ভালোলাগা রাখলাম ইসিয়াক;
শুভেচ্ছা।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাসী বকুলের ঘ্রাণ তব করে আকুল
স্মৃতিতে ভেসে উঠে কত আনন্দ, বেদনা, ভুল।

+++++

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩০

মনিরা সুলতানা বলেছেন: ভুলগুলো সব ফুল হয়ে যাক, সুবাস ছড়াক।
ধন্যবাদ মাইদুল সরকার ভাই, শুভ কামনা।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৫

নীল আকাশ বলেছেন: কবিতা বেশ ভাল লেগেছে কবিতা সম্রাজ্ঞী!
তবে চাদ্গাজীর কবিতা লেখার প্রচেষ্টা দারুন।
খুব শিঘ্রই ভুয়া মফিজ, মা।হাসান, চাদ্গাজীর কবিতা পড়তে পারাবো আমরা!
শুভ কামনা

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ভুয়া মফিজ, মা হাসান উনারা ব্লগে অনুপস্থিত বহুদিন !
আপনি চাঁদ গাজীর স্মৃতিকথা গুলো পড়েছেন ! সেখানে উনি গদ্য কবিতাই লিখেন বহুদিন থেকে। আমি কয়েক লাইনে লিখি উনি বিস্তারিত লিখেন। এটুকুই পার্থক্য।

আপনার জন্য ও শুভ কামনা।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ছবি আপু :)

১৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

ঢাবিয়ান বলেছেন: বাহ খুব ভাল লাগলো পড়ে ।বাসী বকুলের গন্ধ পাচ্ছি যেন পড়তে পড়তে

০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: বহুদিন পর আপনাকে লেখায় পেয়ে ভালো লাগছে !
ধন্যবাদ কবিতা ভ্রমনের জন্য।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ১ম প্যারার সাথে ৩য় প্যারার
এবং
২য় প্যারার সাথে ৪র্থ প্যারার একটা ভাবার্থিক মিল রয়েছে!!

--আপনার লেখায় শব্দেরা নতুনরূপে আমাদের মাঝে কবিতা হয়ে আসে।

০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: কবিতা তো সব সময় ভাবর্থিক খেলা, বুঝে নেয়া অর্থটুকুই কবিতার প্রান।
আপনার মন্তব্যে ছাতিম সুবাস খুব।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬

জুন বলেছেন:
বাসী বকুলের ঘ্রান :-* শিরোনাম পড়ে মনটা ছাত করে উঠলো!
মনিরা কি আমাদের করোনা টেস্ট নিচ্ছে নাকি!!
উপরে ঢাবিয়ানের হয় নাই আমি শিউর কারন সে নাকে ঘ্রাণ পাইতেছে =p~

আরেকবার আসবো তখন পুরাই কবিতা নিয়ে কথা।
+

০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫০

মনিরা সুলতানা বলেছেন: ইশশ আপু আপনার সাথে আবার আমার ও বুকের আলোড়ন!
ব্যাপারটাই আসলে অনুভবের; আমার এই লাইনে পরিচিত এক ছোটবোনের মন্তব্য ছিলো -
আপু এই সর্বনাশা লাইন কোথায় পেলেন? কি লিখলেন এটা !!

হাহা ফ্রি করোনা টেস্ট নিতে পারলে তো ভালোই হত, সাধারনের জন্য।

২০| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: স্মৃতি নিয়ে সুন্দর কথকতা।

০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: আপনাগে ব্লগে দেখে ভালো লাগলো !
মন্তব্যে ধন্যবাদ।

২১| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

পদ্মপুকুর বলেছেন: কবিতায় জয় গোস্বামীর বেনীমাধব ছায়া ফেলে গেলো...
আমি তখন মালতি স্কুলে
ডেস্কে বসে অংক করি, ছোট্ট ক্লাসঘর,
বাইরে দিদিমনির পাশে দিদিমনির বর
আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
আলাপ হলো বেনীমাধব
সুলেখাদের বাড়ি...


মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম চার লাইনে কয়েকটা শব্দ নতুন আমার কাছে।
আমিও আপনার একটা কবিতায় মেহুল শব্দটা প্রথম শিখেছিলাম।

০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: বেনীমাধব গানটা আমি শুনেছিলাম ক্যাম্পাসে থাকতে, বেশ জনপ্রিয় হয়েছিলো তখন।
কিছু শব্দ তো সব সময় ই আসে, কিন্তু সেটা পাঠক মনে রেখেছে এইটুকুই সার্থকতা।
ধন্যবাদ পদ্ম পুকুর ।
শুভ কামনা !

২২| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ক্লাস সেভেনে আমার রোল নাম্বার ৭ ছিলো। আর স্কুল ছুটি হতো বিকাল ঠিক চারটা বাজে প্রবল ক্ষুধার্ত অবস্থায়। এমন করে আর কখনো রোল নাম্বার আর ক্লাস মিলে নি - না আমার না স্কুলের আর কারও - সে অনেক অনেক স্মৃতি।

মনিরা সুলতানা আপা, আপনি আমাকে ৭০ এর দশকের স্মৃতিতে নিয়ে গেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কবিতাটি লাইক সহ প্রিয়তে রাখছি। শুভ কামনা রইলো বোন।

০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৬

মনিরা সুলতানা বলেছেন: বহুরৈখিকতা
১২ নাম্বার মন্তব্যে ড: এম এ আলী ভাই যে শব্দটি এনেছেন তার চমৎকার উদহারন আপনার মন্তব্য!
নব্বই দশক এর স্মৃতিচারন কিভাবে একজন পাঠক কে সত্তর দশকে ফিরিয়ে নিয়ে গেলো !!
আপনার মন্তব্যে দারুন কবিতার সাথে একাত্মতা দেখে, দারুন ভালোলাগা কাজ করল।

শুভেচ্ছা রইলো ভাইয়া।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:১৪

বলেছেন: বাহ

চরম কবিতা —- চরণ কবি —

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৫

মনিরা সুলতানা বলেছেন: এত এতদিন পর লেখায় আপনার উপস্হিতিই আনন্দের! সাথে মন্তব্যের অনুপ্ররনা।
ধন্যবাদ।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১১

জুন বলেছেন: মনিরা তোমার কবিতায় ফিরে গেলাম সেই কৈশোরে । তোমার কবিতার মাঝে কি এক আবেশ মাখানো কিশোরীকালের গল্প, নিস্পাপ চোখ মেলে যা দেখি তাই বিস্ময় জাগে । জানালার ফাক দিয়ে ডাক পিয়নের প্রতীক্ষায় সময় গড়ায় । নীল রঙ্গা কাগজের চিঠির ভাজে গোলাপী গোলাপের পাপড়ির সুঘ্রান কি এখনো পায় কেউ ? অনেক অনেক ভালোলাগার কবিতায় অনেক ভালোলাগা ।

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২১

মনিরা সুলতানা বলেছেন: এক আবেশ মাখানো কিশোরীকালের গল্প, নিস্পাপ চোখ মেলে যা দেখি তাই বিস্ময় জাগে । জানালার ফাক দিয়ে ডাক পিয়নের প্রতীক্ষায় সময় গড়ায় । নীল রঙ্গা কাগজের চিঠির ভাজে গোলাপী গোলাপের পাপড়ির সুঘ্রান কি এখনো পায় কেউ

ইশ আপু এত সুন্দর করে লিখলেন !!! কবিতার চেয়ে কবিতার মন্তব্য ই বেশি সুন্দর!

সময় আসলে কতখানি পাল্টে গেছে যে, চিঠির ঘ্রাণ আজকাল উন্মন করে না।

অনেক অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যে।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা কম বুঝি। তারপরও যতটুকু বুঝেছি ভালো লেগেছে। সাধারণ মানুষের জন্য একটু সহজ ভাষায় লিখলে আপনার অনুভুতি বেশী লোককে জানাতে পারতেন। সবাই তো কবিতা চর্চা করে না।

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৬

মনিরা সুলতানা বলেছেন: এই যে যতটুকু বুঝে ভালোলাগা ?
এটুকুই লেখার আনন্দ :)
সহজ করে লেখার সহজ কায়দাটা দেখছি শিখতেই হচ্ছে, কিন্তু সহজ কায়দা শেখা ঠিক ততোটা সহজ নয় মনে হচ্ছে।
আসলে লিখি কম তো তাই সাবলীলতা আসে না, চেষ্টা করছি খুব।

শুভ কামনা।

২৬| ১৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: আহা বকুল ফুল....... বকুলের মালা

আর ফেরা যাবেনা আপুনি.......

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪১

মনিরা সুলতানা বলেছেন: তা কি আর যায় গো !
কেবল সুবাস টুকুই থাকে।

২৭| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২

পদাতিক চৌধুরি বলেছেন: হায়রে! এত পিছিয়ে পড়লাম? চুপি চুপি কখন পোস্টটি চলে গেল? হায় হায়

পড়ন্ত বেলায় এসে আর মন্তব্য করলাম না আপু স্রেফ হাজিরা দিলুম হেহেহে।

বকুল ফুলের সুবাসে মন ভরে গেল।

শুভেচ্ছা নিয়েন আপু।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব !
সুরভীত হোক জীবন।

২৮| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৮

মলাসইলমুইনা বলেছেন: বাসি বকুলের ঘ্রানতো আমি এতো পরে এসেও খুব পাচ্ছি দেখি ! কিন্তু স্কুলের রোল নং ১০ কেন ? আমিতো জানতাম ৫২!! সেই চৈত্রে কি আর ফিরে যাওয়া যায়? সেই চৈত্রের ঘুমহীন দুপুরের স্মৃতি শুধু মনের মুকুরে থাকে কাল বেলা সব শেষ হয়ে যাবার পরেও। স্মৃতিকাতর কবিতায় উদাসী ভালোলাগা ।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ বাসি কবিতা ও স্মৃতি' র ঘ্রাণ বিলায় বাসি বকুল সম!!
হাহাহা ঠিক ৫২ ই বুঝি জানতেন ? ২৫ হলে কি খুব বেশি কিছু পার্থক্য হত ? অথবা আগে শূন্য পরে এক :P
ফিরে যাওয়া যায় না বলেই চৈতালি বাঁশি হাহাকার হয়ে সুর তোলে। উদাস গদ্যকারের উদাসী ভালোলাগায় আমার লেখায় আসুক শ্রাবণ ঢল।
ধন্যবাদ মলা ভাই।

২৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা খুব সুন্দর দিয়েছেন! আর কবিতার কথা তো বাসি বকুলের মতই সুবাসিত, পাঠকের মনে অনুরণন রেখে যায়।
জীবনে একবারই রোল নং ১ হয়েছিল, সেটাও আবার সেই দশম শ্রেণীতেই!
দশম শ্রেণীর রোল নং দশ কে এ কবিতায় দশে দশই দিতাম, যদি শিরোনামে এবং শেষ লাইনে 'বাসী'কে বাসি লেখা হতো!
বাসী<<< বসবাসকারী
বাসি<<<< পুরনো। টাটকা নয়, এমন।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: ডিসেম্বারে লিখেছিলাম শিরোনাম খুঁজতে এবং ব্লগে দেয়র সাহস সঞ্চয় করতে সময় নিয়েছি প্রায় এক মাস। জানিনা কেন মনে হচ্ছিল হয়ত তেমন লেখা হয় নি। আপনাদের মত পাঠকের মনে অনুরণন !! আমার আমি কে সমৃদ্ধ করে নিঃসন্দেহে।

আমার ও জীবনে একবার ই রোল দশ হয়েছিলো, সেটা সেই দশম শ্রেণীতে। জানি না কতবার ডিকশনারি তে সার্চ দিয়ে তুলে এনেছিলাম বাসি, অথচ কোন অবসরে সে বসেই রইলো বাসী হয়ে। জয়তু ব্লগের এডিট অপশন ;) দশম শ্রেণীর রোল নাম্বার দশ বাসি তে হলে ও কবিতায় দশে দশ নিয়েই ছাড়লো।

কৃতজ্ঞতা সহ ধন্যবাদ খায়রুল আহসান ভাই, দারুণ কথা মালার মন্তব্যে এবং বাসী কে বাসি করাতে সাহায্য করার জন্য।

৩০| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৭

মিরোরডডল বলেছেন:



বাসি বকুলের ঘ্রানে আজ স্মৃতিকাতরতা

সত্যিই তাই মনিপু । ভালোবাসায় মাখামাখি কতো স্মৃতি, কতো অনুভব ।
মানুষ চলে যায় কিন্তু স্মৃতিটা থেকে যায় । ফুলের ঘ্রানের মধ্যে দিয়ে মনে পড়ে সেইসব দিন ।

তোমার জন্য প্রিয় চঞ্চলের কণ্ঠে জলেরগানের বকুল ফুল ।
যদিও গানের ভিডিওতে প্রিয় শিউলি ফুলকেই দেখা যাচ্ছে :)






২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৭

মনিরা সুলতানা বলেছেন: আসলেই বাসি বকুলের ঘ্রাণে স্মৃতি কাতরতা থাকে ! স্মৃতি রয়ে যায় পুরনো চিঠির সুবাসে ও।
ধন্যবাদ প্রিয় ডল, সুন্দর এই গানের জন্য।

৩১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: জুন এর প্রথম মন্তব্যটি (১৯ নং) দারুণ হয়েছে!

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২০

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে চমৎকার মন্তব্যে ব্লগ মাতানো আপনাদের কয়েক জনের সাথে জুন আপু ও নিঃসন্দেহে একজন!
শুভ কামনা সতত।

৩২| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: স্মৃতি সবসময় কাতরতা করেনা মাঝে মাঝে সুখ ও দেয়।
দারুণ শব্দচয়ন ও ছন্দময় লেখনি আপু।
শুভেচ্ছা জানাই অবিরাম।

২৭ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২

মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর বলেছেন, সত্যি ই স্মৃতি মাঝেমাঝে দারুণ অনুভবের রেশ রেখে যায়।
কবিতার প্রশংসা মন ছুঁয়ে গেলো মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সব সময় ভালো থাকার শুভেচ্ছা আপনার জন্য।

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৪

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর!

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !!
অনেক অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: কী স্নিগ্ধ, মমতায় মোড়া একেকটি লাইন! মুগ্ধ হলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০

মনিরা সুলতানা বলেছেন: আপনার মুগ্ধতায় ভালোলাগা !!
আশা করছি লেখার সাথেই থাকবেন।

৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এবারের বইমেলায় কি কোন সৌজন্য কপি পাবো B:-) ?

বরাবরের মতই কবিতা নিজ সৌন্দর্য ধরে রেখেছে।
প্লাস+++

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৫

মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই পাবেন সৈয়দ সাব ! কোন ব্লগারের টা দরকার, জানায়েন।
প্লাস ও মন্তব্যে অনুপ্রাণিত ! বহুদিন পর আমার লেখায় আপনার আগমনে আমি আনন্দিত।

৩৬| ২০ শে মার্চ, ২০২১ ভোর ৪:৫৬

মার্শাল ইফতেখার আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি! অশেষ শুভেচ্ছা কবিকে।

২২ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত মার্শাল !
আপনার ভালোলাগায় মুগ্ধতা রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.