নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগিতা - অতীতের স্পর্শ

২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:০৯

পুরানো যে কোন ধরনের স্থাপত্য আমাকে সব সময় ই আনন্দ দেয়, যেমন আনন্দ পাই শিলা পাথর আর পাহাড় স্পর্শ করে। খুবকাছে যেয়ে ছুঁয়ে অন্য রকম অপার্থিব এক ঘোর লাগে। ছুঁয়ে দিলেই মনে হয় অনাদি কাল থেকে ঠিক এখানে স্পর্শ করা হাতগুলোর সাথে আমার ছুঁয়ে দেয়া ও বিলীন হচ্ছে। ব্লগের এই অসাধারণ ছবি প্রতিযোগিতার উৎসবের রঙে নিজেকে রঙিন করলাম। আমার সংগ্রহের প্রিয় কিছু স্থাপিত্যর ছবি সহ।
১- মধ্য দুপুরের আলোর নাচন

স্থান- দিল্লী

২- পাথরের জলছবি

স্থান - দিল্লী

৩- উপচানো সুখ বেঁধে রাখে যত্ন আদরে

স্থান- জয়পুর ইন্ডিয়া

৪- বন্ধ জানালায় গুমরে উঠে আজও কান্না

স্থান- আলোয়ার রাজস্থান

৫- বঁধু কোন আলো লাগলো চোখে!

স্থান- আম্বার ভিলা রাজস্থান

৬- ধীর স্থির অটল অবিচল

স্থান - তুঘলগাবাদ দিল্লী

৭- আকাশ ছুঁয়ে মেঘের আদর

স্থান- জয়পুর ইন্ডিয়া

৮- ইতিহাসের জলাবদ্ধতা

স্থান- লক্ষনউ ইন্ডিয়া

৯- বাণিজ্যিক ভালোবাসা

স্থান- নিমরানা জয়পুর ইন্ডিয়া


১০- ধংসস্থুপে স্পর্ধার প্রকাশ

স্থান- গুরগাঁও

১১- যদি প্রাসাদের ভিতরের গল্পগুলো ও এমন কালিমামুক্ত হত!
স্থান হরিয়ানা

১২- আমি বুকে ধরে রাখি ইতিহাস

স্থান- লখনউ ইন্ডিয়া

নিজেকে একজন পথিক ছবিয়াল হিসেবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতেই পারি। হাতে মুঠোফোন ক্যামেরা আসবার পর তো এক এক যন্ত্রণা। নিজের চোখে কম ক্যামেরার চোখে বেশি দেখি। আমার ফেসবুক বন্ধুরা ব্লগের ব্লগার রা ও কমবেশি সেসব ছবি দেখার অত্যাচার সহ্য করেন। আজকাল আমার বাচ্চারা পথে আমার পাশাপাশি চলার চেয়ে সামাজিক দূরত্ব বেশি বজায় রাখে। কখন আমি মাঝ রাস্তায় ফুল লতা পাতার ছবি নিয়ে ব্যস্ত হয়ে হয়ে যাই সে জন্য। কিন্তু সেসব ছবি তে আর যাই হোক কোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা যে যায় না সেটুকু আমিও বুঝি, কিন্তু প্রিয় প্রিয় সব ব্লগারদের পাশাপাশি ও থাকতে ইচ্ছে করছে। তাই ব্লগের ছবি প্রতিযোগিতার যূথবদ্ধতায় সামিল হলাম।

মন্তব্য ৬৪ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার ছবি ব্লগ

২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জলদস্যু !
এতএত ব্যস্ত সময় যাচ্ছে যে, আনন্দ নিয়ে ব্লগের এই ছবি উৎসবে মন্তব্য ও করে উঠতে পারছি না।

২| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৭

নিয়াজ সুমন বলেছেন: চমৎকারে পোস্ট। সুন্দর সুন্দর অনেক জায়গা ভ্রমণ করলাম ফ্রিতে.. :)

২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৩

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে না এই দুনিয়ার ফ্রি কিছু আছে নাকি ?
একটা লাইক আর কমেন্ট খরচ করতে হলো যে ;)

ধন্যবাদ সুমন আমার ছবি ব্লগ ভ্রমণের জন্য।

৩| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন্স আপি

২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৮

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম ধন্যবাদ ছবি আপু।

৪| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার।+

২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার !
ভালো থাকার শুভ কামনা আপনার জন্য।

৫| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

মিরোরডডল বলেছেন:




অবশেষে মনিপু ভিন্নধর্মী ছবি নিয়ে অংশ নিলে ।
মনে হচ্ছিলো কিছুক্ষণের জন্য প্রাগৈতিহাসিক কোন সময়ে চলে গিয়েছিলাম ।
শুভেচ্ছা আপু।




২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫০

মনিরা সুলতানা বলেছেন: আর বোলো না কি যে ব্যস্ত সব দিন যাচ্ছে ! সবার সাথে একাত্ম হতে পেরে আমার ও ভালো লাগছে।
ভালোবাসা ডল।

৬| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১

সোহানী বলেছেন: অবশেষে আসলা। আমিতো ভাবলাম ফুলের ছবিতে ভরে যাবে। কিন্তু নিয়ে এলে জুনআপুর ইতিহাস। ;)

দারুন সব ছবি দেখলাম।

২৭ শে জুন, ২০২১ রাত ৮:২৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা আপু , আমার ফুলের ছবি দেখে দেখে তো সবাই বিরক্ত। তাই এই লাইনে আসলাম।
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য।

৭| ২৭ শে জুন, ২০২১ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,





একজন পথিক ছবিয়ালের পথ থেকে পথে ঘুরে তোলা ইতিহাস।
পাথরের বুকে অনাদি কাল থেকে লেগে থাকা হাতের স্পর্শে আপনার ছুঁয়ে দেয়া হাতের স্পর্শ আমরাও চোখ দিয়ে স্পর্শ করে গেলুম।

২৭ শে জুন, ২০২১ রাত ৮:৫০

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো আপনার চোখের স্পর্শের পাতায় উঠে আসা প্রকাশ।
সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
সব সময়ে ভালো থাকার শুভ কামনা।

৮| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভিন্নধর্মী ব্লগ - চমৎকার ছবিগুলোর মাধ্যমে আপনি আমাদের বেশ কিছু প্রত্নতাত্বিক দর্শনীয় স্থানে ভ্রমণ করিয়ে আনলেন !

২৭ শে জুন, ২০২১ রাত ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ, আমার লেখায় আপনাকে স্বাগত!
লেখায় মন্তব্য এবং ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা।
শুভ কামনা অনিঃশেষ।

৯| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:০৩

ঢুকিচেপা বলেছেন: অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো।
প্রতিটা ছবিই চমৎকার হয়েছে। পুরাতন স্থাপনা দেখতে আমারো ভালো লাগে।

শুভকামনা রইল।

২৭ শে জুন, ২০২১ রাত ১০:১৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা !
হ্যাঁ অংশগ্রহণ করতে পেরে আমিও আনন্দিত!
ভালোলাগার প্রকাশে শুভেচ্ছা।

১০| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:১৫

ইসিয়াক বলেছেন:
আপু আপনার ছবি তোলার হাত বরাবরই দক্ষ।

কি বলবো? আমি মুগ্ধ
বাকরুদ্ধ।
বারবার দেখে নিজেকে
করি সমৃদ্ধ।

শুভ কামনা রইলো।

২৭ শে জুন, ২০২১ রাত ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কবি ইসিয়াক !
মুগ্ধতার প্রকাশে আমি আনন্দিত।
আপনার জন্য ও শুভ কামনা।

১১| ২৭ শে জুন, ২০২১ রাত ১০:৩৬

শেরজা তপন বলেছেন: এত দেরিতে কেন?
যা হোক শেষ পর্যন্ত আপনার গুপ্তধন এব্র করলেন এই ঢের :)
ছবি গুলো নিঃসন্দেহে সুন্দর তবে বর্ণনাগুলো চরম নান্দনিক-অতিপুরনো এই স্থাপত্যগুলোর সাথে চমৎকার মানানসই!

আপনার সাফল্য কামনা করছি।

২৭ শে জুন, ২০২১ রাত ১০:৪৮

মনিরা সুলতানা বলেছেন: শুধু এইসব অতি পুরাতন ভবন নিয়েই আরও তিন টা পোষ্ট দেয়ার মত ছবি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এত ব্যস্ত সময় যাচ্ছে কয়েক মিনিট চিন্তা করে শিরোনাম লেখার মত অবসর নেই। আপনি জুন আপু , মলা ভাইয়া, সোহানী আপু বেশ কয়েকজন চেয়েছেন তাই আপনাদের সাথে একাত্মতা প্রকাশে করতেই চলে আসা। তবে এমন খুব সাধারণ বর্ণনা তে যে আপনি প্রশংসা বাক্য রেখেছেন ! আমি আপ্লুত।

ধন্যবাদ চমৎকার মন্তব্যে পাশে থাকার জন্য।

১২| ২৭ শে জুন, ২০২১ রাত ১১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছবিব্লগ সুন্দর হয়েছে। ভারতে দেখার মতো এতো এতো যা লিখে বলে শেষ করা যাবে না। জয়পুর দেখার মতো এক দেশ। দিল্লি অথবা লখনৌতে কি পান (পান সুপারি) খেয়েছেন?

২৮ শে জুন, ২০২১ দুপুর ২:২৯

মনিরা সুলতানা বলেছেন: একদম সত্যি বলেছেন, আমি নিজেও খুব কম ই দেখেছি। বাচ্চারা ছোট হাসবেন্ড অফিস নিয়ে ব্যস্ত সব মিলিয়ে হাতের কাছে যা পেয়েছি সেটুকুই দেখেছি। আমার মুম্বাই বসবাসের সময়ে সেখানকার চৌপাঠি তে বানারাসি পান সুপারির অভিজ্ঞতা হয় প্রথম। এরপর তো বিয়ে বাড়ি বা অন্যান্য যায়গায় প্রচুর খেয়েছি।

ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে সাথে থাকার জন্য।

১৩| ২৮ শে জুন, ২০২১ রাত ১২:০৮

অপু তানভীর বলেছেন: ইন্ডিয়াতে ভ্রমনের ইচ্ছে আমার অনেক দিনের । যে সব স্থানের ছবি দিয়েছেন, (বিশেষ করে জয়পুরের) প্রতিটা জায়গাতে চাওয়ার প্লান করে রেখেছি । এই ছবি ব্লগ দিয়ে যাওয়ার ইচ্ছেটা আরও বাড়িয়ে দিলেন ।

২৮ শে জুন, ২০২১ দুপুর ২:৩১

মনিরা সুলতানা বলেছেন: হাতে সময় থাকতেই ঘুরে আসতে পারেন, টাকা র জন্য অপেক্ষা করলে ইতিহাস অন্য হবে। আপনার সুপরিকল্পিত পরিকল্পনার সাফল্য কামনা করছি।

শুভ কামনা।

১৪| ২৮ শে জুন, ২০২১ রাত ১২:৪০

শায়মা বলেছেন: ছবি আর ছবির নামগুলো দেখে তো আমি মুগ্ধ!!! :)

২৮ শে জুন, ২০২১ দুপুর ২:৩১

মনিরা সুলতানা বলেছেন: আর আমি তোমাকে আমার পোষ্টে পেয়ে :)

১৫| ২৮ শে জুন, ২০২১ রাত ২:০২

ডঃ এম এ আলী বলেছেন:
অতিতের স্মৃতিময় সব ছবিই খুব সুন্দর হয়েছে ।
এর মধ্যে ১ , ৫ ও ৮ নম্বরটি আমার বিশেষ
দৃষ্টি আকর্ষন করেছে , বিশেষ করে ৫ নং ও
৮ নম্বরটি । আমার মনে হয় এ দুটির পিছনে
দারুন কোন ইতিহাস আছে ।

শুভেচ্ছা রইল

২৮ শে জুন, ২০২১ দুপুর ২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: একেই বলে জহুরীর চোখ, জি ভাইয়া প্রতিটি ছবি ই ইতিহাস আছে। আমি আসলে সেভাবে বর্ণনায় যাইনি একেবারেই হাতে সময় ছিল না।
১- এ ছবি টি বহুল পরিচত দিল্লির (মানমন্দির) যন্তরমন্তরের পিন পয়েন্ট।
৫- নাম্বার ছবিটি জয়পুরের ঐতিহাসিক এক ভিলার। জয়পুর ভ্রমণে সেখানে অতিথি হয়েছিলাম। অন্দর মহলের রানীদের আদলে এই ছবিগুলো সেখানে সৌন্দর্য বর্ধন করেছিল।
৮- এই ছবিটা লখনউর ইমামবাড়ায় কূপ বা কুয়া ভুলভুলাইয়ার পার্শ্ববর্তী। এটি বিভিন্ন ভাবে ব্যবহত হত। প্রথমত মূল প্রবেশ পথে কে বা কারা প্রবেশ করছে সেটা পর্যবেক্ষণ করা হত। আবার শত্রুর আক্রমণে এক কূপে ডুব দিয়ে পার্শ্ববর্তী নদীতে চলে যাওয়ার ব্যবস্থা ও ছিল।

১৬| ২৮ শে জুন, ২০২১ সকাল ৭:২৩

মলাসইলমুইনা বলেছেন: জাদিদ সাহেবের দেয়া ক্রাইটেরিয়া পুরোপুরি মেনে চলেছেন বুঝলাম ফটো ব্লগে। আপনার ফটো ব্লগটাতে অতিরিক্ত ভ্রমণের বর্ণনা নেই দেখে ফটো ব্লগই মনে হচ্ছে। অনেক ব্লগ বর্ণনার ভারে আর ফটো ব্লগ থাকেনি সচিত্র ভ্রমণ ব্লগ হয়ে গেছে । তারপরেও আপনি আরেকটু বর্ণনা দিতেই পারতেন আমাদের মতো কিছু ভূগোলজ্ঞদের জন্য। লখনৌর ব্যাপারটা কি ? কোনো রাজপ্রাসাদের ভেতরের কুয়ো বা তেমন কিছু? নিমরানা জয়পুরের 'বাণিজ্যিক ভালোবাসাটা' কি?এটা কি জয়পুরের কোনো পুরোন রাজপ্রাসাদ নাকি কনটেম্পোরারি কোনো হোটেল /মোটেল ধরণের কিছু? পিঙ্ক সিটির একটা পিঙ্ক কিছু আশা করেছিলামতো। ব্যতিক্রমী হয়েছে ব্লগ আর সুন্দরও।

২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:২৫

মনিরা সুলতানা বলেছেন: যেভাবে ই দিয়েছে বা দিতে পেরেছি তার কৃতিত্ব, যে কয়েকজন প্রিয় ব্লগারে। তাদের মাঝে আপনি একজন! এত ব্যস্ত সময় যাচ্ছিলো ব্লগে ঢু দেয়ার ও সময় ছিল না। এই এই সময় স্বল্পতায় ব্লগ মডারেটরের দেয়া ক্রাইটেরিয়া সত্যি ই সাহায্য করেছে এবং মেনে ও চলেছি।

ওরে বাবা !! আপনাদের কে নতুন কোন তথ্য দেয়ার মত জ্ঞান ই আমার নেই ভ্রাতা। লখনৌর ইমামবাড়া তে এই কূপ খনন করা হয় ১৭৮৪-১৭৯৪ নাবাব আসাফ উড দউলা র সময়ে। প্রধানত পানি সংক্ষনের ব্যবস্থা ছিল এটা , প্রধান ফটক রুমি দরজা দিয়ে প্রবেশের পর্যবেক্ষণ ও করা যেত। এবং গুপ্ত পলায়ন পথ ও ছিল, শত্রুর আক্রমণে।

নিমরানা দুর্গ জয়পুর আর দিল্লির মাঝামাঝি অবস্থিত। রাজস্থানের এই দুর্গ কে হেরিটেজ রিসোর্ট হিসেবে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হয়। এবং সেই বাণিজ্যিক ভালোবাসার ই প্রকাশ দেখতে পাচ্ছিলেন ছবি তে। একদম ঝাঁ চকচকে সাজানো গোছানো। প্রায়শই হিন্দি সিনেমার শুটিং ও চলে। সুশান্ত সিং রাজপুতের শুদ্ধ দেশি রোমান্স সিনেমার সেই গুলাবী গানের বেশির ভাব চিত্রায়ন সেখানেই হয়েছে।

অনেক ধন্যবাদ ভাইয়া আমার এমন যেনতেন পোষ্টে চমৎকার মন্তব্যের জন্য।

১৭| ২৮ শে জুন, ২০২১ সকাল ৯:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পুরনো স্থাপত্যের ছবিগুলো সত্যিই অসাধারণ যা ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। সবমিলিয়ে ছবিগুলো চমৎকার হয়েছে।

২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:২৭

মনিরা সুলতানা বলেছেন: ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক বলেই আমার আগ্রহ একটু বেশি কাজ করে, আমি সব সময় এর পিছনের গল্প খুঁজি।
আপনার এক লাইনের প্রশংসা মন ছুঁয়ে গেলো। ধন্যবাদ সাথে থাকার জন্য।

১৮| ২৮ শে জুন, ২০২১ সকাল ১০:৪৪

হাবিব বলেছেন: অমায়িক ছবি ব্লগ। শুভকামনা আপু

২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:২৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার ! আশা করছি ভালো আছেন।
আপনার জন্য ও শুভ কামনা।

১৯| ২৮ শে জুন, ২০২১ সকাল ১০:৫৩

সুমন জেবা বলেছেন: ইতিহাস সমৃদ্ব ছবি ..ভালো লাগা ..

২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:৩১

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত সুমন জেবা।
আপনার ভালোলাগায় আপ্লুত হলাম।

শুভ কামনা।

২০| ২৮ শে জুন, ২০২১ সকাল ১১:১০

নীল আকাশ বলেছেন: ছবির চাইতে লেখা / হেডীংগুলি মনোযোগ দিয়ে পড়লাম। দারুন লেগেছে। কয়েকটা ছবি খুব পছন্দ হয়েছে।
খুব সুন্দর পোস্ট।

২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নীল আকাশ !
পোষ্টের প্রশংসায় ভালোলাগা।
অনেক শুভ কামনা।

২১| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৪:০১

ভুয়া মফিজ বলেছেন: এইতো একটা ভালো কাজ করছেন আমার প্রিয় বিষয়ে পোষ্ট দিয়া। সব সময়ে এই রকমের পোষ্ট দিবেন। কি সব দাতভাঙ্গা পোষ্ট দ্যান, পড়া শুরু করার আগেই মুখে হাত দেওয়া লাগে......কখন কোন দাত আবার মনের ভুলে নাই হয়ে যায়। ;)

চমৎকার ছবি, চমৎকার লেখা.......সব মিলায়ে অতি চমৎকার পোষ্ট!!!

২৮ শে জুন, ২০২১ রাত ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: জি জি সেই লাইনেই এগুচ্ছি, আপনার ফাঁকিবাজি মন্তব্য পড়তে পড়তে আমি ক্লান্ত ;)
অতি চমৎকার পাঠ এবং অতি অতি চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৪:০৫

সামিয়া বলেছেন: অসাধারণ পোষ্ট আপু

২৮ শে জুন, ২০২১ রাত ১০:২৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সামিয়া !
শুভ কামনা তোমার জন্য।

২৩| ২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১২

আমি সাজিদ বলেছেন: খুব ভালো ছবি আর ভেতরের লেখাগুলো।

২৮ শে জুন, ২০২১ রাত ১০:২৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার ভালো লাগাড় প্রকাশে আনন্দিত হলাম, ধন্যবাদ আমি সাজিদ!
শুভ কামনা।

২৪| ২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: দুর্দান্ত, লকডাউনে মনটাকে বেধে রাখতে খুব কষ্ট হয় এমন সব ছবি দেখলে।

২৮ শে জুন, ২০২১ রাত ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে আমার পোষ্টে পেয়ে ভালো লাগলো সাদা মনের মানুষ ভাই। লক ডাউনে তো এমনিতেই মন বেঁধে রাখতে কষ্ট হচ্ছে, দোয়া করেন সবাই সবার জন্য সব কিছু ঠিক হয়ে যাক। আপনার মন্তব্যে খুশি হলাম।

২৫| ২৮ শে জুন, ২০২১ রাত ৮:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাইক দিয়ে গেলাম বু'জি।

২৮ শে জুন, ২০২১ রাত ১০:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, আশা করছি ভালো আছেন।
আপনার লাইক বুঝিয়া পাইলাম।

২৬| ২৯ শে জুন, ২০২১ রাত ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: অনুপম, অনিন্দ্যসুন্দর, অসাধারণ একটি ছবি ব্লগ! কোনটা ছেড়ে কোনটার কথা বলবো? পোস্টের শিরোনাম, ছবিগুলোর শিরোনাম, দৃষ্টিনন্দন ছবিগুলোর কথা, নাকি পোস্টের শুরু এবং শেষে বলা বিনিত, মার্জিত এবং পরিমিত কথাগুলোর কথা!

হাবিব স্যার বলেছেন: অমায়িক ছবি ব্লগ - অমায়িক কথাটা মানুষের বেলায় প্রযোজ্য হলেও, এ বিশেষণটা আপনার ব্লগকে যথার্থভাবে আখ্যায়িত করেছে বলে আমি মনে করি।

শিরোনামটা খুবই সুন্দর এবং কাব্যিক। ছবি মানেই তো এক অর্থে অতীতের স্পর্শ। সুন্দর এবং যথোপযুক্ত কথার স্পর্শ দিয়ে অতীতের সে স্পর্শগুলোকে আপনি অনেক মায়াময় করে তুলেছেন।

"অনেক ধন্যবাদ ভাইয়া আমার এমন যেনতেন পোষ্টে চমৎকার মন্তব্যের জন্য" (১৬ নং প্রতিমন্তব্য)- এ পোস্টটি মোটেই একটি 'যেনতেন' পোস্ট নয়।

"ব্লগের এই অসাধারণ ছবি প্রতিযোগিতার উৎসবের রঙে নিজেকে রঙিন করলাম। আমার সংগ্রহের স্থাপত্যের কিছু ছবিসহ" - অনেক ধন্যবাদ, আপনার সংগ্রহের মণিমুক্তোগুলো এতটা উচ্ছ্বাসের সাথে পাঠকদের সাথে শেয়ার করার জন্য। ব্লগের এই ছবি প্রতিযোগিতার 'যূথবদ্ধতায়' একজন 'পথিক ছবিয়াল' হিসেবে সামিল হয়ে পাঠকদের মুগ্ধ করেছেন, ব্লগকেও সমৃদ্ধ করেছেন।

অনেক যত্ন করে সবগুলো মন্তব্যের উত্তর দিয়েছেন (সময় স্বল্পতা সত্ত্বেও), এটাও খুব ভালো লেগেছে। সব মিলিয়ে, একটি সার্থক পোস্ট! + +

২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৮

মনিরা সুলতানা বলেছেন: বাংলা ব্লগ যে সত্যি ই আমাদের সমাজে গুরুত্ব বহন করে, যেখানে অভিজ্ঞতা জ্ঞান পারস্পারিক মিথস্ক্রিয়া এবং হৃদ্যতা বাড়ায়। যা সমাজের স্থিতিশীলতা বাজায় রাখতে যা প্রতিনিয়ত শিক্ষণীয়। তার প্রমাণ আমাদের ব্লগের গুণীজন ব্লগার' রা, আমার এই মাঝ বয়সে এসে ও আমি প্রতিনিয়তই শিখি কেমন করে পরিশীলিত , প্রশংসনীয়, যথার্থ মন্তব্য করতে হয়। এমন অসাধারণ উচ্চা মাত্রার প্রশংসায় কিভাবে প্রতিক্রিয়ায় নম্রতা প্রকাশ করতে হয় সেটুকু মনে হয় জীবনে ও শিখে উঠতে পারবো না। শুধু ব্লগের আপনাদের মত গুরুজন এবং গুণীজন দের কে বলতে চাই আপনারা আমার লেখার প্রচেষ্টা কে সমৃদ্ধ করেন সব সময়। আমার যে কোন পোষ্টে আপনাদের মন্তব্য আমাকে পরিশীলিত শুদ্ধ হতে সহায়তা করে। হ্যাঁ আমার বেশ ভালো একটা অভিজ্ঞতার ঝুলি আছে, কিন্তু সেটাকে প্রকাশ করার মত যোগ্যতা অনেকের মত আমার নেই। দেশে আসবার পর সময়ের স্বল্পতা ও আছে। অনেক আগের কিছু অনুরোধ ও আমি রক্ষা করতে পারি নি কেবল মাত্র আগ্রহের অভাবে। তবে আবার ও চেষ্টা করবো, আগের লেখাছবি ব্লগগুলোর পুনরায় প্রকাশ করার। যদিও কোন ক্যামেরা নষ্ট হয়ে গেছে, মেমোরি কার্ড হারিয়েছে রয়ে গেছে ফেসবুকে আপলোড করা ছবি গুলো।

সব সময়ের মত ধন্যবাদ ভাইয়া পাঠে এবং সমৃদ্ধ মন্তব্যে।

২৭| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৯

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল!
ভালো থাকার শুভ কামনা আপনার জন্য।

২৮| ৩০ শে জুন, ২০২১ রাত ১:৫৫

জটিল ভাই বলেছেন:
তুঘলকি কারবার :P
অসাধারণ :)

৩০ শে জুন, ২০২১ সকাল ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: পুরাই জটিল তুঘলকি ;)
সাধারন কে অসাধারন দেখার জন্য ধন্যবাদ জনাব।

২৯| ৩০ শে জুন, ২০২১ সকাল ১১:৪১

জুন বলেছেন: খুব সুন্দর হয়েছে মনিরা। তোমার সৌভাগ্য কামনা করি :)

৩০ শে জুন, ২০২১ সকাল ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা জুনআপু :)

৩০| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:৫৩

শেরজা তপন বলেছেন: প্রথম ছবিটি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার !
শুভেচ্ছা সতত।

৩১| ০৫ ই জুলাই, ২০২১ রাত ২:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবির বেশ কিছু দিল্লী ও জয়পুর ভ্রমনকালীন দেখা,
তারপরও অনেক ভালো লাগল ।

.....................................................................................
আপনাকে অভিনন্দন

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪২

মনিরা সুলতানা বলেছেন: হুম এগুলো বেশ কমন টুরিস্ট এরিয়ার ছবি।
অনেক অনেক শুভকামনায়, ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে।

৩২| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ সব ছবি

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এত আগের ছবি ব্লগে এসে মন্তব্যের জন্য।
শুভেচ্ছা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.