নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
সবুজাভ চিলতে আবরণে এক ঝুমকোয়
সহোদরের সাথে আলোছায় ভাগাভাগি করে সে
ঠিক যেনো মায়ের গন্ধমাখা পুরাতন আচঁলে মোড়ানো,
কুশিগুটি সব দুধসাদা রঙে চোখ ফোটায়
বড্ড তাড়াহুড়ো পৃথিবীর রঙ রুপ গন্ধ নেবার।
কেউকেউ ঝরেযায় রোদ্রতাপে অথবা অবহেলায়
বাকিরা এক দুয়ে করে পাপড়ি মেলে
চঞ্চলা বাতাসে কলকাকলি তে যায় কৈশোর
পূর্ন প্রস্ফুটন তাকে করে আনমনা অকারন!
একই বৃত্তের কেউ পায় প্রজাপতি ভ্রমর অথবা মৌমাছি প্রেম
কেউ পিপিলিকা মোহে কাটায় তারুণ্য নিষ্ফল।
ঢলেঢলে দোলদুলে এবারে সে দেখা দেয়
শ্যামলাভ মুকুটে আপন মহিমায়
চকচকে আয়না সম মসৃন
গাঢ় করে নিজেকে সূর্যের স্নানে সবুজ থেকে সবুজতর
দেখ সে কোন শিল্পীর রঙের কৌটো পুরোটাই ধারণ করে নিজেতে।
গুচ্ছেগুচ্ছে গলাগলি করে থাকা একঝুড়ি বাকা চাঁদ হয়ে
ধরনীতে নেমে আসে একেএকে -
ঐ মোহে রুপঢঙে মনছুঁয়ে যায় সবার
এরপর তুমি তাকে চাও-
জোরাজুরি করলেই পস্তাবে বারংবার।
ঠিক যেন মেয়েদের মনের আদলে
তবে যদি ভালোবেসে তারে পাতে নাও
বেহেশতি স্বাদ তুনে আনে খাবারে।
দেখ শেষবেলায় নিজেকে পরিপক্ক লালিমায় তুনে ধরে
আর বাড়ায় তীব্রতা ঝালঝাল লঙ্কা নামে
পিসে নিয়ে মাখো তারে টুকরো ইলিশে
মচমচে করে তারে সাজাও ভোজে অথবা কাঁচা লংকায় পান্তাভাতে।
মরিচ ফুল! রূপ বৈশিষ্টে জন্মকথায় লিখে রাখে ঝাল আর ঝাঁঝ !
ছবিঃ নেট কালেকশন।
১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৭
মনিরা সুলতানা বলেছেন: ছবির ফুল না পেলে ও আপনার ছাদ বাগানের ফুল যে পূর্ণতা পায় সেটুকু বিলক্ষণ জানি। আপনি আসেন এ দেশে আমি পদ্মাপাড়ের মেয়ে ইলিশের ঘড়বসতি দেখাবো। রূপবতী মরিচ কন্যার শুভেচ্ছা নিন চৌধুরী।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রাণখোলা প্রশংসার জন্য, লেখা যাইহোক আপনাদের মন্তব্যে সব সময় ই সে উতরে যায়।
লেখার সাথে থাকার জন্য ধন্যবাদ,
সব সময় ভালো থাকার শুভ কামনা।
২| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৬
ইসিয়াক বলেছেন: গভীর পর্যবেক্ষণ কবিতার প্রতিটি শব্দে ও বাক্যে।
মরিচফুল! রূপ বৈশিষ্ট্যে জন্ম কথায় লিখে রাখে ঝাল আর ঝাঁঝ!
অসাধারণ!
শুভ কামনা রইলো।
১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ওরে এ এ দাদা !!! ধন্যবাদ ধন্যবাদ
আপনি নিজেও কবি বলেই পর্যবেক্ষণ টুকু আপনার ভালো লেগেছে, এবং অনুধাবন ও করেছেন নিজ অনুভবে।
এমন মন্তব্য লেখা কে ভালবাসতে শেখায়!
সতত শুভ কামনা।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৫
স্প্যানকড বলেছেন: মরিচ ফুলের জন্ম সার্থক হয়েছে তারে নিয়ে এত সুন্দর কবিতা চয়ন করা হয়েছে। ভালো থাকবেন।
১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ জনাব !
আপনি ও ভালো থাকবেন।
৪| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৫
ওমেরা বলেছেন: মরিচ ফুল কিন্ত আসলেও সুন্দর আর সেই ফুল নিয়ে আপনার লিখাটাও অনেক সুন্দর হয়েছে।
১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৭
মনিরা সুলতানা বলেছেন: ভালো থেকো ওমেরা,
অনেক অনেক শুভ কামনা।
৫| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৭
জটিল ভাই বলেছেন:
মরিচ ফুল সে বড্ড মায়াবী,
করে সে মন হরণ,
গড়ে সে কবি।
ঠিক যেমনি করে নারী,
তৈরী করে প্রেমিক,
আবার সেই প্রলয়ংকরি!
গভীরভাবময় কবিতা জটিল লাগলো প্রিয় আপি
১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০০
মনিরা সুলতানা বলেছেন: আহা আহা কেয়াবাত কেয়াবাত !!!
মরিচফুল ই শুধু মায়াবী না, মরিচফুলের কবিতা ও বেশ - কী সুন্দর জটিল মানুষ কে দিয়ে কবিতা লেখায়। ভাবময় কবিতার ভাব উন্মোচনের জন্য জটিলাবাদ ব্রো
৬| ১৪ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা পাঠ করে ভালো লাগলো। কবিরা কত সাধারণ জিনিস নিয়ে চিন্তা করে!!! মরিচের ফুল হয় এটাই আমি কখনও খেয়াল করিনি।
১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জনাব !
হাহাহা খুব মজা করে বলেছেন তো, মরিচের আবার ফুল হয় খেয়াল করেন নাই!! হ্যাঁ মরিচ তো আস্ত মরিচ ই হয়।
হুমম শুধু কবি না যারা লিখতে পছন্দ করেন তারা সবাই অনেক কিছু নিয়ে ই চিন্তা করেন, আমি প্রকৃতি নিয়ে আপনি হয়ত মানুষ বা প্রযুক্তি নিয়ে।
ভালো থাকুন সব সময়।
৭| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার শব্দ গাথুনি।
১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ দাদাভাই !
৮| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৭
ডঃ এম এ আলী বলেছেন:
মরিচ ফুল ও মরিচের মনোরম রূপ , রস , গন্ধ , ও গুণ নিয়ে সুন্দর একটি কবিতা ।
শব্দ চয়ন হতে শুরু করে এর বিন্যাসশৈলী অতি মনোমুগ্ধকর ।
কি নেই কবিতায়, কাঁচা মরিচের ঝাল, ঝাঁঝ ও মিষ্টি মধুর অনেক কথারই রয়েছে মিশেল।
মরিচ ফুল সাথে মরিচ পাঠককে ভাবের ও ভাবনার জগতে নিয়ে যেতে পারে সহজেই ।
এখানে প্রসঙ্গক্রমে Chilli Children Trust নামে একটি বেসরকারী স্বেচ্ছাসেবি
সংগঠনের কথা মনে পড়ে যায় । প্লকল্পটির কার্যক্রমের সাথে কিছুটা পরিচিতি আছে ।
Chilli Children Trust এর প্রকল্পটি উগান্ডার একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে
দারিদ্র পিড়িত ৪টি জেলায় অনাথ ও অক্ষম প্রতিবন্ধী শিশুদের সাহায্য করে।
প্রকল্প দল প্রতিবন্ধী শিশুদের শনাক্ত করে এবং তাদের অস্ত্রোপচার, জীবন দক্ষতা,
চিকিৎসা এবং শিক্ষার সুযোগ প্রদান করে। প্রকল্পভুক্ত শিশুদেরকে Chilli Children
নামে ডাকার কারণ হলো যে পরিবারের শিশুরা এই প্রকল্পে নিবন্ধিত হয়েছে তাদেরকে
মরিচ চাষ করতে শেখানো হয়, যা তাদের আত্মনির্ভরশীলতার একটি উপায় তৈরী করে
দেয়। প্রকল্পের আওতায় বিশ্ব নন্দিত অতি ঝালযুক্ত বার্ডস আই নামক মরিচ চাষ হয় ।
মরিচগুলি উগান্ডার সেই শিশুদের মতই শষ্যক্ষেত্রে মনোরম দৃশ্য ধারণ করে ফুটে
থাকতে দেখা যায় ।
প্লকল্পের আওতায় মরিচ চাষ হতে শুরু করে তা দেশে বিদেশে বিপননের ব্যবস্থা করা হয় ।
প্রশ্ন হলো কারা এই আশ্চর্যজনক বার্ড আই চিলিস কেনে? জানা যায়
প্রধান ক্রেতা লন্ডন ভিত্তিক ।
মসলা জাতীয় খাদ্য ছাড়াও ঔষধি হিসাবে এ মরিচ পাঠানো হয় –জার্মানী ইতালি, ফ্রান্স এবং স্পেনে
ইতালিতে তাদের বিখ্যাত পিৎজা তৈরীর সময় অন্যান্য মশলার সাথে মেশানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে পাখির খাদ্য বীজের মিশ্রণে ব্যবহৃত হয় ,কাঠবিড়ালিকে আটকানোর প্রয়াসে
চিনাবাদামের সাথে মিশিয়ে দেয়া হয়!
বাতের ব্যথা উপসমের জন্য তাপ ধারনের ক্রিম এবং প্যাচ অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়
রক্তচাপ, ওজন কমানো ইত্যাদির জন্য মরিচকে একটি সুপার ফুড বলা হয় -
সব মিলিয়ে বেশ বিস্ময়কর একটি কৃষি পণ্য।
বাংলাদেশেও উত্তম মানের কাঁচা মরিচ উংপন্ন হয় । দেশের দরিদ্র পিড়িত অঞ্চলের অনাথ , প্রতিবন্ধী
শিশুদেরকে সনাক্ত করে প্রকল্পের আওতায় নিবন্ধিত করে তাদের পরিবারের সদস্যদেরকে সম্পৃক্ত করে
উগান্ডার Chilli Children trust প্লকল্পের মত সংগঠিত করে এমন একটি প্রকল্প হাতে নেয়া যায় ,
এমন প্রকল্পের আওতায় উৎপন্ন কৃষি পন্য বিপননের ক্ষেত্রে সহজেই মানবতাবাদী সচেতন ক্রেতা মহলের
সহানুভুতি ও আনুকল্য পাওয়া যায় । তাই মরিচ ফুলের ও ফলের মত প্রস্ফুটিত হয়ে সমাজের অবহেলিত ,
অনাথ ও প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার সহজেই পেতে পারে সাবলম্বী হওয়ার সুযোগ ।
সুন্দর সুন্দর কথামালায় রচিত মনোমুগ্ধকর ছবি ও কথামালায় রচিত মরিচ ফুলকে আলোচনার
পাদপিঠে তুলে নিয়ে আসার জন্য পোষ্টটি প্রিয়তে গেল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬
মনিরা সুলতানা বলেছেন: সামান্য কয়েক শব্দে লেখা কবিতা নিয়ে কী চমৎকার এক উদ্যোগের গল্পই ই শোনালেন !
বাংলাদেশেও উত্তম মানের কাঁচা মরিচ উংপন্ন হয় । দেশের দরিদ্র পিড়িত অঞ্চলের অনাথ , প্রতিবন্ধী
শিশুদেরকে সনাক্ত করে প্রকল্পের আওতায় নিবন্ধিত করে তাদের পরিবারের সদস্যদেরকে সম্পৃক্ত করে
উগান্ডার Chilli Children trust প্লকল্পের মত সংগঠিত করে এমন একটি প্রকল্প হাতে নেয়া যায় ,
এমন প্রকল্পের আওতায় উৎপন্ন কৃষি পন্য বিপননের ক্ষেত্রে সহজেই মানবতাবাদী সচেতন ক্রেতা মহলের
সহানুভুতি ও আনুকল্য পাওয়া যায় । তাই মরিচ ফুলের ও ফলের মত প্রস্ফুটিত হয়ে সমাজের অবহেলিত ,
অনাথ ও প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার সহজেই পেতে পারে সাবলম্বী হওয়ার সুযোগ ।
হ্যাঁ বাংলাদেশের ও অনেক উন্নত মানের প্রচুর মরিচ উৎপন্ন হয়, বিশেষ করে চর অঞ্চলে। বগুড়ার সারিয়াকান্দির চর, এ ধরনের জমিতে মৌসুমে প্রচুর মরিচ হয়। আমি নিজে গ্রামে অফিসের কাজে ভ্রমণ করার সময় বিক্রমপুরের চর অঞ্চলে দেখেছি মেইলের পর মেইল মরিচ ক্ষেত। আপনার এই প্রস্তাবনা সত্যি ই অনন্য - যদি কখনো এমন কোন মানবতা মূলক উদ্যোগের সাথে সংযুক্ত হতে পারি নিজেকে ধন্য মনে করবো।
অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই লেখার সাথে এত অন্তরিক ভাবে থাকার জন্য।
৯| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
মরিচ ফুল! রূপ বৈশিষ্টে জন্মকথায় লিখে রাখে ঝাল আর ঝাঁঝ ! - মরিচে এখন ঝাল আর ঝাঁঝ নেই। আপনার কবিতা নিয়ে দুই চার লাইন লেখার ইচ্ছে আছে। আশা করি খুব দ্রুত লিখে পোস্ট দিবো।
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২১
মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া এখন ঝাল মরিচ আলদা নামে, একটু বেশি দামে বিক্রি করে যে তবে শীতের শুরুর মৌসুম টা ঝাল বিহীন মরিচ দিয়ে ই চালাতে হচ্ছে। এই বছর আমার জমি' র মরিচ এখন আসে নাই , না হয় উত্তর বংগের মরিচ বেশ ঝাল।
অপেক্ষায় রইলাম ভাইয়া আপনার চমৎকার লেখার।
শুভ কামনা সতত।
১০| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৬
জুন বলেছেন: কবিতার শেষে এসে মুখ পুড়ে গেল ঝালে মনিরা
তবে কবিতা তোমার বরাবরের মতোই অপরূপা।
অনেক ভালো লাগা রইলো
+
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৯
মনিরা সুলতানা বলেছেন: কি যে বলে আপু !! তোমার ভাগ্যে মনে হয় ঝালঝাল টা এসছে , ঠাকুর ভাইয়া তো ঝাল পেলো না
ধন্যবাদ আপু কবিতায় মন্তব্যের জন্য
১১| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৬
অর্ক বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা নিন।
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ অর্ক !
আশা করছি ভালো আছেন।
১২| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৮
ফারহানা শারমিন বলেছেন: আহ! কি স্বাদ! ভালোই উপভোগ করলাম। এখন থেকে মরিচ ফুল দেখলেই এই কবিতা মনে পড়বে। শুভেচ্ছা রইলো।
১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ফারহানা শারমিন !
মরিচ ফুলের সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাক, সাথে আমার লেখা ও।
শুভ কামনা আপনার জন্য।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মরিচফুল নিয়েও এত সুন্দর কাব্য মাশাআল্লাহ
১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৩
মনিরা সুলতানা বলেছেন: কাজী ফাতেমা আপু অনেক অনেক ধন্যবাদ, এত আগ্রহ নিয়ে পড়ে চমৎকার ভাব প্রকাশ করার জন্য।
সব সময় ভালো থাকবেন।
১৪| ১৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তোফা কবিতা, তোফা তার রূপ, আর তোফা তার চূড়ান্ত স্বাদ!!! তার চেয়ে শতগুণ তোফা কবি সাহেবার শব্দ নিয়ে খেলা... একরাশ মুগ্ধতা। ++++
খুব ভালো লাগলো কবিতাটি পড়ে, এভাবেও ভাবা যায়!!! জাস্ট বাকরুদ্ধ....
ভালো থাকুন প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। শুভকামনা সতত।
১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১৪
মনিরা সুলতানা বলেছেন: ও দাদা !!! আপনি অনেকদিন পর ব্লগে ফিরে আমার লেখায় মুগ্ধতার যে প্রকাশ করলেন!!! আমি অভিভূত !
আর কি এই ভাবনা ই তো কবি দের কাজ রে দাদা ভাই।
আপনার জন্যে ও অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।
১৫| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪২
নান্দনিক নন্দিনী বলেছেন: এখন তো আমার একটা 'মরিচ ফুল' হতে ইচ্ছে করছে...
১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১৮
মনিরা সুলতানা বলেছেন: তুমি তো একদম পারফেক্ট নন্দিনী !
তুমি একটা গোলাপ
১৬| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতায় মরিচফুল এর নান্দনিক সৌন্দর্য অপূর্ব কাব্যিকতায় প্রতিভাত!
কবিদের মন---
মরিচফুল, ঘাসফুল, তারাফুল....
এসব ক্ষুদ্র ক্ষুদ্র ফুল দেখেও
হয় উচাটন!
কবিতা পড়ে এবং সেই সাথে মন্তব্যের ঘরে আলী ভাই এর ছবি দেখে বাল্যকালের স্মৃতি মনে পড়ে গেল। আমার দাদাবাড়ি এবং নানাবাড়িতে মাঠের পর মাঠ জুড়ে মরিচ চাষ হতো। সে মরিচ পেকে গেলে ঝাঁকের পর ঝাঁক টিয়ে পাখি উড়ে এসে মরিচ খেয়ে যেত। রাতে ক্ষেতমজুররা একটা ছই বানিয়ে ক্ষেতেই ঘুমাতো মরিচ পাহারা দিত। ওরা রাতে গলা ছেড়ে নানারকমের ভাওয়াইয়া ভাটিয়ালী গান গেত। দিনের বেলায় মরিচ পাকায় ফেলে রোদে শুকিয়ে বস্তায় বস্তায় ট্রেনযোগে চট্টগ্রামে চালান করা হতো।
কবিতায় ভাললাগা + +।
২১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
মনিরা সুলতানা বলেছেন: ইশ টিয়াপাখি মরিচ খাওয়া আমিও দেখেছি কিন্তু কবিতায় তুলে আনতে ভুলে গেছে।
ধন্যবাদ চমৎকার স্মৃতি তুলে এনেছেন আমাদের সামনে। কবিতা পাঠে আপনার লেখা দু লাইন ও দারুণ !
কবিদের মন---
মরিচফুল, ঘাসফুল, তারাফুল....
এসব ক্ষুদ্র ক্ষুদ্র ফুল দেখেও
হয় উচাটন!
একজন কবি হিসেবে আপনার ভাবনা ও নিশ্চয়ই একই ধাঁচের।
লেখায় প্লাস ভালোলাগা র জন্য কৃতজ্ঞতা।
১৭| ০৭ ই মে, ২০২২ রাত ৮:৪৯
মিরোরডডল বলেছেন:
মরিচ ফুল নিয়েও এতো সুন্দর কবিতা হতে পারে !!!!
ছবিতে মনে হচ্ছে একটা নাকফুল ।
দারুণ মনিপু !
১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৪
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা নিও ডল !
তোমরা আনন্দ নিয়ে পড় , এটুকুই লেখার তৃপ্তি।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিতে মরিচ ফুল কি শুধু নীরবে দাঁড়িয়ে থেকে লোভা বর্ধন করবে, নাকি মরিচ হয়ে পূর্ণতা পাবে?
কাব্যে যদিও সে রুপবতী কন্যা হয়ে গেরস্তের অন্দর মহলে গুঞ্জন শুরু করেছে। তবে ইলিশের সঙ্গে পান্তা ভাতের থালায়....তাতে যদি একটু ছ্যাকা থুরি ঝাল লেগেও থাকে তাতেও ইলিশের সঙ্গে থালা শেয়ারে রূপবতী মরিচ কন্যাকে সুস্বাগত। কবিতা মারাত্মক হয়েছে আপু।
শুভেচ্ছা আপনাকে।