নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

পাঠের অনুভবে সোহানী আপু\' র জীবন ও জীবিকার গল্প

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:০৫


সামহোয়্যারইন ব্লগ অঙ্গন কে নিজের আঙিনা ভাবার আরাম দায়ক অনুভব টুকু যাদের সানিধ্যে পেয়েছি। অনান্য গুরুজন সহ যে আমাকে সত্যিকার ভাবেই শাসন করার দাবীদার ! তিনি হচ্ছেন আমাদের ব্লগের মেহনতী মানুষের কন্ঠস্বর চীর নবীন ব্লগার সোহানী আপা। অসম্ভব মেধাবী পরিশ্রমী এবং নেতৃত্ব গুন সম্পন্ন আপু’ র সুদীর্ঘ বর্ণিল ব্লগ জীবন দারুণ ভাবে আমাদের সামনে উনার লেখক এবং ব্লগার পরিচয়ের সার্থকতা প্রমাণ করে।

এবারের বই মেলায় আমাদের ব্লগে' র পরিচিত মুখ প্রিয় ব্লগার সোহানী আপু’র একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। ব্লগে যদিও উনি জীবনমুখী বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখেন, কিন্তু মেলায় প্রকাশিত বই টি গল্পের বই। প্রথমত উনি চমৎকার মুন্সিয়ানা দেখিয়েছেন শিরোনাম নির্বাচনে! ততোধিক চমক ছিল আমাদের ব্লগারদের জন্য ব্লগের প্রিয়মুখ “ আহমেদ জী এস ভাইয়ার ভূমিকা অংশটুকু !!! বই এর নাম “ জীবন ও জীবিকার গল্প”


বেশ মানানসই প্রচ্ছদ সহ চমৎকার শিরোনামের এই বই মোট ১৪ টি গল্প নিয়ে সাজানো হয়েছে। এবং হ্যাঁ সব গল্প ই জীবন ও জীবিকা সংক্রান্ত। ঘুরে ফিরে জীবন সংগ্রাম বাস্তবতার কষাঘাত। আমার সব চাইতে ভালোলাগার গল্প যোদ্ধা এবং একজন হাফ মানুষের গল্প।


লেখকের কথা’ য় সোহানী আপু যেমন লিখেছেন – যদিও গল্প না বলে টুকরো টুকরো ঘটনা বলতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্পের প্রতিটি চরিত্রই আমার কিংবা আপনার পাশের কোন পরিচিত মুখ। ঠিক তাই প্রথম গল্পের প্লটের কাছাকাছি বেশ বিখ্যাত একটি হলিউড মুভি আছে। কনফ্লিক্ট ও আমাদের কাছের বা পরিবারের গল্প। জলে ভাসা পদ্মে উঠে এসছে বিশ্ববিদ্যালয় জীবনে সহপাঠীদের কথকতা। মানুষ কিংবা অমানুষ তো আমাদের দেশের ভবিষ্যৎ কালচার। পিশাচ গল্পের ঘটনা পত্রিকায় খবরে বেশ পুঙ্কখানুপুঙ্খ রূপে উঠে আসে, যদি ধরা পরে বা প্রমাণিত হয়।


সোহানী আপুর বই নিয়ে আহমেদ জী ভাই বলেছেন, ব্লগার পদ্মপুকুর, জুল ভার্ন ভাইয়া লিখেছেন। উঠে আসা সীমাবদ্ধতা নিয়ে লেখক নিজের যুক্তি সাজিয়ে সামনে এনেছেন। একজন পাঠক হিসেবে সেসব নজরে আসার পর ও আমার প্রতিক্রিয়া বই এর গল্পের পরিচিতিতেই রাখলাম। কারন লেখক বিস্তারিত ভাবে ই পাঠকদের সামনে ব্যাখ্যা দিয়েছেন। তারমানে নিজের সীমাবদ্ধতা এবং দুর্বলতা টুকু উনার নজরে আছে। এবং অবশ্যই সেই দুর্বলতা কাটিয়ে উঠবেন পরবর্তী প্রকাশনায়।

লেখা শেষে বা দিনশেষে যাই বলি যে কোন লেখকের জন্য এ এক পরম আরাধ্য ছাপার অক্ষরে নিজের লেখার প্রকাশ। আর ব্লগার রা তো প্রায় সবাই শখের লিখেয়ে, তাদের জন্য অনুভব অনুভূতি সবকিছুই অন্যমাত্রা পায় নিজের লেখা কাগজে ছাপা হলে। প্রিয় প্রিয় আপু (অবশ্যই প্রথমে উনি আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আপু) এবং সুপ্রিয় ব্লগার সোহানী আপু বই এর সাফল্য কামনা করছি।


ছবি ও লেখাঃ মনিরা সুলতানা।


মন্তব্য ৫২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:১৭

জুল ভার্ন বলেছেন: সুন্দর!!!

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
আপনার লেখা একদম পারফেক্ট পাঠ প্রতিক্রিয়া হয়েছে।
শুভ কামনা।

২| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:২০

আমি সাজিদ বলেছেন: অন্য ব্লগারদের বই নিয়েও রিভিউ চাই।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ সাজিদ !
যাদের বই হাতে পেয়েছি এবং পড়ার সময় পাচ্ছি, চেষ্টা করবো তুলে আনার সে অভিজ্ঞতা।
ভালো থাকবেন।

৩| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩১

রাকু হাসান বলেছেন:

শুভকামনা করছি..

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: রাকু হাসান যে !!! কই ছিলা ?
আচ্ছা আচ্ছা শুভ কামনা নিলাম আপুর পক্ষ থেকে :)

৪| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪১

ওমেরা বলেছেন: সামহোয়্যারইন ব্লগ অঙ্গন কে নিজের আঙিনা ভাবার আরাম দায়ক অনুভব টুকু যাদের সানিধ্যে পেয়েছি । আপনার এই কথাটাই মন ভরে গেল । আমার অনুভূতিটাও আপনাদের ব্যাপারে ঠিক এরকম। যদি আমি আপনাদের অনেক অনেক জুনিয়র এই ব্লগে । আপনাদের কয়েকজন আপু অনেক আপন মনে হয়।
আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ । এই মূহুর্তে আমি খুব আশা করছিলাম সোহানী আপুর বইটা নিয়ে এরকম একটা লিখার। আমি সোহানী আপুর বইটা পড়িনি তাই ইচ্ছা থাকলেও লিখতে পারিনি ।
আপনার মন শীতল করা লিখাটার জন্য আবারো ধন্যবাদ ।
আর সোহানী আপুর বইটার সাফল্য কামনা রইল ।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ওমেরা ! আমরা সবাই সহ ব্লগার এ এক অন্য রকম অনুভূতি।
আশা করছি বই পড়ার পর তোমার ভালোলাগা টুকু ও শেয়ার করবে।

শুভ কামনা।

৫| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: বোন সোহানীর বইটা সফল হয়েছে। সাফল্য পেয়েছে।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ তো !!
ব্লগারদের বই সফল হোক, ছড়িয়ে যাক সাহিত্য অঙ্গনে ।

৬| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:০৪

করুণাধারা বলেছেন: বইয়ের ফুলেল ছবি দেখে মুগ্ধ হলাম! ফুলদানিতে ফুল রেখে বইটা খাড়া করে ধরে তোলা? বুঝতে পারছি না।

সোহানীর বই পড়ে অনূভূতির প্রকাশ ভালো লেগেছে। বইটি বহুল পঠিত হোক, শুভকামনা।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৪২

মনিরা সুলতানা বলেছেন: আপু !! আপনার আগের লেখায় ছবি নিয়ে সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হয়েই এবারের ছবি। আপনার ভালোলাগায় আনন্দিত :)
না না ফুল গাছেই লতানো আছে, আমার ব্যালকনিতে এসে নুয়েছে!! সেই ঝুমকোর পাশে ডান হাতে বই কে ধরে অন্য হাতে ক্লিক। খুব কাছে নিলে ফুলের পাশে আমার আঙুল এসছে।

আপনার শুভ কামনা' র জন্য কৃতজ্ঞতা, অনুভূতির প্রকাশে ভালোলাগা আপু।

৭| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২০

শাহিদা খানম তানিয়া বলেছেন: ওমা! কি সুন্দর রিভিউ! সোহানী আপুর বই এর জন্য শুভকামনা রইল। এক কপি আমার জন্য চাই।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৪৫

মনিরা সুলতানা বলেছেন: তোমাকে ব্লগে দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম তানিয়া !!!
ওয়েলকাম ব্যাক! রিভিউ ভালোলেগেছে, সত্যি বলছি এটুকু লেখার আনন্দ !!!
তোমার শুভ কামনা আর চাওয়া সোহানী আপু কে জানালাম।

ভালো থেকো, ভালোবাসাতেই থেকো।

৮| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনি সোহানীকে সঠিক ফিডব্যাক দিতে পেরেছেন?

নীলসাধু সস্তা কাগজে, হেনতেন বাঁধাইতে বই বের করেছে?

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৫১

মনিরা সুলতানা বলেছেন: উঠে আসা সীমাবদ্ধতা নিয়ে লেখক নিজের যুক্তি সাজিয়ে সামনে এনেছেন। একজন পাঠক হিসেবে সেসব নজরে আসার পর ও আমার প্রতিক্রিয়া বই এর গল্পের পরিচিতিতেই রাখলাম। কারন লেখক বিস্তারিত ভাবে ই পাঠকদের সামনে ব্যাখ্যা দিয়েছেন। তারমানে নিজের সীমাবদ্ধতা এবং দুর্বলতা টুকু উনার নজরে আছে। এবং অবশ্যই সেই দুর্বলতা কাটিয়ে উঠবেন পরবর্তী প্রকাশনায়।
আমার তো মনে হয়, এর চাইতে বেশি একজন সত্যিকারের শিক্ষিত কাউকে বলার প্রয়োজন নেই। ফীডব্যাক কি কেবল কঠিন ভাষা আর খোলাখুলি আক্রমণ ? আর প্রকাশকের বাঁধাই আমার আলোচ্য বিষয় নয়।

৯| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৮

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,





জীবন ও জীবিকার গল্পে " সোহানীও একটি চরিত্র হতে পারতো যেমনটা আপনি সোহানীকে চিত্রিত করেছেন, সেভাবে। হয়তো কোনও একদিন তিনি নিজের জীবন ও জীবিকার গল্প লিখবেন।

"জীবন ও জীবিকার গল্প" বইটির সাফল্য উত্তরোত্তর বেড়ে যাক এই কামনায় ।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৫৬

মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই ভাইয়া আশা করছি আপু নিজের গল্প ও লিখবেন একদিন। আমার দেখা সোহানী আপু সত্যই ই তাই আমাদের ব্লগের মেহনতী মানুষের কন্ঠস্বর চীর নবীন ব্লগার সোহানী আপা। অসম্ভব মেধাবী পরিশ্রমী এবং নেতৃত্ব গুন সম্পন্ন!

আশা করছি আপনার শুভ কামনা আপু লেখক জীবন কে সমৃদ্ধ করবে।

১০| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১০

অধীতি বলেছেন: আরো উত্তরোত্তর সাফল্য পেতে থাকুক। ব্যস্ততায় বইমেলায় যাওয়া হচ্ছেনা। লকডাউন শেষে বইমেলা পাবো কিনা জানিনা।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:০০

মনিরা সুলতানা বলেছেন: আমি তো বই মেলায় যাবার প্রসঙ্গ বাসায় উঠানোর ই সুযোগ পাই নি। সব বই ই রকমারি জিন্দাবাদ। শুভ কামনার জন্য ধন্যবাদ।
সব সময় ভালো থাকার শুভ কামনা অধীতি।

১১| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৪২

ইসিয়াক বলেছেন: সোহানী আপুর বইটি আমি এক রঙা এক ঘুড়ির পেজে অর্ডার করেছি। আগামীকাল হয়তো পেয়ে যাবো।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:০১

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি আপনার ভালো লাগবে! আপনার বই ও খুব শিগ্রিই আমি হাতে পাচ্ছি।
শুভ কামনা আপনার জন্য।

১২| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৩৩

মা.হাসান বলেছেন: আপনার ফুল গাছটার যত্ন নিয়েন, সামনের বার আমার বইয়ের সাথে ছবি তুলতে হবে।

ব্লগের কবিতা দেখলেই আমারো কবিটা লিখতে ইচ্ছা করে, কবিতার বই বের করতে ইচ্ছা করে। প্রতিবার ভাবে পরের বার বের করবো। কিন্তু রিভিউ পড়ে মনে হচ্ছে আর চুপ করে থাকা যাবে না, এবার লিখে ফেলতেই হবে B-))

যেই রিভিউ পরে নিজেই বই লেখার সাধ জাগে সেই রিভিউ কিরকম ভালো হয়েছে তা আর আলাদা করে বললাম না।

ওনার বইটা এখনো শেষ করি নি, তবে যা পড়েছি তাতে জীবনের ছবিই দেখেছি। উনি প্যান্ডেলের বড় শিল্পী না, ঘরের গুন গুন করে গান গাওয়া বড় বোন। হৃদয়ের কাছে থাকেন।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩০

মনিরা সুলতানা বলেছেন: গাছ নিয়ে চিন্তা করবেন না জনাব, নতুন বছরে আপনার নতুন বই এর সাথে হোয়াইট হাউসের ছবি এডিট করে বসিয়ে দেবো। তাতে অন্তত একটা কপি বেশি বিক্রি হবে।
কবিতার বই এর রিভিউ কি আমাকে দিয়ে হবে #:-S ছাপোষা মানুষ আমি।
ভাগ্যিস বলেন নাই, রিভিউ কেমন হইছে, না হয় ফীডব্যাক সংক্রান্ত জটিলতায় ভুগতাম।

সত্যি ই তাই বড্ড হৃদয়ের কাছের আপু সোহানী আপু।

১৩| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:১৪

নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালোভাবে সব বিস্তারিত তুলে ধরেছেন

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আলি !
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা।

১৪| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাহ বেশ তো !!
ব্লগারদের বই সফল হোক, ছড়িয়ে যাক সাহিত্য অঙ্গনে ।

আপনার কাছ থেকে বই চাই। আশা করি আগামী বইমেলায় আপনার বই পাবো।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আমার জন্য দোয়া করবেন, বই বের করার মত সাহস সঞ্চয় করতে পারি যেন।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৮

সোহানী বলেছেন: প্রিয় মনিরা, যা তুমি লিখেছো তার উত্তর দেয়া বা তা নিয়ে কিছুর লিখার মতো ক্ষমতা আমার নেই। কারন তুমি হলে জাত লেখক। কবি হিসেবেই তোমার জন্ম। আর আমি হলাম গিয়ে পাটা পুতার ঘষাঘষির লেখক :P । মানে দীর্ঘদিন ধরে এই রাস্তায় হাটতে হাটতে কিছুটা লিখালিখির অভ্যেস গড়ে উঠছে। আর হাটাহাটির অভ্যেসের কারনেই বই বের করার মতো সাহসী হয়ে উঠি। নতুবা তুমি বা তোমার মতো বাকি মেধাবীরা যেখানে বই বের করা নিয়ে নিয়ে মাথা ঘামাও না সেখানে আমি কোথাকার কোন তেলাপোকা এ নিয়ে লাফালাফি শুরু করেছি। :D

তারপরও আত্মপক্ষ সমর্থনে অনেক কিছুই বলেছি। তারপরও আবারো বলি, তোমরা না হলে আমার লেখক হয়ে উঠা হতো না। আমি সস্পূর্ণভাবে সবসময়ই তোমাদের কথা স্মরণ করি।

আর ব্লগ অঙ্গনকে অনেকের নিজের আঙ্গিনায় রুপান্তরের পিছনে তোমার মতো একজন কারিগর নিরলস কাজ করে যাচ্ছে তা আমি কেন অনেকেই স্মরণ করবে তোমকে। বরং আমি খুবই কম সময়ই ব্লগে দেই। আর সময় সময় তো কোমড় বেধেঁ ঝগড়াও করি। কিন্তু তোমার মাঝে আছে টলটলে দীঘির জল। যেকোন সমস্যাই সে দীঘিতে হারিয়ে যায় .......

তুমি যে কবিতা লেখো তা হলে থাকতে কখনই জানতে পারি নাই। খুব লাজুক আর মিস্টি একটা মেয়ে ছিলে। আর আমরা ছিলাম হলের দস্যু......হাহাহাহা। যতদূল মনে পড়ে তোমাকে মাঝে মধ্যে আমাদের হ্যান্ডসাম ছোট ভাইয়ের সাথেই দেখতাম......হাহাহাহা। আমি আবার হাটে হাড়ি ভাঙ্গলাম না তো :P

হল জীবন নিয়ে খুব লিখার ইচ্ছে। কত কিছু যে লিখতে ইচ্ছে করে...... সময় সময় সময়!!! কিভাবে যে দৈাড়াচ্ছে ... কিছুতেই তাল মিলাতে পারছি না। তারপরও হয়তো কোনদিন ধুম করে সব ছেড়ে লিখতে শুরু করবো কিংবা পিঠে একটা ব্যাকপ্যাক নিয়ে বেড়িয়ে পড়বো............। সে জীবন আমাকে বড্ড টানে!

সবসময়ই অনেক ভালো থাকো আর এমন করে প্রানবন্ত থাকো প্রিয় কবি।

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩

মনিরা সুলতানা বলেছেন: জি আপু আপনারা পড়েন, ভালোবাসেন এবং আপনারাই কবিতা ভাবেন ! হ্যাঁ সিনিয়রদের কাছে লাজুক মেয়েটাকে কবি পরিচিতি দিয়েছেন আপনারা ই। আবার এক এক করে দু চার লাইন ই আপনাদের কাছেই শিখেছি। এই যে বলেছেন - তোমার মাঝে আছে টলটলে দীঘির জল। যেকোন সমস্যাই সে দীঘিতে হারিয়ে যায় ....... ওহ কি দারুণ !! কী যে দারুণ !!!
আর হ্যাঁ এখন ও আপনার সেই ছোট ভাইয়ের সাথে ই দেখবেন ;)

আমার তো শব্দ ই কমে যায় হল জীবন নিতে লেখার কথা চিন্তা করলে, সব সময় ই মনে হয়। সেই শালিক দোয়েল ঝিঁঝিঁ সুখ আনন্দ নিয়ে লেখার শব্দ মালা শিখে নিয়েই না হয় লিখতে বসি। আপু দুম করে সব ছেড়ে ব্যাকপ্যাক তা আমাকে দিয়েন, আমাকে ও নিয়েন জানি না এক জীবনে সেই আরাধ্য জীবনে পা ফেলতে পারবো কিনা।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০২১ ভোর ৫:০৮

সোহানী বলেছেন: প্রিয় ওমেরা, ব্লগে যে আমরা কি মায়ার বন্ধনে জাড়িয়ে আছি তা এক হেনা ভাইয়ের চলে যাওয়াতে আরো অনুভূত হলো। সে মায়ার মাঝে যে তুমিও আছো।

করুণাধারা আপু, ইদানিং কবি মনিরা যে ভাবে ফুলের পোস্ট ফেবুতে দিচ্ছে তাতে তো আমারই মনে হচ্ছে বেড়িয়ে পড়তে হবে ছবি তোলার জন্য।

জী ভাই, আমার জীবনী একটি বইতে কুলাবে না, কয়েক খন্ডের বই লাগবে.........। হাহাহাহা

মা.হাসান ভাই, নেক্সট বইমেলায় যদি আপনার বই না দেখি তবে খবর আছে কিন্তু আপনার। ঠিকানা জোগাড় করে সবাই বাসায় হানা দিবো। B-)

রাজিব ভাই, মনিরাতো বই বের করবেই সাথে আরো অনেকেই সাথে থাকবে।

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:৩৪

মনিরা সুলতানা বলেছেন: :) :)

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৯:২৫

মোঃআনারুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর উপস্থাপনায় রিভিউ ভালো লেগেছে সোহানী আপুর জন্য শুভ কামণা রইল ।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোঃআনারুল ইসলাম!
আমার লেখায় স্বাগত আপনাকে, পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা।

১৮| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !

১৯| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৯

মলাসইলমুইনা বলেছেন: বইটা পড়ার জন্য মনটা নিশপিশ করছে কিন্তু ইশ ইশ করে আক্ষেপ করা ছাড়া এখন আপাতত কিছু করার নেই ।অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম এই ভেবে যে এ'সপ্তাহেই বইটা বইমেলা থেকে আমার জন্য কেনা হবে । কিন্তু লকডাউনের ঘোষণা ভেস্তে দিয়েছে সব পরিকল্পনা । সোহানীর বইটা নিয়ে আগের লেখাগুলো আমি পড়েছি । একটা লেখা পড়ে মনে হয়েছিল ব্লগারের একটু টোন ডাউন করা উচিত ছিল গল্প আর সোহানীর লেখা নিয়ে তার মন্তব্যে । আসলে কোনো একজন লেখকের বই পড়ে একক ব্যক্তি হিসেবে আমরা শুধু নিজের ভাবনার কথা বলতে পারি । কিন্তু সেটাও যে সত্যি হবেই অন্যদের কাছে সেটাও না। তাই আলোচনা বা সমালোচনাতে আমি টোন ডাউন করে বলারই পক্ষপাতী । আপনি আপনার ভালো লাগার কথাগুলো বলেছেন সেটাই ভালো লাগলো আমার বেশি । আর হ্যা, কাগজের মান নিয়ে লেখক/লেখিকার বই আলোচনায় খুব বেশি বলার নেই বলেই আমার মনে হয় । চমৎকার করে বই নিয়ে আপনার অনুভবের কথা বলেছেন। বইয়ের গল্পগুলোর প্রকৃতিটা জানা হলো আপনার লেখা থেকে।বইটা হাতে পেতে তাই একটু দেরিই হবে মনে হয় । যাক ততোদিন আপনাদের আলোচনাগুলো দিয়েই মন ভরাই । প্রিয় ব্লগার সোহানীর বইয়ের সাফল্যের জন্য অনেক শুভ কামনা ।ভালো থাকুন ।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি আপনার নিশপিশ মন কিছুদিন আরও ইশইশ শেষে ডিসমিস হবে। বাংলার লক ডাউন আর কাকের পাখি হবার মাঝে তফাত খুব বেশি নেই। হায়হায় করে যায়যায় সব অবস্থা আর কি।
হ্যাঁ আপুর বই এর বেশ কিছু লেখা ব্লগে প্রকশিত, সে হিসেবে পড়ছেন তো অবশ্যই। তাই আলোচনা বা সমালোচনাতে আমি টোন ডাউন করে বলারই পক্ষপাতী আপনার বলা এই কথা টা আমার বেশ পছন্দের!
আচ্ছা আমরা কি আমাদের নিজেদের কে অন্যদের চেয়ে বেশি এক লাইন বুঝা ব্যাক্তি ভাবি ? একজন সহ ব্লগার হিসেবে চিন্তা চেতনায় মিল আছে, শিক্ষা দর্শনে, আর অভিজ্ঞতায় তো বটেই- এখন একটু কেন ভাবছি না পাঠক হিসেবে আমার চোখে যে অসামঞ্জস্য, দুর্বলতা বা ভুল গুলে এসেছে। বাকি দের সেটুকু ধরার ক্ষমতা নেই ? তাছাড়া ব্লগে বা লেখায় আসা প্রতিটি প্রশ্নের উত্তর আপু আগেই দিয়েছেন। ডাস্টবিন ঘাটার পক্ষপাতী আমি নই , আজীবন খুঁজে বেড়ালে ও সেখানে সৌরভ আসা করা যায় না।
অবশ্যই কাগজের মান বাঁধাই পাঠকের আলোচ্য হতে পারে না।

আপু জন্য শুভ কামনা আপনার জীবনে ও শুভেচ্ছা হয়ে ই ফিরুক।

২০| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:২৫

রাকু হাসান বলেছেন:

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫০০

লেখক বলেছেন: রাকু হাসান যে !!! কই ছিলা ?
আচ্ছা আচ্ছা শুভ কামনা নিলাম আপুর পক্ষ থেকে

আসি চুপিচুপি.. তো দিনকাল ভাল যাচ্ছে!
এবারের মেলাটা পানসে হয়ে গেল।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: চুপিচুপি আসো সেও অনেক ! ব্লগের যে অবস্থা একজন ভিজিটর তো বাড়ে :)
দিনকাল থেমে নেই তো, চলে ই যায়।
আমার মেলা এবারে শুরু থেকেই রকমারি তে যেদিন বই মেলার সময় পাল্টেছে অভিজ্ঞতা বলেছে সেখানেই শেষ।

২১| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৫

সোহানী বলেছেন: "আমার তো শব্দ ই কমে যায় হল জীবন নিতে লেখার কথা চিন্তা করলে, সব সময় ই মনে হয়। সেই শালিক দোয়েল ঝিঁঝিঁ সুখ আনন্দ নিয়ে লেখার শব্দ মালা শিখে নিয়েই না হয় লিখতে বসি।"

আমি কম করে ২/৩ বার তোমার কোন লিখা পড়ি আত্মস্থ করার জন্য। যে নিপুন দক্ষতায় শব্দ নিয়ে তুমি খেলো তা আমার কম্ম না :`> । শুধুমাত্র একজন জাত লেখকই পারে এমন করে শব্দ নিয়ে খেলতে। একেই বলে প্রতিভা। আশা করি
অনেক কিছুর চাপে এ প্রতিভাকে বিনষ্ট করতে দিবে না।

"আপু দুম করে সব ছেড়ে ব্যাকপ্যাক তা আমাকে দিয়েন, আমাকে ও নিয়েন জানি না এক জীবনে সেই আরাধ্য জীবনে পা ফেলতে পারবো কিনা।"

এমন জীবন সত্যিই আমাকে টানে। কিন্তু দায়িত্বশীল এ জীবন থেকে কোনভাবেই দীর্ঘ ছুটি নিতে পারি না। তবে এটা ঠিক যে আমি একটু হলেও বেড়িয়ে পড়ি। যখনই সময় পাই ছুটে বেড়াই। কখনো বাচ্চাদের সাথে, কখনো বান্ধবীদের সাথে, কখনো বা একা। চলে আসো এখানে... খুব ঘুরে বেড়াবো।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা আপু !

২২| ১৫ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: একটা সত্য না বললেও হয়!
এবারের বইমেলায় সোহানী আপুসহ অনেকেরই নিষেধাজ্ঞা সত্যে বইমেলায় গিয়েছিলাম। মূলত, সাহস এসেছিল একারণে যে, এই দিন সকালে করোনা টেস্ট করেছিলাম। রেজাল্ট ছিল, নেগেটিভ ;)। বিকেলে ব্লগার তারেক ভাইকে কল দিয়ে বেড়িয়ে পরি বইমেলায়। প্রিয়তমা ছিল না সাথে তাই রঙ চায়ের পেয়ালায় চুমুতে চুমুতেই ঘুরেফিরে দেখছিলাম বইমেলার পাঠক, প্রকাশক ও দর্শনার্থীদের নিরবতা। এর দু'দিন পূর্বে ব্লগার কাওসার চৌধুরী ভাইয়ের সাথে সিলেটে দেখা হয়। আলাপ হয় কিছুক্ষণ৷সময় স্বল্পতায় ঢাকা ও সিলেটে আর কারো সাথে দেখা করা সম্ভব হয়নি। তাদের সাথে চলতে থাকা আলাপচারিতায় যে অনুভূতির প্রকাশ ঘয়ে তার সাথে আমার কথার সংযোজন ঘটালে যা ফুটে,
আমাদের সমাজে ও পাঠক মহলে লেখকের আসন ধরে রাখা লেখকদের চেয়ে আমাদের সামু ব্লগের লেখকদের লেখাই কিন্তু যথেষ্ট উপরে। যদিও বর্তমানের অধিকাংশ লেখক সামুর মাধ্যমেই অবস্থান গড়ে তুলেছেন, হয়ে উঠেছেন লেখক। কিন্তু বর্তমান সময়ে সামু ব্লগকে যারা এখনো আপোন আঙিনা হিসেবে দেখে রয়েছেন সামুর সাথে তারা কিন্তু সমাজের আলোচিত লেখকদের চেয়ে যথেষ্ট উন্নতমানের সাহিত্য চর্চার পাশাপাশি সংঘটিত শৈল্পিক সাহিত্যের মাধ্যমে নিজের মনোকথা প্রকাশ করে থাকেন। কিন্তু আমাদের পাঠক মহলের অধিকাংশ জায়গা দখল করে আছে গুটিকয়েক প্রকাশনী। যদি আমাদের ব্লগারেরা এসকল প্রকাশনীর মাধ্যমে নিজেদের গ্রন্থ প্রকাশ করেন, তবে দেখা যাবে আমাদের পাঠক মহলে প্রকৃত পাঠক তৈরির মাধ্যমে এই সীমাবদ্ধতা খুব দ্রুতই কাটিয়ে উঠা যাবে। অথবা নিজেদের স্বায়ত্তশাসিত প্রকাশনীর মাধ্যমে৷

সবশেষে, জীবন ও জীবিকার গল্প পাঠকের হৃদয়ের এমন আসন দখল করুক যা আগামী তিন-চার দশক পরেও যেন একজন নতুন পাঠক এসে জীবন ও জীবিকার গল্পের পাঠ পর্যালোচনা করতে বাধ্য হয়, মুগ্ধ হয় যেন তার বাস্তবতায়।

মনিরাপু, সুন্দর পাঠপ্রতিক্রিয়ার এই পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৭

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর সৈয়দ সাহেব !!
বাহ ! এবারের বই মেলায় যাওয়া অনেক কমের মাঝে আপনাকে কে একজন পেয়ে খুশি হলাম। আপনার বলা কথাগুলোর সাথে ব্লগাররা একমত হবেন বলেই আমার ধারনা।

ধন্যবাদ চমৎকার মন্তব্যে এবং মুগ্ধ পাঠে।

২৩| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৭

জুন বলেছেন: চমৎকার একটি বই সাথে তোমার রিভিউ যেন একে অন্যের পরিপুরক মনিরা । সোহানীকে তুমি যথাযথভাবে চিত্রায়িত করেছো ।
সোহানীর লেখা আর আহমেদ জী এসের মত বিশিষ্ট ব্লগারের মুখবন্ধে বইটি একটি উচ্চ মাত্রা পেয়েছে । আমি বই বের করলে তুমি কিন্ত এমন করেই একটা পোস্ট দিও ব্লগে :)
+

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু !
এমন যেমন তেমন করে লেখা যে আপনাদের ভালো লাগে! সেটুকুই হচ্ছে ব্লগারদের ভালোবাসা।
অবশ্যই পোষ্ট দেয়ার চেষ্টা করবো আপু। আপনি বই নিয়ে ভাবেন কেবল।

শুভ কামনা জুন আপু।

২৪| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: "আমাদের ব্লগের মেহনতি মানুষের কন্ঠস্বর" - এ আন্তরিক উপাধিটা বেশ ভাল লাগলো! লেখক এ উপাধির যোগ্য বটে।

শিরোনাম এর ছবিটা চমৎকার, আলোচনা এবং প্রতিমন্তব্যগুলোও চমৎকার হয়েছে। একটা বই প্রকাশে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়; পাণ্ডুলিপি চয়ন ও প্রণয়ন থেকে শুরু করে এর সম্পাদনা, প্রচ্ছদ নির্বাচন, ফ্ল্যাপ সংযোজন, ছবি সংযোজন, ভূমিকা লেখা, এগুলো পর্যন্ত লেখকের একক উদ্যম ভূমিকা রাখতে পারে। এর পরের কাজগুলো, যেমন কাগজের মান ঠিক রাখা, বাঁধাই এর তদারকি করা, সময়মত স্টলে আনা, ইত্যাদি বিষয়ে লেখককে প্রকাশকের হাতে দায়িত্ব ছেড়ে দিতেই হয়। আর লেখক যদি সুদূর প্রবাসী হন, তাহলে তো কাজটা আরো বেশি কঠিন হয়ে দাঁড়ায়।

এত কিছুর পরেও জীবন ও জীবিকার গল্প এবারের বইমেলায় অন্যতম বেস্ট সেলার হয়ে উঠেছে, এর জন্য লেখক তো অবশ্যই প্রশংসা এবং অভিনন্দন পাওয়ার যোগ্য। আর এ বই এর বিক্রয়লব্ধ অর্থ শিশুকল্যাণে ব্যয় করা হবে, এ অঙ্গীকারের জন্যেও লেখকের সাধুবাদ প্রাপ্য।

পোস্টে দশম ভাল লাগা + +।

২১ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২১

মনিরা সুলতানা বলেছেন: আপনার আন্তরিক আলোচনা ভালো লাগলো! ভালোলেগেছে আপনার করা ছবি' র প্রশংসা এবং মন্তব্য প্রতিউত্তরে ভালোলাগার প্রকাশ। কৃতজ্ঞতা পাঠে এবং চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৫| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২২

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর আলোচনা। ...
সাথে শুভ কামনা।

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নিয়াজ সুমন !
শুভ কামনা।

২৬| ০৩ রা মে, ২০২১ রাত ৮:৩৯

মিরোরডডল বলেছেন:



যতদূল মনে পড়ে তোমাকে মাঝে মধ্যে আমাদের হ্যান্ডসাম ছোট ভাইয়ের সাথেই দেখতাম......হাহাহাহা। আমি আবার হাটে হাড়ি ভাঙ্গলাম না তো

সোহানীপু দিলোতো হাড়িটা ভেঙ্গে :)
আমাদের মিষ্টি মেয়ে মনিপুর পাশে হ্যান্ডসাম না হলে হবে !

সোহানীপুর বইটা পড়া হবে সুন ।


০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা যে হাঁড়িতে বাংলা থাকে, অথবা খালি থাকে সে হাঁড়ি ভাঙায় ভয় পায় ডল! মধুর হাঁড়ি বা গুড়ের হাঁড়ি ভাঙলে ভীর করে মৌমাছির দল :P
সোহানি আপু এখন ও তার ডিপার্টমেন্টের সেই ছোট ভাইয়ের বাহুলগ্না ই দেখে ;) তারপর ! কেমন আছো ডল ? আশা করছি সবকিছু দারুণ !!
আপু র বই নিঃসন্দেহে তোমার ভালো লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.