নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
স্বপ্নঝুরি ফুলে বিছানো যে পথ ছিলো অন্তহীন
নিয়ন আলো' র দখল এখন। উদাসী হলদেটে আর প্রাণহীন।
নোনা দেয়ালে জমে থাকা পেপারোমিয়া সবুজে আশ্রয় খোঁজে চোখ
" নিউ গার্ল ইন দ্যা টাউন শিরোনামে "
ইট পাথরের শহরে আসা এক শ্যামলা কোমল মুখ।
সেই কনকপ্রভা গালিচা বিছানো ফেলে আসা গৃহকোণ
আবদার সামলে, স্নেহে নত আদ্র পিতৃ হৃদয়
মমতা বাক্সে বন্দী করে রাখা কঠোর মা।
ভোরে আবছা আলোছায়ায় ফিসফিস, ফুলচোর!
সন্ধ্যার সেজবাতি, সীমানার ওপাশে বারংবার সাইকেল টুংটাং।
সবনিয়ে ক্যালাইডোস্কোপের আরশিতে আছন্ন উন্মন।
হাওয়াই মিঠাই জালে মেঘবন্দী করে রাখা পাহাড় চূড়া' র স্বপ্ন
যেথায় দাঁড়ালে করতলে মেঘ ছোঁয়া যায়,
শ্যামলা মেয়ের গালে হাত দিয়ে মুগ্ধ চোখে
গল্প শোনার নিস্তব্ধ দুপুর উজানে বায় মন পবনের নায়।
বৃষ্টি মুখর দিনে আনমনা একাগ্রতায় প্রিয় কবিতা,
অথবা উপন্যাসের পাতা ছেড়ে বর্ষার যে ঢলে মন ভিজত-
দুয়ারে দুয়ারে ফেরা দাড়কাকেঁর রঙ গায়ে মাখা সে আকাশ সেঁচা জলে।
উত্তরে উড়ে যাওয়া পাখি টাও
পাখার ঝাপটায় ছন্নছাড়া করে দিতে চায় তার সে বিবর্ন দিনের স্মৃতি
কিন্তু শরৎ মেঘের বাদলা দিন, আয়েশী বৈরাগ্য তার মনখোঁপায়
বিনোদবেনী ছুড়ে রাধাঁর বৃন্দাবন বিরহ যাচেঁ !
মুরাকামি, কোয়েলহো ঠাঁই নেয়া টেবিলে, শবনম, দত্তা বউ ঠাকুরনির হাট
বই এর তাকের ধুলো সামলায়।
সাজি উপচানো চাঁপা' র মত জমা স্মৃতিরা ভীর করে রাখে মন,
একদিন দীর্ঘ রাতজাগা ক্লান্ত নরম হয়ে আসা চোখে
তার সাথে দৃষ্টি বিনিময়ের মাহেন্দ্রক্ষণ কে-
বৃষ্টিস্নাত ভোরের ফুল কুড়ানোর আনন্দ
করে রাখে স্মৃতিতে।
এক দুই চার করে কয়েক পা মাত্র পথচলা
বন্ধু আড্ডার তুমুল গল্পের মাঝে ও
এক টুকরো সময় ছিল একে অন্যের
এক্কেবারেই নিঃসঙ্গ দুজনের।
অবাধ্য লুটোপুটি বাতাসে দেশি গোলাপের ঘ্রান;
পোস্টাল একাডেমির খুব সাধারন একটা সকাল কে,
স্মৃতিকথায় তুলে আনা ভোর করে রাখতে পারার আবেশ
রাত্রি জাগরনের সমস্ত ক্লান্তিকে করে ম্লান।
বিষণ্ণ এক ক্লান্তির রোলার কোষ্টারে চড়া জীবনের
বুকের দীর্ঘনিঃশ্বাস ফেলা ফুরসতে ভাবতে বসে -
হয়েছিলো কি বিনিময় একফালি স্বপ্ন !
অথবা কেউ কাউকে বুঝে নেয়া ?
অরণ্য গন্ধী সবুজ মায়ার সেই সকাল টা
বন্ধুত্ব নয় , প্রেম নয় কেবল’ই আবেশিত সময় হয়ে ঘোরলাগা দৃষ্টির কোনায় লুকিয়ে আছে।
মনিরা সুলতানা।
ছবি কৃতজ্ঞতাঃ ব্লগার অপু তানভীর ! অনেক অনেক ধন্যবাদ অপু তানভীর চমৎকার একটা ছবি তৈরি করে দেবার জন্যে। শুরুতে ভেবেছিলাম আপনার এ আই ছবি নিয়ে ব্লগে দেয়া পোষ্ট দেখে বৃষ্টির ছবি চেয়ে নিবো। পরে মনে হয়েছে না নতুন একটা নেই। আমার কবিতা তে দারুণ ভাবে মানিয়েছে ছবি টা।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৪
মনিরা সুলতানা বলেছেন: শুরুতেই এমন একটা কাব্যিক মন্তব্য!
ভীষণ আনন্দিত ভাই !!!
অনেক অনেক ধন্যবাদ লেখার সাথে একাত্ম হবার জন্যে।
শুভ কামনা।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সুপার। ♥️
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ !
শুভ কামনায় অনিঃশেষ।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৫
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,
গোলাপ ছিঁড়ে এনে মালা গেঁথে তোলা যায় বটে তবে সে মালার রূপ ক্ষনেকের । কিন্তু গাছে ফুটে থাকা গোলাপটিই অনিন্দ্য, চিরায়ত। তাকে ফুলদানীতে রাখতে নেই............
বড্ড কঠিন করে তুলেছেন কবিতাটিকে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৮
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ সেটুকু ই ভাইয়া - অনসূয়া মানে ঈর্ষা বা হিংসা থেকে মুক্ত,অপাপবিদ্ধ ! তাকে শহুরে জঞ্জালে এনে ফেলেল সে কেবল ইটের নীচে চাপা হলদে ঘাস ই হয়। শত চেষ্টায় ঝকঝকে করে তুললেও মন ও মননে স্মৃতিকাতরতা বয়ে বেড়ায় নিজস্বতা নষ্ট করে।
বড্ড কঠিন করে তুলেছেন কবিতাটিকে। দুঃখ প্রকাশ করছি এই জন্যে। আসলে অনভ্যাসে বিদ্যানাশ বলে কথা, কতদিন পড় যে কবিতায় ফিরেছি। তাই একটু অগোছালো বিধায় সুন্দর করে কঠিন বলেছেন। সাথে আমার পুরানো রোগ তো আছেই - একটু অপ্রচলিত শব্দে আমার দুর্বলতা। অনভ্যাসে সেসব শব্দ ঠিকঠাক গুছিয়ে সাজাতে পারি নাই। আবার লিখতে শুরু করবো।
অনেক ধন্যবাদ ভাইয়া সবসময় লেখার বিশদ ফিডব্যাকের জন্যে।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৬
কামাল৮০ বলেছেন: কবিতার সকল গুনাবলী আছে এই কবিতায়।পড়ে আনন্দ পেলাম।এমন কবিতা আরো আশাকরি।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কামাল ৮০ ভাই !
আমার কবিতায় স্বাগত আপনাকে, আশা করছি লেখায় পাবো আপনাকে নিয়মিত। আর সব লেখকের আগ্রহ ই পাঠক প্রিয়তা, আপনার আগ্রহ আমার লেখার উৎসাহ হয়ে থাক।
সব সময় ভালো থাকার শুভ কামনা।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতাটি খুবই ভালো হয়েছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই !
আপনার পোষ্ট আমার লেখায় অনেক সাহায্য করে, অনেক ফুল আর গাছের নাম শিখি আমি।
ভালো থাকবেন।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই উচ্চ মার্গের কাব্য;
সবার বোধগম্য হবে মনে হয়না,
যেমন আমিও খুব একটা ভালো বুঝিনাই।
তবে দামী জিনিস দেখলে বুঝতে পারা যায়।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৭
মনিরা সুলতানা বলেছেন: নুরু ভাই এইটাকে বলে সহ ব্লগারের সৌজন্যতা এবং ভালোবাসা।
এইটুকু পারস্পারিক মিথস্ক্রিয়ার জন্যেই কিন্তু ব্লগিং ছাড়তে পারি না।
শুভ কামনায় রাখবেন ভাই।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২১
গেঁয়ো ভূত বলেছেন:
কবিতা ভালো লেগেছে, তবে আমার মন্তব্য ৬ নম্বর মন্তব্যে নুরু ভাই এর মন্তব্যের অনুরূপ। সব পাঠক সব লেখা ভালোভাবে বুঝবে না এটাও স্বাভাবিক।
শুভকামনা।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩০
মনিরা সুলতানা বলেছেন: দু একটা শব্দের সমর্থক শব্দ বুঝতে পারেলেই কবিতা সহজ দাদা! আমি নিজেও অভিধান খুঁজেপেতে একটু আলদা সবদ্যা লেখা সাজাই।
ধন্যবাদ গেঁয়ো ভূত ! আপনার আন্তরিক মন্তব্য মন ছুঁয়ে গেলো।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা খুব ভালো লেগেছে।
তিনটা বানান মনে হয় সংশোধন যোগ্য।
১। ক্যালেইডোসকোপ
২। বৃন্দাবন
৩। ফুরসৎ।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ !
সংশোধন সহ প্রশংসা পাওয়া ভাগ্যের ব্যাপার
১ । আমি অনলাইনে সার্চ দিয়ে এবারে ও এটাই পেলাম!
Showing results for ক্যালাইডোস্কোপ
No results found for ক্যালেইডোসকোপ
২। হ্যাঁ বৃন্দাবন, টাইপিং মিস্টেক।
৩। ফুরসত / ফুরসৎ উনি ও সেই একই পথের পথিক।
শুভেচ্ছা সতত।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি লিখেছেন ক্যালাইডস্কেপ। স্কেপ না হয়ে সম্ভবত স্কোপ হবে।
আপনি লিখেছেন ফুসরত।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ সেগুলো ঠিক করেছি তো !
আবারো ধন্যবাদ।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার এই মন্তব্য এবং দ্বিতীয় মন্তব্য মুছে দিতে পারেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪২
মনিরা সুলতানা বলেছেন: না তা কেনো ?
কেউ তো এখানে পারফেক্ট না। আমরা সবাই ব্লগার এবং ভুল আমাদের হতেই পারে।
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৪৩
ককচক বলেছেন: ভালো লেগেছে আপু
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জনাব ! আপনার কবিতা পাঠে আমি আপ্লুত।
আপনার ভালোলাগার প্রকাশে আনন্দিত ও।
শুভ কামনা।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর আপু
অসাধারণ
তোমার লেখার কাছে আমার লেখা ছাঁইফাঁস ছাড়া কিছুই না। আল্লাহ তোমাকে ভালো লিখার তৌফিক দান করুন
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২১
মনিরা সুলতানা বলেছেন: আপনার প্রশংসায় লেখায় আগ্রহ বাড়লো আপু ! একজন কবির কবিতার মুল্যায়ন সবসময় ই অন্যরকম।
আমাদের কারো লেখার সাথে তো কারো তুলনা নেই আপু, আপনার লেখা আপনার মত সুন্দর ! আর আমার লেখা আপনারা ভালোবাসেন বলে সুন্দর।
ভালোবাসা ছবি আপু।
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৯
নতুন নকিব বলেছেন:
চমৎকার সব শব্দের মিশেলে নান্দনিক কাব্য প্রতিভায় একরাশ মুগ্ধতা। শব্দসম্ভারে ডুবে সেখান থেকে খুঁজে খুঁজে পুতির মতো করে একটি একটি শব্দরত্ন তুলে এনে তা দিয়েই তো কথার এমন মালা গাঁথা যায়। কিছুটা অপ্রচলিত বা কম ব্যবহৃত শব্দমালার গাঁথুনিতে ভাব প্রকাশের এমন প্রচেষ্টা আমারও পছন্দের। কত যে বিচিত্র শব্দের সমাহারে সমৃদ্ধ আমাদের ভাষা, কিন্তু আমরা তার ক'টাইবা ব্যবহার করি দৈনন্দিন জীবনের লেখালেখি কিংবা পাঠাভ্যাসে! নামে 'শব্দ' হলেও নিরবতাই তাদের ধর্ম। মাঝে মাঝে এমন করে একটু আধটু লিখলে নিরবতায় আচ্ছন্ন অবহেলিত সেসব শব্দমালাকে ছুঁয়ে দেয়ার কিছুটা হলেও সুযোগ অন্ততঃ কাছে আসে। সাধুবাদ। শুভকামনা।
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নতুন নাকিব !
আমার কবিতার ভুবনে আপনাকে স্বাগত, মনে হয় কবিতা এই প্রথম পড়েছেন ?
কত যে বিচিত্র শব্দের সমাহারে সমৃদ্ধ আমাদের ভাষা, কিন্তু আমরা তার ক'টাইবা ব্যবহার করি দৈনন্দিন জীবনের লেখালেখি কিংবা পাঠাভ্যাসে! সত্যি ই তাই। আমি মাঝে মাঝে সমার্থক শব্দ খুঁজতে গেলে পাগল হবার দশা! একটার চাইতে অন্যটা শ্রুতিমধুর!
আমার লেখালিখি সব সময় ই মনের আনন্দ, পাঠক প্রিয়তা পেলে লেখার আনন্দ বাড়ে। বেশির ভাগ সময় লেখার অভিযোগ এইটাই শব্দ অনেক কঠিন এবং জটিল। কিন্তু আমার একটু অপ্রচলিত শব্দে ভীষণ দুর্বলতা, তাই নিজের স্বভাব মতোই চলে আসে লিখতে বসলে।
মাঝে মাঝে এমন করে একটু আধটু লিখলে নিরবতায় আচ্ছন্ন অবহেলিত সেসব শব্দমালাকে ছুঁয়ে দেয়ার কিছুটা হলেও সুযোগ অন্ততঃ কাছে আসে। আপনার কথার সুরে সুর মিলিয়ে বলছি সাথে আমাদের ভাষা যে কত মধুর সেটুকু ও অনুভব করা যায়।
অসম্ভব কাব্যিক এক মন্তব্যের আবার ও ধন্যবাদ।
সব সময় ভালো থাকার শুভ কামনা।
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৮
অপু তানভীর বলেছেন: আহা !
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৭
মনিরা সুলতানা বলেছেন: কার সাথে মিলে গেছে ?
বল বল কোন কন্যা !!!
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৭
মিরোরডডল বলেছেন:
সাজি উপচানো চাঁপা' র মত জমা স্মৃতিরা ভীর করে রাখে মন,
একদিন দীর্ঘ রাতজাগা ক্লান্ত নরম হয়ে আসা চোখে
তার সাথে দৃষ্টি বিনিময়ের মাহেন্দ্রক্ষণ কে-
বৃষ্টিস্নাত ভোরের ফুল কুড়ানোর আনন্দ
করে রাখে স্মৃতিতে।
একজন মানুষ এতো কাব্যিক কি করে হয়!!!
অপূর্ব লেখনী !!!
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১১
মনিরা সুলতানা বলেছেন: এই মেয়ে টা একটা মায়াবতী !!! এত আন্তরিকতা আর মায়া থাকে সবসময় আমার প্রতি !!!
ভালোবাসা নিও মায়াবতী ডল।
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটিতে ভালো লাগার বিপ্লব ঘটেছে।
একদিকে কনকপ্রভা গালিচা ফেলে..
স্নেহে আদ্র পিতৃহৃদয়
মমতা বাক্স বন্দি মা- মতো কথামলার পাশাপাশি
হাওয়াই মিঠাই জালে মেঘবন্দি করে টাকা পাহাড়চূড়ার স্বপ্নের
মতো সুন্দর সুন্দর কথার মায়াজালে কাব্যের ফানুস উড়িয়ে ছেড়েছেন।++
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৮
মনিরা সুলতানা বলেছেন: চৌধুরি !!! আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেলেন,
এত সুন্দর মন্তব্য, এত ভালোলাগার প্রকাশ ! সব কিছু মিলিয়ে মন ভালো করে দেয়। একটা লেখার পূর্ণ মনোযোগের যথার্থ পুরস্কার এমন সব মন্তব্য। সব সময় লেখার সাথে থাকবার জন্যে ধন্যবাদ।
শুভেচ্ছা সতত।
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'অনসূয়া' আমার অতি প্রিয় একটা শব্দ, যা অনেক জায়গায় ব্যবহার করেছি - যে মেয়ের অসূয়া বা হিংসা নেই।
কবিতাটা ভালো লেগেছে।
'সেথায়' শব্দটা বদলে 'সেখানে' লিখলে বেটার হয়; পুরোনো রীতি যত এড়ানো যায়, কবিতা তত আধুনিক ও সাবলীল হয়।
শুভেচ্ছা আপু।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !! দেখেছেন কিছু শব্দ অপ্রচলিত কিন্তু শ্রুতিমধুর এবং বেশ অর্থবোধক ও। আমি অনুসূয়া নাম শুনেছিলাম মনে গেঁথে ছিল, পরে যখন ডিকশনারি তে নামের অর্থ খুঁজতে গেলাম, দেখা গেল এই নামের তেমন অর্থ নেই - কেবল দেয়া আছে শকুন্তলার সখী। পরবর্তীতে অনসূয়া পাই যা দারুণ অর্থবোধক ! খুব সুন্দর ভাবে কবিতার শিরোনাম ও চলে আসলো।
এমন অনেক হয় অনেক শোনা একটা শব্দ ঠিকঠাক মনে গাঁথে না, হট করে শুনলে মনে হয় ভীষণ অপরিচিত এবং কঠিন। যেমন আমার এক কবিতায় আমি কেয়ূর শব্দটা এনেছিলাম, যার অর্থ বাজু, অঙ্গদ, বাহুর অলংকার। সবার ই মন্তব্যে এসছে নতুন শব্দ, কঠিন শব্দ , অপ্রচলিত শব্দ, সুন্দর শব্দ। অথচ নজরুলের ভীষণ জনপ্রিয় গানের মাঝে আছে কেয়ূর শব্দ টা বহুবার শোনা আমাদের।
আমি যার বরষার আনন্দ কেকা
নৃত্যের সঙ্গিনী দামিনীলেখা
যে মম অঙ্গের কাঁকন-কেয়ূর
কে সেই সুন্দর, কে?
কবিতাটা আপনার ভালো লেগেছে, এই প্রকাশটুকু আমাকে অপ্লুত করেছে ভাইয়া! আপনাদের শুভকামনার ছায়াতলে থাকোতে পেরে ধন্য মনে করছি নিজেকে।
আপর সংশোধন এবং উপদেশ বাক্যটুকু মনে রাখবো ভাইয়া পরবর্তী লেখার সময়
শুভ কামনা সব সময়ের জন্যে।
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৩
মুক্তা নীল বলেছেন:
মনিরা আপা,
পেছনে ফেলে আসা সুন্দর কিছু মুহূর্ত তার স্মৃতির ভান্ডারে ই জমা হয়ে থাকে । আর নিয়ম ও নিয়তির কাছে আমরা খুব অসহায় । তারপরেও আমরাই পারি এবং পারতে হচ্ছে আগামী পথ চলা । মনিরা আপা'র কবিতায় নতুন করে কি প্রশংসা করবো ?
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ একটা সময়ে সবাই কেমন খোলস পালটে সেই যান্ত্রিক জীবনের একজন হয়ে যাই সত্যি, কিন্তু দিনশেষে অথবা একান্ত মুহূর্তে স্মৃতির সমুদ্র অবগাহন চলে। আর সেটুকুই আমাদের দুদন্ড শান্তির ক্ষণ।
প্রশংসা একেবারেই চাই না , ভালোবাসা আর আমার লেখার পথচলার সঙ্গী হিসেবে চাই আজীবন।
অনেক অনেক ধন্যবাদ প্রিয়মুখ।
১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখিকা বলেছেন: নুরু ভাই এইটাকে বলে সহ ব্লগারের সৌজন্যতা এবং ভালোবাসা।
এইটুকু পারস্পারিক মিথস্ক্রিয়ার জন্যেই কিন্তু ব্লগিং ছাড়তে পারি না।
শুভ কামনায় রাখবেন ভাই।
আমি সবসময় আপনার লেখার দারুন ভক্ত। যথা সাধ্য চেষ্টা করি আপনার লেখা পড়তে ও মন্তব্য করতে। না বুঝলে তা অকপটে প্রকাশ করি তাতে লজ্জিত হইনা!
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৫
মনিরা সুলতানা বলেছেন: আবার ও আমার আন্তরিক ধন্যবাদ আপনার জন্যে ভাই! এইযে লেখার ভক্ত শব্দ টুকু লিখলেন, তাতেই আপনার দরদি মনভাব উঠে এসছে। আমরা নিজেরা ও জানি আমাদের লেখা খুব ভুবন বিখ্যাত হবার মত নয়, আমাদের মূল্যায়ন আমরা যারা পাঠক, আবার আমরাই লেখক হিসেবে। তবুও দিনশেষে অতখানি উদার আমরা অনেকেই হতে পারি না।
এখানে আমরা সবাই সহব্লগার, আমাদের আকাশচুম্বী জনপ্রিয়তা না থাকতে পারে কিন্তু আন্তরিকতার অভাব যেন না থাকে।
শুভ কামনা নূরভাই!
২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ যেন ফেলা বহুকাল আগের জীবনের ছবি হঠাৎ একটার পর একটা চোখের সামনে ভেসে উঠছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৭
মনিরা সুলতানা বলেছেন: দারুণ মাইদুল সরকার !!! কেমন কাব্যিক মন্তব্যে ভাসালেন আমার লেখা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯
Bondi বলেছেন: স্ট্যান্ডার্ড কবিতা। পড়ে ভালো লাগলো। +++
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১২
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখার ভূবনে স্বাগত আপনাকে Bondi !
কবিতা পাঠ, ভালোলাগার প্রকাশ আমাকে মুগ্ধ করলো।
শুভেচ্ছা সতত।
২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৩
সোহানী বলেছেন: এমা.... ছবি আর কবিতাতো দেখি শুধু আমার জন্যই লিখেছো।
০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৬
মনিরা সুলতানা বলেছেন: একদম তাই আপু ! এই লেখা আর ছবি শুধু আমার আপুর জন্যে।
ভালোবাসা আপু।
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৬
অপ্সরা বলেছেন: হুম একেই বলে ইনোসেন্ট লাভ তাইনা ???
০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৯
মনিরা সুলতানা বলেছেন: হু হু একেই বলে ইনোসেন্ট লাভ !
আচ্ছা এই এক্ষুনি মনে পড়লো, এত খোকা ভাইয়ার নীরা' র গল্প !!!!!! ছবি টা কেমন হয়েছে বলো ?
ইয়ে মানে মনিরা না কিন্তু
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২২
অপ্সরা বলেছেন: পড়ার সময়ই মনে হয়েছিলো।
তবে ভাবলাম না না কি ভাবছি এটা তো নীরার গল্প নহে মনিরার গল্প। হা হা হা
আর বলো এই ছবি কি তুমি এঁকেছো!!!!!!!!!!!!!!!!!!
আমি মুগ্ধ!!!!!!!!!!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩৫
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা ভেবে নাও এইটা সেই খোকা ভাইয়ের নীরার ই গল্প, আর আমাদের অপু তানভীর ভেবে নেবে স্পর্শীয়া কন্যার গল্প।
আমি যদি এমন ছবি আঁকতে পারতাম তাহলে এই ব্লগে এখন ও কী করি !!!!!! কবে ভ্যানগগ এর পর্যায়ে ভাব নিতাম।
ছবিয়াল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! আর ইন্সট্রাকশন দিয়েছে আমাদের ভালাপুলা অপু তানভীর। আমি অপু কে অনুরোধ করেছিলাম ওর এ আই দিয়ে একটা ছবি এঁকে দেবার জন্যে কবিতায় ইউস করবো। আমার ফেসবুকে ও প্রোফাইলে দিয়েছি।
২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪২
অপ্সরা বলেছেন: ওহ তাই বলো!!!!!!!!!
আমিও তো বলেছিলাম!!!!!!!!!!
অপুভাইয়া তখন চিটাং ছিলো। বলেছিলো পরে করে দেবে!!!!!!!!!!
দাঁড়াও তার মজা দেখাচ্ছি!!!!!!!!!!!
রাগ করে আমি নিজেই করে নেবো!!!!!!!!!!!!!
চেনোনা আমাকে!!!!!!!!!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৫
মনিরা সুলতানা বলেছেন: প্লিজ তুমি রাগ করো প্লিজ প্লিজ ! তোমার রাগ থেকে অনেক ভালো কিছু হয়।
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৩
সোনালি কাবিন বলেছেন: খুব সুন্দর আধুনিক কবিতা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সোনালী কাবিন !
লেখায় স্বাগত আপনাকে, সুন্দর সময় কাটুক ব্লগে আপনার।
শুভ কামনা সতত।
২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতায় এ কোন পোস্টাল একাডেমি'র কথা বলেছেন, রাজশাহীর?
একসাথে 'কয়েক পা মাত্র পথ চলা' সেই কোন একজনের সাথে "বন্ধুত্ব নয়, প্রেম নয়, কেবলই আবেশিত সময়" কাটানো এক মাহেন্দ্রক্ষণ নিয়ে রচিত এই কবিতা যেন কিছু সোনালী মুহূর্তকে অমরত্ব দান করলো।
কবিতায় ভাললাগা....
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৬
মনিরা সুলতানা বলেছেন: শুরুতেই ব্যস্ততায় মন্তব্য উত্তর দিতে দেরি করার জন্যে দুঃখ প্রকাশ করছি। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
জি আহসান ভাই , রাজশাহীর পোস্টাল একাডেমীর কথা বলেছি। আসলে এই লেখায় আমি একটা বয়সের অনুভব কে তুলে আনার চেষ্টা করেছি। বয়সের মনের সরলতা স্নিগ্ধতা !
কবিতা টি আমি আমার মেয়ের ২১তম জন্মদিনের উপলক্ষ করে মেয়ের জন্য রেখেছি। আমার জীবনে ও ২১ বছর ছিল, মেয়ের জীবনে ও এসেছে। সেই আঙ্গিকে পৃথিবীর সমস্ত ২১ শে পা দেয়া সবার জন্যে সমানভাবে প্রযোজ্য।
অনসূয়া শব্দের মানে ঈর্ষা বা হিংসা থেকে মুক্ত,অপাপবিদ্ধ। পৃথিবীর সমস্ত মেয়েরা অনসূয়া হয়ে বেড়ে উঠার সুযোগ পাক সেই শুভকামনা।
কাটানো এক মাহেন্দ্রক্ষণ নিয়ে রচিত এই কবিতা যেন কিছু সোনালী মুহূর্তকে অমরত্ব দান করলো।
কবিতায় ভাললাগা....
এই ছোট্ট কিছু কথায় চমৎকার প্রকাশ লেখার অলংকার হয়ে থাকুক। অনেক অনেক ধন্যবাদ।
২৮| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: আপনার এ চমৎকার কবিতাটা পুনরায় পড়ে গেলাম, পুনরায় মুগ্ধ হ'লাম।
দ্বিতীয়বার পোস্টে এসে মনটা কিছুটা খারাপই হয়ে গেল, নূর মোহাম্মদ নূরু এর মন্তব্যদুটো পড়ে। তখন কে জানতো, আর মাত্র সপ্তাহ তিনেক পরেই উনি এ জগতের মায়া ছেড়ে অনন্তযাত্রার পথে পাড়ি জমাবেন! পুনরায় তার জন্য দোয়া উচ্চারিত হলো।
তার মন্তব্যের উত্তরে আপনার প্রতিমন্তব্যদুটোও ভালো লেগেছে।
২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৫
মনিরা সুলতানা বলেছেন: আপনার মুগ্ধতায় ভালোলাগা রাখলাম আহসান ভাই !
দ্বিতীয়বার পোস্টে এসে মনটা কিছুটা খারাপই হয়ে গেল, নূর মোহাম্মদ নূরু এর মন্তব্যদুটো পড়ে। তখন কে জানতো, আর মাত্র সপ্তাহ তিনেক পরেই উনি এ জগতের মায়া ছেড়ে অনন্তযাত্রার পথে পাড়ি জমাবেন! সত্যি ই মন খারাপ হয়, আমি নিজেও জানি না ঠিক কার কোন পোষ্টে এভাবে আমার জীবনের শেষ মন্তব্য রেখে যাবো।
ধন্যবাদ পুনরায় পাঠ এবং মন্তব্যের জন্যে।
২৯| ০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
মিথী_মারজান বলেছেন: মায়াভরা কবিতায় ভালোলাগার ঘোরে আচ্ছন্ন হলাম।
ভালোবাসা আমার প্রিয় মায়াবতী মন আপুর জন্য।❤️
২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৪
মনিরা সুলতানা বলেছেন: আরে বাহ ! মিথিমনি যে !! !
খুব ভালো লাগলো ব্লগে তোমাকে দেখে।
ঈদ মুবারক!
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৪
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর লেখনী!!!
বৃষ্টি নামুক!
ধৌত করুক সকল গ্লানি...
স্বচ্ছ স্ফটিকে প্রতিসরিত হবে সাতরঙা রামধনু..
ঝাপসা হোক সবকিছু,
শুধু স্ফটিক স্বচ্ছ থাকুক আমাদের মনিরাপুর প্রত্যাশা। +