নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলা ২০২২, নতুন বই এর গপ্পো

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৮

পৃথিবীর রুপ সুবাস, আনন্দ কথকতা, কাছের প্রিয়জনদের ভালোবাসা! এসব কিছু কুড়িয়ে নেয়ার জন্য আমাদের এক জীবন সত্যি' ই ছোট। অথচ সেসব পাশ কাটিয়ে এর মাঝেই আমাদের সাক্ষী হতে হয় চলমান সমাজের কতকত অবাঞ্চিত কলুষতা। একটা নিষ্কলুষ জীবন কেউ ই পায় না, তবে পাশ কাটিয়ে সুন্দর একটা মন, মানবিকতার প্রকাশ করতে পারি আমরা চাইলে সবাই। এই যে ক্ষমতায় ক্ষমতায় যুদ্ধ হয়, দিন শেষে নিহত হয় মানবতা! আমরা চাইলেই পাশ কাটাতে পারি না আজকের তারিখের সমাজের অবক্ষয়ের গল্প। প্রতিদিনের পত্রিকার পাতা, মুখ বই এর পাতা ইলেক্ট্রনিক মিডিয়া সুইচ অন করলেই, শব্দ দূষণে আমাদের কে শোনায় তার সাত কাহন।

একজন সংবেদনশীল, নিজেকে নিয়ে ভাবা, নিজের সক্ষমতা দুর্বলতার পরিমাপ করে নিজস্ততায়, নির্দ্বিধায় স্পর্ধায় ব্যক্তিত্ব নিয়ে বেড়ে উঠা নারী সমাজের সম্পদ। অঢেল আবেগ, মায়া মমতার পাশাপাশি প্রাইড এন্ড প্রেজুডিস টুকু ও আপন সত্ত্বায় মিশালে নারীশ্রেষ্ঠা। এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব সব সময় ই আমার শ্রদ্ধার আসনে।

ব্লগার নীল আকাশ এবং আমি পাশাপাশি অনেকদিন থেকেই ব্লগে, আমার সীমাবদ্ধতায় হয়ত - তেমন ভাবে তার লেখায় নিয়মিত ছিলাম না। যতদিন না উনি শবনম এর মত একটা চরিত্রের সৃষ্টি করেছেন। সেই শুরু, এরপর পাশাপাশি নাবিলা, শুভ ' র মত সমাজে দৃষ্টান্ত উপস্থাপনকারী কিছু চরিত্র ও নিয়ে এলেন। আমার আজকের লেখা এবারের একুশে বইমেলায় প্রকাশিত মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ ( ব্লগার নীল আকাশ) এর উপন্যাস নমানুষ নিয়ে।

শুরুতেই দর্শন ধারী হিসেবে ও উপন্যাসের আমেজ কে দারুণ ভাবে উপস্থাপন করা একটা প্রচ্ছদ এসেছে, প্রচ্ছদে যে নারী অবয়ব আঁকা হয়েছে, কী ভীষণ মায়া বেদনা অথচ নির্লিপ্ততা ! আমি তো এ চোখের মায়ায় পরে গেলাম।প্রচ্ছদ টি এঁকেছেন আমাদের অতিপ্রিয় " মোজাদ্দেদ আল ফাসানী জাদিদ ! চমৎকার কাজ জাদিদ, অভিনন্দন এবং শুভ কামনা।

শব্দশিল্প প্রকাশনা থেকে প্রকাশিত ১৭৫ পৃষ্ঠার উপন্যাস, হাতে নিলে বেশ বই বই ভাবের ওজনদার এই বই এর দাম রাখা হয়েছে ২৫০। (পাঠ প্রতিক্রিয়ায় এসব তথ্য সংযুক্তি ব্যক্তিগত ভাবে আমাকে ক্লান্ত করে, বই এর বিষয় নিয়ে আলোচনা মনোযোগ কম পায়) প্রতিষ্ঠিত তারকা লেখকদের বই এর মত অলংকরণ সমৃদ্ধ না হলে ও বেশ ঝরঝরে ছাপা, পাঠে বিরক্তি আসে না। উৎসর্গে নাম এসেছে লেখকের সহধর্মিণীর এবং অকপটে স্বীকার করেছেন লেখক শারমিন বেগম দিনার অবদান। সত্যিকার অর্থে এটুকু না বললে ও সত্যিকার অর্থে প্রতিটি উৎসর্গের প্রথম নাম লেখকের সহধর্মী বা সহধর্মিণী ই থাকেন, অনুপ্রেরণা উৎসাহ অন্য সবার সাথে অপ্রকাশিত ভাবেই জীবন সঙ্গী থাকেন। বানান ভুল আমি সাধারণত ধরতে পারি না, কিছু শব্দ মনে হয়েছে লেখকের বানান ই এসেছে।

যুনায়েদের লেখায় সম-সাময়িক সমাজের যে অসংগতি অবক্ষয় উঠে আসে এ উপন্যাস ও সেসব নিদারুণ বাস্তবতা নিয়ে ই এগিয়েছে। একজন সোমা থেকে সিমি হয়ে উঠা, ফাহরিনের মা থেকে র‍্যাম্পের উদীয়মান তারকা হতে চাওয়ার মূল্য পরিশোধ- গার্মেন্টস কর্মীদের জীবন সংগ্রাম এমন কয়েক জুটির সমান্তরালে চলা জীবনের ছবি আঁকা আছে উপন্যাসে, উঠে এসছে সমাজের উচু তলার বাসিন্দাদের ততোধিক নিচু মন। সাথে সিগনেচার ক্যারেক্টার হিসেবে এসেছে শুভ, শবনম, নাবিলা। ভাষা বর্ননা সাবলীল, উপন্যাসের চরিত্র অনুযায়ী পাশাপাশি চলা কয়েক জীবনের গল্পকে, শুরুতে একটু জট পাকানো মনে হলেও লেখা যত এগিয়েছে, সমান্তরালে সেসব জট ও খুলে যায়। লেখক প্রায় প্রতি অধ্যায়ের শুরুতে কিছু জীবন ঘনিস্ট অনুভব বিভিন্ন চরিত্রের বয়ানে, গল্পকে খোলাসা করেছেন। এ ধরনের লেখা আমাদের পারিপার্শ্বিক সমাজে কি ঘটছে সে সচেতনতা বাড়ায়। সংলাপে যে খুঁটিনাটি বর্ণনা তা অনেক প্রশ্নের উত্তর দেয়। অন্তরঙ্গ মুহূর্তের সংযমী আলাপ আমার ভালো লেগেছে। উপন্যাসে লেখক লেখার শেষ পর্যন্ত আগ্রহ ধরে রেখেছেন, প্রথম কয়েক প্যারায় অনুমিত নয় অবশ্যই। চরিত্র চিত্রণের যে দৃঢ়তা এনেছেন শুরুতেই বলেছি সেকথা, আমার অন্যতম ভালোলাগার দিক এটা। এবং এ জন্যেই হয়ত আমার আগ্রহের কেন্দ্রে ছিল।

লেখক একজন পেশাগত লেখক নন, তবে বেশ এগুচ্ছেন প্রফেশনালিজমের দিকে। ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি চরিত্র চলে এসেছে যা কিছু টা জটিল মনে হয়েছে, আরও একটু বড় করা যেত, মানে লেখা চট জলদী শেষ না করলেও চলত। তবে এ সময়ের পাঠকদের পাঠ অভ্যাস ও মনে হয় লেখকের বিবেচনায় ছিল, যারা দীর্ঘ লেখা কে ভয় পান। সব মিলয়ে বেশ উপভোগ্য উপন্যাস। খুব আপনার মূল্যবান সময় ও দাবী করছে না আবার আপনার চারপাশে মুখোশের আড়ালে কত কি ঘটছে সে ব্যাপারগুলো নিয়ে আপনাকে সচেতন করছে, এরপর কী ঘটল ? তারপর তারপর থ্রিলিং আনন্দ রয়েছে।

অভিনন্দন নীল আকাশ [/sb]দ্বিতীয় প্রকাশিত উপন্যাসের জন্যে, আশা করছি পাঠক প্রিয়তা পাবে নমানুষ!
আর হ্যাপি রিডিং পাঠক সমাজ।

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৪

জুল ভার্ন বলেছেন: চমতকার পাঠপ্রতিক্রিয়া!!! +

মহিউদ্দীন মোহাম্মদ জুনায়েদ(ব্লগার নীল আকাশ) একজন নিবেদিত প্রাণ সংস্কৃতকর্মী। আমার জানামতে তিনি বুয়েটের ছাত্র সংসদের সংস্কৃতি সম্পাদক ছিলেন। ওনার প্রথম প্রকাশিত বই শবনম আমি পড়েছি- সত্যিই তিনি ভালো লিখেন। তাঁর ন মানুষ পড়ার অপেক্ষায়।

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাই !
নীল আকাশ কে নিয়ে আপনার মন্তব্যে সহমত প্রকাশ করছি। বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংস্কৃতি সম্পাদক, নিশ্চয়ই এই পরিচয় ও দারুণ গুরুত্ব বহন করে।

আশা করছি আপনার আপনার পাঠের অভিজ্ঞতা দারুণ হবে।

২| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৩

নীল আকাশ বলেছেন: আমার হয়তো অগুনিত বইয়ের ক্রেতা নেই,
বই কিনে নিয়ে সেলফি তোলার স্ট্যাইলিশ কোন ক্রেতাও নেই,
বই পড়ার চাইতে বই নিয়ে রং ঢং করার মতো ক্রেতাও নেই,
বই কিনে নিয়ে ঘরের চিপায় চাপায় ফেলা রেখে দেয়ার মতো ক্রেতা নেই।
না নেই-
কারন তারা সবাই আমার বই কিনে নিয়ে পড়েন।
কারন আমার আছে -
অনেক অনেক গূণমুগ্ধ পাঠক পাঠিকা।
জী, পাঠক এবং পাঠিকা, যারা আমার বই কিনে সেটা মনোযোগ দিয়ে পড়েন, বইয়ের ভিতর থেকে সাহিত্যের রস আস্বাদন করার চেষ্টা করেন।
একটা উপন্যাসকে পড়ার সময়ে হৃদয় দিয়ে সেটা অনুভব করেন। আমি কী উপন্যাসের পাতায় তুলে আনতে চেয়েছি সেটা অনুধাবন করেন।
উনাদের জন্যই আমি লিখি।
সেলফি তোলা, রং ঢং করা কিংবা বাসায় অযত্নে না পড়ে ফেলে রেখে দেয়ার জন্য না।
বারবার এইসব শ্রদ্ধাভাজন পাঠক এবং পাঠিকাদের জন্যি আমি লিখে যাবো।

কৃতজ্ঞতা নিরন্তর প্রিয় আপু।

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫১

মনিরা সুলতানা বলেছেন: একজন সাহিত্য অনুরাগী, একজন সত্যিকারের লেখক কখনো প্রচার বা ক্রেতার আকাংখায় লিখেন না। নীরবে নিভৃতে নিজের সৃষ্টি আনন্দে মাতেন। আপনি নিঃসন্দেহে একজন নিরলস সাহিত্য প্রেমী, উত্তরত্তর সাফল্য কামনা করছি।
আপনার নিরলস সাহিত্য চর্চা অব্যহত থাকুক।

৩| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: নীলা আকাশের জন্য রইলো শুভ কামনা।

১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর
আশা করছি আপনার অভিজ্ঞতা ও সুখকর হবে, নমানুষ উপন্যাস পাঠে।

৪| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করছি প্রতিবছর ওনার উপন্যাস বা গল্প পাব।

১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১০

মনিরা সুলতানা বলেছেন: পাঠক হচ্ছে লেখকের লেখার প্রাণ, আপনি আমি আমরা উৎসাহ দিলে এমন আশা বাস্তবে রূপ নেবে।

৫| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ঊনমানুষ নামে একটা চমৎকার নাটক দেখছিলাম অনেক আগে। অসাধারণ একটা গল্প ছিল। ন- মানুষ পড়তে হবে।

১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১২

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ ঊনমানুষের কথা মনে আছে। আশা করছি নমানুষ পাঠ, আপনার পাঠের অভিজ্ঞতা কে সমৃদ্ধ করবে।

৬| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বই রাখার জায়গা হয় না ঘরে তাই বইমেলাও যাওয়া হয়নি তেমন। কেবল গত শুক্রবারে গেলাম
আমার দশটা বই পাওনা ছিল তা আনতে

:( শুভকামনা

১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৩

মনিরা সুলতানা বলেছেন: আপু বই বেশি থাকলে গিফট করেন :)
আপনার জন্যে ও শুভ কামনা।

৭| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার জন্য শুভকামনা।

১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ আব্দুলহাক ভাই,
সাহিত্যের প্রতি আপনার অনুরাগ আমাকে মুগ্ধ করে।

৮| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৩

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।

১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কবি।

৯| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪২

ফেরদাউস আল আমিন বলেছেন: পড়ার হয়তো সুযোগ পাব না, তবে "নমানুষ" আশা করি "অমানুষ" নন। ;)

১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৮

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি রিভিউ পড়ে আগ্রহ বাড়বে.

১০| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা, আপনারা দূর থেকে নির্বাক তাকিয়ে থাকলে আমি একলা কিছুই করতে পারব না।

বানান ব্যাকরণ সম্পাদনার অংশ। আমরা যারা লেখালেখি করি আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে এতে সবাই উপকৃত হব।
আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আক্ষেপের বিষয় হলো আমার ডাকে কেউ সাড়া দিচ্ছেন না। কাগুজে বই প্রকাশ করা তেমন কিছু নয়, কিন্তু একটা বইর রাজসংস্করণ করা অনেক বড় কৃতিত্ব। আসুন অন্তত সফলতার জন্য এক হয়ে কাজ করি।

(আপনার মন্তব্যে উৎসাহিত হয়ে এই মন্তব্য করেছি।)

১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪২

মনিরা সুলতানা বলেছেন: আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আক্ষেপের বিষয় হলো আমার ডাকে কেউ সাড়া দিচ্ছেন না। কাগুজে বই প্রকাশ করা তেমন কিছু নয়, কিন্তু একটা বইর রাজসংস্করণ করা অনেক বড় কৃতিত্ব। আসুন অন্তত সফলতার জন্য এক হয়ে কাজ করি।
খুশি হয়েছি আপনার আপনার মন্তব্যে, হ্যাঁ সাহিত্যের জন্য আমাদের সবার এক সাথে কাজ করা প্রয়োজন।

১১| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৮

কালো যাদুকর বলেছেন: নীল আকাশের জন্য রইল শুভকামনা ৷ নিঃশ্বয়ই বইটি পাঠক মহলে সাদরে গৃহীত হবে। ধন্যবাদ |

১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৩

মনিরা সুলতানা বলেছেন: আপনার শুভ কামনা সত্যি হোক
আপনাকে ও ধন্যবাদ পাঠে ও মন্তব্যে।

১২| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: তুমি বড়ই মনোযোগী পাঠক আর চুল চেরা বিশ্লেষক।

আর ভাইয়ার জন্য শুভকামনা! :)

১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৪

মনিরা সুলতানা বলেছেন: হু হু যদি পড়ি :P

১৩| ১৩ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৬

মলাসইলমুইনা বলেছেন: মনিরা সুলতানা,
শায়মার মন্তব্যের সাথে অল্প একটু পরিবর্তনের সাথে (তুমি-র জায়গায় আপনি) পুরো একমত হয়ে গেলাম রিভিউ শেষ করেই।আশাকরি মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদের (ব্লগার নীল আকাশ) এতো চমৎকার একটা রিভিউ পেয়ে ভালো লাগবে। ব্লগারদের লেখাজোখা নিয়ে আপনার এই আন্তরিক রিভিউগুলোকে ভীষণ মোটিভেটিং বলে বইয়ের লেখক ব্লগাররা নিশ্চই সব সময়ই ভাববেন। আপনার কবিতার মতোই চমৎকার এই ব্যাপারটা । অনেক ধন্যবাদ নিন পরিশ্রমী আর উদ্দীপক রিভিউয়ের জন্য ।

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মনিরা সুলতানা বলেছেন: এটুকু আমাদের সহ ব্লগারদের পারস্পারিক হৃদ্যতা প্রকাশের অন্যতম মাধ্যম মনে হয় আমার।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া , চমৎকার মন্তব্যের জন্যে।

১৪| ১৩ ই মার্চ, ২০২২ রাত ৮:৪৭

গেঁয়ো ভূত বলেছেন: সত্যিই অসাধারন আর গভীর লেখায় যাদুর ছোঁয়া আছে রিভিউতে, আর বই এর কথা আর কি বলবো পাঠোত্তর মুগ্ধতা আমার মতো অলস মানুষকেও পাঠ প্রতিক্রিয়া লিখতে বাধ্য করেছে ।

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫২

মনিরা সুলতানা বলেছেন: আপনার পাঠ প্রতিক্রিয়া ও চমৎকার হয়েছে, এবং আমি বলবো অনেক বেশি গোছানো এবং আবেগের প্রকাশ আছে। আপনি উপন্যাস পড়েই লিখে ফেলেছেন , ভালোলাগায় মুগ্ধ হয়ে।

অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নুর
আশা করছি আপনার অভিজ্ঞতা ও সুখকর হবে, নমানুষ উপন্যাস পাঠে।

কেউ একজন বলেছেন, বইটা আমাকে দিবেন। পড়বো। রিভিউ লিখে ফেলতে পারি।

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা ! বেশ তো, লিখুন আপনার রিভিউ আমাদের ভালো লাগবে।

১৬| ১৪ ই মার্চ, ২০২২ ভোর ৫:৫৬

সোহানী বলেছেন: আকাশ ভাই এর লিখার বিষয়বস্তু আমার পছন্দের। তাই উপন্যাসটি যে এর বাইরে যাবে না তা ধারনা করতেই পারি। এ বিষয়গুলো নিয়ে আরো আরো লিখা প্রকাশ হোক এটা আমি সবসময়ই চাই। আর আকাশ ভাইয়ের লিখার স্টাইলটাও আমার খুব পছন্দের।

চমৎকার রিভিউ লিখেছো।

শুভকামনা নমানুষের জন্য।

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

মনিরা সুলতানা বলেছেন: জি আপু আপনার আর ব্লগারের ' নীল আকাশের' লেখালিখির বিষয়ে মিল আছে। আর নীল আকাশ যে থেমে যাবার জন্যে লেখালিখিতে আসেন নাই সেটুকু বিশ্বাস করি।

ধন্যবাদ আপু , পোষ্ট পাঠে এবং মন্তব্যে।

১৭| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৩

শেরজা তপন বলেছেন: আপনার পাঠ প্রতিক্রিয়ার তুলনা হয় না।
লেখক নীল আকাশ নিঃসন্দেহে ভাগ্যবান

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ওরে ব্যাস !! আপনাকে পেলাম লেখায় অনেক দিন পর।
ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে।

১৮| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন। সেটা জানতে।

১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:০২

মনিরা সুলতানা বলেছেন: ভালো করেছেন , তবে সাথে একটা লাইক ও দিতে পারতেন লেখায়।

১৯| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:০৭

প্রত্যাবর্তন@ বলেছেন: শুভকামনা

১৮ ই মার্চ, ২০২২ রাত ১:০০

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি ভালো আছেন।

২০| ১৮ ই মার্চ, ২০২২ রাত ২:২১

অপু তানভীর বলেছেন: বইটা আমার পড়া হয়েছে । নীল আকাশের লেখার হাত বেশ ভাল । আমার উপন্যাস পাঠের সময় ভাল গিয়েছে ।

১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২১

মনিরা সুলতানা বলেছেন: বাহ !
একটা জব্বর পাঠপ্রতিক্রিয়া লিখে ফেলো।

২১| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৩:২৩

শার্দূল ২২ বলেছেন: আসসালামু আলাইকুম সুলতানা আপু, আমি কালকে আসছিলাম , পোষ্ট পড়েছি ইভেন কমেন্ট টাইপ করেছি , সেন্ড করার আগেই একটা টানা ২ ঘন্টা কনফারেন্স তাও ভিডিও, শেষ আর আসা হলোনা কমেন্ট সেন্ড হয়নি,

সুলতানা আপু আমি অনেক পুরনো মানুষ , একদম শুরু থেকে বলতে পারেন, ঐ নামে আমাকে আপনি চিনেন মানে ব্লগ পর্যন্তই,

কেমন আছেন আপনি, আপনার ডিপিটা আগের মতই মাথা তুলে দাড়িয়ে আছে।

ভালো থাকবেন আবার আসবো বিস্তারিত বলবো।

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ও আলাইকুম আস সালাম শার্দূল ২২ !
হ্যাঁ ব্লগে এ যন্ত্রণার অভিজ্ঞতা আমাদের অনেকের ই আছে , সাথে পোষ্ট গায়েব হওয়া। তারপর ও ভালোলাগা ভালোবাসা নিয়ে মিলেমিশে আছি আমরা ব্লগে।

আপনাকে পেয়ে ভালো লাগলো, শুরু থেকে শুরু করা ব্লগার রা একটা ইতিহাস, একটা সময়ের সাক্ষী! তাদের প্রতি আমাদের সব সময় ই দৃষ্টি শ্রদ্ধার। ঐ নামে চিনি, নতুন নামে ও আপনি আমাদের কাছের হয়ে ই থাকবেন আশা করছি।

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ আমি আমার সত্ত্বায় এই চেতনা লালন করি।

আপনার জন্যে ও ভালো থাকার শুরু কামনা, আশা করছি আপনাকে ব্লগে নিয়মিত পাবো।

২২| ১৪ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পাঠ-প্রতিক্রিয়া লিখেছেন। শেরজা তপন এর সাথে আমিও একমত যে "লেখক নীল আকাশ নিঃসন্দেহে ভাগ্যবান"। একটু আগেও আপনার একটি পাঠ-প্রতিক্রিয়া পড়ে মন্তব্য করেছি। সেখানেও বলেছি, এখানেও বলতে হয় যে আপনার পাঠ-প্রতিক্রিয়া লেখার প্রধান আকর্ষণ, লেখাগুলো বাহুল্য বর্জিত, স্পয়লার দোষে দুষ্ট নয়। চৌম্বক বিষয়গুলোকে আপনি গভীর মনযোগী পাঠের মাধ্যমে তুলে আনতে পেরেছেন।

লেখক নীল আকাশ এর প্রতি অভিনন্দন রইলো। তার বইটি আমিও কিনেছি, তবে এখনও পড়া শুরু করতে পারিনি নানাবিধ কারণে।

০৪ ঠা মে, ২০২২ রাত ১০:৫১

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্যে !
আন্তরিক ভাবে দুঃখিত মন্তব্যের উত্তর দিতে দেরি হয়েছে, ঠিক রমজানের শুরু থেকে পারিবারিক কাজে ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে। অনিচ্ছাকৃত এর সময় নেবার জন্যে।

আশা করছি নীল আকাশের বই আপনার ভালো লাগবে।

২৩| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৪

খায়রুল আহসান বলেছেন: আশাকরি ভালো আছেন। হয়তো রোযার ব্যস্ততার কারণে ব্লগে আপাততঃ আসছেন না, তাই আমার উপরের মন্তব্যটি আপনার নজর এড়িয়ে গেছে। এ ছাড়াও, আপনার এই পোস্টের সর্বশেষ মন্তব্যটিরও হয়তো জবাব দেয়া হয় নাই নানাবিধ ব্যস্ততার কারণেইঃ
ছাপার অক্ষরের পাঠ বিলাস !! বই মেলা-২০১৭

০৪ ঠা মে, ২০২২ রাত ১০:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ফিরতি মন্তব্যের জন্যে, আগের মতব্যেই দুঃখ প্রকাশ করেছি মন্তব্যের উত্তরে সময় নেবার জন্য। আপনার ধারণ সঠিক ছিল রমজানের ব্যস্ততা সাথে প্রবাস থেকে মা , বড় বোন , আমার মেয়ে, ভাগ্নে এমন কয়েকজন প্রবাসী একসাথে দেশে বেড়াতে আসায় ব্যস্ততা আকাশচুম্বী। আপনার লিঙ্ক দেয়া মন্তব্যে যাচ্ছি ...।

আশা করছি ভালো আছেন ? আপনার রমজান ও ভালভাবেই কেটেছে এবং সাথে ঈদ ও। শুভ কামনায় রাখবেন, ভালো থাকার শুভ কামনা আপনার জন্যে ও।

ঈদ মোবারাক!

২৪| ২৩ শে মে, ২০২২ রাত ১১:২৮

নাজনীন১ বলেছেন: বইটা পড়ার ইচ্ছে হচ্ছে! রকমারীতে আছে?

৩১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! অনেকদিন পর কাউকে পেলাম এই লেখায়। এবং আপনাকে ও অনেকদিন পর ব্লগে দেখলাম, আশা করছি ভালো আছেন? বই টি পড়ার আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ, হ্যাঁ বই রকমারি তে আছে, এ ছাড়া ও " বইটই " এ অনলাইনে ও পড়তে পারবেন। আপনার চমৎকার সময় কাটুক বই এর সাথে।

শুভ কামনা।

২৫| ০৯ ই জুন, ২০২২ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:



আপনি একজন লেখক; গার্বেজ ইত্যাদিতে মন্তব্য করার আগে ভাববেন, ইহা আপনার জন্য সাজে কিনা!।

০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৯

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা ! তাই ? অবশ্যই ভাববো এবং যথেষ্ট ভাবনাচিন্তা করি ও।
তবে ব্যাপার কি জানেন, সবার রুচি পছন্দ বিবেচনা তো সমান নয়। আপনার কাছে যা গার্বেজ বা ইত্যাদি আমার কাছে সেটি প্রয়োজনীয় ও হতে পারে।

বাই দ্যা ওয়ে আপনি ঠিক কোথায় কোন মন্তব্য নিয়ে বলছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.