নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

ঈদ শুভেচ্ছা

১৩ ই মে, ২০২১ রাত ৯:৫৬


ছোট্ট এক জীবনের প্রতি পরতে পরতে মিশে থাকা আনন্দের মাঝে ঈদ আনন্দ সব চাইতে বর্ণীল। স্মৃতিতে থাকা শৈশব থেকে শুরু করে আজকের করোনা কাল। কতরূপে নানাঢঙে রঙধনু হয়ে ছুঁয়ে গেছে যে ঈদ! সব উচ্ছ্বাস মিলেমিশে ঐকতান। তবে সব স্মৃতির মাঝে আইসিং অন দ্যা কেক হয়ে আছে শৈশবদের ঈদ।

আমার মনে থাকা শৈশব আমি কাটিয়েছি পুরানো ঢাকায়। চাঁন রাত হচ্ছে সারাজীবন ই ঈদের শুরুর আরেক ঈদ! তারাবী নামাজের পর শুরু হত তারাবাতি, মেহেদী আর পটকার ফুলঝুরি। পুরানো ঢাকায় রোজার আমেজ শুরু হত শবে বরাত এর এক সপ্তাহ আগে থেকে, ঝিল্লী শুকায়ে মরিচা বাতি বানিয়ে প্রতিদিন রোদে শুকানো, তারাবাতির কালেকশন। আর শবেবরাতের রাতে পাতার বাটিতে তেহারি। এমন বৈশাখ জ্যৈষ্ঠে রোজায় দিন শেষে সবচাইতে আনন্দ জমা ছিল গামলা ভর্তি বাঙ্গি লেবু’ র শরবতে। বোম্বাই জিলাপির টুইটুম্বুর রসে। দুই টাকার বরফ কিনে আনা যেন এক একদিনের সাফল্যের মানদণ্ড ছিল বন্ধু বান্ধবদের কাছে।

ধুপখোলা মাঠে রোজার ঈদে সাত দিন আর কোরবানির ঈদে তিন দিনের মেলা বসত। আমার শৈশবের ঈদ আনন্দ সেই মেলার লাল নীল কাঁচের চুড়ি, মাটির হাড়ি বাসন। নাগর দোলায় এখনও স্মৃতি’র দোলনায় ঝুম ঝুম আনন্দ। নতুন জামা জুতা নিয়ে ঘুমের স্মৃতি অনেকেরই। কত কষ্টে নতুন জামার নকশা আর রঙ কে লুকাতে হত। ছেলেরা যেমন মরিচা বাতির জন্য মশলা সংগ্রহ করত, তেমনি বড় আপুদের দেখতাম কমলার খোসা রোদে শুকিয়ে রাখত। চাঁন রাতের দিন দুধের সর কাচাঁ হলুদ আর কমলার খোসা বেটে রাখত, সকালে গোসল করার জন্য। ভোর রাতে উঠে গোসল সেরে নতুন জামা জুতায় সাজতাম। মায়ের রান্না ঘরে ততক্ষনে মৌমৌ সুবাস! প্রিয় বন্ধুদের সাথে এরপর দে ছুট। ঈদের দিন মসজিদের সামনের রাস্তা সহ আশের পাশের সমস্তটা জুড়ে ঈদের জামাত হত, আমি ছাদে না হয় বাসার পাশের বারান্দায় অপেক্ষা করতাম নামাজ শেষ হবার। সবাই মিলে একসাথে সেজদা দেয়ার দৃশ্য ছিল অপার্থিব অনুভূতি।

এখনকার এই ভার্চুয়াল ঈদ নিয়ে কি ই বা বলার আছে? রোজার ঈদ, কোরবানির ঈদ সব ঈদ ই এখন কোভিড ঈদ ! আমাদের জীবন সময় আনন্দ সবকিছুই কেমন এক ফ্রেমে আটকে আছে। দিন শেষে এটুকু ভাবতে ভালোলাগে পরের বছর নিশ্চয়ই আমরা একটা স্বাভাবিক সময়ে ফিরে যাবো। হ্যাঁ নিশ্চয়ই ফিরবো।

ঈদ মোবারাক সবাই কে !

মন্তব্য ৫২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২১ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা

১৩ ই মে, ২০২১ রাত ১০:০৮

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি ভালো আছেন! কেমন হচ্ছে আপনাদের ওখানে ঈদ। ঈদ শুভেচ্ছা।

২| ১৩ ই মে, ২০২১ রাত ১০:০৮

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক আপু

১৩ ই মে, ২০২১ রাত ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ !
আপনার ঈদে স্মৃতি ও আমাদের সাথে শেয়ার করতে পারেন।
ভালো থাকার শুভ কামনা।

৩| ১৩ ই মে, ২০২১ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: আশা করছি ভালো আছেন! কেমন হচ্ছে আপনাদের ওখানে ঈদ। ঈদ শুভেচ্ছা।

-এবার অনেক মানুষের কাজ না থাকায়, মসজিদের ভেতরে ইদের নামাজ না হওয়ায়, ৮/৯ হাজার মানুষের জামাত হয়েছে

১৩ ই মে, ২০২১ রাত ১০:১৯

মনিরা সুলতানা বলেছেন: মনে হচ্ছে আপনারা কিছুটা ঝক্কি সামলে নিয়েছেন, এবারে আমার মা দেখলাম মসজিদে না যেয়ে বাসাতেই আছেন। নর্থ ক্যারোলিনা তে ও শুনলাম মাঠে ই বিশাল জামাত হয়েছে।

৪| ১৩ ই মে, ২০২১ রাত ১০:১৬

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,





স্মৃতির ফ্রেমে আটকানো খুশির দিনগুলোর কথা বললেন।
সময় পাল্টেছে, পাল্টেছে মানুষের আবেগ-অনুভব। সেই ফিরনী-জর্দ্দার দিনের মিষ্টি সুবাস আর নেই, আছে কেবল তেল-ঘি-মসলার তীব্র ঝাঁঝ। আছে পকেটের রেস্ত দেখানোর দম্ভ।

ভার্চুয়াল ঈদ শুভেচ্ছা ...............

১৩ ই মে, ২০২১ রাত ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক বলেছেন ভাইয়া, ভার্চুয়াল জীবনে যেন পকেটের দম্ভ দেখানোর রাস্তা আরও প্রশস্ত হয়েছে।
আপনার জন্য ও ঈদের শুভেচ্ছা।

৫| ১৩ ই মে, ২০২১ রাত ১০:৪১

নান্দনিক নন্দিনী বলেছেন: ঈদ মোবারক আপু।

১৩ ই মে, ২০২১ রাত ১০:৪২

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা নন্দিনী !
অপার আনন্দ নিয়ে আসুক ঈদ।

৬| ১৩ ই মে, ২০২১ রাত ১০:৪৮

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: পরের বছর নিশ্চয়ই একটা স্বাভাবিক ও শংকামুক্ত সময়ে ফিরে যাবো। আপনার এই আশাবাদ সত্যি হোক। ঈদ মোবারক আপু।

১৩ ই মে, ২০২১ রাত ১১:০০

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারাক মোঃমোস্তাফিজুর রহমান তমাল!
ঈদ শুভেচ্ছা।

৭| ১৩ ই মে, ২০২১ রাত ১১:১৪

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ সুন্দরভাবে গুছিয়ে অল্প কথায় ঈদের পুর্ব দিনের চাঁদ রাতের ও ঈদের প্রস্তুতি
লগনে করা আনন্দ ষ্ফুর্তীর কথা তুলে ধরেছেন লেখাটিতে । ভাল লাগল পাঠে ।

মনে পড়ে সেই ছোট কালে বিকাল বেলা হতেই অধীর আগ্রহে খোলা মাঠের ধারে
কিংবা নদীর তীরে শাউয়ালের চাঁদ দেখার জন্য পশ্চিমাকাশের দিকে অধীর আগ্রহে
তাকিয়ে থাকতাম চাঁদ দেখার জন্য, অপেক্ষা করতাম , কে কার আগে চাঁদ দেখতে
পাব । সন্ধাকাশে চাঁদ দেখার পরে আমাদের সে যে কি আনন্দ হতো , আমরা উল্লাসে
ফেটে পড়তাম । একে অন্যকে ঈদ মোবারক জানাতাম । চাঁদ দেখার পরে রাতের
উৎসব প্রায় তাৎক্ষণিকভাবে শুরু হয়ে যেতো এবং অব্যাহত থাকত রাতের মধ্য
প্রহড় পর্যন্ত । বেশিরভাগ সময় অনেক পরিবারের লোকজন স্থানীয় বাজার, মার্কেট
এবং শপিংমলগুলোতে তাদের শেষ সময়ের বাজার করতে যেতো, যা এখনো যায়
আরো বেশী করে , এ সময়ে বাজারে ঈদের কেনাকাটাও বেশ জমে উঠে । মহিলারা
সাধারণত শাড়ী সালোয়ার-কামিজ, চুড়ি, গহনা এবং কসমেটিক ক্রয় করত আর
বেশিরভাগ পুরুষরা পায়জামা পাঞ্জাবী ও জুতা আর টুপি ক্রয়ে মনোনিবেশ করত।
এই রাতে আমরা বন্ধুদের জন্য উপহার সামগ্রী ক্রয় করতাম সাধ্যমত । মা খালারা
ব্যস্ত হয়ে পড়ত ছোট বাচ্চাদের জন্য খেলনা কিনার জন্য ।ঘরে ফিরে পরের দিনের
জন্য খাবার তৈরীর জন্য প্রস্তুতিতেও হতো মগ্ন । অনেকে ব্যস্ত হয়ে পড়ত মেহেদী
দিয়ে হাত সাজাতে। চাঁদরাত আসলে সব বয়সী মানুষকে ঈদের দিনের পুর্ণ প্রস্তুতি
ও তাদের বন্ধুবান্ধব এবং বর্ধিত পরিবারের সাথে দেখা করার সুযোগ করে দেয়।

টিভিতে দেখলাম এবার ঈদে ঢাকা হতে নাকি ৬৫ লাখ মানুষ বিবিধ ভাবে জীবনের
ঝুঁকি নিয়ে নীজেদের পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ শেয়ার করার জন্য গেছে ।
শপিং মলগুলিতে চাঁদ রাতেও মানুষের কেনা কাটার ভীর দেখে ঈদ যতটা পানসে
হবে ভেবেছিলাম তা হবেনা বলে দেখা যাচ্ছে । ঈদ ভাল হোক, সকলের জন্য আনন্দ
মুখর হোক এ কামনা রইল । ঈদের পরে অনেকের আশংকা অনুযায়ী করোনার
তৃতীয় কোন ডেও যেন আছরে না পড়ে বাংলার ভাগ্যাকাশে সে দোয়াই করি
আল্লার কাছে ।

সুন্দর লেখা সমৃদ্ধ পোষ্টটির জন্য ধন্যবাদ ।

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল

১৪ ই মে, ২০২১ রাত ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার স্মৃতি তুলে এনেছেন ভাইয়া, অহ আমি তো চাঁদ দেখার আনন্দ লিখতে ভুলেই গিয়েছিলাম। আপনার বর্ননায় অনেক ছোটখাট আনন্দ উঠে এসছে। আর জীবনের ঝুকি নিয়ে ঈদে বাড়ি ফেরা টা অনেকটাই মানুষ অস্হির হয়ে উঠেছে দেখলাম। গতবারের ঈদে তবু নিজেদের মানিয়ে নিয়েছিলো , এবারে ধৈর্যের বাধঁ ভেঙেছে।
গতকাল যমুনা সেতু তার সময়কালের সবচেয়ে বেশি টোল আদায় করেছে দেখলাম। অতিমারি আমাদের জীবন কে কোনঠাসা করে ফেলেছে। তবুও আশা পরের বছর হয়ত আবার আগের আনন্দ ফিরে পাবো।

মন্তব্যে এবং পাঠে ধন্যবাদ ভাইয়া। ঈদ শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের জন্য।

৮| ১৩ ই মে, ২০২১ রাত ১১:৩৬

শেহজাদী১৯ বলেছেন: ঈদ মুবারাক!

১৪ ই মে, ২০২১ রাত ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শেহজাদী১৯!
ঈদ শুভেচ্ছা আপনার জন্য।

৯| ১৪ ই মে, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: ঈদের শুভেচ্ছা।
সুস্থ থাকুন, ভাল থাকুন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন।

১৪ ই মে, ২০২১ রাত ১২:৫২

মনিরা সুলতানা বলেছেন: আপনি ও ভালো থাকুন পরী মা দের নিয়ে , সুরভী ভাবি কে নিয়ে !

১০| ১৪ ই মে, ২০২১ রাত ১২:৪৬

মা.হাসান বলেছেন: কাল ঈদ হবে সরকার কি ঘোষণা দিয়েছে?
টেলিভিশন নাই তাই সরকারি ঘোষনা এর ওর মুখে শুনতে হয়।

যাই হোক ঈদের শুভেচ্ছা।



পোস্টের শেষে বলেছেন- ঈদ মোবারাক
হু ইজ মোবারাক? B:-) B:-)

জয় ঈদ।

১৪ ই মে, ২০২১ রাত ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: অটোপাশ জনতার অটো সরকার! সৌদি আরবে চাদঁ দেখা গিয়েছে তাই কাল অটো ঈদ আমাদের। আপনি করপিন আপনার খুশি থাকার কথা, কতকত খরচ বেঁচে গেলো ছাদে গিয়ে চাঁদ দেখা কমিটির। তাছাড়া টেলিভশনের দরকার কি ? ইন্টারনেট তো আছে, বিটিভির এপ্যস চালু হয়েছে এখন ঘরেঘরে বাতাবী লেবুর ফলনের সফল্যের সংবাদ পৌচ্ছে যাবে।

মোবারাক ছিলেন আমাদের রোকেয়া হলের হেড সিকুইরিটি ম্যান! সেকেন্ড ইন কমান্ড ছিলেন তাজুল দাদু। প্রতিবার ঈদে উনাকে স্মরন করে একবার সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদ হবে তাজুল নো মোর মোবারাক ;)

১১| ১৪ ই মে, ২০২১ রাত ১২:৪৮

জটিল ভাই বলেছেন: 'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)

১৪ ই মে, ২০২১ রাত ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: জাজাক আল্লাহ খায়রান :)

১২| ১৪ ই মে, ২০২১ রাত ১২:৫৭

ঢুকিচেপা বলেছেন: ঈদ আনন্দ মানেই হলো শৈশবের ঈদ।
বড় হলে আর আনন্দ থাকে না, থাকে দায়িত্ববোধ।
ঈদ উপলক্ষে মেলা হলো বাড়তি আনন্দ, আমাদের এখানে কখনো ঈদ মেলা হয় না।

ক‘দিন হলো যা বৃষ্টি হচ্ছে কমলার খোসা কি এবার শুকাতে পেরেছেন ?

১৪ ই মে, ২০২১ রাত ১:১০

মনিরা সুলতানা বলেছেন: কমলার খোসা তো সেই শীত থেকেই শুকিয়ে ঝরঝরা, আফসোস কাঁচা হলুদ কেনা হয়নি।
আমি তো গ্রামে ঈদ করি প্রতিবারই। সেখানে কিন্তু এখন ও ঈদ মেলা হয়। আর সত্যিই মেলা হচ্ছে বাড়তি আনন্দ!
ঈদ শুভেচ্ছা ঢুকিচেপা।

১৩| ১৪ ই মে, ২০২১ রাত ২:০২

ডঃ এম এ আলী বলেছেন:


১৫ ই মে, ২০২১ দুপুর ২:৪৪

মনিরা সুলতানা বলেছেন: আনন্দময় হোক জীবন!

১৪| ১৪ ই মে, ২০২১ রাত ২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলী!
আনন্দ ছুঁয়ে যাক ঈদে।

১৫| ১৪ ই মে, ২০২১ ভোর ৫:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদের শুভেচ্ছা।

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: সরকার ভাই ঈদ শুভেচ্ছা।

১৬| ১৪ ই মে, ২০২১ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
বাড়িতে থাকুন।
প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করুন।
নিরাপদ থাকুন। ভালো থাকুন।
ঈদ মোবারক

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার ঈদ ও হোক নিরাপদ।

১৭| ১৪ ই মে, ২০২১ দুপুর ২:৪৫

শেরজা তপন বলেছেন: ঈদ মোবারক। পরিবারের সবাইকে নিয়ে ভাল থাকুন

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারাক প্রিয় ব্লগার!
ভালো থাকার শুভ কামনা।

১৮| ১৪ ই মে, ২০২১ রাত ৮:৪৪

পুলহ বলেছেন: আমি আপনার একজন সিক্রেট এডমায়ারার। হাতে গোনা যে কয়জনের লেখা আমাকে বাস্তব থেকে কল্পনায় নিয়ে যায়- আপনি তাঁদের একজন; এ লেখাটাও ছিলো তেমনি.।.।

চমৎকার স্মৃতিচারণে মুগ্ধতা জানবেন আপু। ঈদ মোবারক। আপনার এবং আপনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনায়.।.।

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার মত চমৎকার একজন ব্লগারের কাছে অসাধারন এমন মন্তব্যে আমি সত্যিই আপ্লুত। আনন্দিত ।
কিছু অনুভব ঘোরলাগা , আর স্মৃতিচারন সব সময় ই লেখকের পাশাপাশি পাঠক কেও নিয়ে যায় নিজস্ব স্মৃতিত্।
ঈদ শুভেচ্ছা :)

১৯| ১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: কোভিড-১৯ বিলুপ্ত হয়ে যাবে, বিশ্বব্যাপী স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এ আশা নিয়েই বেঁচে আছি। কিন্তু তার পরেও যে বিশ্বে শান্তি ফিরে আসবে, সে আশাটা মনে হয় দুরাশা মাত্র। বিশেষ করে টিকা নিয়ে যে স্বার্থপরতা দেখতে পাচ্ছি, সে প্রতিযোগিতায় দরিদ্র দেশগুলোর নাগরিকেরা নাজেহাল হবে, এ কথা বলাই বাহুল্য।

সুন্দর স্মৃতিময় পোস্ট। + +

১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

মনিরা সুলতানা বলেছেন: আজকাল সত্যি ই মনে হয় এটা দুরাশা :( কারন পৃথিবী ব্যবসায়িদের হাতে পরিচালিত।
ধন্যবাদে পাঠে এবং মন্তব্যে।

২০| ১৭ ই মে, ২০২১ রাত ১১:০৬

রাকু হাসান বলেছেন:

ইদ কেমন কাটলো? :)

১৮ ই মে, ২০২১ সকাল ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ইদ আর কাটালাম কোথায় ;)
আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে, পরিবারের সবার সাথে।
আশা করছি তোমার ও কেটেছে চমৎকার ইদ ।

২১| ১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ঈদে মানুষজন যেভাবে ছোটাচুটি করে বাড়িতে গিয়েছেন তাতে খুব সম্ভব আগামী মাসে বোঝা সম্ভব এতে করে করোনার কোনো এফেক্ট আসছে কিনা? আমরা বড় ধরণের হুমকিতে রয়ে গেলাম।

আপনাকে ঈদের শুভেচ্ছা।

২০ শে মে, ২০২১ রাত ১১:১০

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ বেশ বড় ধরনের হুমকিতে আমরা রয়েই যাচ্ছি। যতটুকু ঠিক আছি এই গরীব দেশে,
সবটুকুর মহান রাব্বুল আলামিনের অপার করুনা ! আল্লাহ ভরসা।
দোয়ায় স্মরন করবেন।
ভালো থাকার শুভ কামনা ভাই।

২২| ২৩ শে মে, ২০২১ বিকাল ৪:৪৪

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: অনেক ভালো লাগলো আপু পোস্টটি পড়ে। ছোটবেলার ঈদ কে আমি অনেক মিস করি। এ ধরণের লেখা পড়লে তাই খুব নস্টালজিক হয়ে যাই।

২৪ শে মে, ২০২১ দুপুর ১২:৫২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ স্বরচিতা !
ঈদ আসলে ছেলে বেলাতেই শেষ হয়ে যায়, তারুণ্যে থাকে শুধু শপিং আনন্দ আর এরপর দায়িত্ব।
নস্টালজিকতা আপনার কাছে কি আমি জানি না, আমার কাছে আনন্দের !! আপনার স্মৃতিকাতরতা আনন্দময় হোক।

শুভ কামনা।

২৩| ০৭ ই জুন, ২০২১ দুপুর ২:৪১

মিরোরডডল বলেছেন:



ঈদ আসলো, ঈদ চলে গেলো, আপুকে আমার আর শুভেচ্ছা জানানো হয়নি ।

চাঁন রাতের দিন দুধের সর কাচাঁ হলুদ আর কমলার খোসা বেটে রাখত, সকালে গোসল করার জন্য।

আমিতো জানতাম এটা বিয়ের কনেকে করে । ঈদেও যে এরকম হয়, জানা ছিলো না ।
স্মৃতিচারণ পড়তে ভালো লাগলো ।
আগামী ঈদের অগ্রিম শুভেচ্ছা মনিপু ।

০৭ ই জুন, ২০২১ রাত ৯:২৪

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে আরেয়ে এত বাম্পার শুভেচ্ছা হয়ে গেলো !! বেশ হয়েছে দুই ঈদের মাঝামাঝি একটা ঈদ ঈদ ভালোলাগা ফিরে এসছে তোমার মন্তব্য !! পুরানো ঢাকায় আমাদের প্রতিবেশী কয়েক পরিবার ছিল বিহারী, সে পরিবারের মেয়েদের দেখতাম চাঁন রাতে মেহেদী হলুদ বাটায় ব্যস্ত থাকতে।

ভালোবাসা ডল।

২৪| ০৮ ই জুন, ২০২১ রাত ১:০৭

মুক্তা নীল বলেছেন:

মনিরা আপা ,
শৈশবের ঈদের আনন্দ এখন যেনো সোনালী স্মৃতি ....

তবে সব স্মৃতির মাঝে আইসিং অন দ্যা কেক হয়ে আছে শৈশবদের ঈদ।----আমার মনের কথাই বলেছেন ।

ভালো লাগলো আপনার স্মৃতিকথন এবং দেরিতে হলেও আমার কাছ থেকে ঈদের শুভেচ্ছা রইলো ্।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও ঈদ পরবর্তী এবং কোরবানি ঈদ পূর্ববর্তী শুভেচ্ছা।
লেখায় ভালোলাগা প্রকাশ এবং চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ মুক্তা নীল।

২৫| ১৫ ই জুন, ২০২১ রাত ১১:২৫

ডঃ এম এ আলী বলেছেন:
এই ঈদ শুভেচ্ছাকে কি ঈদুল আজহা পর্যন্ত কি টেনে নিবেন !
যাহোক, নতুন কোন পোষ্ট আছে কিনা দেখতে এসেছিলাম।


শুভেচ্ছা রইল

১৬ ই জুন, ২০২১ রাত ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: আসলেই দুই ঈদের মাঝের সময় এত কম যে ফিতর ঈদ টেনে আনায়েসে আজহা তে নেয়া যায়। তবে আমার এ টেনে নেয়া ইচ্ছে কৃত নয় ভাইয়া। একেবারেই লিখতে পারছিলাম না বেশ অনেকদিন। লম্বা বিরতির পর কিছুক্ষণ আগেই নতুন লেখা দিয়েছি।
আপনার নতুন পোষ্ট দেখেছি, মন্তব্য করা হয়ে উঠে নি।

ধন্যবাদ ভাইয়া আমার লেখায় আগ্রহ প্রকাশের জন্য।

২৬| ১৬ ই জুন, ২০২১ রাত ৩:২১

মলাসইলমুইনা বলেছেন: মনিরা সুলতানা,
ভালো আছেন আশাকরি। আপনার ঈদ রান্নাবান্নার লেফট ওভার নিশ্চই এখনো ফ্রিজে আছে ? তা দিয়ে চলে আসা কোনো বর্ষণমুখর কোনো লাঞ্চ বা ডিনারে বসে দেরিতে হলেও আমার ঈদের খাদহীন মানে নিখাদ শুভেচ্ছা নেবেন। আচ্ছা,আমার নদীতো আত্মীয়ের কোনো নিউজতো জানিনা। কেমন আছেন নদীতো আত্মীয় ? এই কোভিডে কোনোদিন টুপ্ করে মরে গেলে আর তার কবিতা পড়া হবে না। তাকে বলবেন মাঝে সাঝে ব্লগে আসতে । ভালো থাকুন ।

১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ এই ক্রান্তিকালে আল্লাহর রহমতে সুস্থ্য আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন? ইশ লেফট ওভারে কেনো ? আপনাকে বর্ষায় খিচুড়ি আর ইলিশে শুভেচ্ছা নিতে চাই। আপনার নদীতো আত্মীয় কে ফেসবুকে আপনার এই বার্তা জানিয়েছি। তবুও আশাবাদী যদি তাকে চিনে নেয় তাহলে হয়ত খবর জানাতে পারবে সে। ব্লগে র মোবাইল নেটওয়ার্ক ব্লক থাকায় ব্লগে প্রবেশাধিকার সংরক্ষিত হয়ে আছে আপনার নদীতো আত্মীয়ের। তাছাড়া আজকাল আমার পরিচিত সব কবি ই কবিতা কে দূরে রেখেছে দেখতে পাচ্ছি।

আপনার জন্য ও শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.