নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

মাঘের চিঠি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

মধ্য শ্রাবণে বৃষ্টি স্নাত লেবুপাতায় দোলনচাঁপা গুঁজে ছিলাম! মেঘের খামে ছিল তোমার ঠিকানা, চিঠির ভাঁজে যে মাদকতা লুকানো সেটুকুই সেই দোলনচাঁপা আর লেবু পাতা নির্যাস। বলা ছিল তোমাকে ছুঁয়ে ফিরে আসবে তুমি তুমি স্বাদ আর ঘ্রাণ হয়ে। তোমার কণ্ঠনালী বাওয়া সুখটুকু ই এক জন্মের জমা রাখা উচ্ছ্বাস। ফুলতোলা ঐ রুমালের নকশায় নকশায় নরম আদরে মিশে থাকে।

জানো তো এইসব টুঁইচাল বেয়ে নেমে আসা কুয়াশা দিনে, টুপটাপ নেমে আসে স্মৃতির শিশির। শিউলি ফুরানো মাঘের এই সময়টুকুর ফাল্গুনে যাবার তাড়া থাকে খুব। সর্ষেফুলের পাতা ঝরে বেশ ডাগর হয়ে উঠেছে, নেই সেই মউ মউ সুখ। কেটে নেয়া ধানের ক্ষেতের মত হাহাকার সময়। এই যে আমার সখ্য সুহৃদ জীবন টুকু অন্য রকম ও হতে পারত বেশ। সুখি সুখি ঘরকন্না ফুরালে সান্ধ্য আজানের সুরে দূর হতে নাম ধরে কেউ ডাকে আমায়।

যে ডাক পাঠায় সে আমার একলা বৈরাগ্য, যে কিনা উদাস হবার বিলাসিতা টুকু সমস্তটা দিয়ে নিজের গায়ে মাখে। এই তো অল্পকটা দিন ই এমন। মাঘী পূর্ণিমা এলেই নেই নেই বুকের বাতাস টুকু ব্যস্ত হবে, পূর্ণিমার চাঁদ খুঁজে এনে বসার ঘরের ফুল ভেজানোর চাড়ি’ তে সাজানোর জন্য। তাই বৈরাগী সময় টুকুর মিঠেকড়া অনুভব ঝিরঝিরি বৃষ্টির মত, ভোরের কুয়াশার মত, বাঁশ বনের জোছনার মত গায়ে মাখতে চাই। দীপ্ত প্রাণের অভিমান নিয়ে তোমাকেই না হয় লিখি আজ সাতকাহনের দিস্তা।

আমার প্রেমিক হতে চাওয়া কেউ, আমাকে অরণ্য গহীনে ভোর দেখানোর স্বপ্ন দেখায় নি। লালঝুটি বনমোরগের রক্তিমাভতে কিভাবে সূর্যদয় নেমে আসে, বুনো ঝোপের আঙিনায় !! শুনাতে চায়নি কেউ সে অদ্ভুত নির্জন বাতাসের ঘোঙানী। ভালোবাসতো যারা, কারো ইচ্ছের ঝাঁপিতে টগর বেলি জুঁই চামেলি সাজানোর মত- কালবৈশাখি ঝরে সাগরের উনমত্ততায় চোখে চোখ রাখার গল্প তুলে রাখেনি কেউ! তুমুল বৃষ্টিতে বর্ষার নতুন পানির নির্জন বিলের মাঝে, শাপলা কুড়ানোর শখটুকু ও জানা ছিল না তাদের। পৌষের উর্বশী মিহি দিনগুলো আলতো ঝরা বকুলের শব্দের মত নিশ্চুপে অপচয় ই হল কেবল।

যেদিন দূর্বা ছায়ায় বেড়ে উঠা ঘাস ফড়িঙ এর সাথে খুব অবেলায় সখ্যতা হয়ে গেলো এক যান্ত্রিক ট্রেনের, সেদিন ই বুঝেছিলাম আমি, আমার এই সুখী ঘরকন্না আর গেরুয়া চাঁপা সুখের সখ্যতা কোনদিন ও হবে না। দিনমান বয়ে চলা অক্লান্ত নদীর স্রোত’ র মত, সমান্তরাল বেঁকে যাওয়া রেল লাইনের মত' ই রবে। একই স্রোতের পানিতে যেমন দুবার নাওয়া যায় না, তেমনি বৈরাগ্য গাহন আর গৃহসুখ অবগাহন দুই এর মিলন ঘটানো গেলো না। এখন শুধু দিনমান কোজাগর পূর্ণিমা গৃহসুখে ই অবগাহন আমার।



ছবি - মনিরা সুলতানা
মন' সায়র

মন্তব্য ৬৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



চাঁদ শুধু জোয়ার আনে, উহাকে ধরে রাখে না, সাগর ফিরে যায় আবার নিজের জায়গায়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২

মনিরা সুলতানা বলেছেন: সাগর ফিরে যায় আবার নিজের জায়গায়, কিন্তু বারে বারে ফিরে ফিরে আসে ঠিক।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা ! মন সায়র!!

মন সায়রে,ঢেউ দিল ,ঢেউ দিলরে
আকূল হয়ে দু'কূল বুঝি ভাংগল রে ।

নদীর দু পারে যেমন মিলন হয়না তা সে নদীর ভরা যৌবনে কি মরনে তেমনি বৈরাগ্য গাহন আর সুখ অবগাহনেরও কখনো মিলন ঘটানো বা ঘটার সম্ভাবনা নেই বা সম্ভব না।

আর আমাদের জীবনে যা না পাওয়া যায় ,তার ব্যাথা সারাজীবনই বড় হয়ে বুকে বাজে কিন্তু যা পেয়েছি তার হিসাব আমরা কেউ রাখতে চাইনা।অথচ যা পেয়েছি তাও কম না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪১

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ মনের সায়র ! মন সায়র !

মন সায়রে, ঢেউ দিল, ঢেউ দিলরে
আকুল হয়ে দু' কূল বুঝি ভাঙল রে ...... চমৎকার এই দুলাইনের জন্য ধন্যবাদ।


আর আমাদের জীবনে যা না পাওয়া যায় ,তার ব্যথা সারাজীবনই বড় হয়ে বুকে বাজে কিন্তু যা পেয়েছি তার হিসাব আমরা কেউ রাখতে চাইনা।অথচ যা পেয়েছি তাও কম না। আসলে এ টুকুই হচ্ছে দুঃখ বিলাসিতা।

দারুণ প্রাণখোলা মন্তব্যে অভিবাদন!!
ভালো থাকার শুভ কামনা।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অরণ্য গহীনে ভোর দেখানোর স্বপ্ন দেখানোর সময় সেশ হ'য়ে যায়নি।
আপনাকে নিয়ে আমাজন টুরের প্ল্যান আছে দুলা ভাইয়ের ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

মনিরা সুলতানা বলেছেন: দুলাভাই কে সে স্বপ্ন দেখায় নাই বা স্বপ্ন পূরণ করে নাই, সেইটাই বা আপনাকে কে বলছে :``>>
বলেছি বাকিদের কথা ;) যে এইসব স্বপ্নের মানে জানে তাকেই সিরিয়াল থেকে সিংহাসন বসিয়েছি ব্রো :P

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৯

এম ডি মুসা বলেছেন: এটা কি ছেলো, প্রতিটি লাইন রোমান্টিক ,

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

মনিরা সুলতানা বলেছেন: এইটা ছিল মুক্ত গদ্যে লেখা মাঘের কাছে আমার চিঠি!
আপনার প্রশংসায় উৎসাহ পেলাম নতুন লেখার।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৪

অক্পটে বলেছেন: সুন্দর! শব্দ নিয়ে খেলা। Dreamy!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ অকপটে, আপনার অকপট মন্তব্যের জন্য !
ভালো থাকুন সব সময়।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই টাইপের লেখাকে কি বলে।গল্প,কবিতা,প্রবন্ধ বা ফিচার বলে মনে হয় না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৯

মনিরা সুলতানা বলেছেন: এই টাইপের লেখা কে কি বলে ? জানি না কতটুকু কি হয়েছে, লিখেছি মুক্ত গদ্য ধাঁচে।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৫

সাজিদ উল হক আবির বলেছেন: কি সুন্দর লিখলেন আপা!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের মত সর্বভুক পাঠক লেখা পড়লে একটু টেনশন হয় বৈকি ;)
ধন্যবাদ সাজিদ আবির ! এক লাইনের আন্তরিকতা মন ছুঁয়ে গেলো।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৪

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর কাব্যময় দোলন চাপা আর লেবুর গন্ধ ছড়ানো মাঘের চিঠি পাঠে ভাল লাগল ।
শেষ লাইনের অপরূপ ব্যঞ্জনাময় কথাামালায় দু একটি কথা তো বলার মত অবকাশ থেকেই যায় ।
কামনা করি কোজাগরী পূর্ণিমায়-জ্যোৎস্নায় গৃহসুখে অবগাহন কালে জ্যোৎস্না-পদ্ম আসবে,
আর নিঃশব্দ মাতঙ্গে সেদিন গাঙ্গেয় উপত্যকায়- প্রেমের প্লাবন সৃষ্টি করবে।
ভূমি হবে উর্বর, মাটি কর্ষণে, অঝোর ধারায় বৃষ্টিতে সবুজ শস্য ক্ষেত্রের
বিস্তীর্ণ প্লান্তর জুড়ে মায়াময় রূপদৃশ্য হবে আর সৃষ্টি হবে মহাকাব্যের শব্দ ব্যঞ্জনা।
আমরা পাব পকৃতির রূপ রস লেবু পাতায় দোলনের মিষ্টি মিষ্টি কাব্যকথা
মনিরা সুলতানার লেখায় । তাই কোজাগরী পুর্ণিমায় অবগাহনকালে একটি
জ্যোৎস্না পদ্মের অপেক্ষায় আছি আমরা ।

শুভেচ্ছা রইল

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: মাঝে লম্বা বিরতিতে ভুলেই যাই আমার লেখক সত্ত্বা, তবে আপনাদের এই যে ছোট ছোট প্রত্যাশা আমার লেখা কে ঘিরে সেটুকুই প্রাপ্তি ব্লগিং করে ! জানি কোজাগরী অবগাহন নতুন কোন লেখার জন্ম দিবে কিনা, তবে আমার চেষ্টা থাকবে। আপনার অনুরোধ কে সম্মান জানাতে।

অনেক অনেক ধন্যবাদ আলী ভাই সব সময় লেখার সাথে থেকে উৎসাহিত করার জন্য।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৮

সোহানী বলেছেন: হায় আল্লাহ্, এইটা কি লিখলা মনিরা!!! আমার হাজার বছর সাধনা করতে হবে মনে হচ্ছে......... ;) ;) ;) ;) ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: কি লিখলাম আপু !!! এই তো হাবিজাবি, আপনাদের মত সমাজ পরিবর্তনের জন্য তো লিখতে পারি না। আপনার মত লিডার হতে আমার কোটি বছর লাগবে।
থ্যাংকস আপু সব সময়ে উৎসাহ দেয়ার জন্য।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: বাহ!! কি সুন্দর সাজানো গোছানো।
পোরে আরাম পাওয়া গেলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ দাদা !
ভালো থাকবেন।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর!!! + +
চিঠিটা মাঘের সন্ধ্যায় লেখা হলেও, শরতের শিশিরের মত শব্দগুলো নিঃশব্দে ঝরে পড়েছে, জ্যোৎস্না স্নাত মধ্যরাতের শিউলি হয়ে!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৮

মনিরা সুলতানা বলেছেন: দারুণ !! অনেক অনেক মিষ্টি মন্তব্য আহসান ভাই !
প্লাস এবং প্রশংসার জন্য ধন্যবাদ।
সব সময়ে ভালো থাকার শুভ কামনা!

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার কেনো জানি মাঝে মাঝেই মনে হয় আমরা সম্ভবত সুখের সঠিক সজ্ঞাই জানিনা। তাই আমরা সুখ ধরে রাখতে পারিনা অথবা সুখই আমাদের ছেড়ে পালিয়ে যায়। অথবা আমাদের চলার পথ ঘর সংসার এমনই যেখানে সুখ খুব একটা স্থায়ী হতে পারেন না।

লেখা ভালো হয়েছে।
ধন্যবাদ। +++


০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: সুখ আসলেই আপেক্ষিক ভাই, আপনার সুখের সংজ্ঞা আর আমার সুখের সংজ্ঞায় পার্থক্য আছে অবশ্যই। সুখ ভাইয়া ধরে রাখার জিনিস না, সুখ হচ্ছে পরিতৃপ্ত আত্মা র সৌরভ ! যে আলহামদুলিল্লাহ বলতে জানে, নিজেকে ভালবাসতে জানে সেই সুখী। এই আমার বিলাসী লেখায় দুঃখ বিলাসিতা সেটুকু লেখার আনন্দে ও সুখ মিশে আছে।

ধন্যবাদ ভাই চমৎকার কিছু লাইনের জন্য লেখায় ভালোলাগা প্রকাশের জন্য।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০১

নেওয়াজ আলি বলেছেন: খুবই চমৎকার লেখা। চিঠির যুগ যেমন শেষ গ্রামে বাঁশ বাগানও এখন কমে যাচ্ছে

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা চিঠির যুগ কি আর শেষ হয় ? এই যে লিখলাম চিঠি আর বাঁশ বাগানের দরকার কি ইনবক্স মেইল এ আসলেই দেখা হয় :P

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৮

পদ্মপুকুর বলেছেন: এই তাহলে আপনার রেললাইন? ভাগ্যিস আমি আমারটা আগে লিখে ফেলেছিলাম, না হলে সবাই বলতো- 'বাবা কারো লেখা থেকে একটু আধটু অংশ চুরি করতেই পারিস, কিন্তু সেটাও তো ঠিকঠাক পারিস না..' :D

মূল ধারণার জায়গাতে কিছুটা মিল থাকলেও আপনার উপস্থাপনা অসাধারণ হয়েছে। ব্লগার নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই টাইপের লেখাকে কি বলে। গল্প,কবিতা,প্রবন্ধ বা ফিচার বলে মনে হয় না।

আসলে এ ধরনের লেখাকে নিজের ভালোলাগার লেখা বলে, যেটা কদাচিৎ হয়ে যায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা কি যে বলেন দাদা, আমি তো নিজেই আপনার লেখা পড়ার পর ব্লগে এই লেখা পোষ্ট করতে সাহস পাচ্ছিলাম না। এক সন্ধ্যায় লিখেছি ঠিক তার ২৪ ঘণ্টা পর ব্লগে প্রকাশ করেছি আপনার দাবীর প্রেক্ষিতে। কিন্তু ব্যাপার টা ভালো লেগেছে সহ ব্লগারদের পাশিপাশি সময়ে একই ধরনের চিন্তা এবং লেখা।

আসলে এ ধরনের লেখাকে নিজের ভালোলাগার লেখা বলে, যেটা কদাচিৎ হয়ে যায়।
আপনি আমার কিছু কিছু লেখায় এমন অসাধারণ কিছু কথা বলেন যে মন ভালো হয়ে যায় ! অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যে, শুভ কামনা সতত।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪

করুণাধারা বলেছেন: টুপটাপ শিশিরের ঝরে পড়ার শব্দের মত কিছু শব্দ ঝরে যেতে যেতে কিছু বলে গেল... তার কিছু ধরতে পারলাম, কিছু হারিয়ে গেল, যাবার আগে মনে তার রেশ রেখে দিয়ে গেল...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

মনিরা সুলতানা বলেছেন: এই যে যাবার আগে মনে রেশ রেখে যাওয়া !! এ টুকুই আপনাদের ভালোবাসা আপু।
অনেক ধন্যবাদ সব সময় লেখায় উৎসাহ হয়ে থাকার জন্য।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সুন্দর মাদকতাপূর্ণ লেখা। শব্দের এমন নির্মল খেলা দেখে মনে হলো,আমি যদি এভাবে লিখতে পারতাম!!

আকাঙ্ক্ষা আর প্রাপ্তির মিলন সহজে ঘটে না।এমতাবস্থায় মানুষ আশ্রয় খোঁজে কল্পনায় আর দীর্ঘশ্বাসে। বৈরাগ্য আর গৃহসুখের অবগাহন একত্রে সম্ভব নয়।

শ্রদ্ধেয় @নুরুলইসলা০৬০৪ ভাই, এটা মুক্ত গদ্যে লেখা পত্র কাব্যের আকার ধারণ করেছে। লাইনগুলোকে বিরতি অনুসারে আলাদা করে কবিতার ফর্মে লিখলে এটা কবিতার আকার ধারণ করবে। ছন্দের ব্যাঘাত ঘটবে না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: এই যে আপনার লেখা নিয়ে অতৃপ্তি এটুকুই আপনার লেখাকে ভবিষ্যতে সমৃদ্ধ করবে তমাল !
আমার নিজের তো একটা লেখা শেষ করার পর ফেসবুক বা ব্লগে প্রকাশ করতে অনেক সাহস যোগাতে হয়। মাঝে মাঝে কাছের দু একজন ফিডব্যাক দেয়ার পর ই সেগুলো সামনে আনি। আসলে বৈরাগ্য টুকু দুঃখ বিলাস হিসেবেই ঠিকঠাক, আটপৌরে সুখ অবগাহনে মাঝে মাঝে বিবাগী হতে ইচ্ছে করে কিন্তু " বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় " এই কথা টা অ আমার বেলায় পুরোপুরি ই সত্যি।
আমি মাঝের ক' লাইন কবিতা ফর্মে রেখেছিলাম , পরে আবার পুরোটাই মুক্ত গদ্যে এনেছি।

ধন্যবাদ মোঃ মোস্তাফিজুর রহমান তমাল চমৎকার মন্তব্যে। সব সময়ে ভালো থাকুন।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০০

রামিসা রোজা বলেছেন:
হারিয়ে যাওয়া স্মৃতি হয়তোবা বিস্মৃতির আড়ালে চলে যায়
কিন্তু তা শুধু মনের মাঝেই হয়তো রয়ে যায় ।
এত চমৎকার করে শব্দের ঝংকার তুললেন যা আমার
মনের মাঝেও দোলা দিয়ে গেলো ।
অনেক ভালোলাগলো, মনিরা আপা ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: রামিসা রোজা ! আপনি ও মন্তব্যের ঘরে ভালোবাসার শব্দ ঝংকার তুলে আনলেন! আমার শুভ কামনা সব সময়ে আপনাদের জন্য।
অনেক ধন্যবাদ লেখায় চমৎকার মন্তব্যের জন্য।

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৭

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,




দু'টো জিনিষ এক সাথে হয়না, সুখি ঘরকন্না আর বৈরাগ্য। সাধু সাজা যায় , সাধু হওয়া যায়না! কাঁধে বোঁচকা-পুটুলী, দু’প্রস্থ জামা, জীর্ণ তোয়ালে আর কিছু টুকিটাকি নিয়ে হাটতে হাটতে সমুদ্রকে দূরাগত করে তুললেই সাধু হয়না। সাধু হতে হলে মানুসী জীবনকে " আল-বিদা " জানাতেই হয়।
মাঘের শীতের মতো চিঠি যে প্রেমিক বাঘের গায়ের ঠিকানায় লেখা হয়েছে , সেই বাঘই তো চিঠির মালকিনকে এক লহমায়ে গোগ্রাসে গিলতে ওৎ পেতে আছে! সে তো শীতের টুপটাপ শিশিরের শব্দ বোঝেনা, বোঝেনা - বাঁশবনের জোছনা কি মিঠেকড়া সুরে লালঝুটি বন-মোরগের মতো ডেকে ডেকে যায়, বনপলাশের পদাবলী যে কোজাগরী পূর্নিমার আলো জ্বালে মনের বাগানে বোঝেনা তাও। বোঝে শুধু নধর শরীরের ঘ্রান।
চাষী যেমন বীজ বুনে ফসলের অপেক্ষায় থাকে তেমন করে নিশির ডাকের অপেক্ষায় কেন ? এর চে' এই ভালো - গৃহ সুখেই অবগাহন করা। এই করোনা কালের মতো বলতেই হবে - "স্টে এ্যাট হোম । স্টে সেফ......" :)

একটা বিবাগী হাওয়ার হাহাকার নিয়ে চমৎকার মুক্তগদ্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: ওয়াও ভাইয়া আফটার এ লং !!
সত্যি ই অনেক অনেক দিন পর পেলাম আপনাকে আমার লেখায় ! আশা করছি ভালো ছিলেন, এবং আছেন।

আপনার এই প্রতি ছত্রের হিসাব মেলানো কাব্যিক মন্তব্য তো আমার লেখায় অন্য মাত্রা নিয়ে এলো সব সময়ের মত। সত্যি বলতে কি সাধু হবার মত মনের জোর ই হয়ত নেই, তাই মাঝে মাঝে সাধু সাজি, বিবাগী মনের আলিগলি ঘুপচি চষি ! সেই চাষাবাদেই হাহাকারের ফসল তুলি এমন দু একটা লেখায়।

ধন্যবাদ কৃতজ্ঞতা সহ লেখার সাথে সম্পৃক্ত হবার জন্য, শুভ কামনার জন্য।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনার লেখা মানেই অপরূপ সব দৃশ্যকল্প, আর আবেগের সুচারু ব্যবহার। মুগ্ধ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৪

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ চিত্র রুপময় বলতে পারেন।
ভালো লাগলো আপনার চমৎকার মন্তব্য। অনেক অনেক ধন্যবাদ এল!

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭

মলাসইলমুইনা বলেছেন: সোহানীর মন্তব্য দাড়ি কমা আর ইমোসহ এগ্রি করা ছাড়া আর কোনো মন্তব্যই এই লেখার জন্য উপযুক্ত মনে হচ্ছে না!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৮

মনিরা সুলতানা বলেছেন: সোহানী আপু তো পারফেক্ট স্বজন প্রীতি করে।
আপনার টা মানলাম না :(

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

রানার ব্লগ বলেছেন: আপনার প্রেমিক হতে চাওয়ার প্রেমিকর মনে হয় কাটখোট্টা ছিলো।

আপনার প্রেমিকদের সাথে দেখা হলে বলতাম মিয়া এই ভাবে বলেন

" বনমোরগের ঝুটির কছম কেটে বলছি ভালোবাসি"

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: হু তো সেইজন্যই তো হতে চাইবার তালিকায় রয়ে গেছে ;)
তবে আপনার এই কছমে কতদ্দুর কি হবে, সেই দায়িত্ব কিন্তু নিচ্ছি না :P

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৬

রানার ব্লগ বলেছেন: নেয়া না নেয়া আপনার ব্যাক্তিগত ব্যাপার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা :)

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

অন্তরন্তর বলেছেন: চমৎকার গদ্য কাব্য। আপনার লিখা এমনই হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে অনেক অনেক দিন পর পেলাম আমার লেখায় !! আশা করছি ভালো আছেন।
আপনাদের আন্তরিকতা লেখার আনন্দে অন্য মাত্রা আনে।

শুভ কামনা।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১২

মা.হাসান বলেছেন: আরেকজনের কণ্ঠ বাইতে সুখ লাগাটা কোনো ভালো কথা না। ৩০২ ধারা বলে একটা কথা আছে ভুলবেন না।

শিশির থেকে সাবধান, ঠান্ডা লাগাবেন না।

ঘরকন্না মনে হয় আমারো ফুরিয়ে গেছে। সন্ধ্যাকালে ডাকের অপেক্ষায় আছি।

ট্রেনের সাথে ঘাস ফড়িং বন্ধুত্ব করতে গেলে কষ্ট পেতেই হয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩২

মনিরা সুলতানা বলেছেন: হিংসা হিংসা, এইসব বুঝি ৩০২ / ৩০৪ আমদের দেখাবন না চৌধুরী সাহেব !!!

আমি শিশির থেকে সাবধানেই চলি, তাই বলে শিশির ও যে আমার থেকে সাবধানে থাকবে এমন তো কথা নেই ;)

নিশির ডাক শুনছি, সন্ধ্যার ডাক ??

দুঃখ বিলাসিতা আর কষ্টের তফাৎ আছে, জানেন তো !!!

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

ঢুকিচেপা বলেছেন: মাঘের চিঠি মাঘ মাসেই পড়ে গেলুম। চিঠি ভালো হয়েছে এবং প্রচ্ছদটার মধ্যে কত স্মৃতি জমা হয়ে আছে বোঝা যাচ্ছে।

বলা ছিল তোমাকে ছুঁয়ে ফিরে আসবে তুমি তুমি স্বাদ আর ঘ্রাণ হয়ে।
এই লাইনটা অসম্ভব ভালো লেগেছে।

একই স্রোতের পানিতে যেমন দুবার নাওয়া যায় না, তেমনি বৈরাগ্য গাহন আর গৃহসুখ অবগাহন দুই এর মিলন ঘটানো গেলো না।
এই লাইনটাও চমৎকার হয়েছে।

কোজাগর- এই শব্দটার অর্থ প্রায় বছর তিনেক আগে জেনেছি একটা গান শুনতে গিয়ে। গানটা আপনার জন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৪

মনিরা সুলতানা বলেছেন: একটু দেরিতে উত্তর দেয়ার ফাগুনের শুভেচ্ছা দেয়ার সুযোগ পেলাম। বসন্ত শুভেচ্ছা ঢুকি!

প্রচ্ছদটা আমার নিজের ই অনেক প্রিয়, প্রিয় দুই লাইন তুনে এনেছি নিজের। আমি স্মৃতি কুড়াতে, স্মৃতি জমাতে পছন্দ করি। সবার জীবনেই নানা ধরনের অভিজ্ঞতা থাকে, কেউ সেসব স্মৃতি মনে রাখে না। আমার কাছে সব স্মৃতি ই মহার্ঘ্য।

আপনার পছন্দের লাইন গুলি তুলে এনেছেন, সেটুকু তে ভাললাগ রাখলাম! কোজাগর শব্দটা কবিতা শুনতে বা পড়তে গিয়েই শিখেছিলাম। আপনার গান এর জন্য ধন্যবাদ, চমৎকার গান। এবং অবশ্যই প্রথম শুনলাম।

পাঠের মুগ্ধতা মন্তব্য চমৎকার ভাবে উঠে এসছে!! ভালো থাকবে সব সময়।

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫০

ভুয়া মফিজ বলেছেন: দাত খুলে পড়ে যাওয়ার ভয়ে মুখে হাত দিয়ে চোখ বন্ধ করে পড়ে ফেললুম। লেখা চমৎকার হয়েছে, তবে এই লেখার কোন কিছু নিয়ে মন্তব্য করার মতো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই। এটাই আফসোস!!! :-B

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৩

মনিরা সুলতানা বলেছেন: ব্রো আপনার দাঁত যে এই লেখা কচকচ করে চিবিয়ে, মচমচ করে ভেঙে ফেলার ক্ষমতা রাখে ব্লগের সবাই সে খবর রাখে, সুতরাং আপনি ভয়ে মুখে হাত দিয়েছেন ! নাকি হাসি লুকাতে মুখ ঢেকেছেন সেইটুকু আপাতত চিন্তার বিষয়। আরও চিন্তার বিষয় - এই যে মন্তব্য করার যোগ্যতা ? এমন অপরিপক্ব লেখায় মন্তব্য করার মত মিছে সময় নষ্ট করতে চাচ্ছেন না :P এই কথা টা বেশি মানাচ্ছে।
যাইহোক লাইক কমেন্টের যে খরা চলছে ;) লেখায় এসে পঠিত সংখ্যা বাড়িয়েছেন, তাতেই ধন্য মহাশয় :-B

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৯

ভুয়া মফিজ বলেছেন: বিনয় ভালো, তয় অতি বিনয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার ব্যাপারে আপনের মুল্যায়ন যথাযথ হয় নাই। আপনের লেখা অপরিপক্ক!! মশকরা করলেন মনে হয়!!!

আপনের লেখায় যথোপযুক্ত মন্তব্য করা আমার লাইগা আসলেই কঠিন একটা ব্যাপার। ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

মনিরা সুলতানা বলেছেন: বিনয় ভালো, তয় অতি বিনয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এইটা আসলে আমার ও কথা :)

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৯

জুন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইলো মনিরা অসাধারণ এক মুক্তগদ্যে।
+

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জুন আপু !!!
আপনাদের এই ভালোলাগার প্রকাশ ই আমার লেখার উৎসাহ।

২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭

মপোতোস বলেছেন: অনুভূতিকে স্পর্শ করার মতো চমৎকার মুক্তগদ্য। শুভকামনা, মনিরাপা। মাঝে মাঝে বৈরাগী হওয়া মন্দ কিছু না। সেজন্যে প্রয়োজন নিজের জন্য কিছু সময়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত মপোতোস !
আপনাদের অনুভূতি' কে স্পর্শের আনন্দটুকু লেখার প্রাপ্তি। হুম মি টাইম বা নিজের কিছু সময় বেশ গুরুত্ব বহন করে।
ভালো থাকার শুভ কামনা।

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: মুক্তগদ্য একে বারে ঝরঝরে হইছে।

আরও লিখুন।++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার ভাই !
আশা করছি ভালো আছেন।

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪০

মিরোরডডল বলেছেন:




মনিপু তোমার লেখা বুদ্ধদেব গুহর লেখা মনে করিয়ে দেয় । এতো চমৎকার বর্ণনা করো তুমি যে কিছুক্ষণের জন্য হারিয়ে যাই এর মাঝে । শ্রাবন, দোলনচাঁপা, লেবুপাতার নির্যাস, স্মৃতির শিশির, শিউলি, সর্ষেফুল , মাঘ পূর্ণিমা , শাপলা কুড়ানো শখ, ঝরা বকুল , কতো যে অসংখ্য প্রিয় শব্দের ব্যবহার , আমি মুগ্ধ আপু !

বৈরাগ্য গাহন আর গৃহসুখের দুইয়ের মিলন হয়নি বলেই সেটা সুখ মনিপু ।

গৃহসুখেই তোমার অবগাহন
বৈরাগ্যেই আমার স্বপ্নযাপন



কোজাগর পড়তেই প্রিয় গানটি তোমার জন্য

আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ
আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস






২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১০

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্য দেখে সবার আগে গান টা প্লে করলাম !!! ওয়াও দ্যাটস অসাম !! দারুণ দারুণ !!

তোমার এত সুন্দর মন্তব্যে তো আমার লেখাকে অনন্য করে ! ভালোবাসা ডল এমন আবেশিত অনুভব এর জন্য।

৩২| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ আপি

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৫৬

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা ছবি আপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.